AdMob থেকে টাকা আয় কিভাবে করবেন? সম্পূর্ণ প্রক্রিয়া

Last updated on April 10th, 2024 at 05:02 pm

আপনারা হয়তো অনেক সময় দেখেছেন, Google play store থেকে যেকোনো একটি app মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করার পর, যখন সেই app ওপেন  করা হয়, তখন কিছু বিজ্ঞাপন (advertisements) আমরা দেখতে পাই।

তখন হয়তো আমাদের মাথায় একটাই প্রশ্ন চলে আসে, “এই বিজ্ঞাপন গুলো apps গুলোতে কিভাবে দেখানো হয় এবং কেন দেখানো হয় ?”

এরকম অনেক রকমের প্রশ্ন আমাদের মনে চলতে থাকে এই বিজ্ঞাপন (ads) গুলো নিয়ে।

যদি প্রশ্ন করা হয় যে, apps গুলোতে বিজ্ঞাপন কেন দেখানো হয়, তাহলে এর সোজা উত্তর হলো “টাকা আয় করার উদ্দেশ্যে”.

মোবাইলে যেকোনো application open করার পর, সেখানে যদি বিজ্ঞাপন দেখানো হচ্ছে, তাহলে সেই বিজ্ঞাপন আমাদের দেখিয়ে application এর মালিক টাকা আয় করছেন।

আর এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন, কিভাবে apps গুলোতে বিজ্ঞাপন লাগানো হয় বা দেখানো হয়, তাহলে এর উত্তর হবে “Google admob” এর মাধ্যমে।

Google admob, গুগলের একটি product বা service যার মাধ্যমে “android” বা “iOS” মোবাইলের ক্ষেত্রে তৈরি apps গুলোতে বিজ্ঞাপন (ads) দেখানো যেতে পারে।

এবং, এপস গুলোতে এভাবে বিজ্ঞাপন দেখিয়ে জেকেও এডমোব (admob) থেকে টাকা আয় করে নিতে পারবেন।

এভাবে admob এর মাধ্যমে apps গুলোতে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করার জন্য আপনার নিজের একটি “android app” বা “iOS app” এর প্রয়োজন হবে।

বর্তমান সময়ে, এডমোব (admob) এর মাধ্যমে এভাবে apps গুলোতে বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করার প্রক্রিয়াটি অনেক লাভজনক হিসেবে প্রমাণিত হয়েছে।

এবং, অনেকেই internet থেকে টাকা আয় করার এই উপায়টি একটি ব্যবসা হিসেবে নিয়ে কাজ করছেন।

তাই, আপনিও যদি অনলাইন আয় করার এরকম একটি আলাদা ও লাভজনক প্রক্রিয়া খুঁজছেন, তাহলে এই আর্টিকেল আপনার কাজে আসবে।

এখানে আমি আপনাদের বলবো, “admob কি (What Is Admob in Bangla)” এবং “কিভাবে admob থেকে আয় করা যায়” (How to earn money with admob).

এই আর্টিকেল সম্পূর্ণ ভালো করে পড়ার পর, আপনারা বুঝতে পারবেন যে, গুগল এডমোব থেকে আয় করার সঠিক প্রক্রিয়া ও উপায় আসলে কি।

AdMob কি? (What Is AdMob in Bangla)

AdMob হলো গুগলের একটি mobile advertisement platform, যার মাধ্যমে iOS এবং android apps গুলোতে বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করা যেতে পারে।

AdMob থেকে আয়
About Google AdMob in Bangla.

একটি মোবাইল app এ বিভিন্ন রকমের banner ads এবং video ads দেখিয়ে ইনকাম করার সুযোগ দেয় গুগলের এই এডমোব।

এডমোব এর মাধ্যমে কেবল তারা ইনকাম করতে পারবেন যাদের একটি application রয়েছে।

এবং, নিজের android application গুলোতে বিজ্ঞাপন দেখিয়ে আয় করার ক্ষেত্রে, google play store এ থাকা apps এবং apps গুলোর মালিকেরা একটি extra income এর সুযোগ অবশই পেয়ে যায়।

তাছাড়া, AdMob এর মাধ্যমে দেখানো বিজ্ঞাপন গুলো responsive থাকবে।

মানে, এমন ধরণের বিজ্ঞাপন যেগুলো নিজে নিজেই মোবাইলের স্ক্রিনের সাইজ এর সাথে এডজাস্ট (adjust) হয়ে যাবে।

এতে, বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে একটি খারাপ user experience এর সৃষ্টি হয়না।

AdMob mobile advertising company” টি “April 10, 2006” সালে প্রতিষ্ঠাপিত করা হয়েছিল “Omar Hamoui” নামের ব্যক্তির দ্বারা।

November 2009 সালে, কোম্পানিটি “Google” দ্বারা $750 million টাকা দিয়ে অর্জিত (acquired) করে নেওয়া হলো।

এবং তার পর থেকেই AdMob কোম্পানিটি গুগলের একটি অংশ বা সার্ভিস হয়ে দাঁড়ালো।

তাই, সোজা ভাবে যদি বলা যায় তাহলে গুগল এডমোব (admob) হলো, publishers দের জন্য একটি “mobile app monetization platform”.

তাহলে বুঝলেন তো, “গুগল এডমোব (AdMob) কি ?

AdMob থেকে টাকা আয় কিভাবে করবেন?

গুগল এডমোব থেকে টাকা আয় করার প্রক্রিয়া এমনিতে অনেক সোজা।

তবে, এই বিষয়ে সঠিক জ্ঞান না রাখলে আপনার অবশই অসুবিধে হবেই।

অনেকেই আবার গুগল এডসেন্স এবং গুগল এডমোব এর মাঝে পার্থক্য বুঝেননা।

মনে রাখবেন, Google Adsense ও গুগলের একটি online advertising platform, যার মাধ্যমে website owner রা নিজের blog বা website গুলোতে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে পারেন।

তবে, Adsense ব্যবহার করে কেবল নিজের blog বা website গুলোতেই বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে পারবেন।

Mobile application গুলোতে বিজ্ঞাপন দেখিয়ে আয় করার ক্ষেত্রে adsense কাজ করবেনা।

তবে এক্ষেত্রে, ব্যবহার করা হয় Google AdMob এর।

তাহলে, Google adsense এবং Google AdMob এর মাঝে থাকা পার্থক্য বুঝলেনতো ?

Steps to earn money from Google AdMob

তাহলে চলুন, নিচে আমি step by step প্রক্রিয়া বলে দিচ্ছি যেগুলো follow করে আপনিও Google AdMob থেকে আয় করতে পারবেন।

১. যদি আপনি গুগল এডমোব এর মাধ্যমে ads দেখিয়ে ইনকাম করতে চাচ্ছেন, তাহলে প্রথমেই আপনার একটি application থাকতে হবে যেখানে আপনি বিজ্ঞাপন সংযুক্ত করবেন বা লাগাবেন।

২. মনে রাখবেন, একটি mobile application তৈরি করার জন্য আপনার app developer এর কাছে যেতে হবে।

এবং, তারপর আপনি আপনার প্রয়োজন বা আইডিয়া অনুযায়ী app তৈরি করিয়ে নিতে পারবেন।

তাছাড়া, যদি আপনার নিজের মধ্যে app তৈরি করার জ্ঞান বা অভিজ্ঞতা রয়েছে, তাহলে আপনি নিজেই একটি android app তৈরি করে নিতে পারবেন।

৩. এবার, বিজ্ঞাপন (ads) তৈরি করার ক্ষেত্রে সর্ব প্রথমেই আপনার একটি admob account তৈরি করতে হবে।

একটি Google account বা Gmail account এর মাধ্যমে, সহজেই admob এর জন্য signup করে নিতে পারবেন।

৪. Account তৈরি করার পর dashboard এর বাম দিকে আপনারা “Apps” এর একটি option দেখবেন।

Apps এর অপশনে ক্লিক করার পর “add your first app” এর একটি option দেখবেন।

এবং এই “add your first app” অপশনে ক্লিক করে আপনি আপনার app নিজের admob account এ জমা করতে পারবেন।

৫. এখন, নিজের app টি admob এ জমা দেওয়ার পর আপনারা “create ad unit” এর অপসন দেখবেন।

এবং, এই create ad unit option এর মাধ্যমে আপনারা বিভিন্ন রকমের ads যেমন, “banner”, “Interstitial”, “Rewarded”, “Native advanced” তৈরি করে নিজের application এর সাথে সংযুক্ত করতে পারবেন।

৬. এবার, যখনি আপনার application কোনো ব্যক্তি download করে মোবাইলে ইনস্টল করবে, তখন app ব্যবহার করার সময় তার মোবাইলে admob দ্বারা কিছু বিজ্ঞাপন দেখানো হবে।

এবং, এভাবে বিভিন্ন বিজ্ঞাপন গুলো এপস (apps) এর মাধ্যমে উজার (user) দেখিয়ে আপনি আয় করতে পারবেন।

৭. যখন আপনার AdMob account এ minimum $100 ইনকাম হয়ে যাবে, তখন আপনার bank account এ সেই টাকা নিজে নিজেই পাঠিয়ে দেওয়া হবে।

৮. Apps এর মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে অধিক তাড়াতাড়ি টাকা আয় করার জন্য, নিজের android app টি প্রথমেই “Google play store” এ জমা করে দিন।

এতে অনেক বেশি পরিমানের মানুষ আপনার apps গুলো খুঁজে পাবেন এবং যার ফলে প্রত্যেকদিন app download এর পরিমান অনেক থাকবে।

মনে রাখবেন, যত বেশি পরিমানে আপনার apps গুলো download করা হবে, ততটাই বেশি পরিমানের বিজ্ঞাপন admob দ্বারা user দের দেখানোর সুযোগ হয়ে দাঁড়াবে।

আর তাই, আপনার প্রত্যেক দিনের ইনকাম ও প্রায় ভালো পরিমানে হবে।

Google play store এ app জমা কিভাবে দিবেন?

এমনিতে যেকোনো android application আপনি অনেক সহজেই Google play store এ জমা করতে পারবেন।

তবে এই ক্ষেত্রে কিছু বিশেষ বিষয়ে আপনার জেনে রাখতে হবে।

১. সবচে আগেই আপনার একটি Google play console account তৈরি করতে হবে।

এই ক্ষেত্রে, আপনি আপনার যেকোনো Google account বা Gmail account ব্যবহার করতে পারবেন।

২. নিজের “android app” টি “google play store” এ জমা করার ক্ষেত্রে আপনার $25 টাকা fee হিসেবে দিতে হবে।

৩. যখন আপনার android app টি, গুগল প্লে স্টোর থেকে “১০০০ ইউসার (user)” দ্বারা download করা হয়ে যাবে, তখন আপনি Google Admob এ গিয়ে একটি publisher account তৈরি করতে পারবেন।

৪. আপনার application যখন ১০০০ user দ্বারা ডাউনলোড হয়ে যাবে, তখন সহজেই admob থেকে approval পেয়ে যাবেন।

এবং তারপর, admob account থেকে ads তৈরি করে নিজের application এ সেই বিজ্ঞাপনের কোড (code) গুলো লাগিয়ে নিতে হবে।

৫. এখন যখন কোনো ইউসার, google play store থেকে আপনার application download করবেন, তখন তাকে AdMob থেকে বিজ্ঞাপন দেখানো হবে।

তাহলে, এতটাই সহজ ছিল নিজের app এবং google admob এর মাধ্যমে টাকা আয় করার প্রক্রিয়া।

  1. App তৈরি করুন।
  2. Google play store এ app জমা দিন।
  3. ১০০০ জন user দ্বারা app download ও install হয়ে গেলে, admob publisher account তৈরি করুন।
  4. AdMob এ নিজের app জমা দিয়ে বিজ্ঞাপন (ads) তৈরি করুন।
  5. এবার, বিজ্ঞাপন গুলো নিজের app এ coding এর মাধ্যমে লাগিয়ে নিন।
  6. শেষে, app এর মাধ্যমে user দের দেখানো বিজ্ঞাপন গুলোর বিনিময়ে আপনি ইনকাম করুন।

নিজেই android app তৈরি করার কিছু ওয়েবসাইট:

এখন আপনি যদি নিজেই একটি android app তৈরি করে নিতে চাচ্ছেন এবং সেটা কোনো coding knowledge ছাড়াই, তাহলে কিছু অনলাইন এন্ড্রয়েড এপস তৈরির ওয়েবসাইট ব্যবহার করে সেটা করতে পারবেন।

কোনো ধরণের কোডিং (coding) এর জ্ঞান ছাড়াই এই app development ওয়েবসাইট গুলো ব্যবহার করে নিজের একটি android application খুব সহজেই তৈরি করতে পারবেন।

এমনিতে আমি আগেই, এন্ড্রয়েড এপস তৈরি করার ওয়েবসাইট কিছুর বেপারে আপনাদের বলেছিলাম।

