মোবাইল ফোনে গেম খেলা আজ প্রায়টাকেই পছন্দ করে থাকেন। কারণ, আজকাল যেকোনো ধরণের এন্ড্রয়েড মোবাইলেই আমরা সবরকমের গেম গুলি খেলেনিতে পারি। তা, হাই গ্রাফিক HD গেম হউক বা অনলাইন মাল্টিপ্লেয়া গেম, সবটাই আজ মোবাইলে খেলা সম্ভব।
কিন্তু কথাটা হলো, নতুন নতুন এন্ড্রয়েড মোবাইল গেম বা জাভা গেম আমরা ডাউনলোড কিভাবে করবো?
চিন্তা করবেননা, এই আর্টিকেলে আমি আপনাদের এমন ৫ টি সেরা ওয়েবসাইটের বিষয়ে বলবো যেগুলির থেকে আপনারা সম্পূর্ণ ফ্রীতে এন্ড্রয়েড মোবাইলের সেরা গেম গুলি ডাউনলোড করেনিতে পারবেন।
অবশই, দিয়ে দেওয়া এই সাইট গুলির মধ্যে এমন নানান ওয়েবসাইট গুলিও আছে যেগুলিতে আপনারা মোবাইলে ফ্রী জাভা গেম ডাউনলোড করার সুবিধা পাবেন।
সূচিপত্র:
এন্ড্রয়েড মোবাইলের গেম ডাউনলোড করার ৭টি ওয়েবসাইট:
আমি নিচে যেগুলি সাইটের কথা বলবো সেগুলি নিসন্দেহে অনেক ভালো মোবাইল গেম ডাউনলোডিং সাইট।
এই সাইট গুলিতে আপনারা নিজের এন্ড্রয়েড মোবাইল বা জাভা মোবাইল থেকে ভিজিট করলেই সাইট গুলি আপনাকে আপনার মোবাইলের মডেল এবং OS এর হিসাবে গেম বা ফাইল দেখাবে।
বাস, আপনার যেই গেম পছন্দ হয় সেটা ফ্রীতে ডাউনলোড করে নিন।
যদি আপনারা মোবাইলের সেরা গেম গুলি ডাউনলোড করে নিয়ে সেগুলি খেলতে চাইছেন, সেক্ষেত্রে নিচে বলে দেওয়া এই ওয়েবসাইট গুলি আপনার অনেক ভালো লাগবে।
Also read –
১. Google play store:
আপনারা হয়তো জানেন, গুগল প্লে স্টোর, একটি এন্ড্রয়েড মোবাইলের জন্য সবথেকে ভালো app store যেখানে ফ্রীতেই আপনাদের গেমস, apps এবং ফাইলস ডাউনলোড করার সুযোগ দেওয়া হয়।
এছাড়া, Android মোবাইল ফোনের যতগুলি ভালো ভালো নতুন গেম আছে, প্রায় সবগুলি আপনারা প্লে স্টোরে পেয়েযাবেন।
আপনার যদি লুডো গেম ভালো লাগে, অনলাইন গেম, RPG, গাড়ি রেসিং গেম, ফুটবল গেম বা আরো যেকোনো রকমের গেমের অনেক ভার্সন এখানে ফ্রীতে পেয়েযাবেন।
এটাই কারণ, যার জন্যে Google Play Store, আমার হিসেবে মোবাইলের সেরা গেম ডাউনলোড করার প্লাটফর্ম গুলির মধ্যে একটি।
হে, গুগল প্লে স্টোরে কিছু apps বা গেমস পেইড বা যেগুলি ডাউনলোড করতে আপনার হয়তো কিছু পয়সা দিতে লাগতে পারে।
তবে এখানে, হাজার হাজার android free games গুলি থাকায়, আলাদাভাবে টাকা দিয়ে পেইড গেমস কেনার এবং সেগুলি খেলার দরকার হবেনা।
মনে রাখবেন, প্লে স্টোরে আপনারা কেবল এন্ড্রয়েড মোবাইল গেমস গুলি ডাউনলোড করতে পারবেন।
এখানে, জাভা, Symbian বা IOS গেমস আপনারা পাবেননা।
২. Mobile9.com:
নিজের এন্ড্রয়েড মোবাইলের জন্য ভালো ভালো গেম ডাউনলোড করবো কিভাবে? যখন এই প্রশ্নটি আমাকে করা হয়, তখন আমি অবশই, আমার সবথেকে প্রিয় সাইট “Mobile9.com” এর কথা সাধারণত বলে থাকি।
কারণ, এই সাইট ব্যবহার করে আমি কেবল এন্ড্রয়েড মোবাইলের জন্যই নয়, তবে Windows এবং JAVA মোবাইল ফোনের জন্য গেমস ডাউনলোড করেনিতে পারি।
এই সাইট টিতে আপনারা অনেক মজার এবং হাজার হাজার গেমস গুলি পেয়ে যাবেন যেগুলি অন্য কোনোখানেই হয়তো পাবেননা।
সবচে আগে, Mobile9 এর ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইলের মডেল বা নাম দিয়ে গেম সার্চ করুন।
তবে সম্ভাবনা এইটাই যে, ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথে আপনাকে আপনার মোবাইলের মডেল হিসেবে গেম দেখানো হবে।
মানে, যদি আপনি নিজের android mobile-টি দিয়ে ওয়েবসাইটে ভিজিট করেন, তাহলে আপনাকে আপনার মোবাইলের মডেল হিসেবে android গেমস গুলি দেখানো হবে।
এবং যদি আপনি জাভা মোবাইল দিয়ে সাইটটিতে ভিজিটর করেন, তাহলে আপনাকে জাভা মোবাইল গেম গুলি দেখানো হবে।
এখানে আপনারা, উইন্ডোস এবং এন্ড্রয়েড মোবাইলের সাথে সাথে নোকিয়া, স্যামসাঙ, মাইক্রোম্যাক্স বা অন্য যেকোনো জাভা মোবাইলের গেম পেয়ে যাবেন।
কেবল গমেই নয়, মোবাইলের জন্য রিংটোন, ওয়ালপেপার, ভিডিও এবং সফটওয়্যার এখানে পেয়েযাবেন।
৩. Getjar.Com:
Getjar একটি অনেক জনপ্রিয় ওয়েবসাইট যেখানে হাজার হাজার জাভা এপ্লিকেশন এবং গেমস গুলি আছে।
জাভার বাইরেও, এখানে এন্ড্রয়েড এবং অন্য নানান প্লাটফর্ম এর জন্য software বা গেমস গুলি আপনারা পাবেন।
এখানে প্রত্যেকটি এপ্লিকেশন বা গেমের নিচে স্ক্রিনশট এবং গেমের বিষয়ে ডিটেলস লিখে দেয়া হয়েছে। এতে, গেমটি খেলতে কিরকম হবে সেটা স্ক্রিনশট দেখে বুঝতে পারবেন।
Mobile9, আমার অনেক প্রিয় ওয়েবসাইট, কারণ এখান থেকে আমি আমার নোকিয়া এবং স্যামসাঙ জাভা মোবাইলের জন্য এবং তার সাথেই আমার android মোবাইলের জন্য গেমস গুলি পেয়ে থাকি।
এখানে আপনারা আলাদা আলাদা অনেক গেমের ক্যাটাগরি পেয়েযাবেন। যেমন, অ্যাকশন, puzzle, online, স্পোর্টস, adventure এবং আরো অনেক।
Getjar ওয়েবসাইটটি ফ্রী মোবাইল গেম ডাউনলোড করার জন্য কয়েকটি দেশে বেশিভাবে ব্যবহার করা হয়। যেমন, India, Indonesia, USA, Bangladesh etc.
