নিজের এন্ড্রয়েড মোবাইলে ছবি কমপ্রেস করতে চান? মোবাইলে ছবির সাইজ কমানোর অ্যাপ কিভাবে ব্যবহার করবেন? আজকের আর্টিকেলের মধ্যে এই প্রত্যেক বিষয়ে আমরা আপনাদের জানাতে চলেছি।

বর্তমান সময়ের স্মার্টফোন গুলিতে থাকা ক্যামেরা গুলি কিন্তু সত্যি অনেক ভালো ও শক্তিশালী। এছাড়া, অনেক high resolution সহ এই ছবি গুলি সম্পূর্ণ HD তে থাকায় ছবি গুলির সাইজ অনেক বড় হয়ে থাকে।
বেশিরভাগ ক্ষেত্রেই, মোবাইলে তোলা একটি ছবি প্রায় ১ থেকে ৫ এমবি পর্যন্ত হয়ে থাকে।
ফলে, ছবি গুলিকে অন্যান্য ডিভাইস গুলিতে ট্রান্সফার করতে বা অনলাইনে আপলোড করতে অনেক সময় লেগে থাকে। এছাড়া, ছবির সাইজ যত বড় হবে, সে আপনার মোবাইলে ততটাই অধিক জায়গা বা স্পেস দখল করবে। তাহলে এর সমাধান কি? মোবাইলে ছবির সাইজ কমানোর উপায় কি?
চিন্তা করতে হবেনা, আপনিও যদি যেকোনো ছবির এমবি কমানোর উপায় খুঁজছেন, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে একটি সেরা ও কার্যকর, ছবির সাইজ কমানোর অ্যাপ। ছবির সাইজ কমানোর ক্ষেত্রে গুগল প্লে স্টোরে আপনারা নানান অ্যাপ গুলি পেয়ে যাবেন।
তবে মনে রাখবেন, যেকোনো ছবি কমপ্রেস করে তার সাইজ কমানোর জন্য আপনাকে এমন একটি অ্যাপ ব্যবহার করা দরকার যেটি ছবির কোয়ালিটি খারাপ না করে কেবল তার সাইজ ছোট করে থাকে।
কেননা, ছবির সাইজ কমানোর এমন প্রচুর android mobile image compression apps গুলি রয়েছে যেগুলি ব্যবহার করলে ছবির সাইজ এর সাথে সাথে তার কোয়ালিটিও নষ্ট হয়ে যায়।
অবশই পড়ুন: কিভাবে মোবাইলে ইন্টারনেটের গতি বৃদ্ধি করবেন?
চিন্তা করতে হবেনা, কিভাবে নিজের মোবাইল দিয়ে ছবির সাইজ কমানো যায় এবং ছবির কোয়ালিটি নষ্ট না করে ছবির সাইজ কমানোর সেরা অ্যাপ এর বিষয়ে আপনাদের বলে দিয়েছি।
এন্ড্রয়েড মোবাইলের সেরা ছবির সাইজ কমানোর অ্যাপ কোনটি?
মোবাইলে যেকোনো ছবির সাইজ কমানোর উপায় কি বা কিভাবে ছবির এমবি কমানো যায় সেই বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ নিচে বলে দিয়েছি।
ছবি কমপ্রেস করার ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি সেটার নাম হলো, Bitwing Dev Team-এর তরফ থেকে থাকা “Image Compress and Resize App” টি।
Google Play store-এর মধ্যে ৪.৬ রেটিং এবং প্রায় ১ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড সংখ্যা সহ এই image compression app-টি অনেক সহজ ও সুবিধাজনক ভাবে যেকোনো ছবির সাইজ কমাতে পারে।
ছবির এমবি কমানোর উপায় হিসেবে এই অ্যাপটি অনেকেই নিজের মোবাইলে ব্যবহার করেন।
এখানে, ছবির ফাইল সাইজ কমানোর ক্ষেত্রে আপনারা নানান অপসন এবং সেটিং গুলিকে কাজে লাগাতে পারবেন। যেমন ধরুন, % হিসেবে ফাইল সাইজ কমিয়ে বা ছবির কোয়ালিটি কমানোর মাধ্যমে ফাইল সাইজ কমানো।
তবে, যদি আপনারা অনেক সহজেই কোনো ঝামেলা ছাড়া ছবির কোয়ালিটি ভালো রেখে তার সাইজ কমাতে চান, তাহলে সরাসরি Auto setting সিলেক্ট করতে পারবেন।
Image compress করার পাশাপাশি এই app-টি ব্যবহার করে আপনারা video file compress, image resize, image crop ইত্যাদি করতে পারবেন।
অবশই পড়ুন: মোবাইল থেকে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
মোবাইল অ্যাপ দিয়ে ছবির সাইজ কমানোর উপায়:
নিজের এন্ড্রয়েড মোবাইলে Dot Photo: Image Compress and Resize App-টি ব্যবহার করে কিভাবে ছবির সাইজ কমাতে হয়, নিচে এর প্রত্যেকটি ধাপ উল্লেখ করা হলো।
স্টেপ ১.
সবচে আগেই আপনাকে Google Play Store-এর মধ্যে গিয়ে Image Compress and Resize App-টি download করতে হবে। মনে রাখবেন, App Download এবং Install করার পর আপনাকে কোনো ধরণের একাউন্ট তৈরি করতে হবেনা।
স্টেপ ২.
App-টি ডাউনলোড করে ওপেন করার পর সাথে সাথে আপনারা একটি নোটিফিকেশন দেখতে পাবেন। এখানে, আপনার থেকে আপনার মোবাইলের photo এবং video গুলি এক্সেস করার অনুমতি চাওয়া হবে। আপনাকে সরাসরি, “Allow” এর অপশনে click করতে হবে।
স্টেপ ৩.
ফাইল এক্সেস করার অনুমতি দেওয়ার পর, এখন আপনারা সরাসরি Dot Photo App-এর dashboard-টি দেখতে পাবেন।
এখানে আপনারা, Resize video, Resize Image, Compress video, Compress Image ইত্যাদি নানান অপসন গুলি দেখতে পাবেন।
যিহেতু আমরা ছবির সাইজ কমাতে চাইছি, তাই সরাসরি “Compress Images” এর অপশনে click করতে হবে।
স্টেপ ৪.
Compress images-এর মধ্যে click করার সাথে সাথে আপনার মোবাইলের ফটো গ্যালারি ওপেন হয়ে যাবে।
এবার আপনি যেই ছবিটির সাইজ ছোট করতে চাইছেন, সেই ছবিটি সিলেক্ট করে সরাসরি আপলোড করতে হবে।
ছবি সিলেক্ট করার পর, নিচে চলে আসা “NEXT” বাটনে click করতে হবে।
স্টেপ ৫.
ছবিটি আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নানান ইমেজ কমপ্রেস অপসন গুলি দেখতে পাবেন।
চিন্তা করতে হবেনা, এখানে আপনাকে বিশেষ কিছুই করতে হবেনা।
এখানে আপনাকে সরাসরি, Auto (Recommended) এর অপশনটি সিলেক্ট করে Medium-এর অপশন সিলেক্ট করতে হবে।
আপনি যদি ছবির সাইজ অনেক বেশি কমাতে চান, তাহলে Small এর অপসনটিও সিলেক্ট করতে পারেন।
মনে রাখবেন, নিচে থাকা “Keep Original Resolution” এর অপশনটিতে click করে সেটিকে enabled রাখতে হবে।
এবার সরাসরি নিচে থাকা, “START” বাটনের মধ্যে click করতে হবে।
স্টেপ ৬.
যা আপনারা উপরে ছবিতে দেখতেই পারছেন, এখন আপনার ছবিটি আপনার সেট করা কপ্রেস সেটিং হিসেবে কমপ্রেস করা হয়েছে।
এতে ছবির ফাইল সাইজ রিসাইজ হয়ে আগের তুলনায় অনেকটা ছোট হয়ে গিয়েছে।
দেখা যাচ্ছে যে, 2.69 MB সাইজের ছবিটি ছোট হয়ে 470.1kb র হয়ে গিয়েছে। তবে ছবির resolution এবং quality কিন্তু একই রয়েছে।
এবার, ছবির ফাইল সাইজ কমানোর পর সেটিকে সরাসরি ডাউনলোড করার জন্য আপনি নিচে থাকা “SAVE” বাটনে click করতে পারেন।
কমপ্রেস হওয়া ছবিটি অনলাইনে সরাসরি শেয়ার করার জন্য, “SHARE” বাটনে click করতে হবে।
ছবির সাইজ কমানোর অন্যান্য এন্ড্রয়েড অ্যাপস গুলো:
আমি উপরে যেই অ্যাপ এর বিষয়ে বলেছি, সেটা ব্যবহার করলেই কেবল কিছু সেকেন্ডের মধ্যেই যেকোনো ছবির সাইজ কমানো যাবে।
তবে, যদি আপনারা এই ধরণের অন্যান্য কিছু সেরা image size compressor apps গুলির নাম জেনেনিতে চাইছেন, তাহলে নিচে সেই বিষয়ে জেনেনিতে পারবেন।
১. Compress image size in kb & mb – রেটিং: ৪.৩, ডাউনলোড: ১০ মিলিয়ন+,
২. Image Compressor – MB to kB: রেটিং: ৪.২, ডাউনলোড: ১ মিলিয়ন+,
৩. Photo Compressor and Resizer: রেটিং: ৪.৫, ডাউনলোড: ১ মিলিয়ন+,
৪. Reduce Image Size: রেটিং: ৪.৪, ডাউনলোড: ৫০ হাজার থেকে অধিক,
৫. Puma Photo Resizer, Compressor: রেটিং: ৪.৩, ডাউনলোড: ১ মিলিয়ন থেকে অধিক।
উপরে বলে দেওয়া অ্যাপ গুলি ব্যবহার করেও আপনারা সম্পূর্ণ ফ্রীতে নিজের মোবাইল দিয়েই যেকোনো ছবির সাইজ কমাতে পারবেন।
এক্ষেত্রে, সরাসরি অ্যাপ ইনস্টল করুন, মোবাইল থেকে ছবি সিলেক্ট করুন এবং সঠিক কমপ্রেস সেটিং এপ্লাই করে ইমেজ সাইজ ছোট করে নিন।
শেষ কথা,,
তাহলে বন্ধুরা, আশা করছি নিজের এন্ড্রয়েড মোবাইলে ছবির ফাইল সাইজ কমানো যায় এমন একটি অ্যাপ ব্যবহার করে কিভাবে যেকোনো ছবির সাইজ ছোট করবেন সেই বিষয়টা সম্পূর্ণ স্পষ্ট ভাবে বুঝতে পেরেছেন। আমাদের আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।
অবশই পড়ুন:
- মোবাইল দিয়ে সিভি কিভাবে তৈরি করতে হয়?
- মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন
- সম্পূর্ণ ফ্রীতে মোবাইল দিয়ে পিডিএফ ফাইল এডিট