ইউটিউব প্রতি ১০০০ ভিউতে কত টাকা দেয় বা ইউটিউবে কত ভিউতে কত টাকা পাওয়া যাবে, দুটো প্রশ্ন আপনার মনেও চলে আসতে পারে, যদি আপনি নতুন করে একটি YouTube Channel তৈরি করার কথা ভাবছেন। এমনিতে, ইউটিউব থেকে ইনকাম করার বিষয়টা কিন্তু বর্তমানে প্রচুর ট্রেন্ডিং এ রয়েছে।
এখন, ১০০০ ভিউস হউক বা ১০,০০০ view, ইউটিউবের কিছু নিয়ম বা উপাদান গুলি রয়েছে যেগুলির উপর নির্ভর করে YouTube বা Google এডসেন্স আমাদের টাকা দিয়ে থাকে।
এই নিয়ন বা উপাদান গুলির মধ্যে মূলত থাকছে, CPM (cost per thousand), CPC (cost per click), Audience country, Content Niche, ইত্যাদি।
তাই, ইউটিউব প্রতি ১০০০ ভিউতে কত টাকা দেয় বা ইউটিউবে কত ভিউতে কত টাকা কামানো যাবে, সেটা আমরা একমাত্র তখনই বুঝতে পারবো যখন YouTube-এর এই টাকা দেওয়ার প্রক্রিয়া গুলির বিষয়ে আমরা ভালো করে বুঝে নিতে পারবো।
এতে আপনারা পরিষ্কার ভাবে বুঝে যাবেন যে ইউটিউবে কত ভিউ বা সাবস্ক্রাইবার হলে আপনারা কত কত টাকা ইনকাম করার সুযোগ পেতে পারবেন।
Also read – কিভাবে ইউটিউবের চ্যানেল তৈরি করবেন ?
ইউটিউবে কত ভিউতে কত টাকা পাওয়া যাবে?
ইউটিউব ভিউ: | আনুমানিক ইনকাম: |
---|---|
১০০০ ভিউস | $ 1.36 ~ $ 3.40 |
২০০০ ভিউস | $ 2.72 ~ $ 6.80 |
৫০০০ ভিউস | $ 6.80 ~ $ 17.00 |
১০০০০ ভিউস | $ 13.60 ~ $ 34.00 |
২০০০০ ভিউস | $ 27.20 ~ $ 68.00 |
৫০০০০ ভিউস | $ 68.00 ~ $ 170.00 |
১০০০০০ ভিউস | $ 136.00 ~ $ 340.00 |
২০০০০০ ভিউস | $ 272.00 ~ $ 680.00 |
৩০০০০০ ভিউস | $ 408.00 ~ $ 1,020.00 |
৫০০০০০ ভিউস | $ 680.00 ~ $ 1,700.00 |
উপরে দিয়ে দেওয়া তালিকাটি দেখলেই হয়তো আপনারা স্পষ্ট ভাবে বুঝে যেতে পারবেন যে আসলে ইউটিউবে কতটা ভিউ হলে আনুমানিক কত টাকা আয় করা যেতে পারে।
ইউটিউব থেকে টাকা ইনকাম করার ক্ষেত্রে, অনেক সময় ২০০০ ভিউতে হয়তো ৫ ডলার কমিয়ে নিতে পারবেন আবার কখনো হয়তো দেখবেন ১ ডলার ও ইনকাম হচ্ছেনা।
অনেক সময় হয়তো ১০০০ ভিউতেই ৪ থেকে ৫ ডলার ইনকাম হয়ে যেতে পারে, তবে অনেক সময় আবার হয়তো ১০,০০০ ভিউতেও ৫ ডলার ইনকাম হচ্ছেনা।
তাই, YouTube-এ কত টাকা আয় করা যাবে সেটা একমাত্র Google AdSense-এর টাকা দেওয়ার প্রক্রিয়া বা উপাদান গুলির ওপরে নির্ভর করে থাকে যেগুলির বিষয়ে নিচে বলা হয়েছে।
ইউটিউব প্রতি ১০০০ ভিউতে কত টাকা দেয়?
