লক থাকা পিডিএফ ফাইল থেকে পাসওয়ার্ড সরাতে বা রিমুভ করতে হলে আপনি Adobe Acrobat এর মতো একটি PDF reader software ব্যবহার করতে পারেন। এছাড়া, Google Play Store-এর মধ্যেও হয়তো অনেক third party apps গুলো রয়েছে, যেগুলোর দ্বারা যেকোনো পিডিএফ ফাইল থেকে পাসওয়ার্ড সরানো যাবে।
এরকম অনেক সময় হয়ে থাকে যে, আমরা আমাদের ইমেইল আইডিতে একটি পিডিএফ স্টেটমেন্ট ফাইল পেয়ে থাকি এবং সেটাকে খুলতে গেলেই আমাদের থেকে পাসওয়ার্ড চাওয়া হয়। এছাড়া, অনেক সময় আমরা সেই পিডিএফ ফাইল এর পাসওয়ার্ড জানা সত্ত্বেও ফাইলটি খোলার জন্যে বার বার পাসওয়ার্ড দিতে হয়। এমনিতে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা পিডিএফ ফাইল গুলো সম্পূর্ণ ভাবে নিরাপদ।
তবে, ফাইলটি ওপেন করার জন্যে পাসওয়ার্ড মনে রাখাটাও অনেকের জন্যে একটি অনেক কঠিক কাজ। তাই, এই পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় রয়েছে। আর সেটা হলো, পিডিএফ ফাইল থেকে পাসওয়ার্ড রিমুভ করা। আপনি শুনে অনেক খুশি হবেন যে, বর্তমান সময়ে আপনি অনেক সহজেই যেকোনো PDF থেকে password remove করতে পারবেন।
পাসওয়ার্ড সুরক্ষার প্রক্রিয়ার ওপর নির্ভর করে পিডিএফ ফাইল থেকে পাসওয়ার্ড সরানোর বিভিন্ন উপায় রয়েছে।
PDF reader-এর দ্বারা পাসওয়ার্ড রিমুভ করুন
যদি আপনার PDF-এর মধ্যে “owner password” ব্যবহার করা হয়েছে যার দরুন আপনি editing, printing বা copying-এর মতো অপসন গুলো ব্যবহার করতে পারছেননা তাহলে আপনি অনেক সহজে সেটাকে রিমুভ করতে পারবেন Adobe Acrobat বা Foxit Reader-এর মতো একটি PDF reader ব্যবহার করে।
- Acrobat Pro পিডিএফ রিডার এর মধ্যে পাসওয়ার্ড থাকা পিডিএফ ফাইলটি ওপেন করুন। আপনাকে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করতে হবে।
- এখন সরাসরি, “Tools” > “Protect” > “Encrypt” > “Remove Security” চলে যেতে হবে।
- যদি আপনার ফাইলে Document Open password ব্যবহার করা হয়েছে, তাহলে এটাকে রিমুভ করার জন্যে “OK” ক্লিক করুন।
- যদি, আপনার ফাইলে permissions password ব্যবহার করা হয়েছে, তাহলে Enter Password box-এর মধ্যে সঠিক পাসওয়ার্ডটি দিয়ে দিন।
- একবার আপনি সঠিক পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর, আপনার ডকুমেন্ট থেকে চিরকালের জন্যে পাসওয়ার্ড সরিয়ে দেওয়া হবে।
গুগল ক্রোম এর সাহায্যে পিডিএফ পাসওয়ার্ড রিমুভ
- সবচেয়ে আগে আপনাকে PDF file-টি গুগল ক্রোমে ওপেন করতে হবে।
- এখন ফাইল ওপেন করার জন্যে আপনাকে পাসওয়ার্ড এন্টার করতে হবে।
- সরাসরি Print > Save as PDF এর অপশনে চলে যেতে হবে।
- শেষে, পিডিএফ ফাইলটি নতুন নামের সাথে সেভ করুন।
- এই সেভ করা নতুন ফাইল থেকে সম্পূর্ণ ভাবে পাসওয়ার্ড রিমুভ হয়ে যাবে।
মোবাইলের প্রিন্ট অপশনের দ্বারা পাসওয়ার্ড রিমুভ
যদি আপনি নিজের স্মার্টফোনের দ্বারা যেকোনো পিডিএফ ফিলের পাসওয়ার্ড সরাতে চাইছেন তাহলে অনেক সহজেই এই কাজ করতে পারবেন।
- আপনার স্মার্টফোনের built-in PDF viewer-এর দ্বারা ফাইলটি ওপেন করুন।
- এবার ফাইলটি ওপেন করার জন্যে পাসওয়ার্ড দিতে হবে।
- এখন PDF viewer-এর মধ্যে থাকা menu icon> Share> Print icon-এ চলে যেতে হবে।
- শেষে, Save as PDF / Print to PDF অপসন সিলেক্ট করুন এবং কোন ফোল্ডারে ফাইলটি সেভ করবেন সেটা সিলেক্ট করে “SAVE” বাটনে ক্লিক করুন।
- এখন, আপনার সেভ করা নতুন পিডিএফ ফাইলটি কোনোধরনের পাসওয়ার্ড ছাড়া খুলতে পারবেন।
অনলাইন টুল ব্যবহার করে পাসওয়ার্ড সরান
ইন্টারনেটের মধ্যে এরকম প্রচুর PDF password remover tools রয়েছে যেগুলোর ব্যবহার করেও পাসওয়ার্ড রিমুভ করা যাবে।
এর জন্যে অনলাইনে অনেক tools আছে যদিও আমি একটি অনেক জনপ্রিয় টুল এর বিষয়ে বলে দিচ্ছি।
আপনি যদি আপনার পিডিএফ ফাইল এর পাসওয়ার্ড না জেনে থাকেন বা পাসওয়ার্ড ভুলে গেছেন, সেক্ষেত্রে পাসওয়ার্ড রিমুভ করার এই ট্রিক কাজে লাগবে।
মানে পাসওয়ার্ড ছাড়া পিডিএফ ফাইল আনলক করার ক্ষেত্রে এই অনলাইন টুলটি সেরা।
- সবচে আগে আপনাকে চলে যেতে হবে “www.ilovepdf.com” ওয়েবসাইটে।
- এখানে আপনারা অনেক ধরণের online tools গুলো দেখবেন।
- আপনি সরাসরি নিচে থাকা Unlock PDF এর option-এর মধ্যে click করুন।
- এবার আপনি SELECT PDF FILE এর একটি option দেখবেন। সেখানে click করুন।
- এখন আপনাকে আপনার ফাইলটি সিলেক্ট করে ওপেন করে নিতে হবে।
- শেষে, টুল এর মধ্যে থাকা “Unlock PDF” এর অপশনে click করুন।
- ব্যাস, এখন আপনার ফাইল থেকে পাসওয়ার্ড রিমুভ হয়ে যাবে এবং Download unlocked PDF এর একটি অপসন দেখবেন।
- সরাসরি, Download unlocked PDF এর বাটনে ক্লিক করুন।
- এখন দেখবেন নতুন করে ডাউনলোড করা আপনার PDF file থেকে পাসওয়ার্ড রিমুভ হয়ে গিয়েছে। পাসওয়ার্ড ছাড়া ফাইলটি খোলা যাবে।
এভাবেই, PDF password remove করার ক্ষেত্রে আপনারা অন্যান্য অনলাইন ওয়েবসাইট গুলো ব্যবহার করতে পারেন।
Google-এর মধ্যে গিয়ে সার্চ করলেই আপনারা বিভিন্ন online PDF tools গুলো পেয়ে যাবেন।
Note: মনে রাখবেন, পিডিএফ ফাইল থেকে পাসওয়ার্ড সরানোর এই উপায় গুলো কেবল শিক্ষাগত উদ্দেশ্যে এই আর্টিকেলে প্রকাশ করা হয়েছে। যেকোনো লক করা পিডিএফ এর পাসওয়ার্ড রিমুভ করার ক্ষেত্রে সেই ফাইলটি আনলক করার অধিকার আপনার থাকা জরুরি।
অবশই পড়ুন – সর্বজনীন ওয়াইফাই ব্যবহার করার আগে মনে রাখুন