ব্লগ মানে কি ? ব্লগ থেকে কিভাবে অনলাইন টাকা আয় করবেন ?

ব্লগ, এই শব্দ টি আপ্নে অনেকবার হয়তো অনেক জায়গায় শুনেছেন। এক্ষেত্রে,  ব্লগ কি ? এবং আসলে ব্লগের মানে কি? সেটা জেনে নেওয়াটা কিন্তু আপনার জন্য অনেক লাভজনক হতে পারে। এছাড়া, ব্লগ থেকে কি ধরনের আয় হয় এবং ব্লগার বা ব্লগিং কি ? এই বিষয়েও আপনারা এখানে জানবেন।

ব্লগ থেকে টাকা আয় করুন
ব্লগ মানে কি ? Blog theke taka kibhabe income korben

কারো জন্য ব্লগ এমন একটা টেকনোলজি যেটা তাকে অনলাইন অনেক টাকা আয় করে দিতে পারবে।

এবং, অনেকের জন্য ব্লগ হলো ইন্টারনেটে কিছু জানার বা শেখার মাদ্ধম। (What is a blog).

ব্লগ থেকে আয় করার কথা জানার আগেই কিন্তু আপনার ব্লগের knowledge পুরো পুরি হতে হবে।

মানে, ব্লগ বলতে কি বোঝায়, ব্লগ কিভাবে বানাতে হয়, ব্লগিং কি, ব্লগার কি আর ব্লগ থেকে অনলাইন ইনকাম কিভাবে করা যায়,

এই জিনিস গুলির ওপরে আপনার পুরো জ্ঞান ও knowledge থাকতে হবে।

চিন্তা করবেননা, এই পোস্ট এ আমি আপনাদের “ব্লগ কি বা কাকে বলে” ও “ব্লগ থেকে কিভাবে অনলাইন আয় করা যাবে” এই বিষয়ে সম্পূর্ণটা বলবো।

তাহলে চলুন আগে আমরা ব্লগ মানে কি তা জেনেনেই।

ব্লগ কি আর কিভাবে বানাবেন , আর blogging থেকে online income কিভাবে করবেন এর বিষয়ে বলার আগে আমি একটা কথা আপনাদের বলতে চাই।

আজ, India , US , China এবং আরো অনেক জায়গায় লোকেরা blogging-কে নিজের career হিসেবে নিয়েছেন।

আর এইটা সত্তি যে, ব্লগিং এর দ্বারা তারা অনলাইন অনেক টাকা আর্নিং করছেন।

টাকা ইনকাম করার সাথে সাথে তারা নিজের ব্লগিং এর office ও চলাচ্ছেন।

যদি আমি আমার নিজের কথা বলি, আমি নিজেই আমার ব্লগ থেকে মাসে ৫০০ থেকে ১০০০ ডলার পার্ট-টাইম আয় করি।

আর আপনিও যদি ব্লগ লিখে পার্ট-টাইম বা ফুল-টাইম টাকা উপার্জন করতে চান, তাহলে আপনার দুটো জিনিসের ধ্যান রাখতে হবে।

  1. ব্লগ কি আর কিভাবে বানাবেন (A to Z Knowledge) , আর 
  2. নিজের ব্লগ কে business হিসেবে নিয়ে handwork করা। 

ব্লগ কিভাবে বানাতে হয়, কি কি জিনিসের আপনার প্রয়োজন হবে আর নিজের বানানো ব্লগ থেকে অনলাইন ইনকাম কেমনে করবেন,

এই বেপারে নিচে সম্পূর্ণ বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝিয়ে বলবো।

কিন্তু , তারপর আপনি আপনার বানানো ব্লগ কে সফল আর successful করার জন্য কেমন handwork করবেন সেটা আপনার ওপর।

Finally , যদি আপনি ভালোকরে নিজের ব্লগটি বানিয়ে পরিশ্রম (hard work) করেন,

তাহলে, ব্লগিং থেকে এতো অনলাইন ইনকাম করতে পারবেন যে আপনার অন্য কোনো job বা business করার প্রয়োজন হবেনা।

এটাই আপনার একটা ফুল-টাইম business হয়ে উঠবে। যেমন আমি করছি।

ব্লগ মানে কি বা ব্লগ কাকে বলে ?

ব্লগ কি (what is a blog) ? একেবারে সোজা আর সহজ ভাষাতে বললে, ব্লগ আপনার ব্যক্তিগত ডায়েরির মতন।

এটা এমন একটা ডায়েরি যেখানে আপনি আপনার মন মতো যা খুশি লিখতে পারবেন।

আপনি, stories , tutorials , SMS, শায়েরি, কবিতা, পত্রিকা এবং আর্টিকেল বা যেকোনো জিনিসের বিষয়ে লিখতে পারবেন।

কেবল, এতটুকু খেয়াল রাখবেন যে আপনি যা লিখছেন সেটা যাতে সঠিক আর পুরো পরিষ্কার ভাবে লেখা হয়।

এর কারণ হলো, এমনিতে আপনার পার্সোনাল ডায়েরি কেউ না দেখতে পারে,

কিন্তু ডায়েরির মতোই এই ব্লগ যেখানে আপনি অনেক কিছু লিখবেন সেটা অনেকেই আজ নাহয় কাল অনলাইনে পড়বে।

আর, আপনার লিখা আর্টিকেল যদি কারো ভালোই না লাগে, তাহলে আপনি ব্লগিং এ কখনোই success হতে পারবেননা।

পার্সোনাল ডায়েরি মতো এই ব্লগ আপনি হাতে কলমে লিখতে পারবেননা। ব্লগ লেখার জন্য আপনার কিছু জিনিসের প্রয়োজন  হবে।

এই, দরকারি জিনিস গুলো হলো

একটি computer বা laptop, internet connection, সাধারণ কম্পিউটার knowledge এবং যেই বিষয়ে আর্টিকেল লিখবেন তার সঠিক জ্ঞান ও knowledge.

এগুলো যদি আপনার কাছে আছে তাহলে ইন্টারনেটে এমন কিছু প্লাটফর্মস বা ওয়েবসাইট আছে যারা আপনাকে একটি ফ্রি ব্লগ তৈরি করার সুবিধা দিবেন।

তো, আশা করি ব্লগ কি বা কাকে বলে এইটা আমি আপনাকে সহজ আর সঠিক ভাবে বুঝতে পারলাম।

নিচে আমরা একটি ফ্রি ব্লগ কিভাবে বানানো যাবে এর বিষয়েও আপনাদের বলবো।

ব্লগে ভিসিটর (visitors) কিভাবে আসবে ?

এখন, সবেরথেকে বড় প্রশ্ন , আপনার বানানো ব্লগে মানুষ বা traffic বা visitors আসবে কোনখানথেকে ? এটাই ভাবছেন তো ?

তো, এই প্রশ্ন তীর উত্তর হলো, গুগল সার্চ, ইয়াহু সার্চ, সোশ্যাল মিডিয়া এবং অন্য ব্লগ থেকে

আমি আপনাকে পরে এগুলোরর ওপরে আর্টিকেল লিখে ভালো করে বুঝাবো যে,

Google search এবং social media থেকে নিজের ব্লগে হাজার হাজার ভিসিটর্স বা ট্রাফিক কিভাবে আনতে হয়।

এখন খালি এতটুকু জেনে রাখুন যে ব্লগ successful করার জন্য আর ব্লগ লিখে টাকা আয় করার জন্য আপনার ব্লগে প্রচুর traffic বা ভিসিটর্স এর প্রয়োজন হবে।

আর আপনি নিজের ব্লগে ফ্রি traffic আর ভিসিটর্স কেবল Google এবং yahoo সার্চ আর social media থেকেই পাবেন।

একটি ফ্রি ব্লগ কিভাবে বানানো যাবে ?

দেখুন, ব্লগ বানানোর অনেক উপায় আছে। এই উপায় গুলির মধ্যে mainly দুটো উপায়ই অধিক ব্যবহার করা হয়।

একটা হলো “Self hosted WordPress blog” আরেকটা হলো “Free blogger blog” .

সেল্ফ হোস্টেড ওয়ার্ডপ্রেস ব্লগে, আপনার অল্প টাকা খরচা হবে আর তাই এই বিষয়ে আমি আপনাদের অন্য কোনো আর্টিকেলে বলবো।

এমনিতে WordPress কি এবং একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি কিভাবে করবেন, এই বিষয়ে আপনারা জেনেনিতে পারবেন।

এখন রইলো, ফ্রি ব্লগার ব্লগ যেখানে আপনার একটাকাও দেবার দরকার নেই। আপনি, পুরো ফ্রি তে নিজের একটা ব্লগ বানিয়ে নিতে পারবেন।

ব্লগার ফ্রি ব্লগ বানানোর জন্য আপনার প্রয়োজন হবে একটি গুগল বা জিমেইল একাউন্ট এর।

কারণ, blogger.com যেখানে গিয়ে আপনি একটা ফ্রি ব্লগ বানাবেন সেটা Google এর একটি product বা service .

আর, তাই blogger.com এ ব্লগ বানানোর জন্য আপনার প্রথমে একটি গুগল ID এবং password এর প্রয়োজন হবে।

আশা করি আপনার জিমেইল একাউন্ট আছেই, আর যদি নেই তাহলে আপনি Gmail.com এ গিয়ে নিজের জিমেইল একাউন্ট তৈরি করে নিতে পারেন।

এখন, blogger.com ওয়েবসাইট টিতে যাওয়ার পর, প্রথম পেজেই একটি লিংক দেখবেন “Create A  Blog” বলে।

ব্যাস, এরপর সেই create-লিংক টিতে ক্লিক করুন আর তারপর নিজের জিমেইল একাউন্ট এর ID এবং password দিয়ে লগইন করুন।

লগইন করার পর আপ্নে ব্লগার setup page দেখতে পাবেন।

এখন আপ্নে setup page থেকে “Create Google plus account” এ ক্লিক করুন।

এরপর গুগল প্লাস একাউন্ট বানানোর পর “Continue to blogger” লিংক এ ক্লিক করুন।

এখন আপ্নে নিজের ব্লগার dashboard দেখবেন।

ব্লগার dashboard এ লগইন হওয়ার পর “Create a blog” লিংক দেখবেন যেখানে ক্লিক করে আপ্নে আপনার ব্লগ বানাতে পারবেন।

আশাকরি, ব্লগার ব্লগ কিভাবে বানানো যায় এর সাধারণ জ্ঞান তা আমি আপনাকে দিতে পারলাম।

চলেন, এখন আমরা নিচে “ব্লগ থেকে আয় করার উপায় কি” সেটা জেনে নি।

কিভাবে ব্লগ থেকে টাকা আয় করা যায় ? (3 best ways)

দেখতে গেলে ব্লগ থেকে আয় করার কনেকে উপায় আছে। কিন্তু, সব উপায়ের মধ্যে সবেরথেকে ভালো এবং বেশি ইনকাম হওয়া উপায় হলো ৩ টি।

ব্লগ থেকে আর্নিং এর এই তিনটে উপায় হলো – Google AdSense, Affiliate marketing এবং product promotion.

আজ এই তিনটের মধ্যে যেকোনো একটি উপায়ের মাধ্যমে লোকেরা নিজের ব্লগ থেকে হাজার হাজার টাকা ইনকাম করছেন।

চলুন, নিচে আমরা এই উপায় গুলির বিষয়ে detailed এ জেনেনেই।

১. গুগল এডসেন্স দ্বারা ব্লগ থেকে টাকা আয়

গুগল এডসেন্স, একটি ব্লগ বা ওয়েবসাইট থেকে অনলাইন ইনকাম করার সবেরথেকে সহজ এবং সবেরথেকে trusted উপায়।

এডসেন্স Google দ্বারা একটি এমন service বা program যে আপনার ব্লগ বা ওয়েবসাইটে এডভারটিসিমেন্ট display করে আপনাকে টাকা কমানোর সুযোগ দেয়।

এডভার্টাইসমেন্ট (advertisement) গুলো অনেক রকমের হতেপারে। যেমন, Image ads, video ads এবং লিংক ads.

আপনার ব্লগ বা ওয়েবসাইট এ Google AdSense  দ্বারা display করা এই বিভিন্য বিজ্ঞাপন (ads) গুলি যখন কেউ ক্লিক করবেন তখন আপনার AdSense account এ কিছু টাকা ইনকাম হয়।

এই ছোট ছোট ads ক্লিক এবং টাকা এক সময় গিয়ে হাজার হাজার তাকাতে আপ্নে আপনা এডসেন্স একাউন্টে পেয়েযান।

আর, যখন আপনি ১০০ ডলার নিজের এডসেন্স একাউন্ট এ আয় করেফেলবেন তখন আপনার টাকা আপনার ব্যাঙ্ক একাউন্টে পাঠিয়ে দেবা হয়।

Google adsense থেকে প্রচুর টাকা আয় করার জন্য আপনার ব্লগে traffic বা visitors দেড় সংখ্যা ভালো হতে হবে।

কারণ, যখন ব্লগে ট্রাফিক বা ভিসিটর্স আসবে তখনতো Google AdSense ads তারা দেখবে আর ক্লিক করবে।

তাই, প্রথমে আপ্নে নিজের ব্লগে visitors দেড় সংখ্যা কিভাবে বাড়াবেন সেটা ভাবুন।

তারপর ভিসিটর্স আসারপর আপ্নে এডসেন্স একাউন্ট বাণীতে ব্লগে ads ডিসপ্লে করে অনলাইন  টাকা  আয় করতে পারবেন।

Google AdSense কি ? এই বিষয়ে জানার সাথে সাথে আপনাকে গুগল এডসেন্স পলিসি, নিয়ম কানুন ও শর্তাবলী গুলোও জেনে রাখতে হবে।

২. Affiliate মার্কেটিং দ্বারা ইনকাম

Google AdSense এর পর “এফিলিয়েট মার্কেটিং” ব্লগ থেকে অনলাইন টাকা আয় করার সবছে ভালো উপায় আজ হয়ে চলেছে।

এফিলিয়াতে মার্কেটিং অনেক সোজা জিনিস। এখানে, আপনার ইনকামটা commission হিসেবে দেয়া হয়।

চলুন, এফিলিয়াট  মার্কেটিং কি সেইটা আগে জেনে নেই।

এফিলিয়াট মার্কেটিং কি ?

Affiliate marketing সোজাসোজি অনলাইনে commission ইনকাম করার মাধ্যম।

এখানে, আপনি যেকোনো জিনিস যেটা অনলাইন কেনা যায় নিজের ব্লগে promote করে ইনকাম করতে পারেন।

এক্ষেত্রে, বিভিন্ন অনলাইন store যেমন,  Amazon.in, Flipkart.com ইত্যাদির products যেমন, টিভি, ল্যাপটপ, মোবাইল ইত্যাদির প্রচার নিজের ব্লগে করা হয়।

এই প্রচার গুলি বিশেষ affiliate link এর দ্বারা ব্লগে করা হয় যেটা আপনাকে online store গুলিতে affiliate account বানানোর পরে দেবা হবে।

এখন, আপনার লাগানো এফিলিয়েট লিংক বা এডভারটিসিমেন্ট থেকে যদি কেউ কিছু অনলাইন purchase করেন তাহলে আপনাকে commission দেবা হয়।

আর, এইভাবেই আপ্নে যেকোনো product এর affiliate link নিজের ব্লগে লাগিয়ে promote আর advertise করে unlimited commission ইনকাম পারবেন।

মনেরাখবেন, আপনার advertise করা product বা জিনিসটি কেও কিনলেহে আপ্নে তার কমিশন পাবেন।

৩. Local product promote করে টাকা আয় করুন

Google AdSense এবং affiliate marketing এর পর, ব্লগ লিখে টাকা আয় করার আরেকটা সহজ উপায় আছে আর সেটা হলো “লোকাল প্রোডাক্ট প্রমোশন“.

যখন আপনার ব্লগে অনেক traffic ও ভিসিটর্স আসা শুরু হয়েযাবে,

তখন নিজের লোকাল জায়গার যেকোনো জিনিসের বা দোকানের এডভারটিসিমেন্ট নিজের ব্লগ এ করতে পারবেন।

Advertisement বা product promotion এর জন্য আপ্নে আশেপাশে দোকান মালিক বা স্টোরের manager দের সাথে কথা বলে দেখতে পারেন।

আপনার ব্লগে করা দোকান বা প্রোডাক্ট এর এডভার্টাইসমেন্টের বিনিময়ে আপনি কিছু টাকা ফিস হিসাবে নিতে পারেন।

আপনি হয়তো জানেননা যে আজকাল লোকাল দোকান থেকে শুরু করে সবাই অনলাইন advertisement কে অনেকটাই লাভদায়ক বলে ভাবে।

আর তাই, আপনার ব্লগে যদি ট্রাফিক বা ভিসিটর্স অনেক আঁচে তাহলে আপ্নে এই সুযোগে নিজের ব্লগ থেকে প্রচুর টাকা কমিয়ে নিতে পারবেন।

ব্লগ থেকে কি ধরনের আয় হয় ?

দেখুন, আপনি নিজের ব্লগ থেকে কি ধরনের আয় করতে পারবেন সেটা সম্পূর্ণটা নির্ভর করছে আপনার ব্লগের ওপর।

আপনার ব্লগে প্রত্যেক দিন কতটা ভিসিটর্স বা ট্রাফিক আসছে, আপনি কোন মাধ্যমে টাকা ইনকাম করছেন এবং ট্রাফিক / ভিসিটর কোন দেশের।

US, Canada, UK ইত্যাদির মতো উন্নত দেশ থেকে যদি আপনার ব্লগে visitors আসছেন,

তাহলে অনেক কম traffic দিয়েও অনেক সহজে মাসে ৫০০ থেকে ১০০০ ডলার ইনকাম করা সম্ভব।

কিন্তু, যদি আপনার ব্লগে মূলত India বা Bangladesh-এর মতো দেশ থেকে traffic / visitors আসছেন,

তাহলে ২০০-৫০০ ডলার ইনকাম করতেও প্রত্যেক দিন ২০০০ থেকে ৩০০০ ভিসিটর্স এর প্রয়োজন হবে।

তবে, ব্লগ থেকে কি ধরনের আয় হয় ? যদি সোজা ভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া হয় তাহলে বলতে পারেন,

যদি সঠিক নিয়ম মেনে ব্লগিং করছেন, তাহলে বেশিরভাগ লোকেরাই মাসে ২০ থেকে ৫০ হাজার টাকা আরামে ইনকাম করতে পারবেন।

আবার বিশ্বজুড়ে এরকম হাজার হাজার ব্লগাররা আছেন, যারা মাসে ২ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্লগিং এর দ্বারা ইনকাম করছেন।

তাই, আপনি কতটা মন দিয়ে কাজ করছেন, ব্লগিংএ কতটা এগিয়ে চলেছেন, নতুন কি কি শিখছেন, এক্ষেত্রে এগুলো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন।

ব্লগিং কি (What is blogging) ?

ব্লগ কাকে বলে, ওপরে আপনারা জানলেন।

ব্লগ হলো, বেশিরভাগ ক্ষেত্রেই একজন বা একাধিক ব্যক্তির দ্বারা তৈরি করা এমন একটি ওয়েবসাইট বা ওয়েব পেজ যেটাকে নিয়মিত আপডেট করা হয়।

এই ব্লগ ওয়েবসাইট গুলোকে মূলত অনানুষ্ঠানিক বা কথোপকথন এর ধরণে লিখা হয়।

এখন, যখন আপনি প্রশ্ন করে থাকেন যে আসলে “ব্লগিং কি”, তখন এর উত্তর অনেক সহজেই দেওয়া যেতে পারে।

Blogging হলো সেই প্রক্রিয়াটি যেখানে একজন বা একাধিক ব্যক্তি অনলাইনে নিয়মিত কনটেন্ট গুলোকে পাবলিশ করে থাকেন।

ব্লগিং এর প্রক্রিয়াতে, একজন ব্যক্তি একটি ওয়েবসাইট তৈরি করে নিয়মিত নিজের ওয়েবসাইটের জন্যে কিছু বিশেষ কাজ গুলোকে করে থাকেন।

যেমন, content research, article writing, content update, SEO এবং online media publishing.

তাই, সোজা ভাবে বললে blogging হলো এমন একটি প্রক্রিয়া যেখানে নিজের ওয়েবসাইটে আপনাকে নিয়মিত কাজ করতে হয়।

বর্তমান সময়ে blogging-কে আপনি একটি profitable business হিসেবে বলতে পারেন।

কারণ, এখনের সময়ে ব্লগিং হয়ে দাঁড়িয়েছে অনলাইনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার একটি দারুন উপায়।

আমি ব্লগ থেকে মাসে কত টাকা আয় করছি, এই বিষয়ে অবশই দেখে নিন।

FAQ

কিভাবে ব্লগ সাইট বানাব ?

আপনারা Blogger.com ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ ফ্রীতে নিজের একটি পার্সোনাল ব্লগ সাইট তৈরি করে নিতে পারবেন।

ব্লগ থেকে কি ধরনের আয় হয় ?

আপনি নিজের ব্লগ থেকে এমনিতে ১৫ থেকে ৩০ হাজার টাকা মাসে আরামে আয় করতে পারবেন। তবে, ব্লগিং করে লোকেরা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন।

ব্লগ পোস্ট কি ?

যখন আপনি নিজের ব্লগে পাবলিশ করার জন্যে কোনো ধরণের text বা media তৈরি করেন এবং সেটাকে নিজের ব্লগ সাইটে পাবলিশ করেন, তখন সেটাকে ব্লগ পোস্ট বলা হয়। সোজা ভাবে বললে, নিজের ব্লগে কানেন্ট পাবলিশ করার প্রক্রিয়াটিকেই ব্লগ পোস্ট বলা হয়।

ব্লগার কি ?

ব্লগার (blogger) হলো গুগলের একটি পরিষেবা যার দ্বারা জেকেও নিজের একটি অনলাইন ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

Final Words On Topic,

আজ এই ব্লগ আর্টিকেলে আমি আপনাদের, ব্লগ মানে কি এবং কিভাবে একটি ফ্রি ব্লগ বানাতে পারবেন সেটা বল্লাম।

তার ওপরেও, নিজের ব্লগ থেকে অনলাইন টাকা কিভাবে আয় করবেন তার ৩ তে solution বললাম।

তাই, যদি আমার এই ব্লগ পোস্ট আপনার ভালোলেগেছে তাহলে নিজের friends এবং family members দেরসাথে এই পোস্ট তা অবশই শেয়ার করবেন।

আর, যদি আপ্নে সত্যি ব্লগথেকে অনলাইন ইনকাম করতে চান তাহলে, প্রথমে ব্লগে ভালো ভালো আর্টিকেল লিখুন আর ব্লগে ভিসিটর্স আনুন।

টাকা কমানোর কথা আগেই ভাবলে আপ্নে সহজে সাকসেস হতে পারবেননা।  ধন্যবাদ।

111 thoughts on “ব্লগ মানে কি ? ব্লগ থেকে কিভাবে অনলাইন টাকা আয় করবেন ?”

  1. Avatar

    আমার ল্যাপটপ/ কম্পিউটার নেই। আমি কি স্মার্টফোন দিয়ে blogger.com
    থেকে ব্লগ লিখতে পারবো??

  2. Avatar

    এই পোষ্ট থেকে আমি অনেকটাই উপকার পেয়েছি, গুগল ব্লগারের সাহায্যে একটি ব্লগ খুলে সেখানে পোষ্ট করি এবং অ্যাডসেন্সের মাধ্যমে মোটামুটি ভালই আয় হচ্ছে, ধন্যবাদ বাংলা টেক

  3. Avatar

    স্যার আমি গুগলে অনলাইন ইনকাম জড়িত অনেক পোস্ট পরেছি কিন্তু কেউ এতো সুন্দর করে বুঝাতে পারেনি, আপনি যেভাবে অনলাইন ইনকাম সম্পর্কে বুজিয়েছেন।
    আমার সমস্ত কনফিউশোন দুর হয়ে গেছে। আপনার সাইট ভিজিট করে আমি খুব উপকৃত হয়েছি।
    আমি আপনার ব্লগটি স্যাবস্কাইব করে রাখলাম এই রকম সুন্দর পোস্ট পাওয়ার জন্য। আশা করি আপনি আরও বৈধ উপায় নিয়ে আমাদের মাঝে হাজির হবেন। স্যার আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ।

  4. Avatar

    ধন্যবাদ ভাইয়া
    অনেক ভালো লিখেছেন। আপনার সম্পূর্ণ পোষ্টটি খুব মনোযোগ সহকারে পড়েছি। আপনার ব্লগে অনেক ভালোমানের কনটেন্ট রয়েছে। আশাকরি সামনের দিকে এগিয়ে যেতে কোন সমস্যা হবে না। 

  5. Avatar
    নাঈমা আক্তার

    ব্লগ সম্পর্কে সুন্দর এবং উপকারী একটি লেখা আমাদের উপহার দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আপনার প্রচেষ্টা অব্যহত রাখবেন এটাই কামনা। আপনার ব্লগটি বেঁচে থাকুক হাজার বছর।

  6. Avatar

    ভাই
    আমি ব্লগ তৈরি করে কিভাবে বা কিসের মাধ্যমে আমি টাকা হাতে পাব??

  7. Avatar
    ইন'আমুল হক

    ধন্যবাদ ভাই খুব সুন্দর আইডিয়া শেয়ার করার জন্য

  8. Avatar

    ধন্যবাদ ভাই,আপনার লেখাটা পড়ে খুব ভাল লাগল,ব্লগ একাউন্ট কি মোবাইল থেকে খোলা যাবেনা ভাই?

    1. Avatar

      আপনাকেও ধন্যবাদ ভাই। হে যাবে মোবাইল থেকে।

  9. Avatar
    আবুল কালাম

    ভালো লাগলো আপনার কথাগুলো,,, ধন্যবাদ আপনাকে।

  10. Avatar
    Shoumittro Kumar

    ব্লগিং শুরু করার জন্য কোন ডিভাইস ব্যবহার করা ঠিক হবে?ল্যাপটপ/ স্মার্টফোন!
    এবং প্রফেশন হিসেবে ফ্রি\কিছু খরচ করে ব্লগিং শুরু করতে সাজেস্ট করবেন?

    1. Avatar

      অবশই laptop বা computer PC লাগবে। মোবাইল দিয়ে সব কিছু সম্ভব না ভাই।
      খরচ বলে তেমন কিছু নেই।
      ডোমেইন কিনতে হবে যেটা প্রায় ৩০০ টাকার ভেতরে পেয়ে যাবেন।

  11. Avatar

    খুবই ভালো লাগলো, আপনার লেখা গুলো দারুন মজা লাগে। ধন্যবাদ আপনাকে।

  12. Avatar
    সাবরী

    আপনার কথাগুলো উপকারী। তবে বাংলা বানান ও বাক্য গঠনের বিষয়ে মনোযোগী হোন।

    1. Avatar

      যখন আপনার ব্লগে প্রায় ২০ থেকে ২৫ টি আর্টিকেল লেখা হয়ে যাবে।

    2. Avatar

      ধরুন ভাইয়া আমার ব্লোগে ২৫ এর উপরে পোস্ট করেছি তবেই আমি গুগল এডসেন্স এর জন্য এপলাই করতে পারবো। খুব কম লোক ভিজিট করছে আপাদাত তবে আমি কি এডসেস্ন পাবো।প্লিজ আপনার নাম্বার টি একটু দিবেন অথবা ইমেল।

      1. Avatar

        অবশই এপলাই করতে পারবেন। ট্রাফিক বা ভিসিটর নিয়ে কোনো কথা থাকছেনা।

      2. Avatar

        ব্লগে কীভাবে ভিজিটর আসতেছে কী আসতেছে সেটা কীভাবে বুজবো?

  13. Avatar
    জাহাঙ্গীর

    এডসেন্স কিভাবে সেট করতে হয় ভাই জানালে ভাল হত

    1. Avatar

      এডসেন্স সেট করার তেমন কোনো নিয়ম নেই। তবে, আর্টিকেলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো।

  14. Avatar

    খুবই ভালো লাগলো আপনার লেখা। অনেক কিছুই শিখতে পারলাম। আরো কিছু শিখতে মন চাচ্ছে

    1. Avatar

      ব্লগিং এর সাথে জড়িত আরো অনেক আর্টিকেল লিখেছি। চাইলে পড়তে পারেন।

  15. Avatar

    যদি বিজ্ঞাপনে ক্লিক না করে
    তাহলে ইনকাম হবে?
    যেমন আমি এড ব্লক করে ভিজিট করি ।

      1. Avatar

        ভাইয়া, আমি একজন ছোট গল্প লেখক। আমি আমার গল্পগুলো আমার ব্লগ পেজে লিখি। তারপর facebook এ লিংক দিয়ে দেই। সেখানে অনেকে আমার গল্প পড়ে। আমি কি এখান থেকে আয়ের কোন ব্যবস্তা করতে পারি?

        1. Avatar

          যদি আপনার ব্লগে এসে লোকেরা আপনার লেখা পড়ছেন তাহলে গুগল এডসেন্স এর মাধ্যমে আয় করা শুরু করুন। Adsene এর বিষয়টি ভালো করে জেনেনিন।

  16. Avatar

    ভাই অনেক ভালো লাগলো পড়ে আপনার গুছিয়ে লিখা কথা গুলি

    1. Avatar

      url ADDRESS চাচ্ছে। মানে, আপনার ব্লগের ওয়েবসাইটের নাম দিতে হবে।

  17. Avatar

    এই পোস্ট বাংলাদেশের অনেক নতুন ব্লগারকে অনুপানিত করবে। আমার একটি সমস্যা হচ্ছে যে, আমার একটি ব্লগ সাইট আছে বাট আমার সাইটে এখনো আরনিং কলিফাই লেখা আছে বয়স 2 মাস পোস্ট আছে 33 টি

    1. Avatar

      আপনি এই আর্টিকেল পড়ুন -https://banglatech.info/দ্রুত-এডসেন্-এপ্রুভাল/

        1. Avatar

          হোস্টিং কিনতে হবেনা তবে চাইলে ডোমেইন কিনতে পারবেন।

  18. Avatar

    ভাই আপনার লেখার ধরুণটা খুব সুন্দর এবং সাবলম্বি পড়তে এবং বুঝতে সুবিধা হয়েছে । ধন্যবাদ গুছিয়ে লেখার জন্য ।

  19. Avatar

    কিন্তু ভাইয়া আপনি যে বললেন ভালো থিম ব্যবহার করতে। তাহলে এই ভালো থিম টা কথা থেকে আনবো???

  20. Avatar

    আপনার এটা পড়ে আমি একটা ব্লগ খুলেছি।কিন্তু কিছু বুঝতেছি না।দয়া করে একটু বুঝিয়ে দিলে ভালো হবে।

    1. Avatar

      আপনি কি বুঝছেননা ? বিষয় তা ভেঙে বলুন। আমার ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ব্লগ তৈরি করার নিয়ম সেখানে আমি বলবো।

  21. Avatar

    ভাই নতুন ব্লগ খুলছি ।কিন্তু ভিজিটর কই পাবো ? আর ভাই গুলল এর সাথে আপনার ব্যাংক একাউন্ট কিভাবে যোগ করছে ।পড়ে দেখলাম ১০০ ডলার হলে ব্যংক এ টাকা দিয়ে দেয় গুগল ।কিভাবে এটা বুঝলাম না ।

    1. Avatar

      ভিসিটর্স একমাত্র গুগল সার্চ থেকেই পাবেন। তার জন্য ব্লগে seo র ব্যবহার ভালো করে করবেন। এবং, টাকা আয় করার জন্য গুগল এডসেন্স ব্যবহার করতে হবে। এবং, সেখানে নিজের ব্যাঙ্ক একাউন্টের ডিটেলস দিতে হবে।

  22. Avatar

    ভাই আপনার post দারুন হয়েছে ।অনেক অনেক Thanks. আরো লিখুন ।

    1. Avatar

      অবশই possible. ব্লগ ফ্রি হোক কি পেইড শেষে আপনার আর্টিকেলের কোয়ালিটি এবং কনটেন্ট এর ভূমিকা আসল। তাই, ফ্রি ব্লগ দিয়েও টাকা আয় করা সম্ভব।

  23. Avatar

    আপনি ব্লগ সর্ম্পকে কার্যকরী ধারনা দিলেন পড়ে ভাল লাগল ।

  24. Avatar

    খুব ভালো লিখেছে। আমি আপনার আর্টিকেল পরে একটি ব্লগ সাইট বানিয়েছি। কিন্তু এডসেন্স একাউন্ট করতে গেলে url দিলে ইনভেলিড লেখা আসে। আমার সাইটের url হলো hrajib0 dot blogspot dot com এটা কিভাবে বসাবো?

    1. Avatar

      এডসেন্স এ ব্লগের url অ্যাড করার জন্য, আপনার একটি premium domain যেমন com , .info, .in, .org এর প্রয়োজন হবে। ব্লগার এর ফ্রি ডোমেইন এডসেন্স একসেপ্ট করেননা।
      এখানে ডোমেইন এর ব্যাপারে জানুন – https://banglatech.info/ডোমেইন-নেম-domain-name-কি/

  25. Avatar

    ধন্যবাদ, তবে আপনার লেখাটা একটু দীর্ঘ হয়েছে

    1. Avatar

      আমার আর্টিকেল পড়ার জন্য ধন্যবাদ। তবে হে দীর্ঘ হয়েছে, কিন্তু আমি লেখার সময় যা জানি সবটাই লেখার চেষ্টা করি। পরেরবার অল্প কম শব্দে লেখার চেষ্টা অবশই করবো।

  26. Avatar

    এই কাজ টা কি মোবাইল বা টেব থেকে করা যাবে

    1. Avatar

      মোবাইল থেকে করা গেলেও মোবাইলে সব করাটা সম্ভব না। তবে হে, ট্যাব থেকে করতে পারবেন।

  27. Avatar
    Md Faisal kabir Riaz

    ভাই আপ্নার লিখা টা অনেক helpfull ছিল
    ভাই আপ্নের email বা যেকোনো contact নাম্বার দেন আমি আপ্নার সহজগীতা চাই

  28. Avatar
    md mejanur rahman Shuvo

    ভাই আমি নতুন কি করে কাজ করবো বুজতেছি না,,,,আমি অনেক অসহায় তাই নিজের পায়ে দাঁড়াতে চাই

    1. Avatar

      ভালো কোরে বুঝিয়ে বলুন। আমি আপনার সহায় করবো।

    1. Avatar

      আপনার যা লিখে ভালো লাগে, এবং জেবেপারে লোকেরা অনলাইন খোঁজ কোরে জানতে চান।

  29. Avatar

    শুধু মোবাইল দিয়ে ইনকাম করার য়কোনো পথ আছে কি ভাইয়া। থাকলে একটু হ্যাল্প করবেন প্লি।

    1. Avatar

      ভাই, আমি আপনাকে কোনো APPS ব্যবহার করে টাকা আয় করার কথা বলবোনা। কারণ সেগুলি কেবল সময় নষ্ট করা হবে। আপনি একটি ব্লগ বানিয়ে অনলাইন টাকা আয় করতে পারবেন। হে তার জন্য একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকাটা জরুরি হলেও BLOGGER.COM ব্যবহার করে মোবাইলেই ব্লগ বানাতে পারবেন।

    1. Avatar

      আপনার ব্লগ বানানো হলে, আপনি গুগল এডসেন্স এর ওয়েবসাইটে গিয়ে নিজের ব্লগটি রেজিস্টার করতে হবে। তারপর, এডসেন্স যদি আপনার ব্লগটি approve করে, তারপর আপনি টাকা আয় করতে পারবেন বিজ্ঞাপনের মাধ্যমে। এই আর্টিকেলটি পড়ুন – https://banglatech.info/google-adsense-কি/

  30. Avatar

    অনেক ভাল লিখেছেন কিন্তু লেখার পর বানান গুলোর দিকে খেয়াল রাখবেন।

    1. Avatar

      ভাই আপনার ব্লগিং বিষয়ের আর্টিকেলটি পরে আমার অনেক ভালো লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।কিন্তু ভাই একটা কথা ছিল আপনি ডোমেন এবং হোস্টিং কোন সাইট থেকে কিনেন জানালে একটু ভালো হতো

      1. Avatar

        ধন্যবাদ, আমি ডোমেইন namecheap থেকে কিনি এবং হোস্টিং কিনি cloudways থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top