ইনস্টাগ্রাম রিল ভিডিও থেকে ইনকাম করার ৬টি উপায় – ২০২৪

Instagram, বর্তমান সময়ে একটি অনেক জনপ্রিয় এবং বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলির মধ্যে একটি। পাশাপাশি, ইনস্টাগ্রাম রিলস গুলির জনপ্রিয়তা ও বর্তমান সময়ে প্রচুর পরিমানে বৃদ্ধি পাচ্ছে।

এক্ষেত্রে, যদি আপনিও একজন ইনস্টাগ্রাম ইউজার এবং যদি আপনার প্রোফাইলেও অন্তত কয়েক হাজার হলেও ফলোয়ার্স আছে, তাহলে আপনিও করে নিতে পারবেন তৈরি করা নিজের ইনস্টাগ্রাম রিল ভিডিও গুলির থেকে ইনকাম। কিভাবে?

How to earn money with Instagram reels in Bangla ?

গত কয়েক বছর ধরেই, এই রিলস ভিডিও গুলির চাহিদা এবং লোকপ্রিয়তা অনলাইন দুনিয়াতে শীর্ষে থাকা দেখা যাচ্ছে।

ইনস্টাগ্রাম রিলসের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাথে সাথেই প্রচুর ইউজাররা এখন রিলস ভিডিও বানিয়ে টাকা ইনকাম করার নানান উপায় গুলি খুঁজতে শুরু করেছেন।

আর তাই আজকের এই আর্টিকেলের মধ্যে আমরা মূল ইনস্টাগ্রাম রিল ভিডিও থেকে ইনকাম করার নানান কার্যকর উপায় গুলি নিয়েই আলোচনা করবো।

এছাড়া, ইনস্টাগ্রামের মধ্যে রিল ভিডিও বানিয়ে অনালাইনে ইনকাম করার জন্য আপনাকে কি কি করতে হবে, সেই বিষয়েও আজকের এই আর্টিকেলে বলা হয়েছে।

অবশই পড়ুন:

ইনস্টাগ্রাম রিলস কি? (What is Instagram Reels in Bangla)

এমনিতে আপনারা প্রত্যেকেই হয়তো Instagram Reels-এর বিষয়ে সবটা আগের থেকেই জানেন। তবে রিলস থেকে ইনকাম করার উপায় গুলি জানার আগেই, চলুন আরেকবার ভালো করে জেনেনেই যে, আসলে কি এই ইনস্টাগ্রাম রিলস।

Instagram Reels হলো, ইনস্টাগ্রাম এর একটি অফিসিয়াল ফীচার, যেটিকে কাজে লাগিয়ে একজন ইনস্টাগ্রাম ইউজার ১৫ সেকেন্ডের শর্ট ভিডিও গুলি বানিয়ে তাদের ফলোয়ার্সদের সাথে শেয়ার করতে পারবেন।

এই শর্ট রিলস ভিডিও গুলি অধিক আকর্ষণীয় করে তোলার জন্য, ভিডিও গুলিতে মিউজিক, সাউন্ড এফেক্ট, টেক্সট ওভারলি, অ্যানিমেশন, এবং নানান স্পেশাল এফেক্ট গুলি যুক্ত বা এপ্লাই করা যেতে পারে।

এটাই কারণ যার জন্যে ভারত এবং বাংলাদেশ সহ নানান দেশ-বিদেশে, Instagram Reels-এর চাহিদা এবং জনপ্রিয়তা গত কয়েক বছর ধরেই শীর্ষে রয়েছে।

যা আমি উপরে আগেই বলেছি, এদের মধ্যেই আবার এমন অনেক ইউজাররা আছেন যারা ইনস্টাগ্রামে নিয়মিত রিলস ভিডিও গুলি তৈরি করার পাশাপাশি ভিডিও গুলির থেকে অর্থ উপার্জনের নানান উপায় গুলিও খুঁজে থাকেন।

ইনস্টাগ্রাম রিলস এর মাধ্যমে অর্থ উপার্জনের জন্য যোগ্যতা:

