বাংলাদেশে রেফার করে ইনকাম করার সেরা অ্যাপস – [বিকাশে পেমেন্ট]

ঘরে বসে অনলাইনে টাকা উপার্জন কিভাবে করবেন এই চিন্তা করছেন কি? চিন্তা করতে হবেনা, আজকের এই আর্টিকেলের মধ্যে অ্যাপ রেফার করে বা অ্যাপ রেফারেল প্রোগ্রামের মাধ্যমে কিভাবে টাকা উপার্জন করবেন, সেই বিষয়ে আমি আপনাদের সম্পূর্ণটা বুঝিয়ে বলবো। আসলে বাংলাদেশেও এমন বেশ কিছুই অ্যাপস রয়েছে যেগুলোকে সরাসরি অন্যদের কাছে রেফার করে টাকা উপার্জন করতে পারেন। আর আজকে আমরা এমনই কিছু অ্যাপ গুলো নিয়ে আপনাদের কাছে এসেছি, যেগুলো সম্পূর্ণ ফ্রীতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে একজন ভারতীয় বা বাংলাদেশি ব্যবহারকারী অ্যাপ গুলো রেফার করে ইনকাম করতে পারবেন।

রেফার করে ইনকাম
রেফার করে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে ২০২৫!

রেফার করে টাকা ইনকাম করার বাংলাদেশী অ্যাপ: পেমেন্ট বিকাশে

চলুন এবার আমরা সরাসরি সেরা কয়েকটি Bangladeshi refer and earn apps এর বিষয়ে জেনেনেই। জানিয়ে রাখছি, উল্লিখিত প্রতিটি অ্যাপস আপনারা Google Play Store থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন।

১. Rocket (রকেট)

Download rocket app

ডাউনলোড লিংক: Rocket App Download

Rocket, হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ। এটা আসলে Dutch-Bangla Bank Mobile Banking Application যেটাকে যেকোনো android ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারবেন। তবে এই অ্যাপটি শুধুমাত্র টাকা পাঠানো বা অনলাইনে রিচার্জ করার মতো কাজ গুলো করার মধ্যেই সীমিত নেই। কেন বলছি এই কথা? আসলে আপনি চাইলে এই বাংলাদেশী অ্যাপটি রেফার করেও করতে পারবেন ইনকাম।

Rocket অ্যাপের রেফারেল প্রোগ্রামের অধীনে আপনি তৈরি করে নিতে পারবেন নিজের একটি রেফারেল লিংক বা কোড। এবার সেই রেফারেল কোড বা লিংক শেয়ার করার মাধ্যমে আপনার বন্ধু বা পরিচিতজনকে অ্যাপটি ব্যবহার করতে বলুন। এতে যখন তারা আপনার রেফারেল লিংক বা কোড ব্যবহার করে অ্যাপে রেজিস্ট্রেশন করবে এবং অ্যাপের মধ্যে তাদের প্রথম লেনদেন সম্পন্ন করবে, তখন আপনি রিওয়ার্ড হিসেবে কিছু টাকা কমিশন হিসেবে পাবেন।

আমার হিসেবে Rocket অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করা খুবই সহজ এবং নিরাপদ। আসলে অ্যাপটি বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ফিনটেক প্ল্যাটফর্ম (Mobile Banking Application) গুলোর মধ্যে একটি। রেফার করে রিওয়ার্ড আয় করা ছাড়াও আপনি চাইলে এই অ্যাপের মাধ্যমে বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, এমনকি অনলাইন শপিংও করতে পারেন।

২. Nagad (নগদ)

Download nagad app

ডাউনলোড লিংক: Download Nagad App

Nagad, বাংলাদেশের আরেকটি জনপ্রিয় ডিজিটাল ওয়ালেট সার্ভিস বা অ্যাপ। আসলে এটা মূলত Bangladesh Post Office-এর তরফ থেকে অফার করা একটি digital financial service।

এই app এর দ্বারা আপনি আপনার প্রয়োজনীয় দৈনিক আর্থিক লেনদেন গুলো যেমন, টাকা পাঠানো, টাকা গ্রহণ করা, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, ইত্যাদির মতো লেন-দেন গুলো করতে পারবেন। এই অ্যাপটিতেও রেফারেল প্রোগ্রাম এর মাধ্যমে টাকা উপার্জনের সুযোগ আপনি পাবেন।

অন্যান্য রেফার এন্ড আর্ন অ্যাপস গুলোর মতোই এখানেও আপনি আপনার নগদ অ্যাপ রেফারেল লিংক শেয়ার করার মাধ্যমে নতুন ব্যবহারকারীদের Nagad অ্যাপে যুক্ত করতে হবে। আপনার দ্বারা রেফার করা ইউজাররা যখন নগদ অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাপে তাদের প্রথম লেনদেন সম্পূর্ণ করবেন, তখন আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা পুরস্কার হিসেবে পাবেন।

যা আমি আগেই বলেছি, Nagad অ্যাপটি ব্যবহার করে আপনি নিজের মোবাইল থেকেই সহজেই টাকা পাঠানো, বিল পরিশোধ, মোবাইল রিচার্জ এবং অন্যান্য ফিনান্সিয়াল একটিভিটি গুলো করতে পারবেন। এছাড়া, অ্যাপটির ইন্টারফেস যথেষ্ট ইউজার-ফ্রেন্ডলি এবং নিরাপদ। রেফার করে টাকা উপার্জনের পাশাপাশি আপনি Nagad অ্যাপ এর নানান রিচার্জ অফার, ক্যাশব্যাক অফার এবং ডিসকাউন্ট গুলো অবশই উপভোগ করতে পারবেন।

৩. bKash (বিকাশ)

Download bKash app

ডাউনলোড লিংক: Download bKash app

bKash, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ গুলোর মধ্যে আরেকটি। এই অ্যাপটিতেও একটি রেফারেল প্রোগ্রাম রয়েছে যার মাধ্যমে আপনি টাকা উপার্জনের সুযোগ পেতে পারবেন। তবে bKash এর রেফারেল অফার গুলো নিয়মিত চেঞ্জ হতেই থাকে।

bKash অ্যাপটি ব্যবহার করে আপনি টাকা পাঠানো, বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, এমনকি অনলাইনে শপিংও করতে পারেন। অ্যাপটির নিরাপত্তা ব্যবস্থা খুবই শক্তিশালী, তাই এখানে আপনি আপনার প্রতিটি লেনদেন যথেষ্ট নিরাপদভাবে সম্পন্ন করতে পারবেন। রেফার করে টাকা উপার্জনের পাশাপাশি আপনি bKash-এর বিভিন্ন অফার এবং ক্যাশব্যাক রিওয়ার্ড গুলো উপভোগ করতে পারবেন।

৪. Dmoney (ডি মানি)

Dmoney app download

ডাউনলোড লিংক: Download App

Dmoney, হলো বাংলাদেশের একটি আধুনিক ডিজিটাল ওয়ালেট সার্ভিস। এখানেও টাকা গ্রহণ করা, টাকা পাঠানো, ওয়ালেট থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করার মতো কাজ গুলো করা যায়।

Dmoney অ্যাপটিতেওঁ রেফারেল প্রোগ্রামের মাধ্যমে টাকা উপার্জনের সুযোগ পাওয়া যায়। আপনি আপনার Dmoney রেফারেল লিংক শেয়ার করে নতুন ব্যবহারকারীদের এই Dmoney অ্যাপে যুক্ত করতে পারেন। যখনই কোনো ব্যক্তি অ্যাপটিতে রেজিস্ট্রেশন করবেন এবং প্রথমবারের জন্য লেনদেন সম্পূর্ণ করবেন, তখন আপনি পাবেন রেফারেল কমিশন।

Dmoney অ্যাপটি ব্যবহার করে আপনি সহজেই টাকা পাঠানো, বিল পরিশোধ, মোবাইল রিচার্জ এবং অন্যান্য ফিনান্সিয়াল সার্ভিস গুলো উপভোগ করতে পারবেন। আমার হিসেবে অ্যাপটির ইন্টারফেস খুবই সহজ এবং সাধারণ। রেফার করে টাকা উপার্জন করার পাশাপাশি আপনি Dmoney-এর বিভিন্ন অফার এবং ডিসকাউন্ট অফার গুলোর লাভ অবশই নিতে পারবেন।

৫. Pathao – রাইড শেয়ারিং থেকে রেফারেল ইনকাম

ডাউনলোড লিংক: Pathao: Ride, Food, Send Pathao

Google Play Store-এর মধ্যে উপলব্ধ এই পাঠাও অ্যাপটি মূলত একটি রাইড বা ফুড ডেলিভারির অ্যাপ। Pathao অ্যাপে রয়েছে একটি app referral program। তাই এই অ্যাপটিকে রেফার করেও আপনি মাসে হাজার হাজার টাকা আয় করে নিতে পারবেন।

আপনি যদি Pathao অ্যাপটিকে কোনো নতুন ইউজারের কাছে রেফার করে তাদেরকে অ্যাপটি ডাউনলোড করতে ও প্রথম রাইড বুক করতে রাজি করতে পারেন, তাহলে প্রতি রেফারেলে জন্য পেতে পারবেন ৫০-১০০ টাকা। Pathao app-এর মধ্যে পাবেন আলাদাভাবে একটি রেফারেলের সেকশন, যেখানে আপনি আপনার ইউনিক রেফারেল কোড বা লিংক দেখতে ও সরাসরি সেটিকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে শেয়ার করতে পারবেন।

পাঠাও অ্যাপ এর কিছু বৈশিষ্ট্য:

  • রেফারেল ইনকাম ছাড়াও আপনি একজন ডেলিভারি পার্টনার হিসেবে এখানে আয় করতে পারবেন।
  • এখানে নিয়মিত প্রোমো কোড ও ক্যাশব্যাক অফার গুলো পাবেন।
  • ট্রান্সপারেন্সি সহকারে আপনি নিজের ইনকাম ট্র্যাক করতে পারবেন।
  • টাকা তুলতে আপনি বিকাশ বা Nagad-এর দ্বারা টাকা তুলতে পারবেন। ন্যূনতম ২০০ টাকা হয়ে গেলে টাকা তোলা যাবে।

৬. Shohoz – টিকেট বুকিং রেফারেল প্রোগ্রাম

ডাউনলোড লিংক: Shohoz App

বাস এবং মুভি টিকেট বুকিং থেকে শুরু করে ফুড অর্ডার এবং ফ্লাইট, সব ধরণের টিকেট বুকিং করা সম্ভব এই Shohoz অ্যাপে। আর এই ধরণের একটি টিকেট বুকিং অ্যাপের রেফারেল প্রোগ্রাম না থাকলে কিভাবে চলবে বলুন।

Shohoz অ্যাপের রেফারেল প্রোগ্রামটি কিন্তু বেশ আকর্ষণীয়। আপনি যেকোনো ব্যক্তিকে এই অ্যাপটি রেফার করলে এবং আপনার দ্বারা রেফার করা ব্যক্তিরা অ্যাপটিতে যখন তাদের প্রথম অর্ডার কমপ্লিট করবেন, তখন আপনি পেতে পারবেন ১০০ টাকা পর্যন্ত রেফারাল কমিশন। তাই নয়, আপনার দ্বারা রেফার করা ইউজারদের পরবর্তীতে করা প্রতিটি অর্ডারের জন্যেও আপনি পাবেন কমিশন।

সহজ অ্যাপের বৈশিষ্ট্য:

  • অ্যাপটি মূলত একটি মাল্টি-সার্ভিস প্ল্যাটফর্ম হওয়ায় এখানে রেফারেল ইনকামের সুযোগ বেশি।
  • অ্যাপ রেফারেল ট্র্যাক করার জন্য ড্যাশবোর্ড পাবেন।
  • রেফার করে ইনকাম করা টাকা দিয়ে নিজের টিকেট বা অন্যান্য অর্ডার করাও যায়।
  • টাকা টুবেন কিভাবে: ইনকাম করা টাকা Shohoz ওয়ালেটে জমা রাখতে পারেন বা বিকাশে (bKash) ট্রান্সফার করা যায়।

অনলাইন রেফারেল প্রোগ্রাম আসলে কি – (Referral Program)

Online referral program গুলোকে আবার এক ধরণের affiliate programs বলেও বলা যেতে পারে। এই ধরণের প্রোগ্রাম গুলোর মাধ্যমে বিভিন্ন পণ্য, পরিষেবা বা ব্র্যান্ড গুলোকে নতুন নতুন গ্রাহকের কাছে প্রচার করার মাধ্যমে আমরা প্রচুর কমিশন বা পুরস্কার গুলো আয় করতে পারি।

মনে রাখবেন, এই ধরণের প্রোগ্রাম গুলোতে আপনাকে একটি বিশেষ এবং ইউনিক রেফারাল লিংক বা কোড দেওয়া হবে। দিয়ে দেওয়া এই রেফারাল কোড বা লিংক, আপনাকে নানান অনলাইন প্লাটফর্ম (websites, blogs, social media, email) গুলোর ব্যবহার করে নিজের অনলাইন নেটওয়ার্ক বা দর্শকদের সাথে শেয়ার করতে হবে।

এবার যখন কোনো ব্যবহারকারী (user), দিয়ে দেওয়া আপনার রেফারাল লিংকে ক্লিক করে বা রেফারাল কোড ব্যবহার করে জরুরি কার্যকলাপ (একাউন্ট রেজিস্টার, ডাউনলোড ইত্যাদি) গুলো সম্পূর্ণ করে থাকেন, তখন সেই রেফারেল প্রোগ্রাম থেকে কিছু কমিশিন বা পুরস্কার আপনাকে দিয়ে দেওয়া হবে।

Referral income-এর পরিমান (%) প্রত্যেক আলাদা আলাদা website, company বা program-এর ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে। ইন্টারনেটে, রেফার করে ইনকাম করার এমন প্রচুর অ্যাপস এবং ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে প্রতি রেফার এর জন্য আমরা ১০ টাকা থেকে ১০০ টাকা বা তার থেকেও অধিক কমিশন ইনকাম করতে পারি।

রিলেটেড: রিয়েল বিদেশি ইনকাম সাইট – সেরা ৯টি

অ্যাপ রেফার করে ইনকাম করার জন্য কিসের প্রয়োজন?

Refer And Earn Apps গুলোর থেকে অর্থ উপার্জন করার জন্য আপনার কিছু বিশেষ জিনিসগুলির প্রয়োজন হবে। এই জিনিস গুলো আপনার কাছে না থাকলে আপনি App referral করে income করতে পারবেননা।

  1. একটি এন্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে।
  2. একটি বা একাধিক ভালো এবং ট্রাস্টেড অ্যাপ এর রেফারেল প্রোগ্রামে জয়েন করতে হবে।
  3. একটি বা একাধিক সোশ্যাল মিডিয়া প্রোফাইল থাকতে হবে যেখানে আপনার প্রচুর সংখ্যায় ফলোয়ার্স আছে।
  4. আপনার পেমেন্ট ডিটেলস/ব্যাংক একাউন্ট।
  5. যদি বিকাশে পেমেন্ট নিতে চান, তাহলে বিকাশ একাউন্ট থাকতে হবে।

আপনার কাছে যদি ওপরে বলে দেওয়া জিনিস গুলি আছে, তাহলে একটি ভালো Refer And Earn Apps-এর মধ্যে অংশগ্রহণ করে App বা website-টি অন্যান্য লোকেদের refer করে ইনকাম করার আপনার সফর শুরু করতে পারবেন।

অবশই পড়ুন: অনলাইনে আর্টিকেল লিখে টাকা আয় করুন

অ্যাপ রেফারেল প্রোগ্রাম এর মাধ্যমে ইনকাম কিভাবে করবেন?

আপনাকে সর্বপ্রথমে কিছু Best Refer And Earn Apps গুলো নিজের স্মার্টফোনে download করে নিতে হবে।

ডাউনলোড করা Apps গুলোতে আপনাকে নিজের একটি account তৈরি করে তারপর নিজের referral link-টি খুঁজে সেটাকে কপি করে নিন। এবার, App থেকে কপি করা referral link-টি নিজের বন্ধু-বান্ধব, চেনা পরিচিত লোকেদের সাথে শেয়ার করুন এবং প্রতিটি অ্যাপ ডাউনলোড এর বিপরীতে ইনকাম করুন।

মনে রাখবেন, অ্যাপ থেকে কপি করা Referral Link-টি share করার ক্ষেত্রে আপনারা Blog, YouTube বা Social Media ইত্যাদির নানান প্লাটফর্ম গুলোর ব্যবহার অবশই করতে পারবেন।

যখনি আপনার শেয়ার করা referral link-এর মধ্যে click করে কোনো ব্যক্তি App-টি তার মোবাইলে download/install করবেন, তখন আপনি পেয়ে যাবেন রেফারেল কমিশন।

আলাদা আলাদা অ্যাপস গুলোর থেকে আপনি আলাদা আলাদা ধরণের কমিশন ইনকাম করতে পারবেন। নানান Apps/website-এর referral program রয়েছে যেগুলোতে আপনি লাইফটাইম কিছু (%) কমিশন আয় করতে থাকতে পারবেন।

এমনিতে, রেফার করে রিওয়ার্ড বা রিয়েল ক্যাশ ইনকাম করার বেশিরভাগ অ্যাপস গুলো ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত প্রতি রেফারের জন্য আমাদের দিয়ে থাকে। 

১. Blog & Websites:

যদি আপনার নিজের একটি blog বা website আছে, তাহলে Apps / website গুলোর রেফারেল লিংক আপনি নিজের ওয়েবসাইটে বা ব্লগের আর্টিকেলে যুক্ত করে শেয়ার করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে সেই অ্যাপ এর বিষয়ে একটি আর্টিকেল লিখতে হবে এবং আর্টিকেলের মাঝে মাঝে নিজের রেফারেল লিংক যুক্ত করে সেই অ্যাপ ডাউনলোড করার জন্য বলতে হবে। ব্লগে আর্টিকেল লিখার মাধ্যমে রেফার করে সর্বাধিক পরিমানে ইনকাম করা সম্ভব।

২. YouTube Channel:

যদি আপনি একজন YouTuber এবং নিজের চ্যানেলে নিয়মিত ভিডিও বানিয়ে আপলোড দিয়ে থাকেন, তাহলে এই ধরণের referral income apps গুলোর থেকে প্রচুর ইনকাম আপনি করতে পারবেন। এক্ষেত্রে, আপনাকে অ্যাপটির সাথে জড়িত একটি ভিডিও কনটেন্ট তৈরি করতে হবে এবং অ্যাপের বিষয়ে ভালো করে বুঝিয়ে বলতে হবে।

শেষে, ভিডিওটি ইউটিউবে আপলোড দিয়ে নিজের ভিডিও ডেস্ক্রিপশনে অ্যাপ এর সাথে জড়িত আপনার রেফারেল লিংকটি দিয়ে দিতে হবে। মনে রাখবেন, আপনার রেফারাল লিংক ব্যবহার করে অ্যাপ ডাউনলোড করার জন্য ভিডিওর মধ্যে কমেও একবার হলেও আপনাকে বলতে হবে।

৩. WhatsApp:

এখন যদি আপনার কাছে নিজের একটি Blog/Website বা YouTube channel না থাকে, তাহলে নিজের WhatsApp account-এর মাধমেও কিন্তু App-গুলিকে প্রচার করতে পারবেন।

এক্ষত্রে, আপনাকে অ্যাপ এর বিষয়ে খানিকটা লিখে তাতে নিজের referral link যুক্ত করে WhatsApp contacts এবং groups এর মধ্যে শেয়ার করতে হবে। যখনি কোনো ব্যক্তি আপনার রেফারাল লিংক ব্যবহার করে অ্যাপটি ইনস্টল করবেন, আপনি আপনার রেফারেল ইনকাম পেয়ে যাবেন। তবে, এক্ষত্রে একটি blog বা YouTube চ্যানেলের তুলনায় তুলনামূলক ভাবে কম ইনকাম হওয়ার সুযোগ রয়েছে।

৪. Facebook:

Facebook দ্বারা বিভিন্ন মাধ্যমে আপনি আপনার referral link অন্যান্য ব্যক্তিদের সাথে share করতে পারবেন। কেননা, এখানে আপনারা video, text বা image, নানান ধরণের কানেন্ট গুলো শেয়ার করার অপসন পাচ্ছেন।

তাই, আপনি চাইলে একটি শর্ট ভিডিও বানিয়ে সেই ভিডিও ফেসবুকে শেয়ার করে তাড়াতাড়ি প্রচুর রেফারেল ইনকাম করে নিতে পারবেন। এছাড়া, বিভিন্ন Facebook Profile, Facebook Page, Facebook Groups ইত্যাদিতে নিজের referral link শেয়ার করার সুবিধাও এখানে থাকছে।

৫. Other social media:

Facebook-এর মতো অন্যান্য নানান social media platform গুলো রয়েছে যেগুলোতে গিয়ে একইভাবে নিজের রেফারেল লিংক শেয়ার করে অনলাইনে ইনকাম করা যাবে। যেমন ধরুন, LinkedIn, Twitter, Telegram, Instagram, Pinterest, Quora ইত্যাদি এমন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলো ব্যবহার করা যাবে।

রেফার করে টাকা ইনকাম করার অন্যান্য ১০টি অ্যাপ – ২০২৫

Refer and Earn App:Referral Amount:
Google Payসর্বোচ্চ ১০০ টাকা।
TaskBucks১০ টাকা ইনস্ট্যান্ট রিওয়ার্ড।
EarnEasy : Earn Cash১০ টাকা রেফারাল ইনকাম।
ySenseপ্রতি রেফারেল এর জন্য $0.10 বা $0.30।
Cash King২০ টাকা প্রতি রেফারাল।
Earn Money: Earning appপ্রতি রেফারেলে ৫০০০ পয়েন্টস।
Rush Appরেফার করে সর্বোচ্চ ৫০ হাজার আয় করা যায়।
EarnQuick Appপ্রতি রেফারেলে ১০+৫+১৫ টাকা।
RozDhanসফল রেফারেলে ১২ টাকা পর্যন্ত।
CoinSwitch Kuber২০% কমিশন পাওয়া যাবে।

এখন নিচে আমরা সরাসরি এমন ৮টি এন্ড্রয়েড মোবাইল এপ্লিকেশন গুলির বিষয়ে জানবো যেগুলি ব্যবহার করে, নিজের একটি রেফারেল লিংক তৈরি করে সেগুলিকে শেয়ার করে রেফারেল ইনকাম লাভ করা যাবে।

১. Google Pay

Google Pay App refer and earn details

আপনিও যদি Google Pay ব্যবহার করছেন, তাহলে এই অ্যাপটি অন্যদের রেফার করে এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন। Google Pay-থেকে রেফারেল লিংক কপি করে সেটিকে WhatsApp, Email, SMS ইত্যাদি বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে পারবেন। আপনার referral link ব্যবহার করে যদি কোনো ব্যক্তি Google Pay download করেন এবং গুগল পে ব্যবহার করে যখন সে তার প্রথম আর্থিক লেনদেন সম্পূর্ণ করবেন, তখন আপনি পেয়ে যাবেন ১০০ টাকা

এভাবে যদি আপনি প্রতি মাসে কমেও ২০ টি রেফারাল দিতে পারেন, তাহলে আপনি সরাসরি ২০০০ টাকা আয় করে নিতে পারছেন। Google Pay-তে থাকা “Invite friends” এর সেক্শনে আপনি আপনার রেফারেল লিংক পেয়ে যাবেন।

২. TaskBucks

Taskbucks refer and earn program

এটা একটি অনেক জনপ্রিয় refer and earn app যেটা ব্যবহার করে আপনি নানান ভাবে ইনকাম করার সুযোগ পাবেন। নিজের রেফারাল লিংক ব্যবহার করে প্রতি রেফারেল এর জন্য আপনি সর্বোচ্চ ২৫ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এছাড়া, পেইড সার্ভে সম্পূর্ণ করে, অন্যান্য অ্যাপ গুলো ডাউনলোড করে, গেম খেলে ইত্যাদি বিভিন্ন মাধ্যমে এখানে ইনকাম করতে পারবেন। বিভিন্ন অনলাইন সার্ভে গুলো সম্পূর্ণ করার মাধ্যমে আপনারা প্রতি সার্ভেতে ১০ থেকে ২০ টাকা ইনকাম করে নিতে পারবেন।

৩. EarnEasy : Earn Cash

Earneasy best app with referral program

এই App ব্যবহার করে ইনকাম করা টাকা আপনারা Paytm/Bank transfer/UP-এর মাধ্যমে তুলতে পারবেন। এটাও এমন একটি android mobile App যেটা ব্যবহার করে নানান মাধ্যমে ইনকাম করা যাবে। অ্যাপটি refer করে আপনারা প্রতি রেফার এর জন্য ১০ টাকা পেয়ে যাবেন। এছাড়া আপনার রেফার করা ব্যক্তি অ্যাপ ইনস্টল করার পর যদি অন্যান্য টাস্ক গুলো সম্পূর্ণ করে থাকে, তাহলে আপনি প্রতি রেফার ১৫ টাকা ইনকাম করার কথা বলা হয়েছে। এখানে মিনিমাম ৫০ টাকা আপনারা তুলতে পারবেন।

EarnEasy app-এর সুবিধা:

  • নতুন একাউন্ট তৈরি করার সাথে সাথে ৫০ টাকার বোনাস দেওয়া হয়।
  • Paytm Wallet, Bank Account, বা UPI দ্বারা টাকা তুলতে পারবেন।
  • Refer & Earn program দ্বারা প্রতি রেফারাল এর জন্য ১০ টাকা দেওয়া হয়।
  • নানান ছোট ছোট কাজ গুলি করেও টাকা আয় করা যাবে।

৪. ySense

ySense, আমি নিজে ব্যবহার করেছি এবং আমার হিসেবে referral income আয় করার এইটা একটি সেরা অ্যাপ বা ওয়েবসাইট। এখানে referral income-এর পাশাপাশি আপনারা বিভিন্ন paid survey গুলো সম্পূর্ণ করেও ইনকাম করতে পারবেন। এছাড়া, নানান ছোট-বড় offer গুলো সম্পূর্ণ করার মাধমেও ইনকাম করা সম্ভব।

ySense-এর মাধ্যমে হওয়া ইনকাম আপনারা PayPal, payoneer, Skrill, Gift card ইত্যাদি নানান মাধ্যমে তুলতে পারবেন। এখানে প্রতি referal-এর জন্য আপনারা $0.10 বা $0.30 ইনকাম করতে পারবেন।

আপনার রেফারাল লিংক ব্যবহার করে যদি কোনো ব্যক্তি ySense-এর মধ্যে একাউন্ট তৈরি করে থাকে তাহলে এই কমিশন এমাউন্ট আপনি পাবেন। এছাড়া, যখন আপনার রেফার করা ব্যক্তি তার একাউন্টে $5.00 ইনকাম করে নিবেন, তখন আপনি আবার $2.00 বোনাস ইনকাম করতে পারবেন।

৫. Cash King: Cash Earning App

Cash king earning app

Cash king app-টিতেও বিভিন্ন ধরণের ছোট ছোট কাজ গুলি করার মাধ্যমে পার্ট-টাইম কিছুটা এক্সট্রা ইনকাম করা সম্ভব। এছাড়া, paid survey গুলো করার মাধ্যমে এবং অন্যান্য ব্যাক্তিদের অ্যাপটি রেফার করেও ইনকাম করা সম্ভব।

এখানে ইনকাম করা টাকা আপনারা Paytm wallet, Google Pay, PhonePe বা Bank Account এর মাধ্যমে তুলতে পারবেন। প্রতিটি রেফারেল এর জন্য আপনারা ২০ টাকা করে পাবেন এবং রেফারেল ইনকামের কোনো ধরণের লিমিট বলা নেই। তাই, রেফার করে আনলিমিটেড ইনকাম করা সম্ভব।

৬. Earn Money

Earn money android app

আপনি কি গেম খেলতে পছন্দ করেন? যদি হ্যা তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। কেননা এখন আপনারা নিজের মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন। এই app-এর মধ্যে গেম খেলার জন্য আপনাকে টাকা দেওয়া হয়।

ইনকাম করা টাকা আপনারা রিয়েল টাকা এবং গিফ্ট কার্ড দুভাবে তুলতে পারবেন। গেম খেলা ছাড়াও quizzes, rewards এবং referral এর মাধ্যমে ইনকাম করা যাবে। এখানে ইনকাম করা টাকা আপনারা Paytm wallet, PayPal এবং UPI-এর মাধ্যমে তুলতে পারবেন।

এই রেফারেল অ্যাপ এর সুবিধা:

  • এখানে গেম খেলে, কুইজ খেলে এবং রেফার করা অর্থ উপার্জন করা যায়।
  • অনলাইন সার্ভে সম্পূর্ণ করার জন্যও এখানে রিওয়ার্ড দেওয়া হয়।
  • App-টি অন্যান্য user-দের রেফার করে unlimited reward income করার সুযোগ রয়েছে।
  • ইনকাম করা টাকা গুলি paytm wallet, PayPal, UPI, দ্বারা তুলতে পারবেন।

৭. Rush App – Play Ludo, Carrom

Getrush app best refer and earn app

Rush app, আসলে এমন একটি অনলাইন প্লাটফর্ম যেখানে অনলাইনে গেম খেলে টাকা আয় করা যেতে পারে। তবে, যদি আপনি গেম খেলে ইনকাম করার বিষয়টি নিয়ে এতটা ইন্টারেস্টেড না, তাহলে এখানে থাকা Refer and earn program দাড়াও আপনি নিয়মিত ইনকাম করে নিতে পারবেন।

মনে রাখবেন, অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাকে Getrushapp.com এর মধ্যে গিয়ে নিজের মোবাইল নম্বরটি এন্টার করে “Get Download Link” এর মধ্যে click করতে হবে।

যখনই আপনার শেয়ার করা Referral Link দ্বারা কোনো ব্যক্তি বা আপনার বন্ধু Rush App-টি তাদের মোবাইলে ইনস্টল ও রেজিস্টার করবেন, আপনাকে আপনার Rush wallet-এর মধ্যে রেফারেল ইনকাম দিয়ে দেওয়া হবে।

Rush App-এর সুবিধা:

  • অ্যাপটি রেফার করে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্তই ইনকাম করা যাবে।
  • Rush VIP সহ প্রতি রেফারে সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত ইনকাম করার কথা বলা হয়েছে।
  • আপনি রেফার করা ইউজারদের গেমপ্লে থেকেও ইনকাম করতে পারবেন।
  • প্রতিদিন সর্বনিম্ন ২৫ টাকা তুলে নিতে পারবেন।

৮. EarnQuick

Earnquick refer and income app for android

গুগল প্লে স্টোরে উপলব্ধ এই EarnQuick App-টি ৪.০ রেটিং সহ প্রায় ১০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড করা হয়েছে। এটা মূলত একটি অনলাইন আর্নিং অ্যাপ যেখানে রয়েছে একটি রেফারেল প্রোগ্রাম।

বলা হয়েছে যে, অ্যাপটি ডাউনলোড করে একাউন্ট তৈরি করার সাথে সাথে কিছু না করেই ৫০ টাকা বোনাস হিসেবে আমাদের ওয়ালেটের মধ্যে দিয়ে দেওয়া হবে। এছাড়া, এই app থেকে হওয়া ইনকাম আপনি Paytm Wallet, Bank Account, বা UPI দ্বারা তুলে নিতে পারবেন।

জানিয়ে রাখছি যে, EarnQuick-টি রেফার করে প্রতি সফল রেফারেলের জন্য দেওয়া হচ্ছে ১০ টাকা করে। এছাড়া, আপনার রেফারেল লিংক দিয়ে অ্যাপ-টি ডাউনলোড এবং রেজিস্টার করা ব্যক্তিরা যখন কোনো ধরণের টাস্ক সম্পূর্ণ করবেন তখন আপনি আবার কিছু টাকা (৫ থেকে ১৫ টাকা) ইনকাম করে নিতে পারবেন।

অবশই পড়ুন: ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ

৯. RozDhan:

RozDhan Wallet App to earn money by referring

এমনিতে RozDhan হলো এমন একটি জনপ্রিয় মোবাইল অ্যাপ যেটিকে কাজে লাগিয়ে আমরা হয়তো গেম খেলে, ভিডিও দেখে, অনলাইনে আর্টিকেল পড়ে বা রেফার করে কিছু টাকা অনলাইনে উপার্জন করে নিতে পারি। RozDhan অ্যাপটি আপনারা Google Play Store থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন।

এখন, RozDhan অ্যাপ থেকে ইনকাম করার উপায় অনেক রয়েছে। তবে যিহেতু আমরা অ্যাপ রেফার করে টাকা আয় করার বিষয়টা নিয়ে আলোচনা করছি, তাই চলুন এই বিষয়েই আগে জেনেনেই।

এই অ্যাপ এর মধ্যে আপনারা Invite Friends / Invite & Get Cash-এর একটি অপসন দেখবেন। এই অপসন থেকে আপনারা নিজের রেফারেল কোড/লিংকটি কপি করে নিতে পারবেন।

এবার, প্রতিটা সফল রেফারেলের জন্য এই অ্যাপ থেকে আপনারা ১২ টাকা পর্যন্ত ইনকাম করে নিতে পারবেন (বর্তমান সময়ে রেফারেল ইনকাম আলাদা হতে পারে)।

এছাড়া, RozDhan app-এর মধ্যে প্রথমবার লগইন করার জন্য ৫০ টাকা দেওয়ার কোথাও বলা হয়েছে। শেষে, ইনকাম করা টাকা গুলি আপনারা নিজের Paytm wallet/account দ্বারা রেডিম করে নিতে পারবেন।

এই অ্যাপে কিভাবে রেফার করবেন?

  • আপনাকে নিজের মোবাইলে RozDhan app ডাউনলোড করতে হবে।
  • এবার নিজের মোবাইল নাম্বার এবং ইমেইল দিয়ে sign-up করুন।
  • App-এর মধ্যে থাকা Login to Earn-এর অপশনে click করুন।
  • App-থেকে নিজের referral link কপি করুন এবং অন্যান্য ব্যক্তিদের সাথে শেয়ার করুন।
  • ইউজাররা যখন আপনার referral link দ্বারা app-টি ডাউনলোড করবেন, আপনি টাকা ইনকাম করবেন।

১০. CoinSwitch Kuber:

Coinswitch app to earn money referring

CoinSwitch Kuber হলো মূলত একটি cryptocurrency trading app, যেখানে শুধুমাত্র একাউন্ট sign up করার জন্য ৫০ টাকা ইনসেনটিভ হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া, এই app-টি refer করে ৫০ টাকা প্রতিটি referral এর জন্য ইনকাম করা যাবে।

এটা একটি অনেক জনপ্রিয় cryptocurrency trading app, যেটিকে অনেকেই ব্যবহার করছেন বললে আমি ভুল হবোনা। এখানে আপনারা শুধুমাত্র ১০০ টাকা দিয়ে cryptocurrency কিনে নিতে পারবেন।

রেফারেল পদ্ধতি:

  • CoinSwitch Kuber-এর মধ্যে account রেজিস্টার করুন,
  • Referral Program-থেকে নিজের referral link কপি করুন,
  • অন্যান্য ইউজার বা নিজের বন্ধুদের সাথে referral link শেয়ার করুন,
  • যখনই আপনার রেফার করা ইউজার দ্বারা প্রথম ট্রান্সেকশন করা হবে আপনি আপনার রেফারেল ইনকাম করে নিবেন।

Refer & income-এর সাথে জড়িত কিছু প্রশ্ন:

Q. রেফার করে ইনকাম করার সেরা অ্যাপ কোনটি?

নানান অ্যাপ গুলো রেফার করে আপনারা রেফারেল ইনকাম আয় করতে পারবেন। এমন কিছু অ্যাপস গুলো হলো, Google Pay, Yeapp, Cash King, ySense ইত্যাদি।

Q. অ্যাপ refer করার জন্য কি সত্যি টাকা দেওয়া হয়?

অবশই দেওয়া হয়, এমন অনেক অ্যাপস রয়েছে যেগুলোকে সঠিক ভাবে শেয়ার বা রেফার করার বিপরীতে আপনাকে রিয়েল টাকা দেওয়া হবে। তবে এক্ষেত্রে, আপনাকে অনেক ভালো করে যাচাই করে অ্যাপ গুলি ব্যবহার করা দরকার। কেননা এমন অনেক অ্যাপস রয়েছে যেগুলিতে রেফার করার পর referral income যুক্ত করা হয়না।

Q. রেফার করে ইনকাম করা টাকা কিভাবে তুলবেন?

অ্যাপ গুলো রেফার করার মাধ্যমে আপনি যত টাকা ইনকাম করবেন সেগুলি PayPal, bank account, wallet বা UPI ইত্যাদি বিভিন্ন মাধ্যমে তুলতে পারবেন।

Q. রেফারেলের মাধ্যমে আয় করার জন্য কি কোনো ইনভেস্টমেন্ট করতে হবে?

না, বলে দেওয়া রেফারেল প্রোগ্রামগুলো সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যাবে। আপনাকে শুধুমাত্র অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে এবং অন্যান্য ব্যক্তিদের অ্যাপটি রেফার করতে হবে।

আমাদের শেষ কথা,

তাহলে বন্ধুরা আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা, রেফার করে ইনকাম কিভাবে করতে হয় এবং রেফার করে টাকা আয় করার কার্যকর অ্যাপস গুলো কি কি এবং এর সাথে জড়িত অন্যান্য কিছু বিষয় গুলো নিয়ে আলোচনা করলাম।

Google Play Store-এ আপনারা এমন প্রচুর Apps গুলো পাবেন যেগুলো রেফার করার মাধ্যমে অনলাইনে কিছু টাকা আয় করে নিতে পারবেন। তবে ধ্যান রাখবেন, এমন প্রচুর অ্যাপস রয়েছে যেগুলো পরে গিয়ে আপনাকে টাকা দেয়না। তাই, যেকোনো অ্যাপ এর রিভিউ দেখে তারপর সেটা রেফার করবেন।

রিলেটেড: Funngro app: অনলাইনে ছোট ছোট কাজ করে ইনকাম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top