যদি আপনারা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ব্লগ রয়েছে, তাহলে সেখানে একটি fast এবং professional theme ব্যবহার করাটা কিন্তু সাংঘাতিক জরুরি।
এমনিতে, নতুন ব্লগাররা এই ভুল অবশই করে থাকেন।
তারা, সুন্দর এবং আকর্ষণীয় ব্লগ তৈরি করার কথা ভেবে, যেকোনো একটি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করেন।
ফলে, তাদের ব্লগের লোডিং স্পিড প্রচুর স্লো হয়ে থাকে এবং ওয়েবসাইটের নিরাপত্তা নিয়েও প্রচুর কথা এসে পরে।
কেননা, আপনার ওয়েবসাইটের theme এর ওপর বিভিন্ন ব্যাপার নির্ভর করছে।
যেমন,
- ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লোডিং স্পিড কতটা দ্রুত
- ওয়েবসাইটের সিকিউরিটি ও নিরাপত্তা
- User experience
- Blog এর সম্পূর্ণ design ও structure.
- কিছু ক্ষেত্রে, ওয়েবসাইটের SEO structure.
তাই, যদি আপনি একজন প্রফেশনাল ব্লগার হিসেবে কাজ শুরু করছেন, তাহলে ব্লগের জন্য একটি ভালো থিম অবশই ব্যবহার করতে হবে।
তাছাড়া, বর্তমান সময়ে একটি সুরক্ষিত, ভালো ও দ্রুত লোডিং ওয়ার্ডপ্রেস থিম (fast loading WordPress theme) ব্যবহার করার জন্য, আপনার এক টাকাও দিতে হবেনা।
কারণ, বর্তমানে প্রচুর professional free WordPress themes রয়েছে যেগুলোর ব্যবহার জেকেও করতে পারেন।
আর, এগুলোর মধ্যেই কিছু সেরা এবং দ্রুত ওয়ার্ডপ্রেস থিম গুলোর বিষয়ে আমি আজকে আপনাদের বলবো।
তাহলে চলুন, নিচে আমরা এমন ৭ টি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম গুলোর বিষয়ে জেনেনেই, যেগুলো ফ্রি হলেও অন্যান্য প্রিমিয়াম থিম গুলোর তুলনায় অধিক ফাস্ট, সিকিউর এবং সুবিধাজনক।
তবে তার আগে, আমরা সংক্ষেপে জেনেনেই যে, “কেন একটি ভালো ওয়ার্ডপ্রেস থিম” ব্যবহার করাটা জরুরি।
সূচিপত্র:
কেন একটি ভালো ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করবেন ?
দেখুন, আমি আগেই বলেছি যে, আপনার ওয়েবসাইটের থিম সম্পূর্ণ ওয়েবসাইটের পরিচয়।
তাছাড়া, ওয়েবসাইটের speed, design, security এবং user experience কিন্তু theme এর ওপর নির্ভর।
দেখুন, বর্তমান সময়ে Google search এর সেরা ১০ টি রেজাল্ট পেজে আসতে হলে,
“আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড প্রচুর ফাস্ট থাকতে হবে”।
কমেও, ২ সেকেন্ড এর ভেতরে সম্পূর্ণ ওয়েবসাইট লোড হতে হবে।
আর তাই, একটি speed optimized WordPress theme ব্যবহার করাটা সাংঘাতিক ভাবে জরুরি।
তাছাড়া, যেকোনো ফ্রি থিম (free theme) ব্যবহার করলে, আপনার ওয়েবসাইটের নিরাপত্তা নিয়েও প্রশ্ন চলে আসে।
কেননা,
একটি সাধারণ ফ্রি ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে সেই সব রকমের security features দেওয়া থাকেনা যেগুলো একটি ব্লগ সাইট এর নিরাপত্তার জন্য জরুরি।
ফলে, ভবিষ্যতে আপনার ওয়েবসাইট হ্যাক (hack) হয়ে যাওয়ার সুযোগ হয়ে দাঁড়ায়।
তাই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু একটি ভালো, উন্নত ও প্রফেশনাল থিম ব্যবহার করতে হবে।
শেষে,
ওয়েবসাইটে যেকোনো ফ্রি থিম ব্যবহার করার আরো একটি ভয় রয়েছে।
সেটা হলো,
- ওয়েবসাইটের SEOর ওপরে খারাপ প্রভাব।
অনেক ফ্রি থিম হয়েছে, যেগুলো কোনো লাভ ছাড়াই আমাদের ব্যবহার করতে দেওয়া হয়।
আর যেখানে কোনো লাভ নেই, সেখানে theme এর developer থিম টিকে সঠিক ভাবে SEO optimize করার কথা ভাববেন বা কেন।
এতে, আপনার সম্পূর্ণ ওয়েবসাইটের SEO optimization structure নিয়ে সমস্যা দেখা দিতেই পারে।
এই সব ধরণের বিষয় গুলোর ওপর চিন্তা করেই আমি আপনাদের বলছি,
“ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে যেকোনো ফ্রি থিম ব্যবহার করবেননা “.
এমন কিছু SEO optimized, fast loading, secure এবং professional looking WordPress themes রয়েছে, যেগুলো আজ প্রত্যেকেই ব্যবহার করছেন।
আর সব থেকে ভালো কথা যে, এই প্রত্যেক ওয়ার্ডপ্রেস থিম গুলোই ফ্রি।
সেরা ৭ টি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম এর লিস্ট
নিচে বলা প্রত্যেকটি ওয়ার্ডপ্রেস থিম গুলোর লোডিং স্পিড এর বিষয়েও আমি আপনাদের বলে দিবো।
মানে, থিম গুলো ব্যবহার করে ওয়েবসাইটের কতটা দ্রুত লোডিং স্পিড পেতে পারবেন, সেই বিষয়েও আমি বলবো।
তাহলে চলুন শুরু করা যাক।
১. GeneratePress
- Website load time : 1.465 s
GeneratePress বর্তমান সময়ের সব থেকে দ্রুত বা ফাস্ট ওয়ার্ডপ্রেস থিম।
এই থিমটি develop করা হয়েছে, “Tom Usborne” নামের developer এর মাধ্যমে।
এই থিম ব্যবহার করা ওয়েবসাইট গুলোর লোডিং স্পিড যাতে অধিক ফাস্ট থেকে, সেই ক্ষেত্রে এখানে clean এবং lightweight code ব্যবহার করা হয়েছে।
এটা সম্পূর্ণ professional WordPress theme যেটার size কেবল “30 kb“.
Clean এবং simple design যার ফলে আপনার ব্লগের রিডাররা অনেক স্পষ্ট ভাবে সবকিছু বুঝতে পারবেন।
Loading speed এর বাইরেও,
এই থিম এর performance, user-experience এবং SEO structure প্রচুর ভালো।
যেকোনো ধরণের ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে “GeneratePress” ব্যবহার করতে পারবেন।
যেকোনো page builder plugin ব্যবহার করে যেকোনো ধরণের ওয়েবসাইট তৈরি করা সম্ভব।
তাছাড়া, আপনারা উন্নত এবং সহজ কিছু Customizer options অবশই পাবেন।
এই professional, secured, clean এবং fast WordPress theme টি আপনারা সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করতে পারবেন।
তবে, GeneratePress premium version ব্যবহার করলে আপনারা আগের থেকে তৈরি করা pre-built demo sites গুলোর লাভ নিতে পারবেন।
২. Astra
- Website load time : 1.123 s
আমার সব থেকে প্রিয় WordPress theme হলো “Astra”.
তাছাড়া, আমি আমার প্রত্যেকটি ওয়ার্ডপ্রেস ব্লগে এই থিম ব্যবহার করছি।
Astra ওয়ার্ডপ্রেস থিম দ্রুত ওয়েবসাইট লোডিং এর ক্ষেত্রে সব থেকে অধিক জনপ্রিয়।
কেননা, এই থিম ব্যবহার করলে কেবল ১.৫ সেকেন্ড এর ভেতরেই আপনার সম্পূর্ণ ব্লগ সাইট লোড হয়ে যাবে।
তাছাড়া, GeneratePress থিম এর মতোই Astra theme ব্যবহার করে যেকোনো ধরণের ওয়েবসাইট বা ব্লগ তৈরি করা সম্ভব।
ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে, আমাদের বিভিন্ন customizer options দেওয়া হয়।
আগের থেকে তৈরি করে রাখা, “Pre-Built Websites demo” ব্যবহার করে কোনো ডিজাইন না করেই সুন্দর ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন।
Astra theme এর কিছু সাধারণ features হলো:
- Layout Settings
- Header Options
- Colors & Typography options
- Blog & Archives design
- Fastest loading WordPress theme
- Pre-build website design
- Secure & clean design
- Clean & secure code
- SEO optimized
বিশ্বাস করুন, একবার এই থিম ব্যবহার করার পর, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য অন্য কোনো থিম ব্যবহার করার দরকার আপনার হবেনা।
এমনিতে, Astra theme সম্পূর্ণ ফ্রি এবং জেকেও ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
তবে, এর একটি pro বা premium version অবশই রয়েছে যেখানে আমাদের প্রচুর customization options দেওয়া হয়।
৩. OceanWP
- Website load time : 1.342 s
এটা এক অনেক lightweight এবং fast ওয়ার্ডপ্রেস থিম যেটা বর্তমানে সেরা ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগ থিম হিসেবে অনেক জনপ্রিয়।
এই থিম সম্পূর্ণ ফ্রি এবং এখানে আপনারা GeneratePress এবং Astraর মতোই features এবং options দেখতে পাবেন।
আপনাদের বিভিন্ন free pre-built demo sites কিছু দেওয়া হবে, যেগুলো ব্যবহার করে নিমিষের মধ্যে একটি সুন্দর ওয়েবসাইট তৈরি করা সম্ভব।
এমনিতে, OceanWP থিমের SEO structure, page loading speed এবং built quality সবটাই সেরা।
তাছাড়া, এই ওয়ার্ডপ্রেস থিম এর মাধ্যমে আপনারা যেকোনো ধরণের ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
যেমন,
- Portfolio website
- Blog
- eCommerce website
- Company website
- News site
ইত্যাদি, যেকোনো ধরণের ওয়েবসাইট তৈরি করা সম্ভব এই professional WordPress theme এর মাধ্যমে।
যেকোনো ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার (Page builder) যেমন,
- Elementor,
- Beaver Builder,
- Brizy,
- Visual Composer,
- Divi,
- SiteOrigin
ইত্যাদি, এই আধুনিক তবে ফ্রি থিম এর সাথে ব্যবহার করা যাবে।
Free demos, free extensions এবং sticky header এর option আমরা এই ফ্রি থিমে পেয়ে যাচ্ছি।
এমনিতে এই থিম সম্পূর্ণ ফ্রীতে আমরা ব্যবহার করতে পারি।
তবে, OceanWP WordPress theme এর premium subscription নিলে আপনাদের “13 premium extensions” এবং “60 pro demos” দেওয়া হবে।
৪. Writee
- Website load time : 1.678 s
যদি আপনি কেবল ব্লগিং করার উদ্দেশ্যে একটি সেরা ওয়ার্ডপ্রেস থিম খুঁজছেন, তাহলে “writee theme” ব্যবহার করার পরামর্শ আমি দিবো।
কেননা, এই প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিমটি কেবল ব্লগারদের লক্ষ্য করেই তৈরি করা হয়েছে।
সুন্দর ব্লগ ডিজাইন, দ্রুত ওয়েবসাইটের লোডিং স্পিড, আধুনিক এবং অধিক ভালো করে অপ্টিমাইজ করা হয়েছে এই থিম।
Writee theme সম্পূর্ণ ভাবে responsive এবং mobile friendly.
3 custom widgets, Customizer Options, full-width/boxed slider এবং pixel perfect design এর লাভ আপনারা এই থিমে পাবেন।
এই simple এবং clean theme ব্যবহার করুন এবং কোনো চিন্তা ছাড়া নিজের content এর ওপর মন দিয়ে ব্লগিং করুন।
ব্লগের design এবং user-experience নিয়ে আপনার কোনো ধরণের চিন্তা করতে হবেনা।
এই থিম এর free এবং premium দুটোই version রয়েছে।
৫. Twenty Nineteen
- Website load time : 1.212 s
এটা ওয়ার্ডপ্রেস এর অফিসিয়াল থিম যেটা প্রচুর ফাস্ট এবং অনেক ভালো ভাবে কোডিং করা থিম।
দেখতে একেবারেই সাধারণ হলেও, অন্যান্য সব paid বা premium theme গুলোর তুলনায়, এই থিম সেরা।
WordPress এর default theme হলো “twenty nineteen”.
এই সম্পূর্ণ ফ্রি থিম ব্যবহার করে আপনারা যেকোনো ধরণের একটি website বা blog তৈরি করতে পারবেন।
আপনি যদি একটি lightweight এবং simple theme খুঁজছেন, যেখানে নিজের লেখা article গুলোকে স্পষ্ট ভাবে প্রকাশ করতে চাচ্ছেন, তাহলে এই “Twenty nineteen” থিম ব্যবহার করুন।
৬. Neve
- Website load time : 2.212 s
Neve হলো একটি ফ্রি এবং super-fast WordPress template যেটাকে সহজেই customize করা যেতে পারে।
এমনিতে, blogs, small business, startups, agencies, e-commerce shops ইত্যাদি যেকোনো ধরণের ওয়েবসাইটের ক্ষেত্রে এই থিম ব্যবহার করতে পারবেন।
এই থিম হলো সম্পূর্ণ responsive, RTL support এবং translation ready.
তাছাড়া, WordPress block editor এর সাথে অনেক ভালো করে কাজ করে এই Neve theme.
