মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ – (লাইভ টিভি চ্যানেল apps)

বর্তমান সময়ে মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ বা লাইভ টিভি চ্যানেল apps গুলো কি কি রয়েছে সেই প্রত্যেক অ্যাপস গুলোর বিষয়ে নিচে জানবো। মোবাইলে ফ্রি টিভি দেখার উপায় হিসেবে Google Play Store এর মধ্যে হাজারো apps অবশই রয়েছে।

এই TV apps গুলোতে আপনারা নিজের মন পছন্দের বিভিন্ন লাইভ টিভি চ্যানেল গুলো অবশই পেয়ে যাবেন।

মূলত আমরা বাঙালিরা মোবাইলে বাংলা টিভি চ্যানেল লাইভ দেখতে অধিক পছন্দ করে থাকি।

তাই, নিচে আমি যেগুলো ফ্রি লাইভ টিভি অ্যাপস গুলোর বিষয়ে বলে দিচ্ছি সেগুলো ব্যবহার করলেই আপনারা নিজের মোবাইলে বাংলা, ইংলিশ বা হিন্দি ইত্যাদি টিভি চ্যানেল গুলো দেখতে পারবেন।

কর্মজীবনের ঘেরাটোপে আটকে পরে এখন বহু মানুষ স্বস্তিতে টিভি বা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার অনুভূতি কি সেটাই ভুলতে বসেছে।

কিন্তু বর্তমানে দিনের বেশিরভাগ সময় ব্যস্ততায় কেটে গেলেও, অত্যাধুনিক প্রযুক্তি আমাদের জীবনে মনোরঞ্জনের অভাব একেবারেই ঘটতে দেয়নি।

কেননা আমাদের হাতে থাকা মোবাইল নামক বস্তুটি যেমন – ক্যালেন্ডার, ক্যালকুলেটর, ঘড়ির কাজ কেড়ে নিয়েছে, তেমনি টিভির যাবতীয় কার্যাবলীও এই মুঠোবন্দি যন্ত্রটিই করে দিচ্ছে।

যার দরুন অফিসে বসে বা ঘুরতে গিয়েও স্মার্টফোনে লাইভ টিভি অ্যাপ ডাউনলোড করে লেটেস্ট নিউজ থেকে শুরু করে চলচ্চিত্র, সিনেমা, ওয়েব সিরিজ, রিয়ালিটি সহ, স্পোর্টস ইভেন্ট সব দেখতে পারবেন আপনি।

এক্ষেত্রে গুগল প্লে স্টোর ঘাটলে এরূপ হাজারো লাইভ টিভি দেখার অ্যাপ্লিকেশন আপনি খুঁজে পাবেন।

কিন্তু যেকোনো একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেই কিন্তু আপনি আশানুরূপ অভিজ্ঞতা লাভ নাও করতে পারেন।

তাই আজ আমরা আপনার সুবিধার্থে অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ ১৫টি সেরা লাইভ টিভি অ্যাপস এর তালিকা নিয়ে চলে এসেছি।

মোবাইলে টিভি দেখার সেরা লাইভ টিভি চ্যানেল apps

মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ
মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ (Best mobile tv apps list).

মোবাইলে ফ্রি টিভি দেখার উপায় হিসেবে যেই অ্যাপ গুলোর বিষয়ে নিচে বলেছি সেগুলোর সবথেকে মজার বিষয় হল,

এই সকল অ্যাপে লাইভ টিভি সহ যাবতীয় কনটেন্ট দেখতে পারবেন কোনও সাবস্ক্রিপশন চার্জ ছাড়াই।

চলুন তাহলে তালিকাটি এবার দেখে নেওয়া যাক।

১. nexGTv :

ফ্রি লাইভ টিভি স্ট্রিমিং অ্যাপ এর তালিকার প্রথমেই আছে নেক্সজিটিভি।

এটি সকল প্রকারের অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আপনি গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপকে ডাউনলোড করতে পারবেন।

এখানে একাধিক ক্যাটাগরির লাইভ টিভি চ্যানেল অ্যাক্সেস করতে পারবেন,

যেমন – ইংরেজি চলচ্চিত্র, হিন্দি চলচ্চিত্র, মিউজিক, নিউজ ইত্যাদি।

আর নেক্সজিটিভি -তে থাকা কার্যকরী ফিচার সমূহ এটিকে ভারতের অন্যতম সেরা ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম করে তুলেছে।

nexGTv অ্যাপ ফিচার –

• সমস্ত চ্যানেলের জন্য এক সপ্তাহের ‘ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক প্রোগ্রাম গাইড’ (EPG) পাওয়া যাবে।
• চ্যানেল রি-অর্ডার এবং ডিলিট করা যাবে।
• ইন্টারেক্টিভ অন-স্ক্রীন কন্ট্রোল।
• পিকচার মোডে কনটেন্ট দেখা যাবে।
• ভলিউম নিয়ন্ত্রণ ও চ্যানেল সার্চ করার বিকল্প পাওয়া যাবে।

২. YuppTV :

লাইভ টিভি অ্যাপস হিসেবে ইয়াপ্প টিভি ২০০টিরও বেশি লাইভ চ্যানেল অফার করে।

এই টপ-রেটেড লাইভ টিভি অ্যাপটি আপনাকে নানাবিধ ক্যাটাগরি অন্তর্ভুক্ত কনটেন্ট অ্যাক্সেস করতে দেবে।

যেমন – সংবাদ, খেলাধুলা, রোমান্স-কমেডি-অ্যাকশন মুভি, সঙ্গীত সহ আরও অনেক চ্যানেল বিদ্যমান আছে এই প্ল্যাটফর্মে।

এছাড়া একাধিক রিজিওনাল বা আঞ্চলিক চ্যানেলও সামিল করা হয়েছে এখানে।

ইয়াপ্প টিভির সাথে আপনি ৭ দিনের ক্যাচ-আপ টিভিও পাবেন।

তবে অ্যাপে তালিকাভুক্ত চ্যানেল আঞ্চলিক উপলব্ধতা অনুযায়ী পরিবর্তিত হতে পারে।

YuppTv অ্যাপ ফিচার –

• ২০০টিরও বেশি টিভি চ্যানেল।
• ৭ দিনের ক্যাচ-আপ টিভি।
• লেটেস্ট আঞ্চলিক এবং বলিউড/হিন্দি সিনেমার অ্যাক্সেস।

৩. Zenga TV :

মোবাইলে টিভি দেখার সফটওয়্যার হিসেবে জেঙ্গা টিভি আপনাকে ১০০টিরও বেশি live TV channel-এর মধ্যে সুইচ করার সুবিধা দেবে।

এখানে আপনি বিভিন্ন ভারতীয় এবং আন্তর্জাতিক কনটেন্ট উপলব্ধ পেয়ে যাবেন।

এছাড়া – ভারতীয় তথা হলিউড সিনেমা, লাইফস্টাইল, ফুড, এন্টারটেইনমেন্ট, রিজিওনাল ইত্যাদি বিষয়ক চ্যানেল স্ট্রিম করা হয়।

জেঙ্গা টিভিতে – ২জি, ৩জি, ৪জি এবং ওয়াই-ফাই নেটওয়ার্কে ফ্রি লাইভ টিভি দেখা যাবে।

Zenga TV অ্যাপ ফিচার –

• ফুল-স্ক্রীন ভিউয়িং।
• কনটেন্ট-ভিত্তিক ডিসপ্লে বৈশিষ্ট্য পরিবর্তন।
• সার্চ ফাংশনালিটি।
• ফাস্ট চ্যানেল স্যুইচিং।
• ইন্টারেক্টিভ অন-স্ক্রীন কন্ট্রোল।
• ওয়াচ লেটার সেকশনের অধীনে কনটেন্ট সংরক্ষণ৷

৪. Vi Mobile TV Movies & Shows :

আপনি যদি ভোডাফোন-আইডিয়া (Vodafone-Idea) টেলিকম সংস্থার গ্রাহক হন,

তাহলে ভিআই মোবাইল টিভি অ্যান্ড শোজ অ্যাপটি আপনার জন্য।

এই অ্যাপটি আঞ্চলিক ভাষার চ্যানেল সহ বিবিধ ক্যাটাগরি অন্তর্ভুক্ত কনটেন্ট অ্যাক্সেস করতে দেয়।

