আমাদের মধ্যে অনেকেই হাই গ্রাফিক্স পিসি গেম (High graphics PC games) গুলো খেলে সেগুলোর মজা নিতে চাই।
তবে এক্ষেত্রে, আমাদের সামনে সমস্যা একটা থাকে যে, কম্পিউটারে হাই গ্রাফিক্স গেম খেলার জন্যে আমাদের কম্পিউটারে একটি ভালো গ্রাফিক্স কার্ড থাকতে হয়।
তাছাড়া, আধুনিক কম্পিউটার গেম গুলো সাইজে অনেক বেশি হওয়ার ফলে সেগুলোকে ডাউনলোড করাটাও কিন্তু একটি সমস্যা।
তাই, আজকের এই আর্টিকেলে আমি আপনাদের এমন ৭ টি কম্পিউটারের গেম গুলোর বিষয়ে বলবো,
যেই পিসি গেম গুলোর সাইজ ১৫ জিবি থেকেও কম এবং লো পাওয়ার এর গ্রাফিক্স কার্ড এর সাথে এই গেম গুলো খেলতে পারবেন।
নিচে ১৫ জিবির ভেতরে যেগুলো পিসি গেমস গুলোর বিষয়ে আমি বলবো,
সেগুলোর size কম হলেও gameplay এবং graphics কিন্তু দারুন।
তাহলে চলুন, আমরা নিচে প্রত্যেকটি কম সাইজ এর পিসি গেম গুলোর তালিকা দেখেনেই।
১৫ জিবি ভেতরে সেরা ৭ টি জনপ্রিয় হাই গ্রাফিক্স পিসি গেম
বন্ধুরা, নিচে আমি যেগুলো জনপ্রিয় পিসি গেম (PC games) গুলোর বিষয়ে বলবো সেগুলো আপনারা “www.epicgames.com” বা “steam” থেকে কিনে ডাউনলোড করতে পারবেন।
গেম গুলোর বেশিরভাগ আপনারা প্রায় Rs.১৫০ থেকে Rs.৫০০ টাকার ভেতরে পেয়ে যাবেন।
১. Assassin creed 2
আমরা প্রত্যেকেই PC gaming এর ক্ষেত্রে “Assassin creed” এর series এর নাম অবশই শুনেছি।
কিছু দিন আগেই Nov 17, 2020 তারিখে Ubisoft দ্বারা launch করা হয়েছে assassin creed Valhalla game টিকে।
তবে এই নতুন series টিকে খেলার জন্যে আপনার একটি অনেক শক্তিশালী কম্পিউটার সিস্টেম থাকতেই হবে।
কিন্তু আপনি চাইলে assassin creed series এর অনেক জনপ্রিয় open-world game গেম “Assassin creed 2” অবশই খেলতে পারবেন।
গেমটিতে রয়েছে action, adventure এবং thriller যার কারণে আপনি গেমটি খেলে অনেক বেশি আনন্দ অনুভব করবেন।
এর সাথে গেম এর Graphics এবং gameplay দারুন।
Assassin creed 2 গেমটি November 17, 2009 সালে launch করা হয়েছিল।
সম্পূর্ণ Assassin creed series এর মধ্যে assassin creed 2 অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে।
গেমটি খেলার জন্যে কম্পিউটারের কমেও এই কনফিগারেশন থাকতে হবে –
- Windows XP / Windows Vista / Windows 7 বা windows 10
- ইন্টেল বা এমডি যেকোনো ডুয়াল কোর প্রসেসর। (Intel core 2 duo, AMD Athlon)
- কমেও ২ জিবি মেমরি (RAM), এমনিতে ৪ জিবি থাকলে বেশি ভালো।
- Graphics: 256 MB
- DirectX: DirectX 9.0
- 8 GB of free hard drive space থাকতে হবে।
- Keyboard, mouse ইত্যাদি।
তাহলে, বুঝলেন তো যে অনেক লো কনফিগারেশন এর সাথেই আপনারা এই কম্পিউটার গেমটি খেলতে পারবেন।
২. Assassin’s Creed Rogue
Assassin’s creed series এর তরফ থেকে আরো একটি সেরা এবং দারুন গেম যেটা সেই সময়ের একটি অনেক জনপ্রিয় PC game ছিল।
এই গেমটিতেও একটি মজার কাহিনী থাকার সাথে সাথে action, adventure এবং thrill রয়েছে।
11th November 2014 সালে এই গেমটিকে PS3 এবং XBOX এর জন্য launch করা হয়েছিল।
আর, 10th March 2015 সালে গেমটি windows computer এর জন্য launch করা হয়।
আপনার কম্পিউটারে যদি এখনের আধুনিক graphics card নেই বা আপনি যদি 50GB-100GB game download করতে চাচ্ছেননা,
তাহলে এই দারুন এবং মজার গেমটি ডাউনলোড করে খেলতে পারবেন।
Assassin creed rogue গেমটির সাইজ প্রায় ১২জিবি (12GB) বর্তমানে অনেক কম দামেই গেমটি steam থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
গেমটি খেলার জন্যে কম্পিউটারের কমেও এই কনফিগারেশন থাকতে হবে –
- আপনার কম্পিউটারে থাকতে হবে Windows 7 বা Windows 8/8.1.
