আজকের এই আর্টিকেলের মধ্যে আমরা Taskbucks App কি এবং Taskbucks App থেকে কিভাবে ইনকাম করা যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। বর্তমান সময়ে একটি ট্রাস্টেড অনলাইন ইনকাম অ্যাপ বলতে সে অনেক রয়েছে। Google Play Store-এর মধ্যে গিয়ে দেখলেই এমন নানান online income apps আপনারা পেয়ে যাবেন।
তবে এক্ষেত্রে সব থেকে জরুরি ও গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে, অনলাইনে ছোট ছোট কাজ করে অর্থ উপার্জন করার এই অ্যাপ কি সত্যি ট্রাস্টেড? তাহলে জানিয়ে রাখছি যে, Taskbucks app-টি ২০১৪ সাল থেকেই অনলাইনে একটিভ রয়েছে এমন দেশজুড়ে হাজার হাজার লোকেরা এই অ্যাপটি ব্যবহার করেছেন।
আপনি চাইলে গুগলে উপলব্ধ নানান রিভিউ গুলিও দেখে নিতে পারেন। যদি আপনি একজন ছাত্র বা অনলাইনে ছোট ছোট কাজ গুলো করে পকেট খরচ আয় করে নিতে চাইছেন, তাহলে এই taskbucks app-টি ব্যবহার করে দেখতে পারেন। কিন্তু কিভাবে Taskbucks থেকে ইনকাম করবেন? চলুন জেনেনেই।
অবশই পড়ুন: মোবাইল অ্যাপ তৈরি করে কিভাবে ইনকাম করবেন?
Taskbucks app কি?
Taskbucks app হলো এমন একটি mobile app যেটিকে আমি বা আপনি জেকেও নিজের স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন। এই অ্যাপটিতে আপনি মূলত নানান ছোট ছোট টাস্ক গুলোকে কমপ্লিট করে কিছু টাকা বা পয়েন্ট রিওয়ার্ড হিসেবে আয় করতে পারবেন। TaskBucks app-টি মূলত android device এর জন্য উপলব্ধ রয়েছে।
এই অ্যাপ অর্থ উপার্জনের জন্য আমাদের বিভিন্ন সুযোগ বা উপায় গুলো প্রদান করে থাকে। যেমন, নতুন নতুন অ্যাপ ডাউনলোড করা এবং অ্যাপ গুলোকে ট্রাই করা, সার্ভে সম্পূর্ণ করা, ভিডিও দেখা, গেম খেলা, কনটেস্ট গুলোতে পার্টিসিপেট করা ইত্যাদি। এছাড়া, এখানে থাকা referral program-টি কাজে লাগিয়েও app-টি রেফার করে প্রতি রেফার ৬৩ টাকা প্রতিদিন আয় করতে পারবেন।
TaskBucks app-এর মধ্যে সম্পূর্ণ করা প্রতিটি টাস্ক এর জন্য আপনাকে দেওয়া হবে কিছু পয়েন্টস। ইনকাম করা এই points গুলোকে আপনি Paytm cash, mobile recharge বা অন্যান্য মাধ্যমে তুলে নিতে পারবেন।
সব মিলিয়ে সংক্ষেপে বলতে হলে, TaskBucks হলো এমন একটি অনলাইন রিওয়ার্ড আর্নিং অ্যাপ যেখানে নিজের খালি সময়ে কাজ করে কিছুটা এক্সট্রা অর্থ উপার্জন করা সম্ভব।
Taskbucks app কিভাবে কাজ করে?
TaskBucks app-টি আসলে নানান brand এবং company গুলোর সাথে একসাথে হয়ে তাদের app-এর মধ্যে নানান টাস্ক গুলো রান করে থাকে। যা আমি আগেই বলেছি, এখানে আপনাকে নানান ধরণের টাস্ক গুলো দেখা হয়। আর এই টাস্ক গুলোকে সম্পূর্ণ করার জন্য আপনাকে কিছু পয়েন্ট রিওয়ার্ড হিসেবে দিয়ে দেওয়া হয়।
অ্যাপটিতে শুধুমাত্র নিজের প্রোফাইলটি আপডেট এবং ভেরিফাই করার জন্য আপনাকে ১ টাকা দিয়ে দেওয়া হবে। এছাড়া, উপলব্ধ নানান কাজ গুলো সম্পূর্ণ করে coins earn করতে পারবেন। মনে রাখবেন, প্রতি ১০০০ coins মানে ২ টাকা।
কিভাবে টাস্কবাক্স অ্যাপ থেকে টাকা ইনকাম করা যায়?
