গুগল অ্যাডসেন্স কি? গুগল এডসেন্স থেকে ইনকাম কিভাবে হয়

গুগল এডসেন্স হলো গুগল দ্বারা চালিত এমন একটি অনলাইন প্লাটফর্ম বা প্রোগ্রাম যেটার ব্যবহার করে একজন পাবলিশার নিজের অনলাইন কনটেন্ট থেকে রোজগার করার দারুন একটি সুযোগ পেয়ে থাকে।

আপনার ওয়েবসাইটে থাকা বিষয়বস্তু এবং দর্শক দের ওপর ভিক্তি করে এডসেন্স আপনার সাইটে বিজ্ঞাপন প্রেরণ করে থাকে যার মাধ্যমে একজন পাবলিশার হিসেবে আপনি অনলাইনে টাকা ইনকাম করার সুযোগ পেয়ে থাকেন।

আপনার ব্লগ বা ওয়েবসাইটে দেখানো বিজ্ঞাপন গুলো বিভিন্ন বিজ্ঞাপনদাতাদের (advertisers) দ্বারা তৈরি করে চালানো হয় তাদের পণ্য বা পরিষেবা গুলোকে অনলাইনে প্রচার করার উদ্দেশ্যে।

Google adsense কি
What Is Google AdSense in Bengali?

Google AdSense আসলে কি ধরণের প্লাটফর্ম বা গুগল অ্যাডসেন্স কি কাজ করে, এই দুটো প্রশ্নোর উত্তর যদি আপনি জানতে চাইছেন, তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন।

কেননা আজকের এই আর্টিকেলে, গুগল অ্যাডসেন্স এর বিষয়ে সম্পূর্ণ তথ্যগুলি আমি আপনাদের কাছে তুলে ধরেছি এবং পাশাপাশি গুগল অ্যাডসেন্স থেকে আয় উপায় নিয়েও আলোচনা করেছি।

Google AdSense কি?

গুগল অ্যাডসেন্স কি

গুগল এডসেন্স হলো গুগল দ্বারা পরিচালিত একটি প্রোগ্রাম যার দ্বারা ওয়েবসাইট/ব্লগ এর মালিকেরা বা কনটেন্ট ক্রিয়েটররা তাদের ডিজিটাল কনটেন্ট গুলিকে মনেটাইজ করতে পারেন।

সোজা ভাবে বললে, গুগল এডসেন্স দ্বারা একজন ওয়েবসাইট ওনার বা কনটেন্ট ক্রিয়েটর তাদের কনটেন্ট বা ওয়েবসাইটের মধ্যে নানান ধরণের টার্গেটেড বিজ্ঞাপন দেখিয়ে অনলাইনে টাকা ইনকাম করার সুযোগ পেয়ে থাকেন।

একজন ওয়েবসাইট ওনার হিসেবে আপনাকে শুধুমাত্র একটি Google AdSense Account তৈরি করে নিজের ওয়েবসাইটটি সেখানে যুক্ত করতে হয়।

ব্যাস, এবার গুগল এডসেন্স থেকে আপনাকে একটি ছোট্ট কোড দিয়ে দেওয়া হবে যেটিকে নিজের ওয়েবসাইটের হেড সেকশনে আপনাকে পেস্ট করতে হবে।

এতটুকু করলেই, Google AdSense আপনার ওয়েবসাইটে আপনার কনটেন্ট এবং ওয়েবসাইটের সাথে রিলেটেড বিজ্ঞাপন গুলিকে দেখানো শুরু করবে এবং বিজ্ঞাপন গুলি দেখিয়ে আপনারও কিছু টাকা ইনকাম হয়ে যাবে।

তাহলে বুঝলেন তো, আসলে কি এই গুগল এডসেন্স? চলুন নিচে আমরা গুগল এডসেন্স এর বিষয়ে অন্যান্য প্রত্যেকটি জরুরি তথ্যগুলি একে একে জেনেনেই।

গুগল এডসেন্স এর কাজ কি?

গুগল এডসেন্স এর কাজ বিশেষ করে হলো, ব্লগ, ওয়েবসাইট, YouTube বা ভিডিওতে বিজ্ঞাপন দেখানো এবং যাদের ব্লগ বা ভিডিও গুলিতে বিজ্ঞাপন দেখানো হচ্ছে তাদেরকে টাকা দেওয়া।

কিন্তু, যেই বিজ্ঞাপন যেগুলি আমাদের ওয়েবসাইট বা ভিডিওতে দেখানো হয় সেগুলির জন্য গুগল আগেই advertiser দেড় থেকে টাকা নিয়ে নেয় এবং সেই টাকার থেকে ব্লগ বা ভিডিওর মালিকদের বিজ্ঞাপন দেখানোর জন্য টাকা দেওয়া হয়।

এখন আপনি হয়তো ভাবছেন এখানে গুগলের কি লাভ? তাই তো?

এইখানে গুগলের যথেষ্ট লাভ আছে।

কারণ, advertise রা বিজ্ঞাপন দেখানোর জন্য গুগল কে যতটা টাকা দেয় সেই সম্পূর্ণ টাকা কিন্তু গুগল publisher-দের বিজ্ঞাপন দেখানোর জন্য দিয়ে দিচ্ছেনা।

Advertiser-রা যত টাকা দিয়ে দিচ্ছে, সেখান থেকে গুগল নিজের কাছে কিছু অংশের টাকা রেখে দেয় এবং বাকি টাকা ব্লগ, ভিডিও বা ইউটিউব চ্যানেল মালিকদের বিজ্ঞাপন দেখানোর জন্য দেয়।

এখানে গুগল এবং ওয়েবসাইট বা YouTube চ্যানেল মালিক, প্রত্যেকেরই লাভ হচ্ছে।

গুগল এডসেন্স কিভাবে টাকা দেয়?

যখন আমরা নিজের ব্লগ, ওয়েবসাইট, app বা ইউটুব ভিডিওতে এডসেন্সের বিজ্ঞাপন লাগাই বা দেখাই তখন সেখানে বিভিন্ন রকমের বিজ্ঞাপন গুলি দেখানো হয়।

আর, যখন আমাদের ব্লগ বা ভিডিওতে দর্শক (visitors) আসেন এবং তারা যখন সেই বিজ্ঞাপন গুলি দেখে এবং তাতে ক্লিক করেন তখন গুগল এডসেন্স সেই view বা click এর জন্য আপনাকে কিছু টাকা দেয়।

এক্ষেত্রে গুগল এডসেন্স নানান বিষয় গুলির উপর ভিত্তি করে প্রতি ১০০০ বিজ্ঞাপন ভিউ এর জন্য সাধারণত ১ থেকে ৫ ডলার এর ইনকাম আমাদের দিয়ে থাকে।

এভাবেই, বিজ্ঞাপনে হওয়া click এবং views-এর ফলে যখন আপনার AdSense একাউন্টে মোট ১০০$ (ডলার) সম্পূর্ণ হয়ে যাবে তখন গুগল আপনার ব্যাঙ্ক একাউন্টে সেই টাকা bank wire transfer-এর মাধ্যমে পাঠিয়ে দেয়।

গুগল অ্যাডসেন্স এর জন্য এপ্লাই কিভাবে করব?

এডসেন্সের থেকে টাকা আয় করার জন্য আপনার একটি ব্লগ, ওয়েবসাইট বা YouTube চ্যানেলের আবশ্যক হবে।

কারণ, এডসেন্সের বিজ্ঞাপন আপনি শুধুমাত্র তখন দেখাতে পারবেন যখন আপনার কাছে একটি ব্লগ, ওয়েবসাইট, বা YouTube চ্যানেল থাকবে।

এইগুলির মধ্যে একটাও যদি আপনার কাছে থাকে, তখন Google adsense এর ওয়েবসাইট গিয়ে sign up করে form fill-up করে আপনি একটি এডসেন্স একাউন্টের জন্য apply করতে পারবেন।

আপনি যদি Blogger বা YouTube চ্যানেল ব্যবহার করছেন, তাহলে আপনি নিজের ব্লগার ড্যাশবোর্ড বা ইউটিউব চ্যানেলের একাউন্ট থেকে সরাসরি এডসেন্সের জন্য apply করতে পারবেন।

মনে রাখা দরকার যে, এডসেন্সের জন্য এপ্লাই করার সাথে সাথেই আপনার একাউন্ট, ব্লগ বা ওয়েবসাইট গুগল দ্বারা হয়তো accept নাও হতে পারে।

মানে, প্রথম এপ্লাইতেই গুগল আপনার ওয়েবসাইটটিকে এপ্রুভাল নাও দিতে পারে। এবং এক্ষেত্রে, হয়তো আপনাকে একবারের থেকে বেশি এডসেন্সের জন্য apply করতে লাগতে পারে।

মনে রাখবেন, একেবারেই এডসেন্স একাউন্ট চালু (active) করার জন্য আপনি গুগল এডসেন্সের program policies, শর্ত (terms & conditions) গুলি মেনে তারপর apply করবেন।

এর বাইরে, Google AdSense-এর জন্য apply করার আগে আপনাকে Eligibility requirements for AdSense-এর পেজটি অবশই দেখে নেওয়া উচিত।

মনে রাখবেন, কেবল গুগল দ্বারা আপনার একাউন্ট/ওয়েবসাইট গ্রহণ (approve) করার পর আপনি নিজের ব্লগ বা ওয়েবসাইটে বিজ্ঞাপন লাগিয়ে টাকা আয় করা আরম্ভ করতে পারবেন।

গুগল এডসেন্স থেকে আয় করার উপায় কি?

গুগল এডসেন্সের থেকে অনলাইন টাকা আয় করার জন্য আপনার একটি ব্লগ বা YouTube চ্যানেল থাকতে হবে।

এক্ষেত্রে, ব্লগ বানালে তাতে আপনি নিয়মিত ভাবে আর্টিকেল লিখতে হবে। এবং, ইউটিউব চ্যানেল বানালে আপনার তাতে ভিডিও বানিয়ে আপলোড করতে হবে।

যখন আপনার ব্লগ বা YouTube চ্যানেলে visitors বা দর্শক (traffic) আশা শুরু হবে তখন আপনি গুগল এডসেন্সের জন্য এপলাই করুন। এডসেন্স যদি আপনার একাউন্ট চালু করে দেয় তখন আপনি নিজের ব্লগ বা ভিডিও তে বিজ্ঞাপন দেখাতে পারবেন।

যতবার আপনার ব্লগ বা ভিডিও তে দেয়া বিজ্ঞাপন লোকেরা দেখবে বা তাতে ক্লিক করবে ততবার আপনাকে এডসেন্সের তরফ থেকে টাকা দেয়া হবে। এবং, যখন আপনার একাউন্টে ১০০ ডলার হয়ে যাবে তখন আপনার ব্যাঙ্ক একাউন্টে সেই টাকা পাঠিয়ে দেয়া হবে।

FAQ:

গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করা যায় ?

গুগল এডসেন্স থেকে টাকা আয় করার জন্যে আপনাকে একটি blog বা YouTube channel খুলতে হবে। একবার আপনার চ্যানেল বা ব্লগে দর্শক আসতে শুরু করলে তারপর adsense.google.com ওয়েবসাইটে গিয়ে একটি এডসেন্স একাউন্টের জন্যে এপলাই করতে হবে। আপনার একাউন্ট এপ্রুভ হয়ে গেলে তারপর নিজের ব্লগ বা ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দেখিয়ে অনলাইনে আয় করতে পারবেন।

অ্যাডসেন্স প্রতি 1000 ভিউতে কত টাকা দেয় ?

এই প্রশ্নের উত্তর প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। অনেকে ১০০০ ভিউতে ৫-১০ ডলার ইনকাম করছেন আবার অনেকে এই একি ভিউতে ১ ডলার ও ইনকাম করতে পারছেননা। আপনার ব্লগে যদি ইন্ডিয়া এবং বাংলাদেশ এর মতো লোকেশন থেকে অধিক দর্শক বা ভিয়ার্স আসছে তাহলে ১০০০ ভিউতে প্রায় ০.৪৫ থেকে ১.৫ ডলার ইনকাম করার সম্ভাবনা থাকছে।

অ্যাডসেন্স এর মালিক কে ?

Google AdSense হলো গুগল দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত একটি প্রোগ্রাম।

গুগল অ্যাড ও গুগল অ্যাডওয়ার্ড এর মধ্যে পার্থক্য কি ?

গুগল অ্যাড হলো গুগলের সেই প্রোগ্রাম যার দ্বারা বিজ্ঞাপনদাতারা গুগলকে টাকা দিয়ে তাদের পণ্যের বিজ্ঞাপন গুলো গুগলের মাধ্যমে চালাতে ও পরিচালনা করতে পারেন। তবে, গুগল এডসেন্স হলো সেই প্রোগ্রাম যেটাকে মূলত ওয়েবসাইট ও ব্লগ প্রকাশক (publishers) দের দ্বারা বিজ্ঞাপন গুলোকে অনলাইনে প্রদর্শন করানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

আমাদের শেষ কথা,

তাহলে বন্ধুরা আশা করছি, গুগল এডসেন্স কি এবং এর কাজ আমি আপনাদের বুঝতে সফল হয়েছি। Google AdSense নিয়ে লিখা আমাদের আজকের আর্টিকেলটি ভালো লেগে থাকলে আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার অবশই করবেন। এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।

Also read –

64 thoughts on “গুগল অ্যাডসেন্স কি? গুগল এডসেন্স থেকে ইনকাম কিভাবে হয়”

  1. ভাইয়া আমার একটা youtube একানন্ট আছে কিন্তু তাতে সাব্সক্রাইবার কম। কত সাব্সক্রাইবার হলে আমি গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করতে পারব। একটু জানাবেন ভাই

    1. কমেও ১০০০ সাবস্ক্রাইবার হতে হবে। এবং এর সাথে ৪০০০ ঘন্টার ওয়াচ টাইম।

  2. মাসুদ

    ধন্যবাদ এমন সুন্দর একটি আর্টিকেল লেখার জন্য।

  3. Md. Rabbil Sarder

    আমি কি শুধু মোবাইল দিয়ে এই কাজগুলো করতে পারবো?

  4. Rakibuzzaman Rabin

    একই কথা বার বার ঘুরিয়ে ফিরিয়ে বললেন।কিভাবে কি এপ্লাই করবো সে ব্যাপারে কিছুই বলেন নি।একেকটা ক্লিক এ কি পরিমাণ ডলার দিয়ে থাকে??আর মিনিমাম ভিজিটর কেমন লাগে?

    1. ভাই, আমি দুঃখিত যে আপনার সমস্যার সমাধান দিতে পারলামনা। তবে, আমাদের ব্লগে এডসেন্স নিয়ে প্রচুর আর্টিকেল রয়েছে। সেগুলো পড়ুন।

  5. কিভাবে একটি ব্লগ এবং বানাবো ? বানাতে কি কি এবং কত টাকা লাগবে ??? জানাবেন প্লিজ

  6. ধরুন আপনি একটি app বানালাম এবং পরে app টা edit করে updatedকরবো কেমন করে??????????????????

  7. আমি কি নতুন browser app তৈরি করে AdSense account করে browser app এ ad আনতে পারি??? নাকি browser app টা আগে পাবলিস করতে হবে???
    please vai ans: me
    please please ?

    1. আপনি যেকোনো এন্ড্রয়েড app তৈরি করে তাতে বিজ্ঞাপন লাগিয়ে আয় করতে পারবেন। তবে, app monetization এর জন্য adsense ব্যবহার করলে হবেনা। এর জন্য Google admob রয়েছে।
      না, app publish করার আগেই তাতে admob বিজ্ঞাপন লাগাতে হবে, তারপর app টি play-store এ ছাড়তে পারবেন।

  8. অনেক ধন্যবাদ ভাই অনেক হেল্পফুল পোস্ট অনেক কিছু সিখলাম

  9. অন্য কোন সাইটের বিজ্ঞাপন অ্যাডসেন্স পাবো..

  10. Vii sob e bujlam
    Kintu AdSense account Amr ASA blog o asssa. Akon biggapon AME pabo koty….r Kamna e ba AMR blog a show korabo.
    Please mail kora bolbn

    1. গুগল আডসেন্স এ গিয়ে “ADS” ভাগে যেতে হবে। তারপর, সেখানে ad তৈরি করলে কিছু codes দেয়া হবে, যেটা আপনাকে নিজের ব্লগে ব্যবহার করতে হবে। সেই codes গুলি আপনার ব্লগে বিজ্ঞাপন দেখানো শুরু করবে।

  11. দাদা যদি Goggle AdSense তরফ থেকে বলা হয় The team has now reviewed it but unfortunately your site isn’t ready to show ads at this time. There are some issues which need fixing before your site is ready to show ads. তার পর কী করব ।

  12. ভাই, আমি একটি ব্লগ পেজ খুলেছি তো এটা আসলেই হইছে কিনা বুঝতে পারছি না আর ওটা কাসটোমাইজ কিভাবে করবো আর যে পোস্ট গুলো কেউ পড়ছে কিনা বুঝবো কিভাবে??

    1. আপনি কোন প্লাটফর্ম ব্যবহার করে ব্লগ তৈরি করেছেন ? blogger না WordPress ?
      Google analytics ব্যবহার করে আপনি আপনার ব্লগে আশা visitors দেড় বিষয়ে জেনে নিতে পারবেন।

  13. আপনাদের পোস্ট পড়ে আমি অনেক উপকৃত হয়েছি। আশা করি অনেকেই উপকৃত হবে

    1. অবশই বলবো, আপনি একটি ওয়েবসাইট বা ব্লগ বানানোর পর, Google এডসেন্সের ওয়েব এড্রেস এ গিয়ে এপলাই করতে পারবেন। ওয়েব এড্রেস টি হলো https://www.google.com/intl/en_in/adsense/start/

  14. আপনাকে ধননবাদ ।এডসেনস একাউনট বলগে সেট আপের নিয়ম কি ?

    1. সোজা গুগল এডসেন্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে register করুন।

      1. sahadullah sarker

        , আমার কোনো৷ youtube আইডি নাই আমি কী বাভে google কাজ করতে পারব

  15. ভাই আপনার আর্টিকেলটি অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ…।

  16. গুগল টাকাটা আমাদের একাউন্টে কিভাবে দেবে? একাউন্ট কোথায় পাবে?

    1. আমাদের নিজের ব্যাঙ্ক একাউন্টের ডিটেলস তাকে দিতে হবে।

  17. স্বাস্থ্যবার্তা.কম

    রাহুল ভাই, আপনার পোষ্টটি পড়েছি অনেক বার। কিন্তু আমার ওয়েব সাইটে এডসেন্সিএপ্রুভ দিচ্ছে না । কারন টা কি একটু জানাবেন আর নতুন আপডেটের একটি পোষ্ট লিখবেন।

    ধন্যবাদ আপনাকে।

    1. এডসেন্সের একটাই নিয়ম, তার policy মেনে ওয়েবসাইট তৈরি করা। এমনিতে আপনার ব্লগে সব কিছু ঠিক ঠাক লাগছে। তাই, একবার আবার apply কোরে দেখুন। এমনিতে কোনো নতুন policy adsense দ্বারা প্রচার করা হয়নি।

    1. আসসালামু আলাইকুম। ভাই এটা আমার ওয়েবসাইট। ২০১৪ সালের দিকে বানিয়েছিলাম। আশানুরুপ ভিজিটর ভাল। কিন্তু তা সত্ত্বেও গুগল এডসেন্স কর্তৃপক্ষ আমার এপ্লিকেশন কিজন্য একসেপ্ট করছে বুঝতে পারছিনা। প্লিজ আমাকে হেল্প করুন।

      1. আপনার ওয়েবসাইটে contact us page , privacy policy page এবং disclaimer page বানানো নেই। তাই এডসেন্স আপনার এপ্লিকেশন একসেপ্ট করছেননা।

  18. ভাই এটা আমার নতুন সাইট।আমার সাইটে ভিজিটর আনতে গেলেকি seo করতে হবে।প্লিজ জানাবেন।

    1. ব্লগ বা ওয়েবসাইট গুলিতে ফ্রি ট্রাফিক বা ভিসিটর পাওয়ার একটাই উপায় রয়েছে। সেটা হলো সার্চ ইঞ্জিন যেমন Google সার্চ। এবং, Google সার্চ থেকে ভিসিটর পাওয়ার জন্য SEO ব্যবহার করে আর্টিকেল লিখতেই হবে। অধিক জানার জন্য আমার আর্টিকেল পড়ুন – https://banglatech.info/ব্লগের-আর্টিকেলে-seo-র-ব্যবহ/

  19. আমার একটা ওয়ার্ডপ্রেস ব্লগ আছে কিভাবে গুহল এডসেন্স এড করবো?

    1. খুব সুন্দর, হে আপনি এডসেন্স এর জন্য অবশই এপলাই করতে পারবেন। কিন্তু, এডসেন্স আপনাকে approve করবে কি না সেটা তার ওপর নির্ভর। আপনি সোজা গুগল এডসেন্সের ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করুন এবং নিজের ব্লগ তাতে যোগ করুন। যদি adsense আপনার ব্লগ approve করে তাহলে সে আপনাকে ইমেইল এর মাধ্যমে জানিয়ে দিবে। তারপর, adsense এর বিজ্ঞাপন আপনি ad-inserter wordpress pluggin এর মাধ্যমে নিজের ব্লগে দেখিয়ে টাকা আয় করতে পারবেন।

  20. ভাইয়া অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পোষ্ট করার জন্য!!
    আমি জানতে চাচ্ছি ব্লগ বা ইউটিউব ছাড়া আমি যদি Admob এর মাধ্যমে AdSense account create করি তাহলে কি সেটা Active account হবে..????

    1. admob এর মাধ্যমে adsense মানে ???? admob আদালাদ একটি সার্ভিস যেখানে আপনি নিজের android apps এর জন্য বিজ্ঞাপন লাগিয়ে টাকা আয় করতে পারবেন। Adsense এবং admob দুটোই সম্পূর্ণ আলাদা একাউন্ট এবং আপনার দুটোতেই আলাদা ভাবে একাউন্ট বানাতে হবে।

  21. ছবিকুল ইছলাম

    ভাই আপনার টিপস অনেক ভালো লাগছে ꫰ আমি ব্লগএ কাছ করতে চাই ꫰কিন্তূ আর কিছু হেপ্ল লাগবে ꫰

    1. অবশই, আপনি আপনার সমস্যা আমাদের কমেন্ট করে জানান বা আমাদের গুগল প্লাস পেজে / টুইটার পেজে লিখুন। আপনাকে সাহায্য করা হবে।

  22. আমার এই সাইট কি এডসেন্স পাবে – smalltechscool (DOT) ooo
    জানাবেন দয়া করে।

    1. আমি যা দেখলাম আপনার সাইটে কনটেন্ট ভালো আছে, Privacy policy পেজ আছে আর তাই এডসেন্স আপনার ব্লগ approve করার সম্ভাবনা অনেক বেশি। একবার ট্রাই অবশই করবেন।

  23. ভাই একটা ভাল বিষয় নিয়ে পোষ্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমিও একজন ফ্রিল্যান্সার, আমিও গুগল এডসেন্স নিয়ে কাজ করি। যারা নতুন গুগল এডসেন্স নিয়ে কাজ করতে চায় তারা অনেক উপকৃত হবে আপনার এই পোষ্টটি পড়ে।

    1. আমি বহুত খুশি যে আপনার আমার আর্টিকেল ভালো লেগেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top