গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট গুলো – (Learn graphic design)

গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট: আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা সেরা কিছু ওয়েবসাইট গুলোর বিষয়ে জানবো, যেগুলোর মাধ্যমে আপনারা ঘরে বসে অনলাইনে graphics designing শিখতে পারবেন। 

গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট
Graphics designing learning course websites.

এখনের এই ভিজ্যুয়াল জগতে, graphics design skills এর চাহিদা সাংঘাতিক বেড়েছে বললে কিন্তু আমি ভুল হবোনা। 

বিজ্ঞাপন, ডিজিটাল মার্কেটিং, ফটোশপ, ফ্যাশন, কোম্পানি ব্র্যান্ড এর প্রচার, ইত্যাদি প্রত্যেক ক্ষেত্রেই চাহিদা রয়েছে এই গ্রাফিক ডিজাইনিং কৌশলের।

সত্যি বলতে, বর্তমান সময়ে একটি এই ক্ষেত্রে ক্যারিয়ার (career) তৈরি করতে পারলে, চাকরির সুযোগ তো থাকছেই,

এছাড়া, আপনারা নিজেও একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করে প্রচুর ইনকাম করতে পারবেন। 

এখন, যদি আপনিও ভাবছেন যে, কিভাবে গ্রাফিক্স ডিজাইনিং শিখবেন, তাহলে এক্ষেত্রে আপনাকে কোনো স্কুলে বা কলেজে জয়েন দিতে হবেনা। 

একজন দক্ষ (skilled) গ্রাফিক্স ডিজাইনার তার কাজে কতটা দক্ষ এবং সে কতটা ভালো করে ডিজাইনিং এর কাজ গুলো করতে পারবেন,

কেবল এই বিষয়টাই কাজ পাওয়ার ক্ষেত্রে তার জন্যে একটি গুরুত্বপূর্ণ বেপার হয়ে দাঁড়াবে। 

তার কাছে কোন কলেজ, ইনস্টিটিউট ইত্যাদির সার্টিফিকেট রয়েছে, সেটা মোটেও তেমন জরুরি বিষয় হবেনা।  

তাই, আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাইছেন, তাহলে ঘরে বসে অনলাইনে আরামে শিখতে পারবেন।

এর জন্যে, প্রচুর অনলাইন প্লাটফর্ম গুলো রয়েছে, যেখান থেকে আপনারা ফ্রীতে এবং টাকা দিয়েও প্রফেশনাল ভাবে গ্রাফিক্স ডিজাইনিং শিখতে পারবেন।

গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট গুলোর তালিকা

চলুন, নিচে আমরা সেই প্রত্যেকটি অনলাইন ওয়েবসাইট গুলোর বিষয়ে একে একে জেনেনেই যেখান থেকে আপনারা ফ্রীতে / টাকা দিয়ে, গ্রাফিক্স ডিজাইনিং কোর্স করতে পারবেন। 

১. YouTube 

YouTube হলো বর্তমান সময়ের সেরা অনলাইন ভিডিও প্লাটফর্ম যেখান থেকে সম্পূর্ণ ফ্রীতে বিভিন্ন বিষয়ে জ্ঞান পাওয়া সম্ভব।

যে অবশই, এখানে আপনারা গ্রাফিক্স ডিজাইনিং এর সাথে জড়িত বিভিন্ন ফ্রি কোর্স, টিপস এবং ট্রিকস গুলো পাবেন।

আপনারা, যদি বাংলাতে সম্পূর্ণ কোর্স করতে চাইছেন তাহলে, “Free Graphics Design Course in Bangla” লিখে সার্চ দিয়ে দেখুন।

প্রচুর ভালো ভালো এবং প্রফেশনাল কোর্স গুলো আপনারা পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে basic থেকে advance সম্পূর্ণ course আপনারা করতে পারবেন।

যদি আপনি সম্পূর্ণ ফ্রীতে A to Z গ্রাফিক্স ডিজাইন শিখতে চাইছেন, তাহলে অবশই YouTube আপনার জন্যে সেরা প্লাটফর্ম হিসেবে প্রমাণিত হবে।

২. Udemy: Introduction to Graphic Design

Udemy হলো যেকোনো course অনলাইনে করার সেরা একটি প্লাটফর্ম।

এখানে, সম্পূর্ণ প্রফেশনাল দের দ্বারা তৈরি বিভিন্ন বিষয়ে বিভিন্ন অনলাইন কোর্স গুলো রয়েছে।

তবে, এখান থেকে অনলাইন কোর্স করার জন্যে আপনাকে সামান্য পরিমানের টাকা দিয়ে কোর্সটি কিনে নিতে হবে।

অবশই, এখানে আপনারা কিছু ভালো ভালো Free Graphic Design Courses and Tutorials গুলো পাবেন।

এই free course গুলোর মাধ্যমে আপনারা basic designing এর skills গুলো অবশই শিখতে পারবেন।

৩. Skillshare.com

Udemy এর মতোই skillshare ও একটি দারুন online course platform যেখানে বিশ্বজুড়ে বিভিন্ন প্রফেশনাল দের দ্বারা শেয়ার করা কোর্স গুলো আপনারা পেয়ে থাকেন। 

এখানে, গ্রাফিক্স ডিজাইনিং এর সাথে জড়িত বিভিন্ন কোর্স অবশই রয়েছে যেগুলো আপনারা করতে পারবেন। 

তবে, এটা একটি পেইড প্লাটফর্ম যেখানে আপনি ফ্রীতে কিছু শিখতে পারবেননা। 

আপনাকে skillshare এর membership কিনতে হবে, এবং এর পরেই আপনি এখন থেকে যেকোনো অনলাইন কোর্স গুলো এক্সেস করতে পারবেন। 

৪. Linkedin Learning

এটাও একটি অনেক জনপ্রিয় online course platform যেখান থেকে সম্পূর্ণ প্রফেশনাল ভাবে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন।

সঠিক ভাবে কোর্স গুলো সমাপ্ত করার পর আপনাদের একটি সার্টিফিকেট এখানে দেওয়া হবে।

কিন্তু, এটাও একটি প্রিমিয়াম লার্নিং প্লাটফর্ম, তাই এখানে আপনাদের কেবল ১ মাসের ফ্রি ট্রায়াল দেওয়া হবে।

তাই, ১ মাসের জন্যে ফ্রীতে কোর্স গুলো করতে পারবেন যদিও, ১ মাস পর আপনাকে এর পেইড সাবস্ক্রিপশন অবশই নিতে হবে।

Membership এর ক্ষেত্রে আপনারা মাসে মাসে বা বছরে একবার, দুভাবেই পেমেন্ট করতে পারবেন।

৫. Alison.com

আপনি যদি একটি সেরা এবং free online Graphic Design course এর খোঁজ করছেন, তাহলে অবশই এই কোর্সটি করতে পারবেন।

এটা সম্পূর্ণ ফ্রি এবং এখানে আপনারা theory, principles এবং practices এর মাধ্যমে সম্পূর্ণ দক্ষতা গুলো শিখতে ও উন্নত করতে পারবেন।

এখানে বিভিন্ন মডিউল গুলো রয়েছে,

  1. Introduction to graphic design
  2. Graphic design history
  3. Design Process
  4. Design Elements
  5. Course Assessment

এই graphic design course টি সম্পূর্ণ করার পর আপনাকে একটি certificate অবশই দেওয়া হবে, যেটা ভবিষ্যতে আপনার কাজে অবশই আসবে।

তবে, সার্টিফিকেট এর জন্যে আপনাকে প্রত্যেকটি কোর্স এসেসমেন্ট এর মধ্যে ৮০% বা এর থেকে অধিক পেতে হবে।

এখন থেকে আপনি ৩ ধরণের সার্টিফিকেট পেতে পারবেন,

  • Digital Certificate
  • Physical Certificate
  • Framed Certificate

আমাদের শেষ কথা,,

এমনিতে, ইন্টারনেটে প্রচুর অনলাইন ওয়েবসাইট গুলো অবশই রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন।

তবে, সম্পূর্ণ ফ্রীতে কোর্স করার ক্ষেত্রে আপনারা ইউটিউবের সাহায্য নেওয়াটাই ভালো হবে।

এছাড়া, যদি আপনাদের কাছে কোর্স কেনার জন্যে কিছু টাকা থেকে থাকে, তাহলে অবশই Udemy থেকে professional course কিনে সেখান থেকে ডিজাইনিং শেখার পরামর্শ আমি দিবো।

আশা করছি, আমাদের আজকের এই আর্টিকেল আপনাদের অবশই ভালো লেগেছে হয়তো।

আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।

 

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top