Taskbucks app থেকে ইনকাম করার উপায় অনেক রয়েছে। এখান থেকে ইনকাম করতে আপনি একাধিক ছোট ছোট টাস্ক গুলো সম্পূর্ণ করতে পারেন। যা আমি আগেই বলেছি, বিভিন্ন ধরণের টাস্ক গুলো সম্পূর্ণ করার বিপরীতে আপনাকে রিওয়ার্ড হিসেবে দেওয়া হবে কিছু coins, এই coins গুলোকে আপনি নানান উপায়ে রেডিমও করে নিতে পারবেন।
কি কি কাজ গুলো করে taskbucks থেকে করতে পারবেন ইনকাম?
- সার্ভে সম্পূর্ণ করা (প্রতি সার্ভে সর্বোচ্চ ১০ টাকা থেকে ২৫ টাকা পর্যন্ত ইনকাম)।
- অ্যাপ রেফার করে ইনকাম করুন (রেফার করে প্রতিদিন ৬৩ টাকা পর্যন্ত আয়)।
- Treasure box গেম খেলে কয়েন উপার্জন করুন (৭০ কয়েন্স পাবেন)।
- কোনো ডাউনলোড ছাড়া ইনস্ট্যান্ট গেম খেলে ইনকাম।
- ডেইলি অ্যাপে লগইন করে ইনকাম (৯০ কয়েন্স পাবেন)।
- ভিডিও দেখে coins income করুন।
- Spin The Wheel গেম খেলে ৮০ কয়েন আয় করুন।
- WhatsApp-এ নিজের বন্ধুদের taskbucks-এর বিষয়ে বলে।
- নিজের বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করে ২৭০ কয়েন আয় করুন।
- নিজের রাশিফল পড়ুন এবং ১৫০ কয়েন ইনকাম করুন।
এভাবে, Taskbucks app-এর মধ্যে আলাদা আলাদা task গুলো সম্পূর্ণ করে আলাদা আলাদা পরিমানে coins গুলো রিওয়ার্ড হিসেবে আয় করে নিতে পারবেন। মনে রাখবেন, প্রতি ১০০০ কয়েন্স মানেই ২ টাকা। এবার, যদি আপনার taskbucks app-এর মধ্যে ২০০০০ কয়েন্স জমা হয়ে যায়, এর মানে হলো আপনার মোট ৪০ টাকা ইনকাম হয়েছে।
Taskbucks App-এ একাউন্ট কিভাবে তৈরি করবেন?
