Best games like PUBG for Android mobile – (পাবজির মতো গেম)

PUBG mobile alternative: বন্ধুরা আজকের আর্টিকেলের TITLE পড়েই হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আজকে কোন বিষয়ে চর্চা করতে চলেছি। আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা পাবজি মোবাইল গেম এর মতো সেরা কিছু অন্যান্য গেম গুলোর বিষয়ে জানবো (Best games like PUBG for Android).

Best games like PUBG for Android
PUBG mobile alternative

এমনিতে, পাবজির মতো অনলাইন গেম (PUBG alternative games) আপনারা প্রচুর পেয়ে যাবেন যেগুলো ফ্রীতে খেলতে পারবেন।

বর্তমান সময়ে, PUBG mobile game এর বিষয়ে প্রায় প্রত্যেকেই জানেন এবং আশা করছি আপনারা প্রত্যেকেই এই গেম খেলেছেন।

Online multiplayer gaming এর জগতে এক নতুন ধরণের আধুনিক গেম হিসেবে চলে এসেছিলো PUBG mobile গেমটি।

তবে, কেবল মোবাইল নয়, computer (PC) এবং PlayStation এর জন্যেও এই multiplayer game launch করা হয়েছিল।

গেমটি এতটা পছন্দ করা হয়েছে যে PUBG কে বর্তমানের সব থেকে জনপ্রিয় গেম হিসেবে বলা যেতে পারে।

এটা হলো একটি online multiplayer shooter game যেখানে আপনারা third-person এবং first-person’s দুটো হিসেবেই খেলতে পারবেন।

একটি random location (map) এর মধ্যে ১০০ জন ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় এবং গেমের মধ্যে প্রত্যেকেই নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা চালিয়ে যান।

নিজেকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে আপনাকে অন্যান্য ব্যক্তিদের এলিমিনেট (eliminate) করতে হবে যার জন্যে আপনি আলাদা আলাদা ধরণের weapons পেয়ে থাকেন।

সত্যি কথা বললে, এখন পর্যন্ত PUBG আমার হিসেবে একটি best battle royale game.

তবে, কিছুদিন আগেই ভারত (India) সহ কিছু অন্যান্য দেশের মধ্যে PUBG mobile গেমটিকে ban করে দেওয়া হলো।

আর যিহেতু gamers রা এই গেমটি নিজের মোবাইলে খেলতে পারছেননা তাই তারা খুঁজছেন কিছু অন্যান্য পাবজির মতো গেম (similar game like PUBG).

আর তাই, আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের ৯ টি এরকম গেমস এর বিষয়ে বলবো যেগুলো খেলতে সম্পূর্ণ পাবজির মতো (PUBG alternative games).

পাবজির মতো অনলাইন গেম গুলো – Best games like PUBG for android mobile 

PUBG হলো একটি battle royale game যেখানে আপনার সাথে প্রচুর অন্যান্য ব্যক্তিরা একসাথেই survive করার চেষ্টা করবেন।

এবং, শেষে প্রায় ১০০ জনের মধ্যে যেই ব্যক্তি একেবারে শেষ পর্যন্ত নিজেকে গেমটিতে বাঁচিয়ে রাখতে পারবেন সেই পাবেন chicken dinner (মানে জিতবেন).

আর নিচে আমি আপনাদের যেই ৯ টি PUBG alternative games এর বিষয়ে বলবো, সেগুলো প্রত্যেকটি এই ধরণের battle royale games এর পর্যায় এর মধ্যেই ধরা যেতে পারে।

এগুলোর মধ্যে প্রত্যেকটি মাল্টিপ্লেয়ার (multiplayer) অনলাইন গেমএবং প্রত্যেকটি গেমস আপনারা ফ্রীতে ডাউনলোড করতে পারবেন।

চলুন, বেশি সময় না নিয়ে নিচে আমরা প্রত্যেকটি similar game like PUBG mobile কোনগুলো সেটা জেনেনেই।

Top 9 similar game like PUBG mobile – (Download for free)

চলুন, নিচে আমরা সরাসরি জেনেনেই যে PUBG মোবাইল গেমের মতো অন্যান্য গেম কি কি রয়েছে যেগুলো আমরা খেলতে পারবো।

১. Call of duty mobile 

Call of duty mobile (COD) গেমটি প্রায় খেলতে সম্পূর্ণ PUBG র মতোই লাগবে তবে আমার হিসেবে PUBG থেকেও ভালো এই গেমটি।

COD mobile গেমটির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো গেমটি অনেক জনপ্রিয় Activision Publishing, Inc. দ্বারা নিয়ে আসা হয়েছে।

তাছাড়া, computer এবং PlayStation এর জন্য থাকা call of duty game এর জনপ্রিয়তা প্রায় অনেক বছর আগের থেকেই লোকেদের মধ্যে রয়েছে।

Call of duty mobile এর graphics, visuals এবং gameplay সাংঘাতিক দারুন এবং সত্যি বললে এর graphics quality অবশই PUBG mobile থেকেও ভালো।

Game concept, controls এবং resources ইত্যাদি প্রত্যেক ক্ষেত্রেই PUBG এবং COD প্রায় এক রকমের।

COD তেওঁ আপনারা আলাদা আলাদা map select করতে পারবেন।

কেবল কিছু সময়ের মধ্যেই COD mobile প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে এবং একটি সেরা online multiplayer battle royale game সিহেবে জনপ্রিয়তা লাভ করেছে।

এখানে আপনারা PvP modes এবং 100 player battle royale mode দুটো হিসেবেই খেলতে পারবেন।

এছাড়া, এখানে প্রচুর নতুন নতুন weapons, customizations, এবং অন্যান্য characters রয়েছে যেগুলোকে unlock করা যাবে।

২. Garena Free Fire- World Series 

এটা সম্পূর্ণ ভাবে free-to-play game এবং প্রচুর জনপ্রিয় একটি battle royale game.

Garena Free Fire গেমটির বিষয়ে আপনি শুনেননি এটা হতে পারেনা। কেননা, এই গেমটি সম্পূর্ণ PUBG mobile গেমের মতোই।

তবে, Garena Free Fire কিছুটা light এবং কম RAM থাকা মোবাইলেও সহজেই খেলা যায়।

এখানে গেম খেলার জন্য বিভিন্ন আলাদা আলাদা maps এবং modes রয়েছে।

PUBG তে প্রত্যেকটি match এর মধ্যে ১০০ প্লেয়ার খেলেন তবে ফ্রি ফায়ার গেমে একসাথে ৫০ জন প্লেয়ার (participants) খেলতে পারেন এবং প্রত্যেকটি match প্রায় ১০ মিনিট সময়ের হয়ে থাকে।

এখানেও আপনারা single, duo বা four-man squads হিসেবে match খেলতে পারবেন।

Graphics এবং gameplay নিয়ে কথা বললে গেমটি মোটামোটি ভালোই এবং smooth gameplay দিয়ে থাকে।

Match loading হতে বেশি সময় নেওয়া হয়না এবং অনেক তারাতারি game start হয়ে থাকে।

৩. Modern Strike Online: FPS shooting game

Modern Strike Online গেমটি একটি Free PvP FPS shooting game যেটা আমি নিজেই খেলে দেখেছি।

এখানে আলাদা আলাদা popular combat shooting modes রয়েছে যেগুলোতে আপনি single বা multiplayer PvP battles হিসেবে match খেলতে পারবেন।

এটা সম্পূর্ণ PUBG গেমের মতো না যদিও একটি ভালো player vs player multiplayer game.

গেম খেলতে খেলতে আপনাকে নিজের level বাড়াতে থাকতে হবে।

এবং level এর সাথে সাথে points সংগ্রহ করে weapons, Armor, health ইত্যাদি উন্নত করে রাখতে হবে।

আপনার যত ভালো মানের weapons এবং অন্যান্য supply গুলো থাকবে, ততটাই ভালো করে survive করতে পারবেন।

প্রত্যেকটি match প্রায় ৪ থেকে ৫ মিনিটের মধ্যে শেষ হয়ে থাকে এবং আপনি এবং আপনার team যদি প্রচুর kills করে থাকে তাহলে আপনি জিতবেন।

গেমটি একটি অনেক জনপ্রিয় PC game এর মতোই যেটার নাম হলো CS:GO.

৪. Creative Destruction 

NetEase Games এর তরফ থেকে Google play store এর মধ্যে থাকা Creative Destruction হলো একটি online survival game.

এই গেমটি android এবং ios devices এর জন্য উপলব্ধ রয়েছে।

আপনারা যদি Fortnite নামের বর্তমানের অনেক জনপ্রিয় PC game টির বিষয়ে শুনেছেন, তাহলে Fortnite এর মতোই এই গেমটি।

এখানেও আপনারা পাবজির মতো একটি বড় ম্যাপ পাবেন যেখানে একসাথে ১০০ জন players একসাথে খেলতে পারবেন।

খেলতে থাকা অবস্থায় এখানে আবার আপনারা নতুন নতুন জিনিস তৈরি করতে পারবেন।

যদি আপনার কাছে একটি কম RAM এর মোবাইল রয়েছে, তাহলে চিন্তা করবেননা। গেমটি mid-range এবং low-end phones গুলোতে অনেক smooth কাজ করে।

সত্যি বললে এটা একটি দারুন এবং মজার গেম যেটাকে pubg mobile এর alternative হিসেবে ধরা যেতে পারে।

৫. Battlelands Royale 

এটাও একটি survival multiplayer game যেখানে আপনাকে শেষ পর্যন্ত বেঁচে থাকতে হবে।

গেমটি সম্পূর্ণ free-to-play game যেটাকে google play store থেকে download করতে পারবেন।

মূলত গেমটি একটি third-person battle royale shooter গেম যেটা আমার অনেক পছন্দ হয়েছে।

Battlelands গেমের মধ্যে ৩২ জন প্লেয়ার দের একটি 32-person battle royale এর মধ্যে ছেড়েদেয়া হবে।

এবং, প্রায় ৩ থেকে ৫ মিনিটের প্রত্যেকটি match এর মধ্যে আপনাকে survive করতে হবে।

আপনারা গেমের মধ্যে বিভিন্ন জিনিস (stuffs) পেয়ে থাকবেন যেগুলোকে ব্যবহার করে opponents দের eliminate করতে হবে এবং শেষ পর্যন্ত একা বেঁচে থাকতে হবে।

আমার হিসেবে online multiplayer game হিসেবে এটা একটি দারুন mobile game.

তবে, সময়ে সময়ে কিছুটা lag issues অবশই বেয়েছি যেগুলো ছাড়া গেমটি অনেক মজার।

৬. Fortnitele 

Fortnite হলো বর্তমানের অনেক জনপ্রিয় একটি free-to-play game যেটা PC এবং মোবাইল দুটোর জন্যই রয়েছে।

তবে, গেমটি আপনারা play store থেকে download করতে পারবেননা।

আপনাকে, epicgames.com থেকে গেমটি ডাউনলোড করতে হবে।

এমনিতে প্রচুর লোকেরা এই গেমটি খেলছেন এবং নিঃসন্দেহে এটা একটি best এবং most popular battle royale games এর মধ্যে একটি।

এখানেও 100-player battle royale হিসেবে গেম শুরু হয়ে থাকে যেখানে মোট ১০০ জন player থাকবে।

PUBG গেমের মতোই এখানেও আপনাদের একটি island এর মধ্যে plane এর দ্বারা নামিয়ে দেওয়া হবে।

এর পর, আপনাদের আলাদা আলাদা weapons খুঁজে সেগুলোর মাধ্যমে অন্যান্য players দের এলিমিনেট করতে হবে।

Game এর graphics এবং gameplay আমার হিসেবে দারুন।

গেম খেলার সময় আপনি বিভিন্ন crafting element তৈরি করে সেগুলোকে ব্যবহার করতে পারবেন।