উপরে ছবিটি দেখলেই কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন।
আসলে, অনলাইনে এমন নানান YouTube Income Calculator Tools গুলি আছে যেগুলিতে views সেট করে দিলেই সেই টুল আপনাকে বলে দিবে যে, ইউটিউব থেকে আনুমানিক কত ভিউয়ে কত টাকা ইনকাম হতে পারে।
সেভাবেই, Tunepocket YouTube Income Calculator-টি যখন আমরা ব্যবহার করে দেখলাম, তখন দেখা গেলো যে, ইউটিউব থেকে প্রতি ১০০০ ভিউতে প্রায় $1.36 থেকে $3.40 ইনকাম হতে পারে।
আপনারা হয়তো অনলাইনে নানান ভিডিও গুলি দেখেছেন বা আর্টিকেল পড়েছেন যেখানে বলা হয়েছে যে, ইউটিউবে ১০০০ ভিউ হলেও ৩ থেকে ৪ ডলার পেয়ে যাবেন।
এক্ষেত্রে, অনেকে হয়তো বলেছে যে কম ট্রাফিক বা ভিউতেও কিন্তু অনেক টাকা আমরা ইউটিউব থেকে আয় করে নিতে পারবো।
তবে এটা মনে রাখবেন, ইউটিউবে আপনি কোন বিষয় (niche) নিয়ে ভিডিও তৈরি করছেন, সেটার উপরেই ইউটিউব ইনকামের কম বেশি হওয়াটা সবথেকে অধিক পরিমানে নির্ভর করে থাকে।
অবশই, এছাড়াও অন্যান্য নানান উপাদান গুলিও রয়েছে যেগুলির উপর ইউটিউব ইনকাম কম বেশি হতে পারে। চিন্তা করতে হবেনা, নিচে সবটাই আমি আপনাদের বলে দিয়েছি।
YouTube, নিঃসন্দেহে অনলাইনে টাকা কমানোর অনেক সহজ এবং লাভজনক উপায় যেটিকে কাজে লাগিয়ে মাসে হাজার হাজার ডলার ইনকাম করাটাও সম্ভব।
Also read – কিভাবে ইউটিউবের থেকে টাকা আয় করা যাবে ?
ইউটিউব আমাকে কত ভিউতে কত টাকা দিয়েছে?
এমনিতে যদি আপনি ইউটিউব থেকে নিয়মিত টাকা ইনকাম করার কথা ভাবছেন, তাহলে ১০০০ থেকে ৫০০০ ভিউস হলেও সেটা কিন্তু অনেকই কম।
আমার প্রথম ১০০ ডলারের পেমেন্ট আমি পেয়েছি যখন আমার চ্যানেলে টোটাল ১.৫ লক্ষ ভিউ হয়েছিল।
তারপর আমি যখন ক্যালকুলেট (calculate) করে দেখলাম আমি পেলাম যে ১০০০ ভিউ এ আমি প্রায় ১ ডলারের থেকেও কম টাকা ইনকাম করেছি।
কিন্তু, আমার এক বন্ধু যে, আমার সাথেই ইউটিউব শুরু করেছিল, তার ১৫০ ডলার ইনকাম কেবল ১ লক্ষ view তেই হয়ে গেছে। সে, ১০০০ ভিউতে ১.৫ ডলার করে ইনকাম করেছে।
লক্ষ করার কথা এটাই যে সে আমার থেকেও কম view-তে আমার থেকে অধিক বেশি টাকা কামিয়েছে।
তাই, ইউটিউবে কত ভিউতে কত টাকা পাওয়া যাবে, এই প্রশ্নের উত্তর আলাদা আলাদা চ্যানেল এর জন্য আলাদা আলাদা হতেই পারে।
আসলে, ভিউ এর ওপরে ইউটিউব কোনোদিন টাকা দেয়না।
যা আমি উপরে আগেই বলেছি, YouTube টাকা দেয় নানান উপাদান গুলির উপর নির্ভর করে এবং সেগুলির বিষয়ে জানাটা আপনাদের জন্য অনেক জরুরি।
কিন্তু হে, সোজা ভাবে বললে, বর্তমান সময়ে আপনারা প্রায় ১ থেকে ৩ ডলার প্রতি ১০০০ ভিউতে অবশই ইনকাম করে নিতে পারবেন।
YouTube থেকে কখন বেশি টাকা ইনকাম হবে এবং কখন কম টাকা আসবে, সেই বিষয়ে চ্যানেল তৈরি করার আগেই ভালো ভাবে জেনে রাখতে পারলে, অনেক কম ভিউতেও ইনকাম চালু করা যাবে।
YouTube আমাদের কিভাবে টাকা দেয়? (How YouTube pays)
আপনারা যদি জানেননা তাহলে জেনেনিন, YouTube চ্যানেলে ভিডিও আপলোড করার পর টাকা কমানোর জন্য আপনার প্রয়োজন হবে গুগল এডসেন্সের।
মানে, যখন আপনার ইউটিউবের চ্যানেলে অনেক ভিডিও হয়ে যাবে তখন আপনার Google adsense এর জন্য apply বা register করতে হবে।
এর পর, আপনার YouTube ভিডিও গুলিতে AdSense এর দ্বারা কিছু বিজ্ঞাপন দেখানো হবে। এই বিজ্ঞাপন গুলি দেখানোর বদলে Google এডসেন্স আমাদের টাকা দেয় বা ডলার দেয়।
তাহলে, ভালোভাবে দেখলে YouTube আমাদের টাকা দেয়না।
আমরা YouTube এ আপলোড করা ভিডিও গুলিতে গুগল এডসেন্সের বিজ্ঞাপন লাগিয়ে বা ব্যবহার করে গুগল এডসেন্সের দ্বারা টাকা আয় করার সুযোগ পাই।
YouTube এবং Ad-sense দুটোই Google এর সার্ভিস বা product এবং দুজনের কাজ আলাদা আলাদা।
YouTube আমাদের তার ওয়েবসাইটে ফ্রীতেই ভিডিও আপলোড করার সুযোগ দেয়। সেই আপলোড করা ভিডিওগুলিতে ইউটিউবের লক্ষ লক্ষ ভিসিটর্স দ্বারা view পাওয়ারও সুযোগ আমরা পাই।
আর আমরা প্রত্যেকেই জানি যে, গুগল এডসেন্স, ভিডিও গুলিতে তার বিজ্ঞাপন (advertisement) লাগিয়ে টাকা কমানোর সুযোগ আমাদের দেয়।
তাই, ইউটিউবের থেকে আপনি কত টাকা কমাবেন সেটা নির্ভর করবে Google adsense এর ওপরে।
গুগল এডসেন্স আমাদের কি হিসাবে টাকা দেয়? কখন কত টাকা দিবে
গুগল এডসেন্স (YouTube) আমাদের বিশেষ করে ৫-টি জিনিসের ওপরে নির্ভর করে টাকা দেয়।
এই জিনিস বা উপাদান গুলি হলো,
- এড ভিউ (বিজ্ঞাপন দেখানোর সংখ্যা),
- CPC কত হচ্ছে,
- CPM কত হচ্ছে,
- Traffic country,
- কীওয়ার্ড (Keyword),
এড (বিজ্ঞাপন) ভিউ কতবার হচ্ছে:
ইউটিউব থেকে আয়, সবচেয়ে আগে নির্ভর করে আপনার ভিডিওতে দেখানো advertisement গুলিতে কতটি এড ভিউ হয়েছে।
মানে, ভিডিওতে বিজ্ঞাপন কতবার দেখানো হচ্ছে বা বিজ্ঞাপন দেখানো হোচ্ছে কি না। মনে রাখবেন, খালি ভিডিওতে view হলে কাম চলবেনা।
বিজ্ঞাপনে ভিউ হলেহে টাকা কামানো যাবে।
মনে রাখবেন, গুগল এডসেন্স, আপনার ভিডিওতে হওয়া প্রতিটি ভিউতে এডস (ads) দেখায়না।
মানে, যদি আপনার কোনো ভিডিওতে ১০ তা মানুষ এসেছে বা ১০ তা ভিউ হয়েছে, তাহলে গুগল এডসেন্স সেই ১০ জনকেই এডস (ads) নাও দেখতে পারে।
হয়তো, এডসেন্স ১০ জনের মধ্যে কেবল ৫ জনকেই ad দেখতে পারে বা হয়তো ১০ জনকেই ads দেখতে পারে। সেটা পুরোপুরি এডসেন্সের ওপরে নির্ভর।
এবং, ভিডিওতে বা ভিসিটর দেড় কম বিজ্ঞাপন দেখানো মানে আপনার টাকা কমানোর সুযোগ কম হবে এবং যাদের ভিডিওতে বেশি বিজ্ঞাপন দেখানো হবে তাদের টাকা কমানোর সুযোগ বেশি।
