YouTubers দের জন্য জরুরি ৯ টি অনলাইন টুল – (Free tools)

9 best free online tools for YouTubers: একজন ইউটিউবার হিসেবে আমাদের প্রত্যেকদিন বিভিন্ন কাজ করতে হয়।

ইউটিউবার দের জন্য জরুরি অনলাইন টুল
ইউটিউবার দের জন্য জরুরি অনলাইন টুল

বিভিন্ন রকমের editing, scripting, content planning এবং researching করার ক্ষেত্রে, আমাদের অনেক ধরণের tools ও software এর প্রয়োজন হয়।

তবে, ইন্টারনেটে এমন অনেক online tools ও website রয়েছে, যেগুলো বিভিন্ন ক্ষেত্রে আপনার কাজে আসবে।

আর তাই, আজকের এই আর্টিকেলে আমরা এমন কিছু অনলাইন টুলস ও সফটওয়্যার এর বিষয়ে জেনেনিব, যেগুলো একজন ইউটিউবার হিসেবে আপনার প্রচুর কাজে আসবে।

আমি বলতে পারছি যে, ৬৫% বাংলা ইউটিউবাররা এখনো এই অনলাইন টুল গুলো ব্যবহার করছেননা।

তবে চিন্তা করবেননা, ইউটিউবে ভিডিও তৈরি করার ক্ষেত্রে কাজে আসা এই tools এবং ওয়েবসাইট গুলো ফ্রীতেই ব্যবহার করতে পারবেন।

অবশই পড়ুন:

তাই, যদি আপনার একটি YouTube channel রয়েছে, তাহলে নিচে দেওয়া এই ৯ টি ফ্রি টুল অবশই ব্যবহার করে দেখবেন।

ইউটিউবের জন্য জরুরি অনলাইন টুল ও ওয়েবসাইট

নিচে দেওয়া, প্রত্যেকটি tools আপনারা ফ্রীতেই ব্যবহার করতে পারবেন।

তবে, কিছু কিছু tools এর ক্ষেত্রে আপনারা paid বা upgrade version ও কিনে ব্যবহার করতে পারবেন।

সেটা সম্পূর্ণ আপনার ওপরে।

যদি আপনি ভবিষ্যতে upgrade করে tools গুলোর paid version ব্যবহার করতে চান তাগলে সেটাও সম্ভব।

আর নাহলে, ফ্রীতে তো ব্যবহার করতেই পারছেন।

Top 9 online tools for every YouTube channel

বন্ধুরা, আর্টিকেলটি ভালো লাগলে নিচে কমেন্ট করে কিন্তু অবশই জানিয়ে দিবেন।

আর, যদি আপনি কোনো ভালো online tools এর বিষয়ে জানেন যেগুলো ইউটিউবের ক্ষেত্রে কাজে আসবে, তাহলে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন।

চলুন, নিচে আমরা আমাদের “online tools for YouTube” এর list টি শুরু করি।

১. Canva.com 

canva online free image editor tool
canva online free image editor tool

যদি আপনি একজন ব্লগার বা ইউটিউবার হিসেবে canva ব্যবহার করছেননা, তাহলে আপনার অনেকটাই এখনো জানা বাকি। 

Canva এমন একটি অনলাইন ফ্রি টুল যেটা প্রত্যেক ইউটিউব চ্যানেল এর ক্ষেত্রে জরুরি। 

কারণ, এখানে আপনারা বিভিন্ন ফ্রি টেম্পলেট (free templates) পেয়ে যাবেন, যেগুলো ব্যবহার করে আকর্ষণীয় “YouTube video thumbnail” তৈরি করতে পারবেন। 

তাছাড়া, যেকোনো ধরণের “logo, “poster”, “infographic”, “YouTube channel art” ইত্যাদি আপনারা এখানে ফ্রেটেই তৈরি করে নিতে পারবেন।  

আর, অনেক ধরণের “free stock video images” এখানে আপনারা পাবেন। 

আমি আমার প্রত্যেক blog post এবং YouTube video গুলোর জন্য থাম্বনেইল তৈরি করার জন্য কেবল “canva.com” অনলাইন tool ব্যবহার করছি। 

এমনিতে, canva আপনারা অনেক সহজেই নিজের মোবাইল থেকে ব্যবহার করতে পারবেন। 

Smartphone এ canva ব্যবহার করার ক্ষেত্রে “canva android app” অবশই রয়েছে। 

বলতে গেলে, এটা একটি সেরা “online image editor tool“.

২. Keywordtool.io 

free YouTube keyword research tool
free YouTube keyword research tool

একজন YouTuber হিসেবে আপনার বা আমার কীওয়ার্ড রিসার্চ অবসই করতে হয়। 

কীওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে আমরা আমাদের কনটেন্ট এর জন্য ভালো ভালো টপিক আইডিয়া বা মুখ্য বিষয়ের সাথে জড়িত অন্যান্য রিলেটেড কীওয়ার্ড বা বিষয় খুঁজে নিতে পারি। 

তাই, এই ক্ষেত্রে “keywordtool.io” আপনার সাহায্য করবে। 

Keywordtool.io ব্যবহার করে আপনারা যেকোনো বিষয়ের সাথে জড়িত অন্যান্য অনেক লাভজনক কীওয়ার্ড, প্রশ্ন বা সার্চ টার্মস খুঁজে নিতে পারবেন, যেগুলো YouTube বা Google এ সার্চ করা হয়। 

যদি আপনি ইউটিউবে সার্চ হওয়া search terms বা keywords গুলো খুঁজে নিতে চাচ্ছেন, তাহলে ওপরে থাকা অপসন গুলোর থেকে “YouTube” সিলেক্ট করে নিবেন। 

আর যদি, blogging এর ক্ষেত্রে এই tool ব্যবহার করার কথা ভাবছেন, তাহলে options গুলোর থেকে “Google” সিলেক্ট করে নিবেন। 

এই টুল ব্যবহার করে আপনারা যেকোনো keyword এর search volume, CPC, competition ইত্যাদি তথ্য গুলো জেনেনিতে পারবেন। 

তবে, সেটা কেবল paid version ব্যবহার করেই সম্ভব। 

ফ্রি version ব্যবহার করে, ইন্টারনেটে বিভিন্ন বিষয়ে সার্চ হওয়া keywords, related key terms বা search terms গুলোর বিষয়ে জেনেনিতে পারবেন। 

৩. Remove.bg 

ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ

একজন ইউটিউবার হিসেবে, তৈরি করা যেকোনো video র ক্ষেত্রে একটি video thumbnail তৈরি করতেই হয়। 

এবং, বর্তমানে “YouTube video thumbnail” গুলোতে আমরা আমাদের নিজের photo বা ছবি যোগ করার চেষ্টা করি। 

আর, এই ক্ষেত্রে প্রয়োজন হয় একটি ভালো এবং সেরা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল সফটওয়্যার এর। 

Remove.bg“, এমন একটি সেরা অনলাইন টুল, যার ব্যবহার করে আপনারা যেকোনো ছবির থেকে ব্যাকগ্রাউন্ড সরিয়ে দিতে পারবেন। 

এবং এই টুল এতটা স্পষ্ট এবং সঠিক ভাবে ব্যাকগ্রাউন্ড সরিয়ে দেয় যে কেবল ছবিতে থাকা ব্যক্তিকেই স্পষ্ট করে বোঝা যায়। 

তাই, ইউটিউবের থাম্বনেইল গুলোতে যদি নিজের ছবি যোগ করতে চাচ্ছেন, তাহলে এই অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভাল টুল ব্যবহার করতে পারবেন। 

৪. OBS (Open Broadcaster Software)

OBS screen recording software
OBS screen recording software

এটা একটি offline tool এবং প্রায় অনেক youtuber রা এই সফটওয়্যার ব্যবহার করছেন। 

OBS হলো একটি computer screen recording software যার মাধ্যমে স্ক্রিন রেকর্ডিং অনেক সহজ ও সরল ভাবে করা যেতে পারে। 

আমি নিজেই, আমার YouTube channel এর জন্য “স্ক্রিন রেকর্ডিং” ভিডিও তৈরি করার জন্য এই OBS সফটওয়্যার এর ব্যবহার করছি। 

এই free screen recorder এর মাধ্যমে, আপনারা high quality এবং HD quality র screen video record করতে পারবেন। 

Download OBS for free” লিংক টিতে গিয়ে এই ফ্রি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন।

৫. Shotcut

ফ্রীতে ভিডিও এডিটিং সফটওয়্যার
Free video editor software for YouTube 

 

Shotcut হলো একটি ভিডিও এডিটিং সফটওয়্যার যেটাকে নিজের কম্পিউটারে ডাউনলোড করে ব্যবহার করতে হবে। 

আমি নিজেই, ইউটিউবের জন্য এই ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করছি এবং সত্যি বললে, “এটা পেইড সফটওয়্যার এর তুলনায় প্রায় একি”.

