আমি এখন কোথায় আছি ? আমার লোকেশন কোথায় ? কিভাবে জানবো

আমি এখন কোথায় আছি: আপনার স্মার্টফোনে থাকা সেই “Google Maps” এপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা যেকোনো জায়গার থেকে যেকোনো জায়গার দিকনির্দেশ অনেক সহজেই পেয়ে যাবেন।

শহর, শপিং মল, হোটেল, দোকান, রাস্তা ইত্যাদি কি কোথায় আছে সবটা জানা সম্ভব এই এপ্লিকেশনের দ্বারা। 

তবে, যদি আপনি এমন এক অচেনা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এবং আপনি মনে মনে ভাবছেন যে, আমার লোকেশন কোথায়” বা “আমি এখন কোন জায়গায় আছি”, তাহলে চিন্তা করতে হবেনা। 

Google maps বর্তমান সময়ে Google Play Store-এ থাকা সব থেকে দরকারী নেভিগেশন টুল গুলোর মধ্যে একটি।

এর দ্বারা আপনারা সহজেই যেকোনো জায়গার থেকে অন্য যেকোনো জায়গার দূরত্ব এবং দিকনির্দেশ গুলো সহজেই পেতে পারবেন। 

এছাড়া, যদি নিজের location জানতে চাইছেন, মানে আপনি বর্তমানে কোন লোকেশনে দাঁড়িয়ে রয়েছেন, তাহলে সরাসরি গুগল ম্যাপ খুলেই সেটা জেনেনিতে পারবেন।

তাহলে চলুন, নিচে আমরা সরাসরি জেনেনেই, কিভাবে Google maps-এর মধ্যে আমার বর্তমান অবস্থান কোথায় (current location) সেটা জেনেনিতে পারবো।

গুগল আমি এখন কোথায় আছি | আমার লোকেশন কোথায় ?

How to find my live location in Google Maps
How to find my live location in Google Maps ?

যা আমি ওপরে বললাম, আপনারা অনেক সহজেই নিজের মোবাইলে Google Maps ব্যবহার করে নিজের বর্তমান লোকেশন জেনেনিতে পারবেন।

আপনার আসে পাশে কি কি জায়গা, রেস্টুরেন্ট, হোটেল, দোকান ইত্যাদি রয়েছে সেই বিষয়েও আপনারা জানতে পারবেন।

এছাড়া, গুগল ম্যাপ এর মধ্যে নিজের বর্তমান অবস্থান এবং গন্তব্যস্থান সেট করে আপনারা সম্পূর্ণ পথে নিজেকে ট্রাক করতে পারবেন।

চলুন তাহলে, আপনাকে কোন কোন ধাপ গুলো অনুসরণ করতে হবে সবটা আমরা নিচে জেনেনেই।

মনে রাখবেন, আপনি এখন কোথায় আছেন সেটা Google Maps-দ্বারা জানার জন্যে সবচেয়ে আগেই আপনার মোবাইলের “GPS” চালু থাকতে হবে।

বর্তমান লোকেশন জানার জন্যে Google Maps app-এর কাছে আপনার মোবাইলের built-in GPS ব্যবহার করার অনুমতি থাকতে হবে।

এছাড়া, নিজের মোবাইলের “settings” পেজ থেকে “Location” অপশনে ক্লিক করে location অপশনটি turned on রাখতে হবে।

  • নিজের android mobile-এর থেকে Google Maps app ওপেন করুন।
  •  Maps app ওপেন করার সাথে সাথে আপনারা নিজের বর্তমান লোকেশন দেখতে পারবেন।
  • অ্যাপ এর নিচের দিয়ে হাতের ডানদিকে আপনারা একটি “location button” দেখতে পারবেন।
  • এই লোকেশন বাটনটিতে প্রেস / ক্লিক করার সাথে সাথে ম্যাপের মধ্যে একটি নীল বিন্দু হিসেবে আপনাকে দেখিয়ে দেওয়া হবে।
  • আপনি যেখানে যেখানে যাবেন, সেই নীল বিন্দুটিও ম্যাপের মধ্যে সেইভাবে এগিয়ে বা পিছিয়ে যাবে।

নিচে ছবিটি দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে কোথায় ক্লিক করতে হবে।

আমি এখন কোথায় আছি
Google maps location finder.

Maps-এর মধ্যে আপনারা Restaurants, Hotels, shopping mall ইত্যাদি বিভিন্ন option দেখতে পাবেন।

এই option গুলোতে click করলে আপনার আসে পাশে থাকা Restaurants, Hotels, shopping mall ইত্যাদি ম্যাপে সুন্দর করে দেখিয়ে দেওয়া হবে।

এছাড়া, সরাসরি ম্যাপটি হাত দিয়ে টেনে zoom করেও আপনারা আসে পাশে থাকা location এবং place গুলো স্পষ্ট ভাবে দেখতে পারবেন।

WhatsApp দ্বারা নিজের লাইভ লোকেশন কিভাবে জানবো ?

এখন যেকোনো কারণেই যদি আপনি Google Maps থেকে নিজের current location দেখতে পারছেননা,

তাহলে আপনাকে চিন্তা করতে হবেনা।

কেননা, আপনার মোবাইলে থাকা WhatsApp app-টি ব্যবহার করেও আপনি নিজের location দেখতে পারবেন।

হোয়াটসআপ ব্যবহার করে আপনি এখন কোন জায়গাতে আছেন সেটা জানার জন্যে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

স্টেপ ১.

Click WhatsApp location link

সবচেয়ে আগে নিজের মোবাইল থেকে WhatsApp app ওপেন করুন।

এবার, যেকোনো ব্যক্তির চ্যাট প্রোফাইল খুলে “attachment button” এর মধ্যে click করুন।

  • Click করার সাথে সাথে আপনারা বিভিন্ন options গুলো দেখবেন।
  • সরাসরি “Location” বাটনে click করুন।

স্টেপ ২.

হ্যালো গুগল আমি এখন কোথায় আছি

Location-এর option-এ click করার সাথে সাথে আপনাকে “location access allow” করতে বলা হবে।

আপনি সরাসরি নিচে থাকা “continue” বাটনে click করুন।

স্টেপ ৩.

Give location permission-min

এখন শেষে WhatsApp আপনার device-এর location access করার জন্যে অনুমতি চাইবে।

আপনাকে সরাসরি “while using the app” অপশনে click করতে হবে।

স্টেপ ৪.

Check live location using WhatsApp

ব্যাস এখন আপনারা সেই নীল ডট (blue dot) ম্যাপের মধ্যে দেখতে পারবেন এবং এর মাধ্যমে নিজের বর্তমান অবস্থান জেনেনিতে পারবেন।

এমনিতে, হাত দিয়ে নিয়ে ম্যাপটি zoom করে নিজের আসে পাশের জায়গা গুলো ভালো করে দেখে নিতে পারবেন।

এছাড়া, আপনি চাইলে “share live location” এর অপশনে click করে নিজের বর্তমান লোকেশন যেকোনো WhatsApp contact এর সাথে শেয়ার করতে পারেন।

এতে, আপনি যেখানে যেখানে যাবেন সেই ম্যাপের মাধ্যমে আপনাকে ট্র্যাক করা যাবে।

Note: আপনারা নিজের মোবাইল বা কম্পিউটারের ওয়েব ব্রাউজারে গিয়ে “গুগল আমি এখন কোথায় আছি” লিখে সার্চ করলেও গুগল সরাসরি আপনাকে আপনার বর্তমান লোকেশন দেখিয়ে দিবে। এক্ষেত্রে আপনাকে কোনো apps ব্যবহার করতে হবেনা।  

Google Maps-এর গুরুত্বপূর্ণ ৯টি সুবিধা ও লাভ

আপনারা গুগল ম্যাপস এর কিছু কিছু সুবিধের বিষয়ে অবশই জানেন হয়তো।

তবে, নিচে আমি এর প্রত্যেক গুরুত্বপূর্ণ লাভ গুলোর বিষয়ে সংক্ষেপে বলে দিচ্ছি।

১. যেকোনো ঠিকানা খুজুন:

গুগলের এই পরিষেবাতে street addresses, city location, phone numbers, zip codes, এবং satellite imagery পর্যন্ত গণনা করা হয়। তাই, কোন জায়গাতে কি আছে সবটা আমরা ম্যাপের মধ্যে দেখতে পাই। আর যেকোনো ঠিকানা সম্পূর্ণ ফ্রীতে এই গুগল ম্যাপের দ্বারা খুঁজে পাবেন।

২. সরাসরি দিকনির্দেশ পাওয়া:

আপনারা Google maps app ওপেন করে নিজের গন্তব্য অবস্থান (destination location) লিখে দিয়ে সাথে সাথে সব থেকে সঠিক ও ছোট পথ খুঁজে পাবেন নিজের গন্তব্য অবস্থানে পৌঁছে যাওয়ার। “Get Directions”, অপশনে click করে আপনি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সঠিক দিকনির্দেশ পেয়ে যাবেন।

৩. পার্কিং এর জায়গা খুজুন:

গুগল ম্যাপের দ্বারা আপনারা নিজের পছন্দের এরিয়াতে (area) পার্কিং (parking) এর সুবিধা আছে কি না, সব থেকে সস্তা পার্কিং পরিষেবা কোনটি এবং পার্কিং এর জায়গা উপলব্ধ আছে কি না সেই সবটা জেনে যাবেন। এতে, আপনার প্রচুর সময় ও টাকা সেভ হয়ে যায়।

৪. হোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল ইত্যাদি:

আপনি যেই দেশ বা শহরে আছেন বা শহরের যেই এলাকায় আপনি বর্তমানে আছেন, সেখানে হাসপাতাল, রেস্টুরেন্ট, শপিং মল, দোকান, হোটেল ইত্যাদি যেকোনো ব্যবসা কোথায় কোথায় আছে এবং আপনার অবস্থান থেকে সেগুলোতে যাওয়ার পথনির্দেশ সুন্দর ভাবে গুগল ম্যাপে পেয়ে যাবেন।

৫. ট্রাফিক অবস্থা দেখুন:

Google maps-এর এই feature-টি অনেক কাজের বলে ধরা যেতেই পারে।

কারণ এখানে আপনাকে যেকোনো অবস্থানে থাকে মহাসড়ক এবং সড়কপথ গুলোর বর্তমান পরিস্থিতি দেখিয়ে দেওয়া হয়। এতে আপনারা যাতায়ত করার সময় কোন মহাসড়ক এবং সড়কপথে অধিক ট্রাফিক রয়েছে সেটা দেখতে পারবেন, এবং সেটা দেখে নিয়ে কোন পথ দিয়ে ভ্রমণ করবেন সেটা আগেই ঠিক করা যাবে।

 

আমাদের শেষ কথা,

তাহলে আশা করছি আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা ভুগতে পেরেছেন যে কিভাবে Google Maps app এবং WhatsApp-এর দ্বারা নিজের লাইভ লোকেশন (live location) বুঝতে পারবেন।

আমাদের আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আর্টিকেলটি পড়ে যদি আপনারা কিছু নতুন শিখেছেন, তাহলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।

এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে জানাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top