বর্তমানের এই ডিজিটাল সময়ে যদি আপনার কাছে একটি স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন আছে, তাহলে ঘরে বসে নিজের মোবাইল দিয়ে পার্ট-টাইম টাকা ইনকাম করাটা তেমন কঠিন কাজ বলে মনে হবেনা। কেননা বর্তমান সময়ে, এমন প্রচুর অনলাইন ইনকাম অ্যাপ গুলো উপলব্ধ রয়েছে যেগুলোতে নানান ধরণের ছোট ছোট টাস্ক সম্পূর্ণ করে রিওয়ার্ড হিসেবে রিয়েল টাকা উপার্জন করা সম্ভব। এবার, আপনি চাইলে নিজের মোবাইল দিয়ে ফ্রি কুইজ খেলেও করতে পারবেন ইনকাম। কিভাবে? চলুন জেনেনেই।

আসলে Google Play Store-এ এমন নানান অ্যাপস উপলব্ধ রয়েছে যেগুলো কুইজ গেম খেলে অর্থ উপার্জনের সুযোগ আমাদের দেয়। Quiz গেম গুলো আপনাকে শুধুমাত্র জ্ঞান বাড়াতেই নয়, তবে আর্থিক ভাবে লাভ আয় করার সুযোগও দিবে। আর আমাদের আজকের এই আর্টিকেলটি কুইজ খেলে টাকা ইনকাম করার অ্যাপস গুলোকে নিয়েই লিখা হয়েছে।
নিচে আমি একে একে ১০ অ্যাপস এর নাম এবং সেগুলোর বৈশিষ্ট গুলো বলে দিয়েছি যেগুলো Quiz খেলে income করার সুযোগ আমাদের দিয়ে থাকে। Apps গুলো সরাসরি Google Play Store থেকে ডাউনলোড করে ফ্রীতে ব্যবহার করা যাবে।
অবশই পড়ুন: ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম করুন
অনলাইনে কুইজ খেলে কি সত্যি টাকা ইনকাম করা যায়?
দেখুন, বর্তমানে ইন্টারনেট থেকে টাকা আয় করার উপায় বলতে সে প্রচুর উপায় গুলো রয়েছে। এবং এই প্রচুর উপায় গুলোর মধ্যে, “মোবাইল কুইজ অ্যাপস” গুলো একটি দারুন উপায়। কিন্তু মনে রাখবেন, এই ধরণের প্রচুর অ্যাপস গুলো ইন্টারনেটে পাবেন যেগুলোর মধ্যে কিছুটা আবার fake বা নকল। Fake quiz apps গুলো শেষে গিয়ে আপনাকে আপনার আয় করা টাকা দিয়ে থাকেনা।
তাই, কুইজ গেম খেলে টাকা আয় করার ক্ষেত্রে আপনাকে কিছু জনপ্রিয় এবং বিস্বাসী Quiz Apps গুলো ছাড়া অন্যান্য apps গুলো ব্যবহার না করার পরামর্শ আমি দিবো। ভালো ভালো এবং ট্রাস্টেড Quiz Apps গুলো ব্যবহার করলে, কুইজ খেলে অবশই ভালো পরিমানে টাকা ইনকাম করা যেতে পারে।
আমি আবার বলে দিচ্ছি, এমনিতে Google Play Store-এর মধ্যে টাকা ইনকাম করার নানান অ্যাপস গুলি আপনারা পাবেন। এদের মধ্যে এমন প্রচুর apps এমনও আছে যেগুলিতে Online Quiz Game বা অন্যান্য নানান গেম গুলি খেলার জন্য টাকা বা রিওয়ার্ড দেওয়া হয়। টাকা ইনকাম করার এই অ্যাপস গুলির বিশ্বস্ততা যাচাই না করে এগুলি ব্যবহার করবেননা।
অবশই পড়ুন: মোবাইলে আয় করার সেরা কিছু উপায়
কুইজ খেলে ইনকাম করার জন্য কি কি লাগবে ?
যদি আপনি মোবাইলে কুইজ খেলে আয় করার কথা ভাবছেন, তাহলে আপনার কিছু সাধারণ জিনিসের প্রয়োজন হয়ে থাকে। যেমন,
- একটি স্মার্টফোন যেখানে Quiz Apps গুলো install করবেন।
- Internet connection।
- একটি ভালো Quiz App।
- সাধারণ জ্ঞান (General Knowledge)।
এগুলো ছাড়াও মনে রাখতে হবে যে, বেশিরভাগ কুইজ প্রতিজোগিতা গুলি কেবল কিছু সময়ের জন্য সক্রিয় থাকে। আপনাকে গেম এর সময়সীমা ভালো করে জানতে হবে। এছাড়া গেম খেলার আগেই গেমের নিয়ম এবং প্রক্রিয়াগুলি ভালো করে জেনেনিতে হবে। এর বাইরেও, কুইজ খেলে ইনকাম করা রিওয়ার্ড বা টাকা গুলিকে তুলার জন্য একটি ব্যাঙ্ক একাউন্ট, বা ডিজিটাল ওয়ালেট থাকতে হয়।
কুইজ খেলে রিয়েল টাকা উপার্জন করার সেরা ১০টি অ্যাপস: ২০২৫

