আপনারা প্রত্যেক দিন, কিছু না কিছু বিষয় নিয়ে গুগলে শব্দ বা বাক্য লিখে সার্চ অবশই করেন। তবে, আপনারা কি জানেন যে, গুগলে ছবি দিয়ে সার্চ করা সম্ভব ? হে, এখন আপনারা অনেক সহজেই যেকোনো ছবি দিয়ে গুগলে সার্চ করে সেই ছবির বিষয়ে জেনে নিতে পারবেন।
তবে, মনে রাখবেন, যেই ছবি সার্চ করছেন, সেটার বিষয়ে যদি গুগলের কাছে কোনো তথ্য থাকে, তাহলেই গুগল আপনাকে সেই ইমেজের ব্যাপারে কিছু তথ্য দিতে পারবে।
উদাহরণ স্বরূপে, যদি আপনারা কোনো বিখ্যাত জিনিসের ছবি দিয়ে গুগল সার্চ করেন যেমন “Taj Mahal”, তাহলে গুগল সেই ছবিটি পোড়ে নিজে নিজেই আপনাকে Taj Mahal এর ব্যাপারে তথ্য দিয়ে দিবে।
কারণ, Google জানে যে “Taj Mahal” এর ছবি কিরকম এবং এর বিষয়ে প্রত্যেক তথ্য গুগলের কাছে থেকেই রয়েছে।
তাই, আপনি যদি যেকোনো ইমেজ ব্যবহার করে গুগল সার্চ ইঞ্জিনে তথ্য সার্চ করার কথা ভাবছেন, তাহলে অনেক সহজেই পারবেন।
নিচে, আমি আপনাদের বলে দিবো “ইমেজ দিয়ে গুগলে সার্চ কিভাবে করবেন” তার সম্পূর্ণ প্রক্রিয়া।
কিভাবে ছবি দিয়ে গুগল সার্চ দিবেন ? (Search Google With Image)
নিচে ইমেজ দিয়ে গুগল সার্চ করার যেই প্রক্রিয়া আমি বলবো, সেটা আপনারা নিজের মোবাইলেও ব্যবহার করতে পারবেন।
Computer ও mobile দুটোতেই এই প্রক্রিয়া একি।
যদি আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে থাকা কোনো ছবির বিষয়ে তথ্য জেনেনিতে চাচ্ছেন, তাহলে সোজা “image.google.com” ওয়েবসাইটে যেতে হবে।
এখন, আপনারা Google image search পেজে একটি “ক্যামেরা আইকন (camera icon)” দেখতে পারছেন।
সোজা, সেই ক্যামেরা আইকনে ক্লিক করুন।
এখন, আপনারা দেখবেন, ছবি আপলোড করার জন্য আপনাদের ২ টি অপসন দেয়া হয়েছে।
সোজা, দ্বিতীয় অপশন “Upload an image” অপশনে ক্লিক করুন এবং তারপর নিচে, “Choose File” বাটনে ক্লিক করে, ছবি বাছুন ও আপলোড করুন।
এখন, নিজের কম্পিউটার ও মোবাইল থেকে গুগল সার্চে ছবি আপলোড করার পর, আপনারা দেখতে পারবেন যে, আপনার আপলোড করা ছবির সাথে জড়িত সব রকমের তথ্য গুগল আপনাদের দেখিয়ে দিবে।
ওপরের ছবিতে, আমি আমার নিজের ছবি গুগলে আপলোড করে সার্চ করেছি।
তাই, ছবির ব্যাপারে গুগল কিছু জানেনা যদিও, কোন কোন জায়গায় বা ওয়েবসাইটে আমার আপলোড করা ছবি আছে, সেটা গুগল আমাকে দেখিয়ে দিয়েছে।
তাছাড়া, আপনারা যদি কোনো বিখ্যাত জিনিস, জায়গা, মানুষ এর ছবি দিয়ে গুগলে সার্চ করেন, তাহলে গুগল সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য আমাদের দিবে।
যেমন, আমি “Taj Mahal” এর ছবি দিয়ে গুগলে সার্চ করার পর, গুগল আমাকে সেই ছবি যে Taj Mahal এর সেটা বলার সাথে সাথে তার সাথে জড়িত সব ধরণের তথ্য আমাকে দিয়ে দিয়েছে।
এভাবে, আপনি যেসব ছবি আপলোড করে সার্চ করবেন, তার সাথে জড়িত সব ধরণের তথ্য গুগল আপনাদের দেয়ার চেষ্টা করবে।
এবং, ওপরে আমরা দেখেছি যে, গুগল সার্চ কতটা উন্নত এবং আধুনিক হয়ে দাঁড়িয়েছে।
কারণ, যেকোনো ছবি থেকে তার সম্পূর্ণ তথ্য বেড় করাটা কিন্তু সাধারণ কথা নয়।
তাহলে, বন্ধুরা কিভাবে ছবি দিয়ে গুগলে সার্চ করবেন, সেই প্রশ্নের উত্তর হয়তো আপনারা ভালো করে পেয়ে গেছেন।
তাছাড়া, কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশই জিগেশ করতে পারবেন।
আমি যদি একটা আর্টিকেল পড়ে একটু ধারনা নিয়ে নতুন করে আর্টিকেল লিখি, আর সেটা যদি ৬০% ইউনিক হয় আর ৪০ % কপিরাইট হয় তাহালে কি গুগল এডসেন্স পাব? দয়াকরে জানাবেন???
অবশই পারবেন এবং প্রায় অনেক ব্লগার রাই অন্যদের আর্টিকেল পরে জ্ঞান নিয়ে তারপর নিজের হিসেবে আর্টিকেল লিখেন। তবে,পুরোপুরি এক আর্টিকেল কপি করে ১০% ও লেখাটা খারাপ।
আপনারর থিমের নাম কি?
আমার থিম এর নাম Gillion.