বর্তমান সময়ে, মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করাই হোক বা আপনার কাছে থাকা একাধিক ছবি গুলোকে একসাথে জোড়া লাগিয়ে সেগুলোকে একটি স্লাইডশো ভিডিওতে পরিণত করা, প্রত্যেক ক্ষেত্রেই Google Play Store – এর মধ্যে আপনি পেয়েযাবেন একাধিক ভালো ভালো অ্যাপস/সফটওয়্যার গুলো।
আসলে আমরা যেখানেই যাই সেখানেই নিজের মোবাইল বা DSLR দিয়ে নানান ছবি গুলোকে তুলে থাকি। এখন, আনি যদি এই ছবি গুলোকে জোড়া লাগিয়ে একটি ভিডিও বানিয়ে ভিডিওটি নানান সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বা নিজের প্রিয়জনদের পাঠাতে চান, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে একটি Photo Video Maker App।
চিন্তা করতে হবেনা, এই ধরণের অ্যাপস গুলো গুগল প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রীতেই উপলব্ধ রয়েছে। আর আজকের এই আর্টিকেলের মধ্যে, এই ধরণের ছবি দিয়ে ভিডিও তৈরি করার সেরা সফটওয়্যার গুলোর বিষয়েই আমি আপনাদের বলে দিয়েছি।
সূচিপত্র:
- ছবি দিয়ে ভিডিও তৈরি করার সেরা সফটওয়্যার/অ্যাপস: সম্পূর্ণ ফ্রীতে
- ১. Slideshow Maker
- ২. FotoPlay – Video Maker & Photo Slideshow
- ৩. VivaVideo
- ৪. VideoShow
- ৫. Video.Guru
- 6. Google Photos: Image storage / editor
- ৭. Magisto – Video Editor & Music
- ৮. Photo video maker – (App Holdings)
- ৯. Photo Slideshow – by, Cybertech Infosoft
- ১০. MoShow – Slideshow Maker
- ১১. RealTimes Video Maker
- FAQ: Android Apps To Create Fun Videos From Your Pictures
ছবি দিয়ে ভিডিও তৈরি করার সেরা সফটওয়্যার/অ্যাপস: সম্পূর্ণ ফ্রীতে
এই আর্টিকেলের মধ্যে বলে দেওয়া প্রত্যেকটি ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার গুলো আপনারা সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এছাড়া, সফটওয়্যার গুলো ব্যবহার করে ভিডিও তৈরি করার প্রক্রিয়াটিও অনেকটাই সোজা।
অ্যাপস গুলো ব্যবহার করে ছবি দিয়ে ভিডিও তৈরি করতে আপনার কোনো ধরণের অভিজ্ঞতা বা এডিটিং রিলেটেড দক্ষতা থাকতে হবেনা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটাই হলো যে, এখানে আপনারা নানান বেসিক তবে জরুরি ভিডিও এডিটিং টুলস গুলিও পাবেন যেগুলোর সাহায্যে অনেক আরামে নিজের বানানো স্লাইডশো ভিডিও গুলোকে কাস্টমাইজ করতে পারবেন।
ছবি দিয়ে বানানো ভিডিও গুলোতে নানান ইফেক্ট যুক্ত করা, ভিডিওতে ভয়েস বা গান লাগানো, টেক্সট বা স্টিকার লাগানো, ইত্যাদি নানান ধরণের এডিটিং অপসন গুলো এক্ষেত্রে আপনারা পাবেন।
চলুন, আর দেরি না করে সরাসরি ছবি দিয়ে ভিডিও বানানোর অ্যাপস গুলোর বিষয়ে জেনেনেই।
ফটো ভিডিও মেকার অ্যাপস: | প্লে স্টোরে রেটিং: | টোটাল ডাউনলোড: |
১. Photo Slideshow Maker | 3.6 | 10L+ |
২. Video Maker & Photo | 4.9 | 1Cr+ |
৩. VivaVideo | 4.4 | 50Cr+ |
৪. VIDEOSHOW Video Editor | 4.5 | 10Cr+ |
৫. Video.guru | 4.8 | 10Cr+ |
৬. Google Photos | 4.4 | 10B+ |
৭. Magisto – Video Editor | 4.2 | 50M+ |
