ChatGPT কি এবং কিভাবে ব্যবহার করতে হয় ?

ChatGPT কি এবং কিভাবে ব্যবহার করতে হয় ? (Chat GPT in Bengali, Open AI, founder, Sign up, Owner, CEO, Meaning, full form). আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা ChatGPT নিয়ে সম্পূর্ণ বিস্তারিত ভাবে জানবো।

যদি আপনি প্রযুক্তিগত তথ্য নিয়ে বিশেষ রুচি রাখেন এবং বিশেষ করে AI প্রযুক্তির ওপরে আপনার রুচি বেশি, তাহলে বর্তমানের নতুন AI chatbot – চ্যাটজিপিটির বিষয়ে অবশই শুনেছেন হয়তো। এই নতুন chatbot – ChatGPT-টি বিকশিত করা হয়েছে OpenAI-র দ্বারা।

আপনারা হয়তো জানেনই যে নতুন করে চলে আসা এই AI chatbot-টি অনেক কম সময়ের মধ্যে দারুন জনপ্রিয়তা লাভ করেছে। কেননা, ছাত্রদের থেকে শুরু করে কর্মরত পেশাদাররা প্রত্যেকেই আচরিত ও বিমুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছে যে কিভাবে এই AI chatbot আমাদের প্রত্যেক প্রশ্নের উত্তর দিচ্ছে।

Wikipedia এবং Google search-এর মতোই, ইন্টারনেটে যেকোনো প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার আরেকটি দারুন মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই চ্যাটজিপিটি। তবে, সোজা ভাবে বলতে গেলে আসলে এই চ্যাটজিপিটি কি (what is ChatGPT in Bengali) ? কিভাবে কাজ করে এই আধুনিক চ্যাটবট ? এবং আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন ChatGPT ? চলুন, সবটা একে একে জেনে নেওয়া যাক।

ChatGPT কি ( What Is ChatGPT in Bengali) ?

চ্যাটজিপিটি কি ?
চ্যাটজিপিটি কিভাবে ব্যবহার করব ?

ইংরেজি ভাষাতে ChatGPT-র পূর্ণরূপ বা ফুলফর্ম হলো, “Chat Generative Pre-Trained Transformer (GPT)“.

ChatGPT হলো বর্তমান সময়ের একটি অনেক জনপ্রিয় এআই চালিত চ্যাটবট (AI-powered chatbot) যেটা সম্পূর্ণ ভাবে OpenAI নামের একটি Artificial Intelligence (AI) research company দ্বারা উন্নত করা হয়েছে।

এই চ্যাটবট এর মূল কাজ হলো ব্যবহারকারীর (user) দ্বারা করা যেকোনো প্রশ্নের সঠিক উত্তর বা সমাধান প্রদান করা।

User-এর দ্বারা করা প্রশ্নের উত্তর তৈরি করার ক্ষেত্রে এই চ্যাটবট ব্যবহার করে থাকে natural language processing (NLP) নামের একটি মেশিন লার্নিং প্রক্রিয়া।

ইন্টারনেট থেকে পাওয়া তথ্য হিসেবে, আপনি এই chatbot-এর সাথে অনেক সহজে শব্দের ব্যবহার করে কথা বলতে পারেন এবং নিজের মনের মধ্যে থাকা যেকোনো প্রধানের উত্তর এর দ্বারা পেতে পারবেন।

এছাড়া, একেবারে মানুষের মত প্রশ্নের উত্তর (human-like answers) দেওয়ার জন্য চ্যাটজিপিটি বর্তমানে অবশ্যই প্রচুর গুরুত্ব পাচ্ছে।

এটাকে যদি আমরা এক প্রকারের সার্চ ইঞ্জিন বলেই মেনে নেই তাহলেও কিন্তু ভুল হবেনা।

এখানে আপনি শব্দের দ্বারা লিখে যেই প্রশ্নটি করবেন, সেই প্রশ্নের উত্তর চ্যাটজিপিটির দ্বারা আপনাকে বিস্তারিত ভাবে দেওয়া হবে। এটাকে ২০২২ সালের ৩০ নভেম্বর তারিখে লঞ্চ করা হয়েছিল এবং এর অফিসিয়াল ওয়েবসাইটটি হলো, “chat.openai.com“.

চ্যাটজিপিটি লঞ্চ হওয়ার পর আমি নিজেই এই চ্যাটবট ব্যবহার করে দেখেছি এবং এই চ্যাটবট এর সাথে হিন্দি, বাংলা এবং ইংরেজি এই তিনটি ভাষাতেই কথা বলতে বা প্রশ্নের উত্তর পেতে আমার কোনো ধরণের সমস্যা হয়নি।

তার মানে, ইংরেজির সাথে সাথে চ্যাটজিপিটিতে হিন্দি এবং বাংলাতেও প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

তাহলে, ChatGPT কি (what is ChatGPT) বিষয়টা ভালো করে বুঝতে পেরেছেন বলে আশা করছি।

ChatGPT এর পূর্ণরূপ কি ?

ChatGPT-র পূর্ণরুন হলো “Chat Generative Pre-Trained Transformer”.

যখন আমরা গুগল সার্চ ইঞ্জিনে যেকোনো প্রশ্ন লিখে সার্চ করে থাকি, তখন প্রশ্নের উত্তর হিসেবে গুগল আমাদের সেই প্রশ্নের সাথে জড়িত কিছু ওয়েবসাইটের লিংক দেখিয়ে দেয়। মানে, আপনাকে প্রশ্নের উত্তর পাওয়ার জন্যে আলাদা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

কিন্তু চ্যাটজিপিটি সম্পূর্ণ আধুনিক ও আলাদাভাবে কাজ করে।

চ্যাটজিপিটির ক্ষেত্রে যখন আপনি কোনো প্রশ্ন লিখে জমা দিয়ে থাকেন তখন এখানে আপনাকে সরাসরি সেই প্রশ্নের উত্তর দেখিয়ে দেওয়া হয়।

এছাড়া, আপনি যেভাবে এবং যেই হিসেবে উত্তর চাইবেন, চ্যাটজিপিটি আপনাকে সেভাবেই উত্তর দেখাবে।

চ্যাটজিপিটির দ্বারা আপনি নিবন্ধ, ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট, কভার লেটার, বায়োগ্রাফি, আর্টিকেল, আবেদন পত্র ইত্যাদি লিখিয়ে নিতে পারবেন।

ChatGPT কিভাবে ব্যবহার করতে হয় ?

বর্তমান সময়ে  ChatGPT ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে সরাসরি এর ওয়েবসাইটে চলে যেতে হবে।

তবে, কোম্পানির দ্বারা এর একটি official app launch করার বিষয়টা স্বাভাবিক যদিও এখন এর কোনো অ্যাপ চলে আসেনি।

তাই, অনলাইনে ChatGPT-র নামে সক্রিয় থাকা fake apps গুলোর বিষয়টা মাথায় অবশই রাখবেন।

নিচে বলে দেওয়া ধাপ গুলো অনুসরণ করে আপনারা চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন।

  • সবচেয়ে আগেই আপনাকে চলে যেতে হবে, chat.openai.com ওয়েবসাইটে।
  • আপনারা Log in এবং Sign up এর option গুলো দেখবেন।
  • আপনাকে সরাসরি Sign up-এর মধ্যে click করতে হবে।
  • তাড়াতাড়ি একাউন্ট তৈরি করার জন্যে Continue with google বা continue with Microsoft account-এর অপশনে click করতে পারেন।
  • এতে, Google বা Microsoft account-এর ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই চ্যাটজিপিটির একাউন্ট তৈরি হয়ে যাবে।
  • তবে চাইলে, সরাসরি email ID, mobile number এবং name দিয়ে একটি একাউন্ট বানিয়ে নিতে পারবেন।
  • মনে রাখবেন, দুটো ক্ষেত্রেই ChatGPT-র দ্বারা আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে।
  • সরাসরি সেই ভেরিফিকেশন কোডটি দেখে নিয়ে স্ক্রিনে দেখানো বক্সে জমা দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করুন।
  • একাউন্ট তৈরি করার পর এখন সরাসরি আপনারা ChatGPT-এর প্রধান ওয়েবপেজটি দেখতে পারবেন।
  • ChatGPT-র প্রধান পেজে আপনারা একেবারে নিচের দিকে একটি বাক্স দেখতে পারবেন যেখানে আপনি ইংরেজি বা বাংলাতে প্রশ্ন লিখতে পারবেন।
  • বাক্সে নিজের প্রশ্ন লিখে এন্টার প্রেস করলেই চ্যাটজিপিটি আপনাকে আপনার উত্তর দিয়ে দিবে।

বিষয়টা অধিক স্পষ্ট করে বোঝার জন্যে নিচের ছবিটি দেখুন।

chatgpt কি
About ChatGPT in Bengali.