ইনস্টাগ্রাম রিলস থেকে ইনকাম করার আগে, আপনাকে কিছু নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড গুলি পূরণ করতে হয়। মনে রাখবেন, এই যোগ্যতার মানদণ্ড গুলি Instagram দ্বারা সেট করা হয়েছে।

১. Instagram-এর যোগ্যতার মানদণ্ড পূরণ করা:

ইনস্টাগ্রাম রিল ভিডিও বানিয়ে টাকা ইনকাম করার জন্য সবচেয়ে আগেই আপনাকে monetization-এর জন্য সেট করা Instagram eligibility criteria গুলিকে অনুসরণ করতে হবে।

এক্ষেত্রে মূলত, একটি নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার্স থাকা (10k), আপনার পোস্ট এর ব্যস্ততা, কমিউনিটি গাইডলাইন গুলি মেনে কাজ করা, ইত্যাদির মতো বিষয় গুলিতে নজর দিতে হয়।

তবে মনে রাখবেন, ইনস্টাগ্রাম রিল ভিডিও থেকে ইনকাম করার প্রত্যেকটি উপায়ের ক্ষেত্রেই যে ১০ হাজার ফলোয়ার্স থাকতেই হবে, সেটা এখানে বলা হয়নি।

Instagram Monetization-এর ক্ষেত্রে মিনিমাম ১০ হাজার ফলোয়ার্স থাকা অবশ্যই জরুরি।

২. একটি ক্রিয়েটর একাউন্ট তৈরি করুন:

Instagram-এর eligibility criteria-গুলি পূরণ করার পর আপনাকে একটি, Instagram creator account তৈরি করতে হবে।

আসলে এই ধরণের একাউন্ট গুলিকে মূলত ক্রিয়েটরদের জন্যই ডিজাইন করা হয়েছে, যারা নিজের কনটেন্ট গুলিকে মনেটাইজ করে কিছুটা অর্থ উপার্জন করতে চান।

এখানে আপনাকে একটি প্রফেশনাল ড্যাশবোর্ড দিয়ে দেওয়া হয় যেখানে আপনি নিজের পারফরমেন্স ট্র্যাক করার পাশাপাশি নানান কাজের টুলস গুলি ব্যবহার করতে পারবেন।

৩. ব্যাঙ্ক একাউন্ট লিংক করা:

ইনস্টাগ্রাম থেকে ইনকাম করা টাকা গুলি সরাসরি নিজের ব্যাঙ্ক একাউন্টে তুলে নিতে আপনাকে নিজের creator account-এর সাথে নিজের একটি bank account link করতে হবে।

প্রয়োজন হলে, KYC verification process-ও আপনাকে সম্পূর্ণ করতে লাগতে পারে।

ইনস্টাগ্রাম রিলস থেকে ইনকাম করার জন্য কি কি করতে হবে?

দেখুন বন্ধুরা, Instagram হলো একটি অনেক জনপ্রিয় ও বিখ্যাত social networking website যেখানে online income এর সুযোগ প্রচুর রয়েছে।

এবং, বিশ্বজুড়ে হাজার হাজার লোকেরা ইনস্টাগ্রাম থেকে ইনকাম করছেন। তবে, এখান থেকে অর্থ উপার্জনের জন্য আপনার যেই জিনিসের সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো “followers“।

Instagram-এ grow করার জন্য এবং তাড়াতাড়ি ইনস্টাগ্রাম ফলোয়ার্স বৃদ্ধি করার জন্য, আমি নিচে এমন কিছু সেরা উপায় বলে দিচ্ছি যেগুলোর মাধ্যমে ইনস্টাগ্রামে দ্রুত views এবং followers পেতে পারবেন।

১. Niche select করুন:

Instagram Reels video বানানোর আগেই সবচেয়ে আগে আপনাকে একটি ভালো niche (বিষয়) সিলেক্ট করে নিতে হবে।

Niche সিলেক্ট করে নিলে আপনার কাছে একটি targeted audience থাকবে যাদের লক্ষ্য রেখে আপনি ভিডিও বানাবেন।

উদাহরণ স্বরূপ, যদি আপনি গার্ডেনিং করতে পছন্দ করেন, তাহলে গাছ লাগানো, গাছ লাগাতে কি কি করতে হয়, কিসের প্রয়োজন, আলাদা আলাদা গাছ লাগানোর প্রক্রিয়া, ইত্যাদি এই ধরণের বিষয় গুলির উপর রিলস গুলি বানাতে পারবেন।

এভাবে, যদি আপনি কেবল একটি বিশেষ (niche) টার্গেট করে নিয়মিত কনটেন্ট publish করতে থাকেন, তাহলে দ্রুত followers বাড়ার সম্ভাবনা প্রচুর হয়ে দাঁড়াবে।

নিচে আমি কিছু popular Instagram Reels niche গুলোর বিষয়ে বলে দিচ্ছি।

  • Comedy 
  • Acting 
  • Motivational 
  • Finance 
  • Food / recipe 
  • Fitness/Health
  • Beauty 
  • Educational
  • Online Income
  • Product Unboxing.

এই ধরণের topics এর ওপরে থাকা Instagram channel / profile গুলো অনেক তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করা দেখা গেছে।

২. কিছু Reels idea লিখে ফেলুন:

আপনি কোন বিষয়ে (niche) Reels video তৈরি করবেন সেটা ঠিক করার পর, এখন আপনাকে সরাসরি ৫০-টি Reels videos-এর ideas গুলি ভেবে খাতায় লিখে রাখতে হবে।

এতে আপনি আগের থেকেই তৈরি থাকতে পারবেন এবং আপনার জানা থাকবে যে আসছে সময়ে আপনি কোন কোন topic গুলোতে Reels video বানাবেন। প্রত্যেক দিন ভিডিওর জন্য নতুন topic খুজার ঝামেলা আপনার থাকবেনা।

তবে এক্ষেত্রে আপনাকে এটা অবশই ভাবতে হবে যে, কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করলে লোকেরা প্রচুর আকর্ষিত হবেন।

এছাড়া, আপনি চাইলে Google এর মধ্যে গিয়ে নিজের Topic এর সাথে Instagram Reels Ideas লিখে সার্চ করলেই প্রচুর trending video ideas গুলো পাবেন।

উদাহরণ স্বরূপে, যদি আপনি education niche নিয়ে Reels video বানাতে চাইছেন, তাহলে গুগলে সার্চ করুন, “Instagram Reels Idea For Education“.

প্রত্যেক video topic idea গুলোকে excel, notepad বা খাতায় লিখে রাখুন।

৩. প্রত্যেক দিন ২-৩ করে ভিডিও তৈরি:

এখন, আগের থেকে তৈরি করে নেওয়া ভিডিও টপিক গুলোর ওপরে প্রত্যেক দিন একটি করে রিল ভিডিও বানাতে হবে।

মনে রাখবেন, প্রথম দিন থেকেই যে আপনি views এবং followers পাবেন, সেটা ভাবলে কিন্তু চলবেনা। তবে, নিয়মিত প্রত্যেক দিন দুটি-তিনটি করে ভিডিও দিতে থাকলে, ধীরে ধীরে ভিউ এবং ফলোয়ার্স দুটোই বাড়বে।

Reels videos গুলো একটি লং ভিডিওর তুলনায় অনেক ছোট হয়ে থাকে, তাই প্রত্যেক দিন ৩-৪ টে ভিডিও বানিয়ে upload দেওয়াটা কোনো বড় বেপার না।

৪. Hashtags (#) এর ব্যবহার করুন:

সব সময় নিজের আপলোড করা ভিডিও গুলোতে hashtag (#) এর ব্যবহার করবেন, এতে আপনার ভিডিও গুলো প্রচুর শ্রোতাদের কাছে পৌঁছাতে সাহায্য পাবে এবং ভিডিও গুলোর reach-ও বাড়বে।

এছাড়া hashtag ব্যবহার করলে, ইউজারদের ইন্টারেস্ট হিসেবে তাদের search result গুলিতেও আপনার ভিডিও গুলি চলে আসতে পারে। তাই সবসময় নিজের বানানো ভিডিওর সাথে জড়িত হ্যাশট্যাগ গুলো ব্যবহার করুন।

প্রয়োজন হলে ভিডিওর সাথে রিলেটেড নানান trending hashtags গুলো ইন্টারনেটে সার্চ করেও খুঁজে নিতে পারবেন।

Hashtag for Instagram reels লিখে Google এর মধ্যে সার্চ করলেই প্রচুর website পেয়ে যাবেন যেখানে ট্রেনডিং হ্যাশট্যাগ গুলো পাবেন। ১ থেকে ২টি ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো সিলেক্ট করে নিজের ভিডিওতে ব্যবহার করুন।

৫. ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে:

মনে রাখবেন, এখনের সময়ে video quality কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়।

তাই, যদি আপনি চাইছেন যে আপনার ভিডিও গুলো লোকেরা প্রচুর দেখুক এবং সেগুলোকে like করুক তাহলে আপনার বানানো ভিডিও গুলোর কোয়ালিটি দারুন থাকতেই হবে।

ভিডিও গুলো দেখতে interesting হলেই শ্রোতারা সেই ভিডিওর প্রতি আকর্ষিত হয়ে সেটাকে মন দিয়ে দেখবেন।

এর সাথেই, ভিডিওতে থাকা সাউন্ড এর কোয়ালিটি নিয়ে প্রচুর ধ্যান রাখবেন, সাউন্ড যাতে স্পষ্ট এবং ক্লিয়ার থাকে।

ইনস্টাগ্রাম রিল ভিডিও বানিয়ে ইনকাম করার ৬টি উপায়: ২০২৪

এখন যখন আপনার কাছে একটি Instagram creator account আছে এবং ইনস্টাগ্রামে কিভাবে তাড়াতাড়ি ফলোয়ার্স বাড়ানো যাবে এই বিষয়েও আপনি জেনে গিয়েছেন, এখন আপনি Instagram reels থেকে ইনকাম করতে পারবেন।

নিচে আমি ৮টি এমন উপায় বলে দিয়েছি যেগুলিকে কাজে লাগিয়ে জেকেও নিজের ইনস্টাগ্রাম রিলস কনটেন্ট গুলির থেকে টাকা ইনকাম করতে পারবেন।

  1. বিজ্ঞাপনেয় মাধ্যমে ইনকাম,
  2. Refer & Earn Program,
  3. Affiliate marketing,
  4. Sponsorship,
  5. Collaboration,
  6. Paid Stories,
  7. Sell your courses.

চলুন প্রত্যেকটি income method এর বিষয়ে বিস্তারিত তথ্য জেনেনেই।

১. বিজ্ঞাপনেয় মাধ্যমে ইনকাম:

Instagram Reels-থেকে ইনকাম করার সব থেকে জনপ্রিয় এবং সোজা উপায়টি হলো বিজ্ঞাপন (Ads)।

ইনস্টাগ্রাম এর মধ্যে এমন একটি content monetization program রয়েছে যার দ্বারা creators-রা তাদের রিলস ভিডিও গুলিতে দেখানো বিজ্ঞাপ গুলির থেকে আয় হওয়া ইনকামের কিছুটা অংশ ইনস্টাগ্রাম থেকে পেয়ে যাবেন।

তবে এক্ষেত্রে, আপনার প্রোফাইলটি এই প্রোগ্রাম এর জন্য যোগ্য (eligible) হতে হবে। মূলত আপনার প্রোফাইলে যথেষ্ট পরিমাননের ফলোয়ার্স এবং এনগেজমেন্ট থাকতে হয়।

২. Refer & earn program:

আপনি যেই niche বা topic নিয়ে Reels video তৈরি করছেন সেই topic এর সাথে জড়িত কিছু Refer & Earn Program খুজুন।

এই ধরণের Refer & Earn Program গুলো বিভিন্ন কাজ যেমন, app download, signup, subscription, referral ইত্যাদি বিভিন্ন action গুলোর জন্য আপনাকে টাকা দিয়ে থাকে।

