YouTube শর্টস মনিটাইজ করে কি টাকা ইনকাম করা যায়?

স্মার্টফোনে YouTube App ওপেন করার সাথে সাথেই চোখের সামনে ভাসতে শুরু করে নানান শর্টস গুলি। একের পর এক আকর্ষণীয় শর্টস যেগুলি একবার দেখতে শুরু করলে সময় যেন কিভাবে কেটে যায় সেটা বোঝাই যায়না।

তবে, ইউটিউবে প্রতিদিন লক্ষ লক্ষ ভিডিও শর্টস গুলি লোকেরা কি লাভ পাচ্ছেন? কেন লোকেরা এতো কষ্ট করে আমার এবং আপনার সময় কাটানোর জন্য এই শর্টস গুলি পাচ্ছেন? হ্যা, আপনি ঠিকই বুঝেছেন।

YouTube Shorts-এর দ্বারা বিশ্বজুড়ে হাজার হাজার লোকেরা করতে পারছেন ঘরে বসে নিজের মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম। কিভাবে? চলুন বিষয়টা ভালো করে জেনেনেই।

অবশই পড়ুন: টিকটক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়?

YouTube শর্টস কি মনিটাইজ করা যায়?

ইউটিউব শর্টস থেকে ইনকাম
Can you earn money from YouTube shorts?

২০০৫ সালে শুরু হওয়া YouTube হল এখনকার সবচেয়ে জনপ্রিয় ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম। 

একটা সময়ে ইউটিউবে আমরা লং ভিডিও দেখেই অভ্যস্ত ছিলাম। তারপর Tiktok-এর মতো শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্মের জনপ্রিয়তাকে টক্কর দিতে ২০২১ সালে ইউটিউব শর্ট-ভিডিও ফর্ম্যাটের জন্যে বিখ্যাত সেগমেন্ট YouTube Shorts নিয়ে আসে। 

এরপরে, ২০২২ সাল থেকে ইউটিউবে এই ভিডিওগুলো ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু করে। এক-একটা মাইক্রো-ভিডিওতে প্রায় বিলিয়নস ভিউস আসতে থাকে। 

এখন মনে প্রশ্ন আসতেই পারে, যে ইউটিউবে যেমন লং-ফর্ম ভিডিওগুলো মনিটাইজ করা যায়; তেমনই YouTube শর্টসও কি মনিটাইজ করা যায়? ইউটিউব শর্টস বানিয়ে টাকা ইনকাম করার সুযোগ পাবেন কি? এই প্রশ্নের এককথার উত্তর হল, হ্যাঁ অবশ্যই! 

YouTube Partner Program-এর অধীনে শর্টস ভিডিও থেকেও ইনকাম করা যায়, তবে সেক্ষেত্রে আপনাকে মনিটাইজেশনের শর্তগুলো মেনে চলতে হবে। 

রিলেটেড: স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জবের সেরা বিকল্প 

ইউটিউব শর্টস কি?

ইউটিউব শর্টস হল ইউটিউব প্ল্যাটফর্মের এক ধরণের নতুন ভিডিও ফর্ম্যাট। এখানে আপনি নিজের ইউটিউব চ্যানেলে শর্ট-ফর্মে বা কম ডিউরেশানে ভিডিও বানিয়ে শেয়ার করতে পারবেন। আপাতত শর্টসে ৬০ সেকেন্ড বা তার থেকে কম ডিউরেশানে ভিডিও আপলোড করা যায়। 

এই ধরণের ভিডিওগুলো স্মার্টফোনেও শুট করে অনেক সহজ ভাবে শেয়ার করা সম্ভব। এমনকি, এইগুলো বর্তমানে খুবই জনপ্রিয় এবং মোবাইল থেকে সহজে দেখাও যায়। শর্টসের মতো মাইক্রো-ভিডিও কনটেন্ট এতটাই পপুলার হয়েছে যে ইনস্টাগ্রাম বা ফেইসবুকেও এই ধরণের ফর্ম্যাটে কনটেন্ট বানানো হচ্ছে।

এছাড়াও, যেহেতু এই ধরণের ভিডিওগুলো সহজেই শেয়ার করা যায়, তাই YouTube Shorts-এর মূল উদ্দেশ্য হল একাধিক প্ল্যাটফর্মে (যেমন-ফেসবুক রিল্স) বিভিন্ন ব্র্যান্ড বা বিসনেসগুলোর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বা এন্গেজমেন্ট বাড়িয়ে তোলা।     

আপনি কি ইউটিউব শর্টস থেকে টাকা ইনকাম করতে পারবেন?

সোজা ভাষায় বলতে গেলে, যেকোনো মানুষ ফ্রিতে ইউটিউব চ্যানেল বানিয়ে নির্দিষ্ট পরিমাণ ভিউ ও কন্টেন্টের ভিত্তিতে একদম ১০০% নিশ্চিতভাবে শর্টস থেকে অর্থ উপার্জন করতে পারবেন। YouTube Shorts রেভিনিউ-শেয়ারিং প্রোগ্রামের সাহায্যে যেকোনো শর্ট-ফর্ম কন্টেন্টগুলোকে মনিটাইজ করা যায়। 

আপনার ইউটিউব চ্যানেল যদি শর্টস মনিটাইজ করার যোগ্য হয়, তাহলে ইউটিউব আপনাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাশ অ্যামাউন্ট পে করতে পারে।

ইউটিউব শর্টস কিভাবে পাবলিশ করে?

YouTube Shorts পাবলিশ করার মোট তিনটে উপায় রয়েছে,

১. কম্পিউটারের মাধ্যমে,

২. স্মার্টফোন থেকে এবং

৩. ইউটিউব থেকে সরাসরি শর্টস ভিডিও রেকর্ড করে আপলোড করা। 

আর, এই তিনটি উপায় নিয়েই নিচে আমরা আলাদা-আলাদাভাবে আলোচনা করলাম।

১. কম্পিউটারের মাধ্যমে প্রি-রেকর্ডেড শর্টস আপলোড করা:

আগে থেকে রেকর্ড করা শর্টস কম্পিউটার থেকে পাবলিশ করার ধাপগুলো হল,

ধাপ-১: প্রথমেই আপনাকে ইউটিউব ব্রাউসার থেকে YouTube Studio-তে সাইন-ইন করতে হবে।

ধাপ-২: এরপর, স্ক্রিনের উপরে ডানদিকে থাকা ‘CREATE’ অপশনে ক্লিক করতে হবে। এরপর, ড্রপ ডাউন লিস্টে আসা ‘Upload videos’-এ ক্লিক করুন। 

ধাপ-৩: স্ক্রিনে আসা ‘Select Files’ অপশনটি প্রেস করুন। 

ধাপ-৪: এখানে আপনার প্রয়োজনীয় টেক্সটবক্সগুলো খুশিমতো ফিলআপ করে, ভিডিওতে টাইটেল, ডেসক্রিপশন দিতে হবে। এইখানে অডিয়েন্স ভেরিফাই করে, প্লেলিস্ট অ্যাড করে আর থাম্বনেইলে ছবি লাগিয়ে ‘Next’ বাটনে ক্লিক করলে আপনার শর্টস আপলোড হয়ে যাবে। 

২. স্মার্টফোন থেকে রেকর্ড করা শর্টস আপলোড করা:

স্মার্টফোনের থেকে প্রি-রেকর্ডেড ভিডিও আপলোডের উপায়গুলো হল,

ধাপ-১: প্রথমেই মোবাইলের ইউটিউব অ্যাপটি খুলুন। এরপর, স্ক্রিনের নিচে আসা ‘+’-এ প্রেস করুন।

ধাপ-২: তারপর মেন্যু থেকে ‘Upload a Video’ অপশন সিলেক্ট করুন। এরপর আপনার ডিভাইস ক্যামেরা রোল থেকে যেকোনো ৬০ সেকেন্ড পর্যন্ত ভিডিও সিলেক্ট করে ‘Next’-এ ক্লিক করুন। 

ধাপ-৩: এডিটর স্ক্রিন থেকে ভিডিওতে অডিও, টেক্সট, ভয়েস ওভার বা এফেক্ট দিয়ে ইচ্ছেমতো এডিট করে আবার ‘Next’-এ প্রেস করুন। 

ধাপ-৪: এরপর শর্টসের ডিটেলস, ক্যাপশন, টাইটেল, ডেসক্রিপশন, অডিয়েন্স সেটিংস ঠিক করে ‘Upload Short’-এ ক্লিক করলেই শর্টস পাবলিশ হয়ে যাবে।  

৩. ইউটিউব থেকে সরাসরি শর্টস ভিডিও রেকর্ড করে পাবলিশ করা:

ইউটিউব থেকে সরাসরি শর্টস রেকর্ড করেও আপলোড করা যায়। কিন্তু, এক্ষেত্রে ভিডিওতে অডিও-ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তবে, এখানে আপনার স্মার্টফোনে ক্যামেরার অ্যাক্সেস ও ইউটিউব অ্যাপ রাখতে হবে।

ধাপ-১: নিজের ডিভাইসে YouTube অ্যাপটা ওপেন করুন।

ধাপ-২: স্ক্রিনের নিচে থাকা ‘+’ icon-এ ক্লিক করে মেন্যু থেকে ‘Create a Short’ লেখাটা সিলেক্ট করুন।  

ধাপ-৩: এরপর 15s লেখা অপশনে ক্লিক করে নিজের পছন্দমতো ১৫ বা ৬০ সেকেন্ড শর্টস ডিউরেশান বেছে নিন।  

ধাপ-৪: স্ক্রিনের নিচে থাকা লাল সার্কেল বাটনে প্রেস করে রেকর্ডিং চালু করুন। এরপর, এই রেকর্ডিং বাটনটা আর একবার প্রেস করে রেকর্ডিং শেষ করুন।   

ধাপ-৫: এই ধাপে নিজের ইচ্ছেমতো redo/undo বাটনে ক্লিক করে রেকর্ডিংগুলো অ্যাডজাস্ট করুন। 

ধাপ-৬: রেকর্ডিং শেষ হলে স্ক্রিনে আসা ‘✔’-এ ক্লিক করুন। এখানে আপনি খুশিমতো রেকর্ডিং এডিট করতে পারেন।  

ধাপ-৭: সবশেষে ভিডিও রেকর্ডিং কমপ্লিট হলে, ‘Next’-এ ক্লিক করে ক্যাপশন স্ক্রিনে যান। এখানে আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, অডিয়েন্স সেট করে দরকারি ডিটেইলগুলো অ্যাড করুন। 

ধাপ-৮: শর্টসের সমস্ত কাজ হয়ে গেলে ‘Upload Shorts’-এ ক্লিক করলেই আপনার শর্টস পাবলিশ হয়ে যাবে। 

ইউটিউব শর্টস মনিটাইজেশনের নিয়ম: কিভাবে ইনকাম করা যাবে

YouTube Shorts-এর মনিটাইজেশনের ক্ষেত্রে এখানে আপনাকে প্রতিটা শর্টসের আগে ও পরে দেখানো অ্যাডের ভিত্তিতে পে করা হয়। যেকোনো শর্টস মনিটাইজ করার নিয়মগুলো নিচে দেওয়া হল,

  • ৫০০-১০০০ জন সাবস্ক্রাইবার,
  • ৯০ দিনে ৩টে পাবলিক ভিডিও আপলোড করতে হবে,
  • ৯০ দিনে ১০ মিলিয়ন পাবলিক শর্টস ভিউস থাকতে হবে বা লং-ফর্ম ভিডিওতে ৩৬৫ দিনে ৪০০০ পাবলিক ওয়াচ আওয়ার্স লাগবে।  
  • শর্টসের চ্যানেল মনিটাইজ করতে প্রথমেই সমস্ত YouTube channel monetization policies মেনে চলতে হবে।  
  • শর্টস থেকে ইনকাম শুরু করার জন্যে অবশ্যই এর Shorts Monetization Module-এর পারমিশন পেতে হবে। 
  • ইউটিউবের advertiser-friendly content guidelines ফলো করলে তবেই শর্টসে অ্যাড বসানো হবে। 
  • কোনোরকমের ডুপ্লিকেট, পাইরেটেড বা ফেক কনটেন্ট মনিটাইজ করা হবে না।
  • ইউটিউব পার্টনার প্রোগ্রাম অনুযায়ী কনটেন্ট ক্রিয়েটররা পেইড প্রিমিয়াম সাবস্ক্রিপশন থেকে সরাসরি আয় করতে পারবেন।  

ইউটিউব শর্টসের জন্য কত টাকা দেয়?

সাধারণত, YouTube Shorts থেকে টাকা পেতে গেলে, কম করেও শর্টস ভিডিওতে ১০০০ ভিউসের প্রয়োজন হবে। এখানে ইউটিউব আপনাকে প্রতি ১০০০ ভিউসের জন্যে মাত্র $০.০১ থেকে $০.০৬-এর মতো পে করে। এই পেমেন্ট রেট লং-ফর্ম ভিডিওর তুলনায় অনেকটাই কম। 

ধরা যাক, প্রতি মাসে আপনার চ্যানেলে ২০ মিলিয়ন শর্টস ভিউস আসে, তাহলে আপনি প্রতি মাসে ওই $৫০-এর মতো আয় করতে পারবেন। তবে, শর্টস থেকে ইনকাম শুরু করাটা বেশ চ্যালেঞ্জিং হলেও, এখানে অ্যাড ছাড়াও বিভিন্ন উপায়ে আয়ের সুযোগ রয়েছে,

যেমন- পেইড সাবস্ক্রিপশন, ইভেন্ট, মার্চেন্ডাইস, ডোনেশন, মেম্বারশিপ প্ল্যান্স ও ইত্যাদি।   

তাহলে বন্ধুরা, আপনারা চাইলেও ইউটিউব শর্টস মনিটাইজেশন এর দ্বারা নিজের মোবাইল দিয়ে অনলাইনে টাকা ইনকাম করার সুযোগ ও সুবিধা পেতে পারবেন। খানিকটা সময় দিন, ইউটিউব শর্টস এর বিষয়ে ভালো করে জানুন ও বিষয়টা বুঝুন এবং নিয়মিত কাজ করুন। অন্যান্য লক্ষ লক্ষ ক্রিয়েটরদের মতো আপনিও পারবেন অনেক ছোট ছোট ভিডিও গুলি বানিয়ে ইউটিউব শর্টস থেকে টাকা ইনকাম করতে।

অবশই পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top