কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করার ওয়েবসাইট – (Royalty Free Music)

Last updated on April 18th, 2024 at 11:08 am

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা সেরা কিছু কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড (royalty free music download sites) করার সেরা ওয়েবসাইট গুলোর বিষয়ে জানবো।

আপনি যদি একজন YouTuber বা video maker / editor তাহলে অবশই বিভিন্ন ধরণের audio/music এর প্রয়োজন আপনার প্রয়োজন হয়েই থাকে।

তবে, যদি আপনি যেকোনো music / audio নিজের ভিডিওতে যোগ করেন, তাহলে আপনার ওপরে copyright infringement claim চলে আসতে পারে।

এক্ষেত্রে, যদি আপনি একজন YouTube creator, তাহলে আপনার channel delete / disable হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর।

এছাড়া, আপনার ওপরে করা copyright infringement claim যদি প্রমাণিত হয়ে থাকে, তাহলে আপনার ওপরে আইনি ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা অবশই থেকে যায়।

ফলে, আপনার প্রচুর টাকা fine হিসেবে দিতে লাগতে পারে।

বর্তমান সময়ে কিন্তু, অন্যের ওয়েবসাইট থেকে যেকোনো ধরণের কনটেন্ট কপি করাটাও প্রচুর ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে।

তাই, একজন কনটেন্ট ক্রিয়েট হিসেবে আপনাকে সব সময় কপিরাইট ফ্রি কনটেন্ট গুলো নিজের website, blog, video ইত্যাদিতে যোগ করাতে লাগে।

এমনিতে, আমি আগেই আপনাদের ৫ টি কপিরাইট ফ্রি স্টক ইমেজ ওয়েবসাইট এর বিষয়ে বলেছি।

এই ওয়েবসাইট গুলোর থেকে আপনারা কোনো ভয় ছাড়া বিভিন্ন ছবি গুলোকে ডাউনলোড করে নিজের website, blog ইত্যাদিতে ব্যবহার করতে পারবেন।

তবে, আজকের আর্টিকেলে আমি আপনাদের কিছু সেরা এবং ফ্রি কপিরাইট ফ্রি মিউজিক ওয়েবসাইট গুলোর বিষয়ে বলতে চলেছি।

Best websites to download copyright free music

কপিরাইট ফ্রি মিউজিক
Best websites to download royalty-free music files.

নিজের ভিডিওর জন্য একটি সেরা music tune খুঁজে বের করাটা কিন্তু সাংঘাতিক একটি চ্যালেঞ্জ।

কেননা, আপনার ভিডিওতে থাকা সঠিক music বা tune সেই ভিডিওর quality এবং আকর্ষণ প্রচুর বাড়িয়ে তুলতে পারে।

সেভাবেই, ভিডিওর মধ্যে থাকা অপ্রাসঙ্গিক (Irrelevant) মিউজিক টিউন কিন্তু তার কোয়ালিটি এবং আকর্ষণ কমিয়ে দিবে।

আপনারা যদি YouTube এর মধ্যে গিয়ে দেখেন, তাহলে প্রায় বেশিরভাগ ভিডিও গুলোতেই কিন্তু background music চলতে থাকে।

তবে অনেকেই রয়েছেন যারা নিজের ভিডিওর ক্ষেত্রে royalty-free music গুলোকে কিনে তারপর নিজের ব্যবহার করেন।

কিন্তু এটা কখনোই জরুরি না যে রয়্যালটি ফ্রি মিউজিক গুলোকে কিনেই ব্যবহার করতে হবে।

ইন্টারনেটে এমন প্রচুর ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনারা ফ্রীতে copyright/royalty-free music / audio file download করে নিজের ভিডিওতে ব্যবহার করতে পারবেন।

কপিরাইট / রয়্যালটি ফ্রি মিউজিক মানে কি ? (What is copyright Free-Music)

রয়্যালটি ফ্রি মিউজিক মানে হলো এমন ধরণের মিউজিক যেটাকে জেকেও ভবিষ্যতে কোনো copyright claim হওয়ার ভয় বা সম্ভাবনা ছাড়া নিজের applications, platform বা content এর মধ্যে ব্যবহার করতে পারবেন।

সোজা ভাবে বললে, copyright free বা royalty free music মানে, “এই music গুলোর সরাসরি কোনো copyright owner থাকছেনা“।

বা, ভবিষ্যতে এই মিউজিক গুলোর ওপরে কেও copyright infringement claim করতে পারবেননা।

এমনিতে royalty free বা copyright free শব্দ দুটির মানে একেবারেই যে ফ্রি সেটা নয়।

মূলত এই ধরণের music গুলোকে প্রথম বারের জন্যে আপনাকে কিনে নিতে হয়। অনেক সাইট থেকে আবার সম্পূর্ণ ফ্রীতেও ডাউনলোড করা যায়।

এবং, তার পর আপনি কোনো সমস্যা ছাড়া নির্ভয়ে কারো থেকে অনুমতি না নিয়েই বার বার সেগুলোকে edit বা use করতে পারবেন।

কিন্তু ইন্টারনেটে এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোর থেকে আপনারা কোনো টাকা না দিয়েই সম্পূর্ণ ফ্রীতে কপিরাইট ফ্রি ট্র্যাক গুলো ডাউনলোড করে এডিট ও ব্যবহার করতে পারবেন।

এই ১০টি ওয়েবসাইটে পাবেন কপিরাইট ফ্রি মিউজিক:

এখন যখন আপনারা royalty-free music-এর বিষয়ে খানিকটা বুঝেই গিয়েছেন, তাহলে চলুন এখন আমরা সেরা কিছু ওয়েবসাইটের বিষয়ে জেনেনেই যেগুলোতে ফ্রীতে রয়্যালটি ফ্রি মিউজিক পাওয়া যাবে। (List of  best royalty-free music sites).

মনে রাখবেন, ওয়েবসাইট গুলির থেকে ডাউনলোড করা এই royalty-free music গুলি আপনারা আপনার ভিডিও গুলিতেও ব্যবহার করতে পারবেন।

  1. soundcloud.com
  2. wave.video
  3. YouTube Audio Library
  4. hooksounds.com
  5. Facebook sound collection 
  6. bensound.com
  7. free-stock-music.com
  8. Pixabay.com
  9. Freemusicarchive.org
  10. Audionautix.com

চলুন প্রত্যেকটি ওয়েবসাইট এর বিষয়ে নিচে সরাসরি ভাবে জেনেনেই।

১. Soundcloud.com

Sound cloud একটি অনেক জনপ্রিয় music website যেখানে আপনারা বিভিন্ন হিন্দি, ইংরেজি এবং বাংলা গান গুলোকে শুনতে ও স্ট্রিম করতে পারবেন।

এছাড়া, এখানে বিভিন্ন আলাদা আলাদা রয়্যালটি ফ্রি অডিও ট্র্যাক রয়েছে যেগুলোকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

এখন থেকে মিউজিক ট্র্যাক ডাউনলোড করার ক্ষেত্রে আপনাকে একটি একাউন্ট অবশই বানিয়ে নিতে হবে।

অনেক video creators রয়েছেন যারা নিজেদের vlogs তৈরি করার ক্ষেত্রে এখন থেকে মিউজিক ট্র্যাক নিয়ে থাকেন।

২. Wave.video

Wave video free stock music library website

এটা একটি সেরা অনলাইন ভিডিও মেকার এবং ভিডিও হোস্টিং সাইট।

এখানে একটি audio library অবশই রয়েছে যেখানে 300,000 royalty-free music clips রয়েছে।

ওয়েবসাইটের মধ্যেই আপনি নিজের ভিডিও এডিট করার সময় free music গুলোকে preview এবং edit করতে পারবেন।

এখানে music এর সাথে সাথে আপনারা আকর্ষণীয় video templates পাবেন।

এই একটি ওয়েবসাইটেই video, images এবং audio clips এর Free stock library পাওয়া যাবে।

Wave.video-এর সুবিধা:

  • প্রায় ৩০০০০০ রয়্যালটি ফ্রি টিউন গুলি পাবেন।
  • নানান ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলি আছে।
  • High quality images-এর লাইব্রেরি ও এখানে আছে।

৩. YouTube Audio Library

YouTube এর মধ্যে যদি আপনাদের একটি account রয়েছে, তাহলে সেখানে একটি audio library option আপনারা দেখতে পাবেন।

এই YouTube audio library তে বিভিন্ন রকমের free music, sound effects ইত্যাদি সরাসরি download করতে পারবেন।

কেবল একটি ক্লিক করেই music file গুলোকে play করে শুনে নেওয়ার option এখানে রয়েছে।

বেশিরভাগ ভিডিওর জন্যে ভালো ভালো background sound এবং sound effects আপনারা এখন থেকেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

৪. Hooksounds.com

Download royalty free music

এখান থেকে আপনারা free music গুলো ডাউনলোড করতে পারবেন নিজের YouTube, Instagram, Facebook, Podcasts, Radio, TV বা যেকোনো অন্য multimedia content এর জন্য।

এখানে অনেক ভালো ভালো music পাবেন যেগুলো অন্যান্য ওয়েবসাইটে সহজে পাওয়া যাবেনা।

এখানে আপনারা ফ্রীতে music গুলো ব্যবহার করার একটি license অবশই পাবেন সেটাকে কেবল personal use এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।

বিভিন্ন tags, mood, genres হিসেবে আপনারা এখানে music গুলোকে সার্চ করতে পারবেন।

Hooksounds-এর কিছু ফীচার:

  • এখানে আলাদা আলাদা ধরণের সাউন্ড ইফেক্ট গুলি আছে।
  • মজার মজার Intros & Outros music গুলি আছে।
  • প্রচুর music collections গুলি রয়েছে।

৫. Facebook sound collection

Facebook sound collection website

Facebook এর একটি royalty free sound এর library রয়েছে যেখান থেকে music গুলোকে ফ্রীতে ব্যবহার করা যাবে।

তবে এখানে একটি শর্ত ফেসবুক এর তরফ থেকে রাখা হয়েছে।

Facebook এর তরফ থেকে দেওয়া হাজার হাজার audio tracks এবং sound effects গুলো কেবল তখন ব্যবহার করতে পারবেন যদি ভিডিও গুলিকে Facebook বা Instagram এর মধ্যে তৈরি বা শেয়ার করছেন।

এটা কিছুটা YouTube audio library মতোই যদিও YouTube audio library থেকে নেওয়া sound আপনারা যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন।

Facebook এর তরফ থেকে এই option মূলত video creators দের জন্য তৈরি করা হয়েছে।

৬. Bensound.com – Royalty Free Music

Bensound website for royalty free stock music download

একটি Free License এর সাথে আপনারা Bensound এর music গুলো ব্যবহার করতে পারবেন। তবে এখানেও music গুলো ব্যবহার করার একটি শর্ত রয়েছে।

এখন থেকে music নিয়ে যেখানেই আপনি ব্যবহার করবেন, সেখানে আপনাকে Bensound.com কে একটি credit দিতে হবে।

একটি credit দিয়ে যেকোনো multimedia project (online videos, websites, animations, etc.) তে এখান থেকে music নিয়ে ব্যবহার করতে পারবেন।

Bensound-এর কিছু সুবিধা:

  • প্রচুর tracks এবং music গুলি পাবেন।
  • ভিডিওতে ব্যবহার করার জন্য আলাদা ভাবে free copyright free music-এর সেকশন আছে।
  • Theme, mood, instrument, Genre, হিসেবে মিউজিক গুলি পাবেন।

৭. Free-stock-music.com

Free stock music website

এখন থেকে আপনারা বিভিন্ন আলাদা আলাদা ধরণের license সহ audio effects বা music গুলোকে ডাউনলোড করতে পারবেন।

এছাড়া, আলাদা আলাদা categories, mood, tempo সহ মিউজিক সার্চ করতে পারবেন।

প্রত্যেকটি মিউজিক ডাউনলোড করার ক্ষেত্রে এখানে সরাসরি “Free Download Mp3” লিংক অবশই দেওয়া থাকবে।

Music download করার সময় description অবশই দেখে নিবেন তাতে license টি commercial use নাকি personal use দেওয়া।

৮. Pixabay.com

Pixabay free copyright free music download

Pixabay, একটি অনেক জনপ্রিয় স্টক ইমেজ ওয়েবসাইট যেখানে ফ্রি ইমেজ এর পাশাপাশি ভেক্টর, ভিডিও, সাউন্ড এফেক্ট এবং মিউজিক গুলি পাবেন।

এই ওয়েবসাইট এর মধ্যে আপনারা প্রায় ৭০০০০ থেকেও অধিক no copyright music, royalty-free audio tracks, এবং instrumentals গুলি পেয়ে যাবেন।

পাশাপাশি, যদি নিজের ইউটিউব ভিডিও গুলির জন্য কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলি খুঁজছেন, তাহলে সেটাও এখানে পাবেন।

Pixabay website-এর একটি অনেক মজার বিষয় হলো, এখানে কোনো ধরণের একাউন্ট তৈরি না করেই সরাসরি মিউজিক/সাউন্ড গুলি ডাউনলোড করা যায়।

