Funngro App: অনলাইনে ছোট ছোট কাজ করে করা যায় ইনকাম

অনলাইনে কাজ করে টাকা ইনকাম করার ক্ষেত্রে অনেক সময়েই মানুষ কিন্তু পরিশ্রম করেও উপযুক্ত ফল পান না। বেশ কিছু অনলাইন ইনকাম অ্যাপস এবং ওয়েবসাইট গুলোতেই অনেকেই নিজের প্রচুর সময় দিয়েও প্রতারণার শিকার হন। যার ফলে দ্বিতীয়বার এই ধরণের ইনকাম ওয়েবসাইট বা অ্যাপস গুলিকে বিশ্বাস করতে গিয়ে বেশিরভাগ মানুষই দুবার ভাবেন।

এই ধরণের ঘটনা আবার বেশিরভাগ ক্ষেত্রেই নানান মানি আর্নিং অ্যাপের ক্ষেত্রে দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে তো লোকেরা প্রতারিত হয়ে মানি আর্নিং অ্যাপের উপর বিশ্বাস করা থেকে বিরত থাকেন। তবে জানিয়ে রাখছি, Google Play Store-এর মধ্যে এমন একটি অ্যাপ অবশই আছে, যেটাতে নানান রিয়েল কাজ করে আপনি রিয়েল টাকা ইনকাম করার সুযোগ পেতে পারবেন।

অনলাইনে ছোট ছোট কাজ সম্পূর্ণ করে টাকা ইনকাম করুন
Do small tasks online and earn money with Funngo app.

অ্যাপটিতে মূলত, নানান ছোট ছোট কাজ সম্পূর্ণ করে টাকা ইনকাম করার সুযোগ দেওয়া হয়। এই অ্যাপটি আবার দৌড়িয়েছে সার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া (Shark Tank India) পর্যন্ত। তাই, যদি আপনি অনলাইনে নানান ছোট ছোট টাস্ক গুলো সম্পূর্ণ করার মাধ্যমে কিছুটা অর্থ উপার্জন করে নিতে চাইছেন, তাহলে এই অ্যাপ একবার হলেও ব্যবহার করে দেখতেই পারেন। চলুন আর সাসপেন্স না বাড়িয়ে অ্যাপটির নাম জেনে নেওয়া যাক।

আসলে অ্যাপটির নাম হল ফানগ্রো (Funngro)। এই অ্যাপে আপনি আসল কোম্পানির নানান ছোট ছোট কাজ গুলো সম্পূর্ণ করে টাকা ইনকাম করার সুযোগ পাবেন। বিস্তারে জানতে হলে পড়তে হবে সম্পূর্ণ প্রতিবেদন।

অবশই পড়ুন: InCash app কি? কিভাবে ইনকাম করবেন

Funngro App কি? What is Funngro App?

এই অ্যাপের জন্ম মূলত কিশোর-কিশোরীদের জন্য হলেও, বর্তমানে অ্যাপটিকে জেকেও নিজের খালি সময়ে ঘরে বসে অনলাইনে কাজ করে অর্থ উপার্জনের জন্য ব্যবহার করতে পারেন।

ছোট ছোট কাজ করে টাকা ইনকাম
Earn money doing small tasks online!

কন্টেন্ট তৈরি, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও ভয়েস ওভার সহ একাধিক বিষয়ের উপর ভিত্তি করে ব্যবহারকারীদের এখানে রিয়েল প্রজেক্ট ও টাস্ক দেওয়া হয়। এই টাস্ক কমপ্লিট করার মাধ্যমে ইউজাররা টাকা আয় করার সুযোগ পাওয়ার পাশাপাশি স্কিল শেখার ও নিজের ওয়ার্ক পোর্ট-ফোলিও বানানোর সুযোগ পেয়ে থাকেন।

Funngro App Download এবং Install কিভাবে করবেন?

আপনি আপনার বন্ধুদের দেওয়া রেফারেল লিঙ্ক থেকে বা সরাসরি Google Play Store থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারেন। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে (Google Play Store) সম্পূর্ণ ফ্রীতে উপলব্ধ আছে।

Download funngro earning app

Funngro App-এ উপলব্ধ কাজ গুলো করার জন্য এখানে আপনার একটি একাউন্ট অবশই থাকতে হবে। চিন্তা করতে হবেনা, আপনি সম্পূর্ণ ফ্রীতে এখানে নিজের একাউন্ট তৈরি করে নিতে পারবেন।

১. অ্যাপ ইন্সটল করে নেওয়ার পরে আইকনে ট্যাপ করতে হবে। এরপরে স্ক্রীনে “Earn Money”“Log in as Company” নামে দুটি অপশন দেখতে পাওয়া যাবে।

Select earn money option

২. আপনি যদি কাজ করে অর্থ উপার্জনের জন্য এই অ্যাপ ইন্সটল করতে চাইছেন তাহলে আপনাকে “Earn Money” অপশনে ক্লিক করতে হবে। মনে রাখবেন, অ্যাপে একাউন্ট তৈরি করার সময় এবার আপনাকে নিজের ফোন নম্বর দিতে বলা হবে।

Provide mobile number to continue

৩. মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার ফোনে ওটিপি সহ একটি মেসেজ যাবে। এই ওটিপি সঠিক ভাবে দেখে নিয়ে শূন্যস্থানে বসিয়ে দিলেই একাউন্ট তৈরি এবং লগইন এর কাজ সম্পন্ন হয়ে যাবে।

৪. শেষে অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়া কমপ্লিট করার জন্য আপনাকে নিজের পছন্দের ৩ টি ইন্টারেস্ট বাছতে হবে। এক্ষেত্রে আপনার সামনে একটি উইন্ডোতে মোট ১২ রকমের ইন্টারেস্ট চলে আসবে। এর মধ্যে থেকে আপনাকে নিজের পছন্দমতো ৩ টি ইন্টারেস্ট বাছতে হবে।

Select your interest

৫. তারপরে Next বাটনে ক্লিক করে আপনাকে নিজের জন্ম তারিখ, নাম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে। ব্যাস! এরপরেই আপনার অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য রেডি হয়ে যাবে।

Enter name and date of birth

Funngro App-এ কি কি কাজ করে টাকা ইনকাম করা যায়?

একাউন্ট তৈরি করার সময় সিলেক্ট করা Interest-এর ভিত্তিতে আপনাকে ছোট ছোট কাজ বা টাস্ক দেওয়া হবে। কাজগুলো মোট ৪ উপায়ে সম্পন্ন করার সুযোগ পাওয়া যাবে। কীভাবে কোন ক্যাটাগরির টাস্ক কমপ্লিট করতে হবে, তা বিস্তারে নিম্নে বর্ণনা করা হল।

১. Complete Projects and Earn:

All projects to earn money

Funngro App-এর অন্যতম টাস্ক হল এর প্রজেক্ট গুলো। আর তাই এখানে নানান রকমের প্রজেক্ট গুলো কমপ্লিট করার মাধ্যমে টাকা ইনকাম করা যায়। এবার এই প্রজেক্ট গুলো কোথায় পাবেন? এই প্রশ্ন মাথায় এসে থাকলে চিন্তা করার দরকার নেই। কারণ, নিচে ধাপে ধাপে সবটাই বর্ণনা করা হয়েছে।

উপলব্ধ প্রজেক্টগুলো হোম ট্যাবে তো পাওয়া যাবেই। উপরন্তু প্রজেক্ট ট্যাবের অধীনেও পাওয়া যাবে। সংশ্লিষ্ট ট্যাবে ক্লিক করতেই স্ক্রীনে মোট চারটি ক্যাটাগরি দেখতে পাওয়া যাবে। এগুলো হল, All, Toffee, Company ও Evaluation

এই চারটি টাস্ককার্ডগুলোর অধীনেই সমস্ত টাস্ককার্ড দেখতে পাওয়া যাবে। এই টাস্ককার্ডগুলোর মধ্যে কোম্পানির নাম, সময় ও রিওয়ার্ড প্রাপ্ত ব্যক্তিদের সংখ্যা সহ রিওয়ার্ডের পরিমাণ স্পষ্ট ভাষায় লেখা থাকবে। এছাড়া আপনি যে টাস্কটি কমপ্লিট করতে চাইবেন, সেটিতে ট্যাপ করে পাবলিশারের তরফে নির্দেশিত ধাপগুলো অনুসরণ করেও কাজ সম্পন্ন করতে হবে।

All Project:

কোনো রকমের ফিল্টার ছাড়াই এই ক্যাটাগরির অধীনে সমস্ত টাস্ক পাওয়া যায়।

Toffee Project:

এর অধীনে থাকা কাজগুলো মূলত সহজ প্রকৃতির হয়। এতটাই সহজ হয় যে, মাত্র কয়েক মিনিটে শেষ করা যায়। কাজ সম্পূর্ণ হতেই টাকাও সহজে পাওয়া যায়।

Company Project:

কোম্পানি প্রজেক্টগুলো মূলত স্কিল ভিত্তিক হয়। এই ক্যাটাগরির অধীনে কাজ করার জন্য কোম্পানির সঙ্গে যুক্ত হতে হবে। যেমন ধরুন, কোম্পানির হয়ে মার্কেটিং করা কোনো ধরণের কনটেন্ট তৈরি করা ইত্যাদি।

Evaluation Project:

এই ধরণের প্রজেক্ট আগেরগুলোর থেকে আলাদা। এক্ষেত্রে টাস্ককার্ডের দিকে তাকালে দেখা যাবে, যে এই প্রজেক্ট কমপ্লিট করলে কোনো টাকা দেওয়া হবে না। এক্ষেত্রে হয়তো ভাববেন, তাহলে এই টাস্কগুলো শেষ করে লাভ কী? জানিয়ে রাখি, ইভ্যালুয়েশন প্রজেক্ট সম্পূর্ণ করলে আপনি কোম্পানি প্রজেক্ট গুলোর জন্য যোগ্য হওয়ার সুযোগ পাবেন।

২. Spin and Win:

ছোট ছোট কাজ করে ইনকাম করার ক্ষেত্রে আপনি অ্যাপের হোম ট্যাবের পাশেই নিচের দিকে থাকা Spin and Win ট্যাবটিকে কাজে লাগাতে পারেন। এতে ক্লিক করলে স্পিনিং হুইলযুক্ত নতুন এক নতুন উইন্ডো খুলবে।

মোট তিনবার স্পিন করার চান্স পাওয়া যাবে। Go-তে ট্যাপ করে হুইল ঘোরাতে হবে এবং টাস্ক কমপ্লিট করে পয়েন্ট অর্জন করতে হবে। এখানে একটা স্পিন সম্পূর্ণ করলেই ৫ টাকা পাওয়া যেতে পারে। তাই, আপনি অ্যাপটির থেকে চাইলে স্পিন করে বা চাকা ঘুরিয়েও ইনকাম করতে পারেন।

৩. Share and Earn:

Share app and earn money

এই কাজটি আপনি পাবেন অ্যাপের হোম ট্যাবে। স্ক্রীনে নিচের দিকে স্ক্রল করে গেলে পাওয়া যাবে “শেয়ার এন্ড আর্ন” (Share and Earn) সেকশন। এতে ট্যাপ করলে আপনি একটি নতুন উইন্ডো দেখতে পাবেন।

এই উইন্ডোতে দেখা মিলবে সংস্থার নামযুক্ত একাধিক টাস্ক কার্ডের এবং যেগুলোতে টোটাল শেয়ারিং আর্নিং লেখা থাকবে। এগুলো নির্দেশ মতো শেয়ার করলেই টাস্ককার্ডে দেওয়া শর্ত অনুযায়ী আপনি টাকা পেয়ে যাবেন।

৪. Refer and Earn:

Funngo referal program to earn money

আর পাঁচটা অ্যাপের থেকে আলাদা এই অ্যাপ। কেননা এই অ্যাপে রেফার করে শুধুমাত্র একবার নয়, তবে বারবার আয় করার সুযোগ পাবেন। Refer and Earn সেকশনে গেলে রেফার কোডযুক্ত বিশেষ লিঙ্ক পাওয়া যাবে। এই লিংকটি কপি করে বন্ধুদের বা পছন্দমতো যেকোনো ব্যক্তিদের পাঠাতে হবে। এই লিঙ্কে ক্লিক করে অ্যাপ ইন্সটল করার পরে তারা যতবার Toffee প্রজেক্ট কমপ্লিট করবে, ততবার আপনি তাদের আয়ের 5% টাকা পাবেন।

