ইন্টারনেট থেকে যেকোনো মোবাইল নাম্বারে ফ্রিতে এসএমএস পাঠান

আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস (SMS) পাঠানোর কথা ভেবে থাকেন।

এই ফ্রি এসএমএস পাঠানোর সাইট গুলি আবার, অনেকেই অনেক কারণে ব্যবহার করে থাকেন।

ইন্টারনেটের সাহায্যে ফ্রি মেসেজ পাঠানোর এই উপায়টি ব্যবহার করে আপনি আপনার ব্যবসার জন্য free bulk SMS পাঠাতে পারবেন, আবার যদি মোবাইলে মেসেজ প্যাক শেষ হয়ে গিয়েছে, সেক্ষেত্রেও নিজের বন্ধুদের মোবাইলেও মেসেজ পাঠাতে পারেন।

ইন্টারনেটে বা গুগল সার্চ এর মধ্যে গিয়ে ফ্রি এসএমএস পাঠানোর সাইট লিখে সার্চ দিলেই, সেকেন্ডের মধ্যে এই ধরণের নানান online SMS sending-এর সুবিধা দেয়, এমন নানান সাইট গুলি আপনারা পেয়ে যাবেন।

চিন্তা করতে হবেনা, আজকের এই আর্টিকেলের মধ্যে ইন্টারনেট থেকে যেকোনো মোবাইল নাম্বারে ফ্রিতে এসএমএস পাঠানোর আমার পছন্দের সেরা কয়েকটি সাইট গুলির বিষয়ে আমি আপনাদের বলবো।

ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি মেসেজ পাঠানোর উপায়:

এমনিতে আমরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন social media website গুলো ব্যবহার করেই থাকি।

Social media website গুলো যেমন, Facebook, Twitter বা Instagram ইত্যাদি ব্যবহার করে আমরা text, voice বা video messages গুলি অনেক সহজে সেন্ড এবং রিসিভ করতেই পারি।

কিন্তু, এই social media গুলো ব্যবহার করে আমরা, সরাসরি যেকোনো মোবাইলে এসএমএস (SMS) পাঠাতে পারিনা।

আর তাই, ইন্টারনেটে এমন প্রচুর সাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা unlimited SMS যেকোনো মোবাইল নম্বরে পাঠাতে পারবো।

অবশই, সাইট গুলির দ্বারা সম্পূর্ণ ফ্রীতেই এবং বিশ্বের যেকোনো জায়গায় অবস্থিত মোবাইল নাম্বারে SMS পাঠানো সম্ভব।

তাহলে চলুন, নিচে আমরা সেরা কিছু “অনলাইন ফ্রী এসএমএস সাইট” গুলোর বিষয়ে জেনেনি।

ওয়েবসাইট গুলো হলো,

  1. Textem.net,
  2. Afreesms.com,
  3. Fast2SMS.com,
  4. Globfone.com,
  5. Textfree by pinger,
  6. OpenTextingOnline,
  7. TxtDrop.com SMS – Free SMS,
  8. Mysms – SMS texting from phone,

তাহলে চলুন, প্রত্যেকটি ফ্রি এসএমএস পাঠানোর সাইট (online free SMS sending website) গুলোর বিষয়ে বিস্তারিত ভাবে জেনেনেই।

ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস পাঠানোর সাইট:

Send free SMS from Internet

তাহলে চলুন, ওপরে বলা অনলাইন ওয়েবসাইট গুলোর বিষয়ে জেনেনেই।

মনে রাখবেন, প্রত্যেকটি ওয়েবসাইট ব্যবহার করে আপনি নিজের মোবাইল নম্বর লুকিয়ে অন্যদের এসএমএস পাঠাতে পারবেন।

কারণ, যাদের মোবাইলে আপনি SMS পাঠাবেন, তারা একটি unknown number থেকে এসএমএস গ্রহণ করবেন। এবং, SMS গ্রহনকারীরা কোনো ভাবেই বুঝতে পারবেননা যে, SMS টি আপনি পাঠিয়েছেন।

