ফেসবুক আইডির নাম কিভাবে বদলানো বা পরিবর্তন করা যায় ?

ফেসবুক নাম পরিবর্তন করার নিয়ম: আজ, আপনাদের মধ্যে সবাই ফেসবুক নামের সোশ্যাল নেটওয়ার্ক টি ব্যবহার করছেন। আর, এই ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কটিতে আমাদের প্রত্যেকেরই একটা হলেও প্রোফাইল বা আইডি আছে। ফেসবুক আইডির প্রোফাইল নাম দেখেই আমাদের চীনা পরিচিত অনেক লোকেরা আমাদের ফ্রেন্ড রিকুএস্ট পাঠান।

তাই, আমাদের ফেসবুক একাউন্টের সবথেকে জরুরি জিনিষটা হলো আমাদের প্রোফাইল নাম টি। কিন্তু, অনেকবার এরকম হয় যে আমরা আমাদের ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে চাই।

সে যেই কারণেই বা হোক, ফেসবুকে নাম বদলানো আজ একটা সাধারণ কথা। তাই, আমি আজ আপনাকেও কিভাবে নিজের ফেসবুকের নাম পরিবর্তন করা যায় তার নিয়ম ভালোকরে শিখিয়ে দেব।

ফেসবুকে নাম পরিবর্তনের নিয়ম
ফেসবুকে নাম পরিবর্তনের নিয়ম

এমনিতে আপনি দেখবেন ছেলেদের থেকে বেশি মেয়েরা ফেসবুক প্রোফাইলের নাম বদলাতে ভালো পায়।

তারা প্রায় নিজের নামের আগে cute, sweet বা angel এরকম কিছু শব্দ লিখতে ভালো পায়।

যাইহোক ছেলে বা মেয়ে বলে কোনো কথা নেই, যদি আপনার মনে হয় যে আপনার ফেসবুকের প্রোফাইল নামটি বদলানোর প্রয়োজন আছে, তাহলে অবশই আপনি সেটা করতে পারবেন।

কিন্তু, এইটা অবশই মনে রাখবেন, “নিজের ফেসবুক আইডির নাম বদলানোর কিছু নিয়ম আছে”।

ভয় পাবেননা, সেরকম কোনো জটিল কিছু নিয়ম নেই।

আপনার কেবল এতটুকু মনে রাখতে হবে যে, একবার নিজের ফেসবুক আইডির নাম পরিবর্তন করার পর আপনি ৬০ দিনের ভিতরে কোনো নতুন নাম দিতে পারবেননা।

মানে, একবার নিজের নাম বদলানুর পর ফেসবুকের থেকে আপনাকে ৬০ দিন পর্যন্ত নাম বদলানোর কোনো সুবিধা দেওয়া হবেনা। তাই নিজের একাউন্টে যা নাম দিবেন সেটা ভেবে দিবেন।

চলুন, এখন বেশি সময় সময় না নষ্ট করে আমরা নিজের ফেসবুক আইডির নাম কিভাবে পরিবর্তন করা যায় সেটা জানি।

কিভাবে ফেসবুক আইডির নাম পরিবর্তন করা যাবে ?

আমি, নাম change করার নিয়ম আপনাকে step by step নিচে ভালোকরে দেখিয়ে দেব।

কিন্তু, আমি নিচের স্টেপস গুলি কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে করবো।

আর তাই, যদি আপনিও নিজের প্রোফাইলের নাম বদলাতে চান তাহলে আপনাকেও স্টেপ্স গুলো কম্পিউটার বা ল্যাপটপ থেকে করতে হবে।

স্টেপ ১.

সবের আগে আপনি নিজের কম্পিউটার বা ল্যাপটপ থেকে নিজের ফেসবুক একাউন্টে লগইন করেনিন। নিজের প্রোফাইল বা একাউন্টে লগইন করার পর আপনি নিজের ফেসবুক home page দেখবেন।

স্টেপ ২.

এখন নিজের ড্যাশবোর্ড বা প্রোফাইলে আসার পর আপনাকে যেতেহবে “Settings” পেজে।

সেটিংস পেজে যাওয়ার জন্য আপনি নিজের ফেসবুক প্রোফাইল থেকে একদম উপরে একদম শেষের “Icon” টিতে ক্লিক করুন (এটাকে Option আইকন বলে)।

Go to settings and privacy

শেষের প্রোফাইল আইকন টিতে ক্লিক করলে আপনি নিজের প্রোফাইলের সবধরণের “options” দেখতে পাবেন।

এখন আপনাকে সরাসরি “settings & privacy” এর অপশনে click করতে হবে।

স্টেপ ৩.

সেটিংস লিংকে ক্লিক করার পর পরের পেজে আপনি “settings & privacy page” দেখবেন।

এই পেজে আপনি প্রথমেই “settings” নামের একটি option দেখতে পাবেন।

আপনাকে সরাসরি সেই settings-এর অপশনে click করতে হবে।

Go to settings page

স্টেপ ৪.

Settings-এর অপশনে ক্লিক করার পর আপনারা সবচে প্রথমেই “General profile settings” নামের একটি পেজ দেখবেন।

আর এই পেজ থেকেই আপনারা নিজের ফেসবুক একাউন্টের প্রোফাইল নাম এবং ইউসার নাম দুটোই চেঞ্জ করতে পারবেন।

Click on username edit option

যিহেতু আমরা আমাদের নিজের ফেসবুক প্রোফাইল এর নাম পরিবর্তন করতে চাইছি, তাই “Name” এর পাশে থাকা “Edit” অপশনে click করতে হবে।

স্টেপ ৫.

এডিট লিংকে ক্লিক করার পর পরের পেজে আপনি নতুন ফেসবুক নাম দেয়ার জায়গা দেখবেন।

মানে আপনি ৩ টি বাক্স দেখবেন যেখানে “First name”, “Middle name” এবং “Surname” লেখা থাকবে।

নতুন নাম দিন

আপনি, নিজের ফেসবুক প্রোফাইলে যা নতুন নাম দিতে চান তা বাক্সতে লিখুন আর নিচে “Review change” অপশনে ক্লিক করুন।

স্টেপ ৫.

এখন আপনি “Review your new name” পেজটিতে নিজের নতুন নাম দেখবেন যা আপনি দিয়েছেন।

যদি আপনার দেওয়া নতুন নাম পছন্দ হয়েছে তাহলে নিজের ফেসবুক একাউন্টের password নিচে পাসওয়ার্ড বক্সে লিখুন। এখন, নিজের পাসওয়ার্ড দেয়ার পর “Save Changes” অপশনটিতে ক্লিক করুন।

ব্যাস, এখন আপনার দেয়া নতুন নাম ফেসবুক প্রোফাইলে আপডেট হয়ে যাবে।

মানে, আপনি সঠিকভাবে নিজের ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করে নিয়েছেন।

এখন জেকেও যারা আপনার প্রোফাইল দেখবে তারা আপনার দেয়া নতুন নামটি দেখতে পাবে।

মোবাইল দিয়ে ফেসবুকের নাম পরিবর্তন করার নিয়ম

এখন আপনি যদি ওপরে বলা সম্পূর্ণ প্রক্রিয়া নিজের মোবাইল দিয়ে করতে চান এবং মোবাইলের দ্বারা ফেসবুক নাম চেঞ্জ করতে চান, তাহলে এটাও অবশই সম্ভব।

এর জন্যে আপনাকে নিজের মোবাইলে Facebook App Install করে তারপর login করতে হবে।

একবার নিজের একাউন্টে লগইন করার পর আপনি অনেক সহজেই নিচে দেওয়া ধাপ গুলো অনুসরণ করে প্রোফাইল নাম চেঞ্জ করতে পারবেন।

ধাপ ১.

নিজের Facebook app-এর home page থেকে আপনাকে চলে যেতে হবে “Menu” অপশনে।

Facebook app-এর একেবারে ওপরে হাতের দান দিকে ৩টি লাইন সহ থাকা menu icon-টির কথা আমি বলছি।

ধাপ ২. 

এখন আপনারা settings & privacy নামের একটি ট্যাব দেখবেন যেটার নিচে রয়েছে “settings” অপসন।

সরাসরি settings-এর মধ্যে click করুন।

ধাপ ৩. 

এবার আপনারা account ট্যাবের মধ্যে কিছুটা নিচেই “personal information” নামের একটি অপসন দেখবেন যেখানে সরাসরি click করতে হবে।

ধাপ ৪. 

শেষে আপনারা name, email address, phone number ইত্যাদি option গুলো দেখবেন যেগুলোর পাশে “edit” অপসন থাকছে।

ধাপ ৫.

এখন নিজের প্রোফাইল নাম চেঞ্জ বা পাল্টানোর জন্য আপনাকে name-এর পাশে থাকা edit অপশনে click করতে হবে।

Edit-এর মধ্যে click করার পর আপনারা নিজের নতুন নাম দেওয়ার অপসন দেখতে পাবেন।

First name, Middle name এবং Surname এর বাক্সে নিজের নতুন নাম লিখুন এবং নিচে থাকা “review changes” এর বাটনে click করুন।

ধাপ ৬. 

শেষে আপনাকে আপনার Facebook password দিতে বলা হবে যেটা সঠিক ভাবে দিয়ে নিচে থাকা “Save changes” এর অপশনে ক্লিক করুন।

অভিনন্দন, এবার ফেসবুকে আপনার নতুন নাম সেট হয়ে গিয়েছে।

তো বনধুরা, যদি আপনার এই আর্টিকেলটি ভালো লেগেছে, তাহলে নিজের অন্যদের সাথে এই আর্টিকেলটি অবশই শেয়ার করবেন। যদি আপনার কিছু সমস্যা হচ্ছে নিজের ফেসবুক আইডির নাম বদলাতে তাহলে নিচে কমেন্ট অবশই করবেন। ধন্যবাদ।

4 thoughts on “ফেসবুক আইডির নাম কিভাবে বদলানো বা পরিবর্তন করা যায় ?”

    1. Avatar

      ID জমা দেওয়ার পর অপেক্ষা করতে হবে, তারা আপনাকে জানিয়ে দিবে verify করার পর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top