৯টি নতুন টিকটক ভিডিও বানানোর ও এডিট করার সফটওয়্যার – ২০২4

Last updated on February 8th, 2024 at 12:50 pm

এমনিতে, TikTok অ্যাপ এর মধ্যেই আমরা সরাসরি ভিডিও গুলো এডিট করার সফটওয়্যার বা টুল পেয়ে থাকি। এই ভিডিও এডিটিং টুলটি ব্যবহার করেও আমরা আমাদের টিকটক ভিডিও গুলিতে নানান sound effect, video effects, sticker, background এবং animation এপ্লাই করতে পারি। তবে, TikTok ব্যবহার করে কিছুদিন বেসিক ভিডিও তৈরি করার পর, এখন হয়তো সেই একি ধরণের টিকটক ভিডিও গুলো বানিয়ে আপনি বিরক্ত হয়ে গিয়েছেন।

টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার ডাউনলোড

চিন্তা করতে হবেনা, আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি এমন ৯টি টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার গুলোর বিষয়ে আপনাদের বলবো যেগুলি ব্যবহার করে ভাইরাল হওয়ার মতো এবং সম্পূর্ণ প্রফেশনাল ভাবে টিকটক ভিডিও গুলো বানাতে পারবেন।

এই অ্যাপস গুলোকে আপনি টিকটক ভিডিও এডিট করার সফটওয়্যার হিসেবেও ব্যবহার করতে পারবেন। মানে, আগের থেকে তৈরি ভিডিও গুলিকে এই টিকটক ভিডিও বানানোর অ্যাপস গুলোর দ্বারা সম্পূর্ণভাবে কেবল টিকটক এর জন্য এডিট করতে পারবেন।

অবশই পড়ুন: আমার টিকটক ভিডিও ভাইরাল হয় না কেন?

এছাড়া, নিচে বলে দেওয়া এই TikTok video maker Apps গুলো Google Play Store-থেকে সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। 

৯টি টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার/অ্যাপস – ২০২4

এন্ড্রয়েড মোবাইলে জন্য টিকটক ভিডিও বানানোর যেগুলি সফটওয়্যার বা অ্যাপস এর বিষয়ে আমি বলতে চলেছি, সেগুলি টিকটক এর মতো শর্ট ভিডিও তৈরি করার জন্য সেরা অ্যাপস। এছাড়া, এই অ্যাপস গুলো ব্যবহার করে টিকটক এবং অন্যান্য নানান সোশ্যাল মিডিয়া গুলোর জন্য ভিডিও গুলি সুন্দরভাবে এডিটও করা যাবে।

রিলেটেড: ছবি দিয়ে ভিডিও তৈরি করার সেরা অ্যাপস/ফটওয়্যার

তাহলে চলুন, নিচে আমরা সরাসরি টিকটকের জন্য ভিডিও তৈরি ও এডিট করার সেরা নতুন অ্যাপস গুলোর বিষয়ে জেনেনেই। 

১. Funimate Video Editor & Maker

টিকটক ভিডিও বানানোর অ্যাপস

Funimate, একটি সেরা টিকটক ভিডিও এডিটিং অ্যাপ যেখানে আপনি নানান video effects গুলোর পাশাপাশি বিভিন্ন text effects গুলিও পাবেন।

ভিডিওতে আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চান? কোনো সমস্যা নেই, এই এপ্লিকেশন এর মধ্যে প্রচুর সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড গুলিও পাবেন।

এছাড়া, multilayer editing-এর মতো উন্নত features দেওয়া হয়েছে। এই advanced multi-layered ফীচার এর দ্বারা ভিডিও এডিটিং এর কোনো অভিজ্ঞতা ছাড়া একটি সেরা প্রফেশনাল টিকটক ভিডিও বানানো সম্ভব।

আপনারা যদি টিকটক এর জন্য আকর্ষণীয় অ্যানিমেটেড ভিডিও ক্লিপ তৈরি করতে চান, তাহলে Funimate Video Editor অবশই ব্যবহার করতে পারেন।

Features of Funimate Video Editor App:

  • Transitions, custom animations, video/text effects এবং filters পাবেন।
  • ভিডিওতে emojis, stickers, backgrounds এবং overlays অন্তর্ভুক্ত করার অপসন পাবেন।
  • বানানো ভিডিও গুলো সরাসরি TikTok, Instagram, Snapchat ইত্যাদিতে শেয়ার করুন।
  • এখানে উন্নত AI effects গুলো আপনি পাবেন।
  • Sleek transitions, Chic effects এবং নানান filters পাবেন।
  • Download Link 

২. CapCut – Video Editor

CapCut tiktok video maker
CapCut TikTok video maker.

CapCut, টিকটক ভিডিও এডিট করার এমন একটি দারুন অ্যাপ যেটাকে Bytedance দ্বারা উন্নত করা হয়েছে। মনে রাখবেন, Bytedance হলো সেই কোম্পানি যার দ্বারা TikTok ডেভেলপ করা হয়েছিল। CapCut, একটি সম্পূর্ণ ফ্রি অল-ইন-ওয়ান ভিডিও এডিটর এপ্লিকেশন। 

বর্তমান সময়ে এই এপ্লিকেশনটি কেবল Android এবং iOS-এর জন্য উপলব্ধ রয়েছে। একটি সেরা ও আকর্ষণীয় টিকটক ভিডিও তৈরি করার জন্য speed changes, stickers, filters, background music, auto-captioning ইত্যাদির বিভিন্ন ভিডিও ইফেক্ট গুলো পেয়ে যাবেন।

এছাড়া, এখানে থাকা music library ব্যবহার করে আপনারা প্রচুর ফ্রি মিউজিক গুলো নিজের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তবে এখানে সর্বোচ্চ ১৫ মিনিটের ভিডিও বানানো যাবে।

টিকটক ভিডিও এডিট করার এই ফ্রি সফটওয়্যার ব্যবহার করে আপনি টিকটকে ভাইরাল হওয়ার মতো সেরা ভিডিও তৈরি করতে পারবেন। 

  • এই অ্যাপ সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করা যাবে।
  • আকর্ষণীয় video animation গুলো রয়েছে।
  • Background remove করার অপসন পাবেন।
  • Lightning eyes এর মতো মজার effects এবং filters পাবেন।
  • Text এবং stickers-এর সাথে video customize করা যাবে।
  • Ai generated effects ব্যবহার করার সুবিধা।
  • আগের থেকে তৈরি প্রচুর video templates গুলো পাবেন।
  • Download CapCut App 

৩. InShot Video Editor

TikTok video editor app

এটা একটি অনেক শক্তিশালী music video editor App যেখানে নানান প্রো ফীচার গুলো পাবেন। ভিডিও গুলি কেটে ছোট করা বা ভিডিওতে music, text, stickers বা glitch effects এবং blur background ইত্যাদির ব্যবহার, সবটা সম্পূর্ণ ফ্রীতে করা যাবে।

এছাড়া, এই অ্যাপ এর মধ্যে ভিডিওর কোনো টাইম লিমিট থাকছেনা।

আপনারা সহজেই যেকোনো ভিডিও বা ছবিতে filters এবং colorful backgrounds, blur background আপ্লাই করতে পারবেন। আবার চাইলে, আগের থেকে তৈরি বিভিন্ন collage layouts গুলো ব্যবহার করতে পারবেন।

  • Video cutter এবং Video splitter হিসেবে ব্যবহার করুন।
  • ছবি এবং গান সহ slideshow video তৈরি করা যাবে।
  • ভিডিওতে টেক্সট এবং স্টিকার যোগ করার সুবিধা রিয়েছে।
  • ভিডিওতে ব্যবহার করার জন্য বিভিন্ন animated stickers এবং emoji পাবেন।
  • স্লো মোশন ইফেক্ট যোগ করতে পারবেন।
  • Music এবং voice যোগ করার অপসন রয়েছে।
  • Download App 

৪. YouCut – Make TikTok video

টিকটক ভিডিও এডিট করার সফটওয়্যার

YouCut, একটি সেরা এবং নতুন ভিডিও এডিটর অ্যাপ যেটা ব্যবহার করে YouTube, Instagram, TikTok ইত্যাদির জন্য মজার মজার ভিডিও গুলো বানাতে পারবেন।

টিকটক এর জন্য ভিডিও বানানোর এই সফটওয়্যার ডাউনলোড করার মাধ্যমে আপনি উন্নত ও আকর্ষণীয় ভিডিও শর্টস গুলো বানাতে পারবেন। এই Video Editor এবং Video Maker App ব্যবহার করে বিভিন্ন unique effects এবং audio/songs সহ ভিডিও তৈরি করা যাবে।

এছাড়া, আপনি চাইলে আগের থেকে তৈরি সুন্দর সুন্দর ভিডিও টেমপ্লেট (video template) গুলো ব্যবহার করে কেবল কিছু মিনিটেই টিকটকে ভাইরাল হওয়ার মতো দারুন ভিডিও বানিয়ে নিতে পারবেন।

  • সুন্দর সুন্দর ভিডিও টেমপ্লেট গুলো পাবেন। 
  • ১০০+ ট্রেন্ডিং গান গুলো থাকছে যেগুলি ভিডিও ব্যবহার করা যাবে।
  • ১০০+ মজার ও নতুন নতুন ভিডিও ইফেক্ট পাবেন।
  • সুন্দর সুন্দর অ্যানিমেটেড টেক্সট এবং স্টিকার গুলো পাবেন।
  • PIP এবং chroma key-র অপসন পাবেন।
  • ভিডিওর কোনো অংশের স্পিড স্লো ও ফাস্ট করা যাবে।
  • Download App