তাহলে আশা করছি এখন আপনারা ভালো করেই বুঝতে পেরেছেন যে চ্যাটজিপিটি কিভাবে ব্যবহার করবেন।

চ্যাটজিপিটির সুবিধা ও লাভ গুলো কি কি ?

এই AI chatbot-টি আমাদের কতটা কাজে আসবে এটা নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক চলে এসেছে।

ChatGPT কিন্তু একটি ক্ষেত্রে আমাদের প্রচুর কাজে আসবেই এবং সেটা হলো মানুষের মতো কথোপকথন এর মাধ্যমে প্রশ্নের উত্তর পাওয়া।

আপনার মনেহবে আপনি একটি AI চালিত chatbot-এর সাথে না তবে একজন মানুষের সাথে কথা বলছেন।

আর এভাবেই একটি দারুন কথোপকথন এর সাথে আপনি নিজের প্রশ্নের একেবারে সঠিক উত্তর পেয়ে থাকেন।

  • ChatGPT-এর সব থেকে অধিক সুবিধা বা লাভ এটাই যে এখানে আপনারা নিজের প্রশ্নের সঠিক জবাব সরাসরি পেয়ে থাকেন।
  • আপনার সার্চ করার প্রশ্নের সিধা উত্তর আপনাকে দেওয়া হবে এবং সেই উত্তর আপনি কিভাবে পেতে চান সেটাও আপনার হাতেই থাকছে।
  • আপনি নিজের প্রশ্নের শর্ট উত্তর বা একেবারে বিশদ সমাধান যেভাবে খুশি সেভাবেই পাবেন।
  • আপনি এখান থেকে blog article structure, YouTube script, poem, story, application, tutorial ইত্যাদি যেকোনো বিষয়ের সমাধান পেতে পারেন।
  • ChatGPT ব্যবহার করা সহজ এবং আপনার কোনো অতিরিক্ত সেটআপ এর প্রয়োজন হয়না। নিজের কম্পিউটার দিয়েই এর ব্যবহার করা যাবে।
  • চ্যাটজিপিটি, প্রশ্নগুলির উত্তর অনেক দ্রুত ভাবে পাওয়ার একটি অনেক ক্ষমতাশালী প্রযুক্তি। এর সাহায্যে ব্যবহারকারীরা দ্রুত প্রশ্নের উত্তর পেতে পারবেন এবং তাদের প্রয়োজন হিসেবে সমস্যা সমাধান পেতে পারবেন। 
  • চ্যাটজিপিটি হলো একটি বৃহত্তর ভাষা মডেল, সুতরাং একে যেকোনো বিস্তারিত বাক্য বা প্রশ্ন জিজ্ঞাসা করলে, এটি সঠিক উত্তর দেওয়ার জন্য সক্ষম হয়।
  • এই পরিষেবা আপনারা সম্পূর্ণ ফ্রি ভাবে ব্যবহার করে এর লাভ নিতে পারেন। এর জন্যে আপনাকে কোনো টাকা দিতে হবেনা। তবে, ফ্রি মাধ্যমে আপনারা সীমিত সময়ের জন্যে এর ব্যবহার করতে পারবেন।

উপসংহার

তাহলে বন্ধুরা, আশা করছি চ্যাটজিপিটির বিষয়ে আপনার মনে থাকা প্রত্যেক জরুরি প্রশ্নের উত্তর আমি আমাদের এই আর্টিকেলের মধ্যে দিতে পেরেছি। চ্যাটজিপিটি কি ? কিভাবে চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে ? ব্যবহারের প্রক্রিয়া কি ? সবটা হয়তো আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। তাই, আমাদের আর্টিকেলটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে, তাহলে আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে অবশই শেয়ার করবেন। এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে সেটা আপনারা নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন। 

FAQ:

ChatGPT-র পূর্ণরূপ কি ?

Chat Generative Pre-Trained Transformer

চ্যাটজিপিটির অফিসিয়াল ওয়েবসাইটের নাম কি ?

chat.openai.com

OpenAI-এর CEO কে ?

Sam Altman

ChatGPT কখন launch করা হয় ?

২০২২ সালের ৩০ নভেম্বর তারিখে।

ChatGPT-তে কি বাংলা ভাষাতে লিখা যাবে ?

অবশই, চ্যাটজিপিটি বাংলা বোঝে এবং বাংলাতে প্রশ্নের উত্তর দিতে সক্ষম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top