সবচেয়ে আগে আপনাকে Google Play Store-এর মধ্যে গিয়ে Taskbucks app-টি সার্চ করতে হবে। সরাসরি app-টি download করে install করুন এবং ওপেন করে নিন।
App-টি ওপেন করার সাথে সাথে আপনাকে language সিলেক্ট করার জন্য বলা হবে। আপনি সরাসরি English সিলেক্ট করে নিন।
শেষে আপনাকে নিজের মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে নিচে থাকা Next বাটনে click করতে হবে। এতে এবার আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনাকে taskbucks এর তরফ থেকে একটি welcome মেসেজ দেখানো হবে।
Get Started-এর বাটনে ক্লিক করে আপনি নিজের taskbucks dashboard-টি দেখে নিতে পারবেন। ড্যাশবোর্ড এর মধ্যেই একেবারে নিচের দিকে আপনি একটি EARN ট্যাব/অপসন দেখবেন যেখানে click করে টাস্কবাক্স অ্যাপে টাকা ইনকামের জন্য উপলব্ধ নানান ছোট ছোট কাজ গুলো দেখে নিতে পারবেন।
Taskbucks App রেফার করে ইনকাম করুন:
টাস্কবাক্স অ্যাপ থেকে ইনকাম করার আরেকটি সোজা এবং কার্যকর উপায় হলো, অ্যাপটিকে নিজের বন্ধুদের সাথে বা অনলাইনে শেয়ার করা। Taskbucks app-এর মধ্যে আপনারা Invite বা Invite & Earn এর একটি অপসন দেখবেন।
Invite এর মধ্যে click করলে, পরের পেজে Invite now লেখা একটি অপসন দেখবেন। Invite now-এর মধ্যে click করে আপনি আপনার taskbucks রেফারেল লিংক কপি ও শেয়ার করে নিতে পারবেন।
এবার, যখনই আপনার শেয়ার করা রেফারেল লিংকে ক্লিক করে আপনার কোনো বন্ধু taskbucks app-টি ডাউনলোড ও ইনস্টল করে অ্যাপে উপলব্ধ যেকোনো একটি টাস্ক সম্পূর্ণ করবেন, আপনাকে সেই রেফারেলের জন্য রেফারেল কমিশন দিয়ে দেওয়া হবে।
- অ্যাপটি রেফার করে প্রতিদিন ৬৩ টাকা ইনকাম করা যায়।
- প্রথম রেফারেলের জন্য ১৮ টাকা,
- দ্বিতীয় রেফারেলের জন্য ২০ টাকা,
- তৃতীয় রেফারেলের জন্য ২৫ টাকা।
Taskbucks app download কিভাবে করবেন?
এই app-টি ডাউনলোড করাটা অনেক সোজা। Android এবং iOS, উভয় ডিভাইস এর জন্য taskbucks app-টি উপলব্ধ রয়েছে। App download করার জন্য আপনাকে সবচেয়ে আগে নিজের মোবাইল থেকে Play Store বা App Store ওপেন করে Taskbucks লিখে সার্চ দিতে হবে। এবার আপনি Taskbucks app-টি দেখতে পাবেন, অ্যাপ এর উপরে ক্লিক করে সেটিকে সরাসরি নিজের মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন।
Taskbucks অ্যাপ থেকে কিভাবে টাকা তুলবেন?
Taskbucks App থেকে টাকা কিভাবে তুলবেন? যদি এই নিয়ে চিন্তা করছেন তাহলে এর উত্তর আপনি এখানেই পাবেন। Taskbucks-এর মধ্যে আপনি সম্পূর্ণ করা প্রতিটি টাস্ক এর জন্য কিছু coins রিওয়ার্ড হিসেবে পাবেন। আর reward হিসেবে পাওয়া এই coin এর সংখ্যা যখন ১০০০ হয়ে যাবে, এর মানে হচ্ছে আপনার টাস্কবাক্স একাউন্টে টোটাল ২ টাকা জমা আছে।
এভাবেই যত অধিক coins আয় করবেন ততটাই অধিক টাকা আপনার একাউন্টে জমা হতে থাকবে। শেষে, ইনকাম করা coins গুলোকে আপনি Paytm cash, Mobile recharge বা Gift Voucher হিসেবে তুলে নিতে পারবেন।
FAQ: Earn Money From Taskbucks App:
টাস্কবাক্স একটি অনেক পুরোনো অনলাইন ইনকাম অ্যাপ যেটিকে কাজে লাগিয়ে রিয়েল টাকা ইনকাম করা যাবে বলে বলা হয়েছে। এখানে ছোট ছোট টাস্ক গুলো সম্পূর্ণ করে wallet cash, paytm cash এবং Gift voucher আয় করতে পারবেন।
টাস্কবাক্স অ্যাপ রেফার করে আপনি প্রতিদিন ৬৩ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
টাস্কবাক্স অ্যাপ এর মধ্যে সার্ভে সম্পূর্ণ করা, প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, অ্যাপ রেফার করা, গেম খেলা, ভিডিও দেখা, ইত্যাদি এই ধরণের কাজ গুলো করে coins income করা যায়।
হ্যা, aap আপনারা সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ফ্রীতে নিজের একাউন্ট তৈরি করে কোনো ধরণের ডিপোজিট ছাড়া কাজ করে ইনকাম করতে পারবেন।