মোবাইলে বাংলা লেখার সফটওয়্যার ডাউনলোড করুন: সম্পূর্ণ ফ্রীতে

বর্তমানের এই আধুনিক ডিজিটাল যুগে, আমাদের স্মার্টফোন গুলি এমন এমন কাজ করতে পারে যেগুলি আগেকার সময়ে একটি শক্তিশালী কম্পিউটার মেশিনও সহজে করতে পারতোনা।

High graphics gaming, video editing, HD video streaming, clear voice/screen recording, ইত্যাদি সবটাই এখন শুধুমাত্র একটি মোবাইল দিয়ে করা সম্ভব।

ঠিক সেভাবেই, বাংলা ভাষাপ্রেমীদের জন্য নিজের এন্ড্রয়েড মোবাইল ডিভাইস দিয়েই সহজে বাংলা লেখার জন্য এখন আর চিন্তা করতে হয়না।

কেননা, Google Play Store-এর মধ্যে গিয়ে মোবাইলে বাংলা লেখার সফটওয়্যার গুলি ডাউনলোড করে জেকেও অনেক সহজে এবং সুবিধাজনক ভাবে নিজের মোবাইলে বাংলাতে লিখতে পারবেন। এছাড়া, এই বাংলা কীবোর্ড সফটওয়্যার গুলি সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে কোনো টাকা না দিয়েই ব্যবহার করা যায়।

তাই, যদি আপনিও নিজের মোবাইল দিয়ে বাংলাতে লেখালেখি করতে চাইছেন, তাহলে আমাদের আর্টিকেলের মধ্যে বলা মোবাইলে বাংলা লেখার এই সেরা বাংলা টাইপিং সফটওয়্যার গুলি ডাউনলোড করে ব্যবহার করুন।

অবশই পড়ুন: মোবাইল থেকে ডিলিট করা ভিডিও ফিরিয়ে আনুন

যেকোনো বাংলা কিবোর্ড সফটওয়্যার এর ক্ষেত্রে সাধারণত যে সুবিধাগুলো পাওয়া যায়, সেগুলো হল:

  • তাড়াতাড়ি লেখার জন্যে অটো-কমপ্লিশান ফিচার থাকে,
  • অটোম্যাটিকভাবে সঠিক শব্দের সাজেশন আসতে থাকে,
  • বেশিরভাগ অ্যাপেই ইনবিল্ট ইংলিশ-টু-বেঙ্গলি ডিক্শনারি থাকে,
  • সফটওয়্যারগুলো ব্যবহারের জন্য ইন্টারনেটের দরকার নেই,
  • টাইপিংয়ের সুবিধার জন্যে বিভিন্ন ধরণের কীবোর্ড লেআউট থাকে,
  • এই অ্যাপ্লিকেশানগুলো বিনামূল্যেই ডাউনলোড ও ইনস্টল করা যায়,
  • অনেক সময়ে ‘স্পিক-টু-টাইপ’ বা ‘ভয়েস টাইপিং’ ফিচারের ব্যবস্থাও থাকে।

মোবাইলে বাংলা লেখার সফটওয়্যার/অ্যাপস: সেরা ৯টি

মোবাইলে বাংলা লেখার সফটওয়্যার
Best Bangla Typing Keyboard Software Apps.

নিচে আমরা সরাসরি সেরা ৯টি মোবাইল সফটওয়্যার গুলির বিষয়ে বলে দিচ্ছি যেগুলির দ্বারা সম্পূর্ণ ফ্রীতে নিজের মোবাইল দিয়ে বাংলাতে লিখতে পারবেন। মোবাইলে বাংলা টাইপ করার জন্য আপনাকে এই প্রত্যেকটি সফটওয়্যার/অ্যাপস ডাউনলোড করার প্রিয়জন নেই।

অবশই পড়ুন: কিভাবে মোবাইল দিয়ে টিভি চালানো যায়?

আপনি আপনার পছন্দমতো শুধুমাত্র একটি বা দুটি বাংলা টাইপিং অ্যাপস ব্যবহার করলেই যথেষ্ট।

বাংলা কীবোর্ড অ্যাপস:টোটাল ডাউনলোড:রেটিং:
১. Bangla Keyboard Bengali Typing100K+4.4
২. Desh Bangla Keyboard5M+4.4
৩. Gboard – the Google Keyboard5B+4.3
৪. Ridmik Keyboard100M+4.2
৫. Bangla Keyboard – Bharat Keyboards1M+4.2
৬. Borno: Bangla Keyboard50K+4.2
৭. Lachit Multilingual Keyboard100K+4.1
৮. Indic Keyboard Gesture Typing1M+4.0
৯. Easy Bangla Keyboard1M+4.2

সেরা ফ্রি বাংলা কীবোর্ড সফটওয়্যার গুলি ডাউনলোড করুন:

এই সময়ে মোবাইলে বাংলা টাইপিং করার অন্যতম জনপ্রিয়, ফ্রি এবং ইউসার-ফ্রেন্ডলি কীবোর্ড সফটওয়্যারগুলো নিয়ে নিচে আলোচনা করা হল।

১. Bangla Keyboard Bengali Typing:

Bangla keyboard software

ডাউনলোড: 100K+

রেটিং: 4.4 

বাংলায় একটানা টাইপিং করতে বোরিং লাগছে? তাহলে এই কিবোর্ডের সাথে আপনি সহজেই ভয়েস টাইপিংয়ের সাহায্যে নিজের কথাগুলোকে বাংলা টেক্সট মেসেজে কনভার্ট করতে পারবেন।

অ্যাপটির ‘অটোম্যাটিক নাইট মোড’ সেটিংটি কিবোর্ডকে রাতের বেলায় নিজে নিজেই ডার্ক মোডে নিয়ে যায়, যাতে, রাতে চ্যাটিং করার সময় কোনো অসুবিধা না হয়।

এছাড়াও, এই কিবোর্ডকে ইচ্ছেমতো কাস্টমাইজও করা যায়। এমনকি, এখানে আপনি মজাদার ইমোজি, জিআইফ ও স্টিকারসও পাবেন।

ফিচার

  • বাংলা ও ইংলিশ ভয়েস টাইপিং,
  • UI/UX দুটো ইন্টারফেসেই চলে,
  • কাস্টোমাইজেবল বাংলা কিবোর্ড লেয়াউট,
  • কুইক চ্যাটিং ও মেসেজিংয়ের ব্যবস্থা রয়েছে।

২. Desh Bangla Keyboard:

Desh keyboard app

ডাউনলোড: 5M+

রেটিং: 4.4

এক-একটা বাংলা অক্ষর আলাদা-আলাদাভাবে টাইপ করা থেকে শুরু করে ইংরেজিতে বাংলা টাইপ করা পর্যন্ত, সবটাই এই অ্যাপের সাহায্যে করা যাবে।

এছাড়া, এর ফোনেটিক টাইপিং ফীচারের মাধ্যমে যেকোনো বাংলা শব্দকে ইংরেজি অক্ষরে টাইপ করলেও সেটা নিজে নিজেই বাংলাতেই লেখা হয়ে যাবে।

উদাহরণ স্বরূপ, আপনি যদি আপনার কিবোর্ডে ‘Application’ টাইপ করেন, তাহলে আপনার টেক্সট বক্সে সেটা বাংলাতে ‘অ্যাপ্লিকেশন’ হিসেবেই টাইপ হবে।

তাই, আমাদের এই তালিকার অন্যতম সেরা একটা বাংলা কীবোর্ড হল এই Desh Bangla Keyboard।

ফিচার

  • হ্যান্ডরাইটিং ও ভয়েস টাইপিং ফিচার,
  • ফোনেটিক টাইপিং করার ব্যবস্থা রয়েছে,
  • কিবোর্ডে অ্যাপ সার্চ ও লঞ্চের সুবিধা আছে,
  • সহজেই বাংলা-টু-ইংলিশ কীবোর্ড সেট করা যায়।

৩. Gboard – the Google Keyboard

বাংলা কীবোর্ড সফটওয়্যার ডাউনলোড

ডাউনলোড: 5B+

রেটিং: 4.3

আমার হিসেবে, Gboard মোবাইলে বাংলা লেখার সেরা সফটওয়্যার গুলির মধ্যে আরেকটি। বাংলা-ইংরেজি সহ প্রায় ১৫০টিরও বেশি ভাষার কীবোর্ড ব্যবহার করতে চাইছেন?

তাহলে, Google-এর Gboard-ই হল আপনার একমাত্র সল্যুশন।

এই কিবোর্ডের স্মার্ট Ai সাজেশনের সাহায্যে যেকোনো ভাষাতেই টাইপিং ও চ্যাটিং করা অনেকটাই সহজ হয়ে দাঁড়ায়। তাছাড়া, এর অটোম্যাটিক ওয়ার্ড সাজেশন ও অটোফিল ফাঙ্কশনের সাহায্যে সহজেই পাসওয়ার্ড বা ফর্ম ফিলআপ করা যায়।

এছাড়া, এই বাংলা টাইপিং কীবোর্ড এর মধ্যে থাকা হ্যান্ডরাইটিং, গ্লাইডিং ও ভয়েস টাইপিং ফিচার গুলি আপনার টাইপিংয়ের সময় একদম কমিয়ে দিতে সাহায্য করে থাকে।

বাংলা কীবোর্ড অ্যাপটির সাহায্যে আপনি সহজেই যেকোনো অফিসিয়াল টাইপিংয়ের কাজ নিজের স্মার্টফোনেই সেরে নিতে পারেন।

এছাড়াও, এই কিবোর্ডে ইনস্ট্যান্ট যেকোনো ভাষাতে Google Translate ব্যবহার করে (যেমন- English to Bangla) অন্য ভাষাতে টেক্সট টাইপ করা যায়।

ফিচার

  • নির্ভুল শব্দের সাজেশন আসে,
  • অটো-কারেক্টের সুবিধা আছে,
  • যেকোনো অ্যাপেই কাজ করে,
  • ইচ্ছেমতো কীবোর্ড লেআউট কাস্টোমাইজ করা যায়।

৪. Ridmik Keyboard:

Ridmik keyboard for Bangla typing in mobile

ডাউনলোড: 100M+

রেটিং: 4.2

নিজের ডেটা নিরাপত্তা ১০০% বজায় রেখে মোবাইল দিয়ে বাংলায় টাইপ করতে চাইলে অবশ্যই Ridmik Keyboard ব্যবহার করতে পারেন। এখানে বাংলা বাদেও চাকমা ও আরবী ভাষার কীবোর্ড রয়েছে।

সফটওয়্যারটিতে আপনি আলাদাভাবে বাংলা সংখ্যার লেআউটও পাবেন। এর স্মার্ট ক্লিপবোর্ডে আপনি নিজের প্রয়োজনমতো টেক্সট, ডিটেলস বা লিংক সেভ করে রাখতেও পারবেন।

তাছাড়াও, ইউসারদের সুবিধার জন্যে এই কিবোর্ডের নিজস্ব ইমোজি সেটও রয়েছে।

ফিচার

  • ভয়েস ইনপুট টাইপিং ফিচার,
  • নতুন টেক্সট এডিটিং করার অপশন আছে,
  • পরবর্তী শব্দের অটোম্যাটিক সাজেশন আসে,
  • অপ্রয়োজনীয় শব্দ অটো সাজেশন থেকে মোছা যায়।

৫. Bangla Keyboard – Bharat Keyboards

Bangla keyboard bharat keyboard

ডাউনলোড: 1M+

রেটিং: 4.2

হোয়াটস্যাপের মতো মজার-মজার স্টিকারগুলো বাংলাতে পেতে চান? যদি হ্যা, তাহলে আজই Bangla Keyboard (Bharat) অ্যাপটি নিজের স্মার্টফোনে ইনস্টল করে নিন।

এখানে আপনি ফান চ্যাটিংয়ের জন্যে নানান ধরণের বিগইমোজি, জিআইএফ, ও স্টিকার তো পাচ্ছেনই, তাছাড়াও, এখানে বিভিন্ন রকমের স্টাইলিশ ফন্ট ব্যবহার করে বাংলাতে নিজের মনের কথা ফ্রীলি বলা যাবে।

এমনকি, সফটওয়্যারটি দিয়ে টাইপ করা যেকোনো শব্দকে ইমোজিতে কনভার্ট করার সুবিধাও আছে।

ফিচার

  • বিগ অ্যানিমেটেড ইমোজি সেট,
  • বাংলা ও ইংলিশ দুটোই টাইপ হয়,
  • সেল্ফি থেকে স্টিকার বানানো যায়,
  • বাংলা কুইক ভয়েস টাইপিং ফিচার।

৬. Borno: Bangla Keyboard

Borno bangla typing keyboard app

ডাউনলোড: 50K+

রেটিং: 4.2

মোবাইলে বাংলা লেখার একদম বিনামূল্যের একটা সম্পূর্ণ অ্যাড-ফ্রি কীবোর্ড সফটওয়্যার হিসেবে Borno হল খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন।

এখানে Ai ওয়ার্ড প্রেডিকশনের জন্যে আপনি খুব সহজেই যেকোনো বাক্য দ্রুত লিখে তা সেন্ড বা পোস্ট করতে পারবেন।

এর ওয়ান-হ্যান্ডেড মোডের সাহায্যে যেকোনো এক হাত ব্যবহার করেও টাইপ করা সম্ভব। এই বাংলা কিবোর্ডের Ai learning-এর মাধ্যমে সঠিক শব্দের সাজেশন সহজেই পাওয়া যায়।

এখানে বাংলা ছাড়াও ইংলিশ ও আরবী ভাষাতেও টাইপ করা যায়।

ফিচার

  • আলাদা নাম্বারপ্যাড আছে,
  • ওয়ান-হ্যান্ডেড মোড রয়েছে,
  • ভয়েস টাইপিংয়ের সুবিধা আছে,
  • ফোনেটিক টাইপিং থাকার জন্যে দ্রুত টাইপিং হয়।

৭. Lachit Multilingual Keyboard

Lachit multilingual keyboard app

ডাউনলোড: 100K+

রেটিং: 4.1 

যদি আপনি এমন একটি সেরা বাংলা কীবোর্ড সফটওয়্যার ডাউনলোড করতে চাইছেন, যেখানে বাংলার পাশাপাশি অনেকগুলো ভাষার কীবোর্ড রয়েছে, সেক্ষেত্রে Lachit কীবোর্ড সফটওয়্যারটি ডাউনলোড করে দেখতে পারেন।

এখানে আসামীস, ইংলিশ ও হিন্দি ভাষার কীবোর্ডও রয়েছে। এমনকি, এখানে নিজের সুবিধামতো খুব সহজেই কিবোর্ডকে একটা ভাষা থেকে অন্য ভাষায় বদলে নেওয়া যায়।

এর নিজস্ব ডিক্শনারিতে যেসব শব্দ নেই, সেই শব্দগুলো নিজে থেকেই ডিক্শনারিতে অ্যাড হতে থাকে। এখানেও সিঙ্গেল-হ্যান্ডেড টাইপ করার সুবিধা আছে। পাশাপাশি, এর অটো সাজেশন অটোম্যাটিকভাবে নানান শব্দ সাজেস্ট করতে থাকে।

ফিচার

  • একহাতে টাইপ করার সুবিধা,
  • যেকোনো এন্ড্রয়েড ভার্শনে কাজ করে,
  • ডিক্শনারিতে অটোম্যাটিক ওয়ার্ড সেভ হয়,
  • একাধিক ল্যাঙ্গুয়েজে কিবোর্ড সেট করা যায়।

৮. Indic Keyboard Gesture Typing

Indic keyboard Gesture typing app

ডাউনলোড: 1M+

রেটিং: 4.0

ঠিক গুগল কিবোর্ডের মতোই এখানে আপনি অনেকগুলো ল্যাঙ্গুয়েজের কীবোর্ড লেআউট পাবেন। বাংলাতে আপনি মোট ৩টে কিবোর্ড লেআউট পেয়ে যাবেন। এছাড়া, এখানেও জেসচার টাইপিং ও ভয়েস ইনপুট টাইপিংয়ের সুবিধা রয়েছে।

এই কিবোর্ডের প্রেডিক্টিভ টেক্সট ফিচার নিজে থেকে স্মার্ট ওয়ার্ড সাজেস্ট করতে থাকে যাতে আপনার টাইপিং স্পিড বেড়ে যায়। এমনকি, এই কিবোর্ড বিভিন্ন ধরণের রাইটিং স্টাইল অ্যাডপ্টও করতে পারে।

ফিচার:

  • প্রেডিক্টিভ টেক্সট ফিচার আছে,
  • একের বেশি ল্যাঙ্গুয়েজ রয়েছে,
  • একাধিক রাইটিং স্টাইল অ্যাডপ্ট করতে পারে,
  • কিবোর্ড লেআউট সম্পূর্ণভাবে কাস্টোমাইজেল।

৯. Easy Bangla Keyboard

Easy Bangla Keyboard

ডাউনলোড: 1M+

রেটিং: 4.2

Facebook, Google Hangouts, WhatsApp, বা যেকোনো অন্য কোনো অ্যাপ, মোবাইলে বাংলা লেখার এই সফটওয়্যারটি দিয়ে যেকোনো অ্যাপেই সহজেই বাংলাতে টেক্সট টাইপ করা যায়।

এর ইনস্ট্যান্ট মেসেজ ফিচারের মাধ্যমে খুব তাড়াতাড়ি মেসেজ সেন্ড করা যায়। এছাড়া, এই কিবোর্ডের ইংলিশ ডিক্শনারিতে কার্রেক্টেড ওয়ার্ড গুলি অ্যাড হতেই থাকে। এমনকি, বাংলা কিবোর্ডটির সাহায্যে আপনি Google-এ বাংলা ভাষাতেও সার্চ করতে পারবেন।

এছাড়া, এখানে আপনি বিভিন্ন মজার ইমোজিও পাচ্ছেন।

ফিচার:

  • কিবোর্ডে ইমোজি সেট রয়েছে,
  • কিবোর্ড সহজেই ডিসেবল করা যায়,
  • ইন্টারনেট ছাড়া অফলাইনে কাজ করে,
  • ইংলিশ বা বাংলা টাইপিং একটা কিবোর্ডেই হয়।

শেষ কথা,,

তাহলে বন্ধুরা, আমাদের আজকের আর্টিকেলটি কেমন লাগলো? আমাদের আজকের আর্টিকেলের মধ্যে বলা মোবাইলে বাংলা লেখার এই সফটওয়্যার গুলি ডাউনলোড করে আপনি অনেক সহজেই নিজের মোবাইল থেকে বাংলা টাইপ করতে পারবেন। যা আমি আগেই বলেছি, বাংলা কীবোর্ড সফটওয়্যার গুলির প্রত্যেকটি আপনারা সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

অবশই পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top