ইয়াহুতে নতুন ইমেইল আইডি কিভাবে খুলবো ? (Yahoo Email Account)

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা ইয়াহুর (Yahoo) মাধ্যমে ইমেইল আইডি খোলার নিয়ম জানবো (How To Create Free Yahoo Email Account).

ইয়াহু ইমেইল আইডি খোলার নিয়ম
Yahoo email account খোলার নিয়ম

বর্তমান সময়ে যেকোনো কাজের ক্ষেত্রে একটি ইমেইল আইডির প্রয়োজন অবশই হয়ে থাকে।

অবশই আজকের এই আধুনিক ইন্টারবেটের সময়ে যোগাযোগের প্রচুর মাধ্যম আমাদের কাছে রয়েছে।

তবে, officialy এবং যেকোনো business এর ক্ষেত্রে ইমেইল (email) হলো সব থেকে জরুরি যোগাযোগের মাধ্যম।

তাই, বর্তমানে যদি আপনি চাকরি করতে চলেছেন বা নিজের ব্যবসা করছেন, প্রত্যেক ক্ষেত্রেই আপনার প্রয়োজন হবে ইমেইল একাউন্ট এর।

ব্যবসা বা চাকরির ক্ষেত্রে জরুরি নথিপত্রের আদান প্রদান করা, ক্লায়েন্ট দের সাথে যোগাযোগ, ইত্যাদি প্রত্যেক ক্ষেত্রেই একটি ইমেইল আইডির প্রয়োজন।

ইন্টারনেটে যেকোনো ধরণের অনলাইন ফর্ম ফিলাপ, sign up, registration ইত্যাদি করার ক্ষেত্রেও একটি Email Account/ID থাকার প্রয়োজন।

এখনের সময়ে যদি আপনার কাছে একটি ইমেইল একাউন্ট নেই, তাহলে আপনি অনেক পিছিয়ে রিয়েছেন।

আর তাই, যদি আপনি একটি নতুন ইমেইল একাউন্ট তৈরী করার কথা ভাবছেন, তাহলে কোনো চিন্তা নেই।

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের “ইমেইল আইডি খোলার নিয়ম কি” সেটা বলবো।

নতুন ইয়াহু ইমেইল আইডি কিভাবে খুলবো ? (মোবাইল দিয়ে)

বন্ধুরা, নতুন ইমেইল একাউন্ট তৈরী করার যেই নিয়ম বা প্রক্রিয়া আমি আপনাদের বলবো,

সেই নিয়ম আপনারা নিজের মোবাইল বা কম্পিউটার দুটোতেই এপলাই করতে পারবেন।

এমনিতে, যখন একটি ইমেইল আইডি খোলার কথা বলা হয়, তখন আমরা জিমেইল একাউন্ট তৈরি করার কথা ভাবি।

তবে, ফ্রি ইমেইল একাউন্ট তৈরি করার ক্ষেত্রে ইয়াহু (Yahoo) কিন্তু সেরা একটি প্লাটফর্ম।

Gmail এর তুলনায় Yahoo mail আমার হিসেবে সেরা।

এখানে অনেক তাড়াতাড়ি একাউন্ট তৈরি করতে পারবেন এবং email services গুলো সহজে ব্যবহার করা যাবে।

আর তাই, আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের Yahoo তে ইমেইল আইডি খোলার প্রক্রিয়া বলতে চলেছি।

Yahoo তে email account খোলার নিয়ম 

ইয়াহু মেইল একাউন্ট তৈরি করার প্রক্রিয়া অনেক সোজা এবং নিমিষের মধ্যে নিজের একটি ফ্রি মেইল আইডি খুলতে পারবেন।

নিচে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি বিষয়ে বলে দিয়েছি।

আপনি নিজের মোবাইল বা কম্পিউটার দুটোর মাধ্যমেই স্টেপ গুলো ফলো করে ইয়াহু (Yahoo) মেইল আইডি তৈরি করতে পারবেন।

স্টেপ ১.

সব থেকে আগে আপনাকে যেতে হবে “https://login.yahoo.com/” এই ওয়েব পেজে।

ইমেইল একাউন্ট তৈরী
Yahoo mail login page

এবার আপনারা একটি sign in পেজ দেখতে পাবেন যেটা ব্যবহার করে আপনারা নিজের Yahoo mail account এর মধ্যে লগইন করতে পারবেন।

কিন্তু, বর্তমানে আমাদের কাছে কোনো ইয়াহু লগইন ডিটেলস বানানো নেই।

তাই, প্রথমে আমাদের একটি ইয়াহু মেইল একাউন্ট বানিয়ে নিতে হবে।

একাউন্ট তৈরি করার জন্য আপনারা নিচে থাকা “Create an account” এর link এর মধ্যে ক্লিক করুন।

স্টেপ ২.

এবার create an account এর লিংকে ক্লিক করার পর পরের পেজে আপনারা একটি sign up form দেখতে পারবেন।

Yahoo ইমেইল আইডি কিভাবে খুলবো
Sign Up for new yahoo email account

ওপরে ছবিতে যেভাবে ফর্ম টিকে ফিলাপ করা হয়েছে ঠিক সেভাবেই আপনাকেও ফর্ম ফিলাপ করতে হবে।

  • প্রথমে দিতে হবে আপনার নাম।
  • এবার আপনাকে একটি ইউনিক ইয়াহু আইডি সিলেক্ট করে লিখতে হবে। ভবিষ্যতে এই আইডি ব্যবহার করে আপনি একাউন্ট লগইন করতে পারবেন।
  • আপনার মোবাইল নম্বর দিয়ে দিতে হবে।
  • জন্মের তারিখ দিয়ে দিন।
  • আপনি পুরুষ না মহিলা সেটা লিখুন।

এই তথ্য গুলো ভালো করে দিয়ে দেওয়ার পর নিচে থাকা “continue” লিংকে ক্লিক করুন।

স্টেপ ৩.

Continue এর বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন mobile verification page.

Verify mobile number
Verify mobile number

Form fillup করার সময় আপনি যেই মোবাইল নম্বর দিয়েছিলেন সেটাকে আপনার ভেরিফাই করতে হবে।

মোবাইল নম্বর ভেরিফাই করার জন্য আপনাকে “Text me a verification code” লিখা থাকা বাটনে ক্লিক করতে হবে।

এতে, আপনার দেওয়া মোবাইল নম্বরে ইয়াহুর (Yahoo) তরফ থেকে একটি verification code চলে আসবে।

সেই কোড টি সঠিক ভাবে কপি করে / লিখে “verify button” এর মধ্যে ক্লিক করে আপনাকে নিজের নম্বর ভেরিফাই করতে হবে।

স্টেপ ৪. 

সঠিক verification code দিয়ে দেওয়ার পর আপনার Yahoo account তৈরি করে যাবে।

Yahoo account is ready

এবার আপনি নিজের তৈরি করা Yahoo account এর মাধ্যমে ইয়াহুর বিভিন্ন সার্ভিস গুলো ব্যবহার করতে পারবেন।

যেমন, ইয়াহু মেইল (Yahoo mail), weather, advertising, Malwarebytes ইত্যাদি।

যিহেতু, আমরা কেবল মেইল আইডি তৈরি করার উদ্দেশ্যে ইয়াহু একাউন্ট তৈরি করেছি,

তাই, সোজা “Done” লিখতে / বাটনে ক্লিক করুন।

স্টেপ ৫. 

এবার done বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা Yahoo home page এর মধ্যে redirect হয়ে যাবেন।

Click on mail button

হোম পেজ এর একেবারে ওপরের ভাগে হাতের ডানদিকে আপনারা একটি “email icon” দেখতে পাবেন।

সোজা সেই ইমেইল আইকনে ক্লিক করলেই আপনি নিজের yahoo mail dashboard এর মধ্যে চলে যেতে পারবেন।

Yahoo mobile dashboard
Yahoo mobile dashboard

বা, আপনি চাইলে সোজা “https://mail.yahoo.com/” লিংকে গিয়ে নিজের মেইল একাউন্টে লগইন করতে পারবেন।

Yahoo mail account has been created
Yahoo mail account has been created

শেষে, আপনারা যদি নিজের মোবাইলে app এর মাধ্যমে ইমেইল গুলোকে access করতে চাচ্ছেন,

তাহলে অনেক সহজেই Yahoo mail app ব্যবহার করে সবটা করতে পারবেন।

 

আমাদের শেষ কথা,,

বন্ধুরা, আশা করছি যে আপনারা সঠিক ভাবে বুঝতে পেরেছেন, কিভাবে একটি নতুন ইয়াহু মেইল একাউন্ট খুলতে খুলতে হয় তার সম্পূর্ণ নিয়ম।

জিমেইল এর তুলনায় ইয়াহু মেইল আমার হিসেবে অনেক simple এবং clean.

তাই, ইমেইল সার্ভিস ব্যবহার করার সময় কোনো ধরণের বিভ্রান্তির সৃষ্টি হবেনা Yahoo mail এর ক্ষেত্রে।

আপনি সোজা, Yahoo mail এর android app ব্যবহার করেও একটি আইডি ফ্রীতে বানিয়ে নিতে পারবেন।

তাই, যদি আমাদের আজকের আর্টিকেল “how to create a free Yahoo email account” আপনাদের ভালো লেগেছে,

তাহলে অবশই আর্টিকেলটি শেয়ার করতে ভুলবেননা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top