এখানে আপনি – হিন্দি, মালায়ালাম, তামিল, বাংলা, পাঞ্জাবি ইত্যাদি টিভি চ্যানেল তালিকাভুক্ত পেয়ে যাবেন।

যার মধ্যে কয়েকটি চ্যানেল নিম্নরূপ –

Aaj Tak,
CNBC News18,
CNBC TV18,
MTV,
MTV Beats,
& Pictures,
Comedy Central,
India Today,
CNBC Awaz,
Republic TV,
NDTV,
History TV18,
DD Bharti,
Zee Bioskop,
DD Retro,
Zee Anmol,
& Flix,
Zee TV,
DD National,
Dangal TV,
Colors,
Sun TV,
Discovery,
Nickelodeon India, etc.

Vi Movies and TV অ্যাপ ফিচার –

• বিভিন্ন ধরনের চ্যানেল ক্যাটাগরি আছে, যেমন – স্পোর্টস, মিউজিক, নিউজ, রিজিওনাল ইত্যাদি।
• হিন্দি, মালয়ালম, তামিল, কন্নড়, তেলেগু, বাংলা, উর্দু -এর মতো বিভিন্ন ভাষার চ্যানেল অন্তর্ভুক্ত।
• পছন্দ অনুযায়ী ডাউনলোড কোয়ালিটি চয়ন করার বিকল্প।

৫. JioTV :

রিলায়েন্স জিও টেলিকম সংস্থার সিম ব্যবহারকারী প্রায় প্রত্যেক ব্যক্তির স্মার্টফোনে এখন জিও টিভি নামক অ্যাপটি পাওয়া যাবে।

তবে এই অ্যাপ জিও সিম-গ্রাহক ছাড়া বাদবাকিরাও ব্যবহার করতে পারবে।

তাই, যদি আপনার কাছে জিওর সিম থেকে থাকে তাহলে,

এই ফ্রি অ্যাপ আপনার জন্যে মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ হিসেবে দারুন কাজ করবে।

জিও টিভি অ্যাপের মাধ্যমে ৬৫০টিরও বেশি সংখ্যক টিভি চ্যানেল বিনামূল্যে দেখার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন আপনি।

তদুপরি, ইংরেজি, হিন্দি, কন্নড়, তামিল, পাঞ্জাবি, মালয়ালম, অসমীয়া, তেলেগু, মারাঠি, বাংলা, গুজরাটি, ভোজপুরি, উর্দু সহ ১৫টিরও বেশি ভাষায় কনটেন্ট স্ট্রিম করা হয় এখানে।

এছাড়া এই অ্যাপে – এন্টারটেইনমেন্ট, সিনেমা, স্পোর্টস, নিউজ, ডিভোশনাল, এডুকেশনাল, লাইফস্টাইল, কিডস বা কার্টুন ইত্যাদি বিষয়ক লাইভ টিভি চ্যানেল তালিকাভুক্ত আছে।

Jio TV অ্যাপ ফিচার –

• ৭ দিনের ক্যাচ-আপ টিভি।
• সুবিধামত লাইভ চ্যানেলগুলিকে পোজ ও প্লে করা যাবে৷
• পছন্দের চ্যানেল বা প্রোগ্রামগুলিকে ‘ফেভারেট’ হিসাবে শর্ট লিস্ট করা যাবে।
• শো রেকর্ড করে সেগুলিকে সুবিধামত সময়ে দেখুন৷
• কনটেন্ট চলাকালীন ৩০ সেকেন্ডের জন্য রিওয়াইন্ড বা ফরওয়ার্ড করা যাবে।
• ভিডিও কোয়ালিটি চয়নের স্বাধীনতা৷

৬. Airtel Xstream App :

আপনি যদি একজন এয়ারটেল সিম ব্যবহারকারী হন তাহলে এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপ আপনার জন্যই।

এই অ্যাপটি ৩৫০টিরও বেশি টিভি চ্যানেলের অ্যাক্সেস দেবে।

যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে – নিউজ, এন্টারটেইনমেন্ট, ইনফোটেইনমেন্ট, মিউজিক, সিনেমা, লাইফস্টাইল, স্পোর্টস, ডিভোশনাল বা ভক্তিমূলক এবং বাচ্চাদের চ্যানেল।