৫. Vidma – Video Editor & Maker

TikTok Video Bananor App

ওপরে বলা প্রত্যেক টিকটক ভিডিও বানানোর অ্যাপস গুলোর মধ্যে vidma অ্যাপটি আমি অনেক পছন্দ করে থাকি। এখানে আপনারা আগের থেকেই থাকা প্রচুর ভালো ভালো মিউজিক এবং ট্রেন্ডিং ভিডিও ইফেক্ট গুলো পেয়ে যাবেন।

টিকটক এর জন্য এটা একটি সম্পূর্ণ প্রো ভিডিও মেকার অ্যাপ যেখানে text animations, on-trend video effects, stylish video filters, fancy stickers, smooth transitions ইত্যাদি নানান উন্নত ও নতুন ফীচার গুলো পাবেন। 

  • সম্পূর্ণ ফ্রি ভিডিও এডিটর এবং মেকার। 
  • ভিডিওতে বিভিন্ন ভয়েস, গান বা ভয়েস এফেক্ট যোগ করা যাবে। 
  • নতুন নতুন Video Effects এবং Filters গুলো পাবেন। 
  • Video Background Editor-এর মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রউড আকর্ষণীয় করা যাবে। 
  • মিউজিক বীট এর সাথে ভিডিও সিঙ্ক করার সুবিধা। 
  • Slow motion video effect ব্যবহার করার অপসন রয়েছে। 
  • Chroma Key, Video Overlay এবং Blender ও Freeze Frame-এর অপসন থাকছে। 
  • Download App  

6. Filmora – Movie & Video Editor

গুগল প্লে স্টোরে ৫০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড এবং ৪.৭ রেটিং এর সাথে Filmora App-টি আকর্ষণীয় TikTok video তৈরি করার ক্ষেত্রে একটি অনেক দারুন অ্যাপ। এই অ্যাপটি আগে FilmoraGo নামে পরিচিত ছিল।

একটি সেরা টিকটক ভিডিও তৈরি করার জন্য আপনারা পাচ্ছেন, 1000 music, 5000 থেকেও অধিক stickers এবং filters, text, audio, emoji, backgrounds এবং আরো অনেক কিছু।

অ্যাপটিতে থাকা বিভিন্ন ভিডিও টেমপ্লেট গুলো ব্যবহার করে তৈরি করতে পারবেন একটি দারুন টিকটক স্টোরি বা মুভি ক্লিপ।  

ফীচার গুলি হলো:

  • 1000 থেকেও অধিক Music এবং Sound Effects গুলো পাবেন।
  • 5000 থেকেও অধিক premium stickers এবং দুর্দান্ত video effects গুলো পাবেন।
  • বিভিন্ন text এবং font style গুলো পাবেন।
  • ভিডিওর background চেঞ্জ ও যোগ করার সুবিধা।
  • Video-র জন্য বিভিন্ন Transition effects গুলো পাবেন।
  • Download 

৭. Videoleap – Video Editor/Maker

এই অ্যাপটি ব্যবহার করে টিকটকের জন্য দারুন এবং মজার মজার video clip, shorts, reels ইত্যাদি তৈরি করতে পারবেন। তবে কেবল টিকটকের জন্য নয়, অন্যান্য বিভিন্ন social media platform গুলোর জন্য ভিডিও তৈরি করা যাবে এই অ্যাপ ব্যবহার করে।

ভিডিওর মধ্যে artistic effects যোগ করা, ছবির সাথে ভিডিও মেশানো এবং লেয়ার এডিটিং এর মতো উন্নত ফীচার গুলো এখানে রয়েছে। প্রচুর Video Effects এবং Filters এর সাথে এখানে fonts, emojis, shadows, colors, opacity এবং blending options গুলো পাবেন।

এছাড়া, নিজের ভিডিওতে পছন্দমতো music এবং audio যোগ করতে পারবেন।

বৈশিষ্ট গুলো থাকছে:

  • Green screen editor/chroma key ব্যবহার করে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন।
  • Blur Video Editor, Prism, Defocus, Pixelate, Chromatic Aberration ইত্যাদি ভিডিও এফেক্ট গুলো পাবেন।
  • Slow motion video অপসন পাবেন।
  • Stop motion videos effects পাবেন।
  • ছবি দিয়ে video slideshow তৈরি করা যাবে।
  • Download Link 

৮. Splice

১ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড এবং ৪.৪ রেটিং এর সাথে এই টিকটক ভিডিও বানানোর অ্যাপটি অনেক কম সময়ে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। এখানে video এবং movies তৈরি করার সেরা tools, features এবং effects গুলো পাবেন।

আপনিও যদি নিজের ভিডিও ভাইরাল করতে চান তাহলে এই ধরণের একটি সেরা অ্যাপ ব্যবহার করে ভালো ভালো ভিডিও গুলো বানাতে হবে। এখানে একটি দারুন সং লাইব্রেরি পাবেন যেখানে ৪০০+ গান অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া ভিডিওতে titles এবং text overlays গুলিও যোগ করা যাবে।

এই অ্যাপ এর বৈশিষ্ট গুলো:

  • ভিডিওতে ফাস্ট এবং স্লো মোশন এফেক্ট যোগ করা যাবে।
  • Video Trimmer এবং Cutter-এর ফীচার রয়েছে।
  • ভিডিও গুলিতে background song অন্তর্ভুক্ত করা যাবে।
  • তৈরি করা ভিডিও গুলি সরাসরি YouTube, Instagram, Tik Tok, Facebook ইত্যাদিতে শেয়ার করা যাবে।
  • ভিডিও গুলিতে কাস্টম টেক্সট অন্তর্ভুক্ত করা যাবে।
  • Download Link 

৯. Glitch FX – Glitch Video Effect

টিকটক ভিডিও এডিট করার সফটওয়্যার

Glitch FX হলো যেকোনো ভিডিওতে Glitch Video Effect এডিট ও যোগ করার অ্যাপ যেখানে VHS, glitch effects, Vaporwave effects এবং 90s vintage filters এর মতো দারুন ইফেক্ট এবং ফিল্টার গুলো পাবেন।

এখানে retro, music, animated glitch text এবং vaporwave stickers-এর মতো অত্যাশ্চর্য বৈশিষ্ট্য গুলোও পাবেন। এছাড়া, Magic Cool Video Transition গুলো ব্যবহার করার মাধ্যমে নিজের ভিডিও গুলিকে বানিয়ে নিতে পারবেন একটি মাস্টারপিস।

অবশই, ভিডিও বানানোর সময় সেখানে ব্যবহার করা যাবে নানান আকর্ষণীয় Animated Text এবং Stickers গুলো। অন্যান্য প্রত্যেক সেরা ভিডিও মেকার অ্যাপ গুলোর মতো এখানেও ভিডিওতে পছন্দমতো Music এবং Sound Effects যোগ করা যাবে।

তৈরি করা ভিডিও গুলি tiktok, youtube, instagram-এর মতো সোশ্যাল মিডিয়াতে সরাসরি শেয়ার করার অপসন থাকছে।

 অন্যান্য কিছু প্রশ্ন:

Q. অ্যাপ গুলো ব্যবহার করে ফ্রীতে ভিডিও বানানো যাবে?

অবশই, ওপরে বলা প্রত্যেকটি অ্যাপ আপনারা ফ্রীতে ডাউনলোড করে সম্পূর্ণ ফ্রীতেই ভিডিও বানাতে ও এডিট করতে পারবেন। এদের মধ্যে কিছু অ্যাপ আপনাকে পেইড সাবস্ক্রিপশন অফার করে থাকে যেটা আপনার ইচ্ছা উনুযায়ী আপনি নিতে পারেন।

Q. টিকটক ভিডিও বানানোর সেরা অ্যাপস কোনটি?

আমার হিসেবে টিকটক ভিডিও বানানোর সেরা এন্ড্রয়েড অ্যাপস গুলো হলো, Glitch FX, Splice, Funimate, CapCut এবং InShot Video Editor।

Q. আকর্ষণীয় টিকটক ভিডিও কিভাবে বানাবেন?

একটি সেরা ও আকর্ষণীয় টিকটক ভিডিও তৈরি করার জন্য ভিডিওতে বিভিন্ন effects, filters, text এবং stickers গুলো ব্যবহার করতে হবে। এছাড়া, ভিডিওতে স্লো মোশন এবং ট্রেন্ডিং মিউজিক ও সাউন্ড এফেক্ট গুলো ব্যবহার করলে ভালো।

শেষ কথা,

তাহলে বন্ধুরা আশা করছি, ওপরে বলা এই টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার গুলো ডাউনলোড করে আপনারা একটি দুর্দান্ত এবং ভাইরাল হওয়ার মতো টিকটক ভিডিও বানাতে পারবেন। যাদের ভিডিও গুলি টিকটকে বেশিরভাগ ভাইরাল হয় তাদের ভিডিও গুলিতে নানান effects, filters এবং নানান ভিডিও Transition effects গুলো ব্যবহার হওয়া দেখা যায়। তাই, ওপরে বলা সফটওয়্যার গুলো ব্যবহার করে আপনিও সেই একই ধরণের একটি দুর্দান্ত, আলাদা ও আকর্ষণীয় টিকটক ভিডিও বানিয়ে নিতে পারবেন।   

অবশই পড়ুন: টিকটক ভিডিও কিভাবে বানাবো? 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top