  1. appsgeyser.com
  2. andromo.com
  3. mobincube.com
  4. .appyet.com
  5. thunkable.com
  6. appypie.com
  7. appmysite.com
  8. appyourself.net

ওপরে বলা ওয়েবসাইট গুলো ব্যবহার করে আপনারা ফ্রীতেই কোনো ধরণের কোডিং এর জ্ঞান ছাড়া একটি এন্ড্রয়েড এপ্লিকেশন (app) তৈরি করে নিতে পারবেন।

এবং, এভাবে তৈরি করা app গুলোর মাধ্যমে google AdMob ব্যবহার করে টাকা আয় করাটাও সম্ভব।

FAQ:

১. AdMob কি?

AdMob হলো, গুগল দ্বারা তৈরি ও পরিচালিত একটি mobile advertising subsidiary যেটিকে মূলত app developers-রা ব্যবহার করে থাকেন তাদের তৈরি করা mobile app গুলিতে বিজ্ঞাপন (in-app advertising) দেখিয়ে টাকা ইনকাম করার উদ্দেশ্যে।

২. AdMob কি ফ্রীতে ব্যবহার করা যাবে?

অবশই, AdMob সম্পূর্ণভাবে একটি ফ্রি প্লাটফর্ম যেখানে জেকেও নিজের একটি ফ্রি একাউন্ট তৈরি করতে পারবেন। AdMob-দ্বারা একজন app developer, তার তৈরি করা app-এর কনটেন্ট গুলির মধ্যে targeted ads দেখিয়ে টাকা ইনকামের সুযোগ পেয়ে থাকেন।

৩. Google AdMob থেকে ইনকাম করার জন্য কিসের প্রয়োজন?

AdMob থেকে ইনকাম করার জন্য আপনার কাছে অবশই নিজের একটি mobile app এবং একটি AdMob account থাকতে হবে।

৪. প্রতিদিন ১০০ করে অ্যাপ ইনস্টলে AdMob থেকে কত ইনকাম করা যাবে?

আপনার মোবাইল অ্যাপটি যদি প্রতিদিন ১০০-এর কাছাকাছি ইনস্টল হয়ে থাকে, সেক্ষেত্রে $0.5-$5 কাছাকাছি ইনকাম হতে লাগে। তবে, কতজন লোকেরা আপনার অ্যাপে দেখানো বিজ্ঞাপন দেখছেন এবং সেগুলিতে click করছেন, এই বিষয়টার উপরে নির্ভর করেই মূলত আপনার কম বেশি ইনকাম হয়ে থাকে।

গুগল এডমোব থেকে আয়:

তাহলে বন্ধুরা, আমি আশা করছি যে, গুগল এডমোব থেকে কিভাবে টাকা আয় করা যায় এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আপনাদের দিতে পেরেছি।

আজকের এই আর্টিকেলে আমরা, “admob কি” এবং “কিভাবে admob থেকে আয় করা সম্ভব” সেই সম্পূর্ণ বিষয়ে জানলাম।

তাছাড়া, “What is AdMob in Bangla” বিষয়টি নিয়ে যদি আপনার মনে কোনো রকমের প্রশ্ন বা সমস্যা রয়েছে, তাহলে অবশই নিচে কমেন্ট করে জিগেশ করবেন।

বন্ধুরা, blogging এবং YouTube এর থেকে যেভাবে প্রচুর টাকা অনলাইন আয় করা সম্ভব, ঠিক সেভাবেই একটি android app থাকলেও আপনারা প্রচুর টাকা অনলাইনে আয় করতে পারবেন।

এবং একটি app থেকে টাকা আয় করার ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে ৩ টি জিনিসের, “নিজের একটি application”, “একটি এডমোব একাউন্ট” এবং “google play console account” এর।

আশা করছি, সম্পূর্ণটা আপনারা ভালো করে অবশই বুঝেছেন।

Also read:

6 thoughts on “AdMob থেকে টাকা আয় কিভাবে করবেন? সম্পূর্ণ প্রক্রিয়া”

  1. Avatar
    ইসলাম সোহেল

    লেখাটা ভালো লেগেছে। তবে ঘুরিয়ে পেচিয়ে একই কথা বারবার বলা হয়েছে।

  2. Avatar

    আপনারা কি এনড্রয়েড অ্যাপস তৈরি করেন স্যার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top