এভাবে গোপনে নিজের পরিচয় লুকিয়ে এসএমএস করার কিছু লাভ অবশই রয়েছে।

তবে মনে রাখবেন, কোনোভাবেই কোনো রকমের অবৈধ (illegal) বা আপত্তিজনক এসএমএস (SMS) পাঠাবেননা। এতে, আপনি বিপদে পড়ার সম্ভাবনা থাকছে।

চলুন, ফ্রীতে SMS পাঠানোর ওয়েবসাইট (website) গুলোর বিষয়ে জেনেনেই।

  • মোবাইল থেকে ফ্রি ভিডিও কল করার এপস 

Best Websites To Send Free SMS From Internet:

আগেই বলে রাখি, নিচে দেওয়া অনলাইন “free SMS sending websites” এর তালিকা গুলোর মধ্যে কিছু ওয়েবসাইট হয়তো কেবল ভারতেই SMS পাঠানোর অনুমতি দিয়ে থাকে।

তাই, যদি কোনো ওয়েবসাইট আপনাকে অন্যান্য দেশে free SMS পাঠানোর অনুমতি দিচ্ছেনা, তাহলে অন্য একটি ওয়েবসাইট ব্যবহার করুন।

১. Textem.net:

যদি আপনি অনেক সহজে এবং ঝামেলামুক্ত ভাবে সম্পূর্ণ ফ্রিতে মেসেজ পাঠানোর উপায় খুঁজছেন তাহলে ইন্টারনেটের সাহায্যে এসএমএস পাঠানোর এই ওয়েবসাইটটি একবার হলেও ব্যবহার করে দেখুন।

ওয়েবসাইটে (Textem.net) ভিজিট করার সাথে সাথেই আপনারা একটি Text Message Box দেখতে পাবেন।

এখানে আপনাকে একে একে, যাকে এসএমএস পাঠাবেন তার মোবাইল নাম্বার, ইমেইল আইডি, নেটওয়ার্ক অপারেটর যুক্ত করে, মেসেজ বক্সে নিজের মেসেজটি লিখে নিতে হবে।

সব শেষে, I agree with the terms and condition-এর অপশনে click করে “Send message” এর অপশনে click করতে হবে। এবার, দিয়ে দেওয়া মোবাইল নাম্বারে আপনার মেসেজ চলে যাবে।

এছাড়া, এই পরিষেবা আপনারা সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করতে পারবেন।

মূল সুবিধা গুলি:

  •  সম্পূর্ণ ফ্রীতে ইন্টারনেট থেকে এসএমএস পাঠানো যায়,
  • ওয়েবসাইট এর হোম পেজ থেকে সরাসরি SMS পাঠানো যায়,
  • বিশ্বের বিভিন্ন দেশে সম্পূর্ণ ফ্রীতে টেক্সট মেসেজে পাঠানো যায়,
  • Rеgistration বা sign-up ছাড়া সরাসরি এসএমএস পাঠানো যায়।

২. Afreesms.com:

যদি আপনি বাংলাদেশ এর যেকোনো মোবাইলে ফ্রীতে এসএমএস পাঠাতে চাচ্ছেন, তাহলে এই ওয়েবসাইটটি আপনার কাজে লাগবে।

তবে কেবল বাংলাদেশ নয়, ভারত, ভুটান, নেপাল সহ প্রায় প্রত্যেক দেশের মোবাইলে মেসেজ (messages) পাঠাতে পারবেন। কেবল, “Afreesms.com” ওয়েবসাইট গিয়ে দেশ সিলেক্ট করতে হবে।

মানে, যেই দেশের মোবাইল নম্বরে online SMS পাঠাতে চাচ্ছেন, সেই দেশ সিলেক্ট করতে হবে। তারপর, আপনাদের ৩ টি বাক্স দেখানো হবে।

  • Mobile number: যাকে ইন্টারনেট থেকে মেসেজ পাঠাতে চাচ্ছেন তার মোবাইল নম্বর দিতে হবে।
  • Text message: আপনার মেসেজে লিখুন।
  • Verification: verification code লিখুন।

এবার “send” অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার মেসেজে সেই মোবাইল নাম্বারে চলে যাবে। এখানে আপনার কোনো ধরণের একাউন্ট রেজিস্টার করতে হবেনা।

মূল সুবিধা গুলি:

  • Free International Text Message Service,
  • আলাদা আলাদা ভাষায় এসএমএস পাঠানো যায়,
  • এসএমএস পাঠানোর প্রক্রিয়া অনেক সোজা।

৩. Fast2sms.com:

সম্পূর্ণ ভাবে ফ্রি না হলেও, fast2sms সেরা web application যার মাধ্যমে আমরা “BULK SMS”, “PROMOTION SMS”, MULTIMEDIA SMS” বা “CUSTOM MESSAGES” পাঠাতে পারি।

এদের সার্ভিস টিকে ব্যবহার করে দেখার জন্য আমাদের Rs.৫০/- টাকা (Free ₹50 Credit) দিয়ে দেওয়া হয়।

তবে, এই free credit কেবল তখন দেওয়া হবে যখন আপনি একটি একাউন্ট তৈরি করবেন।

এমনিতে, যদি আপনি কেবল কিছু free SMS পাঠাতে চাচ্ছেন, তাহলে ফ্রীতে পাওয়া সেই ৫০ টাকা দিয়েই কাজ হয়ে যাবে।

এছাড়া, আপনি চাইলে Google Play Store-থেকে এদের ফ্রি mobile app-টি download করে সরাসরি app থেকেই Bulk DLT SMS গুলি পাঠাতে পারবেন।

মূল সুবিধা গুলি:

  • ফ্রীতে এসএমএস পাঠানোর জন্য ৫০ টাকার ফ্রি ক্রেডিট পাবেন,
  • Airtel, JIO, BSNL, Vodafone, Videocon, ইত্যাদি প্রায় প্রত্যেক নেটওয়ার্ক অপারেটর সাপোর্ট করে।

৪. Globfone.com:

যদি আপনারা বিশ্বের যেকোনো জায়গায় free SMS এবং free ভয়েস কল করতে চান, তাহলে অবশই “Globfone.com” সাইট একবার ভিসিট করে দেখুন।

আপনারা চাইলে Globfone এর application install করে মোবাইল অ্যাপ থেকে সরাসরি call বা SMS করতে পারবেন।

সোজা নিজের কম্পিউটারে বা মোবাইলে এই ওয়েবসাইট খুলুন এবং,

  • যদি আপনারা ফ্রি কল করতে চাচ্ছেন, তাহলে “call phone” অপশনে ক্লিক করুন।
  • যদি কারো মোবাইল ফোনে এসএমএস (SMS) পাঠাতে চাচ্ছেন তাহলে “SEND TEXT” অপশনে ক্লিক করতে হবে।
  • এবার, যেই দেশের মোবাইল নাম্বারে এসএমএস পাঠাতে চাচ্ছেন, সেই দেশ সিলেক্ট করুন।
  • এবার, নিচে নিজের মেসেজ (message) লিখে “NEXT” বাটনে ক্লিক করুন।

এভাবে আপনি কোনো registration প্রক্রিয়া ছাড়াই, ইন্টারনেট এর মাধ্যমে ফ্রি এসএমএস বা কল করতে পারবেন।

মূল সুবিধা গুলি:

  • Free calling এবং SMS services ব্যবহার করার জন্য একাউন্ট তৈরি করতে হয়না।
  • মোবাইল এবং কম্পিউটার, উভয় ডিভাইস থেকে মেসেজ পাঠানো যাবে।
  • বিশ্বের প্রায় ৯১% মোবাইল নেটওয়ার্ক গুলিকে সাপোর্ট করে।

৫. Textfree by pinger:

Tеxtfrее by Pingеr, আমার হিসেবে একটি সেরা এবং কার্যকর ওয়েবসাইট, যেটিকে ইন্টারনেট থেকে ফ্রি এসএমএস পাঠানোর জন্য ব্যবহার করা যেতে পারে।

এছাড়া, Tеxtfrее সাইট এর দ্বারা আপনারা Unitеd Statеs এবং Canada-র মতো দেশ গুলিতেও সম্পূর্ণ ফ্রীতে unlimited text messages গুলি পাঠাতে পারবেন।

এই সাইটে Unlimited Free Texting-এর পাশাপাশি Unlimited Free Calling-এর সুবিধাও আপনারা পেয়ে যাবেন।