অনলাইনে কুইজ খেলে ইনকাম করতে হলে আপনারা দুধরণের platform ব্যবহার করতে পারবেন। একটি হলো, “Mobile Quiz Apps” এবং আরেকটি হলো, “Quiz Game Websites”।
আপনি সেরা কিছু Quiz apps বা website যেকোনো একটি বা দুটোই ব্যবহার করে কুইজে জিজ্ঞেস করা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু শেষে আবার এই প্রশ্নটি চলে আসছে যে, Best Quiz Game Apps এবং Quiz Websites কোন গুলো। চিন্তা করবেননা, নিচে আমি সেগুলোর বিষয়ে এক এক করে বলে দিচ্ছি।
কুইজ অ্যাপ: | মূল বৈসুষ্ট: |
---|---|
BaaziNow Quiz Games App, Trivia | PayTM বা Mobikwik wallets-এ পেমেন্ট। |
Qureka | একাধিক কুইজ ক্যাটাগরি পাবেন। |
QuizBD – Play Quiz & Win prize | বাংলাদেশী কুইজ অ্যাপ। |
Daily Quiz – Earn Money | ১০০০ পয়েন্ট পেলেই ১ ডলার ইনকাম। |
Quiz Rewards | স্পিন করে/অন্যান্য গেম খেলে ইনকাম। |
QuizTime- Win Rewards | কুইজ টুর্নামেন্ট খেলে ইনকাম। |
CashQuiz App | বন্ধুদের ইনভাইট করেও আয় করা যায়। |
Quiz Win Earn Real Money | প্রত্যেক প্রশ্নের উত্তর দিয়ে 2$ আয়। |
Quizys: Play Quiz & Earn Cash | পেপাল দ্বারা পেমেন্ট তুলতে পারবেন। |
Earning Quiz | Paytm, PayPal, UPI দ্বারা টাকা তুলুন। |
Quiz Champ | অনলাইন মাল্টিপ্লেয়ার মোড রয়েছে। |
নিচে Quiz খেলে ইনকাম করার প্রতিটি ওয়েবসাইট এবং অ্যাপস গুলোর বিষয়ে বিস্তারিত জেনেনেই।
১. BaaziNow Quiz Games App, Trivia

Baazinow app-টি Google Play Store থেকে ১০ মিলিয়ন থেকেও অধিক লোকেরা ডাউনলোড করেছেন। এটা মূলত একটি live quiz game app যেখানে একজন ইউজার হিসেবে আপনি নানান live quiz shows গুলোতে অংশগ্রহণ করতে পারবেন। এখানে knowledge, history, science, ইত্যাদি নানান ক্যাটেগরিতে আপনাকে প্রশ্ন করা হবে। এই কুইজ অ্যাপটিতে রিওয়ার্ড আয় করার জন্য আপনাকে অন্যান্য প্লেয়ারদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
- ইনকাম করা টাকা PayTm বা Mobikwik দ্বারা তুলতে পারবেন।
২. Qureka

Qureka বর্তমান সময়ে একটি নতুন তবে ভালো একটি Quiz Trivia App যেখানে প্রত্যেক দিন users এর সংখ্যা বেড়েই চলেছে। এই apps টি launch হওয়া বেশি সময় হয়নি যদিও, অনেক তাড়াতাড়ি এপসটি প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। এটা সত্যি অনেক Popular একটি App.
এটাও অন্যান্য প্রত্যেক Quiz App গুলোর মতোই কাজ করে থাকে যেখানে ২৫ টি আলাদা আলাদা ক্যাটেগরিতে কুইজ খেলতে পারবেন। প্রত্যেক দিন ৪০ টি ঘন্টা হিসেবে কুইজ এর প্রতিযোগিতা হয়ে থাকে যেগুলোতে জিততে পারলে আপনাকে পুরস্কার দেওয়া হবে। এছাড়া, প্রত্যেক দিন সকাল ৯ থেকে রাত ৯ পর্যন্ত Live Quiz হয়ে থাকে যেগুলোতে জিতেও রিওয়ার্ড আয় করা যাবে।
কি কি কুইজ পাবেন –
- Daily live quiz shows (15+ shows daily),
- Hourly quiz every hour across categories like GK, Sports etc,
- Cricket quiz & exam prep quizzes.
প্রত্যেকটি live quiz এর মধ্যে প্রায় 10 questions দেওয়া হবে এবং প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনি 10 seconds এর সময় পেয়ে যাবেন।
৩. QuizBD – Play Quiz & Win prize

নাম শুনেই হয়তো বুঝতে পারছেন, QuizBD হলো ফ্রি কুইজ খেলে টাকা ইনকাম করার একটি বাংলাদেশী অ্যাপ। একজন প্লেয়ার হিসেবে এখানে আপনি নানান live quiz sessions গুলোতে অংশগ্রহণ করে multiple-choice questions গুলোর সঠিক উত্তর দিয়েও টাকা ইনকাম করতে পারবেন। প্রতিটি সঠিক উত্তরের জন্য আপনি আয় করবেন কিছু কয়েন।
বলা হয়েছে যে QuizBD Mega Tournament-এ অংশগ্রহণ করে আপনি সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ পাবেন। এছাড়া, এই কুইজ অ্যাপ এর মধ্যে নিয়মিত সাপ্তাহিক টুর্নামেন্ট গুলিও হয়ে থাকে। সাপ্তাহিক টুর্নামেন্ট গুলোতে অংশগ্রহণ করে আপনি ৫০০০ টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ পাবেন।
- কুইজ খেলার জন্য একাধিক ক্যাটাগরি পাবেন।
- মেগা এবং সাপ্তাহিক টুর্নামেন্ট থেকে সর্বাধিক টাকা আয় করা যায়।
- বিকাশে (bKash) পেমেন্ট নেওয়া যায়।
৪. Daily Quiz – Earn Money

Daily Quiz, একটি জনপ্রিয় কুইজ গেম অ্যাপ যেটা Play Store থেকে ১ লাখের থেকেও অধিক ডাউনলোড করা হয়েছে। অ্যাপ এর রেটিংও মোটামোটি অনেকটা ভালো। App-টিতে শুধুমাত্র কুইজ খেলে ইনকাম করার পাশাপাশি, নিজের কুইজ তৈরি করে এবং অ্যাপটি রেফার করেও টাকা ইনকাম করার সুযোগ পাবেন। এগুলো ছাড়াও, পেইড সার্ভে পূরণ করা, অফার ওয়াল এবং লাকি ড্র, অ্যাপটির থেকে ইনকাম করার অন্যান্য কিছু উপায়।
- কুইজ খেলে ইনকাম করা যাবে কয়েন।
- ইনকাম করা কয়েন গুলোকে রিয়েল টাকা হিসেবে তুলতে পারবেন।
- কুইজ এর একাধিক ক্যাটাগরি উপলব্ধ রয়েছে।
- অ্যাপটি রেফার করে অতিরিক্ত কিছু ডলার ইনকাম করা যাবে।
৫. Quiz Rewards – Happy L-Earning