নিজের পছন্দের মিউজিক বা সাউন্ড প্লে করে শুনতে পারবেন এবং পছন্দ হলে সরাসরি download বাটনে click করে সেটিকে ডাউনলোড করে নিতে পারবেন।

Pixabay-থেকে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করার সুবিধা:

  • সম্পূর্ণ ফ্রীতে মিউজিক বা অডিও ফাইল ব্যবহার করা যায়।
  • Author attribute ছাড়া কনটেন্ট গুলি ব্যবহার করা যায়।
  • ৭০০০০ থেকে অধিক ফ্রি মিউজিক ট্র্যাক গুলি পাবেন।

৯. Freemusicarchive.org

Free music archive

U.S. radio station WFMU দ্বারা এই Free Music Archive ওয়েবসাইটটি রান এবং পরিচালনা করা হয়। এখানে থাকা Music For Video-এর সেকশনের মধ্যে আলাদা আলাদা লাইসেন্স সহ নানান মিউজিক ট্র্যাক গুলি পেয়ে যাবেন।

এখানে মূলত আলাদা আলাদা ধরণের Creative Commons licenses গুলি দেওয়া হয়ে থাকে।

এদের কিছু কিছু কনটেন্ট গুলিকে non-commercial use only licenses সহ ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। এছাড়া, নানান কনটেন্ট গুলিকে attribution-এর সাথে কোনো অসুবিধা ছাড়া যেকোনো ভাবে ব্যবহার করা যাবে।

ওয়েবসাইটটির দ্বারা দিয়ে দেওয়া content licenses-এর বিষয়ে অধিক জানার জন্য আপনারা এদের FAQ section-টি পড়ে নিতে পারেন।

এই ওয়েবসাইটের সব থেকে কাজের বিষয়টি হলো, এখানে আপনারা license-এর প্রকার সহ মিউজিক গুলি সার্চ করতে পারবেন।

যেমন ধরুন, যদি আপনি মার্কেটিং এর ক্ষেত্রে কোনো মিউসিক ফাইল খুঁজছেন, সেক্ষেত্রে non-commercial use-এর বাক্সটি আনচেক করতে পারবেন।

এখানেও আপনারা, Instrumental, Rock, Pop, Electronic, ইত্যাদি আলাদা আলাদা রকমের ক্যাটেগরিতে মিউজিক গুলি পাবেন।

১০. Audionautix.com

Audionauti free royalty free music download website

এই ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ফ্রীতে নানান ধরণের royalty free music গুলিকে ডাউনলোড করে নিয়ে নিজের প্রজেক্ট গুলিতে ব্যবহার করতে পারবেন।

যদি আপনি commercial purposes-এর জন্য music গুলি ব্যবহার করতে চাইছেন, সেক্ষেত্রে সঠিক ভাবে ক্রেডিট দিয়ে মিউজিক গুলি ইউস করা যাবে।

আপনি নিজের অন্যান্য projects, যেমন video, audio re-mix, podcast, video game, ইত্যাদিতে এই মিউজিক গুলি ব্যবহার করতে পারবেন।

এছাড়া, AudionautiX-এর সাইটে Jason Shaw দ্বারা তৈরি থাকা music content গুলি, Creative Commons Attribution 4.0 International License-এর মধ্যে রিলিজ করা হয়ে থাকে।

Audionautix-এর কিছু সুবিধা:

  • মিউজিক ফাইল গুলিকে mp3 ফরম্যাটে ডাউনলোড করা যাবে।
  • ডাউনলোড করার আগে মিউজিক গুলি সরাসরি শুনে নিতে পারবেন।
  • মিউজিক সার্চ করার জন্য সার্চ বাক্স পাবেন।
  • Acoustic, Blues, Hip-Hop, Rock, নানান ক্যাটেগরিতে মিউজিক পাবেন।

 

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, আজকে আমরা এমন কিছু সেরা কপিরাইট ফ্রি ওয়েবসাইট গুলোর বিষয়ে জানলাম যেগুলোর থেকে ফ্রীতে মিউজিক ডাউনলোড করে ব্যবহার করা যাবে। আমার সব সময় এটাই চেষ্টা রয়েছে আমি যাতে আপনাদের সম্পূর্ণ সঠিক এবং কাজের তথ্য দিয়ে থাকতে পারি। তাই, best copyright free music website নিয়ে লেখা আর্টিকলেটি যদি ভালো লেগে থাকে, তাহলে আর্টিকেলটি অবশই শেয়ার করবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন।

অবশই পড়ুন:

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top