বর্তমান সময়ে ইনস্টাগ্রাম সব থেকে জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহূত অনলাইন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোর মধ্যে একটি। প্লাটফর্মটির জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে এখান থেকে অনলাইনে টাকা ইনকাম করার প্রচুর সুযোগও তৈরি হয়েছে। আর তাই, আজকের আমাদের এই আর্টিকেলের মধ্যে ইনস্টাগ্রাম থেকে কিভাবে ইনকাম করা যায় এই বিষয়ে আমি আপনাদের সম্পূর্ণ ধারণাটি দিতে চলেছি।
এমনিতে ইনস্টাগ্রাম থেকে টাকা উপার্জন করার উপায় অনেক রয়েছে। আপনি আপনার পছন্দ এবং ইন্টারেস্ট মতো উপায় গুলোকে অবলম্বন করে ইনস্টাগ্রাম থেকে নিয়মিত আয় অবশই করে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে নিচে সরাসরি Instagram থেকে ইনকাম করার প্রতিটি কার্যকর উপায় গুলোর বিষয়ে আমরা একে একে জেনেনেই।
রিলেটেড: টিকটক থেকে কিভাবে অর্থ উপার্জন করবেন?
সূচিপত্র:
Instagram থেকে আয় করার জন্য কি কি দরকার?
ইনস্টাগ্রাম থেকে অর্থ উপার্জন করার জন্য আপনাকে কিছু জরুরি বিষয় গুলোর বিষয়ে অবশই জেনে রাখতে হবে। যেমন ধরুন, একটি ইনস্টাগ্রাম নিশ বা বিষয়, একটি আকর্ষণীয় প্রোফাইল তৈরি করা, নিজের অডিয়েন্স বেস তৈরি করা ইত্যাদি। বিষয়গুলো অনেক সাধারণ বলে মনে হলেও যেকোনো ধরণের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে টাকা আয় করতে হলে শুরুতেই এই বিষয় গুলোর উপর অবশই নজর দিতে হবে।
১. একটি নির্দিষ্ট নিশ/বিষয় নিয়ে কাজ করা:
ইনস্টাগ্রাম থেকে অর্থ উপার্জন শুরু করার আগে আপনাকে নিজের একটি বিশেষ বিষয় বা টপিক সিলেক্ট করে নিতে হবে। একটি নিশ বা বিষয় আপনার পছন্দের বা আগ্রহের সাথে রিলেটেড যেকোনো বিষয় বা টপিক হতে পারে। যেমন ধরুন, গেমিং, ট্রাভেলিং, গার্ডেনিং, ফুড, ফ্যাশন, গ্যাজেট, ইত্যাদি।
নিজের পছন্দের একটি নির্দিষ্ট নিশ বা টপিক এর উপর লক্ষ্য রেখে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নিয়মিত কনটেন্ট পাবলিশ করে আপনি একটি নির্দিষ্ট শ্রোতাদের আকর্ষণ করতে পারবেন।
ইনস্টাগ্রামের জন্য একটি ভালো টপিক বা নিশ কিভাবে সিলেক্ট করবেন?
আপনার ইন্টারেস্ট: সবচেয়ে আগেই আপনাকে নিজের ইন্টারেস্ট এবং আগ্রহের উপর নজর দিতে হবে। আপনি কি করতে পছন্দ করেন সেটা দেখুন। যদি আপনি গেম খেলতে পছন্দ করেন, তাহলে অবশই গেমিং রিলেটেড নিশ নিয়ে কাজ শুরু করতে পারেন। ঠিক সেভাবেই, যদি আপনি রান্না করতে এবং খেতে ভালো পান, তাহলে ফুড রিলেটেড নিশ নিয়েও কাজ করা যেতে পারে।
অন্যরা কি করছেন: একটি লাভজনক এবং ভালো ইনস্টাগ্রাম নিশ খোঁজার জন্য, অন্যান্য ক্রিয়েটররা কি করছেন সেই বিষয়েও আপনারা নজর দিতে পারেন। অন্যান্য সফল ক্রিয়েটররা কোন বিষয় গুলোতে কনটেন্ট পাবলিশ করে ফলোয়ার্স আদায় করছেন সেই বিষয়ে নজর দিন এবং তাদের মতো কনটেন্ট তৈরি করার বিষয়টা মাথায় রাখতে পারেন।
২. একটি ভালো এবং আকর্ষণীয় প্রোফাইল:
ইনস্টাগ্রাম এর মাধ্যমে আয় করার জন্য আপনার একটি আকর্ষণীয় এবং সম্পূর্ণ ভাবে কমপ্লিট প্রোফাইল থাকাটা অনেক জরুরি। মনে রাখবেন, এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আপনার profile-টি হলো আপনার প্রথম ইম্প্রেশন।
একটি ভালো ও আকর্ষণীয় Instagram profile-এর দ্বারা আপনি অনেক সহজেই followers এবং পাশাপাশি sponsors-দের আকর্ষণ লাভ করতে পারবেন। তাই, আপনার প্রোফাইলের মধ্যে একটি ক্লিয়ার এবং ফ্রেন্ডলি প্রোফাইল পিকচার অবশই যুক্ত রাখুন। পাশাপাশি, আপনার Bio এবং Contact information যুক্ত রাখতে ভুলবেননা।
৩. একটি অডিয়েন্স বেস তৈরি করতে হবে:
ইনস্টাগ্রাম থেকে আয় করার জন্য যেই বিষয়টি সব থেকে অধিক জরুরি সেটা হলো, ‘Followers’। হ্যা, যত অধিক লোকেরা ইনস্টাগ্রামে আপনাকে ফলো করবেন, এখান থেকে ইনকামের সুযোগও ততটাই বাড়বে। ফলোয়ার্স বেশি থাকলে আপনি প্রতিটি পেইড প্রমোশন বা স্পন্সরড কনটেন্ট এর জন্য কয়েক হাজার টাকা আরামে চার্জ করতে পারবেন। এছাড়া, এফিলিয়েট মার্কেটিং এর মতো কৌশল গুলোর থেকেও অধিক ইনকামের সুযোগ থাকে।
কিভাবে বাড়াবেন ইনস্টাগ্রামে ফলোয়ার্স?
- আপনাকে নিয়মিয়তা বজায় রেখে রেগুলার কনটেন্ট পাবলিশ করতে হবে।
- আপনাকে হাই কোয়ালিটির ছবি এবং ভিডিও গুলোকে শেয়ার করতে হবে।
- ইউজারদের দ্বারা করা কমেন্ট গুলোর জবাব দিতে হবে, এতে আপনার দর্শকদের সাথে ভালো সম্পর্ক তৈরি করা যেতে পারে।
- নিজের ইনস্টাগ্রাম পোস্ট গুলোকে অধিক দর্শকদের কাছে পৌঁছেদিতে Hashtags ব্যবহার করুন।
- আপনার মতো একই বিষয় বা নিশ নিয়ে কাজ করা ক্রিয়েটরদের সাথে পার্টনারশীপ করতে পারেন। এতে অনেক তাড়াতাড়ি অধিক শ্রোতাদের কাছে পৌঁছাতে সহায়তা পাবেন।
ইনস্টাগ্রাম থেকে কি কি উপায়ে টাকা ইনকাম করা যেতে পারে?
ইনস্টাগ্রামে একবার আপনার যথেষ্ট ফলোয়ার্স হয়ে গেলে এবার আপনি এখান থেকে কিছু টাকা উপার্জন করার বিষয়ে মাথা লাগাতে পারবেন। এমনিতে নিজের Instagram একাউন্ট থেকে ইনকাম করার উপায় একাধিক রয়েছে। ইনকামের এই প্রতিটি উপায়ের ক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা নিয়ম এবং কৌশল গুলোকে কাজে লাগাতে হয়।
১. স্পন্সর পোস্ট:
যদি আপনার Instagram profile এর মধ্যে হাজার হাজার followers রয়েছে, সেক্ষেত্রে sponsorship আপনার জন্য হতে পারে Instagram থেকে অর্থ উপার্জনের সব থেকে কার্যকর উপায় গুলোর মধ্যে একটি। ইনকামের এই উপায়ে আপনাকে নানান brands এবং company গুলোর পণ্য এবং পরিষেবাগুলিকে নিজের ইনস্টাগ্রাম একাউন্টের মাধ্যমে প্রচার করতে হয়।
এক্ষেত্রে, যদি আপনার কাছে ভালো সংখ্যায় ফলোয়ার্স রয়েছে, তাহলে ব্র্যান্ড এবং কোম্পানিগুলো নিজেই আপনার সাথে যোগাযোগ করে থাকে। মনে রাখবেন, স্পনসরশিপ এর ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র আপনার নিশ এবং অডিয়েন্স এর ইন্টারেস্ট এর সাথে জড়িত পণ্য এবং পরিষেবা গুলো শেয়ার করতে হবে।
এছাড়া, যদিওবা আপনি কোম্পানির সাথে হাত মিলিয়ে স্পন্সরড বা পেইড পোস্ট করছেন, তবে এক্ষেত্রেও আপনাকে পণ্য বা পরিষেবাটির সম্পর্কে আপনার সৎ মতামত শেয়ার করা দরকার। মনে রাখবেন, আপনার দ্বারা করা স্পন্সর পোস্টটি স্পন্সরড বলে মনে হলে চলবেনা। পোস্টটি সম্পূর্ণভাবে জেনুইন মনে হতে হবে।
২. এফিলিয়েট মার্কেটিং:
শুধুমাত্র Instagram কেন, হাজার হাজার ফলোয়ার্স থাকলে আপনি যেকোনো সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকেই প্রচুর রেফারাল ইনকাম উপার্জন করতে পারবেন। এর জন্য আপনাকে কাজে লাগাতে হবে এফিলিয়েট মার্কেটিং এর কৌশলটিকে।
এক্ষেত্রে আপনাকে নিজের ইনস্টাগ্রাম একাউন্ট/প্রোফাইলের নিশ বা বিষয়ের সাথে রিলেটেড পণ্য গুলোকে নিজের ইনস্টাগ্রাম ফলোয়ার্সদের সাথে শেয়ার করতে হয়। এতে, যখনই আপনার ফলোয়ার্সরা আপনার শেয়ার করা রেফারাল লিংক/কোড ব্যবহার করে পণ্যটি কিনে থাকেন আপনিও সেই বিক্রির জন্যে লাভ করবেন কিছু কমিশন।
এক্ষেত্রে আপনি Amazon Associates বা আলাদা আলাদা brand-specific affiliate programs গুলোতে অংশগ্রহণ করতে পারেন। মনে রাখবেন, affiliate links গুলো শেয়ার করার জন্য আপনি আপনার ইনস্টাগ্রাম বায়ো এবং স্টোরিজ এর ব্যবহার করতে হবে।
৩. আপনার নিজস্ব পণ্য বিক্রি করুন:
যদি আপনার নিজস্ব কোনো ব্যবসা, পণ্য বা পরিষেবা আছে, সেক্ষেত্রে সেগুলোকে অনলাইন মাধ্যমে প্রচার এবং বিক্রি করার একটি দারুন ও কার্যকর মাধ্যম হলো ইনস্টাগ্রাম। এক্ষেত্রে, Instagram Shopping-এর ব্যবহার করে আপনি সরাসরি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেই একটি অনলাইন দোকান তৈরি ও সেট-আপ করে নিতে পারবেন।
এক্ষেত্রে নিজের পণ্য এবং পরিষেবার সাথে জড়িত ছবি এবং ভিডিও গুলো নিজের ফলোয়ার্সদের সাথে নিয়মিত শেয়ার করুন। এছাড়া, পণ্য/পরিষেবা গুলির লাভ ও সুবিধার বিষয়েও আপনি বলতে পারেন। এভাবেই বিশ্বজুড়ে হাজার হাজার লোকেরা শুধুমাত্র নিজের ইনস্টাগ্রাম একাউন্টকে কাজে লাগিয়ে একটি সফল অনলাইন ব্যবসা চালিয়ে চলেছেন এবং প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছেন।
৪. পরিষেবা অফার করুন:
দেখুন, যদি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে হাজার হাজার ফলোয়ার্স আছে সেক্ষেত্রে আপনি নিজের শ্রোতাদের ইন্টারেস্ট এর সাথে জড়িত যেকোনো জিনিসই বিক্রি করে ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে পারবেন।
এবার, আপনার মধ্যে যদি কোনো বিশেষ দক্ষতা রয়েছে, যেমন ধরুন, কনটেন্ট রাইটিং, ফোটোগ্রাফি, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ইত্যাদি, তাহলে এই ধরণের পরিষেবাগুলো আপনি ইনস্টাগ্রামের মাধ্যমে লোকেদের দিতে পারেন এবং পরিষেবার বিপরীতে কিছু টাকা চার্জ করতে পারবেন।
এক্ষেত্রে আপনি নিজের কাজের অভিজ্ঞতা, দক্ষতা এবং উদাহরণ গুলির সাথে রিলেটেড ছবি এবং ভিডিও গুলো ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। এছাড়া, Instagram stories, bio এবং posts এর দ্বারা নিজের পরিষেবার বিষয়ে সরাসরি শ্রোতাদের জানিয়ে দিতে পারবেন।
৫. অনলাইন কোর্স বিক্রি করুন:
একজন ইনস্টাগ্রাম ক্রিয়েটর হিসেবে আপনার মধ্যে অবশই নিজের নিশটি নিয়ে প্রচুর দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে। উদাহরণ স্বরূপ, ধরুন আপনি গার্ডেনিং নিয়ে নিয়মিত নিজের ইনস্টাগ্রাম পেজে কনটেন্ট পাবলিশ করে থাকেন।
এবার, আপনি চাইলে গার্ডেনিং বিষয়টি নিয়ে আলাদা ভাবে একটি প্রিমিয়াম ভিডিও কোর্স তৈরি করে সেটিকে নিজের ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে প্রচার করে বিক্রি করতে পারবেন। যিহেতু আপনার ইনস্টাগ্রাম পেজে ফলো করা বেশিরভাগ ইউজাররাই গার্ডেনিং করতে রুচি রাখেন, তাই আপনার প্রিমিয়াম কোর্সটি আপনার ফলোয়ার্সদের মধ্যে অনেকেই কিনে নেওয়ার দারুন সুযোগ থাকছে।
তাই, নিজের ইনস্টাগ্রাম ফলোয়ার্সদের চাহিদা এবং ডিমান্ড মাথায় রেখে একটি সেরা অনলাইন কোর্স তৈরি করেও আপনি Instagram থেকে অনলাইনে অর্থ উপার্জন করতে পারবেন।
৬. IGTV Ads:
IGTV হলো Instagram-এর long-form video feature যেখানে আপনি লং ভিডিও কনটেন্ট গুলো আপলোড করতে পারবেন। এবার একজন ইনস্টাগ্রাম ক্রিয়েটর হিসেবে আপনি চাইলে IGTV থেকেও টাকা ইনকাম করতে পারবেন। আসলে, IGTV-তে আপলোড করা আপনার ভিডিও গুলোতে বিজ্ঞাপন (ads) দেখিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। হ্যা, সম্পূর্ণটাই কিন্তু ইউটিউবের মতোই।
যখন viewer-রা আপনার IGTV videos গুলো দেখেন তখন তাদেরকে সেই ভিডিওর মধ্যে কিছু শর্ট IGTV ads গুলো দেখানো হয়। একজন IGTV video creator হিসেবে আপনার IGTV videos গুলোতে যতটা views হবে সেই views এর উপর ভিত্তি করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তাই, আপনার ভিডিও গুলোর জনপ্রিয়তা যতটা অধিক থাকবে এবং ভিডিওতে যতটা অধিক ভিউস আসবে, আপনার ইনকামও ততটাই অধিক হবে।
৭. Instagram Creator Marketplace:
Instagram Creator Marketplace হলো ইনস্টাগ্রামের এমন একটি জনপ্রিয় টুল যেটিকে কাজে লাগিয়ে ইনস্টাগ্রাম ক্রিয়েটররা অনেক সহজেই নানান ব্র্যান্ড গুলোর সাথে সংযুক্ত হতে সাহায্য পেয়ে থাকেন। এতে একজন ইনস্টাগ্রাম ক্রিয়েটর হিসেবে আপনি অনেক সহজে নানান partnership ads এবং sponsored content গুলো পেয়ে যেতে পারবেন।
নিজের ইনস্টাগ্রাম পেজে স্পন্সরড কনটেন্ট পাবলিশ করে অর্থ উপার্জন করার জন্য আপনাকে খুঁজতে ও যোগাযোগ করতে হবে নানান brands এবং company গুলোর সাথে। এবার, Instagram Creator Marketplace, ব্র্যান্ড গুলোকে খুঁজে বের করার এবং তাদের সাথে কাজ করার এই প্রক্রিয়াটিকে আপনার জন্য অনেক সহজ এবং সুবিধাজনক করে তোলে।
৮. Livestream/Badges from fans:
Instagram এর মধ্যে badges হলো এমন কিছু ভার্চুয়াল টোকেন যেগুলোকে আপনার ফ্যান বা ভিউয়ার্সরা আপনার live video বা IGTV broadcast এর সময় কিনে আপনাকে পাঠাতে পারেন। আসলে এই badges গুলোর দ্বারা followers-রা তাদের প্রিয় ক্রিয়েটর এর প্রতি আদর ভালোবাসা এবং তাদের সমর্থন প্রকাশ করে থাকেন।
তাই এতে একজন ইনস্টাগ্রাম কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি live video streaming করতে করতে Instagram থেকে ইনকাম করতে থাকতে পারবেন। মনে রাখবেন, badges activate করার জন্য Instagram-এ আপনার একটি professional creator বা business account অবশই থাকতে হবে। এছাড়া, আপনার অন্তত মিনিমাম 10k+ followers থাকতেই হবে।
Instagram-এ badges এক্টিভেট করার জন্য আপনাকে চলে যেতে হবে, Profile >> Professional Dashboard >> Set Up Badges এর অপশনে।
আজকে আমরা কি জানলাম?
ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার উপায় অনেক অনেক রয়েছে, তবে যদি আপনার ইনস্টাগ্রাম একাউন্টে মিনিমাম ১৫ থেকে ২০ হাজার ফলোয়ার্স আছে শুধুমাত্র তখনই কিছুটা ইনকাম সম্ভব। এতে আপনি শুরুতেই স্পন্সরড কনটেন্ট এবং এফিলিয়েট মার্কেটিং এর মতো কৌশল গুলোকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন স্টার্ট করতে পারবেন। এছাড়া, চাইলে IGTV ADS এর দ্বারা ইনস্টাগ্রামে আপলোড করা লং ভিডিও গুলোতে বিজ্ঞাপন দেখিয়েও এক্সট্রা টাকা আয় করা যেতেই পারে।
কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট থেকে টাকা আয় করা যায়? এই প্রশ্নের উত্তর অনেকটা সোজা হলেও এক্ষেত্রে শুরুতে আপনাকে প্রচুর পরিশ্রম অবশই করতে হবে। কেননা ইনস্টাগ্রাম থেকে টাকা উপার্জন করার প্রক্রিয়াতে প্রথম ৫ থেকে ৬ মাস আপনাকে নিয়মিত ভালো ভালো আকর্ষণীয় কনটেন্ট নিজের পেজে আপলোড করতে থাকতে হবে। আর এর জন্য কিন্তু আপনি কোনো টাকা পাবেননা।
নিয়মিয়তা বজায় রেখে কাজ করতে পারলে একটা এমন সময় অবশই আসবে যখন আপনারও ইনস্টাগ্রাম পেজে হাজার হাজার ফলোয়ার্স থাকবে এবং সেখান থেকে আপনিও নিয়মিত অর্থ উপার্জনের সুযোগ পাবেন।
অবশই পড়ুন: টেলিগ্রাম থেকে কিভাবে ইনকাম করবেন?