তাই, ভিডিওর সাথে জড়িত এরকম কোনো program join করুন এবং নিজের ভিডিওতে লোকেদের সেই program join করতে বলুন।

আপনার profile bio-তে সেই program-টি join করার link দিয়ে দিন এবং ভিডিওতেও বলুন যে bio তে থাকা লিংক এর মাধ্যমে program join করতে পারবেন।

এভাবে নিজের রিলস ভিডিও গুলিতে নানান apps বা website গুলি রেফার করে টাকা ইনকাম করার প্রক্রিয়াটি ব্যবহার করে অনেকেই মোটামোটি ভালো অংকের টাকা উপার্জন করে নিচ্ছেন।

৩. Affiliate marketing:

এফিলিয়েট মার্কেটিং কি, এই বিষয়ে আমি আপনাদের আগেই বিস্তারিত তথ্য দিয়েছি। Refer & earn program এর মতোই affiliate marketing করেও Instagram Reels থেকে ইনকাম করতে পারবেন।

আপনি যেই niche নিয়ে ভিডিও তৈরি করছেন তার সাথে related একটি affiliate product নিজের Bio এর মধ্যে লাগিয়ে দিন।

এবার, আপনাকে নিজের রিল ভিডিওতে বলতে হবে যে যদি product টি আপনার পছন্দ হয়েছে, তাহলে bio section এর মধ্যে এর পারচেজ Link দেওয়া রয়েছে।

এভাবেই, যদি আপনার রিল ভিডিও দেখা লোকেরা ভাবেন যে হে আমাদের এই product-টি কেনা দরকার এবং যদি তারা আপনার bio তে থাকা affiliate link-এর মাধ্যমে সেটা কিনেন, তাহলে প্রত্যেক সেল এর বিপরীতে আপনি commission পাবেন।

৪. Sponsorship:

Instagram Reels থেকে টাকা ইনকাম করার সব থেকে জনপ্রিয় উপায় হলো sponsorship।

প্রচুর ছোট-বড় brands রয়েছেন যারা আপনার content এবং followers-এর দ্বারা নিজেদের পণ্য এবং পরিষেবা গুলি ইনস্টাগ্রামের মধ্যে প্রচার করে নিতে চান।

এক্ষেত্রে আপনাকে কত টাকা দেওয়া হবে, সেটা আপনার ফলোয়ার্স সংখ্যার ওপর লক্ষ্য করে ধিক করা হয়।

Brands গুলো মূলত আপনাকে বলবেন তাদের product বা service এর ওপরে একটি ভিডিও বানিয়ে আপনার ইনস্টাগ্রাম একাউন্টে শেয়ার করতে। আর এই কাজের জন্যে brands গুলো আপনাকে হাজার হাজার টাকা দিয়ে থাকে।

৫. Collaboration:

প্রচুর brands বা companies রয়েছেন যারা creators দের টাকা না দিয়ে তার বদলে নানান products গুলি দিয়ে থাকেন।

আপনাকে সেই প্রোডাক্টস গুলির ওপর একটি রিভিউ বা ইনফরম্যাশনাল রিল ভিডিও বানিয়ে নিজের একাউন্টে শেয়ার করতে হয় এবং এই কাজের জন্যে product-টি আপনাকে দিয়ে দেওয়া হয়।

এভাবে product টি সম্পূর্ণ ভাবে আপনার হয়ে যায় এবং চাইলে পরবর্তীতে সেটাকে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।

যাদের Instagram account এর মধ্যে কম সংখ্যায় followers রয়েছে এবং যারা রিল ভিডিও বানিয়ে ইনকাম করতে চাইছেন তারা এই মাধ্যমে ভালো অংকের টাকা উপার্জন করে নিতে পারবেন।

৬. Sell your courses:

যদি আপনি কোনো বিষয়ে expert, তাহলে নিজের অনলাইন কোর্স বানিয়ে সেগুলোকে Instagram রিলস ভিডিও এর মাধ্যমে প্রোমোট ও বিক্রি করতে পারবেন।