App-টি ইনস্টল করে একাউন্ট তৈরি করার সাথে সাথে আপনারা অ্যাপের ড্যাশবোর্ডটি দেখতে পাবেন। আপনি চাইলে নিজের ইমেইল আইডি বা Gmail account ব্যবহার করে একাউন্ট তৈরি করে নিতে পারবেন।
App dashboard এর মধ্যে একেবারে উপরের ভাগে আপনারা Quiz Rewards সেকশন দেখতে পাবেন, যেখানে আপনি আপনার score, coins, rank এবং ওয়ালেট ব্যালান্স দেখতে পাবেন। কুইজ খেলে উপার্জন করা টাকা আপনার Quiz rewards wallet এর মধ্যে সরাসরি যুক্ত হয়ে যাবে।
এই কুইজ অ্যাপ থেকে ইনকাম করা টাকা আপনারা PayPal দ্বারা তুলে নিতে পারবেন। তবে মনে রাখবেন, PayPal দ্বারা টাকা তুলতে হলে আপনার ওয়ালেটে মিনিমাম $1 অবশই থাকতে হবে।
- Quiz খেলার পাশাপাশি Spin & win দ্বারা ইনকাম হয়।
- আলাদা আলাদা ক্যাটেগরিতে কুইজ গুলো পাবেন।
- Online battle zone, play zone এবং কার্ড স্ক্রাচ করে অতিরিক্ত ইনকামের সুযোগ দেওয়া হয়।
৬. QuizTime- Win Rewards

এটা মূলত একটি বাংলাদেশী কুইজ রিওয়ার্ড অ্যাপ যেখানে কুইজ খেলে আকর্ষণীয় পুরস্কার গুলো জিতে নিতে পারবেন আপনি।
এখানেও ডেইলি, সপ্তাহিক এবং মেগা টুর্নামেন্ট গুলো পাবেন যেগুলোতে অংশগ্রহণ করে মেগা পুরস্কার জেতার সুযোগ থাকছে। বিভিন্ন ক্যাটাগরি সহ নানান টপিক ভিক্তিক কুইজ গুলো পাবেন আপনি। এদের মধ্যে কিছু কুইজ টপিক গুলো হলো, সাধারণ জ্ঞান, খেলাধুলা, বিজ্ঞান, মুভি, বাংলাদেশ, টিভি শো, ইত্যাদি। পুরস্কার পাবেন কিভাবে?
আসলে এই কুইজ অ্যাপে কুইজে জিগ্যেশ করা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে leader board-এর একেবারে টপ পসিশনে চলে যেতে হবে। এগুলো ছাড়া গেমের মধ্যে নিজের দক্ষতা এবং অ্যাচিভমেন্ট গুলোর জন্য আপনি পেতে পারেন prizes, bonuses, এবং exclusive in-app rewards গুলো।
- এটা একটা বাংলাদেশী কুইজ গেম রিওয়ার্ড অ্যাপ।
- ডেইলি, সপ্তাহিক এবং মেগা টুর্নামেন্ট গুলোতে অংশগ্রহণ করতে পারবেন।
- বিজয়ীদের জন্য থাকছে ধামাকা পুরস্কার।
৭. CashQuiz App

Cashquiz app-টি আপনি Google Play Store থেকে সম্পূর্ণ ফ্রীতে download করে নিজের Google একাউন্ট দ্বারা সাইনআপ করে নিতে পারবেন। এখানে আপনারা, Image quiz, cricket quiz, history quiz, video quiz, ইত্যাদি নানান ক্যাটেগরিতে কুইজ গুলো পাবেন। কুইজ খেলা ছাড়াও, cashquiz app-টি শেয়ার এবং রেফার করে প্রতি রেফারেলে ৫ টাকা আয় করে নিতে পারবেন। এর বাইরেও, ভিডিও দেখে এখানে কয়েন আয় করার সুযোগ আমাদের দেওয়া হয়।
৮. Quiz Win Earn Real Money

Quiz Win App-টি Google Play Store থেকে প্রায় ১ লক্ষ থেকেও অধিক লোকেরা ডাউনলোড করেছেন। এখানেও আপনারা একাধিক ক্যাটেগরিতে নানান কুইজ চ্যালেঞ্জ গুলো পাবেন। যেমন, books, animals, math, science, sports, nature, ইত্যাদি। App-টি ভিডিও দেখে ডেইলি রিওয়ার্ড আয় করার সুযোগও দেওয়া হয়।
Practice quiz, ১ মিনিট চ্যালেঞ্জ এবং ডেইলি চ্যালেঞ্জের মতো নানান গেম মোড গুলো এখানে পেয়ে যাবেন। মনে রাখবেন, কুইজ খেলে একবার আপনার একাউন্টে 100$ ইনকাম হয়ে গেলে এবার আপনি টাকা গুলো রিডিম করে নিতে পারবেন।
কুইজ গেম খেলে কিভাবে টাকা আয় করবেন?
- কুইজ গেমটি ডাউনলোড করে নিজের একাউন্টে লগইন করুন।
- Practice trivia question-এর দ্বারা বা ভিডিও দেখে কয়েন উপার্জন করুন।
- ২০০ কয়েন আয় করতে পারলে এবার আপনি ডেইলি কুইজ চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারবেন।
- ডেইলি চ্যালেঞ্জে থাকবে ১০টি করে ট্রিভিয়া প্রশ্ন।
- প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাবেন ১০ সেকেন্ডের সময়।
- দিয়ে দেওয়া সময়ের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে করতে পারবেন 2$ ইনকাম।
- Rewarded videos গুলো দেখেও এখানে প্রতিদিন 1$ আয় করার সুযোগ পাবেন।
৯. Quizys: Play Quiz

Quizys, বর্তমানে উপলব্ধ সেরা Educational Online Earning App গুলোর মধ্যে আরেকটি। এটা মূলত একটি Real Online Cash Earning এবং Learning App যেখানে আপনি নানান উপায়ে অর্থ উপার্জনের সুযোগ পাবেন। এখানে আপনারা কুইজ খেলে, ছোট ছোট টাস্ক সম্পূর্ণ করে এবং গেম খেলে ইনকাম করতে পারবেন।
1 vs 1 Battle, Main Quiz, Group Battle, Daily Quiz, এই ধরণের একাধিক কুইজ গেম মোড গুলো উপলব্ধ রয়েছে। এছাড়া, Quizys app-এর মধ্যে ২৫০ থেকেও অধিক গেম গুলো রয়েছে যেগুলোকে খেলে অর্থ উপার্জন করা যেতে পারে। Quizys app থেকে উপার্জন করা কয়েন গুলোকে আপনারা Paytm বা PayPal দ্বারা রিয়েল টাকায় কনভার্ট করে তুলে নিতে পারবেন।
- এই app থেকে মিনিমাম ২০ টাকা তুলতে পারবেন।
- ২০ টাকা তুলতে আপনার একাউন্টে ২০০০ কয়েন অবশই থাকতে হবে।
- ২৫০ থেকে অধিক গেম রয়েছে যেগুলো খেলে রিওয়ার্ড কয়েন আয় করা যাবে।
১০. Earning Quiz

Earning Quiz: Play & Earn Cash, এটা ফ্রিতে কুইজ খেলে Reward Income করার আরেকটি দারুন অ্যাপ। এখানে সাধারণ জ্ঞান থেকে শুরু করে, বিজ্ঞান, মনোরঞ্জন, খেলাধুলা, ইতিহাস, ইত্যাদি নানান ক্যাটাগরিতেই কুইজ গুলো পাবেন। Group Battles, 1vs1 Duels এবং Self Challenges-এর মতো নানান গেম মোড গুলো রয়েছে।
অ্যাপ থেকে ইনকাম করা টাকা গুলো আপনারা UPI, Paytm, Google Pay, PayPal এবং PhonePe-দ্বারা তুলে নিতে পারবেন। এখানে কুইজ খেলে টোটাল ২০১৮ কয়েন কালেক্ট করতে পারলে টোটাল ২০১.৮ টাকা Redeem করে নিতে পারবেন।
FAQ: Earn Money Playing Quiz Games:
হ্যাঁ, পারবেন। ইন্টারনেটে এবং গুগল প্লে স্টোরে এমন কিছু কুইজ অ্যাপস উপলব্ধ রয়েছে যেগুলো আপনাকে কুইজ খেলার মাধ্যমে টাকা উপার্জন করার সুযোগ দিয়ে থাকে। এই ধরণের অ্যাপস থেকে ইনকাম করা টাকা বিকাশ, Paytm, পেপাল, UPI, বা অন্যান্য ওয়ালেটের দ্বারা তুলে নেওয়া যায়।
এমনিতে Google Play Store-এর মধ্যে এই ধরণের games/apps গুলি পাবেন যেগুলিকে সরাসরি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করা সম্ভব। তবে, এমন অনেক অ্যাপস গুলি রয়েছে যেগুলি আপনারা গুগল প্লে স্টোরে পাবেননা এবং যেগুলিকে সরাসরি অ্যাপ এর ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে হয়।
BaaziNow, QuizBD, Quiz Rewards, Daily Quiz, CashQuiz App, Quizys, এই ধরণের apps গুলোতে কুইজ গেম খেলে অর্থ উপার্জনের সুযোগ দেওয়া হয়।
আমাদের শেষ কথা,,
আমি আপনাকে আগেও বলেছি এবং আবার বলছি, উপরে বলে দেওয়া কুইজ গেম খেলে টাকা ইনকাম করার এই অ্যাপস বা ওয়েবসাইট গুলি ব্যবহার করার আগে নিজের থেকে যাচাই অবশই করে নিবেন। অনলাইন রিভিউ দেখে অ্যাপস/ওয়েবসাইট গুলির বিষয়ে সম্পূর্ণ জানার পর এগুলি ব্যবহার করার পরামর্শ আমি দিবো।
এছাড়া, সময়ে সময়ে এই ইনকাম অ্যাপস/ওয়েবসাইট গুলির নিয়ম, ইনকাম এবং রিওয়ার্ড এর পরিমান, বোনাস, রেফারাল ইত্যাদি পরিবর্তন হতেই পারে। তাই, আমাদের বলা তথ্য গুলি এই মুহূর্তে সম্পূর্ণ ভাবে সঠিক নাও হতে পারে। কেননা, আমরাও অনলাইনে খুঁজে পাওয়া নানান রিভিউ এবং তথ্য গুলির থেকে রেফারেন্স নিয়ে এই আর্টিকেল লিখেছি।
ওপরে বলা প্রত্যেকটি Quiz Apps গুলোর বিষয়ে আমি বিভিন্ন online website এবং online review গুলোর থেকে দেখে এই আর্টিকেলে বলেছি। তাই, এপস গুলো কতটা ভালো বা সত্যি টাকা দিয়ে থাকে কি না, সেটা আপনাকে নিজেই ব্যবহার করেই দেখতে হবে। কেননা, আমি নিজে এই ধরণের এপস গুলো ব্যবহার করে দেখিনি।