বাটন মোবাইলের জন্য জাভা গেম ডাউনলোড করতে চান? ৭টি ফ্রি জাভা গেম ডাউনলোড সাইট

নাইন্টি’স জেনেরেশনের বাচ্চাদের কাছে কিপ্যাড ফোন মানে হল একটা নস্টালজিয়া।

তখনের সময়ে এই বাটন ফোনগুলোতে জাভা গেম গুলি খেলার একটা আলাদাই মজা ছিল। তবে, ২০২৪ সালে এসে এই স্মার্টফোনের সময়তেও যদি নিজের বাটন মোবাইলে এই ধরণের ফ্রি জাভা গেম ডাউনলোড করে গেম খেলার মজা নিতে চান, তাহলে চোখ রাখুন আজকের আর্টিকেলে।

জাভা গেম ডাউনলোড সাইট
Best Websites To Download Free Java Games.

আজকের এই আর্টিকেলের মধ্যে আমরা, বাটন মোবাইল গুলির জন্য জাভা গেম ডাউনলোড করার বেশ কয়েকটি ভালো-ভালো সাইট সম্পর্কে আলোচনা করবো, যেখান থেকে খুব সহজেই নিজের কিপ্যাড ফোনের জন্য পছন্দমতো জাভা গেমগুলো পাওয়া যাবে।

আজকের আর্টিকেলের মধ্যে আমরা যেই সেরা Java Games Downloading Sites গুলির বিষয়ে বলবো, সেগুলিতে বিভিন্ন জাভা গেমস গুলি আপনারা পাবেন। যেমন ধরুন, গাড়ি রেসিং গেম, লুডু জাভা গেম, ক্যারাম, অ্যাকশন গেম, ইত্যাদি। 

পড়ুন: অনলাইনে ইংলিশ মুভি দেখার সেরা ৭টি ওয়েবসাইট

তাহলে চলুন, সবচেয়ে প্রথমে আমরা জেনেনেই,

বাটন মোবাইলের জাভা গেম ডাউনলোড করার সেরা ৭টি ওয়েবসাইট:

নিজের বাটন মোবাইলের জন্য ফ্রি জাভা গেম গুলো ডাউনলোড করতে চাইলে আপনাকে সরাসরি এমন সাইট গুলিতে চলে যেতে হবে, যেই সাইট গুলিতে আলাদা আলাদা রকমের বিভিন্ন জাভা গেম গুলি উপলব্ধ রয়েছে। 

চলুন, তাহলে দেরি না করে নিজে আমরা সরাসরি জেনেনেই, ফ্রি জাভা গেমের জন্য বেস্ট কি কি ওয়েবসাইটগুলো রয়েছে।

১. PHONEKY – Free Java Games Download:

Phoneky java game downloading site

একদম ফ্রিতে ও কোনোরকমের ম্যালওয়্যার ছাড়া ২০,০০০ হাজারেরও উপরে জাভা গেমের কালেকশন পেতে চাইলে অবশ্যই PHONEKY ওয়েবসাইটে যান।

এখানে আপনি ইচ্ছেমতো যেকোনো ধরণের জাভা গেম খুঁজতে ও ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটে নানা ইন্টারন্যাশনাল গেমের রিংটোন, ওয়ালপেপার, ভিডিওস, থিমসও আপনি একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন।

এর লেটেস্ট এন্ড্রয়েড গেমিংয়ের কালেকশনও ভীষণ পপুলার।

PHONEKY-তে গেম খোঁজার উপায়:

  • প্রথমে, https://phoneky.com, এর ওয়েবসাইটে ভিজিট করুন।
  • পেজের উপরে আসা সার্চ বারে ‘java games’ লিখে সার্চ দিন।
  • এরপর সার্চ রেজাল্টে প্রচুর জাভা গেম্স্ গুলি চলে আসবে।
  • এখান থেকে নিজের পছন্দের গেম গুলি ডাউনলোড করুন।
  • তবে, গেম পছন্দ না হলে, genre-তে গিয়ে যেকোনো genre-এর উপর ক্লিক করুন (যেমন- Action)।

২. GOGAMZ – Download Java Games:

GoGamz java game downloading site

শুধুমাত্র জাভা গেমের একটি দারুন গ্যালারি হিসেবে GOGAMZ ওয়েবসাইটটি বেশ জনপ্রিয়।

এখানে আপনি বিভিন্ন জনারের উপর অনেক মজাদার কিপ্যাড মোবাইল গেম গুলি পাবেন। এই ওয়েবসাইট থেকে বিভিন্ন স্ক্রিন রেসল্যুশনের (যেমন- 240X320, 360X640 ও অন্যান্য) জন্যে আলাদা-আলাদা ভার্সনের গেম ডাউনলোড করার সুযোগও রয়েছে।

