Sweet Bitcoin App: গেম খেলে বিটকয়েন ইনকাম করুন – (Earn BTC)

যদি আপনি অনলাইনে নিজের খালি সময়ে কাজ করে বিটকয়েন ইনকাম করতে চাইছেন তাহলে প্রচুর apps এবং websites পাবেন। বেশিরভাগ বিটকয়েন উপার্জনকারী অ্যাপস গুলোতে আমাদের নানান ছোট ছোট টাস্ক গুলো সম্পূর্ণ করতে বলা হয়। তবে আজকে আমরা যেই অ্যাপ নিয়ে আলোচনা করবো সেই অ্যাপটি কিন্তু স্পেশাল।

আজকে আমরা এমন একটি বিশেষ অ্যাপ নিয়ে আলোচনা করবো যেখানে গেম খেলে বিটকয়েন ইনকাম করা যাবে। App-টির নাম Sweet Bitcoin (Earn BTC)। এটা এমন একটি গেম বা অ্যাপ যা দাবি করে যে আপনি কেবল অনলাইনে নিজের মোবাইলে গেম খেলে বিটকয়েন উপার্জন করতে পারেন। চলুন, অ্যাপটির বিষয়ে নিচে বিস্তারিত জেনেনেই।

অবশই পড়ুন: Taskbucks app থেকে কিভাবে ইনকাম করবেন?

Sweet Bitcoin App/Game কি?

Play sweet bitcoin game to earn free bitcoin.

Sweet Bitcoin হলো একটি candy match puzzle game যেটাকে Google play Store থেকে সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে মোবাইলে খেলতে পারবেন। তবে অন্যান্য গেমিং অ্যাপ গুলোর তুলনায় sweet বিটকয়েন অ্যাপটি আলাদা হওয়ার একটি বিশেষ কারণ রয়েছে। আসলে এখানে আমরা গেম খেলে সময় কাটানোর পাশাপাশি গেম খেলার মাধ্যমে Bitcoin আয় করার সুযোগ পেয়ে থাকি। Play Store থেকে অ্যাপটি ১ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড করা হয়েছে।

৪.৪ রেটিং সহ Sweet Bitcoin App-টি প্রচুর জনপ্রিয়তা লাভ করছে। এখানে প্রতিটি Candy Puzzle Game Level-এ অংশগ্রহণ করার বিপরীতে আপনি কিছু points রিওয়ার্ড হিসেবে গ্রহণ করবেন। আয় করা এই points গুলোকে আপনি বিটকয়েন হিসেবে ক্যাশআউট করে নিতে পারবেন।

About Sweet Bitcoin App:

  • Developer: Bling
  • Total Download: ১ মিলিয়ন থেকে অধিক
  • Rating: 4.4
  • Android Version: 6.0+

সুইট বিটকয়েন গেম খেলে কিভাবে বিটকয়েন ইনকাম করবেন?

Earn bitcoin playing games online

আমি আগেই বলেছি যে sweet bitcoin App-টিতে আমাদের একটি candy-themed puzzle গেম খেলতে ও খেলাটি জিতে নিতে বলা হয়। এবার, বিটকয়েন ইনকাম করার জন্য আপনাকে গেমের মধ্যে থাকা প্রতিটি লেভেল জিতে নিতে হবে। আপনি যদি ক্যান্ডি ক্রাশ (Candy Crush) গেমটি খেলেছেন তাহলে ঠিক সেভাবেই খেলতে হয় গেমটি।

গেমটিতে আপনাকে নানান ধরণের ক্যান্ডি টাইল গুলোকে ম্যাচ করতে হয়। সত্যি বলতে গেমটি অনেক সোজা এবং মজার। গেমের মধ্যে আপনি যতটা লেভেল সম্পূর্ণ করতে থাকবেন, আপনাকে সম্পূর্ণ করা প্রতিটি লেভেলের জন্য কিছু পরিমান বিটকয়েন রিওয়ার্ড হিসেবে দিয়ে দেওয়া হবে।

কিভাবে খেলতে পারবেন sweet bitcoin গেম?

নিজের মোবাইলে sweet bitcoin গেমটি খেলার জন্য আপনাকে Google Play Store-এ গিয়ে গেমটি ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করতে হবে। এবার, নিচে বলে দেওয়া ধাপ গুলো অনুসরণ করে আপনিও খেলতে পারবেন sweet bitcoin গেম।

স্টেপ ১: Google Play Store থেকে sweet bitcoin app download করুন।

earn bitcoin playing sweet bitcoin app

স্টেপ ২: Terms & Privacy একসেপ্ট করুন:

Bling terms & privacy

App-টি ডাউনলোড করে ওপেন করার সাথে সাথে আপনাকে Terms & Privacy একটি pop-up দেখানো হবে। আপনাকে সরাসরি ‘Accept’ এর মধ্যে ট্যাপ/ক্লিক করতে হবে।

স্টেপ ৩: গেম ড্যাশবোর্ড:

Get started এর মধ্যে click করুন

এবার আপনার সামনে গেমের ড্যাশবোর্ডটি চলে আসবে। আপনি চাইলে নিচে থাকা Play বাটনে click করে সরাসরি গেমটি খেলতে পারবেন। কিন্তু সরাসরি প্লে বাটনে ক্লিক করলে কিন্তু গেম খেলে বিটকয়েন উপার্জন হবেনা।

বিটকয়েন আয় করতে হলে সবচেয়ে প্রথমেই আপনাকে নিজের একটি ফ্রি একাউন্ট তৈরি করে নিতে হবে। আর এক্ষেত্রে আপনাকে উপরে থাকা Get Started এর বাটনে click করতে হবে।

স্টেপ ৪: একাউন্ট তৈরি করুন:

Bling account তৈরি করুন

Get started এর মধ্যে click করার সাথে সাথে একাউন্ট তৈরির জন্য আপনাকে দুটো অপসন দিয়ে দেওয়া হবে। আপনি চাইলে নিজের Google account বা Facebook account ডিটেল ব্যবহার করে একটি একাউন্ট তৈরি করে নিতে পারবেন।

স্টেপ ৫: Sweet Bitcoin App Dashboard:

Best bitcoin earning mobile app

এখন আপনার মোবাইলে Sweet bitcoin app-এর ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এবং গেমটি খেলার জন্য আপনি একটি Play button দেখতে পাবেন। গেম খেলে আপনি কতটা points income করলেন, সেটাও ড্যাশবোর্ড এর মধ্যে দেখিয়ে দেওয়া হবে।

আপনি যদি গেম খেলে আয় করা বিটকয়েন গুলো তুলে নিতে চাইছেন, সেক্ষেত্রে ড্যাশবোর্ড এর মধ্যে দিয়ে দেওয়া ‘Cash out’ অপশনে click করতে হবে। তাই app-এর ড্যাশবোর্ড থেকে সরাসরি ‘Play button’ এর মধ্যে ট্যাপ করুন এবং sweet bitcoin গেমটি খেলা শুরু করুন।

Sweet Bitcoin থেকে আয় করা বিটকয়েন কিভাবে রিডিম করবেন?

গেমটি খেলার জন্য আপনি reward হিসেবে আয় করতে পারবেন Bling Points, আর এই পয়েন্ট গুলোকে আপনি পরে গিয়ে bitcoin বা USD currency-তে কনভার্ট করে তুলে নিতে পারবেন।

Redeem bitcoin using coinbase or lightning account

এবার, আয় করা Bling points গুলোকে বিটকয়েনে কনভার্ট করে তুলতে আপনারা coinbase বা Lightning একাউন্ট ব্যবহার করতে পারবেন। আবার, যদি সরাসরি USD cash হিসেবে reward points গুলো তুলতে চাইছেন, সেক্ষেত্রে PayPal একাউন্ট ব্যবহার করে points গুলো redeem করে নিতে পারবেন।

Sweet বিটকয়েন থেকে কি পরিমানে বিটকয়েন আয় করা যাবে?

পার্ট-টাইম এক্সট্রা টাকা ইনকাম করার গেম

সত্যি কথা বলতে, এই ধরণের বিটকয়েন ইনকাম অ্যাপস গুলোর থেকে অনেক সামান্য পরিমান রিওয়ার্ড আয় করা সম্ভব। এগুলো শুধুমাত্র মনোরঞ্জন এবং সময় কাটানোর জন্য খেলা উচিৎ।

তবে যদি আপনার কাছে প্রচুর খালি সময় আছে, তাহলে এমনই সময় নষ্ট করার থেকে এই পাজেল সলভিং গেমটি খেলে অনেক সামান্য হলেও কিছুটা বিটকয়েন ইনকাম হলেও সেটা অনেক। মনে রাখবেন, আপনার একাউন্টে মিনিমাম ১১০০০ bling points থাকলেই আপনি ক্যাশ আউট নিতে পারবেন।

এক্সট্রা টিপ: Sweet Bitcoin App রেফার করে ইনকাম করুন:

app রেফার করে বিটকয়েন আয় করুন

শুধুমাত্র পাজেল গেম খেলা ছাড়াও এই sweet bitcoin app থেকে আপনারা অন্যান্য নানান মাধ্যমে bitcoin বা USD cash ইনকাম করতে পারবেন। যেমন ধরুন, নানান ডেইলি চ্যালেঞ্জ গুলো সম্পূর্ণ করে এবং অ্যাপটি অন্যান্য ব্যক্তিদের রেফার করে। App-এর অপসন মেনুতে click করে আপনি Refer and Earn অপশনে click করতে হবে। এতে আপনি একটি ইউনিক রেফারেল লিংক পাবেন যেটিকে নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।

এবার আপনার শেয়ার করা লিংক থেকে যদি কোনো ব্যক্তি sweet bitcoin app-টি ডাউনলোড ও ইনস্টল করেন, এক্ষেত্রে আপনাকে আপনার রেফারাল দ্বারা জেনারেট হওয়া এড রেভেন্যুয়ের ৫% দেওয়ার কথা বলা হয়েছে।

রিলেটেড: অনলাইনে ইনকাম করার নতুন কিছু ওয়েবসাইট গুলো

FAQ’s On How To Earn Bitcoin From Sweet Bitcoin App/Game:

১. Bling Points কি?

Sweet Bitcoin App-এর মধ্যে যখনই আপনি গেম খেলবেন এবং কোনো লেভেল সম্পূর্ণ করবেন আপনাকে রিওয়ার্ড হিসেবে কিছু bling points দেওয়া হয়। Bling points গুলো হলো মূলত রিওয়ার্ড পয়েন্ট যেগুলো আপনি এই অ্যাপ থেকে রিওয়ার্ড হিসেবে গ্রহণ করতে পারেন।

২. Sweet Bitcoin কি ধরণের অ্যাপ?

এটা একটি পাজেল সলভিং গেম যেটাকে আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে সম্পূর্ণ ফ্রীতে খেলতে পারবেন এবং এই গেম খেলে বিটকয়েন আয় করার সুযোগও দেওয়া হয়।

৩. Sweet Bitcoin থেকে মিনিমাম কতটা বিটকয়েন তুলতে পারবেন?

Sweet bitcoin থেকে ক্যাশ আউট নিতে হলে আপনার একাউন্টে মিনিমাম ১১০০০ bling points জমা হতেই হবে।

৪. কি কি উপায়ে ক্যাশআউট নিতে পারবেন?

বিটকয়েন হিসেবে ক্যাশ আউট নিতে হলে আপনি coinbase এবং lightning একাউন্ট এর মাধ্যমে ক্যাশ আউট নিতে পারবেন। যদি আপনি সরাসরি USD cash হিসেবে cash out নিতে চান তাহলে PayPal এর অপসন ব্যবহার করা যাবে।

৫. মোবাইলে গেম খেলে বিটকয়েন আয় করা কতটা সম্ভব?

Google Play Store-এর মধ্যে এমন নানান apps পাওয়া যায় যেগুলোতে গেম খেলে বা নানান ছোট ছোট টাস্ক গুলো সম্পূর্ণ করে রিওয়ার্ড হিসেবে বিটকয়েন আয় করা যেতে পারে। তবে অ্যাপ গুলোর থেকে কি পরিমানে ইনকাম হবে সেটা আলাদা আলাদা অ্যাপ এর ক্ষেত্রে আলাদা আলাদা হতেই পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top