সেরা ফ্রি টাকা ইনকাম apps 2024 | রিয়েল ইনকাম অ্যাপস গুলি

Last updated on April 15th, 2024 at 05:24 pm

ফ্রি টাকা ইনকাম apps 2024: বন্ধুরা যদি আপনারা নিজের মোবাইল দিয়ে কিছু ছোট ছোট মাইক্রোজব গুলি করার মাধ্যমে টাকা ইনকাম করতে চাইছেন, তাহলে আমাদের আর্টিকেলে বলা এই সেরা রিয়েল টাকা ইনকাম app গুলি একবার দেখে নিতে পারেন।

অনলাইনে আপনারা প্রচুর রিয়েল ইনকাম এপস গুলি পেয়ে যাবেন। তবে, প্রত্যেকটি এপস যে ভালো হবে সেটা কিন্তু হয়না।

কিছু কিছু এমন এপস ও রয়েছে যেগুলি পরে গিয়ে আপনাকে টাকা দেয়না। তাই, নিচে আমরা এমন কিছু এপস গুলির বিষয়ে আপনাদের বললাম, যেগুলি হতে পারে আপনাকে সত্যি টাকা দিয়ে থাকে।

রিয়েল টাকা ইনকাম app থেকে সত্যিই টাকা ইনকাম করা যায়?

রিয়েল ইনকাম এপস
Real money earning apps for android mobile.

হ্যাঁ, এমন অনেক টাকা ইনকাম করার রিয়েল এপস গুলো রয়েছে, যেখান থেকে সত্যিই টাকা ইনকাম করা সম্ভব। সাধারণত, এই অ্যাপসগুলো আমাদেরকে নিরাপদে ও বৈধভাবে আয় করার সুযোগ দেয়।

তবে আপনাকে আগে সম্পূর্ণ ভালো ভাবে যাচাই করে অনলাইনে রিভিউ পড়ে একটি ভালো টাকা ইনকাম app সিলেক্ট করে নিতে হবে।

তবে, নিচে আমরা এই ধরণের কিছু apps এর বিষয়ে অবশই আপনাদের বলে দিয়েছি।

ফ্রীতে রিয়েল টাকা ইনকাম করার এই app গুলোকে মূলত GPT বা গেট-পেইড-টু অ্যাপ বলা হয়। এখানে ফ্রি টাইমে নানান ছোটোখাটো টাস্ক কম্প্লিট করলেই, প্রতিটা টাস্কের বিনিময়ে গিফ্ট কার্ড বা ক্যাশ পাওয়া যায়।

এছাড়াও, এইগুলোতে বিভিন্নভাবে টাকা রিডিম করার বা তোলার উপায় থাকে; যেমন, অনলাইন ই-ওয়ালেট, অ্যাকাউন্ট ট্রান্সফার, ভাউচার ও ইত্যাদি।

কিন্তু, এই ধরণের বেশিরভাগ এপস থেকেই টাকা ট্রান্সফারের জন্যে প্রথমেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জিততে হয়। নাহলে, টাকাটা রিডিম করা যায় না।

তাই, এই অ্যাপগুলোকে ব্যবহার করার আগে ভালোভাবে এদের রিভিউ ও পেআউট রেট সম্পর্কে জেনে রাখাটা জরুরি।

এছাড়া, নিজেকে সুরক্ষিত রাখতে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করা আগে অবশ্যই এদের ‘terms and conditions’ পড়ে দেখুন।

এমনিতে, ঘরে বসে নিজের খালি সময়কে কাজে লাগিয়ে অনলাইনে ইনকাম করার ক্ষেত্রে, 2024 এর এই ফ্রি টাকা ইনকাম apps গুলি ব্যবহার অবশই করতে পারবেন যদিও, এই এপস গুলির থেকে সাধারণত অনেক কম পরিমানেই ইনকাম হয়।

এই এপস গুলোর থেকে খুব কম পরিমাণ টাকাই ইনকাম করা যায় যেটা শুধুমাত্র পকেট-মানি বা সাইড ইনকাম হিসেবেই ধরা যেতে পারে। তবে, এই রিয়েল টাকা ইনকাম এপস (apps) থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়?

