টাকা ইনভেস্ট না করেই পকেট ভারী করার কথা ভাবছেন? উত্তর হ্যাঁ হলে, এসেছেন ঠিক জায়গায়। এই প্রতিবেদনে দেওয়া হল বিনা বিনিয়োগে অর্থ উপার্জনের ঠিকানা। এতে এমন একটি অ্যাপের নাম বলা হচ্ছে যার মাধ্যমে রেজিস্টার করে বা ডাউনলোড করে টাকা ইনকাম করা যায়। আপনি হয়তো বিশ্বাস করবেন না! এই অ্যাপে গেম খেলেও পাবেন টাকা।

তাই যদি আপনি অনলাইনে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার একটি ভালো অ্যাপ খুঁজছেন, তাহলে চলে এসেছেন একেবারে সঠিক জায়গায়। চলুন আর দেরি না করে এই অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
অ্যাপটির নাম হল ইনক্যাশ অ্যাপ (Inchash App)। এর মাধ্যমে টাকা ইনকাম করা খুবই সহজ। কীভাবে করবেন? এই প্রশ্নই নিশ্চয়ই মাথায় ঘুরছে? চিন্তা নেই। কীভাবে ডাউনলোড করতে হবে, কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ইনকাম করা টাকা কীভাবে তুলতে হবে, ন্যূনতম কত টাকা তোলা যাবে, এই সমস্ত প্রশ্নের উত্তরই ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করা হল। What Is InCash App? How To Earn Money From InCash App?
অবশই পড়ুন: Sweet Bitcoin app থেকে বিটকয়েন ইনকাম করুন
InCash অ্যাপ কি – (What Is InCash App)?
InCash app-এর মাধ্যমে টাকা আয় করা যায়। মানে এটা হলো একটি রিওয়ার্ড আয় করার অ্যাপ যেখানে আপনি নানান ছোট ছোট টাস্ক গুলো সম্পূর্ণ করে অর্থ উপার্জন করতে পারবেন। অ্যাপ থেকে বিভিন্ন উপায়ে উপার্জিত টাকা গুলো আবার তোলাও (withdraw) যায়। মানে এই InCash অ্যাপ থেকে করা যাবে রিয়েল টাকা ইনকাম।
উল্লেখ্য অ্যাপটির থেকে টাকা আয় করার জন্য কোনো প্রকারের ভারী কাজ করার দরকার নেই। বাড়িতে বসে হাতে ফোন নিয়ে কয়েকটি টাস্ক কমপ্লিট করলেই মিলবে টাকা। প্রতিটি কাজ সঠিকভাবে সম্পূর্ণ করার পর আপনাকে দেওয়া হবে কিছু IC coins, আর এই IC Coins গুলো আলাদা আলাদা কাজের ধরণের উপর ভিত্তি করে আলাদা আলাদা হতেই পারে।
আপনার InCash app-এর মধ্যে জমা হওয়া IC coins গুলো আপনি নানান মাধ্যমে রিয়েল ক্যাশ হিসেবে তুলে নিতে পারবেন। ইনক্যাশ অ্যাপ থেকে টাকা তোলার জন্য আপনি PayPal, UPI, Gift Card বা Free Recharge-এর মতো অপসন গুলো অবশই সিলেক্ট করতে পারবেন। কি কি কাজ সম্পূর্ণ করে ইনক্যাশ অ্যাপ থেকে ইনকাম করা যাবে? নিচে এই বিষয়েও বলা হয়েছে।
রিলেটেড আর্টিকেল: Taskbucks অ্যাপ থেকে করুন ইনকাম
InCash অ্যাপ থেকে কি কি উপায়ে টাকা ইনকাম করা যাবে?
How to EARN Money from Incash App? Incash app থেকে মূলত ৬ ভাবে টাকা আয় করা যায়। প্রতিটি উপায়ের বিষয়ে নিচে একে একে বলে দেওয়া হয়েছে।
১. Play and Earn:

এক্ষেত্রে খেলায় অংশগ্রহণ করার মাধ্যমে টাকা আয় করতে পারবেন। এর জন্য অ্যাপ এর হোম পেজে থাকা ‘প্লে অ্যান্ড আর্ন’ লেখা বাটনে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে কিছু গেমের নাম দেখানো হবে। নামগুলোতে একে একে ক্লিক করে দেখতে হবে কোনটা খেলার জন্য অ্যাভেলেবল আছে।
জানিয়ে রাখছি যে, উপলব্ধ গেমে ট্যাপ করার পরে নির্দেশিত ধাপ অনুসরণ করলেই ওয়ালেটে জমা হবে টাকা। এক্ষেত্রে লেভেল বাড়লে নির্ধারিত রিওয়ার্ডও বাড়বে। অর্থাৎ গেমগুলো আপনি যত বেশি খেলবেন, আপনার প্রাপ্ত টাকার পরিমাণ আরও বৃদ্ধি পেতে থাকবে। একই স্ক্রীনে গেমের নামের নীচে যেমন মোট রিওয়ার্ডের পরিমাণ লেখা দেখতে পাওয়া যাবে, তেমনই লেভেল অনুযায়ী টাকার পরিমাণও স্পষ্টভাবে লেখা থাকতে দেখা যাবে।
এবার আপনি যে গেমটা খেলতে চাইবেন, সেই গেমের নামের স্ক্রিনের নিচের দিকে লেখা “স্টার্ট টাস্ক” (Start Task) বাটনে ক্লিক করতে হবে। এমনটা করলেই পেজটি গুগল প্লে স্টোরে রিডাইরেক্ট করবে। সেখানে ইনক্যাশ (Incash) অ্যাপের মাধ্যমে গিয়ে গেমটি ডাউনলোড করে খেলা শুরু করতে হবে।
২. Survey Offers:

সবসময় গেম খেলতে ভালো নাও লাগতে পারে। অনেকেরই গেম খেলা খুব একটা পছন্দের মধ্যে পড়ে না। তাই আপনারও গেম খেলতে ভালো না লাগলে বা গেম খেলা বাদেও অন্য উপায়ে এই অ্যাপ থেকে ইনকাম করতে চাইলে ক্লিক করতে পারেন ‘সার্ভে অফার্স‘ লেখা বাটনে। এই বাটনে ক্লিক করলে স্ক্রীনে একাধিক অপশন দেখাবে।
পছন্দসই ও অ্যাভেলেবল অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে এগোতে হবে। জানিয়ে রাখি, প্রথমবার কোনো সার্ভেতে অংশগ্রহণ করার জন্য ক্লিক করলেই BitLabs-এর প্রাইভেসি পলিসির অধীনে আপনাকে আপনার বয়স ও ভাষা সহ বিভিন্ন বিষয়ে মোট ১৫টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, যা মূলত প্রোফাইল কমপ্লিট করার জন্যই।
অ্যাপের দাবি, সঠিক তথ্য দিয়ে প্রোফাইল কমপ্লিট করলে সার্ভে সংক্রান্ত উপযুক্ত প্রশ্ন সামনে দেখতে পাওয়া যাবে। স্ক্রীনে মাথার উপরের দিকে স্পষ্টভাষায় লেখা থাকে, “Answering these questions and completing your profile will help us with finding the right surveys for you”।
আর তাই সার্ভের মাধ্যমে টাকা ইনকাম করতে চাইলে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। InCash app এর মধ্যে survey গুলো সম্পূর্ণ করে আপনি নিয়মিত IC Coins রিওয়ার্ড হিসেবে আয় করতে পারবেন।
৩. Spin and Win:

InCash অ্যাপ থেকে কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে চাইলে ক্লিক করতে হবে “স্পিন এন্ড উইন” বাটনে। এই বাটনে ক্লিক করার পর নতুন স্ক্রীনে স্পিনিং হুইল সহ নিচের দিকে “Let’s Spin” লেখা একটি বাটন দেখতে পাওয়া যাবে।
এই বাটনে ট্যাপ করে কিছু অতিরিক্ত টাকা আয় করার সুযোগ পাবেন আপনি। জানিয়ে রাখি, ইনক্যাশ অ্যাপ ডাউনলোড ও ইন্সটল করার পরেই ডাইরেক্ট “স্পিন এন্ড উইন” খেলতে পারা যাবে না। অ্যাপের নির্দেশ অনুযায়ী, এটি খেলার আগে অন্য যেকোনো একটি টাস্ক কমপ্লিট করা বাধ্যতামূলক।
৪. Games খেলুন ইনকাম করুন:

অ্যাপ এর হোম পেজে স্পিনের বাটনের পরে “Games” লেখা একটি বাটন দেখতে পাওয়া যাবে। এতে ক্লিক করলে সামনে অনেকগুলো গেম দেখতে পাওয়া যাবে। গেম খেলার জন্য নির্দিষ্ট গেমে ট্যাপ করলেই খেলার সুযোগ পাওয়া যাবে।
জানিয়ে রাখি, “Play and Earn” ও “Games” বাটনের মূল পার্থক্য হল এর অধীনে গেমগুলো খেলার জন্য app ডাউনলোড করতে হয় না। গেমের নামে ক্লিক করলে ইনক্যাশ নির্দিষ্ট ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দেয়। সেই ওয়েবসাইটে গিয়ে গেম খেলতে হয় এবং গেমের সাথে জড়িত টাস্ক গুলো সম্পূর্ণ করতে হয়।
এখানে গেম গুলো খেলে আলাদা আলাদা পরিমানে IC coins আপনাকে দেওয়া হবে। মানে, গেম গুলো ডাউনলোড করার জন্য আপনাকে কিছু IC coins দেওয়া হয়। আবার গেমের মধ্যে কিছু নির্দিষ্ট লেভেলে পৌঁছে গেলে অতিরিক্ত কিছু IC coins দেওয়া হবে। এভাবে শুধুমাত্র একটি গেম থেকেই ১০০ থেকে ২০০০ IC coins আয় করা সম্ভব।
৫. Register and Earn:

উপরে উল্লিখিত উপায় ছাড়াও আরও এক পদ্ধতিতে এই অ্যাপ থেকে ইনকাম করা যায়। এক্ষেত্রে ইনক্যাশ-এ দেওয়া বিভিন্ন ধরণের app লিঙ্কে ক্লিক করে তা ডাউনলোড করে রেজিস্টার করার টাস্ক কমপ্লিট করতে হয়।
InCash অ্যাপ এর হোম পেজে গিয়ে filter option-টি কাজে লাগিয়ে আপনি নানান register & earn অফার গুলোকে খুঁজতে পারবেন। এক্ষেত্রে আপনাকে দিয়ে দেওয়া কিছু নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে একাউন্ট রেজিস্টার করতে হয়। শুধু এতটুকু করলেই আপনি পেয়ে যাবেন প্রায় ৫০ থেকে ৫০০ র মধ্যে InCash coins।
৬. Refer and Earn:

গেম খেলে, ইনক্যাশ অ্যাপ থেকে সার্ভেতে অংশগ্রহণ করে ও রেজিস্টার করে টাকা তো আয় করা যায়ই। এছাড়া, অ্যাপটি রেফার করেও টাকা ইনকাম করার সুজ এখানে আপনি পাবেন।
InCash অ্যাপ থেকে refer ট্যাবে গেলে স্ক্রীনে একটি রেফারেল কোড দেখতে পাওয়া যাবে। আপনার এই রেফার কোড ব্যবহার করে কেউ ইনক্যাশের সদস্য হলে ও অন্তত ৩টি অফার কমপ্লিট করলেই আপনার ওয়ালেটে টাকা আসতে শুরু করবে। আপনার রেফার করা বন্ধু যতই ইনক্যাশ কয়েন আয় করবে, আপনি তার আয় করা IC coin-এর ৫০% কমিশন হিসেবে গ্রহণ করবেন।
৭. Daily Check-in:
এটা আসলে কোনো খেলা বা টাস্ক নয়। এটি ইনক্যাশের এমন একটি ফীচার যার মাধ্যমে প্রতিদিন অংশগ্রহণ করে রিওয়ার্ড পাওয়া যায়। স্ট্রিক ভিত্তিক এই সিস্টেমের দৌলতে “Gift” ট্যাব থেকে রিওয়ার্ড কালেক্ট করা যায়।
৮. Download & Earn:

Register and earn-এর মতোই InCash-এর মধ্যে Download and earn-এর কিছু offer আপনারা পাবেন যেগুলো সম্পূর্ণ করেও ১০ থেকে ১০০ IC Coins আয় করা যাবে। অ্যাপ এর Home Page-এর মধ্যে গিয়ে উপলব্ধ নানান অফার গুলোতে দেখলেই এই ধরণের ডাউনলোড করে ইনকাম করার প্রচুর অফার গুলো আপনি দেখতে পাবেন।
অ্যাপ ডাউনলোড করে ইনকাম তো করে যাবে, এর বাইরেও অ্যাপ গুলো ডাউনলোড হওয়ার পর সেগুলোতে কিছু নির্দিষ্ট কাজ করে অতিরিক্ত IC coins আয় করার সুযোগও দেওয়া হয়।
ইনক্যাশ অ্যাপ থেকে কিভাবে টাকা তুলবেন?


How to redeem points? অ্যাপ এর হোম পেজে একদম ডানদিকে উপরের দিকে থাকা “Wallet Balance”-এ ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে স্ক্রীনে “Redeem Now” লেখা একটি বাটন দেখতে পাওয়া যাবে। এই বাটনে ক্লিক করলে “Redeem Store”-এর অধীনে দেওয়া নিচের ৪টি অপশন দেখতে পাওয়া যাবে।
- UPI – মিনিমাম ৫ টাকা এবং সর্বোচ্চ ৩০ টাকা একবারে তোলার অপসন আছে।
- Gift Cards – আলাদা আলাদা স্টোরের গিফট কার্ড রয়েছে।
- Talk time – আলাদা আলাদা অপারেটর এর রিচার্জ অপসন পাবেন।
- PayPal – মিনিমাম $0.25 এবং সর্বোচ্চ $1 একবারে তুলতে পারবেন।
উল্লিখিত অপশনগুলোর মধ্যে পছন্দসই উপযুক্ত অপশনে ক্লিক করে IC পয়েন্ট গুলো আপনি রিডিম করে নিতে পারবেন। PayPal-এর ক্ষেত্রে 214.37 IC Coin মানে $0.25 টাকা। এবং 857.51 IC coin সমান 1 ডলার। সেভাবেই, UPI-এর ক্ষেত্রে 50 IC Coin মানে হলো ৫ টাকা এবং 300 IC coins মানে হলো ৩০ টাকা।
How to Download and Install the App?



সরাসরি গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে “Incash” app লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করতে পারেন। অথবা কেউ কোনো রেফারেল লিঙ্ক পাঠিয়ে থাকলে সেটাতে ক্লিক করেও সরাসরি অ্যাপটি ডাউনলোড ও ইন্সটল করতে পারেন।
Incash app-এ অ্যাকাউন্ট ওপেন করবেন কীভাবে?
ইনক্যাশ অ্যাপ (Incash App) ডাউনলোড করা হয়ে গেলে সেটিকে নিজের মোবাইলে ওপেন করতে হবে। অ্যাপটি ওপেন করে নিয়ে রেজিস্টার করার জন্য sign in/signup অপশনে ক্লিক করতে হবে। এর জন্য গুগলের জিমেল অ্যাকাউন্ট বা ফোন নম্বর ব্যবহার করার মতো উভয় অপসন আপনি পাবেন।
প্রথমে “I have read and agreed to Incash Privacy Policy” -তে ক্লিক করতে হবে। তারপরে গুগল জিমেল অ্যাকাউন্ট add করতে চাইলে “Link Google”-এ ট্যাপ করে পরবর্তী ধাপে যেতে হবে।
এরপরে রেফারেল কোড দেওয়ার অপশন দেখতে পাওয়া যাবে। আপনার কাছে রেফারেল কোড থাকলে সেটা “Submit” করতে হবে। না থাকলে “Skip” করতে হবে। এরপরে “Allow Permission”-এ ক্লিক করে “Permit Usage Access” অন করতে হবে। তারপরেই app-টি ব্যবহার করা যাবে।
অবশই পড়ুন: দিনে ৫০০ টাকা ইনকাম করার সেরা অ্যাপস
আজকে আমরা কি জানলাম?
যদি আপনারা নিজের মোবাইল দিয়ে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করতে চাইছেন তাহলে ব্যবহার করতে পারবেন এই InCash mobile app-টি। অ্যাপে উপলব্ধ তথ্য হিসেবে, এই অ্যাপ থেকে আপনারা গেম খেলে, ডাউনলোড করে, রেজিস্টার করে, নানান কনটেন্ট গুলোতে অংশগ্রহণ করে এবং অন্যান্য ছোট ছোট কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন।
এছাড়া এই অ্যাপটি রেফার করেও টাকা আয় করা সম্ভব। ইন্টারনেটে উপলব্ধ নানান টাকা ইনকাম করার অ্যাপ গুলোর মধ্যে এটাও একটি সেরা এবং জনপ্রিয় অ্যাপ।