যারা অনেক দিন ধরেই Free Fire Game-টি খেলছেন, তারা অবশই Free Fire Advance Server-এর বিষয়ে জানেন। তবে এই অ্যাডভান্স সার্ভার এর বিষয়ে কিছুটা জানলেও, ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন প্রক্রিয়ার বিষয়ে কিন্তু অনেকেই এখনো জানেননা।
চিন্তা করতে হবেনা, আজকের এই আর্টিকেলের মধ্যে ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার ডাউনলোড/রেজিস্টার করা নিয়ে সবটা আমি আপনাদের বলবো।
এছাড়া, ফ্রী ফায়ার এর এই অ্যাডভান্স সার্ভারটি আসলে কি এবং কিভাবে প্লেয়াররা এই Free Fire Advance Server ব্যবহার করবেন, এই বিষয়ে আমি বিস্তারিত জানাবো।
Battle Royale video games গুলি বর্তমানে সত্যি মোবাইল গেমিং এর এক্সপেরিয়েন্স সাংঘাতিক দারুন করে তুলেছে। আর যখন Garena Free Fire-এর কথা বলা হয়, তখন কিন্তু এই ব্যাটেল রয়েল গেমটি আমাদের প্রত্যেকেরই প্রিয় গেম হিসেবে প্রচুর জনপ্রিয়তা লাভ করে এসেছে।
সারা বিশ্বজুড়ে Free Fire-এর অনেক বিশাল প্লেয়ার বেস রয়েছে।
নিয়মিত আপডেট এবং নতুন নতুন ফীচার লঞ্চ করার বিষয়টা এর প্লেয়ারদের মনে দারুন মনোরঞ্জন এর ভাব তো তৈরি করতোই, তবে এখন আবার, Free Fire Advance Server-এর ফীচারটি অনেকেরই মন আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার কি – What is the Free Fire Advance Server?
ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভারটি হলো একটি আলাদা ও বিশেষ সার্ভার যেটিকে মূলত নানান ডেভেলপার্সরা (developers) নানান আপডেট কনটেন্ট গুলিকে টেস্ট করার উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন।
এক্ষেত্রে, অফিসিয়াল ভাবে আপডেট রিলিজ হওয়ার আগেই নানান ফীচার আপডেট গুলি টেস্ট করা যেতে পারে। অ্যাডভান্স সার্ভার এর মাধ্যমে আপনি, ভবিষ্যতে লঞ্চ করা হবে এমন নানান upcoming features, weapons, characters, এবং maps গুলিও নিজে ব্যবহার ও টেস্ট করতে পারবেন।
তবে এখানে একটি সমস্যা কিন্তু অবশই রয়েছে।
আসলে, free fire advance server ব্যবহার করে গেমটি খেলার জন্য আপনার কাছে Garena-র তরফ থেকে দেওয়া একটি official code অবশই থাকতে হবে।
কিভাবে পাবেন এই ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার কোড? চিন্তা করতে হবেনা, আজকের আর্টিকেলে সবটাই আপনাদের জানিয়ে দিবো।
ইন্টারনেটে এমন প্রচুর ওয়েবসাইট গুলি পেয়ে যাবেন যারা আপনাকে এই advance server access codes গুলি দিয়ে দেওয়ার কথা বলবেন। তবে আমার হিসেবে, সব সময় official Garena Free Fire website-থেকে দিয়ে দেওয়া কোডটি ব্যবহার করলে ভালো।
অ্যাডভান্স সার্ভার ব্যবহার করে কি কি করা যাবে?
যদি কিছু করাই না যায় তাহলে Free Fire-এর advance server ব্যবহার করার জন্য প্রত্তেকজন প্লেয়ার এতটা রুচি কেন রাখছেন?
অবশই, অ্যাডভান্স সার্ভার ব্যবহার করতে পারলে একজন প্লেয়ার হিসেবে আপনারা Free Fire-এর নানান upcoming features গুলি official launch-এর আগেই ব্যবহার করে দেখতে পারবেন। কি কি ফীচার গুলি পাবেন? চলুন নিচে জেনেনেই।
- New characters, guns, weapons, and abilities: গেম এর মধ্যে কোন কোন চরিত্র, অস্ত্র, এবং ক্ষমতা গুলি যুক্ত করা হচ্ছে সেগুলি দেখুন, ব্যবহার করুন এবং নিজের প্রতিক্রিয়া জানানোর সুযোক পান।
- Brand new maps/location in game: ফ্রী ফায়ার গেম এর মধ্যে যেসব নতুন নতুন maps/location গুলি যুক্ত করা হবে, সেগুলি আগের থেকেই এক্সপ্লোর করে দেখতে পারবেন।
- Free Fire MAX-এর in-game improvement: গেমের মধ্যে আসতে চলেছে এমন নানান gameplay changes, graphical enhancements, এবং performance optimizations গুলির অভিজ্ঞতা/অনুভব লাভ করার সুযোগ।
- Earn exclusive rewards: ফ্রী ফায়ার গেমের মধ্যে আসতে চলেছে, এমন নানান features, improvements, map, ইত্যাদি টেস্ট করার জন্য diamonds, costumes, এবং অন্যান্য in-game items গুলি reward হিসেবে লাভ করতে পারবেন।
ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন কিভাবে করবেন?
যদি আপনারা Free Fire Advance Server-এর মধ্যে গিয়ে Free Fire গেমটি খেলতে চাইছেন, তাহলে শুরুতে Free Fire Advance Server এর মধ্যে গিয়ে রেজিস্ট্রেশন করাটাই হলো এর প্রথম এবং একটি মাত্র উপায়।
অ্যাডভান্স সার্ভার এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ না করে আপনি কখনোই আপনার activation code-টি পাবেননা। আর একটি activation code ছাড়া কিন্তু Free Fire Advance Server-এর মধ্যে প্রবেশ করা যাবেনা।
চলুন, নিচে আমরা সরাসরি জেনেনেই, কিভাবে সঠিক ভাবে ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভারের জন্য রেজিস্ট্রেশন করতে হবে।
সার্ভার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি অনেকটাই সোজা। আপনাকে সরাসরি নিচে বলে দেওয়া ধাপ গুলিকে সঠিক ভাবে ফলো করে নিতে হবে।
স্টেপ: ১.
আপনাকে সরাসরি Garena Free Fire Advance Server-এর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে যেতে হবে।
স্টেপ: ২.
যদি ওয়েবসাইটটি এই মুহূর্তে লাইভ রয়েছে, তাহলে আপনারা account login options গুলি দেখতে পাবেন। লগইন করার জন্য আপনারা মূলত দুটি অপসন দেখবেন, Facebook এবং Google।
আপনার Free Fire Game-এর সাথে যেই একাউন্টটি (Google বা Facebook) রেজিস্টার করা আছে, সেই একাউন্ট দিয়ে এখানেও লগইন করুন।
স্টেপ: ৩.
একাউন্ট লগইন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর, এখন আপনারা একটি অপসন দেখবেন যেখানে আপনাকে আপনার email-id দিয়ে দিতে বলা হবে। আপনি সরাসরি নিজের একটি active email address দিয়ে দিন।
স্টেপ: ৪.
ইমেইল আইডি দিয়ে দেওয়ার পর, এবার আপনার এপ্লিকেশনটি Garena-র টীম এর কাছে পাঠিয়ে দেওয়া হবে।
এবার, যদি আপনার এপ্লিকেশনটি এপ্রুভ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে আপনার Free Fire Advance Server activation code-টি পাঠিয়ে দেওয়া হবে।
অনেক সময় পেজটি কিছুক্ষন রিফ্রেশ করতে থাকলে, সাথে সাথেই activation code-টি দেখিয়ে দেওয়া হয়।
কারা কারা অ্যাডভান্স সার্ভার এর জন্যে এপ্লাই করতে পারবেন?
অ্যাডভান্স সার্ভার এর জন্য এপ্লাই করার আগে আপনাকে এদের কিছু official requirements গুলির বিষয়ে অবশই জেনে রাখা দরকার।
তাই, সার্ভার রেজিস্ট্রেশন এর জন্য এপ্লাই করার আগে নিচে বলে দেওয়া এই প্রয়োজনীয়তা গুলির বিষয়ে ভালো করে জেনে নিন।
- যাদের বয়স ১৮ বা তার থেকে বেশি, শুধুমাত্র তারাই কিন্তু Free Fire Advance Server-এর জন্যে এপ্লাই করতে পারবেন।
- গেমটি কোনো ঝামেলা এবং ল্যাগ ছাড়া চলার জন্যে আপনার ডিভাইস এর মধ্যে যথেষ্ট RAM থাকা দরকার। এক্ষেত্রে, কমেও 2GB RAM থাকা দরকার।
- আপনার game region/server-টি Free Fire দ্বারা অ্যাডভান্স সার্ভার এর জন্য support করতে হবে।
- অ্যাডভান্স সার্ভার এর জন্য রেজিস্টার অবশই করতে হবে।
- আপনার Garena Free Fire account-টি কমেও ৯ মাস পুরোনো হতে হবে।
ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার এর জন্য রেজিস্টার করার পর কি করবেন?
যদি আপনাকে Free Fire Advance Server-এর জন্য সিলেক্ট করা হয়, সেক্ষেত্রে Garena Free Fire দ্বারা আপনাকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
এক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আপনাকে একটি activation code দিয়ে দেওয়া হয়।
কোথায় ব্যবহার করবেন এই এক্টিভেশন কোড? এটাই ভাবছেন তো?
এক্টিভেশন কোডটি ব্যবহার করে অ্যাডভান্স সার্ভার ব্যবহার করার জন্য আপনাকে advance server-এর APK ফাইলটি ডাউনলোড করে ওপেন করতে হবে।
Advance Server APK ডাউনলোড করার জন্য আপনাকে এর official website-এর মধ্যে গিয়ে Download APK button-এর মধ্যে click করতে হবে।
এবার সরাসরি application-টি ওপেন করুন এবং guest হিসেবে সাইন ইন করে নিন। এবার আপনাকে, “Enter activation code” এর একটি বাক্স দেখানো হবে।
এখানে আপনাকে, Garena-র তরফ থেকে দিয়ে দেওয়া আপনার Free Fire Activation Code-টি সরাসরি দিয়ে দিতে হয়।
যদি আপনার দিয়ে দেওয়া activation code-টি Garena-র দ্বারা গ্রহণ করা হয়, এবার আপনি Free Fire-এর আপকামিং নতুন ফীচার গুলি টেস্ট করতে পারবেন।
আজকে আমরা কি জানলাম?
অ্যাডভান্স সার্ভার এর মধ্যে গেম খেলে নতুন নতুন ফীচার গুলি টেস্ট করার সময় যদি কোনো ধরণের bugs বা glitches গুলিকে খুঁজে রিপোর্ট করে থাকেন, সেক্ষেত্রে Garena-র তরফ থেকে free diamonds দেওয়ার কথাও বলা হয়েছে।
তাহলে আশা করছি, free fire এর অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, বিষয়টা অনেক ভালো ভাবেই বুঝতে পেরেছেন।
আমাদের আজকের আর্টিকেলটা যদি ভালো লেগে থাকে, তাহলে সোশ্যাল মিডিয়াতে অবশই শেয়ার করবেন। এছাড়া, আর্টিকেলের সাথে রিলেটেড কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।
অবশই পড়ুন: