বর্তমানের ডিজিটাল যুগে অনলাইন মাধ্যমে টাকা ইনকাম করার এমন প্রচুর সুযোগ গুলো রয়েছে যেগুলোর মধ্যে বেশিরভাগেরই বিষয়ে আপনিও হয়তো এখনো জানেননা। ফ্রিল্যান্সিং, রিমোট ওয়ার্ক, ফেসবুক থেকে ইনকাম করা, এবং এই ধরণের নানান অনলাইন ইনকামের উপায় গুলোর পাশাপাশি অনলাইনে ভিডিও দেখে টাকা ইনকাম করার মতোও নানান উপায় গুলোই বর্তমানে রয়েছে।
আপনি হয়তো আমার কথায় বিশ্বাস করতে চাইবেন্না, তবে অনলাইন ইনকামের এমনও উপায় গুলো রয়েছে যেগুলোকে কাজে লাগিয়ে আপনি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আরামে ইনকাম করে নিতে পারবেন।
আমাদের আজকের টপিকে ফিরে আসি, অনলাইনে video দেখে আয় করার কিছু উপায় গুলো কার্যকর যদিও, উপলব্ধ অন্যান্য অনলাইন ইনকামের উপায় গুলোর তুলনায় এর দ্বারা তুলনামূলকভাবে অনেক কম টাকা ইনকাম করা যায়। তবে সে যেটাই হোক, ভিডিও দেখে অনলাইনে অর্থ উপার্জনের পদ্ধতি বা উপায় গুলো বর্তমানে কাজ অবশই করে থাকে।
সূচিপত্র:
ভিডিও দেখে উপার্জন করার ক্ষেত্রে যেই বিষয়গুলো আপনার জেনে রাখা দরকার:
- নিজের মোবাইল দিয়ে ভিডিও দেখে অর্থ উপার্জন করার জন্য অন্তত ১ থেকে ২ ঘন্টার ফ্রি টাইম থাকতে হবে।
- এই অনলাইন ইনকাম মডেলে প্রত্যেকেই কিন্তু সেই পরিমান ইনকাম করতে নাও পারতে পারেন।
- আপনেকে একটি ভালো এবং ট্রাস্টেড প্লাটফর্ম (ওয়েবসাইট/অ্যাপ) এর সাথে কাজ করতে হবে।
- কাজ শুরু করার আগে প্লাটফর্ম/ওয়েবসাইট এর বিষয়ে ভালো করে রিসার্চ ও যাচাই করে নিবেন।
- কতটা ভিডিও দেখার জন্য কি পরিমান টাকা দেওয়া হচ্ছে, সেই বিষয়টা আগেই জেনেনিতে হবে।
- ইনকাম করা টাকা তুলে নেওয়ার জন্য কি কি অপসন দেওয়া হয়েছে, সেটা জানুন।
- ভিডিও দেখা ছাড়াও কি অন্যান্য উপায়ে টাকা ইনকাম করার অপসন গুলো আছে, সেটা জানুন।
অনলাইন মাধ্যমে কাজ করে ইনকাম করার যেকোনো উপায়ের ক্ষেত্রেই, আগে আপনাকে সেই উপায়ের বিষয়ে খানিকটা রিসার্চ অবশই করে নিতে হয়।
এছাড়া, যেই ওয়েবসাইট বা অ্যাপ এর মধ্যে কাজ করছেন, সেই প্লাটফর্মটি কতটা ভালো, সময় মতো টাকা দিচ্ছে কি না, এই ধরণের বেসিক তথ্য গুলো না জেনে কাজ কখনোই শুরু করবেননা।
মনে রাখবেন, ইন্টারনেটে আপনারা নানান ইউজার রিভিউ গুলো পড়ার মাধ্যমে যেকোনো ওয়েবসাইট বা অ্যাপ এর বিষয়ে সম্পূর্ণটা বুঝে নিতে পারবেন।
অনলাইনে ভিডিও দেখে টাকা আয় করার উপায় গুলো কি?
অনলাইনে ভিডিও দেখার মাধ্যমে আমরা আমাদের যথেষ্ট খালি সময় গুলোকে অবশই নষ্ট করে থাকি। কিন্তু কি করা যাবে, ইউটিউবে বা অন্যান্য যেকোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ বা ওয়েবসাইটে ভিডিও দেখাটাই হলো আমাদের সেরা টাইম-পাস এর উপায়।
আমাদের এই সেরা টাইম-পাস এর উপায়ের দিকে নজর দিয়ে এখন নানান কোম্পানি গুলো তাদের পণ্য, ব্যবসা এবং পরিষেবা গুলোকে এই ভিডিও গুলোর মাঝে মাঝে বিজ্ঞাপন হিসেবে দেখিয়ে আমাদের কাছে তাদের পণ্যের প্রচার চালাতে চান।
আর এটাই কারণ, যার জন্য বর্তমান সময়ে এমন নানান ওয়েবসাইট বা অ্যাপস গুলো আপনারা দেখতে পাবেন যেখানে সাধারণ ইউজাররা ভিডিও দেখে ইনকাম করার সুযোগ পেয়ে থাকেন। আসলে এই ওয়েবসাইট বা অ্যাপস গুলো নানান কোম্পানি গুলোর সাথে সংযুক্ত হয়ে কোম্পানিগুলোর ভিডিও এড, মার্কেটিং ভিডিও, চ্যানেল ভিডিও, ইত্যাদি আমাদের দেখিয়ে থাকে।
তাহলে বুঝেই গিয়েছেন হয়তো যে, ভিডিও দেখে অর্থ উপার্জন করার ক্ষেত্রে আপনাকে এমন একটি ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করতে হবে যেখানে ভিডিও দেখার বদলে আমাদের সত্যি টাকা দেওয়া হয়।
চিন্তা করতে হবেনা, নিচে আমি আপনাদের সাথে প্রত্যেকটি জনপ্রিয় ওয়েবসাইট এবং অ্যাপস গুলোর বিষয়ে আলোচনা করেছি।
অনলাইনে ভিডিও দেখে টাকা ইনকাম করার ১০টি ওয়েবসাইট – ২০২৪ নতুন লিস্ট
ইনকাম করার ওয়েবসাইট: | ওয়েবসাইটের মূল বৈশিষ্ট: |
---|---|
১. Jumptask.io | ভিডিও দেখার পাশাপাশি ইনকামের অন্যান্য উপায় আছে। |
২. Swagbucks | ভিডিও দেখে, সার্ভে সম্পূর্ণ করে, বা শপিং করে আয় করুন। |
৩. Instagc.com | অনলাইনে নানান কাজ করে ডিজিটাল গিফ্ট কার্ড আয় করুন। |
৪. Freecash.com | এখানে গেম খেলে টাকা ইনকাম করা যায়। |
৫. Inboxdollars.com | এখানে নতুনদের $5 এর বোনাস অফার দেওয়া হচ্ছে। |
৬. Fusioncash.net | নতুন sign up এর জন্য $5 ফ্রি বোনাস দেওয়া হচ্ছে। |
৭. Vindale Research | ভিডিও দেখে এবং সার্ভে সম্পূর্ণ করে ইনকাম করা যায়। |
৮. Earnably | নানান ছোট-ছোট অফার গুলো সম্পূর্ণ করে আয় করা যায়। |
৯. QuickRewards | পেপাল দিয়ে টাকা তোলার ক্ষেত্রে কোনো মিনিমাম পেমেন্ট সেট নেই। |
১০. Prizerebel.com | Paypal cash, gift cards এবং Bitcoin-দ্বারা টাকা তুলতে পারবেন। |
চলুন, এবার নিচে আমরা এই প্রত্যেকটি ওয়েবসাইটের সুবিধা এবং বৈশিষ্ট গুলোর বিষয়ে একে একে জেনেনেই।
১. Jumptask.io:
শুধু মাত্র ভিডিও দেখেই নয়, অনলাইন থেকে ইনকাম করার এই সেরা ওয়েবসাইটে আপনারা, গেম খেলা, পেইড সার্ভে সম্পূর্ণ করার এবং অন্যান্য ছোট ছোট মাইক্রো টাস্ক গুলো সম্পূর্ণ করার মতো নানান কাজ গুলো করে নিয়মিত ইনকাম করতে পারবেন।
