ফরেক্স ট্রেডিং কি (What Is Forex Trading in Bengali), বিষয়টি নিয়ে আজকে আমরা অনেক কিছুই জানার চেষ্টা করবো।
Forex trading সম্পর্কে বিস্তারিত তথ্য গুলো জানার জন্যে, আপনাকে ধ্যান দিয়ে বিষয়টিকে বুঝতে হবে।
হতে পারে, ফরেক্স ট্রেডিং এর বিষয়ে আপনি কিছুই জানেননা,
তবে, এটা এমন এক লাভজনক প্রক্রিয়া যেখানে টাকা ইনভেস্ট করে আপনি লাভ আয় করতে পারবেন।
যখন financial market এর মধ্যে আমরা money invest করার কথা ভাবি,
তখন আমাদের কাছে ৩ রকমের মার্কেটের অপসন থাকে।
- Equity market
- Commodity market
- Currency market / Foreign Exchange Market / Forex trading
“Equity market“, এমনিতে অনেক জনপ্রিয় একটি investment option যেখানে বর্তমানে লোকেরা প্রচুর টাকা ইনভেস্ট করেন।
এই মার্কেট কে “stock market” বলেও বলা হয় যেখানে বিভিন্ন কোম্পানি গুলোর shares গুলোকে জারি করে সাধারণ ব্যক্তিদের কাছে বেচা-কেনার জন্যে উপলব্ধ করানো হয়।
সোজা ভাবে বললে, এই ধরণের মার্কেটে আপনি বিভিন্ন কোম্পানি গুলোর শেয়ার কিনে সেগুলোর ওপরে টাকা খাটিয়ে (invest) লাভ আয় করতে পারবেন।
“Commodity market“, হলো এমন এক মার্কেট যেখানে কৃষি এবং কৃষির বাইরের সেই প্রত্যেক জিনিস গুলোর ওপরে ট্রেডিং করা হয় যেগুলো সাধারণ জীবনের জন্যে অতি প্রয়োজনীয়।
যেমন, wheat, barley, sugar, maize, cotton, cocoa, coffee, milk products, pork bellies, oil, metals, Aluminium, Brass, Copper, Lead, Nickel, Zinc, oil, Palm olein, Rubber ইত্যাদি।
“Currency market“, যাকে “foreign exchange market” বলেও বলা হয়।
এই মার্কেটে বিশ্বজুড়ে বিভিন্ন আলাদা আলাদা দেশে-বিদেশের মুদ্রার ওপরে ট্রেডিং করা হয়।
এখানে, মূলত বর্তমানের currency exchange rates এর ওপরে নির্ভর করে যেকোনো দেশের মুদ্রার ওপরে নিবেশ (invest) করা হয়।
আর ট্রেডিং এর এই আধুনিক প্রক্রিয়াকেই বলা হয় “ফরেক্স ট্রেডিং“.
ফরেক্স কি ? (What in forex in Bangla)
Forex trading কি, এই বিষয়ে বুঝার আগে আপনাকে বুঝতে হলে যে “ফরেক্স কি” (what is forex).
সোজা ভাবে বললে, ফরেক্স মানে হলো “foreign exchange market” যেটাকে “FX market” বলেও বলা হয়।
ফরেক্স হলো এমন এক ব্যবস্থা বা মার্কেট যেখানে বিদেশী মুদ্রার (foreign currency) লেন-দেন বা আদান প্রদান (exchange) করা হয়।
এটা একটি গ্লোবাল মার্কেট (Global market), যেখানে আলাদা আলাদা দেশের মুদ্রা গুলোকে আদান-প্রদান করা হচ্ছে।
বিশ্বের সব থেকে অধিক ট্রেড বা লেন-দেন হওয়া মার্কেট এটাই যেখানে প্রত্যেক দিন প্রায় $5.1 trillion এর turnover রয়েছে।
ফরেক্স এর মধ্যে বিশ্বজুড়ে সপ্তাহের ৫ দিন ২৪ ঘন্টা ট্রেডিং চলতেই থাকে।
Foreign exchange হলো এমন এক প্রক্রিয়া যেখানে একটি দেশের মুদ্রাকে অন্য একটি দেশের মুদ্রাতে অদলবদল (exchange) করা হয়।
বিভিন্ন আলাদা আলাদা কারণেই মুদ্রার এই অদলবদল করা হয়। যেমন, commerce, trading, এবং tourism ইত্যাদি।
তাহলে আশা করছি “ফরেক্স মানে কি” বিষয়টা বুঝতে পেরেছেন।
ফরেক্স ট্রেডিং কি ? (What is forex trading in Bangla)
ওপরে আমরা জানলাম, ফরেক্স মানে হলো সেই প্রক্রিয়া যেখানে বিদেশী মুদ্রার (foreign currency) লেন-দেন বা আদান প্রদান করা হয়।
এখন, ট্রেড (trade) শব্দের মানে হলো কেনাবেচা করা।
তাই, যখন আপনি ফরেক্স এক্সচেঞ্জ মার্কেট থেকে বিদেশী মুদ্রার কেনাবেচা (trade) করবেন,
তখন সেই প্রক্রিয়াকেই বলা হবে ফরেক্স ট্রেডিং।
“Foreign Exchange Market”, হলো সেই মার্কেট যেখান থেকে সরাসরি বিদেশী মুদ্রার কেনাবেচা বা ট্রেড করা সম্ভব।
এই ফরেক্স মার্কেটের দ্বারা যেকোনো দেশের বর্তমানের মুদ্রার এক্সচেঞ্জ রেট নির্ধারিত (দেখানো) করা হয়।
মুদ্রার বেচাকেনা বা ট্রেডিং করার সময় আপনাকে সেই মুদ্রার বর্তমান এক্সচেঞ্জ রেট দেখে ও জেনে নিতে হবে।
কারণ, গ্লোবাল ফরেন এক্সচেঞ্জ মার্কেটের মধ্যে প্রত্যেক আলাদা আলাদা দেশের মুদ্রার এক্সচেঞ্জ রেট কম-বেশি হতেই থাকে।
যখন কোনো বিদেশী মুদ্রার মূল্য কম থাকবে, তখন সেই মুদ্রাতে ইনভেস্ট করতে বা মুদ্রা কিনে রাখতে পারবেন।
মুদ্রা কেনার সময়, বর্তমানের ফরেক্স এক্সচেঞ্জ রেট হিসেবেই আপনি আপনার দেশের মুদ্রা ব্যবহার করে কিনতে পারবেন।
এতে, যখন সেই বিদেশী মুদ্রার মূল্য ফরেক্স মার্কেটে বৃদ্ধি পাবে, আপনি আপনার কাছে থাকা বিদেশী মুদ্রা গুলোকে অধিক মূল্যের বিনিময়ে বিক্রি, এক্সচেঞ্জ বা ট্রেড করতে পারবেন।
আর এভাবেই ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে লোকেরা টাকা আয় করেন।
একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি
ফরেক্স ট্রেডিং এর উদাহরণ একটি দিয়ে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি।
ধরুন আপনি ভাবলেন ফরেক্স ট্রেডিং করে টাকা ইনকাম করবেন।
তাই, আপনি ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে ১০০ ডলার ($100) কিনে নিলেন বা এক্সচেঞ্জ করলেন।
এখন,
- ডলার কেনার সময় প্রত্যেক ডলারের এক্সচেঞ্জ রেট (মূল্য) ভারতের (India) জন্য ছিল = Rs.70 টাকা করে।
- তাহলে, $100 কেনার / এক্সচেঞ্জ করার ক্ষেত্রে আপনি দিয়েছেন টোটাল ১০০X৭০ = ৭০০০ টাকা।
- ভারতরের মুদ্রা হিসেবে আপনি ৭০০০ টাকা দিয়ে বিদেশী ১০০ ডলার কিনে রাখলেন।
এখন লাভ কিভাবে হবে ?
ডলার কেনার পর ধরুন “Foreign Exchange Market” এর মধ্যে ১ ডলার এর মূল্য ভারতের ক্ষেত্রে ৭৫ টাকা হয়ে দাঁড়ালো।
- এখন আপনি ৭০ টাকা দিয়ে কেনা প্রতি ডলার আবার ৭৫ টাকায় বিক্রি করতে বা এক্সচেঞ্জ করতে পারবেন।
- এতে আপনার প্রতি ডলারে ৫ টাকা করে লাভ হচ্ছে।
- তাই, ৫X১০০ = ৫০০ টাকা আপনার লাভ হচ্ছে।
এভাবে আপনি বিভিন্ন আলাদা আলাদা দেশের মুদ্রা গুলোর ওপরে ইনভেস্ট বা ট্রেডিং করে ফরেক্স এর মাধ্যমে টাকা আয় করতে পারবেন।
কোন দেশের মুদ্রার মূল্য ভবিষ্যতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটার অনুমান করেই আপনার ট্রেডিং করতে হবে।
তাহলে আশা করছি, “ফরেক্স মার্কেট থেকে কিভাবে আয় করবেন” বিষয়টি বুঝতে পেরেছেন।
ফরেক্স ট্রেডিং কিভাবে কাজ করে ?
Forex trading মানেই হলো একটি মুদ্রাকে বিক্রি করা তবে অন্য এক মুদ্রার বিপরীতে।
এক্ষেত্রে, ট্রেডিং করার জন্যে বিভিন্ন আলাদা আলাদা কোম্পানি বা এজেন্ট গুলো রয়েছে।
এই, এজেন্ট বা কোম্পানি গুলোর সাহায্যে আপনারা ফরেক্স ট্রেডিং করতে পারবেন।
ফরেন এক্সচেঞ্জ মার্কেটের মধ্যে প্রত্যেক মুদ্রার মূল্য বা এক্সচেঞ্জ রেট কম বেশি হয়েই থাকে।
তাই, বর্তমানে মূল্য কম থাকা মুদ্রা গুলোকে কিনে নিয়ে ভবিষ্যতে সেই মুদ্রার মূল্য বৃদ্ধি পাওয়ার পর সেগুলোকে এক্সচেঞ্জ বা বিক্রি করা হয়।
আর এভাবেই ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে লাভ আয় করা হয়।
যখনি আপনি ফরেক্স ট্রেডিং করছেন তখন আপনি দুটো আলাদা আলাদা মুদ্রার (currency) আদান প্রদান প্রদান করছেন।
এবং এই মুদ্রার আদান প্রদান foreign exchange market এর মধ্যে নির্ধারিত মুদ্রার মূল্যের ওপরে নির্ভর করে করা হয়।
ফরেক্স ট্রেডিং এর সাথে জড়িত ট্রান্সেকশন গুলো ৪ টি আলাদা আলাদা মুখ্য ফরেক্স ট্রেডিং সেন্টার গুলোতে (London, New York, Sydney, এবং Tokyo) ছড়িয়ে দেওয়া হয়।
আপনি ফরেক্সের ক্ষেত্রে দিনের ২৪ ঘন্টা যেকোনো সময় ট্রেড করতে পারবেন।
ফরেক্স মার্কেট থেকে কিভাবে আয় করবেন ?
যখন আপনি ট্রেডিং করে থাকেন, তখন ফরেক্স মার্কেটে বর্তমানের মুদ্রার মূল্য হিসেবে আপনাকে অন্যান্য মুদ্রা গুলোকে কিনে নিতে হয়।
তাই, এই ট্রেডিং এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো “currency exchange rate“.
আপনি যেকোনো দেশের মুদ্রা কিনে নিতে পারবেন।
যেমন, USD, Euro, Pound, Yen, Indian rupees, peso ইত্যাদি।
যেভাবে ওপরে দেখানো হয়েছে, আপনি গুগল এর মধ্যে গিয়ে সার্চ করলেই দেখতে পারবেন যে যেকোনো দেশের মুদ্রা কেনার বিপরীতে আপনাকে আপনার দেশের কতটা মুদ্রা খরচ করতে হবে।
ওপরে দেখানো ছবি হিসেবে, বর্তমানে $1 কেনার জন্যে আমাকে Rs.৭২.৬৩ ভারতীয় রুপি দিতে হবে।
এবার ডলার কেনার পরে যদি ডলার এর এক্সচেঞ্জ রেট ভবিষ্যতে Rs.৭২.৬৩ থেকে বেশি হয়ে থাকে তাহলে আমার লাভ আর সেভাবেই ডলার এর মূল্য কমলে আমার লোকসান।
আপনাকে নিজের লাভ এমং লোকসান দেখেই মুদ্রার কেনাবেচা করতে হবে।
আর এভাবেই, কম exchange rate এর সাথে currency গুলোকে কিনে নিয়ে,
কিছু সময় পরে, যখন সেই মুদ্রার currency exchange rates বৃদ্ধি হয়ে যাবে তখন সেই currency আবার বিক্রি করে আপনি লাভ আয় করতে পারবেন।
আপনি কি ফরেক্স ট্রেডিং করতে পারবেন ?
হে অবশই, বর্তমান সময়ে অনেক সহজে আপনি ফরেক্স ট্রেডিং করতে পারবেন।
এক্ষেত্রে, আপনার একটি কম্পিউটার বা স্মার্টফোন থাকতে হবে যেখানে ইন্টারনেট কানেকশন রয়েছে।
বর্তমান সময়ে, ইন্টারনেটের মাধ্যমে আপনি কোনো ঝামেলা ছাড়া ট্রেডিং করতে পারবেন।
তবে, কারেন্সি মার্কেটে ট্রেডিং করার জন্য আপনার একজন ফরেক্স ব্রোকার এর সাথে একটি ট্রেডিং একাউন্ট এর প্রয়োজন অবশই হবে যেটা সহজেই করে নিতে পারবেন।
Forex trading এর ক্ষেত্রে কিছু জরুরি পরামর্শ
ফরেক্স মার্কেট কিন্তু equity market বা share market এর মতোই কাজ করে।
কেননা, এখানেও মূল্য বৃদ্ধি এবং কম হওয়ার ওপরেই লাভ এবং লোকসান নির্ভর করে থাকে।
শেয়ার মার্কেট এর ক্ষেত্রে প্রত্যেক শেয়ার এর মূল্য এবং ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে মুদ্রার এক্সচেঞ্জ রেট এর মূল্যের ওপরেই সবটা নির্ভর।
তাই, এই ধরণের ট্রেডিং এর ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা যতটা বেশি ততটাই লোকসান হওয়ার ভয় অবশই রয়েছে।
কেও বলতে পারবেনা যে কালকে কোন মুদ্রার এক্সচেঞ্জ রেট বাড়বে বা কমবে।
- Forex trading এর ক্ষেত্রে invest করার আগে অনেক ভালো করে এই বিষয়ে জ্ঞান নিয়ে নিন।
- Scam ইত্যাদির থেকে দূরে থাকুন এবং কোনো ভালো এবং রেজিস্টার্ড ফরেক্স ব্রোকার এর সাথে ট্রেডিং একাউন্ট তৈরি করুন।
- প্রথম অবস্থায় কেবল সাধারণ কিছু সংখ্যায় কারেন্সি ট্রেড করুন।
- কখনো সীমার বাইরে ইনভেস্ট করার ভুল করবেননা।
- কখনো টাকা ধারে নিয়ে বা প্রয়োজনীয় টাকা এই ধরণের ট্রেডিং এর ক্ষেত্রে ব্যবহার করবেননা। লস হলে আপনি ভারী সমস্যায় পড়তে পারেন।
- Profit হওয়ার কোনো ধরণের guarantee এই ধরণের ট্রেডিং এর ক্ষেত্রে থাকছেনা। সবটা অনুমান এর ওপরে করা হয়।
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা আশা করছি ফরেক্স ট্রেডিং নিয়ে আপনার মনের মধ্যে থাকা প্রত্যেক প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি।
Forex trading কি (what is forex trading in Bengali), বিষয়টা অনেক সোজা।
তবে, সোজা হলেও এই ধরণের ট্রেডিং এর সাথে সংযুক্ত হওয়ার আগে সম্পূর্ণটা জেনে রাখা ভালো।
মনে রাখবেন, যেখানে যত বেশি রিস্ক রয়েছে সেখান থেকে ততটাই বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে।
তাই, কিছু উপরি লাভ আয় করার ক্ষেত্রে এই ধরণের ইনভেস্টমেন্ট করাটা ভালো।
তবে কেবল তখন যখন আপনার কাছে কিছু উপরি বা এক্সট্রা টাকা রয়েছে।
ফরেক্স ট্রেডিং কিভাবে কাজ করে, এবিষয়ে লিখা আর্টিকেল যদি আপনাদের ভালো লেগেছে,
তাহলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।
তাছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে আমাকে নিচে কমেন্ট অবশই করবেন।
খুবি ভালো লাগলো ভাইয়া। একদম চোখে আংগুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া❤️❤️❤️