ইন্টারনেট দুনিয়াতে কন্টেন্টই হল রাজা। তা, লেখা, পিকচার, অডিও–ভিডিও কনটেন্ট– যাইই হোক না কেন, বিনোদনের শেষ থেকে শুরুর সবটাই কিন্তু হল এই কনটেন্ট। আর, কন্টেন্টের সাথেই সরাসরি জড়িয়ে রয়েছে অনলাইন ইনকামের উপায়টাও।
তা ভাবছেন, কনটেন্ট থেকে কিভাবে টাকা আয় করবেন?
রিলস, ব্লগ, শর্টস, ভ্লগ, ছবির মতো হাজার–একটা কন্টেন্টের মধ্যেও লেখা কনটেন্ট থেকেও কিন্তু ইনকাম করা সম্ভব। আর, প্ল্যাটফর্মটা যদি হয় আমাদের অতি পরিচিত ফেসবুক, তাহলে আমরা কিভাবে সেখান থেকে টাকা রোজগার করতে পারি? সেটাই হল আমাদের আজকের আলোচনার মূল বিষয়।
সূচিপত্র:
ফেসবুকে লেখালেখি করে আয় কিভাবে করবো?
সারা বিশ্বের প্রায় কোটি–কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে থাকেন। এখানে তারা তাদের পছন্দ–অপছন্দগুলোকে প্রচুর চেনা–অচেনা মানুষের সাথে ভাগ করে নেন
তাদের এই পছন্দ–অপছন্দগুলোকে ভিত্তি করে একজন ভালো রাইটার হিসেবে কনটেন্ট ক্রিয়েট করে ফেসবুক থেকেও সহজেই ইনকাম করা যায়।
আর, এই ফেসবুক থেকেই নানান কন্টেন্ট লেখালেখি করে টাকা আয় করার বেশ কিছু উপায় নিয়ে আমরা নিচে আলোচনা করবো।
১. অ্যাফিলিয়েট মার্কেটিং:
ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াতে ভালো ফলোয়ার বা ইনফ্লুয়েন্স থাকলে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার আয়ের একটা ভালো উপায় হতে পারে। এই ধরণের মার্কেটিং হল একধরণের পারফর্ম্যান্স–বেস্ড মার্কেটিং।
যেখানে আপনি কোনো কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের বিষয়ে খানিকটা লিখে প্রডাক্টের এফিলিয়েট লিঙ্ক শেয়ার করলে, সেই লিঙ্ক থেকে যতবার পার্চেজ হবে, ততবার একটা নির্দিষ্ট টাকা কোম্পানির তরোগ থেকে কমিশন হিসেবে আপনি পাবেন।
এইবার, আপনি ফেসবুকের পোস্টে সুন্দর একটা লেখা ও ছবি দিয়ে এমনই একটা অ্যাফিলিয়েট প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করলেন, যেখান থেকে আপনার ফলোয়াররা এই প্রোডাক্টটা কিনলেন। এতে, সেই পোস্টের থেকে আপনি দিব্যি ইনকাম করতে পারবেন।
তাই আমার হিসেবে, ফেসবুকে লেখালেখি করে টাকা আয় করার সেরা উপায় গুলির মধ্যে Affiliate Marketing হলো সেরা উপায়।
(অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্যে পণ্য সিলেক্ট করার জন্য এই লিঙ্কে যেতে পারেন: https://affiliate-program.amazon.in/influencers).
২. স্পন্সর্ড কনটেন্ট:
স্পন্সর্ড কনটেন্ট থেকে একদম সরাসরি টাকা পাওয়া সম্ভব।
তবে, এখানে আপনার ফেসবুক প্রোফাইলে যথেষ্ট ফলোয়ার বেস থাকতে হবে। এখানে কোনো কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারে আপনাকে লিখিত রিভিউ দিয়ে ফেইসবুকে পোস্ট দিতে হয়। এর বদলে, সেই কোম্পানি আপনাকে একটা নির্দিষ্ট টাকা পে করে।
এই কনটেন্টগুলো তৈরীর জন্যে আপনাকে বিভিন্ন ব্র্যান্ডের সাথে যোগাযোগ করতে হয়। এক্ষেত্রে আপনাকে প্রথমেই একটা ফেসবুক বিসনেস পেজ ওপেন করতে হবে।
৩. ফেইসবুক মার্কেটপ্লেস:
ফেসবুক মার্কেটপ্লেস হল এমন একটা গুরুত্বপূর্ণ ফিচার, যেখানে আপনি সরাসরি নিজের প্রোডাক্ট বা সার্ভিসের লিস্টিং করতে পারবেন।
মানে, আপনি যদি একজন রাইটার হন, তাহলে আপনি নিজের সমস্ত কনটেন্ট রাইটিং সার্ভিস ও প্রাইসের লিস্টিং নিজস্ব বিসনেস পেজে আপলোড করতে পারেন।
এছাড়াও, আপনি ফেসবুকের সাথে যুক্ত এমন ক্লায়েন্ট বা কনটেন্ট রাইটিং সার্ভিসের সাথে সরাসরি যোগাযোগও করে নিতে পারেন।
(টিপস: নিজের এফবি পেজের রিচ বাড়ানোর জন্যে ফলোয়ারদের আপনার পোস্টে লাইক/কমেন্ট করে শেয়ার করতে বলুন।)
৪. ফেসবুক গ্রুপস থেকে আয়:
ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনি নিজের ইন্টারেস্ট মতো যেকোনো কম্যুনিটিতে যুক্ত হতে পারেন।
একজন রাইটার হিসাবে আপনি নিজের নিশ (niche) ও রাইটিং সার্ভিসের উপর নির্ভর করে যেকোনো Facebook Groups-এ জয়েনও করতে পারবেন।
এই ধরণের গ্রুপে আপনি বিভিন্ন মেম্বারদের নিজের সার্ভিসের ব্যাপারে জানাতে পারেন। প্রথমে আপনি সেই গ্রুপে নিজের লেখালেখির বিষয়ে জানান এবং আপনি যে কাজ করার জন্যে ফ্রি আছেন, সেই বিষয়ে জানিয়ে পোস্ট করুন।
কিভাবে ফেসবুকে আর্টিকেল লিখে ইনকাম করা যায়?
অনেক সময়েই, সরাসরি ফেসবুকে লেখালেখি করলেও, এক্ষেত্রে খুব বেশি পরিমাণ টাকা আয় করা যায় না।
আবার লেখালেখি যদি সত্যিই আপনার প্যাশন হয়ে থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র ফেসবুকের সাহায্য নিয়েই অনেক টাকা রোজগার করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে তৈরি করতে হবে নিজের একটা ব্লগ।
তৈরি করা নিজের ব্লগে নানান আকর্ষণীয় আর্টিকেল বা কনটেন্ট পাবলিশ করুন। তারপরে, সেই আর্টিকেলের লিঙ্কগুলো নিয়মিতভাবে আপনার এফবি পেজে পোস্ট করুন।
এর পর, আপনার কন্টেন্টের বিষয়ে আগ্রহী ফলোয়ারদের নিয়ে একটা ফেসবুক গ্রুপ বানান। আর, সেই গ্রুপেও নিজের ব্লগের লিঙ্ক পোস্ট করতে থাকুন।
এইভাবে ফেসবুকে নিজের লেখালেখির লিঙ্ক গুলি শেয়ার করেও ইনকাম করা ও বাড়ানো যেতে পারে।
ফেসবুকে আর্টিকেল শেয়ার করে আয়ের জন্যে নিচের পদ্ধতিগুলো অবলম্বন করুন,
✔ নিজের বিষয় বা নিশ ঠিক করে ডোমেইন নেম কিনে একটা ওয়েবসাইট বা ব্লগ বানান।
✔ ব্লগে নিজের লেখা বা কনটেন্টগুলো আর্টিকেল হিসেবে পাবলিশ করুন।
✔ Google AdSense অ্যাক্টিভ করে নিজের ওয়েবসাইটে অ্যাডসেন্স কোড অ্যাপ্লাই করার পর পেজে বিজ্ঞাপন দেখানো স্টার্ট করুন।
✔ একটা ফেসবুক পেজ বানিয়ে সুন্দর একটা ছবি ও নিজের আর্টিকেলের একটা ছোট অংশ লিঙ্কসমেত পোস্ট করুন।
✔ যদি আপনার ফলোয়াররা আরও লেখা পড়তে চান, তবে তারা আপনার ব্লগের লিঙ্কটিতে ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাবেন।
এবার, ইউজাররা আপনার লেখার পাশাপাশি ওয়েবসাইটে থাকা বিজ্ঞাপনগুলো দেখবেন ও ক্লিক করবেন। আর ঠিক এভাবেই আপনি নিজের লেখার মাধ্যমে ফেসবুক থেকে টাকা আয় করতে পারবেন।
এমনিতে Facebook থেকে টাকা আয় করার অনেক উপায় রয়েছে। তবে আপনি চাইলে, ফেসবুকের বাইরেও অন্যান্য নানান জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট গুলির থেকেও প্রায় একই ভাবে টাকা ইনকাম করতে পারবেন।
- ইনস্টাগ্রাম থেকে টাকা আয় কিভাবে করবেন?
- টেলিগ্রাম থেকে ইনকাম করার উপায় কি?
- মেয়েদের ঘরে বসে আয় করার কার্যকর উপায়