সেরা ৯ ফ্রিল্যান্সিং সাইট যেখানে অনলাইন কাজ পাওয়া যাবে

Last updated on December 28th, 2023 at 02:43 pm

ফ্রিল্যান্সিং কি ? এবং কিভেব শুরু করবেন ফ্রিল্যান্সিং এবিষয়ে আমি আগেই আপনাদের বলেছি।

এটা হলো এমন এক profession বা career, যেখানে আপনি স্বাধীন ভাবে কাজ করতে পারেন।

মানে, নিজের সুবিধা হিসেবে ঘরে বসে বা অন্য যেকোনো জায়গার থেকে কাজ করতে পারবেন।

তাছাড়া, কখন কাজ করবেন ? দিনে না রাতের ভাগে নাকি দিন রাত বলে কোনো fixed time নেই ?

তবে, এটাই হলো freelancing এর মজা। এখানে আপনি নিজের জন্য নিজের হিসেবে কাজ করতে পারবেন।

Freelancing এর কাজে অনেক টাকা এবং অনেকেই এই কাজ ঘর থেকেই করে full-time job থেকেও অধিক ইনকাম করে নিচ্ছেন।

কিন্তু, একজন freelancer হিসেবে কাজ করতে থাকার জন্য, আপনার খুঁজতে হবে কাজ বা projects.

তবে, আপনার interest, skills এবং knowledge হিসেবে অনলাইনে কাজ খুজার জন্য রয়েছে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট গুলো।

এই, সাইট গুলোতে গিয়ে নিজের একাউন্ট তৈরি করে আপনারা বিভিন্ন বিষয়ে projects বা work পেয়ে যেতে পারবেন।

তাহলে চলুন, নিচে আমরা সেরা ফ্রিল্যান্সিং সাইট গুলোর বিষয়ে নিচে জেনেনেই।

সেরা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলোর তালিকা – (২০২১)

সেরা ফ্রিল্যান্সিং সাইট
New freelancing websites list.

যদি আপনি চাকরির সাথে সাথে পার্ট-টাইম ইনকাম করার কথা ভাবছেন, বা ফ্রিল্যান্সিং করে ফুল-টাইম ইনকাম করার কথা ভাবছেন,

তাহলে অবশই, নিচে দেওয়া এই ওয়েবসাইট গুলোতে গিয়ে আপনার লাভ হবে।

নিচে দেওয়া সাইট গুলো বর্তমান সময়ে সেরা ফ্রিল্যান্সিং সাইট হিসেবে প্রমাণিত হয়েছে।

এবং, হাজার হাজার ফ্রিল্যান্সার রা এই online platform গুলোর মাধ্যমে যেকোনো ধরণের কাজ পেয়ে যাচ্ছেন।

কিভাবে কাজ করে এই ফ্রিল্যান্সিং সাইট গুলো ?

নিচে আমি যেগুলো সাইট এর কথা বলবো সেগুলো বিস্বাসী ফ্রিল্যান্সিং ওয়েবসাইট।

তবে ওয়েবসাইট গুলোর বিষয়ে জেনে নেওয়ার আগে, চলুন জেনেনেই “কিভাবে কাজ করে এই ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়া সাইট গুলো”.

দেখুন, যখন আপনারা এই সাইট গুলোতে গিয়ে signup করবেন, তখন ওয়েবসাইটে আপনারা বিভিন্ন আলাদা আলাদা categories এর সাথে জড়িত আলাদা আলাদা কাজ দেখতে পাবেন।

যেমন, video editing, content writing, coding, development, marketing ইত্যাদি বিভিন্ন বিষয়ে লোকেরা projects গুলো post করে থাকেন।

আপনি আপনার skills এবং knowledge হিসেবে কাজ গুলোকে select করে সেই কাজ করার জন্য অনুরোধ করতে পারবেন।

যে সেই কাজটি পোস্ট করেছে সে যদি কাজটি করার জন্য আপনাকে বেঁচে নেয়, তাহলে আপনি সেই কাজ করতে পারবেন।

তাছাড়া, আপনি চাইলে নিজের skills গুলোর বিষয়ে লিখে tasks পোস্ট করতে পারবেন।

এতে লোকেরা আপনার বিষয়ে জানবেন এবং কাজ পাওয়ার সুযোগ বেড়ে যাবে।

নিয়ে নেওয়া কাজ গুলো সঠিক ভাবে করার বিপরীতে আপনাকে সেই কাজের জন্য আগের থেকে নির্ধারিত টাকার পরিমান দিয়ে দেওয়া হয়।

এই ধরণের ওয়েবসাইট গুলো কি বিস্বাসী ?

হে, এই ওয়েবসাইট গুলো ১০০% বিস্বাসী এবং লক্ষ লক্ষ লোকেরা এই ওয়েবসাইট গুলোর থেকে বিভিন্ন ছোট বড় কাজ (projects) পায়ে যাচ্ছেন।

তবে, সমস্যা তখন হতে পারে যদি আপনি নিয়ে নেওয়া কাজটি সঠিক ভাবে বা সঠিক সময়ের মধ্যে করে দিতে পারছেননা।

তাই, যেই কাজটি নিয়েছেন সেটা কিভাবে করবেন এই বিষয়ে সম্পূর্ণটা আগেই ভালো করে জেনে নিবেন।

সব কিছু ভালো করে করতে পারলে, কোনো ধরণের সমস্যা হবেনা।

এবং, আপনার কাজের বিপরীতে পাওনা টাকা দিয়ে দেওয়া হবে।

Best freelancing websites list – (2021)

চলুন, এখন আমরা প্রত্যেকটি সেরা এবং বিস্বাসী সাইট গুলোর বিষয়ে জেনেনেই যেগুলোর মাধ্যমে ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়া যাবে।

  • Upwork
  • Guru
  • Freelancer
  • Truelancer
  • Fiverr
  • DesignHill
  • Toptal
  • Dribbble
  • 99designs

চলুন, ওয়েবসাইট গুলোর বিষয়ে সংক্ষেপে জেনে নেওয়া যাক।

1. Upwork

এই ওয়েবসাইট টি যেকোনো ধরণের freelancing এর কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক জনপ্রিয়।

এখানে আপনারা যেকোনো ধরণের projects পেয়ে যাবেন।

Web development, app development, graphic designing, writing & editing, digital marketing, sales, customer service ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরির কাজ এখানে থাকছে।

এমনিতে Upwork ওয়েবসাইট এর মধ্যে যেকোনো freelancer এর জন্য কিছু না কিছু কাজ অবশই থাকছে।

এখানে, ঘন্টা হিসেবেও আপনারা কাজ খুঁজতে পারবেন।

আপনি যদি একেবারে নতুন ফ্রীল্যান্সার, তাহলেও কোনো সমস্যা নেই।

প্রত্যেকের জন্য এখানে কাজ রয়েছে।

>> Visit Upwork site

2. Guru

এটাও অনেক জনপ্রিয় এবং বিখ্যাত একটি freelancing website যেটার মাধ্যমে এখন পর্যন্ত $250 Million টাকা freelancer দের payment করা হয়েছে।

সম্পূর্ণ বিশ্বের থেকে 800,000 Employers রয়েছে যারা নিয়মিত tasks এবং projects publish করেন।

Programing, development, writing, designing, business & finance, sales & marketing ইত্যাদি এই ধরণের বিষয় গুলোতে অনেক কাজ পোস্ট করা হয়।

Guru একটি অনেক বিস্বাসী সাইট যেটাতে অনেক বড় সংখ্যায় ফ্রীল্যান্সাররা কাজ করছেন।

আগের থেকে করা নিজের কিছু projects গুলোকে show case করতে পারবেন। এতে, নতুন কাজ পেতে আপনার সুবিধে হবে।

>> Visit Guru

3. Freelancer

Freelancer অনেক জনপ্রিয় এবং অনেক পুরোনো একটি ওয়েবসাইট যেখানে ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়া যাবে।

Freelancer.com সাইট এর ওপরে লোকেদের বিশ্বাস অনেক বেশি। কেননা, পুরোনো হওয়ার জন্য এর একটি ভালো reputation অবশই তৈরি হয়েছে।

এখানে পার্ট-টাইম এবং ফুল-টাইম যেকোনো ধরণের কাজ আপনারা পাবেন।

এখানে প্রত্যেক কাজের জন্য bid করা হয়।

মানে, যেকোনো কাজ কোন freelancer কত টাকাতে করবে সেটার ওপরে কাজ গুলো দেওয়া বা করানো হয়।

এখানে প্রচুর কাজ পাওয়ার সম্ভাবনা অবশই রয়েছে, তবে bid system এর জন্য freelancers দের মধ্যে প্রচুর competition এর সৃষ্টি হয়ে থাকে।

>> Visit freelancer.com

4. Truelancer

ভারতের সেরা ফ্রিল্যান্সিং সাইট হিসেবে Truelancer কে বলা হয়।

ওয়েবসাইটে ভিসিট করার সাথে সাথেই আপনারা বিভিন্ন projects বা tasks গুলো দেখতে পারবেন।

ওয়েবসাইটে একাউন্ট তৈরি করার পর আপনারা সেই কাজ গুলো করার জন্য অনুরোধ জানাতে পারবেন।

IT & programming, graphic design & multimedia, content writing, data entry, accounting, app development, social media ইত্যাদি এই বিষয় গুলোতে অধিক কাজ পাবেন।

>> Visit truelancer site

5. Fiverr

Fiverr কিন্তু freelancing এর জগতে একটি অনেক জনপ্রিয় ওয়েবসাইট।

এই ওয়েবসাইট অনেক বিস্বাসী এবং প্রায় সম্পূর্ণ বিশ্বের থেকে ফ্রীল্যান্সার রা এখানে কাজ খুঁজতে আসেন।

অন্যান্য ওয়েবসাইট গুলোর তুলনায় fiverr এর মধ্যে কাজ পাওয়ার প্রক্রিয়া কিছু আলাদা।

এখানে, আপনি কোন কাজটি করতে পারবেন এবং সেই কাজের জন্য কত টাকা নিবেন সেবিষয়ে লিখে পোস্ট করতে হয়।

এবং তারপর, আপনার পোস্ট দেখে clients রা আপনাকে কাজ দিয়ে থাকে।

>> Visit fiverr site

6. DesignHill

এটাও একটি অনেক জনপ্রিয় ও বিখ্যাত freelancing website. তবে, এখানে আপনারা কেবল designing এর সাথে জড়িত কাজ গুলো পাবেন।

তাই, যদি আপনি একজন professional graphic designer, তাহলে এই platform আপনার জন্য সেরা।

Logo design, business cards, letterhead design, poster, catalog, leaflet, menu design, blog design, mobile app design, web designing ইত্যাদি এই ধরণের designing এর সাথে জড়িত কাজ গুলো আপনারা এখানে পাবেন।

>> Visit site

7. Toptal

যদি আপনি একজন designer বা developer, তাহলে এই ওয়েবসাইটে আপনারা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত কাজ গুলো খুঁজতে পারবেন।

তবে মনে রাখবেন, এখানে কিন্তু কেবল সেরা freelancers রা কাজ করেন।

তবে অন্যান্য ওয়েবসাইট গুলোর তুলনায় এই ওয়েবসাইট আপনার জন্য অধিক লাভজনক প্রমাণিত হতে পারে।

কারন, এখানে আপনার কম টাকায় কাজ করতে হয়না এবং আপনার কাজের উচিত দাম আপনাকে দেওয়া হয়।

>> Visit website

8. Dribbble

এটা কিছু আলাদা রকমের একটি প্লাটফর্ম যেখানে আপনাদের নিজের কাজ গুলোকে শেয়ার করতে হবে।

যখন আপনি একজন designer হিসেবে নিজের কাজ গুলোকে এই প্লাটফর্মে শেয়ার করবেন,

তখন বিভিন্ন clients রা আপনার কাজ ও পোর্টফোলিও গুলো দেখতে পাবেন এবং কাজ ভালো লাগলে আপনাকে নতুন কাজ অবশই দিবেন।

>> Visit site

9. 99designs

এটাও এমন একটি platform যেখানে designing এর সাথে জড়িত কাজ গুলো পাবেন।

যেমন, poster, social media page, logo design, app design, WordPress theme design, graphics design ইত্যাদি।

তাই, যদি আপনি designing এর কাজের সাথে জড়িত একজন freelancer, তাহলে এই platform আপনার জন্য সেরা।

>> Visit site

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম freelancing এর কাজ পাওয়ার ক্ষেত্রে কোন কোন ওয়েবসাইট গুলো সেরা।

এমনিতে, প্রত্যেক ওয়েবসাইট গুলোর কাজ করার প্রক্রিয়া প্রায় একি।

তবে, কিছু দিন ব্যবহার করার পর বিশেষ কোনো অসুবিধা আপনাদের হবেনা।

তাই, আমাদের আজকের এই আর্টিকেল “best freelancing websites list” যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আর্টিকেলটি share অবশই করবেন।

তাছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

6 thoughts on “সেরা ৯ ফ্রিল্যান্সিং সাইট যেখানে অনলাইন কাজ পাওয়া যাবে”

  1. Avatar
    আর্নিং

    আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ন পোষ্ট শেয়ার করেছেন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top