ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো ? আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরা আজকাল, ফেসবুক mobile app ব্যবহার করেন। এবং তাই, ফেসবুকের পাসওয়ার্ড মনে রাখার আমাদের কোনো দরকার পড়েনা। এতে, অনেকদিন পাসওয়ার্ড এর ব্যবহার না করায়, আমরা ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাই এবং এতে আমরা আমাদের একাউন্টে লগইন করতে পারিনা। (How to reset your Facebook account password ?).
তবে হে, যদি আপনার নিজের Facebook account password মনে নেই, তাহলে ভয় খাবার কিছু নেই। আপনি, কেবল ২ মিনিটেই নিজের একাউন্ট পাসওয়ার্ড রিসেট করে চেঞ্জ করে নিতে পারবেন।
আপনার পাসওয়ার্ড রিসেট বা পরিবর্তন করার জন্য আপনার ফেসবুক একাউন্টে রেজিস্টার্ড (registered) email id বা মোবাইল নম্বরের যেকোনো একটার প্রয়োজন হবে।
তাহলে চলুন, যদি আপনি আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন বা আপনার এখন পুরোনো পাসওয়ার্ড মনে নেই তাহলে সেটাকে রিসেট করে নতুন পাসওয়ার্ড কিভাবে সেট করবেন এর নিয়ম জেনেনেই।
পাসওয়ার্ড রিসেট করার পর, আপনি আবার নিজের Facebook account এ নিজের নতুন পাসওয়ার্ড এর মাধ্যমে লগইন করতে পারবেন এবং নিজের বন্ধুদের সাথে আবার যোগাযোগ করতে পারবেন।
Also read –
- ফেসবুক আইডির নাম কিভাবে পরিবর্তন করবেন ?
- কিভাবে জিমেইল একাউন্ট খোলা যাবে ?
- কিভাবে বানাবো একটি ফ্রি লোগো ?
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে চেঞ্জ (reset) কিভাবে করবেন ? (সহজ উপায়)
যদি আপনি আপনার Facebook account এ আবার লগইন করতে চান, তাহলে আপনার নিজের ভুলে যাওয়া পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে হবে এবং new password set করতে হবে।
ফেসবুকে লগইন না করেই তার পাসওয়ার্ড বদলানোর জন্য বা password reset করার জন্য, আপনার সেই ইমেইল আইডি বা মোবাইল নম্বরের প্রয়োজন হবে যেটা আপনার একাউন্টে রেজিস্টার্ড আছে।
তাহলে চলুন, নিচে আমরা স্টেপ বাই স্টেপ জেনেনি, কিভাবে ভুলে যাওয়া ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ বা রিসেট করবো।
১. Facebook একাউন্টে লগইন করুন।
সবচে আগেই আপনি Facebook login page এ গিয়ে নিজের User Id এবং যেকোনো পাসওয়ার্ড যেটা আপনার মনে আছে সেটা টাইপ করুন এবং লগইন বাটন এ ক্লিক করুন।
আপনার যদি আগের কোনো পাসওয়ার্ড এই মনে নেই, তাহলে যেকোনো একটি ভুল ভাল পাসওয়ার্ড “password box” দিয়ে দিন।
২. Recover your account এ ক্লিক করুন।
যিহেতু, আমরা ভুল পাসওয়ার্ড “password box” এ লিখেছি, তাই ফেসবুক আপনাকে পরের পেজে দেখাবে “the password you have typed is incorrect” মানে, আপনার টাইপ করা পাসওয়ার্ড টি ভুল।
তাই, পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য বা নতুন একাউন্ট পাসওয়ার্ড সেট করার জন্য আপনার “Recover Your account” বা “forgotten password” লিংকে ক্লিক করতে হবে।
৩. Password reset option সিলেক্ট করুন
এখন, নিচে আপনি “Reset your password” এর একটি পেজ দেখবেন। এই পেজে, আপনাকে সিলেক্ট করতে হবে যে, verification code আপনি কিসে পেতে চান।
আপনি যদি, ভ্যারিফিকেশন কোড (verification code) নিজের মোবাইল নম্বরে পেতে চান তাহলে “send code via sms” এ সিলেক্ট করুন।
নাহলে, যদি আপনি verification code নিজের ইমেইল আইডি তে পেতে চান, তাহলে “send code via email” অপশনে ক্লিক করুন।
তারপর নিচে “Continue” তে ক্লিক করুন।
আমি “ইমেইল এর অপসন” সিলেক্ট করেছি। কারণ, সবের একাউন্টে মোবাইল নম্বর হয়তো রেজিস্টার নাও থাকতে পারে। কিন্তু, ইমেইল আইডি সবার ফেসবুকে দেয়া থাকে।
আপনি আপনার সুবিধা মতো অপসন সিলেক্ট করেনিন।
৪. Verification বা security কোড কপি করুন
ওপরে কন্টিনিউ (continue) তে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বর বা ইমেইল আইডিতে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন নম্বর ফেইসবুক দ্বারা পাঠিয়ে দেয়া হবে।
আপনি, ভালো করে সেই ৬ ডিজিটের কোড টি কপি করে নিন।
নাহলে,
যদি আপনি ইমেইল অপশনের বাছাই করেছেন, তাহলে আপনার ইমেইলে কোডের সাথে নিচে “change password” এর একটি লিংক দিয়ে দেয়া হবে। আপনি সোজা সেই লিংকে ক্লিক করতে পারেন।
৫. Verification code দিন
এখন ফেসবুক দ্বারা পাঠানো কোড নিজের মোবাইল বা ইমেইল থেকে কপি করে আপনাকে “enter security code” বক্সে দিয়ে দিতে হবে।
আপনি ওপরে দেখতেই পারছেন, একটি বাক্স দেয়া হয়েছে এবং তাতে “Enter code” লিখা আছে। সোজাসোজি কোড দিয়ে “Continue” লিংকে ক্লিক করুন।
৬. নতুন পাসওয়ার্ড দিন
সঠিক কোড দেয়ার পর, পরের পেজে আপনি নতুন পাসওয়ার্ড সেট করার অপসন পাবেন।
এখন, যা আপনি ওপরে ছবিতে দেখছেন, “New password” এর সামনে থাকা বক্সে আপনার একটি নতুন ফেসবুক একাউন্ট পাসওয়ার্ড দিন।
পাসওয়ার্ড লিখে “continue” লিংকে ক্লিক করুন।
৭. আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে
congratulations, এখন আপনার পুরোনো একাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং ফেসবুকে লগইন করার জন্য আপনার, কিছুক্ষন আগেই সেট করা নতুন পাসওয়ার্ড টি ব্যবহার করতে হবে।
এখন সোজা নিচে “stay logged in” অপশন সিলেক্ট করে “continue” বাটনে ক্লিক করুন।
এখন আপনার Facebook account খুলে যাবে এবং আপনি আবার নিজের একাউন্ট ব্যবহার করতে পারবেন এবং নিজের বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারবেন।
তাহলে বন্ধুরা, আপনারা যদি নিজের ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে ওপরে আমি বলা স্টেপস গুলি ব্যবহার করে নিজের ভুলে যাওয়া পাসওয়ার্ড রিসেট করে একটি নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। কিন্তু, মনে রাখবেন যে ওপরে বলা প্রক্রিয়া দ্বারা আপনারা কেবল তখন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন যখন আপনার ফেসবুক একাউন্টে আপনার একটি মোবাইল নম্বর বা একটি ইমেইল আইডি রেজিস্টার থাকবে।
তাছাড়া, যদি আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, তাহলে আমাকে নিচে কমেন্ট করুন। আমি আপনাদের সাহায্য অবশই করবো। ধন্যবাদ।
ভাই আমার একই নাম্বারে দুটি একাউন্ট খোলা পাসওয়ার্ড রিসেট করতে গেলে প্রথম একাউন্ট করা যায় দ্বিতীয় একাউন্ট করা যায় না।
ইমেইল ব্যবহার করে দেখুন।
ভাইয়া আমার আইডিতে ফরগেট করার ২টা অপশন থাকে পাসওয়ার্ড চেঞ্জকরার জন্য তবে,, আমার আইডিতে পরগেট করার জন্যে নাম্বার এবং ইমেল করার কোন অপশন দেখায় না, এখন কি করা
Show other recovery options বলে একটি option আছে দেখুন।
আমার পাসওয়ার্ডটা কিছুতেই মনে করা পারতেছি না ফেসবুকের ফরগটেন পাসওয়ার্ড দিতে পারতেছি না,এসএমএসে কোড পাচ্ছিনা.
ভাইয়া আমার ফেইসবুক একাউন্ট email দিয়ে খোলা।ওখানে কোন মোবাইল নাম্বার দেয়া নাই। ইমেইল এর পাসওয়ার্ড ও মনে নাই।এ খন কিভাবে রিকবার করবো ?
এক্ষেত্রে আপনি Facebook support team এর সাথে যোগাযোগ করতে হবে।
ভাই আমার ফেসবুক ওপেন হচ্ছে না। আমি অন্ন মোবাইলে ওপেন করতে চাইতাছি হচ্ছে না সব কিছু ঠিক মতো দেওয়ার পরেও
তবে কারণ টা তো এভাবে বোঝা যাবেনা। কি দেখাচ্ছে সেটা বলুন তো।
vaiya ঠিক email jeta amr account e save kora ota dewar por o amr mail e verification code ta ashtese na…..ekhon ami ki korbo??
সেখানে দুটো option দেওয়া থাকে, mobile verification এবং email verification. আপনি email verification option টি ভালো করে বেছে নিন।
ভাই আমি অনেক পাসওয়ার্ড চেঞ্জ করেছি আবার অনেককে হেল্প করেছি, কিন্তু একটা আইডি অনেক কসট করেও পারতেছি না
আমি আইডিটা লগিন করার পরে নামবার থেকে বেরিফাই কোড আসে সেতা দেই তার পর নতুন পাসওয়ার্ড দেয় দিবার পর এই মেসসেজ আসে,unfortunately,you won’t able to access your account while we’re reviewing these additional documents.we appreciate your patience, and we’ll get beck to you as soon as we can. এখন আমি কি করবো বুজতে পারছি না একটু উপকার কিরেন ভাই
এখন আপনার কিছু করার নেই। কিছুদিন অপেখ্যা করুন তারপর আবার লগইন করার চেষ্টা করুন। কিছু কারণের ফলে, আপনার একাউন্ট review তে গেছে। তাই, Facebook থেকে approval পাওয়ার পর, আপনি লগইন করতে পারবেন। তবে, তারা আপনাকে ইমেইল এর মাধ্যমে অবশই status জানিয়ে দিবেন।
ভাইয়া আমাকে একটু সাহায্য করেন না আমার আইডির টা সমস্যা করতেছে আসতেছেনা, password আসেছে না pls সাহায্য করেন
Forgot password এর অপশনে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করুন।
Amar je Number diye Facebook account active kora sei sim hariye gece ekon Password mone nei
Ki babe Account ta Pabo ?
REGISTERED EMAIL ব্যবহার করে RECOVER করুন।
নাম্বারে কোন কোড আসছে না। নাম্বার ১০০% ঠিক আছে। নাম্বার দিলে আইডি শো করছে কিন্তু কোড আসছে না। কি করব? অনেকবার ট্রাই করছি। হচ্ছে না।
আপনার মোবাইল নাম্বারে dnd এক্টিভেট করা থাকলে কোড আসবেনা।
Dnd বন্ধ করার উপায় কি?
পাসওয়ার্ড ছাড়া বন্ধ হবেনা।
ভাই DND কিভাবে বন্ধ করবো যদি বিস্তারিত বলেন তবে খুবই উপকৃত হবো।আমারও একই সমস্য, কোড আসছেনা।ধন্যবা।
ভাই, DND বিষয়টি আপনার customer care কে ফোন করে জেনেনিতে হবে। এখানে আমি তেমন সাহায্য করতে পারবোনা।
তবে, customer care কে যোগাযোগ করলেই সমাধান হয়ে যাবে।
ভাইয়া,DND কি?? ব্যপার টা বুঝিনি।আমার ও একই সমস্যা।কোড আসছেনা।নাম্বার একই।সব মেসেজ আসে।কিন্তু কোড আসছেনা।একটু সাহায্য করুন প্লিজ
DND মানে হলো do not disturb service যেটা আপনার telecom company থেকে মাঝে মাঝে activate করা থাকে। DND activate থাকলে, আপনি Facebook code বা এই ধরণের service related sms পাবেননা।
তাই, customer care কে একবার ফোন করে DND deactivate করার জন্য বলুন।
আমার পাসওয়ার্ড মনে নেই যে সীম দিয়ে আইডি খুলছি সীমটি সহ মোবাইল টা চুরি হয়ে গেছে এখন কীভাবে আগের ফেসবুকে লখ ইন করতে পারবো দয়া করে বলবেন
সেই এক নম্বরের সিম লাগবে আর নাহলে যেই ইমেইল আইডি ব্যবহার করেছিলে, সেটা ব্যবহার করেও করা যাবে। আপনি forgot password লিংকে ক্লিক করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে।
ভাই,
আমি মোবাইল নাম্বার দিয়ে আইডি খুলেছি, কিন্তু পাসওয়ার্ড ভুলে যাওয়াতে আর লগইন করতে পারছি না,কারন কোড যাচ্চে না ফোনে…কি করা এখন
রেজিস্টার করার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন, সেটাতেই কোড যাবে। অথবা আপনার রেজিস্টার্ড ইমেইল আইডি তে।
আমি পাসওয়ার্ড ভুলে গেছি। ফরগেট দিচ্ছি কিন্তু নাম্বারে কোনো কোড আসছে না। নাম্বারটি আমার ফোনেই চালু আছে। কিন্তু অনেকবার চেষ্টার পরেও কোড আসছে না। ব্রাউজারে জিমেইল চাচ্ছে। কিন্তু জিমেইলটা বর্তমানে চালু নেই। পাসওয়ার্ডও আমার মনে নেই। কিন্তু আইডিটা খুব বেশি প্রয়োজন আমার। কোনোভাবেই কোড আসছে না। এক্ষেত্রে আমি কি করতে পারি?
মোবাইল দিয়ে করলে এই সমস্যা প্রায় দেখা যায়। তাই, আপনি একবার কম্পিউটারের মাধ্যমে PASSWORD RESET করার চেষ্টা করুন।
ফোন দিয়ে সমাধান করতে ধরছিলাম হয় না,,, ভুয়া নাকি,,, ডেস্কটপ মুড অন করছিলাম হয় না
আপনার facebook account এ register করা মোবাইল নম্বর বা ইমেইল আইডি থাকতে হবে।
আমার ফেসবুক পাসওয়াড মনে নেই মোবা নাম্বারে যে কোড এসেছিল তা দিয়ে হয় নাই ইমেইল দিলে লেখা আসে এটা অলরেডি অন্য একাউন্টে সাথে যুক্ত নতুন ইমেল একাউন্ট চায় কি করবো?
মোবাইল নম্বরে আশা code দিয়েই হবে।
ভাই আমার ফেসবুক পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে এখন নাম্বারটা আমার মোবাইলে আছে, শুধু কোড টা দিচ্ছে না এখন কী করবো
যদি সেই ফেসবুক একাউন্টে আপনার নম্বর দেয়া হরেছে, তাহলে কোড অবশই আসবে।
bro, ekta id khula hoyechilo arekjoner gmail diye but phn number nijerta deowa chilo.. er ageo pass vule gele forgotten pass dile mbl a code asto ekhon asche na kno?
সেখানে আপনি মোবাইল ব্যবহার করে কোড পাওয়ার অপসন টি বেঁচে নিতে হবে। কোড টি বর্তমানে আপনার ইমেইল আইডিতে যাচ্ছে।
ব্রাদার,,,আমি এভাবে করেছি।কিন্তু ইমেইলএ তো কোড যায়না।।শতবার ট্রাই করেছি।কিছুতেই ইমেইলএ কোড যাচ্ছেনা।এর সমাধান কি ভাইয়া?? প্লিজ জানাবেন
আপনি কোন ইমেইল আইডি টি ব্যবহার করছেন সেটা, ভালো ভাবে আগে যাচাই কোরে দেখুন।
ভাই আমার পাসওয়ার্ড ভুলে গেছি আর সিমটাও হারিয়ে গিয়েছে। ওই সিমে ইমেইল ও খোলা নাই। এখন আমি কি করব।প্লিজ হেল্প করেন
খারাপ পাবেননা, কিন্তু এখন করার আর কিছুই নেই।
আমার ফেজবুক পাসওয়ার্ড কি ভাবে দেখতে পারি?
দেখতে তো পারবেননা, তবে সেটিংস এ গিয়ে চেঞ্জ করতে হবে।
আমি অন্য এক জনের মোবাইল নম্বর দিযে একটি ফেইসবুক আইডি খুলেছি, সে ফেইসবুক ইউজ করে না, এখন এই আইডির পাসওয়ার্ড পাল্টে গেছে এবং অন্য একজন ইউজ করতেছে, আমি পাসওয়ার্ড চেইন্জ করতে পারতেছিনা এবং রিসেট পাসওয়ার্ড দিলে অন্য একটি মোবাইল নম্বর আসে, এখন আমি কিভাবে এই আইডি টি ফেরত পেতে পারি ?
যেই মোবাইল নম্বর বা ইমেইল আইডি facebook account টিতে রেজিস্টার করা কাছে, সেটা দিয়েই কেবল password reset করা যাবে। তাছাড়া, কোনো উপায় নেই।
আমি ইমেইল পাসওয়ার্ড দেওয়ার পর loging code খুজতেছে কিছুত বুঝতেছিনা।প্লিজ হেল্প মি।
লগইন কোড আপনার দেয়া ইমেইল আইডিতে গিয়ে সেখানথেকে নিন।