এখানে আপনারা watch videos & earn-এর একটি আলাদা সেকশন পাবেন যেখানে গিয়ে নানান ধরণের ভিডিও গুলো দেখে রিওয়ার্ড আয় করার সুবিধা দেওয়া হয়।
এছাড়া, আপনি যদি নিজের খালি সময়ে শুধুমাত্র ইউটিউব ভিডিও গুলো দেখে এক্সট্রা টাকা আয় করতে চাইছেন, সেক্ষেত্রে এখানে Watch YouTube Videos & Earn-এর একটি আলাদা অপসন পেয়ে যাবেন।
কি কি সুবিধা গুলো পাবেন:
- সার্ভের মাধ্যমে নিজের মতামত শেয়ার করে ইনকাম করুন।
- নানান ছোট ছোট মাইক্রো-টাস্ক গুলো সম্পূর্ণ করে আয় করুন।
- ভিডিও দেখে অর্থ উপার্জনের আলাদা একটি সেপারেট সেকশন রয়েছে।
- Google Play Store-এ গিয়ে jumptask app-টি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
২. Swagbucks: Earn Free Gift Cards and Cash:
যখন কথা হচ্ছে, ইন্টারনেট থেকে অনলাইনে টাকা ইনকাম করার ওয়েবসাইট গুলোর, তখন Swagbucks-এর বিষয়ে আপনার জেনে রাখাটা অবশই জরুরি।
এখানেও আপনারা পেইড সার্ভে সম্পূর্ণ করার থেকে শুরু করে ভিডিও দেখা এবং অন্যান্য নানান ছোট ছোট মাইক্রো-টাস্ক গুলো সম্পূর্ণ করে SB points গুলো reward হিসেবে আয় করতে পারবেন।
নানান short video clips গুলো দেখে আয় করা SB points গুলোকে এবার আপনি Gift card বা PayPal Cash হিসেবে কনভার্ট করে তুলে নিতে পারবেন।
এই ওয়েবসাইট থেকে আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারবেন সেটা সরাসরি বলাটা সম্ভব না। তবে, অনেকেই এখানে উপলব্ধ নানান টাস্ক গুলোকে সম্পূর্ণ করে দিনে $10 – $20 ইনকাম করে নিতে পারছেন।
কি কি সুবিধা গুলো পাবেন:
- সার্ভে গুলোর উত্তর দিয়ে ইনকাম করা যায়।
- সম্পূর্ণ ফ্রীতে একাউন্ট তৈরি করে কাজ শুরু করতে পারবেন।
- নিজের বন্ধুদের এই ওয়েবসাইটে রেফার করেও ইনকাম করা যায়।
- ভিডিও দেখা, ইন্টারনেট ব্রাউজ করার মতো কাজ গুলো করেও আয় হয়।
- আয় করা SB points গুলোকে PayPal cash বা Gift Card-দ্বারা তুলতে পারবেন।
৩. instaGC: Instant Gift Cards:
ওয়েবসাইটের নাম শুনেই আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে, এই ওয়েবসাইটে আয় করা রিওয়ার্ড গুলো আপনাকে ক্যাশ হিসেবে তুলতে দেওয়া হয়না, বরং রিওয়ার্ড গুলোকে আপনারা Free Gift Card হিসেবে তুলে নিতে পারবেন।
এখানেও আপনারা নানান মাধ্যমে ইনকাম করার সুযোগ গুলো পাবেন। যেমন ধরুন, সার্ভে সম্পূর্ণ করা, ভিডিও দেখা, ইন্টারনেট ব্রাউস করা ইত্যাদি। Amazon থেকে শুরু করে adidas, Apple Store, Battle.net, ইত্যাদি নানান কোম্পানির গিফট কার্ড গুলো আপনি রেডিম করতে পারবেন।
মনে রাখবেন, একবার আপনার একাউন্টে যথেষ্ট পরিমান পয়েন্টস গুলো জমা হয়ে গেলে আপনি নিজের পছন্দমতো Gift Card-গুলো সিলেক্ট করে নিতে পারবেন। গিফ্ট কার্ড গুলো আপনাকে ডিজিটাল ভাবে (ইমেইল) পাঠিয়ে দেওয়া হবে।
কি কি সুবিধা গুলো পাবেন:
- ইনকাম করা গিফ্ট কার্ড গুলো অনলাইন এবং অফলাইন, দুভাবেই ব্যবহার করা যায়।
- ৩২০ থেকেও অধিক ব্র্যান্ড এবং কোম্পানি গুলোর থেকে গিফ্ট কার্ড সিলেক্ট করতে পারবেন।
- এখানে একাউন্ট তৈরি করতে বা কাজ করতে কোনো টাকা বিনিয়োগ করতে হয়না।
- এটাও একটি GPT (Get Paid To) সাইট যেখানে ভিডিও দেখার পাশাপাশি ছোট ছোট কাজ করে টাকা আয় করতে পারেন।
৪. Freecash: Free Cash, PayPal, Bitcoin:
Freecash.com, হলো একটি অনলাইন রিওয়ার্ড প্লাটফর্ম/ওয়েবসাইট যেখানে একটি একাউন্ট তৈরি করে জেকেও নানান ছোট ছোট কাজ গুলো সম্পূর্ণ করে অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন।
এখানে আপনারা নানান ছোট ছোট মাইক্রো-টাস্ক গুলো সম্পূর্ণ করে ইনকাম করে নিতে পারেন। যেমন, পেইড সার্ভে গুলো করা, অ্যাপ টেস্ট ও ডাউনলোড করা, গেম খেলা, ভিডিও দেখা ইত্যাদি।
প্রতিটি কাজ সঠিক ভাবে সম্পূর্ণ করতে পারলে আপনাকে রিওয়ার্ড হিসেবে দিয়ে দেওয়া হবে কিছু কয়েন। এবার, আয় করা এই coins গুলোকে আপনি, Gift card, bank transfer, crypto, PayPal, ইত্যাদি নানান মাধ্যমে তুলে নিতে পারবেন।
কি কি সুবিধা গুলো পাবেন:
- নানান মাইক্রো-টাস্ক সম্পূর্ণ করে কয়েন আয় করা যায়।
- কোনো বিনিয়োগ ছায়া খুব সহজে একাউন্ট রেজিস্টার করা যায়।
- বলা হয়েছে যে, বেশিরভাগ ইউজাররা এখান থেকে এভারেজ $10 আয় করে থাকেন।
- PayPal, Bank transfer, ইত্যাদি একাধিক মাধ্যমে টাকা তুলতে পারবেন।
৫. Inboxdollars.com:
Inboxdollars, হলো এমন একটি ওয়েবসাইট যেখানে ভিডিও দেখার থেকে শুরু করে অনলাইনে অর্থ উপার্জনের অন্যান্য নানান উপায় গুলো আপনারা পেয়ে যাবেন। ভিডিও এবং বিজ্ঞাপন গুলো দেখার বিনিময়ে আয় করা রিওয়ার্ড গুলোকে আপনি অনেক সহজেই ক্যাশ রিওয়ার্ড হিসেবে তুলে নিতে পারবেন।
মনে রাখবেন, প্রতিটি ভিডিও দেখার জন্য আপনাকে অনেক সামান্য পরিমান ইনকাম করার সুযোগ দেওয়া হবে। উদাহরণ স্বরূপ, বেশিরভাগ ভিডিও গুলোর ক্ষেত্রে আপনাকে কেবল কিছু সেন্ট ($0.02 থেকে $0.10) রিওয়ার্ড হিসেবে দিয়ে দেওয়া হয়।
এই ওয়েবসাইটের কিছু বৈশিষ্ট:
- এখানে $5 Sign-Up Bonus সম্পূর্ণ ফ্রীতে দেওয়া হয়।
- একাউন্ট তৈরি করে কাজ শুরু করার জন্য কোনো ধরণের বিনিয়োগের প্রয়োজন নেই।
- আপনার ইনকামের পরিমান সরাসরি dollars/cents হিসেবে দেখানো হবে।
- বেশিরভাগ অনলাইন রিভিউ প্লাটফর্ম গুলোতে এর ভালো ভালো রিভিউ রয়েছে।
- Survey সম্পূর্ণ করা, গেম খেলা, ইত্যাদি অন্যান্য উপায়েও ইনকাম করা যায়।
৬. Fusioncash.net:
Fusioncash, হলো আরেকটি দারুন অনলাইন প্লাটফর্ম যেখানে ভিডিও দেখে টাকা আয় করার পাশাপাশি আপনি অন্যান্য নানান মাধ্যম গুলোকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করার সুযোগ পেয়ে যাবেন। কোনো ধরণের বিনিয়োগ ছাড়া শুধুমাত্র নিজের নাম, ইমেল আইডি, এবং পাসওয়ার্ড দিয়ে একটি ফ্রি একাউন্ট তৈরি করে নিতে পারবেন আপনি।
সব থেকে মজার বিষয় এটাই যে, এখানে একাউন্ট রেজিস্টার করার পর $5 সম্পূর্ণ ফ্রীতে বোনাস হিসেবে আপনাকে দিয়ে দেওয়া হয়। ভিডিও দেখে, একাউন্ট তৈরি করে, বিজ্ঞাপনে ক্লিক করে, ছোট ছোট মাইক্রো-জব গুলো করে, গেম খেলে, বা ওয়েবসাইটটি রেফার করে টাকা ইনকাম করতে পারবেন আপনি।
এই ওয়েবসাইটের কিছু বৈশিষ্ট:
- এখানে নানান পেইড সার্ভে গুলো সম্পূর্ণ করে ইনকাম করা যায়।
- শর্ট ভিডিও ক্লিপ গুলো দেখে ইনকাম করতে পারেন।
- বিজ্ঞাপনে ক্লিক করে এবং অন্যান্য অফার গুলো সম্পূর্ণ করে আয়।
- এই ওয়েবসাইটে রেডিও/গান শুনেও টাকা ইনকাম করা যায়।
৭. Vindale Research:
Vindale Research, মূলত একটি সার্ভে এবং মার্কেট রিসার্চ প্লাটফর্ম যেখানে নানান পেইড সার্ভে গুলোর পাশাপাশি পেইড ভিডিও দেখে ইনকামের নানান সুযোগ গুলিও পাওয়া যায়। এই ওয়েবসাইটে মন দিয়ে নিয়মিত কাজ করতে পারলে প্রতি ঘন্টায় $10 বা এর থেকেও অধিক টাকা ইনকাম করা যেতে পারে।
এখানেও, একটি ফ্রি একাউন্ট তৈরি করে কোনো ধরণের ডিপোজিট ছাড়া ইনকাম করতে পারবেন। এছাড়া, একবার আপনার একাউন্টে মিনিমাম $50 জমা হয়ে গেলে, PayPal-এর দ্বারা সহজেই payout-এর জন্য আবেদন জানাতে পারবেন।
এই ওয়েবসাইটের কিছু বৈশিষ্ট:
- $5 sign-up bonus দেওয়া হয়।
- কোন ধরণের ডিপোজিট বা বিনিয়োগ ছাড়া ইনকাম করা যায়।
- মিনিমাম $50 ইনকাম হলে PayPal-দ্বারা টাকা তুলতে পারবেন।
৮. Earnably: Earn Free Gift Cards
Earnably, বর্তমান সময়ে অধিক জনপ্রিয়তা লাভ করা একটি দারুন অনলাইন ইনকাম প্লাটফর্ম/ওয়েবসাইট হয়ে দাঁড়িয়েছে।
এখানেও, ভিডিও দেখে, গেম খেলে, সার্ভে সম্পূর্ণ করে এবং এই ধরণের নানান ছোট ছোট টাস্ক গুলো সম্পূর্ণ করে অর্থ উপার্জন করা যেতে পারে। এই ওয়েবসাইট থেকে ইনকাম করা রিওয়ার্ড পয়েন্ট গুলোকে আপনারা PayPal Cash এবং Gift Cards-এর মাধ্যমে তুলে নিতে পারবেন। ওয়েবসাইটটিতে সম্পূর্ণ ফ্রীতে একটি একাউন্ট তৈরি করে কাজ শুরু করতে পারবেন।
এই ওয়েবসাইটের কিছু বৈশিষ্ট:
- ভিডিও দেখে PayPal cash এবং gift cards আয় করুন।
- সম্পূর্ণ ফ্রীতে একাউন্ট তৈরি করে ইনকাম করুন।
- Google, Facebook, বা PayPal দিয়ে ঝটপট একাউন্ট তৈরি করা যায়।
- ১০০০ থেকেও অধিক ইনস্ট্যান্ট রিওয়ার্ড গুলো উপলব্ধ রয়েছে।
- নানান অফার এবং সার্ভে সহ বিভিন্ন টাস্ক গুলো সম্পূর্ণ করেও ইনকাম করা যাবে।
৯. Quickrewards.net:
যদি আপনি ছোট ছোট শর্ট ভিডিও গুলো দেখে টাকা ইনকাম করার একটি দারুন অনলাইন প্লাটফর্ম বা ওয়েবসাইট এর বিষয়ে জেনেনিতে চাইছেন, সেক্ষেত্রে Quickrewards.net অবশই আপনার কাজে আসতে পারে।
এখানে আপনারা, complete surveys, play games, watch videos, complete offers, এর মতো আলাদা আলাদা অফার এবং অপসন গুলো দেখতে পাবেন যেগুলোকে সম্পূর্ণ করে ইনকাম করা যেতে পারে।
এই ওয়েবসাইটের আরেকটি মজার বিষয় হলো, এখানে কোনো ধরণের মিনিমাম পেমেন্ট এমাউন্ট সেট করা নেই। তাই, PayPal-এর মাধ্যমে যখন খুশি তখন টাকা তুলে নিতে পারবেন।
এই ওয়েবসাইটের কিছু বৈশিষ্ট:
- পেইড ভিডিও গুলো দেখে রিওয়ার্ড ইনকাম করা যাবে।
- পেইড গেম এবং পেইড সার্ভে গুলোর দ্বারা রিওয়ার্ড আয় করা যায়।
- Free PayPal Cash এবং Free Amazon Gift Cards-দ্বারা টাকা তুলতে পারবেন।
১০. Prizerebel.com:
PrizeRebel-এর মধ্যে সম্পূর্ণ ফ্রীতে একটি একাউন্ট তৈরি করে আপনি এক্সেস করতে পারবেন প্রচুর অনলাইন পেইড সার্ভে গুলো। অফার গুলোকে সম্পূর্ণ করার মাধ্যমে আপনি জিতে নিতে পারবেন নানান পয়েন্টস গুলো। এখানে আপনারা সার্ভে সম্পূর্ণ করার পাশাপাশি অনলাইনে ভিডিও দেখা এবং অন্যান্য নানান মাইক্রো-টাস্ক গুলো করেও নিয়মিত ইনকাম করতে পারবেন।
নিজের ফ্রি টাইমে কাজ করে এই সার্ভে গুলো সম্পূর্ণ করে বা ভিডিও দেখে আপনি আয় করে নিবেন কিছু পয়েন্টস। আয় করা এই points গুলোকে আপনি সরাসরি PayPal cash, gift cards বা Bitcoins-এর মাধ্যমে তুলে নিতে পারবেন।
এই ওয়েবসাইটের কিছু বৈশিষ্ট:
- পেপাল দ্বারা মিনিমাম $5 রেডিম করা যাবে।
- সম্পূর্ণ ফ্রীতে একাউন্ট তৈরি করা যায়।
- অন্যান্য GPT sites গুলোর তুলনায় এখানে পাবেন অধিক পেআউট রেট।
- এখানে একটি রেফারেল প্রোগ্রামও আছে।
ভিডিও দেখে অনলাইনে টাকা ইনকাম করার সেরা অ্যাপস: সেরা ৭টি
ইনকাম করার অ্যাপ: | অন্যান্য মূল বৈশিষ্ট: |
---|---|
১. Taskbucks – Earn Rewards | অ্যাপ রেফার করে ইনকাম করার সুবিধা আছে। |
২. Cointiply – Earn Bitcoin | এই অ্যাপ থেকে বিটকয়েন ইনকাম করা যায়। |
৩. Tube Pay – Watch & Earn | নানান ডেইলি টাস্ক গুলো করে ইনকাম করুন। |
৪. Rewardy: Earn Money | স্ট্রীম ভিডিও গুলো দেখে ক্যাশ এবং ক্রিপ্টো আয় করুন। |
৫. Givvy Videos | ইনকাম করার ক্ষেত্রে অন্যান্য নানান ক্যাশ অফার গুলো পাবেন। |
6. Tick: watch to earn | সরাসরি ভিডিও দেখে রিওয়ার্ড আয় করা যায়। |
৭. Cheelee: watch and income | ভিডিও দেখার পাশাপাশি ভিডিও কনটেন্ট তৈরি করে ইনকাম। |
যদি আপনি নিজের মোবাইলে ভিডিও দেখে ইনকাম করতে চাইছেন, সেক্ষেত্রে উপরে বলে দেওয়া এই সেরা অ্যাপ গুলো ব্যবহার করে দেখতে পারেন। উল্লেখিত প্রতিটি অ্যাপ আপনারা Google Play Store-থেকে সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
১. Taskbucks – Earn Rewards
রেটিং: ৩.৯
ডাউনলোড: ১০ মিলিয়ন+
এই অ্যাপ থেকে মূলত পেইড সার্ভে গুলো সম্পূর্ণ করে এবং নানান ছোট ছোট টাস্ক গুলো সম্পূর্ণ করার মাধ্যমে অর্থ উপার্জন করা যেতে পারে। কয়েন আয় করার জন্য এখানে আপনারা নানান ধরণের টাস্ক গুলো সম্পূর্ণ করতে পারেন। যেমন, কুইজ এবং অন্যান্য গেম খেলা, অ্যাপ এর মধ্যে অন্যান্য ব্যক্তিদের ইনভাইট বা রেফার করা, ডেইলি কনটেন্ট গুলোতে অংশগ্রহণ করা ইত্যাদি।
এই অ্যাপ থেকে ইনকাম করা রিওয়ার্ড গুলো আপনারা Paytm, mobile recharge এবং vouchers-এর দ্বারা তুলতে পারবেন।
২. Cointiply – Earn Bitcoin
রেটিং: ৪.৬
ডাউনলোড: ১ মিলিয়ন+
নানান শর্ট ভিডিও গুলো দেখার পাশাপাশি, যদি নিজের খালি সময়ে নানান ছোট ছোট কাজ গুলো করে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চাইছেন, সেক্ষেত্রে Cointiply (Earn Real Bitcoin) app-টি ব্যবহার করে দেখতে পারেন। টাকা ইনকামের ক্ষেত্রে এই অ্যাপে আপনারা নানান ধরণের টাস্ক গুলো করতে পারেন।
যেমন, ডেইলি সার্ভে সম্পূর্ণ করা, গেম খেলা, নানান শর্ট ভিডিও গুলো দেখা, এডস (PTC Ads) গুলো দেখা, ইত্যাদি। মনে রাখবেন, cointiply app-এর মধ্যে ইনকাম করা আপনার points গুলো আপনি শুধুমাত্র Bitcoin, Doge, LTC বা Dash wallet দ্বারা তুলে নিতে পারবেন।
৩. Tube Pay – Watch & Earn
রেটিং: ৪.৬
ডাউনলোড: 100K+
নিজের মোবাইলে শুধুমাত্র ভিডিও দেখে দেখে অনলাইনে ইনকাম করতে চাইলে এই Tube Pay App-টি অবশই ব্যবহার করে দেখতে পারেন। নিজের মোবাইল এর মাধ্যমে ছোট ছোট কাজ গুলো করে অর্থ উপার্জনের এটা একটি অনেক জনপ্রিয় এপ্লিকেশন।
ইনকাম করা টাকা গুলোকে আপনি PayPal, Bitcoin, এবং Gift Cards-এর দ্বারা তুলে নিতে পারবেন। ভিডিও দেখা ছাড়াও এখানে অন্যান্য নানান টাস্ক গুলো করে এক্সট্রা টাকা ইনকাম করা যেতে পারে।
৪. Rewardy: Earn Money
রেটিং: ৪.৫
ডাউনলোড: ১ মিলিয়ন+
নানান ধরণের স্ট্রিমিং ভিডিও গুলো দেখা এবং নানান টাস্ক গুলোকে সম্পূর্ণ করার মতো কাজ করে এই অ্যাপ থেকে ইনকাম করা যেতে পারে। এছাড়া, ইনকাম করা points বা reward গুলোকে আপনা সরাসরি PayPal, Bitcoin, ইত্যাদি মাধ্যমে তুলে নিতে পারবেন। এই অ্যাপ এর বিশেষত্ব এটাই যে এখানে আপনি যত অধিক সময় ধরে স্ট্রিমিং ভিডিও গুলো দেখবেন, আপনি ততটাই অধিক পয়েন্টস আয় করে নিতে পারবেন।
যা আমি আগেই বলেছি, ভিডিও দেখে টাকা ইনকাম করার পাশাপাশি এখানে আপনারা সার্ভে সম্পূর্ণ করে, বন্ধুদের রেফার বা ইনভাইট করে এবং কুইজ গেম খেলেও ইনকাম করতে পারবেন।
৫. Givvy Videos
রেটিং: ৪.৪
ডাউনলোড: ৫ মিলিয়ন+
আপনি কি এমন একটি মোবাইল অ্যাপ খুঁজছেন যেখানে ভিডিও দেখার থেকে শুরু করে নানান সোজা কাজ গুলো সম্পূর্ণ করে অর্থ উপার্জন করা যেতে পারে, তাহলে Givvy Videos App-টি অবশই একবার হলেও ব্যবহার করে দেখুন।
শুধুমাত্র ভিডিও দেখেই নয়, তবে এখানে গান শুনেও ইনকাম করা যেতে পারে। ইনকাম করা রিওয়ার্ড বা পয়েন্ট গুলোকে আপনি PayPal, Coinbase, Amazon, Payeer বা অন্যান্য virtual wallets-এর দ্বারা তুলে নিতে পারবেন।
৬. Tick: watch to earn
রেটিং: ৩.৬
ডাউনলোড: ৫ মিলিয়ন+
আপনি যদি এমন একটি মোবাইল অ্যাপ খুঁজছেন যেখানে শুধুমাত্র ভিডিও দেখে বা ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যেতে পারে, তাহলে এই Tick app-টি একবার হলেও ব্যবহার করে দেখুন। এখানে নানান ধরণের ভিডিও গুলো আপনি সম্পূর্ণ ফ্রীতেই দেখতে পারবেন, পাশাপাশি ভিডিও গুলো দেখার জন্য আপনাকে রিওয়ার্ড আয় করার সুযোগও দেওয়া হয়।
৭. Cheelee: watch and income
রেটিং: ৪.৬
ডাউনলোড: ৫ মিলিয়ন+
Cheelee, আসলে একটি social network এবং short video platform যেখানে বর্তমান সময়ে শর্ট ভিডিও গুলো দেখার জন্য অর্থ প্রদান করা হচ্ছে। শুধুমাত্র ভিডিও দেখেই নয়, তবে ভিডিও কনটেন্ট তৈরি করেও এখানে ইনকাম করা যায়। এছাড়া, নানান ধরণের কৌশল গুলোকে কাজে লাগিয়ে অধিক কয়েন আয় করে নিতে পারবেন।
FAQ: How To Eran Money Online by Watching Videos:
সত্যি বলতে বিষয়টা অসম্ভব বা খুব কঠিন বলে বলা যেতে পারেনা। কেননা, বর্তমান সময়ে এমন নানান অনলাইন প্লাটফর্ম, ওয়েবসাইট এবং অ্যাপস গুলো উপলব্ধ রয়েছে যেগুলোতে ভিডিও দেখার মাধ্যমে ইনকাম করার সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই, অনলাইনে ভিডিও দেখে অর্থ উপার্জন করাটা সত্যি সম্ভব।
অনলাইন ভিডিও বা শর্ট ভিডিও গুলো দেখে আপনি অনেক সামান্য রকমের ইনকাম করতে পারবেন। সোজা ভাবে বলতে হলে, আমার হিসেবে শুধুমাত্র মাসের পকেট মানি টুকুই আপনি আয় করতে পারবেন। এই মাধ্যমে প্রচুর টাকা ইনকামের স্বপ্ন কিন্তু দেখবেননা।
অনলাইনে নানান রিভিউ গুলো পড়ার পর আমার হিসেবে, ইন্টারনেটে এমন কিছু ওয়েবসাইট অবশই রয়েছে যেগুলো ভিডিও দেখার জন্য আমাদের অর্থ প্রদান করতে পারে। এদের মধ্যে কিছু ওয়েবসাইট গুলোর নাম হলো, Swagbucks, InboxDollars, KashKick, ইত্যাদি।
আজকে আমরা কি জানলাম?
দেখুন বন্ধুরা, আজকের সময়ে ইন্টারনেটে এমন নানান ওয়েবসাইট এবং প্লাটফর্ম গুলো উপলব্ধ রয়েছে যেগুলোতে নানান ধরণের ছোট ছোট কাজ গুলো সম্পূর্ণ করে সত্যি অর্থ উপার্জন করা যেতে পারে। ঠিক সেই ভাবেই, অনলাইনে ভিডিও দেখে টাকা আয় করাটাও কিন্তু এখন সম্ভব।
তবে এক্ষেত্রে আপনাকে এটাও অবশই মনে রাখতে হবে যে, অনলাইন ইনকামের প্রতিটি প্লাটফর্ম বা ওয়েবসাইটই কিন্তু আসল বা জেনুইন না। তাই, অনলাইন মাধ্যমে অর্থ উপার্জন করার ক্ষেত্রে আপনি যেই ওয়েবসাইট ব্যবহার করার কথা ভাবছেন, সেই ওয়েবসাইটের বিষয়ে ভালো করে যাচাই অবশই করে নিবেন।
তবে, ইন্টারনেটে উপলব্ধ নানান রিভিউ এবং আর্টিকেল গুলো পড়ার পর আমার হিসেবে video দেখে টাকা ইনকাম করার ক্ষেত্রে, Swagbucks, Freecash.com, Earnably, এই ধরণের ওয়েবসাইট গুলো ব্যবহার করে দেখা যেতে পারে।