৮. Photo Video Maker | 3.9 | 1Cr+ |
৯. Photo Slideshow Music | 4.0 | 1M+ |
১০. MoShow Slideshow | 4.1 | 1M+ |
চলুন, এবার নিচে আমরা ছবি এবং গান দিয়ে ভিডিও বানানোর প্রত্যেকটি সফটওয়্যার গুলোর বিষয়ে বিস্তারিত জেনেনেই।
১. Slideshow Maker
ছবি দিয়ে ভিডিও তৈরি করার ক্ষেত্রে Slideshow maker app অনেক দারুন একটি application। এই মোবাইল সফটওয়্যারটি ব্যবহার করে নিজের মোবাইলে থাকা ছবি গুলো ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর slideshow ভিডিও গুলো তৈরি করতে পারবেন।
Add text, Contrast, Paint image, orientation, write text, crop image ইত্যাদির মতো বিভিন্ন tools গুলো রয়েছে ভিডিওগুলিকে অধিক আকর্ষণীয় করার জন্য। এছাড়া, আপলোড করা ছবি গুলোকে নানান sticker, brush, এবং filter সহ এডিট এবং আকর্ষণীয় বানিয়ে নিতে পারবেন।
মিউজিক এবং ফটো দিয়ে ভিডিও বানানোর জন্য এই অ্যাপটিকে সরাসরি নিজের মোবাইলে ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। তারপর, নিজের মোবাইলের গ্যালারি থেকে পছন্দমতো ছবি গুলো সিলেক্ট করুন এবং আপলোড করুন।
শেষে, নিজের ভিডিওতে music যোগ করতে চাইলে সেটাও নিজের মোবাইল থেকেই আপলোড করে যোগ করতে পারবেন। এছাড়া, ছবি দিয়ে বানানো আপনার স্লাইড-শো ভিডিওটিতে নানান অ্যানিমেটেড ইমেজ এফেক্টস গুলোও ব্যবহার করা যাবে। এতে, ভিডিওটি অধিক আকর্ষণীয় দেখাবে।
২. FotoPlay – Video Maker & Photo Slideshow
FotoPlay Slideshow Maker আমার হিসেবে একটি সেরা photo video maker app যেটা নিমিষের মধ্যে ছবি গুলো প্রসেস করে একটি আকর্ষণীয় ভিডিও স্লাইডশো তৈরি করতে সক্ষম। তাছাড়া, ছবি দিয়ে তৈরি করা ভিডিও গুলোতে music যোগ করার সাথে সাথে সেগুলোকে বিভিন্ন রকমে এডিটও করা যেতে পারে।
Video FX, Animated Emoji এবং কোনো ওয়াটারমার্ক ছাড়া ভিডিও গুলোকে এডিট ও ডাউনলোড করতে পারবেন। তৈরি করা slideshow video গুলো সরাসরি Facebook, YouTube বা TikTok ইত্যাদিতে শেয়ার করার অপসন এখানে দেওয়া হয়েছে।
Video FX effects এর ফলে নিজের তৈরি করা ভিডিও গুলোকে একটি সিনেমার মতো প্রফেশনাল লুক দিতে পারবেন। এখানে একটি blur tool রয়েছে, যেটা ব্যবহার করে video বা photo-র background গুলো blur করে নিতে পারবেন।
এছাড়া, আপলোড করা Photo গুলোতে বিভিন্ন ধরণের sticker, emoji এবং effects যোগ করে video slideshow-টি অধিক আকর্ষণীয় বানানো যাবে।
৩. VivaVideo
যেকোনো ধরণের ভিডিও এডিট করার কথা হোক বা ফটো ব্যবহার করে ভিডিও স্লাইডশো তৈরি করা, প্রত্যেক ক্ষেত্রেই VivaVideo আপনাকে প্রচুর পরিমানে সাহায্য করে থাকে। এই এন্ড্রয়েড ভিডিও এডিটিং সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করা যাবে যদিও এর editing quality সম্পূর্ণভাবে একটি premium video editor এর মতো একই।
Cut video, trim video, crop video, merge video, edit video with music, add stickers to video, add text to video ইত্যাদি প্রচুর option এখানে রয়েছে।
Short videos বা lyrics দিয়ে গান এর ভিডিও, সবটাই এখানে বানাতে পারবেন।
নিজের মোবাইল এর গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে নতুন নতুন গানের সাথে ভিডিও স্লাইডশো বানাতে পারবেন এর মাধ্যমে। বিভিন্ন ধরণের transitions এবং effects রয়েছে যার ফলে আপনার তৈরি করা ভিডিও দেখতে সম্পূর্ণ প্রফেশনাল লাগবে।
তৈরি করা ভিডিও গুলোকে 720p, Full HD 1080p এবং 4K তে export করতে পারবেন। এছাড়া নানান font style-এর সাথে text, subtitle, Glitch effect, Transition effects, free featured music, sounds, blur backgrounds ইত্যাদি বিভিন্ন video editing options এখানে থাকছে।
৪. VideoShow
এটাও আমার হিসেবে একটি সেরা এবং অনেক ভালো video editor এবং movie maker app যেখানে পছন্দমতো ছবি এবং মিউজিক বা গান গুলো আপলোড করে একটি স্লাইডশো ভিডিও বানিয়ে নিতে পারবেন।
নানান উন্নত ও আধুনিক ভিডিও এডিটিং tools এবং options গুলো এই অ্যাপ এর মধ্যে আপনারা দেখতে পাবেন। এছাড়া মোবাইল থেকে বিভিন্ন photo, picture, music, sticker এবং sound effect ব্যবহার করে অনেক সহজেই আলাদা আলাদা রকমের video slideshow তৈরি করতে পারবেন।
এছাড়া, ভিডিও তৈরি বা এডিট করার সময় নানান texts, FX, effects, GIFs, trendy filters, transitions ইত্যাদি ব্যবহার করতে পারবেন। ছবি দিয়ে ভিডিও গান বানানোই হোক বা স্টেটাস ভিডিও, সবটাই এই সফটওয়্যার দ্বারা তৈরি করা যায়।
VideoShow ভিডিও মেকার এর ফীচার:
- তৈরি করা ভিডিও গুলোকে HD ফরম্যাটে এক্সপোর্ট করতে পারবেন।
- উন্নত features, options এবং functions এর সাথে এই app ব্যবহার করুন।
- ১০০ থেকেও অধিক free music রয়েছে।
- ছবি গুলোকে সহজে একটি দারুন ভিডিও স্লাইডশো হিসেবে তৈরি করুন।
- AI দিয়ে ভিডিও তৈরি করার অপসন আছে।
- মাল্টি – ট্র্যাক এডিটিং এর সুবিধা আছে।
- নানান FX এফেক্টস গুলো ভিডিওতে লাগানো যায়।
৫. Video.Guru
YouTube, TikTok, Social media, বা যেকোনো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করার ক্ষেত্রে নিজের পছন্দের ছবি গুলো জোড়া লাগিয়ে একটি সেরা ভিডিও তৈরি করতে পারবেন এই app এর মাধ্যমে।
আমার হিসেবে ফটো দিয়ে ভিডিও বানানোর apps গুলোর মধ্যে সব থেকে আধুনিক ও সেরা অ্যাপ হলো এটা। কেননা, এখানে আমরা পেয়ে থাকি বিভিন্ন ধরণের transitions, ৫০+ effects, ১০০+ free music, ৫০+ filters এবং উন্নত এডিটিং টুলস।
Video.Guru-র কিছু ফীচার গুলো:
- ১০০+ ভিডিও এফেক্টস গুলো পাবেন।
- কোনো watermark ছাড়া video গুলোকে export বা download করে নিতে পারবেন।
- Video trimmer এবং video cutter-এর tool থাকছে।
- ভিডিও বা স্লাইডশোর দ্রুততা কমানো বা বাড়ানো যাবে।
- এখানে free music library রয়েছে। এখান থেকেই music নিয়ে ছবি সহ ভিডিও বানানোর যাবে।
- ফটো এবং গান দিয়ে ভিডিও তৈরি করার সেরা এবং সহজ app।
6. Google Photos: Image storage / editor
আমরা প্রত্যেকেই জানি যে, Google Photos App-টি একটি দারুন এবং জনপ্রিয় ফটো ম্যানেজমেন্ট টুল। তবে আপনি কি জানেন যে এই গুগল ফটোস অ্যাপটিকে আপনি একটি ভিডিও এডিটর হিসেবেও ব্যবহার করতে পারবেন?
এমনিতে, যখন আমরা আমাদের গুগল মোবাইল থেকে গুগল ফটোস অ্যাপ এর মধ্যে প্রবেশ করে থাকি, তখন সেখানে আগের থেকে তৈরি নানান ফানি স্লাইড শো ভিডিও ক্লিপ গুলো গুগল দ্বারা তৈরি করে উপলব্ধ করানো হয়। আর এই ভিডিও গুলো আমাদের গুগল ড্রাইভ এর মধ্যে উপলব্ধ ছবি গুলো দিয়েই বানাও হয়।
তবে আপনি চাইছে, সরাসরি নিজের পছন্দমতো ছবি গুলোকে সিলেক্ট করে ম্যানুয়াল ভাবে ছবি দিয়ে ভিডিও গুলো তৈরি করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনি নিজের পছন্দমতো ছবি এবং মিউজিক গুলো সিলেক্ট করা ছাড়াও text এবং transitions এর মতো উপাদান গুলো নিজের ভিডিওতে যুক্ত করতে পারবেন।
৭. Magisto – Video Editor & Music
ছবি দিয়ে নানান ধরণের আকর্ষণীয় ভিডিও গুলো তৈরি করে সেগুলোকে অনলাইনে নানান সোশ্যাল মিডিয়া পেজ গুলোতে শেয়ার করার ক্ষেত্রে আপনারা Magisto App-টি অবশই ব্যবহার করে দেখতে পারেন। ফটো ভিডিও মেকার অ্যাপটি সরাসরি নিজের মোবাইলে ইনস্টল করার পর আপনাকে খুঁজতে হবে Music Slideshow Maker-এর অপশনটি।
Magisto video editor-এর বৈশিষ্ট:
- সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড এবং ব্যবহার করা যায়।
- Birthday Greetings এবং nniversary-এর মতো নানান রেডীমেড ভিডিও টেম্পলেট গুলো পাবেন।
- নিজের ফটো ভিডিওতে পছন্দমতো ছবি যুক্ত করা যাবে।
- নিজের ছবি স্লাইড-শো ভিডিওতে সুন্দর সুন্দর টেক্সট যুক্ত করা যাবে।
৮. Photo video maker – (App Holdings)
ভিডিও স্লাইডশো গুলো তৈরি করার বিষয়টা মাথায় রেখেই এই অ্যাপ বানানো হয়েছে। এখানে আপনারা প্রচুর আধুনিক tools এবং features পাবেন যেগুলো ব্যবহার করে তৈরি করা ভিডিওটি আরো আকর্ষণীয় হয়ে উঠবে।
নিজের মোবাইল থেকে photos এবং music ব্যবহার করে অনেক সহজেই slideshow videos, movies বা stories তৈরি করতে পারবেন। এপ্লিকেশনটি নতুন যদিও এটাকে ব্যবহার করাটা অনেক সহজ ও সোজা।
এখানে থাকা, সুন্দর সুন্দর Theme, frames এবং music গুলো ব্যবহার করে সুন্দর সুন্দর photo slideshow video গুলো তৈরি করতে পারবেন। Facebook, Twitter, Instagram ইত্যাদি social media platform গুলোতে সরাসরি বানানো ভিডিওটি শেয়ার করতে পারবেন।
ভিডিও স্লাইডশো তৈরির সময় বিভিন্ন effects, filters, editing tools এবং frames ব্যবহার করার অপসন অবশই পাবেন।
৯. Photo Slideshow – by, Cybertech Infosoft
Photo এবং music গুলো সোজা নিজের mobile gallery থেকে সিলেক্ট করুন এবং তৈরি করুন সেরা slideshow photo video সম্পূর্ণ ফ্রীতেই। এই এপ্লিকেশনটিকে Image Editing app এবং Video Editing app হিসেবে ব্যবহার করতে পারবেন।
ফটো দিয়ে স্লাইডশো ভিডিও বানানোর ক্ষেত্রে এখানে নানান animation, filters, stickers, filters এবং frames গুলো ব্যবহার করার অপসনও আমাদের দেওয়া হয়।
এই অ্যাপ দিয়ে নিজের প্রিয়জনের জন্মদিনে তার ছবি ব্যবহার করে বানাতে পারবেন একটি সেরা ভিডিও।
১০. MoShow – Slideshow Maker
আপনি যদি Instagram, Facebook বা Twitter-এর জন্য একটি সেরা ও আকর্ষণীয় slideshow movies তৈরি করতে চাইছেন, তাহলে এই নতুন অ্যাপটি ব্যবহার করে দেখুন।
একটি সিঙ্গেল ছবি বা একাধিক ছবি এবং ছোট ভিডিও ক্লিপ গুলো ব্যবহার করে তৈরি করতে পারবেন একটি সেরা স্লাইডশো ভিডিও।তৈরি করা ভিডিও গুলিতে বিভিন্ন ধরণের ইফেক্ট যেমন glitch, buzz, sparkle ইত্যাদি ব্যবহার করা যাবে।
এখানে আপনারা আগের থেকেই তৈরি বিভিন্ন ভিডিও স্টাইল গুলো পেয়ে যাবেন। আপনাকে নিজের পছন্দের ভিডিও স্টাইল সিলেক্ট করতে হবে এবং মোবাইলের ফাইল ম্যানেজার থেকে ছবি এবং ভিডিও ক্লিপ গুলো সিলেক্ট করে আপলোড করতে হবে।
১১. RealTimes Video Maker
ছবি দিয়ে ভিডিও তৈরি করার নানান সফটওয়্যার গুলির মধ্যে এটাও একটি অনেক দারুন ও কার্যকর সফটওয়্যার। গুগল প্লে স্টোরে ১০ মিলিয়ন থেকেও অধিক এই অ্যাপটি ডাউনলোড করা হয়েছে।
অ্যাপটিতে সব কাজ নিজে নিজেই হয়ে যাবে। মানে আপনার ছবি এবং ভিডিও গুলোর হিসেবে transitions এবং soundtrack গুলো যোগ করা হবে। তৈরি করা ভিডিও গুলিকে সরাসরি Facebook, Twitter এবং Pinterest-এ শেয়ার করতে পারবেন।
RealTimes Video Maker-এর বৈশিষ্ট:
- ভিডিও বানিয়ে সরাসরি WhatsApp, Facebook, Twitter, Instagram, শেয়ার করা যায়।
- ফটো এবং ভিডিও এডিট করার অপসনও পাবেন।
- নানান ধরণের আকর্ষণীয় ভিডিও স্টোরি তৈরি করা যায়।
- ইমেজ এবং মিউজিক সহ ভিডিও ক্লিপ তৈরি করা যায়।
FAQ: Android Apps To Create Fun Videos From Your Pictures
আপনি যদি ছবি এবং গান দিয়ে ভিডিও ক্লিপ বানাতে চাইছেন, সেক্ষেত্রে Google Play Store-এর মধ্যে নানান ফ্রি অ্যাপস গুলি পেয়ে যাবেন। যেমন, RealTimes Video Maker, MoShow, Photo Slideshow, Photo video maker, Video.Guru, এবং আরো আছে।
ছবি দিয়ে ভিডিও বানানোর জন্য আপনাকে একটি ভিডিও এডিটিং সফটওয়্যার বা ছবি অ্যাপ ব্যবহার করতে হবে। এই অ্যাপ এর মধ্যে ছবি, গান, ভয়েস, ইফেক্ট, টেক্সট ইত্যাদি একসাথে জোড়া লাগিয়ে ভিডিও তৈরি করার অপসন এবং ফীচার গুলি পাবেন।
Google Play Store-এর মধ্যে থাকা বেশিরভাগ ভিডিও তৈরির অ্যাপস গুলি আপনারা সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করতে পারবেন। এমনিতে কিছু কিছু অ্যাপ এর একটি প্রিমিয়াম ভার্সন থাকে যদিও, ফ্রি ভাবেও ভিডিও তৈরি করার সুবিধা পাবেন।
আজকে আমরা কি জানলাম,,
আজকে আমরা এমন কিছু ফ্রি ও নতুন এন্ড্রয়েড অ্যাপস / সফটওয়্যার গুলোর বিষয়ে জানলাম, যেগুলো ব্যবহার করে নিজের ছবি এবং মিউজিক সহ স্লাইডশো ভিডিও তৈরি করতে পারবো। (Best Apps To Create Videos With Photos).
যদি আপনিও এরকম কোনো ভিডিও মেকার অ্যাপ এর বিষয়ে জানেন, তাহলে নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিন। তাছাড়া, যদি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।
আমার সব সময় এটাই চেষ্টা রয়েছে যে, আমি যাতে আপনাদের সম্পূর্ণ সঠিক এবং কাজে লাগা তথ্য দিয়ে দিতে পারি। তাই, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে সেটা কমেন্ট করে বলতে ভুলবেননা।