এই ধরণের রিয়েল টাকা ইনকাম এপস থেকে আয় করার বিভিন্ন উপায় রয়েছে। তবে, বেশিরভাগ ক্ষেত্রেই এখানে খুব কম সময়ে ছোট-ছোট কাজ বা সিম্পল টাস্কের ভিত্তিতে ক্যাশ রিওয়ার্ড দেওয়া হয়।

এদের মধ্যে কিছু মূলত টাস্কগুলো হল,

  • পেইড সার্ভে করে টাকা ইনকাম,
  • বিভিন্ন রকমের গান শোনা,
  • রেফার করে টাকা ইনকাম,
  • নানান টেক্সট বা ক্যাপচা টাইপ করা,
  • বিভিন্ন পোলে নিজের মতামত জানানো,
  • স্ক্র্যাচ কার্ড বা স্পিন করে টাকা ইনকাম করা বা জেতা,
  • নানারকমের অ্যাড/টিউটোরিয়াল/ভিডিও দেখা,
  • বিভিন্ন ধরণের অনলাইন গেম খেলে টাকা ইনকাম,
  • সহজ কুইজ খেলা বা কোয়েশ্চেন-আনসার দেওয়া,
  • নানান ওয়েবসাইট/অ্যাপ্লিকেশন টেস্ট করে ফিডব্যাক দেওয়া ও অন্যান্য।

মোবাইল দিয়ে টাকা ইনকামের অন্যান্য উপায় গুলো:

  1. ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ এবং ওয়েবসাইট
  2. মোবাইলে কুইজ খেলে টাকা ইনকাম করুন 
  3. পকেট মানি ইনকাম করার ৯টি মানি আর্নিং অ্যাপস
  4. দিনে ৫০০ টাকা ইনকাম করার apps গুলো 

সেরা ৯টি ফ্রি টাকা ইনকাম apps 2024 । রিয়েল ইনকাম এপস

নিচে বলে দেওয়া online income apps গুলির বেশিরভাগ আপনারা Google Play Store-এর মধ্যে গিয়ে ফ্রীতে download করে ব্যবহার করতে পারবেন।

তবে মনে রাখবেন, ইন্টারনেটে থাকা নানান রিভিউ এবং তথ্য গুলি পড়ার পর এই রিয়েল ইনকাম apps গুলির বিষয়ে নিচে বলা হয়েছে।

আমরা নিজের থেকে এই apps গুলি ব্যবহার করে দেখিনি।

তাই, এই ধরণের যেকোনো টাকা ইনকাম করার apps গুলি ব্যবহার করার আগে, নিজের থেকে apps গুলির review অবশই পড়ে নিবেন এবং সাথে প্রত্যেক জরুরি বিষয় গুলিও যাচাই অবশই করবেন।

১. Mode Mobile: Make Money

Mod mobile earning app free download

রেটিং: 4.4

ডাউনলোড: 10,000,000+

যদি আপনি নিজের মোবাইল দিয়ে নানান ছোট ছোট কাজ গুলি করার মাধ্যমে টাকা ইনকাম করতে চাইছেন, তাহলে এই ফ্রি ইনকাম অ্যাপটি একবার ব্যবহার করে দেখতে পারেন।

এখানে ভিডিও দেখে এবং গেম খেলেও ইনকাম করা যায়।

চিন্তা করতে হবেনা, ইনকাম করা টাকা গুলি আপনারা PayPal বা gift cards-দ্বারা তুলে নিতে পারবেন।

এই অ্যাপ দ্বারা আপনারা, গেম খেলে, ভিডিও দেখে, গান শুনে, শপিং করে, ইত্যাদি নানান মাধ্যমে ইনকাম করতে পারবেন। এছাড়া, এই Mode Earn app-এর মধ্যে নানান সার্ভে গুলি সম্পূর্ণ করেও টাকা ইনকাম করতে পারবেন।

ফিচার:

  • গান শুনে এবং ভিডিও দেখে ইনকাম করা যায়।
  • রেফার করে টাকা ইনকাম করার সুবিধা ও আছে।
  • Mode Earn app free music player ব্যবহার করার জন্য ইনকাম হয়।
  • অনলাইনে ইনকাম করার সম্পূর্ণ ফ্রি অ্যাপ।

২. Moneyfi – Money earning apps:

Monefy money earning app

রেটিং: 4.6/5

ডাউনলোড: 1L+

অনলাইনে রোজ কিছু টাকা রোজগার করলে চাইলে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে দেখতে পারেন। এখানে বিভিন্ন কুইজ ও গেম খেলে প্রতিদিনই টাকা আয় করার সুযোগ পেতে পারবেন।

যদি আপনি মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করার একটি সেরা apps খুঁজছেন, তাহলেও এই অ্যাপটি আপনার কাজে লাগবে। এমনকি, এখান থেকে ফ্রীতে প্রতি ঘন্টাতে গিফ্ট কার্ড জেতার সুযোগও রয়েছে।

যা আমি আগেই বলেছি, এই এপস থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে নানান ছোট ছোট টাস্ক গুলিকে সম্পূর্ণ করতে হয়। যেমন ধরুন, গেম খেলা, এপস ইনস্টল করা এবং সেগুলিকে ব্যবহার করা, লাকি ওহীল, স্ক্রেচ কার্ড ব্যবহার করা, বন্ধুদের রেফার করা ইত্যাদি।

আপনি চাইলে, এই রিয়েল টাকা ইনকাম app টির বিষয়ে নিজের বন্ধুদেরকে বলতে পারবেন এবং যদি আপনার বন্ধুরা আপনার রেফারাল লিংক/কোড ব্যবহার করে এপসটি তাদের মোবাইলে ইনস্টল করে থাকেন, তাহলেও আপনি ১০% কমিশন ইনকামের সুযোগ পাবেন।

ইনকাম করা পুরস্কার গুলি আপনারা PayPal বা Paytm এর মাধ্যমে তুলে নিতে পারবেন।

ফিচার:

  • স্পিন ও রেফারাল প্রোগ্রাম,
  • নিয়মিত ইনকামের জন্যে সার্ভে ও মাইক্রোটাস্ক রয়েছে,
  • মিনিটের মধ্যে টাকা ট্রান্সফার হয়।

সুবিধা:

  • টাস্কগুলো অনেকটাই সহজ,
  • প্রতি ঘন্টায় গিফ্ট কার্ড পাওয়া যায়,
  • একাধিক উপায়ে টাকা ট্রান্সফার করা যায়।

৩. eQuiz: Earn Cash & Rewards:

রিয়েল টাকা ইনকাম app

রেটিং: 4.6/5

ডাউনলোড: 50T+

স্টুডেন্টদের জন্যে অনলাইনে প্যাসিভ ইনকামের আরেকটি অন্যতম সেরা অ্যাপ্লিকেশন হল eQuiz।

এখানে যেকোনো কুইজে পার্টিসিপেট করে ৪০% পর্যন্ত ঠিক উত্তর দিলেই রিওয়ার্ড জিততে পারবেন। এছাড়া, রেফারাল প্রোগ্রামের পাশাপাশি এখানে মিউজিক শুনেও ইনকাম করার উপায় রয়েছে।

আপনারা এখানে নানান গেমস গুলিও পাবেন যেগুলিকে ফ্রীতে খেলার মাধমেও কয়েন আয় করা যাবে। ২৫ টি কয়েন এর বদলে প্রায় ১০ টাকা এবং একই ভাবে ১৫৫ কয়েন এর জন্য প্রায় ৫০ টাকা এবং ৩২০ টি কয়েন জমা করতে পারলে ১০০ প্রায় টাকা রেডিম করা যেতে পারে।

এখানেও বেশিরভাগ কুইজগুলোই এডুকেশনের উপর থাকে। প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে ২৫-৪৫ সেকেন্ড সময় পাবেন। প্রতিদিন এই অ্যাপ ব্যবহার করলে এখানে উইকলি ও মান্থলি বোনাস দেয়।

জিতে নেওয়া রিওয়ার্ড বা কয়েন গুলিকে আপনারা UPI, paytm, Google pay বা PayPal এর দ্বারা তুলে নিতে পারবেন। এখন এই eQuiz রিয়েল ইনকাম এপসটি নিজের বন্ধুদের কাছে রেফার করে প্রতি সফল রেফারের জন্য ১০০ টি কয়েন পর্যন্ত পেতে পারবেন।

ফিচার:

  • ২৫ টাকা হলেই টাকা উইথড্র হয়,
  • জেনারেল নলেজের কুইজ থাকে,
  • UPI ও অন্যান্য ই-ওয়ালেটে টাকা ক্রেডিট হয়।

সুবিধা:

  • বিভিন্ন ধরণের কনটেস্ট রয়েছে,
  • একা বা গ্রুপে খেলার সুবিধা আছে,
  • একাধিক কুইজের ক্যাটেগরি আছে।

৪. Make Money – Cash Earning App

Make money cash app

রেটিং: 4.6/5

ডাউনলোড: 1Cr+

যদি আপনারা সেরা ফ্রি টাকা ইনকাম apps গুলি খুঁজছেন, তাহলে অনলাইনে রিয়েল টাকা ইনকাম app হিসেবে এই অ্যাপ্লিকেশনটি খুবই উপকারী। এখান থেকে টাকা ইনকাম করার জন্যে আপনাকে বিভিন্ন ফ্রি মোবাইল অ্যাপস গুলি টেস্ট করে ফিডব্যাক দিতে হয়।

এছাড়াও, আপনি কোনো সার্ভিস টেস্ট করে, সার্ভে কমপ্লিট করে বা আপনার মতামত শেয়ার করেও এখানে আর্ন করতে পারেন।

এই অ্যাপ এর মধ্যেও আপনি একটি রেফারাল প্রোগ্রাম পেয়ে যাবেন। এছাড়া, অ্যাপটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে স্পেশাল রিওয়ার্ডও পাওয়া যেতে পারে।

অ্যাপ থেকে ইনকাম করা টাকা গুলি আপনারা PayPal এর দ্বারা তুলতে পারবেন। 

ফিচার:

  • ফ্রি অ্যাপ ও সার্ভিস টেস্ট এবং সার্ভে করে ইনকাম,
  • রেফারাল প্রোগ্রাম রয়েছে,
  • PayPal দ্বারা ক্যাশ ট্রান্সফার করা যাবে।

সুবিধা:

  • মোবাইল দিয়ে ইনকামের খুবই ইউসার-ফ্রেইন্ডলি অ্যাপ।

৫. Spin To Win – Cash & Recharge:

Spin to wing best recharge app

রেটিং: 4.5/5

ডাউনলোড: 10L+

একটা অ্যাপেই গেম খেলে ইনকাম করার পাশাপাশি অন্যান্য গিফ্ট গুলিও জিততে চাইলে, Spin To Win হল আপনার জন্যে একটা বেস্ট অপশন।

অ্যাপটিতে আপনাকে মূলত চাকা ঘুরিয়ে পয়েন্ট বা টাকা ইনকাম করার চেষ্টা করতে হয়।

এখানে আপনি অনলাইনে ফ্রি রিচার্জও পেয়ে যেতে পারেন। আপনি রোজ ‘স্পিন-দ্য-হুইল’ ঘুরিয়ে মোবাইল ও ল্যাপটপও জিতে নিতে পারবেন বলে বলা হয়েছে।

তবে এই কথা কতটা সত্যি সেটা app টি ব্যবহার করলেই বুঝা যেতে পারে। এই এপসটিতে স্ক্র্যাচ কার্ড থেকে শুরু করে ম্যাথস কুইজ খেলেও রিওয়ার্ড পাওয়া সম্ভব।

ফিচার:

  • ফ্রি UPI রিচার্জ,
  • থার্ড পার্টি অফার,
  • আনলিমিটেড PayTm ক্যাশ জিতার সুযোগ।

সুবিধা:

  • রোজ নতুন টাস্ক আসে।

৬. Paidwork:

Paidworks app to earn money online

রেটিং: 4.5/5

ডাউনলোড: 50L+

ভিডিও দেখুন, সার্ভে ফিলআপ করুন কিংবা গেম খেলুন, সবেতেই রিওয়ার্ড দেয় এই Paidwork অ্যাপটি। এখানে আপনি ২৪ ঘন্টার মধ্যেই আপনার জিতে নেওয়া সমস্ত টাকা ট্রান্সফার করে নিতে পারবেন।

এটি মোবাইলের পাশাপাশি আপনার ট্যাবেও ইনস্টল করতে পারবেন।

এখানে প্রচুর টাস্ক রয়েছে, যেমন- ভিডিও দেখা, টেক্সট টাইপ করা, প্রশ্নের উত্তর দেওয়া ও অন্যান্য। এমনকি, এখানে আপনি অনলাইন শপিং করলেও রিওয়ার্ড পেতে পাবেন।

ফিচার:

  • রেফারাল প্রোগ্রাম,
  • বিভিন্ন ধরণের টাস্ক আছে,
  • ব্যাঙ্ক ট্রান্সফার ও UPI পেমেন্ট।

সুবিধা:

  • অনেক ধরণের টাস্ক রয়েছে,
  • ২৪ ঘন্টার মধ্যে টাকা ট্রান্সফার হয়,
  • মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট খুব কম।

৭. Earning App Givvy Videos:

Best income app to earn money from mobile

রেটিং: 4.4/5

ডাউনলোড: 50L+

ফ্রি টাকা ইনকাম apps 2024 নিয়ে লিখা আমাদের আজকের এই আর্টিকেলের এটা সব থেকে আলাদা একটি ইনকাম অ্যাপ যেখানে গান শুনে টাকা ইনকামের সুযোগ পাওয়া যেতে পারে।

তাহলে Givvy Videos ব্যবহার করেই দেখুন একবার।

কোনোরকমের গেম না খেলেই, এখানে মিউসিক শুনে ও ভিডিও দেখেও ক্যাশ রিওয়ার্ড পাবেন।

এখানে নানা ধরণের বিষয়, যেমন – এডুকেশন, নিউস, এন্টারটেইনমেন্ট ও লাইফস্টাইলের উপর অনেক কনটেন্ট রয়েছে।

তাই, এই অ্যাপের লাইব্রেরি থেকে ইচ্ছেমতো ভিডিও বেছে নিয়ে দেখা যায়। ভিডিও ছাড়া এখানে সার্ভে ফিলাআপ বা অন্য সিম্পল টাস্ক থেকেও আয় করা সম্ভব।

ফিচার:

  • ই-ওয়ালেট/আমাজন ভাউচার,
  • শুনার জন্য প্রচুর গান/ভিডিও/পডকাস্ট আছে,
  • ২৪ ঘন্টার মধ্যে ক্যাশ ট্রান্সঅ্যাক্সন হয়।

সুবিধা:

  • ইন-অ্যাপ পার্চেজ নেই,
  • কোনোরকমের সাবস্ক্রিপশন নেই।

৮. SB Answer – Surveys that Pay

SB answer app to earn money online

রেটিং: 4.4

ডাউনলোড: 10L+

Prodege-এর তরফ থেকে Google Play Store-এর মধ্যে থাকা এই সেরা online income app-টি আপনাকে নানান সার্ভে গুলিকে সম্পূর্ণ করার জন্য টাকা দিয়ে থাকে।

এখানে আপনারা ১ মিনিট থেকে শুরু করে ৩০মিনিটেরও সার্ভে গুলি পাবেন।

মনে রাখবেন, প্রতিটি সার্ভে সফল ভাবে সম্পূর্ণ করার জন্য আপনাকে দিয়ে দেওয়া হবে SB points গুলি। আর যখন আপনার একাউন্টে টোটাল ২৫০০ SB points জমা হয়ে যাবে, তখন paypal-এর মাধ্যমে $25 তুলে নিতে পারবেন।

এছাড়া, আপনারা চাইলে ৫০০ SB points-এর বদলে $5 amazon gift card ও নিয়ে নিতে পারবেন।

ফীচার:

  • SB points গুলিকে নানান মাধ্যমে redeem করা যায়।
  • SB Answer app-দ্বারা  FREE gift cards পেতে পারবেন।
  • Survey-র পাশাপাশি Daily Poll-দ্বারা ইনকাম করা যায়।

৯. PollPe: Earn Cash for Opinions:

PollPe earn money for online with free apps

রেটিং: 4.0/5

ডাউনলোড: 10L+

নিজের মতামত দেওয়ার বিনিময়ে যদি টাকা ইনকাম করা যায়, তাহলে ক্ষতি কি? আর, PollPe অ্যাপটি আপনাকে ঠিক এই সুযোগই করে দিতে পারে।

এখানে ডেইলি স্ট্রিক করলে, আপনি উইকলি বা মান্থলি বোনাস রিওয়ার্ডও পেতে পারবেন। এছাড়াও, এখানে আপনি বিভিন্ন কুইজ খেলেও টাকা জিততে পারবেন।

ফিচার:

  • ইন-গেম অ্যাপ,
  • ই-ওয়ালেট পেমেন্ট,
  • ক্যাশ বা গিফ্ট রিওয়ার্ড।

সুবিধা:

  • রেফারাল প্রোগ্রামের সুবিধা।

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, অনলাইনে রিয়েল টাকা ইনকাম করার সেরা apps গুলো আপনাদের কেমন লাগলো, সেটা অবশই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

মনে রাখবেন, ইন্টারনেট থেকে এই ধরণের apps গুলি download করে ব্যবহার করার আগেই, আপনাকে এই apps গুলির বিষয়ে ভালো করে যাচাই করে নেওয়া দরকার।

নানান রিভিউ গুলি পড়ার পর আপনারা এই income apps গুলি কতটা ভালো এবং সত্যি টাকা দেয় কি না, সেই বিষয়ে জেনেনিতে পারবেন।

অবশ্যই পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top