৫. Daily Log in:

প্রত্যেকদিন log in করলে পাওয়া যাবে এক্সট্রা বোনাস। এক্ষেত্রে অতিরিক্ত পয়েন্ট হিসাবে 10 GS পাওয়া যেতে পারে। একদিনও বাদ না দিলে অতিরিক্ত পরিশ্রম না করেই মাসে কমপক্ষে 300 GS ওয়ালেটে আসবে। GS-এর অর্থ গ্রো স্কোর (GroScore)। এই স্কোরের গণনা পয়েন্ট হিসাবে করা হয়।

এবার আপনার মনে প্রশ্ন উঠতেই পারে গ্রো স্কোর বাড়িয়ে লাভ কী? তাহলে জানিয়ে রাখি, আপনার গ্রো স্কোর যত বেশি হবে, কোম্পানিদের প্রথম পছন্দ হওয়ার তালিকায় আপনি আরও একধাপ এগিয়ে যাবেন তথা বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করার সম্ভাবনা আপনার আরও বাড়বে। পাশাপাশি আপনার ফানগ্রোয়ের স্পেশাল প্রজেক্টে যুক্ত হওয়ার সুযোগও বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, ডেলি লগিন ছাড়াও আরও একাধিক উপায়ে আপনি আপনার গ্রো স্কোর বাড়াতে পারেন। এর জন্য আপনাকে উপরের দিকে ‘ট্রফি’ সাইনযুক্ত White লেখা অপশনে ট্যাপ করতে হবে। এরপরেই আপনি Earn GroScrore বলে একটি অপশন দেখতে পাবেন। এতে ক্লিক করতেই গ্রোস্কোর অর্জন করার জন্য ছোট্ট ছোট্ট কাজের তালিকা দেখতে পাবেন। পছন্দ মতো অপশনে ক্লিক করে নিজের স্কোর বাড়িয়ে নিতে হবে।

৬. Funngro Happy Hour:

Funngro অ্যাপে বিশেষ সুযোগ পাওয়ার জন্য অ্যাপে থাকা “More” ট্যাবে ক্লিক করতে হবে। এরপরে নিচের দিকে “Contest” টাস্ককার্ড দেখতে পাওয়া যাবে। এই কার্ডে ক্লিক করতেই ব্যানারে সীমিত সময়ের একটা অফারের দেখা মিলবে। এই অফার অনুযায়ী সংশ্লিষ্ট সময়ে প্রজেক্ট কমপ্লিট করলে বিশেষ বোনাস পাওয়া যাবে।

Funngro থেকে টাকা কিভাবে তুলবেন?

Funngro অ্যাপ থেকে প্রথমে Wallet ট্যাবে যেতে হবে। এরপরে উইথড্র করার ন্যূনতম ব্যালেন্স থাকলেই তা তোলার জন্য “Withdraw” বাটনে ক্লিক করতে হবে। ইনকাম করা টাকা তোলার জন্য নিম্নলিখিত পেমেন্ট মেথড আপনাকে সিলেক্ট করতে হবে।

  • UPI,
  • Bank Transfer,
  • Paytm,
  • Google Pay.

প্রয়োজনীয় তথ্য গুলো দেওয়ার পরে পেমেন্ট প্রসেস ও উইথড্রয়াল অ্যামাউন্ট কনফার্ম করতে হবে। তারপরে আপনার উইথড্রয়াল রিকোয়েস্ট অ্যাপ্রুভ হলেই নির্দিষ্ট একটি সময় পর আপনার বেছে নেওয়া পেমেন্ট মেথডে টাকা চলে আসবে। মনে রাখবেন, উইথড্র অর্থাৎ টাকা তোলার জন্য আপনার ওয়ালেটে মোট ২০ টাকার বেশি থাকতে হবে।

তাহলে বন্ধুরা, যদি আপনারা নিজের খালি সময়ে ঘরে বসে অনলাইনে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করতে চান, তাহলে Funngro App একবার হলেও ব্যবহার করে দেখুন।

অবশই পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top