কেননা, আপনারা যেগুলো ভিডিও এডিটিং এর কাজ একটি paid video editing software এ করতে পারবেন, সেগুলো এই shotcut free video editor সফটওয়্যার টিতেও করতে পারবেন। 

Video effects, 4k resolution support, Webcam capture, Audio capture, Color, text, noise এবং counter generators, Video compositing, Video wipe transitions, Video Filters ইত্যাদি অনেক রকমের এডিটিং টুলস আপনারা এখানে পাবেন।

তাই, যদি আপনি নিজের তৈরি করা ইউটিউবের ভিডিও গুলো এডিট করার ক্ষেত্রে একটি সেরা এবং ফ্রি সফটওয়্যার খুঁজছেন, তাহলে “Shotcut” ব্যবহারের পরামর্শ আমি দিবো। 

Shotcut সম্পূর্ণ ফ্রীতে download এবং ব্যবহার করতে পারবেন।  

৬. Panzoid.com

ইউটিউবের ইন্ট্রো তৈরি করুন ফ্রীতে।

একজন ইউটিউবার হিসেবে ভিডিওর প্রথম ভাগেই ইন্ট্রো (intro) ব্যবহার করার গুরুত্ব কতটা বেশি, সেটাতো আপনি অবশই জানেন।

কিন্তু প্রশ্নহচ্ছে, ফ্রীতেই ইউটিউব ভিডিওর জন্য ইন্ট্রো (intro) কিভাবে তৈরি করবেন ?

তাই তো..?

তাহলে এই ক্ষেত্রে আপনার কাজে আসবে “Panzoid” অনলাইন ওয়েবসাইট বা টুল। 

এখানে আগের থেকেই তৈরি করা কিছু ইন্ট্রো (intro) রয়েছে, যেগুলো আপনি নিজের হিসেবে এডিট করে ডাউনলোড করে নিতে পারবেন। 

এবং ডাউনলোড করা ইন্ট্রো ভিডিওটি “ভিডিও এডিটিং সফটওয়্যার” এর মাধ্যমে, নিজের ইউটিউব ভিডিও গুলোতে যোগ করতে পারবেন। 

তাহলে ইউটিউবের জন্য ফ্রি ইন্ট্রো মেকার (free intro maker) হিসেবে, এই অনলাইন টুল ব্যবহার করতে পারবেন। 

৭. Tubebuddy 

Tubebuddy extension for YouTube seo
Tubebuddy extension for youtube seo.

ইউটিউবের জন্য জরুরি আমাদের এই টুলটি কিন্তু একটি “Google chrome extension”.

তাই, এই টুল আপনারা কেবল google chrome browser ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।  

একজন ইউটিউবার হিসেবে প্রত্যেকেই এই “Tubebuddy extension” ব্যবহার করছেন। 

এবং, সেটাও একটি বিশেষ কারণে। 

সেই কারণটি জানতে চাচ্ছেন তো ?

Tubebuddy chrome extension ব্যবহার করে, আপনারা YouTube এ থাকা যেকোনো ভিডিওর “tags” গুলো দেখতে পারবেন।

হে, কোন ভিডিওতে কি কি কীওয়ার্ড ট্যাগ ব্যবহার করা হয়েছে, সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য আপনারা জেনেনিতে পারবেন। 

তাছাড়া, কোন কোন ট্যাগ বা কীওয়ার্ড গুলোর জন্য ভিডিওটি YouTube search এ সব থেকে প্রথমেই র্যাংক করছে, সেই তথ্য ও আপনারা পাবেন। 

এভাবে, নিজের ইউটিউবের ভিডিওর সাথে জড়িত অন্যান্য জনপ্রিয় ও অধিক ভিউ হওয়া ভিডিও গুলোতে কোন কোন tags বা keywords গুলোর থেকে search views আসছে, সেটা দেখে সেই keyword tag গুলো আপনি নিজের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। 

Tubebuddy এমনিতে ফ্রীতেই ব্যবহার করতে পারবেন এবং নিজের প্রতিযোগী ভিডিও গুলোর বিষয়ে বিশ্লেষণ (analysis) করতে পারবেন।  

৮. YouTube audio library

free audio for youtube
Free audio for YouTube.

নিজের ইউটিউবের ভিডিও গুলোতে অনেক সময় বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে ব্যবহার করতে হয়। 

ভিডিওতে ব্যাকগ্রউড মিউজিক ব্যবহার করলে, ভিডিও গুলো দেখে ও শুনে ভিয়ার্সরা (viewers) অধিক বেশি ভালো পান। 

কিন্তু মনে রাখবেন, আপনি যেকোনো audio বা music file নিজের ভিডিওতে ব্যবহার করতে পারবেননা। 

অনুমতি ছাড়া অন্যের music বা audio ফাইল নিজের ভিডিওতে ব্যবহার করলে, আপনার ভিডিও গুলোতে “copyright strik” এসে যেতে পারে। 

তাই, এই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন “YouTube audio library” র। 

এখানে আপনারা, বিভিন্ন “royalty free” ব্যাকগ্রাউন্ড মিউজিক ও অডিও এফেক্ট পেয়ে যাবেন। 

এবং, নিজের যেকোনো ইউটিউবের ভিডিওতে এই audio file গুলো কোনো অসুবিধে ছাড়া ব্যবহার করতে পারবেন। 

তবে, music file বা sound effects গুলো ব্যবহার করার আগে দেখেনিবেন, যাতে “You’re free to use this song in any of your videos”, বলে লিখা থাকে। 

৯. Pixabay.com

ইউটিউবের জন্য ফ্রি ভিডিও ক্লিপ।

Pixabay হলো একটি free stock image & video ওয়েবসাইট। 

ইউটিউবের জন্য ভিডিও তৈরি করার ক্ষেত্রে, আমরা অনেক সময়, আগের থেকেই তৈরি কিছু video clip ব্যবহার করে ভিডিও তৈরি করি। 

এবং এই ক্ষেত্রে, আমাদের প্রয়োজন হয় কিছু “royalty free stock videos” এর। 

মানে এমন কিছু ভিডিও ক্লিপ, যেগুলো আমরা “copyright” এর ভয় ছাড়া নিজের video গুলোতে ব্যবহার করতে পারি। 

আর এই ক্ষেত্রে, pixabay আমাদের কাজে আসে।  

এখান থেকে, যেকোনো বিষয়ে বিভিন্ন free stock video আপনারা ডাউনলোড করেনিতে পারবেন। 

ওয়েবসাইটের search box এর মাধ্যমে, আপনি নিজের প্রয়োজন হিসেবে video clip খুঁজে নিতে পারবেন। 

 

আমাদের শেষ কথা

তাহলে বন্ধুরা, আজকে আমরা ইউটিউব এর জন্য কিছু জরুরি ও সেরা টুলস এর বিষয়ে জেনে নিলাম, যেগুলো প্রত্যেক ইউটিউবার এর কাজে আসে। (Best free tools for YouTubers).

ওপরে দেওয়া, YouTube এর জন্য জরুরি tools গুলো আমি নিজেই ব্যবহার করছি।

এবং, সত্যি বললে এই tools গুলোর মধ্যে অনেক গুলো যেমন, “canva”, “tubebuddy”, “remove.bg” প্রায় ৯০% ইউটিউবাররা ব্যবহার করছেন।

আর তাই, অনলাইন টুল গুলোর মধ্যে যদি আপনার কোনোটাও কাজে এসে থাকে, তাহলে নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।

তাছাড়া, ইউটিউবের ভিডিও তৈরি করার ক্ষেত্রে, আপনি যদি অন্য কোনো tools ব্যবহার করছেন যেগুলো এই লিস্টে নেই, তাহলে সেটাও অবশই আমাদের জানিয়ে দিবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top