আপনি যদি Google Play Store এর মধ্যে গিয়ে রিংটোন বানানোর সফটওয়্যার লিখে সার্চ দেন, তাহলে দেখবেন প্রচুর ringtone maker apps গুলি আপনাকে দেখিয়ে দেওয়া হবে। তবে এদের মধ্যে প্রত্যেকটি রিংটোন মেকার সফটওয়্যার যে ভালো করে কাজ করবে, সেটাও কিন্তু বলা যাবেনা।
গান, সংগীত, বা যেকোনো ধরণের মিউজিক আমরা প্রত্যেকেই অবশই ভালো পাই। পছন্দের গান শোনার মাধ্যমে অনেকেই নিজের পুরনো স্মৃতি গুলিকে চোখের সামনে নিয়ে আসেন, আবার সঙ্গীত আমাদের দ্রুত শিথিল করতে সাহায্য করতে পারে। তাই প্রতিদিন আমরা নানান ধরণের নানান গান গুলি শুনে থাকি।
এবার, কিছু কিছু গান আমাদের এতটাই পছন্দ হয়ে থাকে যে সেই গান গুলিকে মোবাইলের রিংটোন হিসেবে সেট করতে মন করে।
তবে, সম্পূর্ণ গানটি তো আর রিংটোন হিসেবে সেট করা যায়না। আবার সেট করতে পারলেও, গানের যেই অংশটি আপনার সবচেয়ে বেশি পছন্দ, সেই অংশটিকে কিভাবে রিংটোন হিসেবে সেট করবেন?
চিন্তা করতে হবেনা, যদি আপনি একটি android smartphone ব্যবহার করছেন, তাহলে যেকোনো গান থেকে নিজের পছন্দের অংশটিকে কেটে ringtone file তৈরি করে নিতে পারবেন।
অবশই পড়ুন:
- মোবাইল থেকে ভিডিও কল করার ৭ টি ফ্রি এপস
- মোবাইলের সেরা ৯টি অডিও প্লেয়ার সফটওয়্যার
- দুই ছবি একসাথে জোড়া লাগানোর সফটওয়্যার
তাহলে চলুন, বেশি দেরি না করে সরাসরি জেনেনেই, নিজের মোবাইলে কিভাবে রিংটোন বানাবো? এবং রিংটোন বানানোর সেরা এন্ড্রয়েড সফটওয়্যার অ্যাপস গুলি কি কি।
সূচিপত্র:
নিজের এন্ড্রয়েড মোবাইলে কিভাবে রিংটোন বানাবো?
দেখুন, মিউজিক রিংটোন হলো মূলত একটি গান বা যেকোনো ধরণের মিউজিক এর একটি শর্ট ভার্সন বা অংশ। মিউজিক এর এই শর্ট অংশটিতে সম্পূর্ণ গানের কেবল কিছুটা অংশ থেকে থাকে যেটিকে যেকোনো মোবাইলে রিংটোন বা অ্যালার্ম টোন হিসেবে সেট করা যেতে পারে।
এবার, আপনি যদি নিজেই রিংটোন বানানোর প্রক্রিয়াটি শিখে নিতে পারেন, তাহলে নিজের পছন্দের যেকোনো গান বা মিউজিক থেকে একটি রিংটোন তৈরি করে নিতে পারবেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, রিংটোন কিভাবে বানাবো?
দেখুন, রিংটোন বানাতে আপনাকে ব্যবহার করতে হবে একটি “MP3 cutter app” এর। এই ধরণের মিউজিক কাটার অ্যাপস আপনারা mobile এবং computer উভয় ডিভাইস এর জন্যেই পেয়ে যাবেন।
তবে, যদি আপনি একটি android smartphone ব্যবহার করছেন, তাহলে Google Play Store থেকে ফ্রীতে MP3 cutter app download করে ব্যবহার করতে পারবেন।
এই ধরণের MP3 cutter app-এর দ্বারা আপনি যেকোনো গানের যেকোনো অংশ কেটে ছোট ছোট ringtone file বানিয়ে নিতে পারবেন।
অ্যান্ড্রয়েডের সেরা রিংটোন বানানোর সফটওয়্যারের তালিকা: ৫টি অ্যাপ
যদি আপনি নিজের মোবাইল দিয়ে যেকোনো গানের রিংটোন তৈরি করতে চাইছেন, তাহলে এক্ষেত্রে নিচে দিয়ে দেওয়া এই অ্যাপস গুলি ব্যবহার করতে পারবেন।
১. Big Bang Inc – Ringtone Maker
এই Free Ringtone Maker App ব্যবহার করে আপনারা অনেক সহজেই যেকোনো MP3, FLAC, OGG, WAV, AAC(M4A)/MP4, 3GPP/AMR, MIDI ফাইল থেকে ringtones, alarms, এবং notification tone গুলি তৈরি করে নিতে পারবেন। আপনার পছন্দের অডিও গানের সেরা অংশটি কেটে রিংটোন বা অ্যালার্ম টোন হিসেবে সেট করা যাবে।
কি কি সুবিধা রয়েছে:
- Copy, cut and paste-এর সুবিধা। খুব সহজেই বিভিন্ন মিউজিক ফাইল একত্রিত করা যাবে।
- Fade in/out এর অপসন দেওয়া হয়েছে।
- Start এবং End প্রেস করে গানের যেকোনো অংশ কেটে নিতে পারবেন।
- App-টিকে একটি music editor হিসেবে ব্যবহার করা যাবে।
২. Atomic Infoapps – MP3 Cutter
প্লে স্টোরে ১০০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড এবং ৪.২ রেটিং সহ এই রিংটোন মেকার সফটওয়্যারটি প্রচুর জনপ্রিয়তা লাভ করছে। আপনি সরাসরি নিজের ফোনের ফাইল ম্যানেজার থেকে audio file সিলেক্ট করে নিয়ে সেটিকে পছন্দমতো কেটে রিংটোন বানাতে পারবেন।
আবার, চাইলে Record a Sound অপসন সিলেক্ট করে সরাসরি অডিও রেকর্ড করে সেটিকে রিংটোন হিসেবে সেভ করতে পারবেন। তৈরি করা টোন গুলিকে ringtone, music, alarm, notification, ইত্যাদি হিসেবে সেভ করা যাবে।
কি কি সুবিধা রয়েছে:
- অডিও ফাইল এর যেকোনো অংশ ক্রপ করা যাবে।
- Start এবং end অপশনের মাধ্যমে সহজে টোনের অংশ সিলেক্ট করা যায়।
- তৈরি করা ringtone-টি সরাসরি default ringtone হিসেবে সেট করা যাবে।
- MP3, WAV, AAC, AMR, ইত্যাদি file গুলি সাপোর্ট করে।
- App-টি সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করা যাবে।
৩. Dairy App & Notes & Audio Editor
এটাও একটি সেরা এবং ফ্রি Ringtone Maker এবং Music Cutter App, যেটিকে গুগল প্লে স্টোর থেকে প্রায় ১০ মিলিয়ন থেকেও অধিক download করা হয়েছে। এখানে অডিও ট্রিম করা, কাটা, অডিও মিক্স এবং আলাদা আলাদা অডিও গুলিকে মিক্স করার মতো ফীচার গুলি পাবেন। এখানে যেকোনো গান সহজেই ট্রিম বা কাট করে ঝটপট রিংটোন বানানো সম্ভব।
কি কি সুবিধা রয়েছে:
- এটা একটি professional audio editor এবং music editor app।
- আলাদা আলাদা কন্টাক্ট এর জন্য আলাদা রিংটোন তৈরি ও সেট করা যায়।
- আলাদা আলাদা অডিও ফাইল গুলিকে একত্রিত করা সম্ভব।
- Song Mixer এবং Audio Mixer-এর অপসন আছে।
- Volume adjust করার জন্য অপসন দেওয়া হয়েছে।
৪. InShot Inc – Ringtone Maker
InShot Inc-এর তরফ থেকে থাকা এই MP3 Cutter এবং Ringtone Maker App-টি পে স্টোর থেকে প্রায় ৫০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড করা হয়েছে। যেকোনো গান কেটে রিংটোন বানানো এখানে অনেকটাই সোজা। এই Audio cutter app-এর মধ্যে আপনারা mp3, wav, ogg, m4a, acc, flac ইত্যাদি ফরম্যাট সহ ফাইল গুলিকে সিলেক্ট করে cut এবং edit করতে পারবেন।
কি কি সুবিধা রয়েছে:
- Audio merger এবং audio joiner-এর অপসন আছে।
- Audio Mixer-এর ফীচার আছে।
- হাই কোয়ালিটি অডিও এর জন্যে bitrate এডজাস্ট করা যাবে।
- আলাদা আলাদা কন্টাক্ট এর জন্য কাস্টম রিংটোন সেট করুন।
- অডিও গুলিকে Ringtone/Alarm/Notification হিসেবে সেভ করা যাবে।
৫. Mobile_V5 – Ringtone Maker App
Google Play Store থেকে ১০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড হওয়া এবং প্রায় ৪.২ রেটিং সহ এই রিংটোন বানানোর অ্যাপটি ব্যবহার করেও অনেক সহজে ও সুবিধাজনক ভাবে রিং ও নোটিফিকেশন টোন গুলি বানিয়ে নিতে পারবেন। MP3 cutter, Audio merger, Audio mixer, Record ইত্যাদির মতো নানান features/options গুলি পাবেন।
কি কি সুবিধা পাবেন:
- গান কেটে সহজে রিংটোন বা নোটিফিকেশন টোন বানানো যায়।
- MP3, WAV, AAC, AMR, ইত্যাদি মিউজিক ফরম্যাট সাপোর্ট করে।
- সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করা যাবে এই অ্যাপ।
গান কেটে রিংটোন বানানোর অন্যান্য অ্যাপ: Audio Editor/Cutter
নিচে আমি যেই apps গুলির বিষয়ে বলে দিচ্ছি এগুলিও আপনারা Google Play Store থেকে সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে পছন্দের গান কেটে রিংটোন বানাতে পারবেন।
- Digitalchemy – Audio Editor & Ringtone
- Music Audio Editor
- Video to MP3 Converter – accountlab
- Video To Audio & Mp3 Cutter
কিভাবে গান কেটে রিংটোন বানাতে হয়?
১. সবচে আগে, ওপরে বলে দেওয়া অডিও কাটার অ্যাপস গুলির মধ্যে থেকে যেকোনো একটি ডাউনলোড করুন।
২. অ্যাপ ওপেন করার পর সেখানে mp3/music সিলেক্ট করার অপসন পাবেন।
৩. সিলেক্ট করা গানের যেই অংশ ক্রপ করে কেটে নিতে চান সেই অংশ সিলেক্ট করুন।
৪. শেষে, গানের কেটে নেওয়া অংশটি Ringtone/Music/Alarm/Notification হিসেবে সেভ করুন।
এভাবেই, একটি audio cutter app ব্যবহার করার মাধ্যমে পছন্দের যেকোনো গান বা অডিও ফাইল থেকে কিছু কিছু অংশ কেটে নিয়ে রিংটোন বা নোটিফিকেশন টোন বানিয়ে নিতে পারবেন।
অবশই পড়ুন: