বন্ধুরা আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো, “কিভাবে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করবেন যেকোনো ছবি বা ফাইল” (How to download a file from google drive).
এমনিতে আমি আগেই আপনাদের বলেছি যে, গুগল ড্রাইভ কি এবং কিভাবে ব্যবহার করতে হয়।
তবে, সেই আর্টিকেলে অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেছেন যে, “কিভাবে গুগল ড্রাইভ থেকে ছবি ডাউনলোড করতে হয় (how download images from google drive).
তাই, আজকের এই আর্টিকেল আমি কেবল তাদের জন্যেই লিখছি, যারা নিজের গুগল ড্রাইভে আপলোড করা ফাইল গুলোকে আবার ডাউনলোড করতে চাইছেন।
এমনিতে, গুগল ড্রাইভ হলো এমন একটি সেবা যেটা বর্তমানে বিশ্বজুড়ে অনেক জনপ্রিয়।
Google drive এর ব্যবহার করে, আমরা আমাদের মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো ফাইল (images, PDF, apps, documents, videos) গুগল এর secure cloud-based storage system এর মধ্যে রাখতে পারি।
এবং, ভবিষ্যতে নিজের মোবাইল বা কম্পিউটারের ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে যেকোনো জায়গার থেকে গুগল ড্রাইভ একাউন্ট থেকে ফাইল গুলোকে আবার ডাউনলোড করা সম্ভব।
এতে, secure file storage, files এর remote access, file sharing ইত্যাদির ক্ষেত্রে আমাদের প্রচুর লাভ হয়ে থাকে।
তাছাড়া, গুগল এর সার্ভার এর মধ্যে সেভ হয়ে থাকার কারণে file, image, video, documents ইত্যাদি হারিয়ে যাওয়ার ভয় কখনোই থাকেনা।
তাই, যদি আপনি নিজের গুগল ড্রাইভ এর মধ্যে ছবি, ভিডিও ইত্যাদি আপলোড করেছেন,
তাহলে জেনেনিন কিভাবে আবার গুগল ড্রাইভ থেকে সেগুলোকে নিজের মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন। (downloading a file from google drive).
সূচিপত্র:
গুগল ড্রাইভ কি ? (What Is Google Drive)
Google drive হলো Google দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত একটি file storage এবং synchronization service যেটাকে April 24, 2012 সালে launch করা হয়েছিল।
সোজা ভাবে বললে,
এটা এমন এক remote storage system যেখানে জেকেও একটি Gmail account এর মাধ্যমে login করে নিজের files এবং images গুলোকে গুগল এর স্টোরেজ সার্ভার এর মধ্যে সেভ (save) করে রাখতে পারেন।
যেকোনো user নিজের গুগল ড্রাইভ একাউন্টে 15 GB পর্জন ফাইল ফ্রীতেই রাখতে পারবেন।
তবে, 15 GB থেকে অধিক ফাইল রাখার জন্যে আপনাকে টাকা দিয়ে plan upgrade করতে হয়।
গুগল ড্রাইভ এর মাধ্যমে আপনি অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে যেকোনো ফাইল google এর cloud-based storage এর মধ্যে সেভ করে রাখতে পারবেন।
এবং, আবার ইন্টারনেটের দ্বারা বিশ্বের যেকোনো জায়গার থেকে নিজের smartphone, tablet, computer ইত্যাদির মাধ্যমে file গুলোকে access বা download করতে পারবেন।
গুগল ড্রাইভ মোবাইল অ্যাপ VS গুগল ড্রাইভ পিসি
আপনারা হয়তো অবশই জানেন যে গুগল ড্রাইভ ব্যবহার করার জন্যে দুটি মাধ্যম রয়েছে।
হয়তো আপনি “Google drive app” ব্যবহার করতে হবে, অথবা “Google drive web version“.
যখন একটি smartphone এর মধ্যে গুগল ড্রাইভ ব্যবহার করা হয় তখন মূলত সেখানে Google drive app এর ব্যবহার হয়ে থাকে।
- Google drive mobile app এর ক্ষেত্রে আপনি manually এবং automatically যেকোনো ফাইল আপলোড করতে পারবেন।
- আপনার Gmail account এর সাথে connected থাকার ফলে সব কাজ নিজে নিজেই হতে থাকবে।
- Automatic synchronization on থাকলে, আপনার মোবাইলে থাকা বা তোলা যেকোনো নতুন ছবি নিজে নিজে ড্রাইভ এর মধ্যে সেভ হয়ে যাবে।
- Google drive app এর মাধ্যমে আপনি অনেক সহজে ফাইল গুলোকে access এবং download করতে পারবেন।
- প্রত্যেক বার নিজের ড্রাইভে লগইন করার কোনো প্রয়োজন হয়না।
তবে, গুগল ড্রাইভ এর ওয়েব ভার্সন (web version) ব্যবহার করেও ফাইল বা ছবি আপলোড বা ডাউনলোড করা সম্ভব।
কিন্তু, সেক্ষেত্রে আপনাকে সবটা ম্যানুয়ালি করতে হবে।
- Google drive web version এর ক্ষেত্রে আপনাকে নিজের কম্পিউটারের ব্রাউজার এর মধ্যে গিয়ে প্রত্যেক বার লগইন করতে হবে।
- যেকোনো ফাইল বা ছবি আপলোড করার ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি সেগুলোকে আপলোড করতে হয়।
- ড্রাইভ থেকে ছবি ডাউনলোড করার ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি লগইন করতে হবে।
- তবে গুগল ড্রাইভ এর ডেস্কটপ ভার্সন একটি অবশই রয়েছে যেটাকে ডাউনলোড করে সব কাজ অটোমেটিক্যালি করতে পারবেন।
তাই, গুগল ড্রাইভ থেকে ছবি ডাউনলোড করার ক্ষেত্রে আপনাকে ওপরে দেওয়া যেকোনো একটি মাধ্যম ব্যবহার করতে হবে।
কম্পিউটারে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করুন এভাবে
যদি আপনি নিজের কম্পিউটারে গুগল ড্রাইভ থেকে ফাইল বা ছবি ডাউনলোড করতে চাইছেন,
তাহলে নিচে দেওয়া স্টেপ গুলোকে ফলো করতে হবে।
- নিজের কম্পিউটারে যেকোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করুন।
- এবার সেখানে “https://drive.google.com” লিখে সার্চ দিন।
- Google drive এর পেজে ভিসিট করার পর আপনাকে লগইন করতে বলা হবে।
- এবার, আপনি নিজের সেই জিমেইল একাউন্ট এর আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন।
- এখন, আপনি নিজের গুগল ড্রাইভ একাউন্টে লগইন হয়ে গেছেন এবং ড্রাইভের মধ্যে থাকা ফাইল / ছবি গুলো দেখতে পারবেন।
- এবার গুগল ড্রাইভ থেকে যেই ফাইল বা ছবি ডাউনলোড করতে চাইছেন, সেটাতে ক্লিক করুন।
- আপনি একসাথে একাধিক ছবি ডাউনলোড করতে চাইলে, Ctrl টিপে ফাইল গুলোতে left click করুন।
- এবার, ফাইল বা ইমেজ সিলেক্ট হয়ে যাওয়ার পর mouse এর মধ্যে right click করুন।
- এখন আপনারা কিছু options এর তালিকা দেখতে পাবেন যেখান থেকে “Download” এর লিংকে ক্লিক করতে হবে।
- ব্যাস, এখন সরাসরি সেই ফাইল আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে।
অধিক ভালো করে বুঝে নেওয়ার জন্য নিচে দেওয়া ছবিটি দেখুন।
চলুন এখন আমরা সরে সরি জেনেনেই, নিজের মোবাইল এর দ্বারা কিভাবে গুগল ড্রাইভ থেকে ছবি ডাউনলোড করা যাবে।
মোবাইলে গুগল ড্রাইভ থেকে ফাইল ডাউনলোড করার নিয়ম
ওপরে কম্পিউটার থেকে ফাইল ডাউনলোড করার যেই প্রক্রিয়া আমি বলে দিয়েছি, ঠিক সেভাবেই আপনারা মোবাইল থেকেও গুগল ড্রাইভ এর ফাইল গুলোকে ডাউনলোড করতে পারবেন।
তবে, মোবাইলের ক্ষেত্রে আমি আপনাদের Google drive app ব্যবহার করে ফাইল ডাউনলোড করার নিয়ম বলে দিচ্ছি।
তাই, যদি আপনি একটি android mobile ব্যবহার করে থাকেন, তাহলে নিচে দেওয়া স্টেপ গুলো ফলো করুন।
- সবচে আগে নিজের মোবাইল থাকা “Google Drive app” ওপেন করুন।
- যদি আপনার মোবাইলে আগের থেকে Google drive নেই, তাহলে সরাসরি play store থেকে ডাউনলোড অবশই করতে পারবেন।
- Google drive মোবাইলে open করার সাথে সাথে আপনারা সেখানে থাকা ফাইল বা ছবি গুলো দেখতে পাবেন।
- এবার, ড্রাইভ থেকে যেই ফাইল বা ছবি ডাউনলোড করতে চাইছেন, সেটার সামনে থাকা more option ( ⋮ ) এর মধ্যে ক্লিক করুন।
- এবার আপনারা কিছু options দেখতে পাবেন যেখান থেকে “Download” এর অপশনে ক্লিক করতে হবে।
- এখন সরাসরি সেই ফাইল বা ছবি গুগল ড্রাইভ এর স্টোরেজ থেকে আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে।
তাহলে বুঝতে পারলেন তো, কিভাবে নিজের মোবাইলে গুগল ড্রাইভ থেকে ছবি ডাউনলোড করতে হবে।
Note:
অবশই মনে রাখবেন, আপনি যেই গুগল আইডি / একাউন্ট ব্যবহার করে গুগল ড্রাইভ এর মধ্যে ফাইল আপলোড করেছিলেন,
ফাইল গুলো ডাউনলোড করার সময়েও আপনাকে সেই একি জিমেইল একাউন্টেই লগইন করতে বা থাকতে হবে।
এনাহলে, আপনার ফাইল গুলোকে আপনি ড্রাইভ এর মধ্যে দেখতে পারবেননা।
আমাদের শেষ কথা,,
আশা করছি, “downloading a file from google drive“, নিয়ে লিখা আমাদের আর্টিকেল আপনাদের পছন্দ হয়েছে।
আমার সব সময় এটাই চেষ্টা রয়েছে, আমি যাতে আপনাদের সম্পূর্ণ সঠিক এবং কাজে আসা তথ্য প্রদান করতে পারি।
তাই, আজকের আমাদের আর্টিকেল, “কিভাবে গুগল ড্রাইভ থেকে ছবি, ফাইল ডাউনলোড করবেন”, যদি আপনাদের ভালো লেগে থাকে,
তাহলে আর্টিকেলটি অবশই শেয়ার করবেন।
তাছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।