ভিভো ভি ২০ প্রো 5G মোবাইল মডেল রিভিউ বাংলাতে – (Vivo v20 Pro Review)

Vivo V20 pro কিছুদিন আগেই ভারতের সাথে সাথে অন্যান্য কিছু দেশের বাজারে লঞ্চ করা হয়েছে। 

ভিভো V20 প্রো বাংলা রিভিউ
Vivo V20 pro features, price & specifications.

এটা ভিভোর তরফ থেকে 2021 সালের সেরা এবং সব থেকে অধিক অপেক্ষিত 5G mid-range smartphone মডেল। 

এমনিতে, 2020 সালে VIVO তরফ থেকে প্রচুর budget friendly এবং premium smartphone আমরা অবশই দেখতে পেয়েছি। 

তবে, 2021 সালের February মাসে launch হওয়া VIVO V20 pro কিন্তু mid-range mobile হলেও features এবং specification এর ক্ষেত্রে কিন্তু এই মোবাইল premium mobile গুলোর তুলনায় কোনো ভাবেই কম না।

তাই আজকের এই আর্টিকেলে আমি আপনাদের ভিভো ভি 20 প্রো মোবাইলের বিষয়ে বলবো। 

যদি আপনারা 2021 এর ভিভোর নতুন মোবাইল মডেল এর বিষয়ে জানতে চাইছেন, 

তাহলে আজকের আর্টিকেল কেবল আপনার জন্যেই।  

আশা করি, ভিভো ভি 20 প্রো মোবাইল এর বাংলা রিভিউ আপনাদের পছন্দ হবে। 

ভিভো ভি ২০ প্রো 5G মডেল বাংলা রিভিউ

Vivo V20 pro features
Vivo V20 pro features

মোবিলিটির specification এবং features দেখার পর সত্যি বললে আমি মোবাইলটির প্রতি অনেক আকর্ষিত হয়ে পড়েছি। 

ভিভো ভি 20 প্রো মোবাইলের design ও style অনেক আকর্ষণীয় যেখানে থাকছে  bezel-less display এবং 20:9 aspect ratio.

Vivo V20 Pro মোবাইলের screen এর কথা বললে এখানে থাকছে 6.44-inch AMOLED display এবং 409 ppi pixel density.

Screen resolution এর কথা বললে এই মোবাইলে থাকছে 1080 x 2400 pixels এর resolution.

তাই, display এবং screen এর ক্ষেত্রে এটা সাংঘাতিক আকর্ষণীয় একটি মোবাইল। 

Rs 29,990 এর মধ্যে এমন একটি premium smartphone যেখানে প্রত্যেক আধুনিক features গুলো আপনারা পাবেন।

ভিভোর এই নতুন মোবাইলে আপনারা পাবেন ৫জি (5G) নেটওয়ার্ক সাপোর্ট এবং dual selfie shooters.

এই নতুন ভিভো মোবাইলের মডেল টি সাপোর্ট করবে GSM / HSPA / LTE / 5G.

মানে, এই মোবাইলে থাকছে dual selfie camera.

চলুন, নিচে আমরা VIVO V20 pro মোবাইলের সম্পূর্ণ রিভিউ এবং স্পেসিফিকেশন গুলো জেনেনি।

ভিভো ভি ২০ প্রো মোবাইলের ডিজাইন 

Vivo V20 pro মোবাইল এর design এবং style দেখতে সম্পূর্ণটা প্রায় Vivo V20 মডেল এর মতোই।

অনেক lightweight এবং দেখতে অনেক slim হওয়ার কারণে মোবাইলের আকর্ষণ অধিক বৃদ্ধি পেয়েছে।

বলা হচ্ছে যে, বর্তমানে Vivo র V20 Pro এই segment এর slimmest 5G phone.

অধিক স্লিম মোবাইল হওয়ার কারণে মোবাইলটি ধরলে হাতে অনেক প্রিমিয়াম একটি ভাব চলে আসে।

মোবাইলের পেছন সাইডে (back side) সম্পূর্ণ AG Matte Glass design এর দ্বারা তৈরি যেটা matte-like finish দিয়ে থাকে।

AG Matte Glass design এর ফলে সম্পূর্ণ মোবাইলটি হাতে ধরে ও চোখে দেখে দারুন প্রিমিয়াম ভাব দিয়ে থাকে।

Color এর কথা বললে, এই ভিভো মোবাইলের নতুন মডেল এর মধ্যে আপনারা colour blends এর সাথে বিভিন্ন আকর্ষণীয় colours পাবেন।

তবে মূলত,  Midnight Jazz এবং Sunset Melody colour এর সাথে এই মোবাইল বর্তমানে available রয়েছে।

মোবাইলের ক্যামেরা 

ভিভো ভি ২০ প্রো মোবাইলের মডেলে আপনারা পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ (Triple camera setup).

মানে, মোবাইলের মধ্যে থাকছে 64 MP, 8 MP এবং 2 MP এর main camera setup.

ক্যামেরার সাথে থাকছে Dual-LED dual-tone flash, HDR, panorama ইত্যাদি features.

আমি বিভিন্ন রিভিউ এর মধ্যে এই মোবাইলের দ্বারা ক্লিক করা ফটো দেখেছি,

এবং সত্যি বললে একেবারে DSLR এর মতোই HD এবং clear ছবি এই মোবাইলের দ্বারা তোলা সম্ভব।

Selfie camera নিয়ে কথা বললে, সেই ক্ষেত্রেও আপনারা পাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ।

মানে, selfie camera র ক্ষেত্রে পাবেন 44 MP এবং 8 MP এর wide/ultrawide ক্যামেরা HDR এর সুবিধার সাথে।

কিছু অন্যান্য ক্যামেরা ফীচার গুলো –

  • Auto Flash এবং HDR mode থাকছে
  • ISO control, Touch to focus থাকছে
  • Face detection, Exposure compensation
  • Continous shooting feature এর মাধ্যমে একসাথে একাধিক ছবি তুলতে পারবেন।
  • Front ক্যামেরা ব্যবহার করে realistic self-portraits তুলতে পারবেন।

Configuration and Battery 

Vivo V20 Pro কাজ করে Qualcomm Snapdragon 765G Chipset এর ওপর যেখানে রয়েছে Octa-core processor setup.

Processor core এর সেটআপ হলো – kryo 475 2.4GHz Single core, Kryo 475 2.2GHz Single core এবং Kryo 475 1.8GHz Hexa core.

তাই, Multitasking এবং high-end gaming করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের অসুবিধা হচ্ছেনা।

মোবাইলের এই মডেলে দেওয়া হয়েছে 8GB RAM এবং 128GB of non-expandable internal storage.

RAM এর পরিমান এতটা বেশি থাকার ফলে আপনার মোবাইলের Gaming Performance এবং ওভারঅল Performance এর মধ্যে কোনো ধরণের সমস্যা পাবেননা।

মোবাইলের Graphics এর ক্ষেত্রে দেওয়া হয়েছে Adreno 620 GPU যেটা smooth gaming এর ক্ষেত্রে অনেক ভালো মানের GPU.

এই VIVO smartphone এর model এর মধ্যে পাবেন Li-Polymer type 4000mAh non-replaceable battery.

অবশই, ব্যাটারির ক্ষেত্রে পাচ্ছেন 33W Fast Charging technology যার ফলে অনেক দ্রুত ভাবে মোবাইল চার্জ হবে।

মোবাইলের গেমিং পারফরমেন্স 

যেহেতু আপনারা ওপরে জানতেই পারলেন, ভিভো ভি ২০ প্রো মোবাইলে রয়েছে দমদার octa-core processor setup, 8GB RAM এবং Adreno 620 GPU,

তাই, যেকোনো ধরণের গেম / গেমিং এর ক্ষেত্রেই এই মোবাইল দুর্দান্ত পারফরমেন্স দিয়ে থাকবে।

আপনারা PUBG এবং Free fire এর মতো high graphics games গুলোকে high এবং ultra settings এর সাথে খেলতে পারবেন।

মোবাইল হ্যাং হওয়া ইত্যাদি কোনো রকমের সমস্যা আপনারা পাবেননা।

YouTube এর মধ্যে আমি vivo v20 pro মোবাইলের গেমিং performance গুলো দেখেছি,

এবং, সত্যি বললে hign-end gaming এবং multi-tasking এর ক্ষেত্রে এই মোবাইল সেরা।

অন্যান্য features এবং functions 

ওপরে বলা মোবাইলের মূল features এবং specifications গুলো ছাড়াও এই মডেলে রয়েছে কিছু অন্যান্য functions যেগুলো বিষয়ে নিচে জেনেনিতে পারবেন।

  • ভারতের বাজারে এই ভিভো ভি ২০ প্রো মডেলের দাম প্রায় Rs. 28,990.
  • Mobile Hotspot, USB Type-C, A-GPS এবং Bluetooth v5.0 এখানে আছে।
  • Display Refresh Rate হলো 60 Hz.
  • Gorilla Glass 5 এর সাথে মডেলটি তৈরি।
  • USB OTG Support অবশই রয়েছে।
  • Fingerprint sensor এর সুবিধা রয়েছে।
  • Android 11 OS এখানে দেওয়া হয়েছে।

আমার পরামর্শ মোবাইল টি নিয়ে 

ভিভো ভি ২০ প্রো মোবাইলের দাম কিছুটা বেশি হলেও, এটা একটি সম্পূর্ণ প্রিমিয়াম স্মার্টফোন।

এখানে, আপনারা Impressive front এবং rear camera setup যেখানে রয়েছে dual front camera সেটআপ।

মোবাইলের ক্যামেরা কোয়ালিটি সাংঘাতিক ভালো এবং সুপার ক্লিয়ার এবং HD pictures ক্লিক করতে পারবেন।

RAM এবং storage space এতটা বেশি দেওয়া হয়েছে যে প্রায় অনেক বছর কোনো performance issues ছাড়া এই মোবাইল ব্যবহার করতে পারবেন।

4000 mAh এর সাথে 33W Fast Charging এর সুবিধা থাকার ফলে, ব্যাটারি বা চার্জ নিয়ে কোনো সমস্যা আপনি পাবেননা।

শেষে, octa-core processor এবং Adreno 620 GPU থাকার ফলে gaming এবং multi-tasking এর ক্ষেত্রে দারুন performance পাবেন।

তাই, যদি আপনারা গেমিং এর ওপরে লক্ষ্য করে একটি high-end এবং premium smartphone কেনার কথা ভাবছেন,

তাহলে Vivo V20 Pro mobile আমার হিসেবে সব থেকে সেরা মডেল।

 

আমাদের শেষ কথা,,

আশা করছি, ভিভো V20 প্রো মোবাইলের মডেল নিয়ে আমাদের বাংলা রিভিউ আপনাদের ভালো লেগেছে।

২০২১ সালে ভিভোর তরফ থেকে এটা সব থেকে নতুন এবং প্রিমিয়াম একটি মডেল।

আর্টিকেলটি ভালো লাগলে অবশই শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন।

 

4 thoughts on “ভিভো ভি ২০ প্রো 5G মোবাইল মডেল রিভিউ বাংলাতে – (Vivo v20 Pro Review)”

  1. Avatar

    ধন্যবাদ, এরকম সুন্দর একটা ফোন কেনার ইচ্ছা আছে ।

  2. Avatar

    Ami Jodi India theke blogging Kori abong traffic Jodi Bangladesh theke Ase, tahole kon affiliate program best hobe?? Plz reply sir.

    1. Avatar

      সত্যি বললে বাংলা ব্লগের ক্ষেত্রে এফিলিয়েট মার্কেটিং এর তেমন সুবিধে নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top