অনেক লোকেরা video, e-book এবং PDF ইত্যাদির দ্বারা নিজের অনলাইন কোর্স তৈরি করে সেগুলোকেও ইনস্টাগ্রাম এর মাধ্যমে বিক্রি করে অনলাইনে ইনকাম করে থাকেন।

এক্ষেত্রে আপনাকে, নিজের কোর্স বানানোর পরে Instagram এর মধ্যে video Reels এর মাধ্যমে কোর্স এর বিষয়ে বলতে হবে।

এভাবে, প্রচুর লোকেরা ভিডিওর মাধ্যমে আপনার কোর্স এর বিষয়ে জানবেন এবং প্রয়োজন হলে আপনার সাথে যোগাযোগ করে আপনার কোর্স কিনবেন।

FAQ:

১. ইনস্টাগ্রামে রিল ভিডিও বানিয়ে টাকা আয় করার উপায় গুলি কি?

আপনি নানান উপায় গুলিকে কাজে লাগিয়ে ইনস্টাগ্রাম রিল থেকে অনলাইনে অর্থ উপার্জন করতে পারবেন। যেমন, এফিলিয়েট মার্কেটিং, স্পনসরশিপ, বিজ্ঞাপন দেখিয়ে, ব্র্যান্ড প্রমোশন করে, রেফার করে, ইত্যাদি।

২. ইনস্টাগ্রাম থেকে কত টাকা ইনকাম করা যাবে?

ইনস্টাগ্রাম হলো একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেখানে আপনি একজন ক্রিয়েটর হিসেবে কাজ করে আনলিমিটেড ফলোয়ার্স লাভ করতে পারবেন। তাই, সত্যি বলতে এই প্লাটফর্ম থেকে আনলিমিটেড টাকা ইনকাম করা যাবে। অনেকেই লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারছেন। তবে এক্ষেত্রে আপনাকে হার্ড ওয়ার্ক এর সাথে সাথে স্মার্ট-ওয়ার্ক ও করতে হয়।

৩. ১০ হাজার ফলোয়ার্স দিয়ে ইনস্টাগ্রাম থেকে কত আয় করা যাবে?

শুধুমাত্র ১০ হাজার ফলোয়ার্স দিয়েও অনেকেই নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে প্রায় $50 থেকে $250 আরামে ইনকাম করে নিতে পারছেন। এক্ষেত্রে আপনারা নিজের প্রোফাইলে করা প্রতিটি sponsored post-থেকে এই পরিমান ইনকাম করে নিতে পারেন।

আমাদের শেষ কথা,,

যদি আপনারা রিলস ভিডিও তৈরি করে টাকা ইনকাম করতে চাইছেন, তাহলে আপনারা ইনস্টাগ্রাম এবং পাশাপাশি ফেসবুক রিলস থেকেও ইনকাম করতে পারবেন।

আজকের এই আর্টিকেলের মধ্যে আমরা মূলত ইনস্টাগ্রাম রিল থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় সেই বিষয়ে জানলাম।

দেখুন, যদি আপনার ইনস্টাগ্রাম একাউন্টে প্রচুর ফলোয়ার্স আছে, তাহলে অবশই আপনি বিজ্ঞাপন (ads) এবং এফিলিয়েট মার্কেটিং এর দ্বারা ভালো অংকের টাকা ইনকাম করে নিতে পারবেন।

ইনস্টাগ্রাম রিলস থেকে এই দুটো মাধ্যমে অনেক সহজেই অর্থ উপার্জন করা যায়।

তবে এক্ষেত্রে, খানিকটা স্মার্ট ওয়ার্ক করতে জানলে, Brand Collaborations এবং Sponsored Content থেকেও প্রচুর ইনকাম হয়। তাহলে আশা করছি, আমাদের আজকের আর্টিকেলটি আপনাদের ভালো অবশই লেগেছে হয়তো।

How To Earn Money by Instagram Reels, নিয়ে লেখা আমাদের আজকের আর্টিকেলের সাথে রিলেটেড কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।

1 thought on “ইনস্টাগ্রাম রিল ভিডিও থেকে ইনকাম করার ৬টি উপায় – ২০২৪”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top