এছাড়াও আপনি একাধিক ভাষায় কনটেন্ট দেখতে পারবেন যেমন – ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, বাংলা , কন্নড়, মালয়ালম, মারাঠি, ওড়িয়া, অসমীয়া, পাঞ্জাবি, ভোজপুরি, গুজরাটি এবং উর্দু।

সর্বোপরি, এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপ আপনাকে একাধিক পার্টনার অ্যাপের অ্যাক্সেসও প্রদান করে,

যেমন – ZEE5, Hungama, Eros Now, ShareIt, YouTube, Shemaroome, Ultra, Curiosity Stream, ইত্যাদি।

আলোচ্য প্ল্যাটফর্মের প্রিমিয়াম প্ল্যানগুলিকে এয়ারটেলের নির্বাচিত কয়েকটি রিচার্জ প্যাকের সাথে বিনামূল্যে অফার করা হয়।

Airtel Xstream অ্যাপ ফিচার –

• ৩৫০টিরও বেশি লাইভ চ্যানেল দেখা যাবে।
• ওয়াচলিস্ট তৈরি করা যাবে।
• মাল্টি-ডিভাইস অ্যাক্সেস।
• ভিডিও কোয়ালিটি চয়ন করা যাবে।

৭. MX Player :

এমএক্স প্লেয়ার বর্তমানে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে।

এই মোবাইল ভিডিও প্লেয়ারটি আপনাকে বিনামূল্যে অরিজিনাল শো এবং সিরিয়াল দেখতে দেবে।

এখানে হিন্দি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষার চ্যানেল অন্তর্ভুক্ত এবং একই সাথে অন্য ভাষার কনটেন্ট নিজের ভাষায় দেখার সুবিধা পাবেন।

MX Player অ্যাপ ফিচার –

• জনপ্রিয় টিভি শো দেখা যাবে।
• হিন্দিতে ডাব করা কোরিয়ান ওয়েব সিরিজ দেখা যাবে।
• তেলেগু, তামিল, কন্নড়, মারাঠি, বাংলা, গুজরাটি, হিন্দি, পাঞ্জাবি, ভোজপুরি, মালায়লাম এবং ইংরেজি ভাষায় টিভি সিরিয়াল দেখার বিকল্প।
• বিভিন্ন এমএক্স অরিজিনাল বিনামূল্যে দেখা যাবে, যথা – আশ্রম (Aashram), হাই (High), ভাউকাল (Bhaukaal), কুইন (Queen), ডেঞ্জারাস (Dangerous) ইত্যাদি।
• জনপ্রিয় টিভি চ্যানেল গুলির জন্য থাকছে ক্যাচ-আপ ফিচার।

৮. Disney+ Hotstar :

যাবতীয় স্টার নেটওয়ার্ক চ্যানেলগুলি মোবাইলে দেখা যাবে শুধুমাত্র ডিজনি+হটস্টার অ্যাপের মাধ্যমে।

এই অ্যাপ অ্যাক্সেস করার জন্য সাবস্ক্রিপশনের প্রয়োজন হয়।

ফলে লাইভ টিভি দেখার জন্য বছর প্রতি ৪৯৯ টাকা বা প্ল্যানের ভিত্তিতে আরো বেশি চার্জ করা হয়।

তবে জিও এবং এয়ারটেল সংস্থা দুটি তাদের বেশ কয়েকটি রিচার্জ প্ল্যানের সাথে ফ্রি ডিজনি+ হটস্টার মেম্বারশিপ অফার করে থাকে।

ফলে এই সকল রিচার্জ প্ল্যান কেনার মাধ্যমে এই উক্ত অ্যাপটির ফ্রি মেম্বারশিপ হস্তগত করতে পারেন।

Disney+ Hotstar অ্যাপ ফিচার –

• লেটেস্ট স্টার টিভি সিরিয়ালগুলি টিভিতে প্রিমিয়ার হওয়ার আগেই দেখুন।
• লেটেস্ট-লঞ্চ বলিউড সিনেমা।
• হটস্টার স্পেশাল -এর এক্সক্লুসিভ কনটেন্ট লাইব্রেরির অ্যাক্সেস।
• লাইভ স্পোর্টস চ্যানেল দেখার সুবিধা।

৯. SonyLIV :

সনিলিভ ভারতের ‘বেস্ট লাইভ টিভি’ অ্যাপগুলির মধ্যে একটি।

আপনি সনিলিভ অ্যাপের মাধ্যমে সমস্ত সনি নেটওয়ার্ক চ্যানেল স্ট্রিম করতে পারবেন।

যদিও সনিলিভ অ্যাপে লাইভ টিভি অ্যাক্সেস করার জন্য প্রিমিয়াম মেম্বারশিপের প্রয়োজন হয়, যার প্রারম্ভিক মূলত ২৯৯ টাকা।

তবে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে (Flipkart) অর্জিত সুপার কয়েন ব্যবহার করে সনিলিভ অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনা সম্ভব। যদিও এই সুবিধা শুধুমাত্র ফ্লিপকার্ট প্লাস মেম্বারদের জন্যই উপলব্ধ।

SonyLIV অ্যাপ ফিচার –

• প্রিমিয়াম এবং স্পোর্টস কনটেন্টের ফ্রি স্ট্রিমিং।
• সনিলিভ অরিজিনাল ওয়েব সিরিজ দেখার সুযোগ।
• ১০০টিরও বেশি নতুন প্রিমিয়াম এবং আন্তর্জাতিক সিরিজ।
• সর্বোচ্চ ৫টি স্বতন্ত্র পার্সোনালাইজড প্রোফাইল তৈরির বিকল্প৷
• সনি সেট (Sony SET) এবং সাব টিভি (SAB TV) চ্যানেলের শো গুলির লেটেস্ট এপিসোড দেখুন৷
• একই সাথে ২টি স্ক্রিনে (মূল এবং পাশে সেকেন্ডারি) কনটেন্ট দেখুন।

১০. Voot :

ভিয়াকম ১৮ (Viacom 18) চ্যানেল সংস্থা পরিচালিত যাবতীয় চ্যানেল অর্থাৎ – Colors TV, MTV, Comedy Central ইত্যাদি দেখা যাবে ভুট অ্যাপের মাধ্যমে।

এই অ্যাপে জনপ্রিয় টিভি সিরিয়াল এবং শো -এর নতুন এপিসোড দেখা সম্ভব।

বিশেষত আপনি যদি বিগ বস নামক রিয়ালিটি শোয়ের অনুরাগী হন তবে এটি আপনার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম।

এছাড়াও এই অ্যাপটি আপনাকে লেটেস্ট তথা বিদ্যমান সমস্ত ভুট সিলেক্ট অরিজিনাল (Voot Select Originals) ওয়েব সিরিজ দেখার অনুমতি দেয়।

এক্ষেত্রে বিনামূল্যে লাইভ টিভি ও শো দেখার জন্য পেটিএম ফার্স্ট (Paytm First) বিকল্প ব্যবহার করে একটি কমপ্লিমেন্টারি ভুট প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যেতে পারেন।

Voot অ্যাপ ফিচার –

• Colors TV, MTV, Comedy Central প্রভৃতি লাইভ টিভি চ্যানেলের অ্যাক্সেস।
• লেটেস্ট ভুট অরিজিনাল দেখার সুবিধা।
• রিয়েলিটি শোগুলির লেটেস্ট এপিসোড দেখা যাবে৷
• আঞ্চলিক বা রিজিওনাল টিভি শো দেখা যাবে।
• এক্সক্লুসিভ কনটেন্ট সমূহ।
• টিভিতে সম্প্রসার করার ২৪ ঘন্টা আগেই সিরিয়াল বা রিয়ালিটি শোয়ের পর্বগুলি দেখা যাবে৷

১১. Tata Play :

একটি টাটা প্লে DTH (ডাইরেক্ট টু হোম) পরিষেবা ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনে লাইভ টিভি দেখতে পারবেন।

এর জন্য প্রথমেই ডিভাইসে ইনস্টল থাকা টাটা প্লে অ্যাপটি খুলুন এবং আপনার কাস্টমার আইডি বা রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে সাইন ইন করুন।

এবার, লাইভ টিভি ট্যাবে চলে যান এবং বিভিন্ন ক্যাটাগরির চ্যানেল ব্রাউজ করুন।

এখানে প্রি-সিলেক্ট প্ল্যানে উপলব্ধ সমস্ত চ্যানেল দেখা যাবে।

Tata Play অ্যাপ ফিচার –

• টাটা প্লে ডিটিএইচ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যের অ্যাক্সেস।
• প্রোগ্রাম লিস্টিং এবং সারসংক্ষেপ ব্রাউজ করার সুযোগ।
• পছন্দের শো এবং সিরিয়ালের জন্য রিমাইন্ডার সেট করার বিকল্প।

১২. Bongo app :

বঙ্গ অ্যাপটি হল বাংলা ভাষার কন্টেন্টের সবচেয়ে সংগ্রহশালা।

এই অ্যাপে আপনি – চলচ্চিত্র, টিভি শো, লাইভ সংবাদ সহ আরও অনেক কিছু বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবেন।

এর জন্য আপনাকে নিজের মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাপে সাইন ইন করতে হবে শুধু।

Bongo অ্যাপ ফিচার –

• প্রতি সপ্তাহে নতুন বাংলা কনটেন্ট রিলিজ হয়৷
• সিনেমা, টিভি শো, নিউজ ইত্যাদি বিষয় কেন্দ্রিক একাধিক বাংলা চ্যানেল বিদ্যমান।

১৩. Zee5 :

জি৫ হল একটি জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যা মূলত অরিজিনাল ওয়েব সিরিজ এবং সিনেমা স্ট্রিমিংয়ের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

তবে আপনি স্মার্টফোন বা ট্যাবলেটের মাধ্যমে এই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত ৯০টিরও বেশি লাইভ টিভি দেখতে পাবরেন।

জি৫ অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের দাম তিন মাসের জন্য ২৯৯ টাকা এবং ১২ মাসের জন্য ৪৯৯ টাকা।

তবে আপনি বিভিন্ন রিচার্জ প্ল্যান বা ব্যাঙ্ক অফারের অধীনে অ্যাপটির ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।

এক্ষেত্রে জানিয়ে রাখি, পেটিএম (Paytm) তাদের লয়্যালটি প্রোগ্রাম ফার্স্টের সদস্যদের জি৫ অ্যাপের ৩-মাসের ফ্রি মেম্বারশিপ প্রদান করছে।

অন্যদিকে ভোডাফোন-আইডিয়া (Vodafone-idea) তাদের গ্রাহকদের নির্বাচিত রিচার্জ প্ল্যানের সাথে জি৫ অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে।

Zee5 অ্যাপ ফিচার –

• অফলাইন মোডে ডাউনলোড।
• চ্যানেল প্রোগ্রামিংয়ের জন্য লাইভ টিভি গাইড।
• লাইভ নিউজ।
• জনপ্রিয় টিভি চ্যানেলের জন্য ক্যাচ-আপ ফিচার।
• ভয়েস সার্চ সহ একাধিক স্মার্ট কনটেন্ট সার্চ বিকল্প।
• নিরবচ্ছিন্ন ভিডিও প্লেব্যাক।

১৪. Nat Geo TV :

ন্যাট জিও টিভি অ্যাপে বিবিধ বিষয় কেন্দ্রিক ডকুমেন্টারি দেখা যাবে।

যেমন – ওয়াইডলাইফ, ইঞ্জিনারিং, সায়েন্স, ট্রাভেল, হিস্টোরি ইত্যাদি বিষয়ক কনটেন্ট অন্তর্ভুক্ত।

এছাড়া, এখানে একসাথে ন্যাট জিও টিভি এবং ন্যাট জিও ওয়াইল্ড শোয়ের অ্যাক্সেস মিলবে।

Nat Geo TV ফিচার –

• যেকোনো শোয়ের সম্পূর্ণ এপিসোড বিনামূল্যে স্ট্রিম করা যাবে।
• বিভিন্ন ক্যাটাগরি অন্তর্ভুক্ত শো এবং ডকুমেন্টারির বিশাল সংগ্রহশালা বিদ্যামান।

১৫. FloSports :

আপনি যদি লাইভ স্পোর্টস ইভেন্ট দেখতে বিশেষ আগ্রহী থাকেন তবে, ফ্লোস্পোর্টস অ্যাপ আপনার জন্য উপযুক্ত।

এই অ্যাপের মাধ্যমে – লাইভ ইভেন্ট, অরিজিনাল ফিল্ম এবং কুস্তি, মার্চিং, সাইক্লিং, ফুটবল, বাস্কেটবল, হকি, এমএমএ (MMA) ইত্যাদি হাজারো স্পোর্টস চ্যানেলে লাইভ খেলা দেখার অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

FloSports অ্যাপ ফিচার –

• লাইভ স্পোর্টস ইভেন্ট স্ট্রিমিং।
• গ্লোবাল কনটেন্ট সমূহের অ্যাক্সেস।
• অরিজিনাল ফ্লিম এবং লাইভ ইভেন্ট ব্রাউজ।

অ্যান্ড্রয়েড টিভিতে ফ্রি লাইভ টিভি অ্যাপ কীভাবে ইনস্টল করবেন ?

মোবাইলের মতোই অ্যান্ড্রয়েড টিভিতেও গুগল প্লে স্টোরের মাধ্যমে অ্যাপ ডাউনলোড করা যায়।

তাই উক্ত অ্যাপ ডাউনলোডিং প্ল্যাটফর্ম থেকে আপনি নির্দিষ্ট এক বা একাধিক অ্যাপ সহজেই আপনার অ্যান্ড্রয়েড টিভিতে ইনস্টল করতে পারবেন।

যদিও কিছু অ্যাপ এমনও রয়েছে যা থার্ড পার্টি সোর্স থেকে ডাউনলোড করতে হয়।

তাই আপনার সুবিধার্থে এই সকল অ্যাপ ইনস্টল করার ধাপসমূহ আমরা নিচে দিলাম,

১. ল্যাপটপ বা অন্য কোনো ডিভাইসে একটি অ্যাপ ডাউনলোড করুন।

সেই ফাইলটি এবার পেনড্রাইভে স্থানান্তর করুন এবং ইনস্টলেশনের জন্য পেনড্রাইভটিকে আপনার অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির সাথে সংযুক্ত করুন।
২. এরপর টিভিতে ফাইল ম্যানেজার অ্যাপ ইনস্টল করতে হবে।
৩. এবার উক্ত অ্যাপটি ডাউনলোড করার জন্য টিভির রিমোট ব্যবহার করে কার্সার সরিয়ে ‘OK’ বাটনে ক্লিক করুন এবং অ্যাপটি ইনস্টল করুন।
৪. ইনস্টলেশনের পরে OTP ব্যবহার করে সেই অ্যাপে লগ ইন করুন এবং বিনামূল্যে লাইভ টিভি দেখার সুবিধা উপভোগ করুন।

কীভাবে অ্যান্ড্রয়েড টিভিতে লাইভ টিভি দেখবেন ?

১. টিভির হোম স্ক্রীনে থাকা অ্যাপ সেকশনে গিয়ে রিমোর্টের মাধ্যমে স্ক্রোল করুন।
২. Google Play store অ্যাপটিতে ক্লিক করুন।
৩. উপরি উল্লেখিত যেকোনো ফি লাইভ টিভি অ্যাপের নাম লিখে সার্চ করুন।
৪. অ্যাপটি এবার টিভিতে ইনস্টল করুন এবং ইনস্টল হওয়ার পর ডাবল ক্লিক করে অ্যাপ ওপেন করুন।

 

আমাদের শেষ কথা,,

আজকের আমাদের এই সেরা মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ বা লাইভ টিভি চ্যানেল apps গুলো নিয়ে লিখা আর্টিকেলটি কেমন লাগলো ?

নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।

আপনারা যদি নিজের এন্ড্রয়েড মোবাইলে টিভি দেখার জন্যে একটি ভালো লাইভ টিভি অ্যাপ খুঁজছেন,

তাহলে ওপরে প্রত্যেকটি অ্যাপ এর বিষয়ে বলে দেওয়া হয়েছে।

আপনি আপনার পছন্দ মতো অ্যাপ নিজের এন্ড্রয়েড মোবাইল বা এন্ড্রয়েড টিভিতে ইনস্টল করে টিভি দেখতে পারবেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top