GOGAMZ-এ গেম খোঁজার উপায়:

  • ইন্টারনেট ব্রাউসার থেকে https://java.gogamz.com/-এ যান।
  • ওয়েবসাইটের বাঁদিকের স্ক্রিনে থাকা ‘Java Games’-এ ক্লিক করুন।
  • যেকোনো জাভা গেম ক্যাটাগরি (Genre) সিলেক্ট করুন(যেমন- Adventures)।
  • নিজের পছন্দমতো চলে আসা জাভা গেম্স্গুলো স্ক্রল ডাউন করে দেখে সিলেক্ট করুন।
  • এরপর প্রয়োজনমতো গেম ডাউনলোড করুন।

৩. JAVAWARE:

JAVA ware java games free download website

একটা ডেডিকেটেড জাভা গেম ডাউনলোডিং ওয়েবসাইট হিসেবে, এখানে আপনি জাভা-সাপোর্টেড গেম্স্ গুলি ছাড়াও নানান দরকারি অ্যাপ্লিকেশন গুলিও পেয়ে যাবেন। এছাড়া, এখানে আপনি আলাদা আলাদা প্রচুর বাটন মোবাইল গুলির অপশনও পাবেন।

তাই, এই সাইটে আপনি নিজের জাভা ডিভাইসের জন্যে এভেইলেবল গেমের ভার্সন সহজেই খুঁজে পেতে পারবেন।

JAVAWARE-এ গেম খোঁজার উপায়:

  • ইন্টারনেটে https://www.java-ware.net/ লিখে সার্চ করুন।
  • ওয়েবসাইটটি ওপেন হলে পেজের উপরে থাকা ‘Games’ সেক্শনটা সিলেক্ট করুন।
  • এরপর ‘All Games’ বা পছন্দমতো যেকোনো Genre সিলেক্ট করুন।
  • পেজের বাঁদিকে থাকা ‘SEARCH BY DEVICE’-এ নিজের মোবাইলের মডেলটা বাছুন।
  • যেই গেমটা পছন্দ হচ্ছে সেটা ডাউনলোড করুন এবং নিজের বাটন মোবাইলে খেলুন।

৪. Dertz – Free Java Games Site:

Dertz হল এমন একটা ওয়েবসাইট যেখানে, আপনার বাটন মোবাইলের জন্য থাকা জাভা গেমস গুলির একটা পুরো আলাদা ক্যাটেগরি রয়েছে।

প্রতিটা গেমই বিভিন্ন রেসল্যুশনের সাথে আপনি ডাউনলোড করতে পারবেন।

এছাড়াও, এর সাব-ক্যাটেগরি (যেমন- Racing, Sport) থেকে বিভিন্ন আলাদা আলাদা ধরণের গেমও সিলেক্ট করে ডাউনলোড করে নিতে পারবেন।

Dertz-এ গেম খোঁজার উপায়:

  • প্রথমেই, https://www.dertz.in, ওয়েবসাইটে ভিজিট করুন।
  • স্ক্রিনের মাঝখানে থাকা ‘java games’ ক্যাটেগরিতে যান।
  • প্রয়োজনীয় রেসল্যুশন বেছে নিয়ে পছন্দমতো গেম গুলি বাছুন।

৫. mobyWARE – Games For Button Mobile:

Mobiware download java games

mobyWARE-এর ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন ধরণের অপারেটিং সিস্টেম সাপোর্ট করে এমন নানান মোবাইল গুলির জন্যে গেম ও অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন।

এখানে আপনি নিজের বাটন মোবাইলের মডেলের উপর নির্ভর করে বিভিন্ন জাভা গেম গুলি পেয়ে যাবেন।

mobyWARE-এ গেম খোঁজার উপায়:

  • www.mobyware.org, এর ওয়েবসাইটে ভিজিট করুন।
  • ‘Search by Device’ থেকে নিজের বাটন মোবাইলের মডেলটা বাছুন।
  • আপনি চাইলে, সার্চ বক্সে নিজের মোবাইলের মডেল টাইপ করে সার্চ করতে পারেন।
  • ডিভাইস এর ক্যাটেগরি ওপেন হলে, সেই মডেলের উপর ট্যাপ করুন।
  • এরপর স্ক্রিনের বাঁদিকে থাকা ‘Search by Category’ থেকে ‘Games’ সিলেক্ট করুন।
  • আপনি আপনার বাটন মোবাইলের মডেলের জন্য থাকা জাভা গেমগুলো দেখতে পাবেন।