- ভালো একটি quad core processor যেমন Intel Core2Quad Q6600, 2.4 GHz বা AMD Athlon II X4 620, 2.6 GHz.
- মেমরি (RAM) কমেও ৪ জিবি থাকাটা জরুরি।
- 1GB graphics card.
- DirectX: Version 11
- 12 GB available space
এই hardware configuration গুলো যদি আপনার রয়েছে, তাহলে অবশই এই গেমটি আপনি আরামে খেলতে পারবেন নিজের কম্পিউটারে।
৩. Far Cry 3
“Far Cry 3” কি যে দারুন একটি PC game সেটা আপনারা কেবল তখন বুঝবেন, যখন গেমটি একবার খেলবেন।
গেমটিতে একটি রোমাঞ্চিত কাহিনী রয়েছে।
আপনারা বন্ধুরা একটি Iceland এর মধ্যে ঘুরতে গেছেন, এবং সেখানে আপনাদের কিছু local গুন্ডারা ধরে রেখেছে।
তাদের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে আপনাকে আপনার প্রত্যেক বন্ধুদের বাঁচাতে হবে।
নতুন নতুন cars, weapons, missions ইত্যাদি আপনাকে সম্পূর্ণ গেমটিতে আকর্ষিত করে রাখবে।
তাছাড়া, Far Cry 3 গেম এর Graphics এবং gameplay সাংঘাতিক দারুন।
আপনার মনে হবে আপনি একটি modern AAA title pc game খেলছেন।
Far Cry 3 হলো একটি open-world first-person shooter game যেটা সম্পূর্ণ Far cry series এর সব থেকে জনপ্রিয় গেম।
Ubisoft এর দ্বারা পাবলিশ করা এই গেমটি released হয়েছিল November 29, 2012 সালে।
কিছু দিন আগেই ২০১৯ সালে ফার ক্রাই সিরিজ এর নতুন গেম “Far Cry New Dawn” লঞ্চ করা হয়েছিল।
কম্পিউটারের কমেও এই কনফিগারেশন থাকতে হবে –
- Operating system: Windows Vista, Windows 7, Windows 10
- Dual core বা quad core processor (2.5 GHz – 3.9 GHz)
- Memory: 4 – 8 GB RAM
- Minimum 2GB graphics card
- DirectX:9.0c
- Hard Drive:15 GB HD space
যদি আপনার কম্পিউটারে তেমন ভালো গ্রাফিক্স কার্ড নেই আর আপনি একটি ভালো গ্রাফিক্স এর গেম খেলতে চাচ্ছেন,
তাহলে অবশই বন্ধুরা একবার ফার ক্রাই ৩ গেমটি খেলে দেখুন।
আমার সব থেকে প্রিয় পিসি গেম এটা।
৪. Metro: Last Light
14 May 2013 সালে release হওয়া এই গেমটি অনেক জনপ্রিতা লাভ করেছে।
এবং, ২০২১ সালেও প্রায় অনেকেই এই গেম এখনো খেলছেন।
Metro: last light গেমটি হলো একটি first-person shooter video game যেখানে প্রচুর survival horror elements রয়েছে।
মানে, গেমটি খেলার সময় আপনার মনে ভূতের ভয় ভাব অবশই থাকবে।
Ukrainian studio 4A Games দ্বারা developed এই দারুন গেমটিকে Microsoft Windows, PlayStation 3 এবং Xbox 360 প্রত্যেকের জন্যে May 2013 সালে নিয়ে আসা হয়।
লুকানো, সারভাইভ করা, দারুন এবং ভয়ের জায়গা সবটাই এই গমের মধ্যে পাবেন।
তাছাড়া, ২০১৩ সালে লঞ্চ হয়ে থাকলেও, গেমটিতে অনেক দারুন গ্রাফিক্স দেওয়া হয়েছে।
কম্পিউটারের কনফিগারেশন থাকতে হবে –
- Windows 7 or 8 (64-bit only)
- Dual Core CPU (2.2+ GHz Dual Core CPU), Quad core CPU থাকলে আরো ভালো।
- ২ জিবি রেম থাকলেও চলবে তবে 4 GB RAM থাকাটা ভালো।
- 512 MB – 1 GB graphics card.
