সর্বজনীন ওয়াইফাই ব্যবহার করার আগে ৭টি জিনিস মনে রাখুন

পাবলিক ওয়াইফাই নিরাপত্তা টিপস: একটি সর্বজনীন ওয়াইফাই নেটওয়ার্ক (public Wi-Fi) ব্যবহার করার লাভ বা সুবিধা প্রচুর রয়েছে। হতে পারে আপনি একটি রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এবং আপনার মোবাইলের ডাটা 2G বা 3G-তে কাজ করছে। এই মুহূর্তে যদি আপনি একটি ফ্রি 4G Wi-Fi connection পেয়ে থাকেন, তাহলে আপনারা কতটা আনন্দ অনুভব করবেন সেটা কি আর বলতে। আর তাই, আপনি তাড়াতাড়ি সংযোগ করলেন railway station এর ফ্রি Wi-Fi-এর সাথে।

পাবলিক ওয়াইফাই নিরাপত্তা টিপস
How to stay secure while connecting to a public Wi-Fi

অনেক সময় অনেক জায়গাতে আমাদের mobile data ভালো করে কাজ না করাতেও একটি সর্বজনীন ওয়াইফাই আমাদের অনেক কাজে এসে থাকে। তবে, যিহেতু একটি সর্বজনীন ওয়াইফাই (public Wi-Fi) প্রত্যেকের জন্যেই উন্মুক্ত রাখা হয়েছে, তাই এই ধরণের ওয়াইফাই ব্যবহার করার আগে আপনাকে কিছু জরুরি নিরাপত্তার টিপস গুলো জেনে নেওয়া দরকার। আপনার ব্যক্তিগত ডেটা এবং পরিচয় রক্ষা করার জন্য একটি সর্বজনীন ওয়াইফাই এর সাথে সংযোগ করার আগে নিচে বলে দেওয়া বিষয় গুলোতে একবার হলেও অবশই নজর দিবেন।

অটোম্যাটিক কানেকশন বন্ধ রাখুন

উন্মুক্ত Wi-Fi নেটওয়ার্কগুলি উপলব্ধ থাকার সময় আপনার ডিভাইস / মোবাইল নিজে নিজে সেই ওপেন ওয়াই-ফাই নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত হয়ে যাওয়ার দরুন আপনি আপনার ইন্টারনেট ডাটা অনেকটুকু সেভ করতে পারছেন। এছাড়া, অনেক ক্ষেত্রে বিষয়টা অনেক সুভিধাজনকও বটে। তবে যদি নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এই বিষয়টিকে দেখা হয় তাহলে এটা একটি বিপদজনক ব্যাপার।

যিহেতু, এই ধরণের ওয়াইফাই নেটওয়ার্ক গুলো প্রত্যেকের জন্যেই উন্মুক্ত রাখা হয়েছে। তাই, একটি public Wi-Fi-এর মধ্যে বিভিন্ন হ্যাকাররা সক্রিয় থাকার সম্ভাবনা অনেক বেশি। আর তাই এরা এই পাবলিক নেটওয়ার্ক এর মধ্যে থাকা বিভিন্ন সংবেদনশীল তথ্য গুলির অ্যাক্সেস লাভ করার সম্ভাবনাও প্রচুর থেকে থাকে।

তবে, আপনি নিজের ডিভাইস এর অটোম্যাটিক ওয়াইফাই কানেকশন অপশনটি বন্ধ রাখার মাধ্যমে এই বিপদ থেকে বাঁচতে পারবেন। মানে, ওপেন ওয়াইফাই নেটওয়ার্ক গুলোর সাথে যাতে আপনার মোবাইল বা ডিভাইস নিজে নিজে সংযুক্তি না হয়, সেই বিষয়ে আপনার নিশ্চিত থাকতে হবে।

বিশ্বস্ত নেটওয়ার্ক গুলোর সাথে সংযোগ

বর্তমান সময়ে যখন আপনি যেকোনো ব্যস্ত এলাকাতেই প্রবেশ করে থাকেন তখন নিজের ডিভাইস এর উপলব্ধ ওয়াইফাই নেটওয়ার্ক এর তালিকাতে একাধিক open Wi-Fi networks-গুলো পেয়ে যাবেন। আর যখন আমরা একটি ফ্রি ওপেন ওয়াইফাই নেটওয়ার্ক পেয়ে থাকি তখন দ্রুত ও ফ্রি ইন্টারনেট ব্যবহার করার লোভ আমাদের মধ্যে চলে আসাটা স্বাভাবিক। ফ্রি ইন্টারনেট কে না ভালোবাসে ?

কিন্তু একটি অজানা অপরিচিত ওয়াইফাই নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত হওয়ার মাধ্যমে আপনি আপনার ডিভাইস এর মধ্যে থাকা ব্যক্তিগত ডাটা গুলো হ্যাকারদের কাছে প্রকাশ পাওয়ার সুযোগ দিচ্ছেন। তাই, নিজের ডিভাইস এর মধ্যে থাকা আপনার ব্যক্তিগত তথ্য গুলি সুরক্ষিত রাখার জন্যে ভুলেও কোনো অজ্ঞাত ওপেন ওয়াইফাই নেটওয়ার্ক এর ব্যবহার করবেননা।

তবে হ্যা, আপনার চেনা পরিচিত জায়গা যেমন দপ্তর ইত্যাদির মধ্যে থাকা ওয়াইফাই নেটওয়ার্ক গুলো অবশই ব্যবহার করতে পারেন।

ফাইল এবং ফোল্ডার শেয়ার

অনেকেই এই ভুলটি অনেক সময় করে থাকেন। মনে রাখবেন, যখনই আপনি কোনো পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত থাকছেন তখন সেই নেটওয়ার্ক ব্যবহার করে কখনোই কোনো file বা documents কাওকে শেয়ার করবেননা। একটি পাবলিক ওয়াই-ফাই এর সাথে সংযুক্ত থেকে ফাইল শেয়ার করা মানে আপনার শেয়ার করা ফাইল সেই নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত থাকা অন্যান্য ব্যক্তিদের মধ্যে জেকেও দেখার সম্ভাবনা থাকছে।

তাই, কোনো অজ্ঞাত পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত থাকা কালীন কোনো ধরণের ফাইল শেয়ার করবেননা। এছাড়া, সবচেয়ে আগেই আপনার device-এর মধ্যে থাকা file sharing option-টি বন্ধ করে রাখাটা উচিত।

অনলাইন ব্যাংকিং সাইট এর ব্যবহার

নিজের ব্যক্তিগত তথ্য গুলো সুরক্ষিত রাখার জন্যে এবং নিরাপত্তার উদ্দেশ্যে আপনাকে ওপরে বলা বিষয় গুলোর ওপরে নজর দেওয়ার সাথে সাথে নিজের বিভিন্ন অনলাইন কার্যকলাপ গুলোর ওপরেও ধ্যান দিতে হবে।

অজ্ঞাত ওপেন ওয়াইফাই নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত থাকাকালীন আপনি যাতে এমন কোনো ধরণের ওয়েবসাইটে লগইন না করে থাকেন যেগুলিতে আপনার বিভিন্ন ব্যক্তিগত তথ্য রয়েছে। যেমন, online banking এবং social media website ইত্যাদি। এনাহলে, একটি সর্বজনীন ওয়াইফাই নেটওয়ার্ক এর মাধ্যমে সেই ওয়েবসাইটে থাকা আপনার ব্যক্তিগত তথ্য গুলো হ্যাকারদের জন্যে খুঁজেপাও সহজ হয়ে দাঁড়াবে।

অবশই পড়ুন >> অনলাইন ব্যাংকিং কাকে বলে ?

একটি VPN ব্যবহার করুন

একটি VPN ব্যবহার করার মাধ্যমে আপনি যেকোনো public Wi-Fi network ব্যবহার করার সময় নিজের তথ্য গুলোকে নিরাপদ রাখতে পারবেন। যেকোনো ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করার সময় নিজের ব্যক্তিগত তথ্য গুলোকে সুরক্ষিত রাখার এটা সব থেকে সহজ তবে কার্যকর উপায়।

যখন আপনি একটি VPN ব্যবহার করে থাকেন তখন এর দ্বারা আপনার ডাটা গুলো একটি নিরাপদ এনক্রিপ্ট নেটওয়ার্ক (secure encrypted network) এর মাধ্যমে পুনরায় রুট করা হয়। ফলে, একটি পাবলিক ওপেন নেটওয়ার্ক এর মধ্যে থেকেও আপনি সুরক্ষিত থাকতে পারবেন। বর্তমানে আপনারা Android, iOS, Windows, বা macOS, প্রত্যেক প্লাটফর্ম এর জন্যে VPN অ্যাপস গুলো পেয়ে যাবেন।

অবশই পড়ুন >> সবচেয়ে ভালো ভিপিএন (VPN) কোনটি ?

সর্বশেষ সিকিউরিটি আপডেট

বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের স্মার্টফোনে চলে আসা বিভিন্ন security update গুলোকে আমরা অবহেলা করে থাকি। কারণ, সিকিউরিটি আপডেট গুলো কোনো নতুন ফীচার আমাদের ডিভাইস এর মধ্যে ইনস্টল করে থাকেনা। তবে মনে রাখতে হবে যে এই ধরণের আপডেট গুলি আপনার ডিভাইসের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মনে রাখবেন, কিছুদিন আগেই চলে আসা WannaCry ransomware attack-টি হাজার হাজার কম্পিউটারকে প্রভাবিত করেছিল। তবে এর মূল কারণ ছিল উইন্ডোজ আপডেট এর মধ্যে করা বিলম্ব। যদি সবাই ঠিক সময়ে তাদের সিস্টেমটিকে আপডেট করে নিতে পারতেন তাহলে এই ransomware attack-টি কিছুই করতে পারতোনা।

তাই, যখন যেই সময় আপনার ডিভাইস এর মধ্যে কোনো সিকিউরিটি আপডেট চলে আসবে, সেটাকে সাথে সাথে ইনস্টল করে নিবেন।

অবশই পড়ুন >> এন্ড্রয়েড মোবাইলে সফটওয়্যার আপডেট কিভাবে করবেন ? 

একটি শক্তিশালী পাসওয়ার্ড

অবশই, যখন আপনি একই পাসওয়ার্ড নিজের প্রত্যেকটি একাউন্ট এর জন্যে ব্যবহার করে থাকেন, তখন সেটা মনে রাখা আপনার জন্যে অনেক সহজ হয়ে যায়। তবে এক্ষেত্রে বিষয়টা হ্যাকারদের জন্য অত্যন্ত সুবিধাজনক হয়ে দাঁড়ায়।

এতে, আপনি ব্যবহার করা সর্বজনীন ওয়াইফাই নেটওয়ার্ক এর মধ্যে সক্রিয় যেকোনো হ্যাকার যদি আপনার একটি পাসওয়ার্ড খুঁজে পেতে সফল হয়, তাহলে এর মানে সে আপনার অন্যান্য একাউন্ট গুলো ও এখন এক্সেস করতে পারবে।

হ্যাকাররা অনেক সহজেই একটি সাধারণ অক্ষর এর পাসওয়ার্ড কেবল ১০ মিনিটের মধ্যেই ক্র্যাক করতে পারেন। তাই, নিজের প্রত্যেকটি জরুরি একাউন্ট গুলোতে numbers এবং special characters সহ একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন।

উপসংহার

তাহলে বন্ধুরা, একটি সর্বজনীন ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করার সময় আপনার কোন কোন বিষয়ে নজর রাখতে হবে এবং কিভাবে নিরাপদ থাকবেন সেই বিষয়ে লিখা আমাদের আজকের আর্টিকেলটি এখানেই শেষ হলো। আশা করছি, ওয়াইফাই ব্যবহারের নিরাপত্তা টিপস গুলো আপনাদের অবশই ভালো লেগেছে। আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন। এছাড়া, এই পাবলিক ওয়াইফাই নিরাপত্তা টিপস গুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেননা।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top