গেমের বাইরেও আপনারা এখানে অন্য মোবাইল সফটওয়্যার পেয়েযাবেন।
৪. Zedge.net:
Zedge সাইটে আপনারা, এন্ড্রয়েড এবং জাভা মোবাইলের জন্য সফটওয়্যার, রিংটোন, ওয়ালপেপার, থিম এবং আরো অনেক কিছু পেয়ে যাবেন।
সবচে ভালো জিনিস এই সাইটের এটাই যে আপনারা sign up বা একাউন্ট না বানিয়েই সব ডাউনলোড করতে পারবেন। বিশেষভাবে জাভা গেমের জন্য এই সাইট অনেক বিখ্যাত।
৫. Mobilerated ফ্রি app এবং গেম:
এই সাইট থেকে আপনারা নিজের মোবাইলের জন্য গেমস গুলি সহজে ডাউনলোড করেনিতে পারবেন। তার বাইরেও, আপনারা rating, popularity, review এগুলি দেখে গেম সিলেক্ট করতে পারবেন।
সোজাসোজি ভাবে সাইটে গিয়ে নিজের মোবাইল সেট করুন (জাভা বা এন্ড্রয়েড) এবং এখন নিজের মন মতো গেম বা aap খুজুন এবং ফ্রীতে ডাউনলোড করেনিন।
অনেক রকমের জাভা গেমস এবং এপপ্স এই সাইটকে অনেক মজার বানিয়ে দিয়েছে জাভা মোবাইল ইউসার দেড় জন্য।
> >Mobilerated ডাউনলোডিং সাইটে যান
৬. softonic.com: নতুন গেম ডাউনলোড
Softonic, একটি অনেক জনপ্রিয় ওয়েবসাইট যেটা মূলত PC softwares-এর জন্য বিখ্যাত। তবে, প্রায় কিছু বছর ধরেই এখানে mobile apps এবং mobile games-এর ক্যাটাগরিও যুক্ত রাখা হয়েছে।
আর তাই, যদি আপনি নিজের android mobile-এর জন্য free games download করতে চাইছেন, তাহলে softonic-এর সাইটটি অবশই ব্যবহার করতে পারেন।
মোবাইলের জিটিএ (GTA), Fortnite mobile, PUBG mobile, Call Of Duty Mobile, ইত্যাদি সব ধরণের সেরা নতুন মোবাইল গেম এখানে পেয়ে যাবেন।
৭. Uptodown.com
Uptodown, আমার হিসেবে মোবাইল গেম ডাউনলোড করার ওয়েবসাইট গুলির মধ্যে আরেকটি সেরা এবং দারুন সাইট।
এখানে আপনারা, best strategy games, arcade games, puzzle games, ইত্যাদি সহ নানান apk gaming directory গুলি পেয়ে যাবেন।
EA Sports FC Mobile 24, Apex Legends Mobile, EA SPORTS™ FC 24 Companion, Rally Horizon, ইত্যাদি যেকোনো ধরণের mobile games গুলি এখানে পেয়ে যাবেন।
যদি আপনি গাড়ি রেস গেম গুলি খেলতে অধিক পছন্দ করে থাকেন, সেক্ষেত্রে এখানে মোবাইল গাড়ি রেসিং গেম গুলির দারুন কালেকশন পেয়ে যাবেন।
FAQ:
ইন্টারনেটে, মোবাইল গেম ডাউনলোড করার নানান ওয়েবসাইট গুলি আপনারা পেয়ে যাবেন। এই ওয়েবসাইট গুলিতে গিয়ে আপনারা পছন্দমতো নিজের মোবাইলের জন্য গেম গুলি ডাউনলোড করে নিতে পারেন। আর বেশিরভাগ ওয়েবসাইট গুলিতেই কিন্তু সম্পূর্ণ ফ্রীতে গেম গুলি ডাউনলোড করা যায়।
নিজের এন্ড্রয়েড মোবাইলের জন্য গেম ডাউনলোড করার ওয়েবসাইট এমনিতে প্রচুর রয়েছে। তবে এদের মধ্যে কিছু সেরা ওয়েবসাইট গুলি হলো, Apkwhale, 9Apps, Google Play, Uptodown, Softonic, এবং আরো আছে।
উপরে বলে দেওয়া ওয়েবসাইট গুলির থেকে গেম ডাউনলোড করলে, আপনারা সম্পূর্ণ ফ্রীতে কোনো টাকা না দিয়ে গেম গুলি খেলতে পারবেন।
আমাদের শেষ কথা,
তবে বনধুরা, ওপরে আমি আপনাদের এমন কয়টি সেরা সাইটের বেপারে বললাম জেগুতে গিয়ে আপনারা নিজের android, উইন্ডোস এবং জাভা মোবাইলের ভালো ভালো এবং নতুন গেমস ডাউনলোড করতে পারবেন।
হে, তাছাড়া এই সাইট গুলি থেকে আপনারা জাভা বা এন্ড্রয়েড মোবাইলের সফটওয়্যার, apps, রিংটোন বা ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।
Ami amar jio phona online game download korta chai
Jio phone গুলিতে সব রকমের গেম চলেনা।