AI Tools For Writing: ২০২২ সালের দিকে যখন generative artificial intelligence (AI) technology-টি নিয়ে আনার কথা বলা হয়েছিল তখন বিশ্বজুড়ে প্রায় প্রত্যেক কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে একটি আলাদা রকমের উত্তেজনা এবং খানিকটা ভয় দেখা গিয়েছিলো।
এমনিতে, শুরুতে AI tools বা AI technology-টি নিয়ে অনেকেরই মধ্যে প্রচুর বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল যদিও, আজ নানান এআই টুলস গুলিকে কাজে লাগিয়ে হাজার হাজার কনটেন্ট ক্রিয়েটররা ১ ঘন্টার কাজ গুলিকে ১০ থেকে ১৫ মিনিটেই করে নিতে পারছেন।
আর এমনেই এক ধরণের এআই প্রযুক্তি হলো, AI Tools For Content Writing বা টেক্সট কনটেন্ট লেখার জন্য ব্যবহার করা হয়, এমন নানান এআই টুলস গুলি।
সত্যি বললে, এই নানান AI content writing tools গুলিকে ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের লেখালেখির সাথে জড়িত নানান কাজ গুলি কার্যকরভাবে এবং দক্ষতার সাথে সম্পূর্ণ করে নিতে পারি।
তবে অনেকেই, chatgpt-র মতো AI writing tools গুলিকে ব্যবহার করতে সাহস করেননা। কেননা, তারা ভাবেন যে এই ধরণের AI tools গুলিকে ব্যবহার করা অনেক কঠিন।
কিন্তু সত্যি বললে, অনেক সাধারণ কিছু command এবং ai prompt গুলিকে ব্যবহার করে জেকেও তাদের পছন্দমতো কনটেন্ট গুলিকে Chatgpt বা অন্যান্য এআই রাইটিং টুলস গুলির থেকে লিখিয়ে নিতে পারবেন।
তাহলে চলুন, আর বেশি দেরি না করে নিচে আমরা এমন সেরা কয়েকটি এআই টুলস গুলির বিষয়ে জেনেনেই যেগুলিকে কাজে লাগিয়ে সেরা এবং দারুন আর্টিকেল বা যেকোনো অন্য ধরণের কনটেন্ট গুলি তৈরি করা যেতে পারে।
অবশই পড়ুন: ChatGPT কি এবং কিভাবে ব্যবহার করতে হয়?
সূচিপত্র:
আর্টিকেল লেখার জন্য ব্যবহার করা যাবে এমন এআই টুলস গুলির বৈশিষ্ট:
নিচে বলে দেওয়া এই ৫টি AI Tools গুলি হলো বর্তমান সময়ে, আর্টিফিশিয়াল প্রযুক্তির দ্বারা যেকোনো ধরণের কনটেন্ট লেখার বা কনটেন্ট তৈরি করার সব থেকে সেরা এবং জনপ্রিয় টুলস (best ai tools for content writing)।
তবে, এআই দিয়ে আর্টিকেল লেখার জন্য ব্যবহার করা যাবে এমন এই প্রত্যেকটি AI writing tools গুলির বিষয়ে জানার আগে, চলুন এই টুলস গুলির সেরা কিছু বৈশিষ্ট গুলি আমরা নিচে জেনেনেই।
টুলস গুলি দারুন লার্নিং মডেল:
Content writing-এর জন্য থাকা এই best AI tools গুলিকে কিছু নির্দিষ্ট ডাটা সেট এবং ল্যাঙ্গুয়েজ মডেলের দ্বারা প্রশিক্ষিত করানো হয়, বা সোজা ভাবে বললে ট্রেইনিং দেওয়া হয়।
আর্টিকেল লেখানোর জন্য ব্যবহার করা ai tools গুলি যত অধিক ভুল করে থাকে, তারা তাদের ভুল গুলির থেকে নতুন নতুন জিনিস গুলি নিজে নিজেই শিখতে থাকে।
আর তাই, আপনি যতটা সঠিক এবং স্পষ্ট ভাবে এই ai tools গুলিকে কমান্ড দিবেন, ততটাই পারফেক্ট আউটপুট পাওয়ার সুযোগ হয়ে দাঁড়াবে।
নিজের হিসেবে আউটপুট পাওয়া যায়:
কনটেন্ট লেখার জন্য এআই টুলস গুলিকে যদি সঠিক এবং স্পষ্ট ভাবে কমান্ড এবং প্রম্পট গুলি দিয়ে থাকেন, তাহলে আপনি আপনার নিজের পছন্দমতো আউটপুট বের করে নিতে পারবেন। যেমন, content style, tone, voice, এবং language, আপনি আপনার হিসেবে পেয়ে যাবেন।
তাই, আপনি যদি এআই টুলস দিয়ে বাংলা আর্টিকেল লিখতে চাইছেন, সেক্ষেত্রে বেশিরভাগ টুলস গুলিই কিন্তু আপনাকে বাংলায় আর্টিকেল লিখে দিতে পারবেন।
অনেক সহজে ব্যবহার করা যায়:
কনটেন্ট লেখার জন্য ব্যবহার করা হয়, এমন বেশিরভাগ এআই টুলস গুলির ক্ষেত্রে টুলস গুলিকে ব্যবহার করাটা অনেক সোজা এবং সহজ একটি প্রক্রিয়া হয়ে থাকে।
আপনাকে সরাসরি পছন্দের AI content writing tool-এর ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করে AI-কে জরুরি command এবং prompt গুলি দিয়ে, নিজের কনটেন্ট তৈরি করিয়ে নিতে হয়।
এছাড়া, আজকের তো বেশিরভাগ programs গুলিতে আগের থেকেই এআই কনটেন্ট লেখার টুলস গুলি যুক্ত রাখা হয়। এতে, আপনি আপনার পছন্দের প্রোগ্রাম বা সফটওয়্যার এর মধ্যে সরাসরি AI-এর ব্যবহার করে কনটেন্ট জেনারেট করে নিতে পারেন।
কম খরচে ব্যবহার করা যায়:
কনটেন্ট লেখার জন্য ব্যবহার করা যাবে এবং এআই টুলস গুলি আপনারা অনেক কম খরচে ব্যবহার করতে পারবেন। হ্যা, মার্কেটে এমন টুলস গুলিও আছে যেগুলি ব্যবহার করার জন্য আপনাকে প্রচুর টাকা দিতে হয়।
তবে, Jetpack AI Assistant-এর মতো tools গুলিও আপনারা পাবেন যেখানে মাসে শুধুমাত্র ৪০০-৫০০ টাকা দিয়ে পারফেক্ট এবং দারুন এআই কনটেন্ট গুলি লিখিয়ে নিতে পারবেন।
Top AI tools for content writing in 2024
নিচে আমরা আপনাদের সেরা এবং কার্যকর কিছু latest AI programs গুলির বিষয়ে বলতে চলেছি যেগুলিকে ব্যবহার করে একজন creator, entrepreneur, content marketer, বা এমন জেকেও যে WordPress এবং Blogging-এর মাধ্যমে অনলাইনে কনটেন্ট গুলি শেয়ার করতে চাইছেন।
তাহলে চলুন, নিচে এবার সরাসরি জেনেনেই top 10 AI writing tools গুলির বিষয়ে যেগুলি একজন content creator এবং blogger-এর অনেক কাজে লাগবে।
১. Jetpack AI Assistant:
যদি আপনি একজন WordPress user এবং WordPress-এর দ্বারা নিয়মিত নতুন নতুন আর্টিকেল বা কনটেন্ট গুলি নিজের ব্লগ সাইটে পাবলিশ করে থাকেন, সেক্ষেত্রে Jetpack AI Assistant আপনার কাজকে অনেক সহজ করে তুলতে পারে।
Jetpack AI Assistant, আপনার WordPress editor-এর মধ্যে সরাসরি যুক্ত করে ব্যবহার করা যাবে। এখানে AI-কে আপনি সিম্পল চ্যাটিং এর দ্বারা command এবং prompt গুলি দিতে পারবেন।
নিজের ওয়ার্ডপ্রেস ব্লগে একটি দারুন কনটেন্ট তৈরি করে পাবলিশ করার ক্ষেত্রে আপনার অনেক সময় নষ্ট করতে হয়। তাই, Jetpack AI Assistant-এর সাহায্যে আপনি অনেক কম সময়ে সেরা এবং আকর্ষণীয় কনটেন্ট তৈরি করে নিতে পারবেন।
Jetpack AI Assistant-এর সুবিধা:
- WordPress dashboard-এর মধ্যে যুক্ত হয়ে কাজ করে।
- উচ্চ-মানের (high quality) কনটেন্ট তৈরি করা যায়।
- সব ধরণের text, lists, এবং tables গুলি তৈরি করা যায়।
- WordPress tools গুলির সাথে ইন্টিগ্রেট করে ব্যবহার করা যায়।
- আলাদা আলাদা টোন সহ কনটেন্ট তৈরি করা যায়।
দাম কত:
Jetpack AI Assistant, আপনারা প্রতিমাসে প্রায় ৫০০-৬০০ টাকা (billed yearly) দিয়ে ব্যবহার করতে পারবেন। তবে, আলাদা আলাদা দেশে এর দাম খানিকটা কম বেশি হতেই পারে।
২. Rytr
Rytr, মূলত OpenAI-এর GPT-3 API-এর দ্বারা তৈরি একটি অনেক বিখ্যাত AI content creation tool যেখানে আপনারা বাংলাতে এআই কনটেন্ট লিখতে পারবেন। বলা হয়েছে যে, Rytr, সম্পূর্ণ ভাবে original এবং মানুষের মতো করেই আর্টিকেল গুলি লিখে থাকে।
এছাড়া, আপনারা চাইলে এই AI content writing tool-টি সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করে দেখতে পারবেন। Rytr ai writing tool-টিকে মূলত content writers, SEO specialists, এবং এমন অন্যান্য ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে যারা মূলত text-based materials/content গুলি তৈরি করে থাকেন।
Rytr-এর সুবিধা গুলি কি?
- এটিকে open-source platform-দ্বারা তৈরি করা হয়েছে।
- ইউনিক এবং হাই কোয়ালিটি কনটেন্ট তৈরি করা যায়।
- Blog/content outlines এবং ideas জেনারেট করা যাবে।
- বাংলা সহ, ৩০ থেকেও অধিক ভাষাতে কনটেন্ট তৈরি করা যাবে।
দাম কত:
আপনারা চাইলে এর সম্পূর্ণ ফ্রি প্ল্যান ব্যবহার করে মাসে প্রায় ১০ হাজার টি ক্যারেক্টার (10K characters per month) তৈরি করে নিতে পারবেন। তবে, এর Unlimited plan নিতে হলে, মাসে $9/m এবং এর Premium plan নিতে হলে, মাসে $29/m দিতে হবে।
৩. Jasper – Enterprise-grade AI tool
Jasper হলো এমন একটি AI content writing tool, যেটিকে মূলত marketers-দের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
Jasper, একটি অনেক দক্ষ এবং লোকেদের মধ্যে জনপ্রিয় এমন একটি AI tool যেটিকে blog posts, advertisements, social media, product descriptions, ইত্যাদি নানান ক্ষেত্রে কনটেন্ট তৈরি করার জন্য ব্যবহার করা যেতে পারে।
তবে আপনি চাইলে, এর ৭ দিনের ফ্রি ট্রায়ালটিকে কাজে লাগিয়ে এই সেরা এআই আর্টিকেল লেখার টুলটি ফ্রীতে ব্যবহার করে দেখতে পারবেন।
Jasper-এর সুবিধা গুলি কি?
- Jasper এআই দ্বারা ছবি এবং টেক্সট দুটোই তৈরি করা যাবে।
- Grammarly এবং Chrome-এর সাথে ইন্টিগ্রেট করে ব্যবহার করা যায়।
- ইউনিক এবং হাই কোয়ালিটি কনটেন্ট তৈরি করা যাবে।
- এখানে, built-in plagiarism checker tool থাকছে।
- ৭ দিনের ফ্রি ট্রায়াল পাবেন।
দাম কত:
Jasper AI, আপনারা সম্পূর্ণ ফ্রীতে এর ৭দিনের ফ্রি ট্রায়াল এর মাধ্যমে ব্যবহার করে দেখতে পারবেন। তবে, কিনে ব্যবহার করতে হলে, এর creator plan-এর জন্য আপনাকে প্রতি মাসে $39 এবং Pro প্ল্যান এর জন্য প্রতি মাসে $59 দিতে হবে।
৪. Frase – SEO Content Optimization & AI Writer
এটাকে আপনারা all-in-one AI content generator হিসেবে বলতে পারেন। কেননা, এখানে keyword research থেকে শুরু করে একটি সেরা SEO optimized content তৈরি করা পর্যন্ত, সবটাই আপনারা করতে পারবেন।
এখানেও আপনারা একাধিক ভাষাতে কনটেন্ট গুলিকে তৈরি করতে পারবেন। এমনিতে, আপনি যদি সম্পূর্ণ ফ্রীতে Frase AI writing Tool-টি ব্যবহার করে দেখতে চাইছেন, সেক্ষেত্রে এর ফ্রি ট্রায়াল প্ল্যানটি অবশই কাজে লাগাতে পারবেন।
Frase AI Tool-এর সুবিধা:
- ব্যবহার করে দেখার জন্য ফ্রি প্ল্যান আছে,
- Research-based AI content তৈরি করা যায়,
- Research এবং outline, তৈরি করে ধাপে ধাপে optimized আর্টিকেল লিখতে পারবেন।
কত দাম:
Frase-এর মূলত ৪-টি প্ল্যান রয়েছে। Free Trial, Solo, Basic, এবং Team। এখানে আপনারা, সব থেকে কমে solo plan – $15 প্রতি মাসে দিয়ে শুরু করতে পারবেন।
৫. GrowthBar – The Ultimate AI Writing Tool
Best ai tools for content writing নিয়ে লিখা আমাদের আজকের এই আর্টিকেলটিতে থাকা আরেকটি সেরা AI content writing tool হলো এই GrowthBar Writing Tool-টি।
একজন কনটেন্ট রাইটার হিসেবে আপনি যদি একটি সেরা এবং কার্যকর AI রাইটিং টুল খুঁজছেন, সেক্ষেত্রে অবশই GrowthBar tool-টি ব্যবহার করে দেখতে পারেন।
এটা কনটেন্ট লেখার আগেই Google results গুলিকে স্ক্যান করে সেগুলির থেকেও বড় বড় high-ranking blog posts গুলি আপনাকে তৈরি করে দিতে পারবে। এছাড়া, আর্টিকেলের মধ্যে যুক্ত করা যাবে এমন keywords, internal এবং external link-এর suggestions-ও আপনাকে দিয়ে দিবে।
GrowthBar AI টুল এর সুবিধা:
- হাই কোয়ালিটি এবং SEO কনটেন্ট তৈরি করা যায়।
- সাথে সাথে সম্পূর্ণ ব্লগ পোস্ট তৈরি করে দিবে।
- আলাদা আলাদা ধরণের কনটেন্ট লেখানো যাবে।
- এআই কনটেন্ট লেখার এই টুল টি ChatGPT-4 দ্বারা তৈরি করা।
- ৭ দিনের ফ্রি ট্রায়াল এর সুবিধা দেওয়া হয়েছে।
দাম কত:
যা আমি আগেই বলেছি, আপনারা চাইলে এই এআই কনটেন্ট লেখার টুলটি ৭ দিনের জন্য সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করে দেখতে পারবেন। তবে এর কিছু সেরা পেইড প্ল্যান গুলি রয়েছে। এদের মধ্যে সব থেকে কমে মাসে $36 দিয়ে এর standard plan-টি আপনারা নিতে পারেন।
এআই দিয়ে আর্টিকেল লেখার অন্যান্য রাইটিং টুল গুলি:
উপরে বলে দেওয়া সেরা AI content writing tools গুলির বাইরেও আপনারা নিচে বলে দেওয়া এই অন্যান্য কিছু টুলস গুলি ব্যবহার করে দেখতে পারবেন। এগুলিতেও আপনারা free এবং paid প্ল্যান গুলি পাবেন।
- Writesonic,
- Copy.ai,
- Grammarly,
- ChatGPT,
- Anyword,
- Gemini,
- HyperWrite,
- LongShot,
তাহলে বন্ধুরা, আশা করছি best ai tools for content writing নিয়ে লেখা আমাদের আজকের এই আর্টিকেলটি আপনাদের কাজে অবশই লাগবে। আমাদের আজকের আর্টিকেলটি ভালো লেগে থাকলে বা আর্টিকেলের সাথে রিলেটেড কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।
অবশই পড়ুন: