গুগল একাউন্টে রিকভারি ফোন নম্বর এবং ইমেইল যোগ করুন

নিজের গুগল / জিমেইল একাউন্টের জন্য রিকভারি মোবাইল নম্বর এবং রিকভারি ইমেইল কিভাবে যোগ করবেন ? আজকের আর্টিকেলে আমরা এই বিষয়ে চর্চা করবো।

add recovery phone in google
Add recovery phone & email in google

আমি এই ব্লগ চালু করার পর থেকেই বিভিন্ন কমেন্ট এবং ইমেইল পেয়েছি যেখানে লোকেরা আমায় জিগেশ করেছে যে,

“আমি আমার গুগল/জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি”, এখন রিকভার কিভাবে করবো ?

তাই মনে রাখবেন, পাসওয়ার্ড ভুলে যাওয়া জিমেইল একাউন্ট রিকভার একটাই উপায় রয়েছে।

সেটা হলো, নিজের গুগল একাউন্টে রেজিস্টার থাকা recovery email address বা recovery phone number এর মাধ্যমে।

এখন, যদি আপনি নিজের গুগল একাউন্ট তৈরি করার সময় একটি রিকভারি মোবাইল নম্বর বা ইমেইল যোগ করেছিলেন,

তাহলে অবশই গুগল একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে আপনার চিন্তা করতে হবেনা।

তবে, যদি আপনার গুগল একাউন্টে একটি রিকভারি ইমেইল বা মোবাইল নম্বর দেওয়া নেই,

তাহলে অবশই নিচে দেওয়া প্রক্রিয়া গুলো ফলো করে আপনি একটি রিকভারি ইমেইল বা মোবাইল নম্বর যোগ করে নিতে পারবেন।

এনাহলে, ভবিষ্যতে যদি আপনি আপনার জিমেইল পাসওয়ার্ড ভুলে যান, তাহলে একাউন্ট রিকভার করার কোনো উপায় আপনার কাছে থাকছেনা।

গুগল একাউন্টে রিকভারি ফোন নম্বর এবং ইমেইল যোগ করার লাভ

নিজের Google account এর মধ্যে recovery options ব্যবহার করার মূল লাভ দুটো।

প্রথম,

দেখুন, recovery phone এবং email যোগ করার সেবা password ভুলে গেলেই আপনার কাজে আসে এটা সবাই জানে।

যখন আপনি আপনার জিমেইল একাউন্ট পাসওয়ার্ড ভুলে যাবেন,

তখন Gmail এর login page থেকে “Forget password” অপশনে ক্লিক করতে হয়।

এতে, আপনার recovery phone বা email এর মধ্যে একটি verification code পাঠানো হয় যেটা সঠিক ভাবে দিয়ে দেওয়ার পর,

আপনাকে নিজের গুগল একাউন্ট এর জন্য নতুন password দিয়ে password change করার option দেওয়া হয়।

দ্বিতীয়, 

এছাড়া, Google account recovery options ব্যবহার করে আপনি আপনার Google / Gmail account টিকে সম্পূর্ণ নিরাপদ (secure) রাখতে পারবেন।

মানে, কোনো hacker বা অন্যান্য ব্যক্তি কোনো রকমে আপনার একাউন্ট অবৈধ ভাবে access / login করতে পারবেনা।

কিভাবে ?

দেখুন, আপনি আপনার Google account settings এর মধ্যে একটি বিশেষ option পাবেন যেটার নাম হলো “Two-Step Verification“.

এই অপসন enable করে দেওয়ার পর,

যতবার কোনো নতুন কম্পিউটার বা মোবাইল থেকে আপনার জিমেইল বা গুগল একাউন্টে লগইন করার চেষ্টা করা হবে,

সেই সময় আপনার দেওয়া recovery phone number বা email number এর মধ্যে একটি verification code চলে আসবে।

এবং, এই verification code ছাড়া আপনার জিমেইল একাউন্টে লগইন করাটা কখনোই সম্ভব না।

এছাড়াও, আপনার গুগল একাউন্টে যতবার সফলতাপূর্বক ভাবে লগইন করা হবে,

সেই বিষয়েও গুগল আপনার recovery email address এর মধ্যে notification পাঠিয়ে দিবে।

তবে এক্ষেত্রে, প্রথমেই আপনার গুগল একাউন্টে একটি recovery email এবং phone number থাকা জরুরি।

তাহলে বুঝলেন তো, নিজের Google account এর মধ্যে recovery email এবং phone যোগ করার লাভ কতটা বেশি।

চলুন, এখন আমরা জেনেনি “কিভাবে গুগল একাউন্টে রিকভারি ইমেইল / ফোন নম্বর যোগ করব ?

নিজের গুগল একাউন্টে রিকভারি ইমেইল কিভাবে যোগ করব ?

নিচে আমি স্টেপ বাই স্টেপ হিসেবে আপনাদের বলে দিয়েছি যে, কিভাবে জিমেইল একাউন্টে রিকভারি ইমেইল যোগ করতে পারবেন।

স্টেপ ১. সবচেয়ে প্রথমেই আপনি নিজের web browser থেকে Gmail.com সাইটে ভিসিট করুন।

স্টপ ২. এবার নিজের gmail account dashboard এর ওপরে হাতের দান সাইডে থাকা “profile icon” এর মধ্যে ক্লিক করুন।

স্টেপ ৩. এখন আপনারা “manage your google account” এর একটি link দেখতে পাবেন যেখানে ক্লিক করতে হবে।

স্টেপ ৪. এবার আপনারা নিজের “Google account dashboard page” দেখতে পাবেন।

স্টেপ ৫. “Account Dashboard” এর মধ্যে আপনারা “Security” অপসন বা লিংক দেখবেন যেখানে ক্লিক করতে হবে।

স্টেপ ৬. এবার Security page এর মধ্যে আপনারা “Ways we can verify it’s you” এর লেখা দেখতে পাবেন যার নিচে “Recovery phone” এবং “recovery email” এর অপসন দেখতে পাবেন।

স্টেপ ৭. যেহেতু আমরা এখন recovery email যোগ করার প্রক্রিয়ার কথা বলছি, তাই আমরা “Recovery email” এর অপশনে ক্লিক করবো।

স্টেপ ৮. এবার আপনাকে নিজের জিমেইল একাউন্ট এর password একবার আবার দিয়ে দিতে হবে।

স্টেপ ৯. এখন সোজা “Add Recovery Email” এর option এর মধ্যে ক্লিক করুন এবং নিজের গুগল একাউন্ট এর জন্য একটি recovery email সেট করুন।

স্টেপ ১০. শেষে “Done” অপশনে ক্লিক করুন। এবার সফলতাপূর্বক আপনার গুগল একাউন্টের রিকভারি ইমেইল যোগ হয়ে যাবে।

তাহলে বুঝলেন তো কতটা সোজা এবং সহজ ছিল recovery email add করাটা।

এই সম্পূর্ণ process আপনারা নিজের smartphone থেকেও অবশই করতে পারবেন।

গুগল একাউন্টে রিকভারি ফোন নম্বর কিভাবে যোগ করবো ?

ওপরে Google একাউন্টে email add করার প্রক্রিয়া দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে,

Account Recovery করার ক্ষেত্রে Email এবং mobile number অ্যাড করার প্রক্রিয়া দুটো একি।

  • ওপরে দেওয়া সম্পূর্ণ প্রক্রিয়া ব্যবহার করে আপনারা নিজের “myaccount.google.com” এর পেজের মধ্যে যেতে হবে।
  • তারপর, Security tab এর মধ্যে click করে নিচে থাকা “Ways we can verify it’s you” লেখার নিচে “Recovery phone” এর ওপরে ক্লিক করুন।
  • এবার আবার আপনাকে নিজের গুগল একাউন্টের পাসওয়ার্ড দিতে হবে।
  • এখন একটি পেজ দেখবেন যেখানে “add recovery phone” এর একটি option / link থাকবে যেখানে ক্লিক করতে হবে।
  • এবার একটি pop-up windows চলে আসবে যেখানে আপনাকে একটি mobile number দিতে বলা হবে।
  • সরাসরি phone number টি দিয়ে নিচে থাকা “next” লিংকে ক্লিক করুন।
  • Next লিংকে ক্লিক করার পর আপনার দেওয়া মোবাইল নাম্বার টিতে একটি verification code পাঠাতে হবে আর যার জন্যে “Get code” লিংকে ক্লিক করতে হবে।
  • এখন  আপনার দেওয়া মোবাইল নম্বরে Google থেকে একটি verification code চলে আসবে, যেটা এই verification page টিতে দিতে হবে এবং “verify” বাটনে ক্লিক করতে হবে।
  • এবার আপনার Google / gmail একাউন্টে একটি recovery phone number যোগ হয়ে গেছে।

এভাবে নিজের গুগল একাউন্টে রিকভারি ডিটেলস যোগ করে পরে আপনি “2-step verification” এর সুবিধা নিতে পারবেন।

এতে, আপনার একাউন্ট hack হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়।

তাছাড়া, গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে নিজের একাউন্ট সহজে রিকভার করতে পারবেন।

 

আমাদের শেষ কথা,

তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখলাম “How to add verification email and phone in Google account“.

আশা করছি আর্টিকেলটি আপনারা সময় ভাবে বুঝতে পেরেছেন।

তাছাড়া, আপনি যদি মোবাইল থেকে রিকভারি ফোন বা ইমেইল যোগ করতে চাচ্ছেন,

তাহলে অবশই এই একি প্রক্রিয়া ব্যবহার করতে পারবেন। মোবাইলে Google chrome browser ব্যবহার করে সম্পূর্ণ প্রক্রিয়া সহজে করতে পারবেন।

শেষে, যদি আজকের আমাদের আর্টিকেল আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।

আর্টিকেল এর সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করুন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top