মোবাইল দিয়ে সিভি কিভাবে তৈরি করতে হয় – ২ মিনিটে

Last updated on November 16th, 2023 at 06:00 pm

মোবাইল দিয়ে সিভি কিভাবে তৈরি করতে হয়? বা মোবাইলে সিভি তৈরি করার নিয়ম কি? বর্তমান সময়ে এই প্রশ্ন অনেকেই করছেন। একজন চাকরিপেশা ব্যক্তির জন্য এই সিভি শব্দটি একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়।

এছাড়া, নতুন করে চাকরিতে জয়েন দিবেন এমন নানান ফ্রেশার্স দের জন্যেও সিভি (CV) একটি অনেক গুরুত্বপূর্ণ জিনিস। যেকোনো চাকরিতে শর্টলিস্ট হওয়ার ক্ষেত্রে পড়াশোনা, অভিজ্ঞতা এবং পার্সোনালিটির পাশাপাশি একটি আকর্ষণীয় সিভির ভূমিকাও প্রচুর।

তাই, বেশির লোকেরাই নিজের জন্য একটি সেরা ও আকর্ষণীয় সিভি তৈরি করার ক্ষেত্রে নানান কম্পিউটার সেন্টার ইত্যাদিতে গিয়ে সিভি বানিয়ে থাকেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে, তারাও কিন্তু আপনাকে একটি সেরা এবং প্রফেশনাল সিভি তৈরি করে দিয়ে পারেননা।

তাহলে কি করবেন? কিভাবে একটি প্রফেশনাল সিভি বানানো যাবে? চিন্তা করতে হবেনা, আপনি এমন এক সিভি নিজের মোবাইল দিয়েই বানিয়ে নিতে পারবেন।

অবশই পড়ুন: মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?

মোবাইল দিয়ে সিভি তৈরি করার ক্ষেত্রে আপনাকে এক টাকাও দিতে হবেনা এবং উপলব্ধ নানান ফ্রি তবে প্রফেশনাল সিভি টেম্পলেট গুলি ব্যবহার করে একটি আকর্ষণীয় সিভি বানিয়ে নিতে পারবেন। কিভাবে? চলুন দেখেনেই।

অবশই পড়ুন: ৭টি কল ভয়েস চেঞ্জার সফটওয়্যার অ্যাপস

মোবাইল দিয়ে সিভি তৈরি কেন করবেন?

মোবাইল দিয়ে সিভি কিভাবে তৈরি করতে হয়
How To Make a CV Using Android Mobile.

যদি আপনি কোনো চাকরির আবেদন দেওয়ার ক্ষেত্রে একটি সিভি তৈরি করতে চাইছেন, তাহলে আপনার সিভিটি (CV) দেখতে অনেক স্পষ্ট এবং প্রফেশনাল হতে হবে। আপনার ব্যক্তিগত, পড়াশোনা এবং অভিজ্ঞতা সম্পর্কে সম্পূর্ণ তথ্যগুলি সেখানে থাকা জরুরি।

তাই, বাইরে যেকোনো কম্পিউটার কাফেতে গিয়ে সময় ও টাকা নষ্ট করার থেকে, মোবাইল দিয়েই একটি সেরা সিভি তৈরি করা ভালো।

Google Play Store-এর মধ্যে এমন নানান CV maker apps গুলি আপনারা পাবেন যেগুলিকে কাজে লাগিয়ে সিভি বানানো যাবে। এক্ষেত্রে সিভি বানানোর জন্য আপনাকে এক টাকাও দিতে হবেনা।

এই Android CV maker apps গুলিতে আগের থেকে তৈরি নানান cv templates গুলি পাবেন। নিজের পছন্দমতো templates গুলিকে select করে নিয়ে সেই হিসেবে নিজের সিভি ফাইল টিকে ডিজাইন দিতে পারবেন।

এর বাইরেও, একটি সিভিতে কি কি তথ্য থাকতে হবে সেগুলিও আগের থেকেই সেট করা থাকবে।

আপনাকে কেবল অপসন গুলি সিলেক্ট করে তথ্যগুলি জমা করতে হবে। ব্যাস, এভাবেই একেবারে সোজা ও সহজ ভাবে কেবল কিছু মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন নিজের সিভি।

চলুন, এখন নিচে আমরা সরাসরি জেনেনেই, কিভাবে মোবাইল দিয়ে সিভি তৈরি করতে হয় তার সম্পূর্ণ ধাপ (steps) গুলি।

পড়ুন: মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন

মোবাইল দিয়ে সিভি কিভাবে তৈরি করতে হয়: সেরা অ্যাপ

যা আমি ওপরে আগেই বলেছি, একটি android mobile দিয়ে cv তৈরি করার ক্ষেত্রে আপনারা প্রচুর apps গুলি পেয়ে যাবেন।

তবে, আমার হিসেবে যেই cv maker app-টি সব থেকে সেরা, সেই অ্যাপ ব্যবহার করেই নিচে সিভি বানিয়ে দেখিয়েছি। আমরা যেই resume builder app ব্যবহার করছি সেই অ্যাপ এর নাম হলো, “Professional Resume Builder” অ্যাপ।

Professional resume builder CV resume templates
Professional resume builder CV resume templates.

Google Play Store-এ ১ মিলন থেকেও অধিক ডাউনলোড সংখ্যা এবং ৪.৬ রেটিং সহ এই অ্যাপটি সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে নিজের মোবাইল সিভি তৈরি করে নিতে পারবেন।

স্টেপ ১.

Professional resume builder app for android mobile

সবচে আগে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে এই Professional Resume Builder App-টি ডাউনলোড করতে হবে।

App ডাউনলোড করার পর সেটিকে সরাসরি open করে নিন।

স্টেপ ২.

মোবাইল দিয়ে সিভি তৈরি

এখন আপনাদের সামনে একটি Terms of services-এর পেজ চলে আসবে যেখানে একেবারে নিচের দিকে “Accept and continue” লেখা থাকবে। সরাসরি, accept and continue-এর মধ্যে click করুন।

স্টেপ ৩.

Open and click on resume builder button

এবার আপনারা সরাসরি Resume builder app-এর dashboard-টি দেখতে পাবেন।

Dashboard-এর একেবারে নিচের দিকে আপনারা একটি “+” আইকন দেখতে পাবেন যেখানে click/tab করতে হবে।

স্টেপ ৪. 

Add details to your CV

Plus (+) icon-এর মধ্যে click করার সাথে সাথে আপনারা নিজের CV profile-টি দেখতে পাবেন।

এখানে একটি CV-তে যা যা তথ্য যুক্ত করতে হবে সেই প্রত্যেক option গুলি পেয়ে যাবেন। যেমন ধরুন, Personal details, education, experience, Skills, ইত্যাদি।

এখন আপনাকে একে একে প্রত্যেকটি অপসন এর মধ্যে ক্লিক করে নিজের তথ্য গুলি যুক্ত করতে হবে।

স্টেপ ৫.

Add personal details to your CV

প্রথমে personal details-এর অপশনে click করতে হবে।

ক্লিক করার পর আপনাকে আপনার নাম, ঠিকানা, ইমেইল, যোগাযোগের ফোন নম্বর, ইত্যাদি দিয়ে দিতে হবে।

নিচে দিয়ে দেওয়া ফটো অপশনে ক্লিক করে আপনি নিজের ছবিও সিভিতে আপলোড করে যুক্ত করতে পারবেন।

এবার, তথ্য গুলো ভালো করে দিয়ে দেওয়ার পর, আপনাকে সরাসরি ওপরে থাকা রাইট চিহ্নতে (✓) ক্লিক করতে হবে।

স্টেপ ৬. 

Add Educational details

ঠিক এভাবেই, এখন আপনাকে নিজের শিক্ষাগত যোগ্যতা/তথ্য গুলো দিয়ে দিতে হবে।

আপনি, নিচে থাকা + Add আইকনে ক্লিক করে একাধিক শিক্ষাগত যোগ্যতা গুলি নিজের সিভিতে যুক্ত করতে পারবেন।

সবটা হয়ে যাওয়ার পর, এবার আপনাকে সরাসরি উপরে থাকা রাইট চিহ্নতে (✓) ক্লিক করতে হবে।

স্টেপ ৭. 

Add experience details

এবার নিজের Resume builder profile থেকে experience-এর অপশনটিতে click করুন এবং নিজের কাজের অভিজ্ঞতা গুলো যুক্ত জরুন।

নিচে থাকা ADD বাটনে click করে কাজের একাধিক অভিজ্ঞতা গুলির বিষয়ে তথ্য জমা করতে পারবেন।

আগের থেকে যদি কোনো ধরণের কাজের অভিজ্ঞতা আপনার নেই, তাহলে এই experience-এর অপসনটি ব্যবহার না করলেও হবে।

স্টেপ ৮.

Add skills to your profile

নিজের সিভিতে যদি আপনার মধ্যে থাকা নানান দক্ষতা এবং কৌশল গুলোর উল্লেখ রাখতে চান, তাহলে নিজের profile থেকে Skills-এর অপশনটিতে click করুন।

এখানে থাকা +ADD বাটন ব্যবহার করে নিজের একাধিক দক্ষতা গুলির বিষয়ে সিভিতে যুক্ত করতে পারবেন।

সবটা হয়ে গেলে, উপরে থাকা রাইট চিহ্নতে (✓) ক্লিক করতে হবে।

ঠিক এভাবেই, যদি প্রয়োজন মনে হয় তাহলে CV builder-এর profile থেকে objectives এবং references-এর অপসন গুলি সিলেক্ট করে সেই তথ্য গুলি নিজের সিভিতে যুক্ত করতে পারবেন।

স্টেপ ৯.

মোবাইল দিয়ে সিভি বানানো

এবার নিজের সিভিতে জরুরি প্রত্যেকটি তথ্য যুক্ত করার পর, এখন profile-এর মধ্যে একেবারে উপরের দিকে থাকা “View CV” র অপশনে ক্লিক করুন।

View CV-তে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিজের সিভির জন্যে একটি সিভি টেম্পলেট সিলেক্ট করতে বলা হবে।

Select templates for resume

নিজের পছন্দমতো যেকোনো একটি template সিলেক্ট করে নিতে পারবেন। প্রতিটি টেম্পলেট ফ্রি এবং যেকোনো সময় সিভির টেম্পলেট পাল্টে নিতে পারবেন। 

View CV or Resume sample

এবার, সরাসরি আপনাকে আপনার সিভি ফাইলটি সিলেক্ট করা আপনার পছন্দের টেম্পলেট সহ দেখিয়ে দেওয়া হবে।

সিলেক্ট করা টেম্পলেট যদি আপনার পছন্দ না হয়ে থাকে, তাহলে উপরে থাকা, “Select Template” এর অপশনে click করে সিভির টেম্পলেট পাল্টে নিতে পারবেন।

স্টেপ ১০.

Download, share, print or send your cv

 

দেখিয়ে দেওয়া আপনার সিভিটির একেবারে নিচের দিকে, সিভি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাকে প্রচুর অপসন দিয়ে দেওয়া হবে।

  • Print অপশনের ব্যবহার করে, তৈরি করা সিভিটি সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন।
  • Export এর অপসন ব্যবহার করে, সিভিটি PDF file হিসেবে সেভ করে নিতে পারবেন।
  • Share অপসন ব্যবহার করে তৈরি করা সিভিটি সরাসরি শেয়ার করার সুবিধাও আছে।

মোবাইল দিয়ে সিভি তৈরি করার অ্যাপস:

উপরে বলে দেওয়া উপায়টি বা স্টেপ গুলো ফলো করে কেবল কিছু মিনিটের মধ্যেই নিজের মোবাইল একটি আকর্ষণীয় সিভি তৈরি করে নিতে পারবেন।

তবে, যদি আপনারা মোবাইলে সিভি তৈরি করার অন্যান্য অ্যাপস গুলির বিষয়ে জেনেনিতে চান, তাহলে কিছু অ্যাপস এর বিষয়ে নিচে বলা হলো।

Google Play Store-এর মধ্যে এমন নানান Resume builder apps গুলি আপনারা পেয়ে যাবেন, যেগুলিকে সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করে সিভি বানানো যাবে।

অবশই পড়ুন: ফ্রীতে মোবাইল দিয়ে পিডিএফ ফাইল এডিট

আমাদের শেষ কথা:

মোবাইল দিয়ে সিভি কিভাবে তৈরি করব? বা কিভাবে এন্ড্রয়েড মোবাইলে একটি সিভি বানানো যায়? আশা করছি আপনারা এই বিষয়ে সম্পূর্ণ স্পষ্ট ভাবে বুঝে গিয়েছেন।

এমনিতে যদি আপনারা cv maker apps download না করে সরাসরি একটি সেরা অনলাইন টুল ব্যবহার করে সিভি বানিয়ে নিতে চান, তাহলে ব্যবহার করতে পারবেন, CVMAKER নামের online tool/website-টি।

ওয়েবসাইটে গিয়ে “Create a cv now” এর অপশনে click করে, নিজের basic information, work experience, qualifications, education, interests, ইত্যাদি একে একে যুক্ত করে নিজের সিভি ফাইল রেডি করে ডাউনলোড করে নিতে পারবেন।

তাই, এখনের ডিজিটাল যুগে একটি সিভি বানানো কেবল কিছু মিনিটের কাজ মাত্র।

আর্টিকেল পড়ুন:

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top