Pre-built templates, customizer options এবং built-in mega menu support এখানে রয়েছে।
তাই, ব্লগিং করার ক্ষেত্রে যদি একটি ফাস্ট এবং প্রফেশনাল থিম খুঁজছেন, তাহলে এই Neve theme ব্যবহার করতে পারবেন।
৭. Zakra
- Website load time : 1.410 s
ThemeGrill এর তরফ থেকে ফ্রীতে এই থিম আপনারা ওয়ার্ডপ্রেস theme directory তে পেয়ে যাবেন।
Zakra অনেক lightweight এবং এই থিম ব্যবহার করলে আপনার ওয়েবসাইট প্রচুর তাড়াতাড়ি লোড হয়ে যাবে।
তাছাড়া, এখানে আপনারা ১২ টি আলাদা আলাদা demo পেয়ে যাবেন।
এই ফ্রি থিম সম্পূর্ণ ভাবে, responsive, Gutenberg compatible, SEO friendly, translation ready.
ফ্রি ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করার আগে কি কি দেখবেন ?
ব্লগিং এর ক্ষেত্রে ফ্রি থিম ব্যবহার করাটা কোনো ভাবেই খারাপ কথা না।
তবে, যখন আপনি একটি ফ্রি থিম ব্যবহার করে নিজের ওয়েবসাইট তৈরি করার কথা ভাবছেন, তখন অবশই নিচে দেওয়া বিষয় গুলোর ওপরে ধ্যান দিবেন।
- Theme টির বিষয়ে অন্যরা কি বলছে।
- SEO optimized theme হতে হবে।
- Responsive theme select করতে হবে।
- WordPress directoryর বাইরের থেকে ফ্রি থিম ব্যবহার করবেননা।
- থিমটির loading speed fast হতেই হবে।
- Theme rating এবং review পড়ার পর থিম ব্যবহার করার বিষয়ে সিদ্ধান্ত নিবেন।
- ব্লগিং এর ক্ষেত্রে একটি clean এবং simple থিম হতে হবে।
তাহলে, ওপরে বলা বিষয় গুলোর ওপরে নজর দেওয়ার পর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য একটি ফ্রি থিম সিলেক্ট করবেন।
কোন ফ্রি থিম ব্যবহার করবেন ?
দেখুন, ওপরে বলা প্রত্যেকটি ফ্রি থিম গুলো সেরা এবং প্রত্যেকেই ব্যবহার করছেন।
তাই, যেকোনো ধরণের ওয়েবসাইটের ক্ষেত্রে আপনারা ওপরে বলা থিম গুলোর মধ্যে যেকোনো একটি ব্যবহার করতে পারবেন।
তাছাড়া, যদি আপনি বিশেষ করে ব্লগিং এর জন্য সেরা ও প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম এর কথা বলছেন,
তাহলে আমি পরামর্শ দিবো “Astra“, “OceanWP” বা “GeneratePress” এর মধ্যে যেকোনো একটি ব্যবহার করার।
ব্লগিং এর ক্ষেত্রে , এই ৩ টি থিম সেরা।
কারণ এরা হলো, সাংঘাতিযং দ্রুত এবং প্রচুর customization options আপনারা পেয়েযাবেন।
তাছাড়া, প্রত্যেকেই এদের বিষয়ে ভালো কথাই বলেন।
Theme গুলো তৈরি করার ক্ষেত্রে, clean codes ব্যবহার করা হয়েছে এবং সময়ে সময়ে updates অবশই পেতে থাকবেন।
তাহলে বুঝলেন তো,
“ব্লগিং এর ক্ষেত্রে কোন ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করবেন ?”
Also read:
খুব ভালো লিখেছেন ভাই। এগুলো অবশ্যই খুব ভালো মানের ওয়ার্ডপ্রেস থিম। অবশ্যই সংগ্রহে রাখার মত থিম।
অনেক ধন্যবাদ।
দাদা আমিও astra pro theme ব্যবহার করি, আপনার সাইটের layout আমার খুব পছন্দ, যেদিন থেকে আমি আপনার সাইটটি দেখেছি সেদিন থেকে বানানোর ইচ্ছা জেগে গেছে, অবশেষে astra pro theme টি কিনেছি । আপনি একটু বলবেন যে আমি কিভাবে আপনার মতো customize করবো? কিংবা আমাকে আপনার theme এর setting import করে আমাকে দেবেন ???? . যদি আমাকে এই উপকারটি করতে আমি অনেক উপকৃত হতাম ????
– ইফতিকার আহমেদ
ভাই, ধন্যবাদ কমেন্ট করার জন্যে। আমার ব্লগের সম্পূর্ণ ডিজাইন custom css দ্বারা তৈরি।
vai ei blog e “larnbd” te ki theme use kora hoyeche, jodi ektu bole deten?
আমার ব্লগে astra pro theme ব্যবহার করা হয়েছে। Learnbd এর কথা বলতে পারলামনা।