- DirectX: Version 10
- Storage: 10 GB available storage space
গেমটি কিনে নিতে চাইলে আপনারা মাত্র Rs.113 টাকায় steam থেকে কিনে download করে নিতে পারবেন।
৫. Counter strike Go
“Counter-Strike: Global Offensive” হলো একটি multiplayer first-person shooter game যেখানে আপনি অনলাইনে অন্যান্য আরো প্লেয়ার দের সাথে খেলবেন।
সম্পূর্ণ Counter-Strike series এর পুরোনো আরো game version রয়েছে।
তবে, August 2012 সালে Windows, macOS, Xbox 360 এবং PlayStation 3 এর জন্য লঞ্চ করা হয় এই লেটেস্ট CS: GO ভার্সন।
গেমটিতে মূলত আপনাকে Police এবং Terrorist এর দলের মধ্যে যেকোনো একটি দোল সিলেক্ট করতে হবে।
এবং, বেছে নেওয়া দলের তরফ থেকে লড়াই করে সেই round টিকে জিতে নিতে হবে।
আপনি কতবার kill করেছে এবং গমের মধ্যে কইবার মরেছেন, সেই সংখ্যার ওপরে হারজিত নির্ভর।
আপনার সাথে এবং আপনার বিরুদ্ধে খেলা অন্যান্য প্লেয়ার গুলো রিয়েল মানুষ যারা অনলাইনে আপনার সাথে খেলছেন।
গেমের graphics, gameplay এবং sound দারুন বলা যেতে পারে।
Steam থেকে আপনারা এই game টিকে নিজের কম্পিউটারের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে ডাউনলোড করে নিতে পারবেন।
CS: GO খেলার জন্যে কনফিগারেশন থাকতে হবে –
- OS: Windows® 7/Vista/XP/10
- Processor: Intel® Core™ 2 Duo E6600 / AMD Phenom™ X3 8750 processor বা এর থেকেও ভালো।
- Memory: 2 GB RAM (৪ জিবি হলে বেশি ভালো)
- Graphics: Video card কমেও 256 MB থাকতে হবে।
- Storage: 15 GB available space
অন্যান্য পিসি গেম গুলো যেগুলোর সাইজ ১৫ জিবি থেকে কম
ওপরে আমি আপনাদের কম সাইজ এর ভালো পিসি গেম গুলোর বিষয়ে বলেছি।
ওপরে বলা প্রত্যেকটি গেমের গ্রাফিক্স এবং গেমপ্লে দারুন।
তবে, আপনি যদি আরো অন্যান্য কিছু গেম গুলোর বিষয়ে জেনেনিতে চাচ্ছেন যেগুলোর গ্রাফিক অনেক ভালো তবে সাইজ কম,
তাহলে নিচে আমি অন্যান্য কিছু ভালো কম্পিউটার গেম গুলোর বিষয়ে বলে দিয়েছি।
- Dead Island Definitive Edition – প্রায় ১০ GB সাইজ
- Left 4 Dead 2 – প্রায় ১৩ GB সাইজ
- The Witcher – প্রায় ১৫ GB সাইজ
- Call of Duty: Modern Warfare 3 – প্রায় ১৬ GB সাইজ
- NFS HOT Pursuit – প্রায় ৮ GB সাইজ
একইটা best computer games আপনারা খেলতে পারবেন, যদি আপনার কম্পিউটারে graphics কম আছে বা আপনি ১৫ জিবির মধ্যে গেম ডাউনলোড করতে চাচ্ছেন।
আমাদের শেষ কথা,,
বন্ধুরা, আশা করছি আমাদের আজকের আর্টিকেল “best PC games under 15 GB size” আপনাদের ভালো লেগেছে।
১৫ জিবির মধ্যে এমনিতে অনেক ভালো ভালো হাই গ্রাফিক্স গেম রয়েছে যেগুলো খেলে আপনারা প্রচুর আনন্দিত হবেন।
তাই, আপনারাও যদি কোনো ভালো গেমের বিষয়ে জানেন যেগুলোর সাইজ ছোট, তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।
তাছাড়া, আজকের আর্টিকেলটি ভালো লেগে থাকলে আর্টিকেলটিকে শেয়ার করতে ভুলবেননা।