আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মাঝে মাঝে সরাসরি ভিডিও রেকর্ড না করে নিজের ছবি দিয়ে তৈরি করা স্লাইডশো ভিডিও গুলো টিকটকে আপলোড করে থাকেন। যদি আপনি একটি android smartphone ব্যবহার করছেন, তাহলে অনেক সহজে সম্পূর্ণ ফ্রীতে যেকোনো ছবি দিয়ে টিকটক ভিডিও বানিয়ে নিতে পারবেন।
কেননা বর্তমান সময়ে, Google Play Store-এর মধ্যে ছবি দিয়ে একটি সেরা টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার গুলোর সংখ্যা প্রচুর রয়েছে। আর যদি আপনিও, ছবি দিয়ে টিকটক ভিডিও বানানোর বিষয়টি নিয়ে ভাবছেন, তাহলে এর উত্তর হবে একটি সেরা ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার/অ্যাপ এর ব্যবহার করা।
চিন্তা করতে হবেনা, আজকের এই আর্টিকেলের মধ্যে আমি টিকটকের জন্য ছবি দিয়ে ভিডিও বানানোর একটি সেরা এবং ফ্রি অ্যাপ/সফটওয়্যার এর বিষয়ে আপনাদের বলে দিচ্ছি। এছাড়া, অ্যাপটি ব্যবহার করে কিভাবে ছবি দিয়ে ভিডিও বানাবেন সেটাও আমি স্পষ্ট ভাবে স্টেপ বাই স্টেপ বলে দিবো।
সূচিপত্র:
মোবাইলে ছবি দিয়ে কিভাবে টিকটক বানাবো?
TikTok এর মধ্যে একটি আকর্ষণীয় ভিডিও তৈরি করে জনপ্রিয়তা লাভ করার নানান উপায় গুলো রয়েছে। এক্ষেত্রে সম্পূর্ণটা আপনার এডিটিং কৌশল এবং ক্রিয়েটিভিটির ওপর নির্ভর করে থাকে। এছাড়া, যদি আপনি একটি বা একাধিক ছবি গুলোকে ভিডিও স্লাইডশো হিসেবে তৈরি করে টিকটকে শেয়ার করতে চান, তাহলে সেটাও অবশই সম্ভব।
TikTok-এর মধ্যে একটি দারুন ও আকর্ষণীয় photo slideshow বানিয়ে আপলোড করতে পারলে প্রচুর reach পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া, নিজের smartphone-এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রীতে একটি photo slideshow তৈরি করাটা একটি অনেক সহজ কাজ।
এখন, ছবি দিয়ে টিকটক ভিডিও (photo slideshow) বানানোর জন্য আপনার কাছে দুটো অপসন রয়েছে।
- সরাসরি TikTok App ব্যবহার করেই ছবি দিয়ে ভিডিও স্লাইডশো তৈরি করুন।
- আলাদা ভাবে ছবি দিয়ে ভিডিও তৈরি করার অ্যাপস গুলো ব্যবহার করুন।
চিন্তা করতে হবেনা, দুটো প্রক্রিয়ার বিষয়েই আমি আপনাদের সম্পূর্ণ ভালো করে বুঝিয়ে বলবো।
TikTok App থেকে সরাসরি ফটো স্লাইডশো ভিডিও বানিয়ে নিন:
- সবচে আগে নিজের মোবাইলে TikTok App open করুন।
- এবার সরাসরি Record Video page-এ গিয়ে “Upload” এর মধ্যে প্রেস করুন।
- স্ক্রিন এর একেবারে নিচে হাতের ডান দিকে Upload button-টি দেখতে পাবেন।
- এখন আপনাকে “Videos” থেকে “Image” এর অপশনটি সিলেক্ট করে নিতে হবে।
- শেষে, আপনাকে নিজের মোবাইলের স্টোরেজে থাকা পছন্দের ছবি গুলিকে সিলেক্ট করে আপলোড করতে হবে।
- ছবি সিলেক্ট করার পর সরাসরি “Next,” বাটন এর মধ্যে click করুন।
- এখন আপনার সিলেক্ট করা ছবি গুলি slideshow format-এর সাথে প্লে হবে।
- এবার ছবি দিয়ে তৈরি করা আপনার slideshow ভিডিওতে আপনি filters, voiceover, sounds, text ইত্যাদি যুক্ত করতে পারবেন।
- ভিডিও তৈরি হয়ে যাওয়ার পর সেটা সরাসরি TikTok-এর মধ্যে publish করে দিন।
- মনে রাখবেন, আপনি চাইলে শুধুমাত্র একটি ছবি দিয়েও টিকটক স্লাইডশো ভিডিও বানাতে পারবেন।
YouCut App ব্যবহার করে ছবি দিয়ে টিকটক ভিডিও তৈরি করুন:
এখন, যদি আপনি একটি আলাদা ও এক্সটার্নাল অ্যাপ ব্যবহার করে টিকটকের জন্য image slideshow video তৈরি করতে চান, তাহলে Google Play Store এর মধ্যে এরূপ নানান অ্যাপস গুলো পেয়ে যাবেন।
YouCut, ছবি দিয়ে ভিডিও বানানোর এমনেই একটি ফ্রি অ্যাপ যেটা ব্যবহার করেও সুন্দর সুন্দর ও আকর্ষণীয় TikTok ভিডিও গুলো বানিয়ে নিতে পারবেন।
YouCut App-এর বিশেষ কিছু ফীচার:
- সরাসরি যেকোনো ভিডিওর সাথে ছবি গুলোকে মার্জ করা যাবে।
- আগের থেকে তৈরি বিভিন্ন স্টাইলিশ ভিডিও টেমপ্লেট গুলো পাবেন।
- ১০০ থেকেও অধিক ভিডিও video effects গুলো দেওয়া রয়েছে।
- ১০০ থেকেও অধিক ট্রেন্ডিং মিউজিক গুলো রয়েছে।
- Video transition, animated text, overlay video, video filter ইত্যাদি নানান এডিটিং টুলস গুলো পাবেন।
- FREE & No Watermark!
- Movie style video filters and FX effects।
YouCut App-এ ছবি দিয়ে কিভাবে টিকটক বানাবো?
নিচে বলে দেওয়া ধাপ (steps) গুলো অনুসরণ করে আপনিও ছবি দিয়ে একটি সেরা ভিডিও তৈরি করে নিতে পারবেন।
স্টেপ ১.
সবচে আগে আপনাকে নিজের android mobile-এর মধ্যে YouCut App download করে ইনস্টল করতে হবে।
App-টি ইনস্টল করার পর সরাসরি ওপেন করুন।
App ওপেন করার সাথে সাথে আপনারা Terms of use & privacy policy-নামের একটি pop-up দেখবেন। নিচে থাকা “agree” লেখাতে সরাসরি click করুন।
স্টেপ ২.
এখন আপনারা YouCut-এর প্রথম পেজে একটি প্লাস (+) বাটন দেখবেন। সরাসরি সেই + বাটনে click করুন।
Plus (+) এর মধ্যে click করার সাথে সাথে আপনার মোবাইলের গ্যালারি ওপেন হয়ে যাবে এবং আপনাকে একটি বা একাধিক ছবি গুলো সিলেক্ট করে নিতে হবে।
স্টেপ ৩.
ছবি সিলেক্ট করার পর এখন আপনাকে একটি video timeline দেখিয়ে দেয়া হবে যেখানে আপনি নিজের ছবি গুলোকে এডিট করতে পারবেন এবং নানান effects, filters, text ইত্যাদি এপ্লাই করতে পারবেন।
Timeline-এর মধ্যে থাকা + আইকনে click করে চাইলে আরো ছবি গুলো যুক্ত করা যাবে।
আপনার image slideshow এডিট করা হয়ে গেলে, timeline-এর মধ্যে একেবারে ওপরের দিকে থাকা “save” অপশনে click করুন।
Save-এর মধ্যে click করার পর আপনাকে ভিডিওর resolution, framerate এবং Quality সেট করার কিছু অপসন দিয়ে দেওয়া হবে।
আপনি চাইলে default settings রেখে সরাসরি Save এর মধ্যে click করতে পারবেন।
স্টেপ ৪.
এখন ছবি দিয়ে তৈরি করা আপনার ভিডিওটি মোবাইলের স্টোরেজে সেভ হয়ে যাবে। তবে আপনি চাইলে ভিডিওটি TikTok, Facebook ইত্যাদিতে সরাসরি শেয়ার করে দিতেও পারবেন।
YouCut App এর মধ্যে কি কি editing tools গুলো পাবেন?
ভিডিও এডিট করার জন্য এখানে আপনারা নানান জরুরি video editing tools এবং effects গুলো পাবেন।
- Trim/cut/split: ভিডিও কেটে ছোট করার জন্য বা কোনো অংশ সরানোর জন্য।
- Music: ভিডিওতে নিজের মতো করে গান বা অডিও যুক্ত করা যাবে।
- Filter: সুন্দর সুন্দর ভিডিও ফিল্টার গুলো রয়েছে।
- Text/sticker: ভিডিও গুলোতে text এবং sticker যুক্ত করার জন্য।
- Speed: ভিডিওর স্পিড বাড়ানোর ও কমানোর জন্য।
- BG: ভিডিওতে background সেট করা যাবে।
- Record: রেকর্ড বাটনে click করে সরাসরি নিজের ভয়েস যুক্ত করা যাবে।
- Rotate, flip, animation, Freeze, Reverse ইত্যাদি নানান মজার মজার effects/tools গুলো পাবেন।
FAQ:
যেকোনো ছবি দিয়ে ভিডিও তৈরি করার জন্য আপনাকে একটি image slideshow maker App/software ব্যবহার করতে হবে। Google play store-এর মধ্যে এমন নানান ফ্রি App আপনারা পেয়ে যাবেন।
মোবাইল দিয়ে টিকটক ভিডিও বানানোর এবং এডিট করার নানান সফটওয়্যার গুলো রয়েছে। এদের মধ্যে সেরা অ্যাপ গুলো হলো, Movavi, CapCut, InShot ইত্যাদি।
এক্ষেত্রে আপনাকে মজার এবং ট্রেন্ডিং টপিক গুলো নিয়ে ভিডিও/কনটেন্ট তৈরি করতে হবে। এছাড়া, ভিডিওতে যেই music/song গুলো ব্যবহার করবেন সেগুলো ট্রেন্ডিং হলে সেটাও এক্ষেত্রে কাজে আসবে।
তাহলে বন্ধুরা, ওপরে বলে দেওয়া এই দুটো মাধ্যমে আপনারা অনেক সহজ ভাবে একটি বা একাধিক ছবি গুলো ব্যবহার করে মজার TikTok video গুলো বানিয়ে নিতে পারবেন। আমাদের আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার অবশই করবেন।