৬. Mobiles24 – Free Java Games:

Mobiles24 game downloading site

নিজের বাটন মোবাইলের জন্য খুব সিম্পল উপায়ে জাভা গেম গুলি সার্চ ও ডাউনলোড করার অন্যতম সেরা ওয়েবসাইট হল এই Mobiles24।

এই ওয়েবসাইট দ্বারা আপনি ওয়ালপেপার, রিংটোন, mp4 বা 3gp ভিডিও-ও ডাউনলোড এবং আপলোড করতে পারবেন। এছাড়াও, এখানে বিভিন্ন সিম্বিয়ান, এন্ড্রয়েড, জাভা অ্যাপস ও গেম্স্ একদম ফ্রিতেই পাওয়া যায়।

Mobiles24-তে গেম খোঁজার উপায়:

  • সরাসরি https://www.mobiles24.co/-এ যান।
  • স্ক্রিনের উপরে থাকা সার্চ বারে গিয়ে ‘Java Games’ সার্চ করুন।
  • সার্চ করার পর স্ক্রিনের মাঝখানে আসা ডিভাইস রেসোলিউশন বেছে নিন।
  • তারপর গেম্সগুলো স্ক্রল করে দেখুন ও পছন্দ করুন।

৭. mobile9.com:

Mobile9.com-এর ওয়েবসাইট থেকে, ভালো ভালো জাভা গেমের পাশাপাশি রিংটোন, HD ওয়ালপেপার, স্ক্রীনসেভারও ডাউনলোড করার সুযোগ রয়েছে।

এখানে উপলব্ধ জাভা গেমগুলো ভীষণ পপুলার আর সহজে ডাউনলোডও হয়ে যায়।

ওয়েবসাইটটির থেকে আপনি যেকোনো বাটন মোবাইলের জন্যেই ভালো ভালো গেম গুলি পেয়ে যাবেন।

mobile9.com-এ গেম খোঁজার উপায়:

  • ইন্টারনেট ব্রাউসার থেকে https://gallery.mobile9.com/browse/-এ যান।
  • এবার সার্চ বারে ‘240 x 320 mobile java games’-এ টাইপ করে সার্চ দিন।
  • ইচ্ছেমতো জাভা গেম গুলি খুঁজে ডাউনলোড করুন।

বাটাম মোবাইলের জন্য জাভা গেম কিভাবে পাওয়া যাবে?

মোবাইল থেকে শুরু করে যেকোনো পোর্টেবল ডিভাইসেই আমরা জাভা গেমগুলো খেলতে পারি।

আর এই জাভা গেম গুলোকে পেতে গেলে প্রথমেই কম্পিউটার বা ল্যাপটপ দ্বারা  আপনাকে আলাদাভাবে .jar বা JAR গেম ফাইলগুলো ডাউনলোড করে, সেটাকে নিজের কিপ্যাড ফোনে ট্রান্সফার করতে হবে।

মনে রাখা দরকার যে, জাভা গেম এর ফাইল গুলি ট্রান্সফার হলে তবেই কিন্তু আপনি আপনার সেলফোনে এই গেমগুলো খেলতে পারবেন।

চলুন, এখন আমরা সরাসরি জেনেনেই, কম্পিউটার থেকে কিপ্যাড ফোনে জাভা গেম কিভাবে ট্রান্সফার করবো?

রিলেটেড: মোবাইল অ্যাপস ডাউনলোড করার ৭টি ওয়েবসাইট

বাটন ফোনে জাভা গেম ইনস্টল করার সহজ পদ্ধতিগুলো হল,

যদি আপনার বাটন মোবাইলে একটি ইন্টারনেট ব্রাউজার রয়েছে, সেক্ষেত্রে আপনি সরাসরি নিজের মোবাইলের ইন্টারনেট ব্রাউজার থেকে উপরে বলে দেওয়া এই ওয়েবসাইট গুলিতে গিয়ে, পছন্দমতো বাটাম মোবাইল জাভা গেম গুলি ডাউনলোড করে খেলতে পারবেন।

তবে, যদি আপনার বাটন মোবাইলে কোনো ইন্টারনেট ব্রাউজার নেই, সেক্ষেত্রে নিচে বলে দেওয়া উপায় বা ধাপ গুলি অনুসরণ করার মাধ্যমে বিভিন্ন জাভা গেম গুলি নিজের মোবাইলে ইনস্টল করে খেলতে হবে।

১. প্রথমেই, USB কেবিলের সাহায্যে নিজের কম্পিউটারের সাথে বাটন ফোনটিকে কানেক্ট করুন।

২. কম্পিউটারের start মেন্যু থেকে ‘My Computer’ ফোল্ডারে গিয়ে যেই লোকেশনে আপনি গেমিং ওয়েবসাইট থেকে .jar ফাইলগুলো ডাউনলোড করেছেন, সেখানে যান।

৩. এরপর, ‘My Computer’-এ ফিরে এসে নিজের মোবাইল ডিভাইস এর ড্রাইভ/স্টোরেজ এর মধ্যে চলে যেতে হবে। এই ফোল্ডারটি আপনি ‘removable storage’ থেকে পেয়ে যাবেন।

৪. এইবার, আপনার পোর্টেবল ডিভাইস বা মোবাইলের স্টোরেজের মধ্যে ‘Games’ বা যেকোনো নামে একটা ফোল্ডার তৈরী করুন।

৫. এই ধাপে, নিজের কম্পিউটারে থাকা জাভা গেম ফাইলগুলো কপি করে নিজের মোবাইল ডিভাইসের ‘Games’ বা যেকোনো নামের ফোল্ডারে পেস্ট করুন। এরপর, ফাইলগুলো কম্পিউটার থেকে মোবাইল ডিভাইসে ট্রান্সফার হতে একটু সময় নেবে।

৬. ফাইল ট্রান্সফার সাকসেসফুলভাবে কমপ্লিট হলে আপনার মোবাইল ডিভাইসটিকে কম্পিউটার থেকে এজেক্ট করে ডিসকানেক্ট করুন।

৭. এবার আপনাকে, কম্পিউটার থেকে নিজের মোবাইলে পেস্ট করা JAVA GAME ফাইলে click করে গেম চালু করতে হবে।

বাটন ফোনে কিভাবে জাভা গেম ইনস্টল করবো?

কম্পিউটার থেকে মোবাইলে গেম ট্রান্সফার করার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে নিজের মোবাইলে গেমটাকে প্রথমে সেটআপ করে নিন।

১. নিজের মোবাইলে ‘Games’ বা যে নামে ফোল্ডারটি তৈরি করেছিলেন, সেখান থেকে গেম ফাইলগুলোকে লোকেট করুন।

২. এরপর জাভা গেম ফাইলগুলো সিলেক্ট করে ওপেন করুন।

৩. এরপর, স্ক্রিনে আসা ইন্সট্রাকশন্সগুলো ভালো করে ফলো করে, প্রয়োজনমতো পারমিশন দিন এবং ‘terms and conditions’-গুলোকে ‘agree’ করুন।

৪. তারপরে নিজে থেকেই গেমটি ইনস্টল হওয়া শুরু করবে।

৫. এখানে ইনস্টলেশন স্পিড আপনার ফোনের মডেল ও গেম ফরম্যাটের উপর নির্ভর করবে।

৫. গেম ইনস্টল হয়ে গেলে গেমটির আইকনটিকে ফোনের অ্যাপ্লিকেশন লিস্ট বা মেনু থেকে খুঁজে নিন।

এরপর, ওই আইকনটিতে ক্লিক করলেই আপনি গেমটি খেলা শুরু করতে পারবেন।

আজকে আমরা যা শিখলাম,,

তাহলে বন্ধুরা, ফ্রি জাভা গেম ডাউনলোড করার সেরা ওয়েবসাইট গুলি কি কি? এটা তো আমাদের আজকের আর্টিকেলের মধ্যে অবশই জেনে গিয়েছেন।

পাশাপাশি, বিভিন্ন বাটাম মোবাইল জাভা গেম গুলি কিভাবে ডাউনলোড করবেন এবং নিজের মোবাইলে ইনস্টল করে খেলবেন, সেটাও আমরা আমাদের আজকের আর্টিকেলের মধ্যে বলেছি।

তাই, আশা করছি, Java Game Download করার বিষয়টি নিয়ে আর কোনো সমস্যা বা প্রশ্ন আপনাদের মনে নেই। যদি থেকেও থাকে, নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিতে পারেন। 

অবশই পড়ুন: ওয়েব সিরিজ ডাউনলোড করার সেরা ৭টি সাইট

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top