এখানে আপনার করার কিছু নেই।
এটাই কারণ, যার জন্য আপনি হয়তো ১০০০ ভিউতে ১ ডলার কামাচ্ছেন এবং অন্যরা হয়তো ২ থেকে ৫ ডলার কামাচ্ছে।
তাদের ভিডিওতে হয়তো এডসেন্স দ্বারা অনেক বার বিজ্ঞাপন দেখানো হচ্ছে এবং আপনার ভিডিও গুলিতে হয়তো অনেক কম সংখ্যায় এড দেখানো হচ্ছে।
ভিডিওতে কম বিজ্ঞাপন দেখানো মানেই আপনার টাকা কমানোর সুযোগ কমে যাওয়া।
আর তাই, এই সমস্যার একটি উপায় আমার কাছে আছে।
আপনি যখনই কোনো ভিডিও বানাবেন সেটা মিনিমাম ৫ থেকে ১০ মিনিটের বা তার থেকে বেশি সময়ের বানাবেন।
এতে, লোকেরা আপনার ভিডিও অনেক সময় দেখবে, এবং এতে এডসেন্স অনেকবার আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে দিবে।
বিজ্ঞাপন অনেক বার দেখানো মানেই, আপনার টাকা কমানোর সুযোগ অনেক বেশি বেড়ে যাওয়া।
অনেক বার এরম হয়, আমরা ছোট ছোট ভিডিও বানিয়ে ইউটিউবের চ্যানেলে আপলোড করি এবং সেই ভিডিও গুলিতে বিজ্ঞাপন দেখানোই হয়না।
কারণ, সেগুলি অনেক ছোট এবং এডসেন্স দ্বারা বিজ্ঞাপন দেখানোর সুযোগ পাওয়া যায়না।
এটাই আসল কারণ যার জন্য অনেকের কম ভিউ (view) হলেও অনেক টাকা কামানো হয়ে যায় এবং অনেকের হাজার হাজার ভিউ হয়েযায় কিন্তু ইনকাম হয়না।
দেখানো বিজ্ঞাপনে কত CPM পাচ্ছেন:
CPM মানে হলো “cost per mille (১০০০ VIEWS)“. বুঝেননাই ? CPM মানে আপনার ইউটিউবের ভিডিওতে প্রতি ১০০০ এড ভিউতে এডসেন্স বা Advertiser রা আপনাকে কত টাকা দিচ্ছে।
মনে করবেন, আমি খালি ভিডিও ভিউ হওয়ার কথা বলিনাই।
আমি বলেছি, যখন আপনার ভিডিও লোকেরা দেখেন তখন তাদের কতবার ads দেখানো হয়।
এবং, এই বিজ্ঞাপন দেখানোর সংখ্যা যখন সব মিলিয়ে ১০০০ ad view হয়ে যাবে তখন তার ওপরে YouTube আপনাকে কত টাকা দিচ্ছে।
সেই কথা আমি বলছি।
এই CPM (COST PER ১০০০ VIEWS) সবাইর ক্ষেত্রে আলাদা আলাদা। এবং, CMP অনেক কিছুর ওপরে নির্ভর করে।
- আপনার ভিডিও দেখা লোকেরা বিজ্ঞাপন পুরো দেখছে কি না।
- বিজ্ঞাপন খালি দেখছেন না তাতে ক্লিক ও করছেন।
- বিজ্ঞাপন অল্প দেখেই “SKIP” তো করছেন।
- দেখানো বিজ্ঞাপনের মূল্য কেমন।
- ভিডিও এবং তাতে দেখানো বিজ্ঞাপন কোন দেশের লোকেরা দেখছেন।
- এবং, আরও অনেক কিছুর ওপরে CPM নির্ভর করে।
এবং, এটাই মূল কারণ যার জন্য প্রতি ১০০০ VIEWS এ ইউটিউব আমাদের কত টাকা দিবে সেটা বলাটা কারো জন্যই সম্ভব না। আপনার CMP যতটাই ভালো হবে ১০০০ ভিউতে আপনারা ততটাই বেশি আয় করতে পারবেন।
দেখানো বিজ্ঞাপনে কত CPC পাচ্ছেন:
CPM এর মতোই ইউটিউবের থেকে কতো কমাবেন সেটা নির্ভর করে CPC র ওপরে। CPC মানে হলো “COST PER CLICK”.
মানে, আপনার ভিডিওতে দেখানো বিজ্ঞাপন গুলিতে কতজন ক্লিক করছেন এবং সেই ক্লিক গুলিতে আপনাকে ইউটিউব বা এডসেন্স কত করে দিচ্ছে।
অনেকে, প্রতি AD click এ প্রায় $০.২ থেকে $০.৫ বা তার থেকেও বেশি পান।
যদি আপনি মিনিমাম ০.৩ ডলার করেই প্রতি ad view তে পান আর আপনার টোটাল এড ক্লিক ১০০০ হয় তাহলে আপনার ইনকাম হবে $৩০০. মানে প্রায় ২৫ হাজার টাকা।
আর, যদি আপনি ০.১ করে ক্লিকে পাচ্ছেন তাহলে প্রতি ১০০০ ক্লিকে পাবেন $১০০ (প্রায় ৭০০০ টাকা) .
তাহলে আপনারা হয়তো বুঝতে পারছেন যে, ভিডিও গুলিতে দেখানো বিজ্ঞাপনের ওপরে হওয়া প্রতি ad click এ যত করে টাকা পাবেন তার ওপরেই নির্ভর করে আপনার টোটাল ইনকাম বেশি বা কম হবে।
তাই, ১০০০ এড ভিউ তে কত টাকা হবে সেটা পুরো এটার ওপরে নির্ভর করবে যে আপনার ভিডিওতে দেখানো বিজ্ঞাপনে কত করে ক্লিক হচ্ছে এবং প্রতি ad click এ আপনারা কত করে পাচ্ছেন।
Traffic country – কোন দেশ থেকে ভিউ পাচ্ছেন?
ইউটিউব (গুগল এডসেন্স) আপনাকে প্রতি ad view তে কত টাকা দেবে সেটা ৭০% নির্ভর করে, আপনি ভিডিওতে কোন দেশের থেকে ভসিটর্স বা ভিউ পাচ্ছেন সেটার ওপরে।
এখানে আপনার বা আমার কিছু করার নেই।
হে, যদি কিছু করতে পারেন তাহলে, এইটা চেষ্টা করবেন যাতে আপনার ভিডিও গুলিতে US, CANADA, AUSTRALIA, UK, NEW ZEALAND বা GERMANY থেকে ভিউস বা ট্রাফিক আসে।
কারণ, যেই দেশ গুলি আমি বললাম সেই দেশ গুলির থেকে আশা ভিসিটর্স রা যদি আপনার ADS (বিজ্ঞাপনে) ক্লিক করে তাহলে আপনি অনেক CPC প্রতি ক্লিকে পেয়ে যান। প্রায় $০.২০ থেকে $১ বা তার থেকেও বেশি থাকে।
এতে আপনি প্রতি ১০০০ Ad views এ সব থেকে বেশি ডলার কমিয়ে নিতে পারবেন।
এবং, যতটা আমি জানি ভারত, বাংলাদেশ এবং কিছু এশিয়ান দেশগুলিতে এডসেন্স প্রতি এড ক্লিকে অনেক কম টাকা দেয় যে $০.১ থেকে $০.১০ এর ভেতরেই থাকে।
এটাই কারণ, যার জন্য বেশিরভাগ ভারতীয় বা অন্য এশিয়ান লোকেদের ইউটিউবের চ্যানেলে কম থেকে কম ইনকাম বা আয় হয়।
কারণ, আমাদের ইউটিউবের চ্যানেলে আশা ৮০% ট্রাফিক বা ভিউ ভারত, বাংলাদেশ, পাকিস্তান বা অন্য কিছু এশিয়ান দেশ থেকে থাকে, এবং এই দেশ গুলির থেকে আমাদের বিজ্ঞাপনে পাওয়া ক্লিকে Google adsense আমাদের অনেক কম CPC দেয়।
তাহলে, সব সময় চেষ্টা করবেন এমন ভিডিও বানানোর যেগুলিতে পুরো দেশ বিদেশ থেকে এবং বিশেষ করে আমি ওপরে বলা দেশ গুলির থেকে আপনি ট্রাফিক বা ভিউস পাবেন।
এতে আপনার বিজ্ঞাপনে পাওয়া ক্লিকের বদলে আপনি ভালো CPC পাবেন এবং প্রতি ১০০০ ভিউ বা যতই ভিউ হউক তাতে ভালো ইনকাম আপনার হবে।
ভিডিওর লাভজনক Keyword, টপিক বা বিষয় বাছুন:
আপনার বানানো ভিডিওর টপিক, keyword বা বিষয়, ইউটিউব বা এডসেন্সের ইনকাম প্রভাব ফেলতে পারে।
মনে রাখবেন, গুগল এডসেন্স যেগুলি বিজ্ঞাপন লোকেদের দেখায় সেগুলির বেশিভাগ আপনার ভিডিওর keyword, টপিক বা বিষয়ের ওপরেই থাকে।
উদাহরণ স্বরূপর,
আপনি যদি, ওয়েব হোস্টিং এর বিষয়ে কিছু ভিডিও আপলোড করেন, তাহলে সেই ভিডিওতে এডসেন্স বা ইউটিউব হোস্টিং এর সাথে জড়িত বিজ্ঞাপন দেখাবে।
আর মনে রাখবেন, আলাদা আলাদা বিজ্ঞাপনের জন্য আপনাকে এডসেন্স আলাদা আলাদা CPC (cost per click) দেয়।
এখন, যদি আপনি সেগুলি কীওয়ার্ড, বিষয় বা টিপিকে ভিডিও বানান, যেগুলিতে এডসেন্স সাধারনে লো সিপিসি (low cpc) দেয় তাহলে অবশই আপনি বিজ্ঞাপন দ্বারা কম টাকা কমাবেন।
এবং, যদি আপনি কীওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে ভালো ভালো এবং বেশি CPC পাওয়া কীওয়ার্ড বা টপিক খুঁজে ভিডিও বানান তাহলে তাতে দামি দামি বিজ্ঞাপন দেখানো হবে এবং আপনার প্রীতি ad view / click এ ইনকাম অনেক বেশি হবে।
এতে, ইউটিউবে ১০০০ এড ভিউসেই আপনি অনেক টাকা আয় করতে পারবেন।
তাহলে, Google keyword planner টুল ব্যবহার করুন এবং বেশি সার্চ হওয়া এবং বেশি CPC থাকা কীওয়ার্ড বা টপিক খুঁজে ভিডিও বানান।
আপনার, আপনার ইউটিউবের ভিডিওগুলিতে দামি বিজ্ঞাপন দেখানো হবে, আপনাকে প্রতি এড ভিউ বা ক্লিকে বেশি cpc দেয়া হবে এবং আপনার ইনকাম বেড়ে যাবে।
FAQ:
ইউটিউব থেকে ইনকাম করার উপায় এমনিতে অনেক আছে। যেমন, ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে, এফিলিয়েট মার্কেটিং করে, পেইড প্রমোশন করে, ইত্যাদি। তবে, আপনার চ্যানেলে যত অধিক subscribers এবং views থাকবে, আপনি ততটাই অধিক টাকা ইউটিউব থেকে ইনকাম করার সুযোগ পাবেন।
যদি আপনি Google AdSense-দ্বারা নিজের ইউটিউব ভিডিও গুলিতে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করতে চাইছেন, সেক্ষেত্রে ১০০০ ভিউতে অনেক কম টাকা ইনকাম হবে। সাধারণত, ১০০০ ভিউ হলে ইউটিউব বিজ্ঞাপন দ্বারা প্রায় ২ থেকে ৩ ডলার ইনকাম হয়ে যায়।
যখন আপনার ইউটিউব চ্যানেলে কমেও ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টার ওয়াচ হাওয়ার সম্পূর্ণ হয়ে যাবে, তখন আপনি YouTube Partner Program-এর জন্য এপ্লাই করতে পারবেন। আর একবার আপনার চ্যানেলটি এপ্রুভ করে দেওয়া হলে, এবার আপনার ভিডিও গুলিতে বিজ্ঞাপন দেখানো শুরু হয়ে যাবে। আর বিজ্ঞাপন দেখানো শুরু হলেও, আপনার ইনকামও শুরু হয়ে যাবে।
শেষে আমরা কি বুঝলাম? ইউটিউব কত ভিউ এ কত দেয়?
তাহলে, শেষে, ইউটিউবের থেকে কত টাকা পাবো? ইউটিউব কত টাকা দেয়? কত AD VIEW হলে কত টাকা পাবো এবং ১০০০ ভিউতে ইউটিউব কত টাকা দেয়?
এই সব প্রশ্নোর উত্তর একটাই, সেটা হলো – “ইউটিউবের থেকে ইনকাম স্থায়ী নয়“।
অনেকেই আছেন যারা YouTube থেকে ১০০০ ভিউতে ৫ ডলার থেকেও বেশি ইনকাম করে নিচ্ছেন এবং অনেকেরই আবার ১ ডলারও ইনকাম হচ্ছেনা।
অনেকে ইউটিউবের থেকে লক্ষ লক্ষ টাকা আয় করছেন এবং অনেকেই বছর পর বছর টাকা আয়ের চেষ্টা চলিয়ে যাচ্ছে কিন্তু কিছুই হচ্ছেনা।
তাই, আপনি কত টাকা কমাতে পারবেন সেটা নির্ভর করে ইউটিউবের (গুগল এডসেন্সের) টাকা দেয়ার প্রক্রিয়ার ওপরে, ভিডিও গুলিতে বিজ্ঞাপন দেখানো হচ্ছে কি না, বিজ্ঞাপনে CPC/CPM কত করে হচ্ছে তার ওপরে, কোন দেশের থেকে আপনি ভিউ পাচ্ছেন এবং আপনার ভিডিওর কীওয়ার্ড বা টপিক লাভজনক তো।
এগুলির ওপরে নির্ভর করে ইউটিউব আপনাকে টাকা দেয়।
তাই, নির্দিষ্ট সংখ্যা বলাটা কারো পক্ষে সম্ভব নয় যে আপনি ইউটিউবের থেকে কত টাকা আয় করবেন।
কিন্তু, যদি আপনি রেগুলার মন লাগিয়ে ভালো ভালো ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেন তাহলে আমি জানি আপনি ভালো একটি পরিমান প্রতি মাসে কমিয়ে নিতে পারবেন।
ভারত, বাংলাদেশ এবং আরো কিছু এশিয়ান দেশে আপনি প্রতি ১০০০ এড ভিউস এ প্রায় ২ ডলার থেকে ৩ ডলারভ পাওয়ার সম্ভাবনা অনেক।
কিন্তু এইটা একটা অনুমান মাত্র। ইউটিউবের থেকে ইনকাম সবার ক্ষেত্রে আলাদা এবং অন্য।
আমি একটা ভিডিও বানালাম, যার ভাষা হবে বাংলা । সেটা YouTube এ post করলাম। আবার সেই একই ভিডিও তে যদি English ভাষা করি এবং সেটা YouTube এ post করি ।মানে দুটি এক ভিডিও কিন্তু ভাষা আলাদা তাহলে কি কোন অসুবিধা হবে ?
করতে পারবেন সমস্যা হতে লাগেনা।
Thanks For Help
Bai kebave Youtube perfect chanel kulbo
ধন্যবাদ আর্টিকেল পড়ার জন্যে।
Adsense থেকে কিভাবে টাকা পাওয়া যাবে ?
Apply করতে হবে প্রথমেই, এই আর্টিকেলটি পড়ুন –
https://banglatech.info/google-adsense-কি/
Google Adsense ki kono dhoroner app, naki youtube a agey thake pore set up korte hoy. taka ta kivabe case out hobe?
Google adsense গুগলের একটি সার্ভিস যেটা একটি ওয়েবসাইটে হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন।
এই আর্টিকেল পড়ুন – https://banglatech.info/গুগল-এডসেন্স-নিয়ে-প্রশ্ন/
View r subscribe er modhey difference ki??
Views mane, aapnar video moth kotota lokera dekheche .
Subscribers mane, aapnar channel er video bhobishyote nije nije notification hishebe pawar jonno kotojone subscribe koreche.
Vai akta Help plz…
apmar blog somporke aktu jante chai?
apni blog tar hosting kivabe korsen
আমি cloudways এর মাধ্যমে blog host করেছি।
আমি যদি কোনো ক্রিকেটারের ১০ টি উইকেট এর ভিডিও বানায় তবে তো আমাকে বিভিন্ন ভিডিও থেকে নেয়া লাগবে উইকেট গুলো। এতে কি সমস্যা হবে। ইউটিয়ুব এ কি ৭০/৮০ হাজার মাসে ইনকাম করা সম্ভব?
সমস্যা হতে লাগেনা। তবে, গুগল এডসেন্স থেকে এই ধরণের ভিডিও গুলির থেকে অধিক টাকা আয় করা সম্ভব না।
Nice
Thank you……