ঘরে বসে অনলাইনে কাজ করে প্রতিদিন কিভাবে কমেও ১০০০ টাকা ইনকাম করবেন? আপনি যদি একজন স্টুডেন্ট বা এমন একজন ব্যক্তি যে নিজের খালি সময়ে ঘরে বসে লেখালেখি করে অর্থ উপার্জন করতে চাইছেন, তাহলে আমাদের আজকের আর্টিকেলটি আপনার অনেক কাজে লাগবে। আজকের আর্টিকেলের মধ্যে আমি আপনাদের, ঘরে বসে কনটেন্ট রাইটিং এর কাজ করে কিভাবে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করতে হবে সেই বিষয়ে বলবো।
মনে রাখবেন, অনলাইনে আর্টিকেল লিখে দৈনিক ১০০০ টাকা ইনকাম করার প্রক্রিয়াটি কিন্তু শুরুতে এতটা সহজ মনে হবেনা। এছাড়া কনটেন্ট লিখে ইনকাম করার ক্ষেত্রে আপনার কিছু বিশেষ দক্ষতারও প্রয়োজন হবে।
যেমন, কিভাবে যেকোনো বিষয়ে একটি ডিটেল আর্টিকেল লিখবেন, আর্টিকেল স্ট্রাকচার কিভাবে তৈরি করবেন, আর্টিকেলের বিষয়ে তথ্য কিভাবে সংগ্রহ করবেন ইত্যাদি। চিন্তা করতে হবেনা, YouTube এবং Internet-এর সাহায্যে অনেক সহজেই সেরা আর্টিকেল লেখার কৌশল গুলো আপনি শিখে নিতে পারবেন।
তাহলে চলুন আর দেরি না করে এবার আমরা বিস্তারিত জেনেনেই যে, কনটেন্ট লিখে বা লেখালেখি করে কিভাবে প্রতিদিন ১০০০ টাকা আয় করা যাবে। How To Earn 1000 Daily Doing Content Writing Online?
অবশই পড়ুন: কিভাবে আয় করা যাবে মাসে ২০ হাজার টাকা?
অনলাইন কনটেন্ট/আর্টিকেল রাইটিং জব গুলো আসলে কি?
প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা উপার্জন করার জন্য একজন ছাত্র, মহিলা বা যেকোনো ব্যক্তি হিসেবে আপনি এই অনলাইন কনটেন্ট রাইটিং জব গুলো অবশই করতে পারবেন। তবে এখন আপনার মনে এই প্রশ্নটি অবশই চলে আসছে যে, আসলে কি এই আর্টিকেল লেখালেখির কাজ গুলো। তাই না?
বর্তমান সময়ে অনলাইনে নানান ধরণের digital platforms গুলো রয়েছে। যেমন, blogs, websites, social media page, online magazine, ইত্যাদি।
এই ডিজিটাল প্লাটফর্ম গুলোকে নিয়মিত আপডেটেড এবং সক্রিয় রাখার জন্য এবং এগুলোর থেকে নিয়মিত ইনকাম জেনারেট করার জন্য প্লাটফর্ম গুলোতে নিয়মিত কনটেন্ট পাবলিশ করতে থাকতে হয়। আর এই কনটেন্ট গুলোর মধ্যে সব থেকে অধিক জনপ্রিয় ও চাহিদাপূর্ণ কন্টেন্টের প্রকারটি হলো, টেক্সট আর্টিকেল।
এবার, একটি ছোট ব্লগ বা ওয়েবসাইটের ক্ষেত্রে শুধুমাত্র একজন বা দুজন ব্যক্তি যদি সেখানে নিয়মিত আর্টিকেল পাবলিশ করে থাকেন তাহলেই কাজ হয়ে যাবে। তবে, অনলাইনে উপলব্ধ নানান বড় বড় মিডিয়া হাউস, ব্র্যান্ড এবং কোম্পানি গুলোর কিন্তু প্রতিদিন প্রচুর আর্টিকেল গুলো তাদের প্লাটফর্ম গুলোতে পাবলিশ করতে হয়। আর এর জন্য তাদের প্রয়োজন হয় প্রচুর কনটেন্ট লেখকদের।
মনে রাখবেন, আলাদা আলাদা ডিজিটাল প্লাটফর্ম বা কোম্পানির চাহিদার উপর নির্ভর করে আপনাকে আলাদা আলাদা রকমের কনটেন্ট বা আর্টিকেল গুলো লিখতে বলা হতে পারে। যেমন, নিউজ আর্টিকেল, হাউ-টু-গাইড, রিভিউ আর্টিকেল, লিস্ট আর্টিকেল, ইত্যাদি।
আর্টিকেল লিখে প্রতিদিন ১০০০ টাকা আয় করতে কোন কৌশল গুলোর প্রয়োজন?
ঘরে বসে অন্যান্য ব্লগ, ওয়েবসাইট বা অনলাইন প্লাটফর্ম গুলোর জন্য কনটেন্ট/আর্টিকেল লিখে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করাটা সত্যি সম্ভব এবং অনেকেই এই কাজ পার্ট-টাইম এর পাশাপাশি ফুল-টাইম হিসেবেও করছেন। তবে মনে রাখবেন, এর জন্য সঠিক কৌশল গুলো জানার পাশাপাশি নিয়মিয়ত বজায় রেখে আপনাকে কাজ করতে হবে।
১. একটি বিষয় সিলেক্ট করুন:
দেখুন সবাই সব বিষয়ে মাস্টার হতে পারেনা এবং প্রতিটি বিষয়ে যে আপনার জ্ঞান থাকবে সেটাও কিন্তু সম্ভব না। তাই, একটি সেরা এবং তথ্যবহুল আর্টিকেল লিখতে হবে আপনাকে একটি বিশেষ টপিক/বিষয় বেছে নিয়ে শুধু মাত্র সেই বিষয়েই আর্টিকেল লিখতে হবে। যেমন ধরুন, অনেকেই আছেন যারা প্রযুক্তি (technology) বা গ্যাজেট নিয়ে লিখতে পছন্দ করেন।
আবার অনেকেই আছেন যারা হেলথ (health) বা লাইফস্টাইল (lifestyle) নিয়ে কনটেন্ট লিখতে পছন্দ করেন। তাই, আপনাকে নিজের পছন্দ এবং মার্কেট চাহিদার উপর নজর রেখে শুধুমাত্র একটি টপিকের উপর কনটেন্ট লিখতে হবে।
২. নিজের পোর্টফোলিও তৈরি:
মনে রাখবেন, আপনাকে নিজের কাজের একটি পোর্টফোলিও তৈরি করতে হবে। নিজের পোর্টফোলিওতে আপনাকে পূর্বে করা কাজের প্রমান, অভিজ্ঞতা এবং স্যাম্পল গুলো রাখতে হবে। সোজা ভাবে বলতে আপনার দ্বারা লেখা সেরা কিছু আর্টিকেল গুলো নিজের পোর্টফোলিওতে যুক্ত রাখুন।
একটি আকর্ষণীয় পোর্টফোলিও তৈরি করা থাকলে আপনি অনেক তাড়াতাড়ি প্রচুর ক্লায়েন্টদের মন আকর্ষিত করতে পারবেন এবং এতে নিয়মিত আর্টিকেল লেখার কাজও পাবেন। Portfolio তৈরি করতে আপনি একটি blog, website বা যেকোনো অনলাইন freelancing platform এর সাহায্য নিতে পারেন।
৩. রাইটিং স্কিল উন্নত করুন:
একজন দক্ষ কনটেন্ট লেখক হিসেবে নিয়মিত কাজ পেতে এবং অর্থ উপার্জন করতে আপনাকে আপনার লেখা, রিসার্চ স্কিল এবং এসইও (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান) স্কিল গুলো উন্নত করার ক্ষেত্রে ক্রমাগত কাজ করতে হবে। এতে আপনি সেরা এবং উন্নত মানের কনটেন্ট গুলো লিখতে পারবেন। হাই কোয়ালিটি কনটেন্ট লিখতে জানলে ক্লায়েন্টদের থেকে অধিক চার্জ ও করতে পারবেন আপনি।
৪. ক্লায়েন্ট বা কাজ কিভাবে খুজবেন:
শুধুমাত্র সেরা আর্টিকেল লিখতে জানলেই যে আপনি আর্টিকেল লিখে প্রতিদিন হাজার টাকা ইনকাম করা যাবে সেটা ভাবলে মোটেও চলবেনা। নিয়মিত কাজ কিভাবে পাবেন সেই কৌশলও আপনার জানা থাকতে হবে। এক্ষেত্রে আপনি Upwork, Freelancer, Fiverr, এবং LinkedIn-এর মতো প্লাটফর্ম গুলিকে কাজে লাগিয়ে নানান writing gigs গুলো খুঁজতে পারেন।
৫. প্রতিযোগিতামূলক রেট সেট করুন:
শুরুতেই কিন্তু দৈনিক ইনকাম হওয়ার কথা ভাবলে চলবেনা। কেননা যখন এই কাজে আপনি একেবারে নতুন থাকবেন, আপনাকে শুধুমাত্র সেই কাজ গুলো নিতে হবে যেগুলোতে অনেক কম টাকা পাবেন। সোজা ভাবে বলতে, শুধুমাত্র lower-paying jobs গুলো করতে হবে। এতে, ধীরে ধীরে আপনার দক্ষতা বাড়বে এবং পোর্টফোলিও শক্তিশালী হয়ে দাঁড়াবে।
আর্টিকেল লিখে প্রতিদিন কিভাবে ১০০০ টাকা উপার্জন করবেন?
আর্টিকেল লিখে টাকা ইনকাম করতে হলে আপনাকে কিছু সেরা Freelancing Website গুলোতে নিজের একটি account তৈরি করতে হয়। অনলাইনে এমন প্রচুর freelancing platform গুলো আছে যেগুলোতে আপনি নানান ধরণের লেখালেখির কাজ গুলো পাবেন। শুরুতে আপনারা Fiverr এবং LinkedIn এর মতো platform গুলোকে কাজে লাগাতে পারেন।
এছাড়া, আপনি চাইলে অনলাইন সক্রিয় নানান blogs, social media groups বা websites গুলোতে গিয়ে নিজের কাজের অভিজ্ঞতার বিষয়ে ওয়েবসাইট মালিকদের জানিয়ে কাজ চাইতে পারেন। এমন প্রচুর ব্লগ বা ওয়েবসাইট আছে যেগুলোতে নিয়মিত কনটেন্ট পাবলিশ করতে একাধিক content writer-দের কাজ দেওয়া হয়।
আপনি চাইলে, Medium, Roar Bangla, Techtunes, trickbd, এই ধরণের ওয়েবসাইট গুলোতে নানান বিষয়ে আর্টিকেল পাবলিশ করে ওয়েবসাইট দ্বারা আয় করা এড রেভেন্যুয়ের কিছুটা অংশ বা সরাসরি কিছু নির্দিষ্ট পরিমান টাকা আয় করে নিতে পারবেন।
প্রতিদিন হাজার টাকা ইনকাম করার জন্য কি করতে হবে?
কনটেন্ট রাইটিং করে দৈনিক ১০০০ টাকা ইনকাম করাটা শুরুতে তেমন সোজা মনে না হলেও ধীরে ধীরে নিজের একটি শক্তিশালী পোর্টফোলিও ও ছবি তৈরি করতে পারলে সেটা সত্যি সম্ভব। এখানে আমি কিছু নির্দিষ্ট কৌশল গুলোর বিষয়ে বলে দিয়েছি যেগুলি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে অবশই সাহায্য করতে পারে।
১. Multiple Freelance Platforms:
কনটেন্ট রাইটিং জব করে প্রতিদিন টাকা ইনকাম করতে আপনাকে প্রতিদিন বা নিয়মিত কাজও অবশই পেতে হবে। এবার শুধুমাত্র একটি প্লাটফর্ম থেকে নিয়মিত ও পছন্দমতো কাজ সব সময় পাওয়া সম্ভব না।
তাই, আপনাকে একাধিক freelancing website বা brand গুলোর সাথে যুক্ত হয়ে কাজ করতে হবে। একসাথে, Upwork, Freelancer, Fiverr, Guru, এই ধরণের freelancing site গুলোতে একাউন্ট তৈরি করে একসাথে কনটেন্ট রাইটিং জব গুলো খুঁজতে পারেন। এতে কোনো না কোনো প্লাটফর্ম বা ওয়েবসাইট থেকে কাজ অবশই পেয়ে যাবেন।
২. Optimize Your Profile:
প্রতিটি freelancing platform গুলোতে ক্লায়েন্টরা আপনাকে কাজ দেওয়ার আগে আপনার profile অবশই দেখবে। আর যদি আপনার প্রোফাইল ভালোভাবে অপটিমাইজড না থাকে, প্রোফাইল পিকচার না থাকে, আপনার রাইটিং স্কিল, কাজের অভিজ্ঞতা এবং কাজের স্যাম্পল গুলোর উল্লেখ না থাকে, তাহলে ক্লায়েন্টরা আপনাকে সহজে কাজ দিবেনা।
বিপরীতে, যদি এই সমস্ত বিষয় গুলোর উল্লেখ আপনার প্রোফাইলে থাকে, তাহলে অনেক সহজেই ক্লায়েন্টদের থেকে কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে।
৩. Bid on High-Paying Projects:
Freelancing platform গুলোর থেকে নিয়মিত অধিক টাকা উপার্জন করতে আপনাকে এমন প্রজেক্ট গুলোতে কাজ করা দরকার যেগুলোতে অধিক টাকা প্রতি প্রজেক্টে পাওয়া যাবে। এক্ষেত্রে আপনি এমন কাজ গুলো নিতে পারেন যেগুলো অনেক লম্বা সময় পর্যন্ত চলতে পারে বা এক সাথে অনেক আর্টিকেল লেখার প্রজেক্ট পাওয়া যাচ্ছে।
৪. Leverage Social Media:
LinkedIn, Twitter, এবং Facebook-এর মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোকে কাজে লাগিয়ে আপনি আপনার কাজের এবং লেখার দক্ষতা গুলো নতুন নতুন লোকেদের এবং পাশাপাশি নানান সম্ভাব্য ক্লায়েন্টদের কাছে প্রদর্শন করতে পারবেন। অধিক এবং নিয়মিত কাজ পেতে আপনি নানান content writing groups গুলোতে ভিজিট করে সেখানে অংশগ্রহণ করতে পারেন।
৫. Create Your Own Blog:
যদি আপনি কারো হয়ে কাজ না করে নিজের লেখা আর্টিকেল গুলোকে কাজে লাগিয়ে সরাসরি ডেইলি ১০০০ টাকা আয় করে নিতে চাইছেন, সেক্ষেত্রে আপনি blogging করতে পারেন। Blogging আসলে এমন একটি কৌশল যেখানে আপনাকে নিজের একটি Blog website তৈরি করে সেখানে নিয়মিত text article গুলো publish করতে হয়।
একটি ব্লগ থেকে আপনি নানান উপায়ে টাকা ইনকাম করতে পারবেন। যেমন ধরুন, ব্লগে Google AdSense ads দেখিয়ে, এফিলিয়েট মার্কেটিং করে বা নানান অ্যাপস গুলো রেফার করে ইনকাম করা যায়।
যেই আর্টিকেলটি আপনি পড়ছেন এটা আমার ব্লগ banglatech.info-তে পাবলিশ করা হয়েছে। আর এই ব্লগে আমি Google AdSense-এর বিজ্ঞাপন দেখিয়ে নিয়মিত ডলারে টাকা ইনকাম করে থাকি।
৬. Build Long-Term Relationships:
Freelance content writing-এর কাজ করে প্রতিদিন টাকা ইনকাম করতে হলে আপনাকে নিজের clients-দের সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করতে হবে। সঠিকভাবে এবং সময়মতো আর্টিকেল গুলো লিখে জমা দিতে হবে। এতে, যেই ক্লায়েন্ট একবার আপনার থেকে কাজ করাবে সেই বার বার আপনার দ্বারা কাজ করিয়ে নিতে চাইবেন।
কোন কনটেন্ট রাইটিং জব ওয়েবসাইট গুলো কাজে লাগানো যাবে?
কনটেন্ট রাইটিং জব গুলো করে নিয়মিত অর্থ উপার্জন করতে হলে নিচে বলে দেওয়া এই অনলাইন ওয়েবসাইট গুলোকে কাজে লাগানো যাবে। এক্ষেত্রে এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে সরাসরি আর্টিকেল লিখে জমা দিয়ে পেমেন্ট নেওয়া যাবে।
আবার এমনও প্রচুর freelancing website গুলো আছে যেগুলোতে আপনাকে উপলব্ধ নানান কাজের মধ্যে থেকে কনটেন্ট রাইটিং রিলেটেড কাজ গুলো করার জন্য এপ্লাই করতে হয়।
১. flexjobs: এটা একটি সেরা অনলাইন রিমোট জব সাইট যেখানে কনটেন্ট রাইটিং সহ একাধিক ক্যাটাগরিতে জব গুলো পাওয়া যাবে। এটাও একটি freelancing platform বললেই চলে।
২. Fiverr: এখানে আপনারা নিজের কনটেন্ট রাইটিং পরিষেবাগুলো শুধুমাত্র $5 এর প্রাইস এর বিপরীতে অফার করতে পারেন।
৩. Medium partner program: মিডিয়াম হলো একটি অনেক জনপ্রিয় অনলাইন ওয়েবসাইট যেখানে যেকোনো বিষয়ে আর্টিকেল লিখে পাবলিশ করতে পারবেন। এখানে একটি পার্টনার প্রোগ্রামও রয়েছে। এই প্রোগ্রাম অনুযায়ী, medium-এ পাবলিশ করা আপনার আর্টিকেল গুলোর এনগেজমেন্ট, ভিউ এবং ইউজার দ্বারা করা কার্যকলাপের উপর নির্ভর করে আপনাকে টাকা ইনকামের সুযোগ দেওয়া হয়।
৪. Freelancer: এটাও একটি অনেক জনপ্রিয় এবং বিখ্যাত freelancing platform যেখানে নিয়মিত কনটেন্ট রাইটিং রিলেটেড নানান জবস গুলো পাবেন।
৫. LinkedIn: এটা একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেখানে মূলত ক্যারিয়ার এবং জব রিলেটেড পোস্ট গুলো করা হয়। এখানে আপনি কনটেন্ট রাইটিং রিলেটেড প্রচুর কাজ পেয়ে যাবেন। যেমন, স্টোরি রাইটিং, স্ক্রিপ্ট রাইটিং, আর্টিকেল রাইটিং ইত্যাদি।
৬. Upwork: এই freelancing website-এর মধ্যে আপনি প্রচুর হাই পেয়িং কনটেন্ট রাইটিং প্রজেক্ট গুলো পেতে পারবেন। তবে মনে রাখবেন এখানে কাজ পেতে আপনার মোটামোটি ভালো কাজের অভিজ্ঞতার প্রয়োজন হবে।
৭. Truelancer.com: এখানে আপনি একজন ইংলিশ বা বাংলা কনটেন্ট লেখক হিসেবে নিজের প্রোফাইল তৈরি করে নানান উপলব্ধ রাইটিং জবস গুলোর জন্য এপ্লাই করতে পারবেন।
অবশই পড়ুন:
- Sweet bitcoin app: গেম খেলে বিটকয়েন ইনকাম করুন
- অনলাইনে টাকা ইনকামের নতুন ওয়েবসাইট গুলো
- Taskbucks app থেকে কিভাবে ইনকাম করবেন?
FAQ’s On How To Earn 1000 Daily By Writing Articles?
কোনো বিনিয়োগ ছাড়া অনলাইনে দৈনিক ৫০০ থেকে ১০০০ টাকা আয় করার সেরা উপায় কিছু হলো, Blogging, Data Entry, Content Writing, YouTube, Sell Online Courses, Affiliate Marketing ইত্যাদি।
অনলাইনে প্রতিদিন ২০০ টাকা ইনকাম করার এমনিতে প্রচুর উপায় গুলি রয়েছে। যেমন, Online surveys, Freelancing, Micro tasks, Refer income apps ইত্যাদি।
অনলাইনে কাজ করে দৈনিক টাকা ইনকাম করার যেই উপায় গুলির বিষয়ে বলা হয়েছে সেই উপায় গুলি কেবল তখন সহজ মনে হবে যদি সেই কাজের বিষয়ে আপনার আগের থেকে নলেজ, অভিজ্ঞতা বা আইডিয়া থাকে। তাই, যেই কাজের বিষয়ে আপনি আগের থেকেই জানেন সেই কাজের ধরণটি সিলেক্ট করুন।