আপনারা চাইলে, Textfree-এর app নিজের মোবাইলে ইনস্টল করে, যেকোনো সময় যেকোনো মোবাইল নাম্বারে ইন্টারনেট থেকে ফ্রি এসএমএস পাঠিয়ে নিতে পারবেন।

মূল সুবিধা গুলি:

  • ফ্রি মেসেজ পাঠানোর উপায়/সাইট।
  • আনলিমিটেড ফ্রি টেক্সট মেসেজ পাঠানো যাবে।
  • যেকোনো নাম্বারে ইন্টারনেট থেকে ফ্রীতে কল করার সুবিধা রয়েছে।

৬. OpenTextingOnline:

এই সাইট থেকে, বাংলাদেশ, কানাডা, ইন্ডিয়া, ইত্যাদি নানান দেশের মোবাইল নম্বর গুলিতে সরাসরি এসএমএস পাঠাতে পারবেন।

Online free text messages গুলি পাঠানোর জন্য আপনাকে শুধুমাত্র একটি মোবাইল নম্বর দিতে হবে এবং নিজের মেসেজ লিখে Send Text বাটনে click করতে হবে।

মনে রাখবেন, মোবাইল নম্বর যুক্ত করার সময় আপনাকে সঠিক country code অবশ্যই বেছে নিতে হবে।

ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস পাঠানোর এই সাইট থেকে SMS এর পাশাপাশি MMS-ও পাঠানো যাবে। মানে, আপনি চাইলে যেকোনো picture, video, audio, SMS/MMS এর দ্বারা পাঠাতে পারবেন।

মূল সুবিধা গুলি:

  • এই সাইট থেকে ফ্রীতে SMS এবং MMS পাঠানো যায়।
  • মেসেজ পাঠানোর জন্য একাউন্ট তৈরি করতে হয়না।
  • অনেক সিম্পল এবং সোজা ইন্টারফেস।

৭. TxtDrop.com SMS – Free SMS:

যদি আপনারা, ইন্টারনেট দ্বারা সম্পূর্ণ ফ্রিতে টেক্সট মেসেজ (TEXT SMS) পাঠানোর সেরা সাইট গুলি খুঁজছেন, তাহলে অবশই একবার হলেও এই TxtDrop সাইটটি ব্যবহার করে দেখুন।

এটা একটি অনেক বিশ্বস্ত এবং ইউজার-ফ্রেন্ডলি প্লাটফর্ম যেটিকে কাজে লাগিয়ে আপনারা কোনো টাকা না দিয়েই Unitеd Statеs এবং Canada-তে SMS messages পাঠাতে পারবেন।

এমনিতে, US এবং Canada ছাড়াও অন্যান্য নানান দেশ গুলিতেও ফ্রি এসএমএস পাঠানো যায়।

মূল সুবিধা গুলি:

  • Free international SMS services,
  • এসএমএস পাঠানোর জন্য একাউন্ট তৈরি করতে হয়না,
  • একাধিক দেশ গুলিতে ফ্রী এসএমএস পাঠানো যায়,
  • এক সাথে একাধিক কন্টাক্ট নাম্বারে এসএমএস পাঠানো।

৮. Mysms – SMS texting from phone:

অনলাইনে এসএমএস পাঠানোর এই সাইটটি ব্যবহার করে আপনি আপনার ল্যাপটপ, ট্যাবলেট বা স্মার্টফোন দিয়ে ইন্টারনেটের মাধ্যমে এসএমএস (SMS) গুলিকে সেন্ড এবং রিসিভ করতে পারবেন।

mySMS-এর দ্বারা আপনি SMS পাঠানো ছাড়াও অন্যান্য নানান সুবিধা গুলির লাভ নিতে পারবেন। যেমন, friends এবং family-র সাথে সাথে সংযুক্ত থাকা, নতুন নতুন বন্ধুদের সাথে কথা বলা ইত্যাদি।

আমার হিসেবে, Mysms ওয়েবসাইটটি, একটি অনেক নির্ভরযোগ্য এবং সুবিধাজনক প্ল্যাটফর্ম যার দ্বারা সারা বিশ্ব জুড়ে বিনামূল্যে টেক্সট এসএমএস পাঠানো যায়।

মূল সুবিধা গুলি:

  • ওয়েব ব্রাউজার দ্বারা এসএমএস পাঠানো এবং রিসিভ করা যায়।
  • Multimеdia mеssaging (MMS) সাপোর্ট করে থাকে,
  • ফ্রি প্ল্যান এর সাথে প্রতি মাসে ৫০০টি এসএমএস পাঠানো যাবে।

FAQ:

১. অনলাইনে বিনামূল্যে এসএমএস পাঠানোর সেরা ওয়েবসাইট কোনটি?

অনলাইনে এমন নানান ওয়েবসাইট গুলি আছে যেগুলিকে কাজে লাগিয়ে free text SMS পাঠানো যাবে, যেমন, OpenTextingOnline, TextNow, Textfree by Pinger, Globfone, আরো আছে।

২. এসএমএস পাঠানোর সাইট গুলির থেকে কি আনলিমিটেড এসএমএস পাঠানো যাবে?

সাধারণত, বেশিরভাগ Online SMS Sending Website গুলির থেকে কেবল সীমিত সংখ্যায় (limited number) ফ্রি এসএমএস গুলি পাঠাতে দেওয়া হয়। এবার, এই ফ্রি মেসেজ এর সংখ্যা বা পরিমান, আলাদা আলাদা সাইট গুলির ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। সাধারণত, বেশিরভাগ ওয়েবসাইট গুলিতেই ১০০ থেকে ২০০ ফ্রি এসএমএস পাঠানো যায়।

৩. সাইট গুলিতে প্রিমিয়াম বা পেইড প্ল্যান এর মানে কি?

আলাদা আলাদা free SMS পাঠানোর ওয়েবসাইট গুলির ক্ষেত্রে প্রিমিয়াম বা পেইড প্ল্যান এর ফীচার বা পরিভাষা আলাদা হতে পারে। সাধারণত, একটি পেইড বা প্রিমিয়াম প্ল্যান এর মাধ্যমে আমরা ইন্টারনেট থেকে আনলিমিটেড এসএমএস যেকোনো মোবাইল নাম্বারে পাঠানোর সুবিধা পেয়ে থাকি। এছাড়া, পেইড বা প্রিমিয়াম প্ল্যান গুলির দ্বারা এমন নানান দেশ গুলিতেও এসএমএস পাঠানো যেতে পারে যেই দেশ গুলি ফ্রি প্লানের মধ্যে যুক্ত রাখা হয়নি।

আমাদের শেষ কথা,

তাহলে ইন্টারনেট থেকে ফ্রি মেসেজ পাঠানোর উপায় বলতে, আমাদের মূলত উপরে বলে দেওয়া এই সেরা কিছু ওয়েবসাইট গুলিকে ব্যবহার করে অনলাইন মাধ্যমে এসএমএস পাঠাতে হয়।

ওপরে, যেকোনো মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে ফ্রি SMS সেন্ড করার জন্য যেগুলো সাইট এর বিষয়ে আমি আপনাদের বললাম সেগুলো ফ্রীতে ব্যবহার করতে পারবেন।

এবং, marketing, brand promotion ইত্যাদির ক্ষেত্রে লোকেদের মেসেজ পাঠানোর ক্ষেত্রেও এই সাইট গুলো ব্যবহার করা যেতে পারে।

তবে, আমি আপনাদের অনুরোধ করবো যাতে আপনারা কোনো ধরণের আপত্তিজনক SMS কাওকে না পাঠান। প্রযুক্তির ব্যবহার ভালো কাজে লাগানোর চেষ্টা করুন।

এমন কোনো ধরণের কাজ করবেননা, যেটা আপনাকে বিপদে ফেলতে পারে।

তাছাড়া, আমাদের আজকের এই আর্টিকেল “online free SMS sending websites” এর list যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আর্টিকেলটি শেয়ার অবশই করবেন।

আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা সমস্যা থাকলে, নিচে কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন।

2 thoughts on “ইন্টারনেট থেকে যেকোনো মোবাইল নাম্বারে ফ্রিতে এসএমএস পাঠান”

    1. Avatar

      বর্তমান বেশিরভাগ কনটেন্ট আমি লিখি। তবে, কিছু আর্টিকেল আমি রাইটার দের দ্বারা লিখাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top