আজকের আমাদের আর্টিকেলের টপিক বা বিষয় অনেক মজার। কারণ, আমাদের ভিসিটর্স রা আজ অনলাইন টাকা আয় করার একটি নতুন উপায় বা নিয়ম জানবেন। আজ আমরা জানবো নিজের Android মোবাইল থেকে গেম খেলে টাকা আয় করার ৫ টি apps এর বিষয়ে। মানে, নিজের মোবাইলে কোন গেম খেলে টাকা আয় করা যাবে এবেপারে আমরা কথা বলবো।
আজ আমরা নিজের মোবাইলে কিছুনা কিছু game সবসময় খেলি। তাহলে যদি এমন গেম খেলা যায় যেগুলি খেলে আমরা মজা ও পাই এবং অল্প ইনকাম ও করতে পারি তাহলে গেম খেলার মজা অবশই দুগুণ হয়ে যাবে।
Also read –
- কিভাবে YouTube থেকে টাকা আয় করবেন ?
- এখন android apps দিয়ে টাকা আয় করুন
- মোবাইলে অনলাইন টাকা আয় কিভাবে করবেন ?
কিন্তু, হে মনে রাখবেন, আমি আপনাদের খারাপ বুদ্ধি কোনোদিন দেবোনা এবং তাই আগেই বলেদেই। আমি নিচে Game খেলে টাকা ইনকাম করার যেগুলি apps এর বেপারে বলবো সেগুলি দিয়ে আপনারা তেমন কোনো টাকা আয় করতে পারবেননা। হে ছোটমোটো মোবাইল রিচার্জ, মোবাইল বিল payment বা সাধারণ হাত খরচার জন্য অবশই এই কামানো টাকা কামে আসবে।
আপনি যদি student বা কোনো job করছেননা তাহলে টাকা আয় করার এই android গেম গুলি একবার খেলে দেখতে পারেন।
মোবাইলে গেম খেলে টাকা আয় করার ৩ টি এন্ড্রয়েড গেমস
অনলাইন টাকা আয় করার যেগুলি games এর কথা আমি নিচে বলবো সেগুলি আপনারা Google play store এ গিয়ে ফ্রীতে download করতে পারবেন। আমি download লিংক অবশই দিয়ে দিবো।
#1. WHAFF Rewards এন্ড্রয়েড app
Whaff reward এন্ড্রয়েড app অনলাইনে গেম খেলে ইনকাম করার সবথেকে ভালো এবং প্রমাণিত উপায়। এই app অনেকেই Google play store থেকে ডাউনলোড করে নিজের মোবাইল ফোনে ব্যবহার করেছেন এবং টাকা আয় করেছেন।
এই reward app থেকে আপনি অনেক রকমে টাকা কমিয়ে নিতে পারবেন। যেমন, app ডাউনলোড করে মোবাইল ফোনে install করার পর আপনি “login” অপসন থেকে FACEBOOK দিয়ে লগইন করতে হবে।
মনে রাখবেন, লগইন করার পর যখন আপনাকে invitation code দিতে বলা হবে তখন আপনারা KI94959 কোড ব্যবহার করবেন। এতে আপনাদের আলাদা $.3 DOLLAR দেয়া হবে।
Login করার পর আপনি aap থেকে অনেক রকমে আয় করতে পারবেন।
- বিভিন্ন apps ডাউনলোড করার জন্য আপনাকে টাকা দেয়া হয়।
- video ads দ্বারা ভিডিও দেখে টাকা আয় করতে পারবেন।
- Adscend media দ্বারা মোবাইলে ads দেখে আয় করতে পারবেন।
- Premium packs অপশনে গিয়ে আপনারা অনেক রকমের গেমস দেখবেন। সেই গেম গুলি ইনস্টল করার জন্য এবং নিজের মোবাইলে গেম গুলি খেলার জন্য whaff app আপনাদের টাকা দিবে। গেম থেকে টাকা আয় করার জন্য আপনাদের কিছু target দেয়া হবে। সেগুলি পুরো করতে পারলেহে আপনি আয় করতে পারবেন।
- এর বাইরেও, নিজের refferal code ব্যবহার করে লোকেদের app টিতে invite করলে আপনাদের টাকা দেয়া হবে।
মনে রাখবেন facebook দিয়ে login করার সাথে সাথে আপনাদের $০.৩০০ দেয়া হবে এবং সব আয় করা টাকা আপনারা অনেক রকমে ব্যবহার করতে পারবেন।
যেমন, Flipkart gift card, bitcoin, amazon shopping giftcard বা paypal দ্বারা নিজের কামানো টাকা ব্যাংকে transfer করতে পারবেন।
ডাউনলোড করুন WHAFF APP
#.২ Big Time Cash – EARN BY PLAYING GAME
যদি আপনারা ভাবছেন এই app টি কি সত্যি গেম খেলার জন্য আপনাকে টাকা দেবে তাহলে হে এ দিবে। কিন্তু, যা আমি আগেই বলেছি এই app গুলি আপনাকে ধনী (rich) বানানোর মতো ইনকাম করে দিবেনা।
আপনাকে এখানে game এর দ্বারা টাকা আয় করার সুযোগ দেয়া হয়, লোকেদের refer করে এবং এর বাইরেও video ads (বিজ্ঞাপন) দেখে অনলাইন আয় করতে পারবেন।
টিকেট আয় করার জন্য আপনাদের অনেক রকমের মজার গেম দেয়া হয়। আপনি যেকোনো গেম খেলে lucky ticket কমাতে পারবেন।
আসলে আপনি এখানে যত গেম খেলবেন আপনাকে ততোটা ticket দেয়া হবে। আপনার পাবা টিকেট গুলি lucky draw তে পাঠানো হয়। এবং, lucky draw তে যদি আপনার টিকেট (ticket) জিতে তাহলে আপনাকে cash price দেয়া হয়।
Big time cash app টির মিনিমাম পেমেন্ট এমাউন্ট হলো $১০ (dollar) . মানে, আপনার একাউন্টে $১০ হয়েগেলে সেটাকে আপনি নিজের paypal একাউন্টের মাধ্যমে bank account এ নিয়েনিতে পারবেন।
তাহলে, কিঠিক আপনার টিকেট নম্বর cash price জিতেও যেতে পারে।তাই, app টি download করুন এবং গেম খেলে খেলে টিকেট জমাতে থাকুন।
Download করুন Big time cash app
#.৩ Bulb Smash
এই গেমটি অনেক সোজা এবং মজার গেম। এখানে আপনাকে একটা মজার light ভাঙার game দেয়া হয়। কেবল মাথা লাগিয়ে light ভাঙুন এবং পয়েন্ট কামান।
প্রথমে app টি নিজের মোবাইলে ডাউনলোড এবং install করুন। তারপর, app টি ওপেন করে নিজের facebook বা জিমেইল একাউন্ট দিয়ে লগইন করুন।
মোবাইলে install এবং লগইন করার সাথে সাথে আপনাকে “super level” play & earn দেখাবে, আপনি সেখানথেকে গেমটি খেলুন। এতে আপনাকে পয়েন্টস দেয়া হবে।
এই গেম খেলে আয় করার আসল উপায় হলো রেফার করে টাকা আয় করা।
গেমে আপনারা নিজের Refer link পাবেন যেগুলি share করে একটি রেফার করে Rs.৭০ অব্দি আপনারা কামিয়ে নিতে পারবেন।
মনে রাখবেন আপনার রেফার করা লিংক থেকে যখন কেও app টি ডাউনলোড করবেন এবং তাতে রেজিস্টার করবেন তখন আপনারা referal income পাবেন।
কামানো টাকা আপনারা paytm এর দ্বারা transfer করেনিতে পারবেন।
Download করুন bulb smash
তাহলে আশাকরি আমি আপনাদের মোবাইলে গেম খেলে টাকা কমানোর apps এর বেপারে ভালোকরে বুঝিয়ে বলতে পেরেছি। যদি আপনাদের কোনোরকমের প্রশ্ন থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট অবশই করবেন।
paytm account কি।আর এটা দিয়ে কি বিকাশ এ টাকা ট্রান্সফার করা যায় ?
paytm হয় একটি digital wallet.
ভাই আমি বাংলাদেশি,আমি Bitcoin Blest গেমটি খেলি। এই টা থেকে টাকা কী ভাবে উঠাবো কয়েন জমানোর পর???
এসব গেম খেলে কেবল সময় নষ্ট করা হয়।
এই সব গেমের টাকা পেমেন্ট নিতে কি পেপাল একাউন্ট লাগবে???
প্রত্যেকের পেমেন্ট করার প্রক্রিয়া আলাদা আলাদা। আপনারা সেখানে দেখেনিতে পারবেন।
বাংলাদেশের মানুষ খেলে ইনকাম করতে পারবে না কি?
কিছু কিছু এপস ব্যবহার করে দেখতে পারেন।
আপনার ব্লগ থেকে অনেক কিছু জানতে পারলাম।
ধন্যবাদ ভাই।
link din ba Play store a ki likhe search korbo
App গুলির নাম আমি দিয়েছি, সেগুলি লিখে সার্চ করুন।
আপনি কি ভারতি নাকি বাংলাদেশি?
আমি ভারতের।
কি বাভে নিজের একাউন্ট তৈরি করব
সোজা ভাবে app download ও install কোরে তারপর রেজিস্টার করুন।
অনেক সাইটে কাজ করেছি,,কিন্তু আজ পর্যন্ত কোনো পেমেন্ট না পাওয়া ব্যাক্তি আমি!!
ভাই, এই ধরণের সাইট বা app এর মধ্যে সময় নষ্ট করবেননা। অনলাইন ইনকাম এর জন্য blogging বা YouTube সেরা।
নিয়মটা শিখাবেন কি এবং কিভাবে টাকা পাবো। সত্যিই পাবো। যদি না পাই। তাহলে কি হবে।
দেখুন, আমি কোনোদিন বলবোনা যে এসব মাধ্যম ব্যবহার করে টাকা আয় করুন। কারণ, এরকম মাধমের কোনো ভরসা নেই,তাই টাকা পাবেন কি না সেটা বলাটা খুব কঠিন। তবে,আমি যেসব মাধমের ব্যাপারে আর্টিকেল লিখি সেগুলি অনলাইন ইন্টারনেটে রিভিউ পোড়ে তারপর লিখি। অনলাইন টাকা ইনকামের জন্য BLOGGING বা YOUTUBE এর সাহায্য নিন।
Bubble Shooter খেলে কি কোন টাকা পাওয়া যাবে?
এসব করে আপনার সময় নষ্ট ছাড়া কিছুই হবেনা।