এবং এটাই সেই ভাগ যেটা গেম টিকে PUBG গেমের থেকে কিছুটা আলাদা করে দেয়।

৭. GUNS ROYALE 

এটাও একটি দারুন online multiplayer game যেটা খেলে প্রচুর মজা পাবেন। গেমটি একটি standard battle royale game এর পর্যায়তে ধরা যেতে পারে।

একটি শত হতে থাকা game zone এর মধ্যে প্রচুর players দের নামিয়ে দেওয়া হবে।

আপনারা প্রত্যেক players দের location অবশই দেখতে পারবেন এবং সেই হিসেবে তাদের এলিমিনেট করতে হবে।

মানে, আপনাদের তাড়াতাড়ি opponent দের আগেই weapons গুলো সংগ্রহ করতে হবে এবং opponent দের shoot করতে হবে।

গেমটি সম্পূর্ণ PUBG mobile এর মতো মোটেও না যদিও গেমের concept কিন্তু একি।

>> Download the game free 

৮. Free survival: fire battlegrounds 

Free survival: fire battlegrounds, গেমটির কনসেপ্ট, গেমপ্লে গ্রাফিক্স প্রায় সবটাই পাবজি মোবাইল গেমের মতোই।

এটা মূলত একটি survival-shooter game যেখানে আপনাকে প্রচুর realistic weapons দেওয়া হয়।

এখানে প্রত্যেকটি player দের আগের থেকেই দুটো primary weapons এবং একটি secondary weapon নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়।

আপনি চাইলে Free Survival offline mode হিসেবেও গেমটি খেলতে পারবেন।

মানে, ইন্টারনেট ছাড়া গেমটি আরামে খেলা যাবে এর offline mode এর সাহায্যে।

তাই, আপনি যদি পাবজির মতো অফলাইন গেম (Best offline games like PUBG) খুঁজছেন, তাহলে এই গেমটি সেরা।

Offline হিসেবে খেলার জন্য আপনি প্রচুর interesting story mode পাবেন।

Gameplay প্রায় সম্পূর্ণ পাবজির মতোই যেখানে আপনাকে জায়গায় জায়গায় গিয়ে supplies গুলো খুঁজতে এবং loot করতে হয়।

 >> Download the game 

৯. PIXEL’S UNKNOWN BATTLE GROUND 

PUBG mobile alternative

Pixel’s Unknown Battle Ground!, এই গেমটির concept এবং gameplay প্রায় PUBG গেমের মতোই।

তবে, graphics এর কথা বললে এটা PUBG থেকে কিছুটা আলাদা।

এটাও একটি online multiplayer survivor shooters game যেখানে players দের একটি island এর মধ্যে ছেড়ে দেওয়া হবে।

এবার, আপনাকে PUBG গেমের মতোই loot গুলোকে জায়গায় জায়গায় গিয়ে খুঁজতে এবং সংগ্রহ করতে হবে।

এখানেও একটি shrinking zone রয়েছে যেটা সময়ে সময়ে ছোট হতে থাকবে এবং যেটার ভেতরে থেকেই আপনাদের খেলতে হবে।

Google play store এর মধ্যে প্রচুর download হয়েছে এই গেমটি এবং গেমটি ৪.২ এর রেটিং পেয়েছে।

>> Download the game for free 

 

 

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, যদি আপনারা পাবজির মতো গেম খুঁজছেন যেগুলো সহজেই কম রেম (RAM) থাকা মোবাইলে চলবে, তাহলে অবশই ওপরের তালিকাতে দেওয়া গেম গুলো খেলতে পারবেন।

এমনিতে, গুগল প্লে স্টোরে আরো অনেক ধরণের free online battle royale game রয়েছে যেগুলো আপনারা খেলতে পারবেন।

Best games like PUBG for Android নিয়ে লিখা আজকের আর্টিকেল আপনাদের ভালো লেগে থাকলে আর্টিকেলটি অবশই শেয়ার করবেন।

এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, অবশই নিচে কমেন্ট করে জানাবেন।

 

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top